এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • নিজের কবিতা নিজে লিখুন, নিজে সমালোচনা করুন এবং অন্যের সমালোচনা সহ্য করুন এবং তাকে বলুন অরেকটা কবিতা লিখে নিজের বক্তব্য প্রমাণ করতে।

    pallab
    বইপত্তর | ০৭ ফেব্রুয়ারি ২০০৬ | ২৭৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pallab | 59.93.243.61 | ০৭ ফেব্রুয়ারি ২০০৬ ০৩:১৭450209
  • মুশকিলটা হ'ল এইটা দিয়ে কবিতা নামে এক্টা অধ্যায় শুরুর ইচ্ছে ছিল। আরেকবার চেষ্টা করছি সেটা sucess হলে এটা তুলে দিও please!
  • pratyusha | 131.95.121.251 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ০৪:৩৪450220
  • জলবনের গাঁথা

    নদী,আমার পাগল নদী-
    আমার কাছে আসে যদি,
    নীল কাজলের টিপ পরিয়ে
    গলায় দেবো মালা।

    নদী,আমার ডাগর নদী
    আমার কাছে আসে যদি,
    চুমকি-রেশম ওড়না দেবো
    মকরমুখী বালা।

    নদী,আমার সজল নদী
    আমার কাছে আসে যদি,
    মিহিন সবুজ শাড়ী দেবো,
    রঙ কুসুমের থালা।

    নদী,আমার অলখ নদী
    আমার কাছে আসে যদি,
    হৃদয়বনের শিউলি দেবো
    কান্নাশিশির ঢালা।
  • pallab | 59.93.247.36 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ০৮:৩৭450231
  • আমি তোমার পাগল নদী
    মেঘলা বালিকা;
    বাতাস বওয়ার আনন্দ সে
    আমার তুলিকা!
    আগল খোলা ঝড়-তুফানে
    মেঘলা যখন আমায় টানে
    যখন বিন্তে-খইয়ের মতই
    সবার ভূমিকা ...
    তখন আমায় ডাকলে কেন
    কুসুম-মালিকা!
    আমি নদী
    ঢেউয়ের কাছেই আমার চালিকা;
    কেন তুমি আমার বুকেই ভাসলে ... বালিকা!!!

  • pallab | 59.93.247.36 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ০৯:০১450235
  • নদী;
    যেতে যেতে তার ভুলে যাওয়াটুকু ছাড়া
    আরো যে কিছু করার আছে এ বাদে সবই
    যেদিন ভুলে গিয়েছিল
    নদী
    সেদিন পেল ডাক -

    গ্রাম্য ছোট নদী;
    হারানদের ক্ষেতে ঐ মাথা ছুঁয়ে
    ইস্কুলের খেজুর গাছের ঢাল বেয়ে
    গাঙ শালিখের বসার জন্য ডিঙ্গি ভাসিয়ে
    বর্গ-ভীমার থান ধুইয়ে দিতে দিতেই
    তার রাত শেষ হ'ত যার
    সেও ডাক পেল
    পেল ডাক
    আহা,
    ডাক সকলেই পায়, প্রভূর অশেষ করুণায়
    বলে নদী চলতে লাগলো ফের

    পথ রইলো একই
    শুধু তার রঙ গেল বদলে
    ইস্কুল বাড়ি পাকা হ'ল
    হারানদের ক্ষেতের থেকে পুল উঠল
    বুক এড়িয়ে শুকনো মানুষেরা গেল-এল
    বর্গ-ভীমা অভিমানে মুখ লুকালো সেখানে
    সেই বুক ছিঁড়ে চলল স্টীমার ...

    ডাক এল রে নদী;
    আহা, ডাক! সে তো সকলেই পায় ...

  • pallab | 59.93.192.50 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ১৪:৩৪450236
  • আছে ''হারানদের ক্ষেতে'' হবে, ''হারানদের ক্ষেতের''।
  • Pratyusha | 131.95.121.251 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ২০:২৯450237
  • নদী, আমার অবুঝ নদী
    আমার কাছে আসে যদি
    সাঁঝ-আকাশের রঙটি দেবো
    অশ্রুনিঝর ঢালা।

    নদী আমার আঁধার নদী
    আমার কাছে আসে যদি
    স্রোত আঁচলে ভাসিয়ে দেবো
    হাজার প্রদীপমালা।

    নদী আমার ভোরের নদী
    আমার কাছে আসে যদি
    ভোরাই গানের সুরটি দেবো
    বকুলকুঁড়ির মালা।
  • Babaji | 213.173.163.2 | ১৩ ফেব্রুয়ারি ২০০৬ ২০:৩৪450238
  • বেশ লেখে প্রত্যুষা কিন্তু সে প্রশংসা কবিতায় বোঝাবার ভাষা জানানেই তাই গদ্যেই জানালাম।
  • pallab | 59.93.244.244 | ১৪ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৪৪450239
  • শহর-গ্রামের আলোকমালা পথ দেখাবে
    আকাশ থেকে নামবে রাতে হাউই-মালা
    দুলকি-চালে ভাসবে গাঙে ঘুমন্ত লঞ্চ
    চাঁদ হলুদের থেকেও চড়া নীলচে জ্বালা
    ........
    হয়তো নদী শিখেই গেছে সইতে এসব
    হয়তো এসব এখন নদীর ভালো-ই লাগে
    ........
    ভালোবাসাও ছোট্ট একটা বাঁচার লড়াই
    নদীকে তো বাঁচতে হবে! জিততে হবে!!!
  • Pratyushha | 131.95.121.251 | ১৪ ফেব্রুয়ারি ২০০৬ ০৫:১৬450240
  • নদী আমার আকুল নদী
    সাগরকূলে গেল যদি
    দুধারে তার ছড়িয়ে গেল
    বনকুসুমী মালা।

    নদী আমার মেদুর নদী
    কোথায় কাঁদে নিরবধি
    মণির দেশে লুটিয়ে পড়ে
    অশ্রুমতীর পালা।

    নদী আমার অরুণবতী
    ভোরেরবেলার সুরের সাথী
    সুরবিহীনা কোন্‌ সে লোকে
    একা কাটায় বেলা?

    নদী আমার পরাণনদী
    আমার কাছে আসে যদি
    তারে নিয়ে পড়বো ভেসে
    অকুলপুরীর ভেলা।
  • pallab | 59.93.198.152 | ১৪ ফেব্রুয়ারি ২০০৬ ১৫:২২450210
  • নদীর এখন শহর গ্রামের অনেকটা পথ
    ঘুরতে গেলে হাঁপ ধরে যায় বুকের ভেতর
    বুকের মধ্যে ক্ষত এবং কেবল ক্ষত
    সোহাগ বুকে তাকিয়ে দেখে নিজেই পাথর
    নদী, নদী এ কী হ'ল ... ক্রমনিথর ...

    ...

    অল্প দোলে, অল্প চ'লে,
    নদী নিজের গল্প বলে
    বলতে বলতে হাঁপিয়ে ওঠে
    চোখের আলো নেভে

    ...

    নদী, নদী, নিভু নদী
    আবার শক্তি পেতিস যদি
    আবার তেমন ঝড়ের রাতে
    বাণ নে' বুকে আসিস ছুটে
    আকাশ অভিসারে ...

    ...
    হেসে বলে নদী,
    আবার চলতে পেতাম যদি
    সবার আগে তবে নিজের বদলে দিতাম গতি ...
  • Purabi | 159.37.7.119 | ১৫ ফেব্রুয়ারি ২০০৬ ০০:২৪450211
  • আমি নদী, ভেবেছিলাম
    ছুটবো আমি বেহিসেবী
    চপল পায়ে মাঠ ছাড়িয়ে
    পাহাড়, গহন বন পেরিয়ে
    শরৎ মেঘের ডানায়।

    বাজিয়ে নূপুর পাখির গানে
    ঝাঁপিয়েছিলাম, মাতিয়েছিলাম
    ঝরেছিলাম ঝর্না হয়ে
    বয়েছিলাম কূল ছাপিয়ে
    পূর্ন কানায় কানায়।

    আজ বয়েসের নিষেধ মেনে
    কমছে গতি, ধীর প্রকৃতি
    অশ্রু ধারায় ক্লেদ মিশেছে
    শুষ্ক ধূসর চর জেগেছে
    ক্লান্ত আঙ্গিনায়।

    জানি এবার সাঙ্গ হবে
    আমার চলা, কাছেই সাগর
    মিলিয়ে যাব তারই বুকে
    হিসেব নিকেশ যাবে চুকে
    ডাকছে সে আমায়।

    আজ মনে হয় আবার যদি
    স্বপ্নগুলো সত্যি করে
    বুনো ঘাসের গন্ধ নিতাম
    পাগলা হাওয়ায় সুর মেলাতাম
    ভেসে যেতাম অজানায়!
  • Pratyusha | 131.95.121.251 | ১৫ ফেব্রুয়ারি ২০০৬ ০১:১১450212
  • সেই নদীটিই নতুন হবে
    আসবে বটের ছায়ে,
    ঐ যে ভাসে আলোকতরী
    মন-দখিনার বায়ে।

    উপছে পড়ে ছড়িয়ে যাবে
    পান্নাসবুজ হাসি,
    শুকনা পাথর ডাঙা জুড়ে
    তালপিয়ালের বাঁশী।

    নতুন নামে, নতুন ধামে
    নতুন হবে পাড়ি
    আবার উজানভাঁটার স্রোতে
    নতুন রাজার বাড়ী।

    তবুও যাবে হয়তো চেনা
    পুরানো কাহিনি,
    রোদ্দুরে আর চাঁদনি রাতে
    অঝোর কানাকানি।
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০০:৩৬450213
  • একটা নদী!
    ছলাৎ ছল ছলাৎ ছল ছলাৎ ছল
    মরুর বুকে পথ হারালো
  • tan | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০০:৪৭450214
  • যা:,এইটা তো রবিদাদু লিখে গেছেন!
    "যে নদী মরুপথে হারালো ধারা
    জানি হে জানি তাও হয়নি হারা।" :-)

  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০০:৫৪450215
  • একটি নদী সব দিয়ে
    ডাক দিলো
    কে দিবি,কে দিবি
    সব দিবি ... আয়
  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০০:৫৯450216
  • অন্য নদীটি কইলো অন্য কথা,
    সন্ধ্যাবেলার মনকেমনের ব্যথা,
    ভুবনডাঙা ছাড়িয়ে গেলো
    চলতে চলতে হারিয়ে গেলো
    ঐ যেখানে নীলের পরে নীল মিশে যায় সেথা।
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:০৪450217
  • হায় এ নদীর কত্ত ব্যাথা!
    কইতে এসে মনের কথা
    দেখলো সেজন হাইরে গেল বৈতরণী-র পারে!!!!
  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:১০450218
  • বৈতরণীর কুলে কুলে কুলছাপানো জল
    কে যাবি না যাবি তোরা মনবিরাগী চল্‌,
    ঐ তো আসে সে কান্ডারী
    বার কর তোর পারের কড়ি,
    ফেলে রেখে যা এপারে বেভুল যতো ছল্‌।
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:২৫450219
  • কান্ডারী লো কান্ডারী তোর ষাঁড় খান কই!
    হালের গরু বলদে খাইছে
    আইস্তা টাইন্য মই!!!
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৪৩450221
  • সেই নদী, মিসিসিপি,
    তারো দক্ষিণে!
    ...
    (কি ঠিক তো?)
    ...
    অবুঝ পেয়ারা ছিল,
    নদী যাকে চেনে!!!
  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৪৬450222
  • বৈতরণী? উড়িষ্যায়।

  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৫১450223
  • তাছাড়া শুধু পেয়ারাই বা কেন? ন্যাসপাতি বাঁশপাতি আনাজপাতি সবই নদী চেনে।
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৫২450224
  • বলিচু ই লদি আমি
    ন' দেখিনু বাবা
    ওড়িয়া হয়েচু বলি
    নদি হব ন বা!
    হুই লদি বড় লদী
    উথ মোর কি
    আমাদের ছোট লদি
    হৃদ-সখিটি
  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০১:৫৯450225
  • অপূর্ব! উড়িয়া গান আর কবিতা দুইই যাকে বলে অমরার সুধারস ইত্যাদি প্রভৃতি।
    একটা শোনো,
    "ডাকি ডাকি থকিঅলি হে কড়া ঠাকুর।"

  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০২:১০450226
  • ক্যাডা তুমি অয়ি অপ্সরে, আমারে ঠাকুর কইলা!!!
    তবে বুঝি মর্তে এইবার, শনিঠাকুর, রবিঠাকুরের ন্যায় আমারেও থান কইর‌্যা দিব!!!

  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০২:১৭450227
  • আরে না না এটা উড়িয়া গান,তীর্থদা গায়।
    "ডাকি ডাকি থকিঅলি হে কড়া ঠাকুর-অ,
    এ জীবনে নাহি মোর তীরমাত্র সুখ-অ রে-এ-এ
    তীরমাত্র সুখ-অ"

  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০২:২৪450228
  • হুঁ, রবিঠাকুরও খুব কড়া ছিলো শুণেচি!
    তা তোমার তীর্থদা কি তখন শান্তিনিকেতনেই থাকতেন?
  • pallab | 59.93.255.193 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০২:৩৭450229
  • southern mississipi !
    faclt? sub?

    এট্টু রেস্ট নিয়ে ফের খ্যাব্বি কর্বো কেমন!!
    বেশি-ক্ষণ ফাঁকি দিলে এরা আবার বকিবকি করে তো!!!!
  • Pratyusha | 131.95.121.251 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০৩:০২450230
  • বৈতরণীর তীরে বসে আছি ভাই,কড়া ঠাকুর-অ আমায় দেখা দেয় না।
    আর তুমি কিসব বিলকিছ ছিলকিচ কইছো কিছু বুঝি না।
  • Nesar Ahmed | 85.159.201.52 | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ ০৩:১৭450232
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন