এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সে | 2001:1711:fa42:f421:f517:17c5:c3af:3274 | ০৩ অক্টোবর ২০২১ ২০:৩১499019
  • ভাল লেখা
  • মানস সেন | 169.197.143.22 | ০৪ অক্টোবর ২০২১ ০২:৩৬499025
  • ও আচ্ছা। মুসলিম খানার সঙ্গে পরিচয় করিয়ে দিলেই চাড্ডিপনা ঘুচে গেল? বেশ বোকা বোকা লেখা।
  • aranya | 2601:84:4600:5410:6da4:c5d9:2f24:bdce | ০৪ অক্টোবর ২০২১ ০৬:৫৭499030
  • বুগু ঈশ্বরবিশ্বাসী ছিলেন। বিজেপি-র দিকে ঝুঁকেছিলেন, এমন শুনেছি। আবার নন্দীগ্রাম পর্বে সিপিআইএম বা বিশেষ ভাবে অন্য বুদ্ধদেবের সমর্থনেও লিখেছেন, আজকালে। 
    আমি ওনার গল্প, উপন্যাস পড়েছি অনেক। কোথাও মুসলিম বিদ্বেষের ছাপ দেখি নি।  মুসলিম খানার কথা আছে, কম বয়সে শিকার সংগী নাজিম? মিঞা, তার ছেলেদের কথা আছে। ব্যক্তি জীবনে বিজেপি সমর্থক ছিলেন কিনা, তাতে আমার আগ্রহ নেই, ওর গল্প, উপন্যাসে কী বার্তা পাঠাচ্ছেন , তাতেই আগ্রহ। 
    সম্বিৎ ভাল লিখেছে। বড়লোক-দের ভয়েস- ও সাহিত্যে আসা প্রয়োজন, এটা আগে ভাবি নি। 
    বুদ্ধদেব গুহ-কে দেখা হত  , ৭০ বা ৮০-র দশকে, প্রেম ও অরণ্যের কথাকার হিসাবে। হলুদবসন্ত ? পড়ে রমাপদ চৌধুরী বলেছিলেন এত ভাল প্রেমের উপন্যাস উনি আর পড়েন নি। আবাপ-র  রবিবাসরীয়-টা রমাপদ বাবু দেখতেন, বুদ্ধদেব কে সেখানে নিয়মিত ভাবে লিখতে বলেন। 
    প্রবাদপ্রতিম বিভূতিভূষণের পরে বাংলায় জঙ্গল নিয়ে লেখা হাতে গোণা। বুদ্ধদেব তার লেখার মাধ্যমে একটা সময় বাঙালী কিশোর-কিশোরীর মনে অরণ্য প্রেম জাগানোর চেষ্টা করেছেন, এ জন্য  তিনি আমার কাছে শ্রদ্ধেয়। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যার মহানদীর দু পাশের অরণ্য, ভারতের বিভিন্ন জঙ্গলে মানস ভ্রমন হত, ওর লেখার সূত্রে। কেউ কেউ বলেন, বুদ্ধদেব টুরিস্টের দৃষ্টিভঙ্গী থেকে জঙ্গলের কথা লিখেছেন, অরণ্যের আদিবাসীদের সাথে একাত্ম হতে পারেন নি। । এ অভিযোগ সত্য হতে পারে। কিন্তু ওর লেখায় আমি জঙ্গল এবং জঙ্গলের মানুষের প্রতি ভালবাসাই দেখেছি। সে ভালবাসা ধনীর অনুকম্পা কিনা জানি না। 
    মাধুকরী-কে বুদ্ধদেব স্বয়ং তার ম্যাগনাম ওপাস বলেছেন, এটা জানতাম না। ৮০-র মধ্যভাগে কলেজে পড়ার সময় দেশে ধারাবাহিক হিসাবে বেরোত - বুদ্ধদেব-এর মাধুকরী আর  সমরেশ- এর গর্ভধারিণী। দুটো ই উপভোগ্য ছিল। 
    কোয়েলের কাছে, কোজাগর, একটু উষঞ্তার জন্যে আর খেলা যখন - একটা সময় পর্যন্ত এই চারটি উপন্যাসকেই বুদ্ধদেবের শ্রেষ্ঠ সৃষ্টি বলে ধরা হত, মাধুকরী তার মধ্যে আসত না 
    ঋজুদার প্রথম দিকের রচনগুলো সম্বন্ধে সম্বিৎ-এর সাথে একমত। কদিন আগে গুগুনোগুম্বারের দেশে আবার পড়লাম, ভাল লাগল। অ্যালবিনো, নিনিকুমারীর বাঘ, বনবিবির বনে- এসবও ফিরে পড়লে ভাল লাগবে বলেই মনে হয়। 
    বুদ্ধদেবের পরবর্তী কালের লেখার মধ্যে ভাল লেগেছে সম, চাপরাশ।  আত্মজীবনীমূলক 'বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে' খুবই প্রিয় বই, জঙ্গলের পুঙ্খানুপুঙ্খ বর্ণনার জন্য 
     
     
     
     
  • aranya | 2601:84:4600:5410:6da4:c5d9:2f24:bdce | ০৪ অক্টোবর ২০২১ ০৭:০০499031
  • আর অবশ্যই 'অন্য শিকার'- সেই বুড়ো  শিকারী আর বাঘের দ্বৈরথ - যা নিয়ে গুরুতে আগেও লেখা হয়েছে, অসাধারণ 
  • | 2406:7400:63:4e30::100 | ০৪ অক্টোবর ২০২১ ০৯:৪০499035
  • এক্ষুনি কিছু রিটায়ার্ড হিংসুটে বুড়ো এসে বলবে কেন উনি পাইপ খেতেন ? কেন উনি বড়লোক ছিলেন ? কেন ওনার বৌ সুন্দরী ছিলেন ? 
  • Ranjan Roy | ০৪ অক্টোবর ২০২১ ২৩:১১499067
  • ঋতু গুহঠাকুরতার রবীন্দ্রসংগীত এক আলাদা ক্লাস। গানের চয়নে  ও শব্দ প্রক্ষেপণে কমিউনিকেট করায়। ওঁর টপ্পা অঙ্গের "বন্ধু রহো রহো সাথে " আমার কৈশোরের সম্পদ।  আর অরণ্য   ও সম্বিতের লেখায় মনে পড়ছে ষাটের দশকের শেষ থেকে রবিবাসরীয় আনন্দবাজারে ওঁর নতুন স্বাদের গল্প গুলো। একেবারে অন্য রকম দুনিয়ার কথা। একটা গল্পে রুণা চাকরি নিয়ে দূরে চলে যাচ্ছে। একটি ছেলে ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে--বলো তুমি যাবে না, আমি বলছি তুমি যাবে না।
    ষাট দশকের সমস্ত ফর্মূলা ভেঙে নায়িকা সেন্টু না খেয়ে হাত ছাড়িয়ে নেয়, নিরাসক্ত গলায় জানিয়ে দেয় সে যাবেই।
    আর ডাকবাংলোর মাথায় একটি বিশেষ জাতের পাখি বা পাখিরা উড়তে উড়তে ডাকে--ডিড ইউ ডু ইট? ডিড ইউ ডু ইট?
    আমার ঘোর লেগে গেছল।  নাম ভুলে গেছি। কেউ নামটা মনে করিয়ে দেবেন?
    সম্ভবতঃ আপডাইকের নভেল " দ্য কাপলস" এ পড়েছিলাম আমেরিকার কোন নতুন গড়ে ওঠা শহরে উচ্চবিত্ত জীবনের বিশ্বস্ত ছবি। উচ্চবিত্ত সমাজ আমাদেরই  অংশ; তাদের কেন বাদ দিতে হবে বা শুধু ক্যারিকেচার করতে হবে?
  • | ০৪ অক্টোবর ২০২১ ২৩:৫২499072
  • ধুউউরর। 
  • এলেবেলে | ০৫ অক্টোবর ২০২১ ০০:১৯499075
  • তার মানে অরণ্য আমার থেকে খুব একটা বড় নন। গর্ভধারিণী যখন দেশে ধারাবাহিক প্রকাশিত হচ্ছে সেটা ১৯৮৩, আমার এইচ এস শেষ হয়ে গেছে। বাড়িতে এখনও মাধুকরী এবং উত্তরাধিকার-কালবেলা-কালপুরুষ কেটে বাঁধানো আছে। সম্ভবত ১৯৮৮-৮৯ নাগাদ চতুরঙ্গ পত্রিকায় কালবেলায় চমৎকার একটা বুক রিভিউ প্রকাশিত হয়েছিল। সেটা পড়ে মজুমদারের প্রতি ভক্তি চটতে শুরু করেছিল, আর সে ভক্তি ইহজীবনে ফিরে আসেনি।
     
    মাধুকরীকে যতই বুগু ম্যাগনাম ওপাস বলুন না কেন, আমার ভালো লাগেনি। তবে চাপরাশ পড়ার পরে সম্ভবত ২০০৩ সালে তার ব্যাপক নিন্দা করে বুগুকে একটা চিঠি লিখি। আমাকে অবাক করে দিয়ে মাসতিনেক পরে উনি তার উত্তর দিয়েছিলেন। প্রথমটা বেশ অবহেলাভরে শুরু করেছিলেন, তারপর লেটার প্যাটের সাইড ও টপ মার্জিনে বিস্তর লেখেন-টেখেন এবং বেশ কিছু অভিযোগ মেনে নেন।
     
    ওই চিঠিতেই উনি লিখেছিলেন যে তিনি সুধীর চক্রবর্তী ও স্বপ্নময় চক্রবর্তীকে প্রমোট করার জন্য তাঁর একাধিক উপন্যাসে যতটা জায়গা দিয়েছেন সেটা অন্য কেউ দেননি। শুধু পাঠক হিসেবে তাঁর এই নিজস্ব ভালোলাগা আমার ভালো লাগত হবে কেন, তার মাথামুন্ডু বুঝিনি। ওই উপন্যাসেই তিনি যথেষ্ট আক্ষেপ করেছিলেন ভারত সেবাশ্রম যথেষ্ট হিন্দুত্ববাদী থাকলেও রাকৃমি কেন সেই পথ থেকে সরে আসল - তাই নিয়ে। সব মিলিয়ে ওয়ার্থলেস লেখা।
     
    আর তাঁর লেখায় দীর্ঘ উদ্ধৃতি থাকত হুইটম্যান ও খলিল জিব্রানের (তিনি অবশ্য কহলিল জিব্রান লিখতেন, যেমতি লিখতেন লানডান) আর থাকত ডন কিহোতের।
     
    মূল লেখাটা নিয়ে কিছু বলছি না।
  • এলেবেলে | ০৫ অক্টোবর ২০২১ ০০:২৭499076
  • * কালবেলার
    *লেটার প্যাড
    *ভালো লাগতে
     
    আসলে ৮৫-৮৬ নাগাদ গৌরকিশোর আজকাল কাঁপিয়ে দিচ্ছেন। পাশাপাশি হাতের নাগালে চলে আসছে প্রতিক্ষণ। তাঁর বিষয়বস্তুর সঙ্গে পাল্লা না দিতে পারলেও তার মুদ্রণসৌকর্যের অক্ষম অনুকরণ করছে দেশ এবং কাটতি যথেষ্ট কমছে। মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে বাড়িতে দেশ আসবে না প্রতিক্ষণ - তাই নিয়ে। অবশেষে পিতৃদেব স্নেহবশত দেশের পাশাপাশি প্রতিক্ষণ রাখারও অনুমতি দিচ্ছেন। ওই সময় থেকেই দেশের প্রতি আকর্ষণ কমতে শুরু করে। তবুও পূর্ব-পশ্চিমটা বাঁধিয়ে রেখেছিলাম। আর বিকাশ ভটচাজের ছবিগুলোর জন্য দেখি নাই ফিরে। শেষোক্তটি আমার কোনও এক বন্ধু চক্ষুদান করেন।
  • | 2406:7400:63:d808::101 | ০৫ অক্টোবর ২০২১ ০০:৪৯499078
  • যাক একটা বুড়োর মাথা টা শান্ত হয়েছে | হিংসার আগুন মিইয়ে  গ্যাছে | 
     
     
  • বিকাশ ভটচাজের ছবিগুলো | 151.197.224.113 | ০৫ অক্টোবর ২০২১ ০১:১৬499079
  • ছাপা বইটাতেও রেখেছে 
  • ১৯৮৩ | 151.197.224.113 | ০৫ অক্টোবর ২০২১ ০১:১৯499080
  • গর্ভধারিনী ৮৩র পরে মনে হয়, ৮৪, ৮৫? নাকি এলেই ঠিক? 
  • | 2406:7400:63:d808::101 | ০৫ অক্টোবর ২০২১ ০১:২৬499083
  • সাঁকো নাড়াবেন না , এলেবেলে কিন্তু কামড়ে দেয় |
  • | ০৫ অক্টোবর ২০২১ ০৭:৪৮499090
  • হুঁ গর্ভধারিণী ৮৩ র পরে বলেই আমারো মনে হচ্ছে।  ৮৫ নাগাদ? 
     
  • এলেবেলে | ০৫ অক্টোবর ২০২১ ০৮:০২499091
  • ছি ছি কাল গর্ভধারিণী লিখে ফেলেছিলাম। আসলে কালপুরুষ। অত্যন্ত লজ্জিত। 
  • | 2402:3a80:d12:a23c:589c:1154:dfa8:37ae | ০৫ অক্টোবর ২০২১ ০৮:১৮499092
  • এত বিনয় এবং ভদ্রতা !!!! ওফ পারছি না !!!
  • aranya | 2601:84:4600:5410:19a5:fc35:c2b6:1712 | ০৫ অক্টোবর ২০২১ ০৮:২২499093
  • উত্তরাধিকার আর কালবেলা - এই দুটো ভাল লিখেছিলেন । কালবেলার জন্য কিছু একটা পুরস্কারও পান বোধহয়। 
  • এলেবেলে | ০৫ অক্টোবর ২০২১ ০৯:২৮499095
  • পুরস্কার পাননি, ওটি দেওয়া হয়। মেনস্ট্রিম সাহিত্যে নকশালবাড়ির ইতিহাসকে কীভাবে খুন করা হবে এবং কোন ন্যারেটিভটি ভবিষ্যতে পুনরাবৃত্ত হবে - কালবেলা তার প্রকৃষ্ট উদাহরণ।
  • | ০৫ অক্টোবর ২০২১ ১২:২২499114
  • সমরেশ মজুমদার সম্পর্কে বৈজয়ন্তর অমর উক্তি 'আড়াইখান উপন্যাস লেখার পরই মজ্জুমদার মশাইকে কি যে কালবেলায় ধরল!"
     
    যাকগে সমরেশ মজুমদার তো বোধহয় এখনো বেঁচে আছেন। এই বুবুভা তো তাঁকে নিয়ে নয়, কাজেই কাটান  দিলাম আপাতত। 
     
  • Apu | 223.191.38.78 | ০৫ অক্টোবর ২০২১ ১২:৫৭499119
  • আমি "চান ঘরে গান " পড়ালাম কদিন আগে ।বেশ ভালো লেগেছে .
  • শুভ | 2409:4060:e89:71d4:606e:cf45:2082:9f38 | ০৫ অক্টোবর ২০২১ ১৮:৪৮499129
  • ভালো লিখেছেন সম্বিত বাবু।
  • aranya | 2601:84:4600:5410:7475:c72d:3da8:c474 | ০৫ অক্টোবর ২০২১ ১৯:৩২499133
  • কনস্পিরেসি থিয়োরির মত লাগছে, এই পুরস্কার দেওয়ার ব্যাপারটা।  নকশাল আন্দোলনের প্রকৃত ন্যারেটিভ কী, চতুরঙ্গে-র বুক রিভিউতে  কী ছিল, এসব নিয়ে লিখলে খুশী হব, সময় পেলে এবং ইচ্ছা হলে। @এলেবেলে 
  • aranya | 2601:84:4600:5410:7475:c72d:3da8:c474 | ০৫ অক্টোবর ২০২১ ১৯:৪০499135
  • বুগু পরের দিকে খুব জ্ঞান দিতে চাইতেন, বা ভদ্র ভাষায় বললে অরণ্য বিষয়ক শিক্ষা দান। 
    বক্সার জঙ্গলে ঋজুদায় প্রায় সারা বই ধরে শুধু বিভিন্ন গাছের নাম, তাদের বর্ণনা ছিল 
  • kk | 68.184.245.97 | ০৫ অক্টোবর ২০২১ ২০:০৯499141
  • আমার এই লেখাটা তেমন ভালো লাগলোনা। কনটেন্টের জন্য নয়। কিন্তু ন্যাড়াদার লেখার স্টাইল আরো অনেক বেশি সরস। এই লেখাটা কেমন কেঠো লাগলো। ছবিটা খুব ভালো লেগেছে। হুতো মাত্র কয়েকটা রেখা দিয়ে মানুষের পুরো ব্যক্তিত্বটা এত সুন্দর ফুটিয়ে তোলে যে অবাক হয়ে যাই। এই ছবি আর কুমুদির ছবি, দুটোতেই তাই।
  • সম্বিৎ | ০৫ অক্টোবর ২০২১ ২১:১১499147
  • আমারও বলা হয়নি।  ছবিটা দুর্ধর্ষ। ব্যক্তিত্ব ফুটেছে। কিন্তু এটা যে হুতোবাবুর আঁকা সেটা জানা গেল কেং কয়ে?
     
    কেকে, আমি আজকাল সিরিয়াস হওয়া প্র‍্যাকটিস কচ্চি, বিশেষতঃ গুরুতে। তবে, থ্যাঙ্কিউ।
  • kk | 68.184.245.97 | ০৫ অক্টোবর ২০২১ ২২:৫০499148
  • আরে তাই তো! আঁকিয়ের নাম লেখা নেই। তবে আঁকার শৈলী দেখে ওটা আন্দাজ করলাম।
  • r2h | 2405:201:8005:9947:c4f0:41a4:dd3e:808b | ০৫ অক্টোবর ২০২১ ২২:৫৮499149
  • থ্যাঙ্কিউ কেকেঃ)
    ন্যাড়াদা, হুঁহুঁ, আমি হলাম চেনা চণ্ডাল, সই লাগে না!
  • aranya | 2601:84:4600:5410:a4c5:e6d9:537f:4091 | ০৫ অক্টোবর ২০২১ ২৩:০৪499150
  • সত্যি, হুতোর আঁকা? দারুণ হয়েছে 
  • aranya | 2601:84:4600:5410:a4c5:e6d9:537f:4091 | ০৫ অক্টোবর ২০২১ ২৩:০৬499151
  • আমি ভেবেছিলেম, কোন প্রখ্যাত শিল্পীর আঁকা। হুতো অবিশ্যি সেই দলেই পড়ে 
  • r2h | 2405:201:8005:9947:c4f0:41a4:dd3e:808b | ০৫ অক্টোবর ২০২১ ২৩:০৯499152
  • একী কান্ড। কহিপ্তাশা যখন বাজারে এল তখন কেউ আমাকে কবি হিসেবে মানতে পারছিল না, সে একরকম মেনে নিয়েছিলাম। লুঙ্গি এবং হুইস্কি বিষয়ে এত সলিডারিটির পরও আমার আঁকিয়ে পরিচয়ে অরণ্যদা বিস্মিত হচ্ছে, এই পরিবেদনা আমি কোথায় রাখি।

    (এই তো, আবার অপ্রাসঙ্গিক আত্মঘোষণা, কতবার বলি আমাকে ভাঙা বেড়া দেখাবেন না। কাটি।)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন