এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৩২৬২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.221.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৭560001
  • 5-19 আর 7-16 র খবর আমিও বিশ্বস্তসুত্রে জানতাম :-)

    কলকেতা গিয়ে পাওনা খাওয়া উশুল করে নেবো। আপাতত কনগ্রা কনগ্রা।

    পয়সাকড়ি কিছু দেবে তোমাদের?
  • 4z | 109.227.143.99 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৪560002
  • ৫-১৯ নাম দেখে বোঝা গেছিল, কিন্তু খাওয়াবে তো না, তাই... যাগ্গে অনেক অনেক কনগ্র্যা :)
  • 5-19 | 24.99.248.37 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০১560003
  • ধুর পয়সা দেবে কেন? ওই আর একটু এগোলে AFIAP-টা হয়ে যাবে। ব্ল্যাংকির অলরেডি সাফিশিয়েন্ট অ্যাক্সেপ্টেন্স হয়ে গেছে, কিন্তু প্রথম অ্যাক্সেপ্টেন্সের যেহেতু এক বছর হয়নি তাই ও এই বছর দিতে পারবে না। আমার এখনো ছটা বাকি - যদি ৩১শে মার্চের মধ্যে লেগে যায় তাহলে অ্যাপ্লি জমা দেবো। চাপ হল ১০% প্রিন্ট - প্রিন্ট সালোনই বেশি হয় না আজকাল। আর ৩১শে মার্চের পর ক্রাইটেরিয়া আরো বেড়ে যাবেঃ-(
  • Blank | 69.93.202.208 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৬560005
  • প্রিন্ট নিয়ে আমারো চিন্তা ঃ(
    অজ্জিত দার কি বাকি গুলো হয়ে গেছে ?
  • Blank | 69.93.202.208 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৭560006
  • ইপ্সিতা দির ১ তারিখের গাড়ির ছবিটা বেশ ভালো। আলো বাড়াতে হবে একটু। কিছুটা পিপি করলে দারুন হবে এটা।
  • Blank | 69.93.202.208 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২০560008
  • Blank | 69.93.202.208 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২০560007
  • এই সুযোগে আমার রিসেন্ট তোলা দুটো ছবি দিয়ে যাই
  • | 24.97.221.123 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৫560009
  • উরিব্বাস! সিঁড়ির ধারটা কি সুন্দর!!
  • কৃশানু | 213.147.88.10 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৮560011
  • এই দুটোই খুব অসাধারণ ছবি।
  • pi | 172.129.44.86 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৫560012
  • কীরকম পিপি ?
  • Blank | 69.93.202.208 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০০560013
  • কয়েকটা random গাড়িকে বার করতে হবে।আলো আর কন্স্ট্রাস্ট বাড়িয়ে। আর নয়েস আছে মনে হয়, র তে তোলা কি? তাহলে নয়েজ কিছুটা কমানো যাবে
  • a x | 138.249.1.202 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৩560015
  • ঈপ্সিতার গাড়ির ছবিটা দারুণ, আর এখন একটা পেইন্টিং লাইক কোয়ালিটি আছে, পিপি করলে সেটা থাকবে?
  • Blank | 69.93.202.208 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২০560016
  • হ্যা পিপি টা সেইভাবে করতে হবে। পাতি ক্লিক করে ফিল্টার মারলে হবে না।
    বাজে পিপির এক্জাম্পল হলো এটা,


    আমার ই করা। কিন্তু লেভেল অনেক জায়গায় মেলেনি। কড়া লাগছে।
  • pi | 172.129.44.86 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৪২560017
  • পিপি তো করিনা। ঠিক আছে, কখনো ক'রে দেখবো।

    এই ছবিটার অরিজিনালটা কী ছিল ?
  • 4z | 109.227.143.99 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:১০560018
  • আমিও দুইখান দি, যদিও মুখবইতে অনেকের দেখা।

    অরিজিনালঃ



    - পিপি
  • 5-19 | 131.241.218.132 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৩560019
  • পিপি করে ছবির পুরো মানে পাল্টে না গেলেই হল। বছর দুই আগে অবধি আমি কিস্যু করতুম না। এখন একটু শিখেছি - বেসিক্যালি আগে ডার্ক রুমে যা হত, সেগুলোই পিপি-তেও করা যায়/হয়। তবে সেই সংক্রান্ত নিয়মও আছে শুনেছি - কতটা পিপি অ্যাকেসপ্টেবল।

    ব্ল্যাংকি - আমার এখনো ইউনিক ছবির কাউন্টে ৬টা বাকি, দেশের কাউন্ট হয়ে গেছে, সালোন কাউন্টও বাকি। জুন অবধি পোস্টপোন হয়েছে নতুন রুলগুলো। আর কারেন্ট রুলে প্রিন্টের কথা কিছু নাই। কাজেই আর দু চারটে লেগে গেলেই হয়ে যাবেঃ-)

    http://www.pagb-photography-uk.co.uk/fiap/criteria-fiap-awards-post-fiap-congress.pdf
  • কৃশানু | 226.113.128.239 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৩560020
  • পিপি নিয়ে আমার জ্ঞান দিতে হেব্বি লাগে, যদিও আমি বিশেষ পারি না।

    সুযোগ আছে যখন বিভিন্ন সফটওয়ার ব্যবহার করবার তখন সুযোগ নেওয়া উচিত। ফটোগ্রাফি-র অনেক ধরন হয়। তার ওপর নির্ভর করে কতটা পিপি করা উচিত।
    ধরুন কোনো এক ফ্যাশন ম্যাগাজিনের কাভারে এক সুন্দরী মহিলার ছবি দেওয়া হবে। কিন্তু শ্যুটিং এর দিন তার গালে একটা ব্রণ। মেকাপে ঢাকা যাচ্ছে না। পিপি করলে দোষের কিছু নেই।
    কিছুদিন আগেই নিকোলাই সারকোজি-র বাইচ করার একটা ছবিতে তার মেদ কমিয়ে দেওয়া হয়েছিল পিপি করে। কোনো সমস্যা নেই।
    বিয়ের সময় বর-কনে কে একটু সুন্দর লাগলেই বা ক্ষতি কি?

    একটি খুব ভালো সানসেট এর দৃশ্য। সমুদ্রের ধরে। আপনি চোখে যা দেখছেন, কিছুতেই তা ক্যামেরায় ধরতে পারছেন না। কারণ আমাদের চোখ অনেক ক্ষমতাসম্পন্ন। চোখ এর ডি আর (ডায়নামিক রেঞ্জ) চল্লিশ এর কাছাকাছি। অর্থাৎ কোনো একটি দৃশ্যে যে পরিমান কন্ট্রাস্ট আছে তার সাথে চোখ এডজাস্ট করে নিতে পারে, এবং প্রখর আলো আর প্রবল অন্ধকার দৃশ্য যদি একই সাথে থাকে, চোখ তার মধ্যেও ডিটেইল দেখতে পায়, ডি আর বেশি হবার জন্য।
    স্লাইড এর ডি আর বোধ হয় কুড়ি-র কাছাকাছি। ফিল্ম এর ডি আর ষোলো থেকে আঠার। অথছ সব চেয়ে আধুনিক ডিজিটাল ক্যামেরা-র ডি আর চোদ্দ থেকে ষোলো-র মধ্যে। (স্মৃতি থেকে লিখলাম, সামন্য ভুল থাকতে পারে)।
    কিন্তু ল্যান্ডস্কেপ দৃশ্যে সব সময়ই ডি আর বেশি থাকে। আকাশ অনেক হালকা। জল বেশ ঘন। গাছের সবুজ আরো ঘন। ফটোগ্রাফার ছবি নিতে গেলেই হয় আকাশ সাদা হয়ে যাচ্ছে, মেঘ বা সূর্য ব্লোন আউট, অথছ জল ঠিক ঠাক। যে ছবিতে আকাশ ঠিক হলো, তাতে জল আর গাছ হয়ে গেল অন্ধকার।
    তাহলে আগে কার দিনে কি করা হত? গ্র্যজুএতেদ ফিল্টার। ওপরের অংশ দিয়ে আলো কম ঢুকবে, নিচের অংশ দিয়ে বেশি। এই গ্র্যজুএশোন এর এজ(edge ) হার্ড ও হতেপারে, সফট ও হতে পারে। কিন্তু তাতে সমস্যা হলো হরাইজন যদি আঁকাবাঁকা হয়। মানে সমুদ্রের বদলে পাহাড় হলে?

    তাই আজকের দিনে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফাররা একাধিক ছবি তুলে মার্জ করে ন্যান। ইহা কিন্তু এইচ ডি আর ফটোগ্রাফি নয়। বরং মার্জিং মাল্টিপল শটস। যাতে হরাইজোনের দুই দিকই সমান ভাবে এক্সপোসার পায়।

    ওপেন ক্যাটেগরির ক্ষেত্রে যা খুশি পিপি করা যায়। সেই জন্যই তো ওপেন। যখন প্লেয়িং ফিল্ড টা লেভেল, তখন তো কোনো সমস্যাই নেই তাই না?

    অনেকেই বলেন, দৃশ্যে যেরকম দেখেছি, সেরকম রেসাল্ট আসা উচিত, পিপি করার পর। অনেকাংশে সত্যি, সর্বাংশে নয়। ষ্টার ট্রেইল বা কটন ক্যান্ডি ওয়াটারফলস খালি চোখে দেখা যায় না। কাজেই বেশির ভাগ ক্ষেত্রেই ফটোগ্রাফার কোনো দৃশ্যের নিজের ইন্টারপ্রিতেশন দেখান, দৃশ্য ক্যামন ছিল, তা কোনো ক্যামেরা দিয়েই এগজ্যাক্টলি দেখানো সম্ভব নয়।

    কিন্তু ওপরে যা যা বললাম, তার সবই ভুল, যদি আপনি ডকুমেন্টারি ফটোগ্রাফার হন। ক্যান? খুব সহজ, কালকের শাহবাগ স্কয়ার এর ছবি টা মনে করুন, যেখানে একটি ছেলে এবং একটি মেয়েকে ছবির মধ্যে বসিয়ে দিয়ে স্লেন্ডার ক্যাম্পেন চালানো হয়েছে। কোনো রকম ডকুমেন্টারি কাজে শার্পনেস, কন্ট্রাস্ট ইত্যাদি বাদে আর কোনো পিপি গৃহীত নয়। বছর খানেক আগে এক ডকুমেন্টারি ফটোগ্রাফার কে সম্ভবত বিবিসি থেকে সরিয়ে দেওয়া হয়, নিজের শ্যাডো কে পিপি করে বাদ দেওয়ায়। উনি মনে হয়, আরব বসন্ত কাভার করছিলেন।

    এগুলো মাথায় রেখে পিপি করা যেতে পারে। এ বাদেও বিভিন্ন এজেন্সি-র বিভিন্ন নিয়ম থাকে। গেত্তি আর ন্যাট জিও-র নিয়ম এক নয়। ইত্যাদি, প্রভৃতি।
  • কৃশানু | 226.113.128.239 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৫560022
  • আর ইয়ে, ফোজ্জি-র পিপিটা হেব্বি হয়েছে।
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৮560023
  • আম্মো কমপ্যারিজন দেবো।

    অজ্জিনালঃ

    পিপিকৃতঃ
  • de | 190.149.51.69 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৪560024
  • বাঃ! দারুণ সব ছবি!

    অজ্জিতবাউ আর ব্ল্যাংকিকে কনগ্রা!!

    আর পিপির ফুল ফর্ম কি? কোন সফটওয়ার ইউজ করে করে?
  • ইউলশ্যা মকারভাও | 131.241.218.132 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৮560025
  • পিপি - পোস্টপ্রসেসিং

    যা খুশি ব্যাভার করেন না, অনেক আছে। স্টলম্যানের ফ্যান হলে GIMP, নইলে ফটোশপ, লাইটরুম ইঃ

    ফটোশপে যা যা হয়, গিম্পে মোটামুটি সবই পাওয়া যায়। শুধু সিলভার এফএক্স আর কালার এফএক্স - এই দুটো প্লাগ-ইন ৬৪ বিটের জন্যে পাচ্ছি না বলে ওইটুকুর জন্যে ফটোশপ।
  • de | 190.149.51.69 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪১560026
  • ওক্কে! থ্যাংকু!!
  • pi | 172.129.44.86 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৩560027
  • ফোজ্জির পিপি করা ছবিটা ভালো লাগছে। ওটা দেখে এগুলো দিতে ইচ্ছে করলো। এগুলো পিপি ছাড়া।



    <

    <
  • pi | 172.129.44.86 | ২০ ফেব্রুয়ারি ২০১৩ ০২:৩৪560028




  • কৃশানু | 213.147.88.10 | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৮560029
  • গান্ধী ক্যামেরা কিনবে বলছিল। সেদিন সময় ছিল না, লিখতে পারি নি, এখানে দিয়ে যাই। পরে খুঁজে পাবে, অন্যদেরও সুবিধে হবে।
    প্রথম ক্যামেরা সেকেন্ড হ্যান্ড না নেওয়াই ভালো, বা নিতে হলে সাথে অভিজ্ঞ কাউকে নিয়ে যাওয়া উচিত।
    আমি ক্যানন এর ব্যাপারে খুব বেশি জানি না। নিকন এর ব্যাপারে বলতে পারি।
    গান্ধী-র মনে হয় বড় ক্যামেরা বইতে খুব আপত্তি নেই, সে ক্ষেত্রে ডি এস এল আর ই ভালো। না হলে এখন মিরর লেস ক্যামেরা বেরিয়েছে, অলিপ্ম্পাস বেশ কিছু ভালো মডেল বের করছে, সে গুলো দেখা যেতে পারে, দাম প্রায় ডি এস এল আর এর মতই।
    গান্ধী ডি এস এল আর কিনতে চায় ধরে নিয়েই এগোলাম।
    বাজেটটা একটা বড় ফ্যাক্টর। আর কী ধরনের ফটোগ্রাফি করতে চাও সেইটা।
    ধরে নিলাম, তুমি প্রথমেই স্পোর্টস ফটোগ্রাফি করবে না, বারডিং বা ওয়াইল্ড লাইফ ও করবে না। এগুলো করতে হলে কিন্তু কম করে, খুব কম করে পঞ্চাশ হাজার নিয়ে নামতে হবে, এবং তাতে বিশেষ ভালো ছবি উঠবে না।
    জেনারেলি যা হয়, প্রথমেই কোনো জঁর আলাদা করে ভালো লাগে না, ফটো তুলতে তুলতে আর দেখতে দেখতে ভালো লাগা জন্মায়। আমি য্যামন আগে সব তুলতাম, বিয়ে বাড়ি, পোর্ট্রেট, ফুল। এখন ল্যান্ডস্কেপ আর স্ট্রিট ছাড়া আর কিছু তুলি না।
    তবে অনেকেই সমস্ত ধরনের বা অনেক ধরনের ছবি তুলতে ভালবাসেন।
    যা হোক, যে ধরনের ছবি তুলবে সেই রকম লেন্স। কিন্তু এখনি অত ভেবে লাভ নেই। আপাতত ১৮ - ৫৫ কিট লেন্স দিয়ে শুরু কর।
    কোন ক্যামেরা? নিকন হলে আমি বলব ডি ৫১০০ নিতে, এই দামে ক্যানন এর ক্যামেরা-র থেকে ছবি ভালো হবে। কিন্তু ইউসার ইন্টারফেসটা একটু গড়বড়ে। আর পুরোন সস্তার বেশ কিছু লেন্স( যে গুলোর একটা বাদে বাকি গুলো তেমন কাজের নয়) এতে অটো-ফোকাস হবে না, ফোকাস রিং ঘুরিয়ে ঘুরিয়ে ফোকাস করতে হবে।
    আরো কম দামে চাইলে ডি ৩১০০ নিতে পারো। একই সমস্যা। কিন্তু একটু বেশি দামের ক্যানন ১১০০ ডি এর থেকে ছবি ভালো।
    এই ছবি ভালো আমি যে বললাম, এটা কিন্তু খালি একটা ফ্যাকতরের ওপর বেস করে। এদের ডি আর বেশি। ডি আর নিয়ে ওপরেই লিখেছি, দেখে নাও। কিন্তু ব্যবহার ঠিক ঠাক করতে পারলে ক্যাননের এই ক্যামেরা গুলোতেও সমান ভালো ছবি উঠবে। যে টুকু ডিফারেন্স পিক্সেল-পীপিং (মানে খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখা) না করলে বোঝা যাবে না।
    আমি পার্সোনালি নিকন ডি ৯০ নিতে বারণ করব, যদিও আমি অতি ব্যবহার করি। কিন্তু টেকনোলজি টা পুরনো হয়ে গ্যাছে। অনেক ভালো সেন্সর ব্যবহার হচ্ছে ডি ৫১০০ তে, বা ডি ৩২০০ তে। আরেকটু বাজেট থাকলে ডি ৫২০০ কিনে নিতে পারো। আরো ভালো সেন্সর, অন্ধকারে আরো ভালো ছবি তোলা যায়, ডি আর আরো বেশি। এন্ট্রি লেভেল কোনো ক্যামেরায় যা পাবে না।
    নিচের লিং টা দেখো। তবে এর চেয়ে দু-তিন হাজার টাকা কম দামেই পাবে ক্যামেরা গুলো।
    http://smartshoppers.in/category/nikon_slrcameras
  • গান্ধী | 213.110.243.21 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৪560030
  • থেঙ্কু কৃশানুদা, পড়লাম। ক্যামেরার টইও পড়লাম। আরেকটু পড়শুনা করি। তাপ্পর কিনব
  • কৃশানু | 213.147.88.10 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৬560031
  • ও হ্যা, আপাতত ডি ৫২০০ কিনোনা। লজ্জার মাথা খেয়ে বলে যাই, এতে ভিউ ফাইন্ডার ফোকাসে ইসু পাওয়া গ্যাছে একটা লটে।
  • PM | 93.231.150.162 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৯560033
  • অনেক ছবি তুলেছিলাম যখন কুমায়ুন হিমলয়ের পন্চচুল্লী গেছিলাম। আমি ভালো ফোটোগ্রাফার নয় সেই অর্থে। সে অসাধরন অলৌকিক সৌন্দর্যের অল্প-ই ছবিতে ধরতে পেরেছি। কয়েকটা ছবি তুলেছিলাম পিকাসায় , শেয়ার করলাম। গুরুজনরা মতামত দিন কেমোন লাগলো

    https://picasaweb.google.com/parijatmukh/UntitledAlbum?authkey=Gv1sRgCKCL6rz_tYe5mAE&feat=email#
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন