এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৩১৯২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 69.99.230.125 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৫560067
  • হ্যা , খরচ আছে । আমি তো খুবই কম ছবি তুলি তাই পুষিয়ে যায় । আর সিরিয়াস ফটোগ্রাফার ব্যাপার তা বুঝিও না ।
  • Blank | 180.153.65.102 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৯560068
  • সিরিয়াস ফটোগ্রাফার মানে আমি বলতে চেয়েছি তাদেরকে, যারা নিয়মিত বিভিন্ন salon, competition, stock photography, journalism এই সবের পেছনে ছোটে।
  • Vive Le Nouveau Château | 131.241.218.132 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৯560069
  • http://www.photoclub202.com/ - এদের পোর্ট্রেট ২০১৩ সার্কিটে আমাগো ক্লাবের সব মিলিয়ে ১২০ টা অ্যাকসেপ্টেন্সঃ-)

    আমার AFIAP-এর ছবির কাউন্ট, দেশের কাউন্ট ক্রাইটেরিয়া মীট করে গেছে। সালোন কাউন্টটা একবার চেক করতে হবে আর যদি প্রিন্টের গপ্পোটা জুলাইয়ের আগে না আসে (এইটার কনফার্মেশন পাওয়া যাচ্ছে না), তাইলে এবারেই হয়ে যাবে;-)
  • de | 69.185.236.53 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫560070
  • সামনের বচ্ছরের আগে আর এসএলার হবে না -- ব্ল্যাংকির কতায় যা বুইলাম!

    ন্যুকাসলের পিপিকৃত ছবি -- ব্রীজের টা ভালো কিন্তু ল্যান্ডস্কেপটা যেন রঙিনই ভালো লাগছে বেশী!

    এইটাও আমি খুব একটা বুঝিনা -- আজকাল সবাই দেখি কালার ফটো সাদা-কালো করে দেয় -- সব ফটোতে সাদা-কালো স্পিরিট নাও থাকতে পারে। যেমন ফোজ্জির পিপিকৃত ছবির স্পিরিটিটাই সাদা-কালো -- খুব ভালো লাগছে! কোন ফার্স্ট-হ্যান্ড রুল আছে -- কোন ছবিকে সাদা-কালো করবো আর কোনটা রঙিনই ভালো লাগবে?
  • Vive Le Nouveau Château | 131.241.218.132 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩২560071
  • এর কোনো থাম্ব রুল নেই। যেটা দেখতে বেশি ভালো লাগবে।

    "দ্য ইউ" বলে ছবিটার কালার ভার্সনটা বেশ মেঘলা এবং ফগি টাইপের। সেখানে ল্যান্ডস্কেপের ডিটেল চোখে পড়ছে না। সাদা কালো করে স্ট্রাকচার বাড়ালে একই ছবিতে অনেক বেশি ডিটেল ধরা পড়ছে। সেইটা আমার ভালো লাগছিলো। সাদা কালো না করে, শুধু আলাদা করে টোনগুলোর কনট্রাস্ট বদলে একবার দেখতে হবে।
  • Blank | 180.153.65.102 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৮560072
  • বিশেষ কোনো থাম্ব রুল নেই। আমি নিজে দুটো রুল ফলো করি।
    যেমন ১) ছবিতে খান ৩ এর বেশী আলাদা রঙ নেই আর সেই রঙ গুলোর কনট্রাস্ট ও তেমন সুবিধের না। তখন আমি সাদা কালো তে যাই।
    যেমন এটা


    এটা বর্ধমানের দিকের এক গ্রামে ভোরে তোলা। রঙ বলতে ফ্যাকাশে ছাই ছাই আকাশ, হলদে রঙের সর্ষে ক্ষেত আর সামান্য সবুজ এদিক সেদিক। তার ওপর ঘন কুয়াশার জন্য রঙ গুলোর কনট্রাস্ট খুব কম। তাই একে সাদা কালো দিলাম।
  • Blank | 180.153.65.102 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪২560074
  • ২) আলো ছায়ার ডাইনামিক রেঞ্জ কতটা। যদি আলো খুব ফ্ল্যাট হয়, মানে আলো আর ছায়ার মধ্যে ডিফারেন্স কম, সেখানে সাদা কালো ভালো লাগে না।
    আমি নীচের ছবিটাকে সাদা কালো দিয়েছিলাম কারন এতে আলো আর ছায়া র মধ্যে অল্প আলো, বেশী আলো, খুব বেশী আলো, সামান্য কম আলো এমনি অনেক রেঞ্জ ছিলো।

  • de | 69.185.236.53 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৮560075
  • বুঝতে পেরেছি একদম -- খুব ভালো লাগলো এক্সপ্ল্যানেশনটা -- সর্ষে ক্ষেতের ছবিটা সাদা-কালোয় দারুণ লাগছে!
  • কৃশানু | 226.113.128.239 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১560077
  • যেকোনো একটা হাজার তিরিশের ক্যামেরা (উইথ লেন্স) দিয়েই ফটোগ্রাফি শুরু করা যায়। তারপর লেন্স ভাববে।
    নিকন ডি৫১০০ বা ক্যানন ৬৫০ ডি দিয়ে শুরু করে দাও।
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ১৬:১৮560079
  • /etc/hosts | 131.241.218.132 | ০৭ মার্চ ২০১৩ ১৬:৩০560080
  • ব্ল্যাংকি যেটা বল্ল না (খাওয়ানোর ভয়ে) সেটা হল ওর হাফ সেঞ্চুরি হয়ে গেছে।
  • de | 69.185.236.53 | ০৭ মার্চ ২০১৩ ১৬:৪০560081
  • আরে কনগ্রাট্স! দেখা হলে আমিই খাওয়াবো ঃ))
  • কৃশানু | 226.113.128.239 | ০৭ মার্চ ২০১৩ ১৬:৪৩560082
  • কন্গোস ঃ))
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ১৬:৪৪560083
  • অরিজিত দা কি বলেছে যে অরিজিত দা এফিয়াপের দরজায় কড়া নাড়ছে
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ১৯:২১560084
  • কনগ্র্যা !

    এই সার্কিটগুলোতে সাবমিশনে দক্ষিণা কেমন লাগে ?
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ১৯:৫৭560085
  • স্যালোন হলে ২০$ মতন অ্যাভারেজ। নামী স্যালোন গুলো বেশী নেয় আবার গ্রুপ সাবমিশান হলে আর জান পহেচান হয়ে গেলে কমিয়ে দেয় ফী।
    সার্কিট হলে (৫টা স্যালোন মতন একসাথে) ওটা ৫০$ এর আশেপাশে ঘোরে। সার্কিটের ভেতরে স্যালোন কম থাকলে ফীজ কম হয়।
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ২০:০০560086
  • পার ছবি ? নাকি যত ইচ্ছা ছবি পাঠানো যায়, সব মিলিয়ে ~$২০ ?
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ২০:০৪560088
  • পার ছবি নয়। আবার যত ইচ্ছে নউ।
    যেমন ওপরের টাতে ৪ টে সেকশান ছিল। প্রতি সেকশানে ম্যাক্সিমাম ৪ টে পাঠাতে পারো। টোটাল ১৬ টা। ওপরের টাতে ৫ টা স্যালোন একসাথে, মানে ৫ জনের জাজিং প্যানেল আলাদা আলাদা ভাবে জাজ করবে এই ৪ সেট ছবি।
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ২০:০৬560089
  • আচ্ছা। থ্যাংকু !
  • aka | 178.26.203.155 | ০৭ মার্চ ২০১৩ ২০:১৪560090
  • এটা কি শুধু রেজিস্ট্রেশন ফি? তারপরে ছবি সিলেক্টেড হলে, প্রিন্ট, ফ্রেমিং ইত্যাদির জন্য কি আলাদা পয়সা নেয়?
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ২০:২০560091
  • হ্যা এন্ট্রি ফী। বাকি কিছুর জন্য আর ফী নেই। সিলেকশান না হলে জলে গেলো।
  • aka | 178.26.203.155 | ০৭ মার্চ ২০১৩ ২০:২১560092
  • ভালো তো, এদিক্পানে প্রথমে এন্ট্রি ফি, তারপরে সিলেক্টেড হলে প্রিন্ট, ফ্রেমিং এসবের জন্য পয়সা। পার ছবি প্রায় $৫০ মতন খরচ হয়। কি ভয়ের ব্যপার।
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ২০:২৯560093
  • একটু জ্ঞান দি এগুলো নিয়ে। ভুল টুল হলে অজ্জিত দা বা কৃশানু ধরিয়ে দেবে।
    মোটামুটি ফটোগ্রাফির দুটো বড় ট্রেন্ড, একটা স্টক ফটোগ্রাফি আর একটা অ্যামেচার ফটোগ্রাফি। দুটোর মধ্যে কোনো ঝগড়া নেই। তবে স্টক ফটোগ্রাফি যেহেতু পুরোটাই পয়সা রিলেটেড, মানে কেনা বেচা রিলেটেড, তাই তার মধ্যে কোনো কমন বডি নেই (যদ্দুর জানি)।
    কিন্তু অ্যামেচার ফটোগ্রাফারদের বিভিন্ন অর্গানাইজেশান আছে। সবচেয়ে বড়টা হলো FIAP। ফুটবলে যেমন FIFA তেমন ফটোগ্রাফিতে FIAP। এরা UN এর একটা অর্গান আর এরা নীতি নির্ধারন করে ছবির ব্যপারে। মানে নেচার ফটো কাকে বলবো, কোনটাই বা ফটো জার্নালিজম, এডিটিং কতটা হবে এইসব। এরাই হলো সবার বাবা।
    সারা ওয়ার্ল্ডে যত ফটোগ্রাফির স্যালোন হয়, সবাই FIAP এর অ্যাপ্রুভাল নিয়ে করে - না হলে কেউ ছবি পাঠাবে না। তার ও অনেক গাইডলাইন আছে। FIAP ফটোগ্রাফারদের কিছু হনার দেয়। মোটামুটি ৩ টে হনার আছে, AFIAP, EFIAP, MFIAP।
    ফিয়াপ অ্যাপ্রুভড স্যালোনে ছবি অ্যাকসেপটেড হলে তার কাউন্টের ওপর বেস করে এই হনার গুলো পাওয়া যায়।
    AFIAP : নতুন নিয়ম অনুসারে অন্তত ৮ টা আলাদা দেশে, ১৫ টা আলাদা স্যালোনে, ১৫ টা আলাদা ছবির অন্তত ৪০ টা অ্যাকসেপটেন্স চাই। এর পরেও আরো কিছু রুল আছে। আমি জটিলতা বাড়াচ্ছি না।
    EFIAP: ২০ টা আলাদা দেশে, ৫০ টা আলাদা স্যালোনে, ৫০ টা আলাদা ছবির ২৫০ টা অ্যাকসেপটেন্স চাই আর AFIAP ডিগ্রী চাই।
    MFIAP: EFIAP ডিগ্রী হোল্ডারকে কোনো ফটোস্টোরি বানিয়ে সাবমিট করতে হয়। নানা রকম জাজিং এর পরে একজন MFIAP হয়।
  • কৃশানু | 213.147.88.10 | ০৭ মার্চ ২০১৩ ২০:৩৪560094
  • না না, এ বিষয়ে আমি এটুকুর বাইরে আর কিছুই জানি না।
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ২০:৩৭560095
  • এর বাইরে আরো কিছু ডিগ্রী দেয় FIAP, যেমন EFIAP/P, EFIAP/G etc।
    FIAP ছারাও জগতে আরো কিছু বড় অর্গানাইজেশান আছে যাদের ডিগ্রী খুব প্রেস্টিজিয়াস। যেমন রয়াল ফটোগ্রাফিক সোসাইটি, লন্ডন। এরা দেয় ARPS, FRPS। তবে এদের জন্য স্যালোন অ্যাকসেপটেন্স লাগে না। ফটো স্টোরি বানিয়ে সাবমিট করতে হয়।
    ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা (PSA) - এদের জন্য লাগে স্যালোন অ্যাকসেপটেন্স। স্যালোন গুলো PSA অ্যাপ্রুভড হতে হবে (মোটামুটি সব স্যলোন ই FIAP and PSA অ্যাপ্রোভাল নিয়েই চলে)। APSA র জন্য অ্যাকসেপটেন্স কাউন্ট ২৮৮, EPSA এর জন্য অনেক বেশী।
    তবে কোনো ইন্টারন্যাশনাল স্যালোন (FIAP বা PSA approved) এন্ট্রি ফী ছারা অন্য কোনো ফী নেয় না। অনেকে প্রিন্ট ছবি পাঠায়, ডিজিটাল না দিয়ে, বা সিডি তে পাঠায়। রিজেক্টেড সিডি বা প্রিন্ট ছবি ফেরত চাইলে অনেকে রিটার্ন পোস্টেজ নেয়। আর এন্ট্রি ফী দিলে সবাই অন্তত স্যালোনের ক্যাটলগ পায়, ছবি সিলেক্ট হোক বা না হোক।
    এর পরে আছে UPI। অনেক স্যালোন UPI লাইসেন্স নেয়। এরা অ্যাকেসেপটেন্সের ওপর বেস করে ক্রাউন দেয়। UPI ক্রাউন ১, ক্রাউন ২ থেকে ক্রাউন ৫।
  • Blank | 180.153.65.102 | ০৭ মার্চ ২০১৩ ২০:৩৯560096
  • এর পরে প্রশ্ন হলো যে এই সব ডিগ্রী পেয়ে কি হবে !!!
    কিস্যু হবে না। নিজের ল্যাজ মোটা হবে। আর ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস কিছু করতে চাইলে এগুলো লাগবে। এগুলো এন্ট্রি পাস। আমাদের পড়াশুনোর ডিগ্রীর মতনই।
    কিন্তু ডিগ্রী পাওয়া মানেই পয়সা পাওয়া নয় ঃ)
  • pi | 78.48.231.217 | ০৭ মার্চ ২০১৩ ২০:৪১560097
  • থ্যাঙ্কু ! প্রায় কিছুই জানতাম না।
    কিন্তু, ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস কিছু করতে চাইলে এগুলো লাগবে বলতে ? আর সিরিয়াস কিছু করা বলতে ?
  • aka | 178.26.203.155 | ০৭ মার্চ ২০১৩ ২০:৪৩560099
  • আমি একটা ফটোগ্রাফি ক্লাবে যাচ্ছি আমাদের গেরামে সেখানে গিয়ে আমার ফটো তোলার ইচ্ছেটাই কমে গেছে। কেমন জানি সেই পাড়ায় খেলা আর ক্লাবে গিয়ে খেলার মতন। একপাক দৌড়য়, তারপরে স্ট্রেচিং করো, তারপরে ১৫ মিনিট ব্যাট পাবে তাও কোনো কোনোদিন শুধুই নকিং। পাড়ায় খেলার সেই চার্মটাই উধাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন