এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৪৮৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.151 | ৩১ জুলাই ২০১৭ ১৭:৫২488866
  • "We've been waiting for quite a long time that maybe something would change for the better, we had hopes that the situation would change. But it looks like, it's not going to change in the near future...
    পুটিনের বক্তব্য, দ্রির পোস্ট থেকে।
    হা হা, ইলেকশানে মেডলিং করে, একজন স্টুজকে খাড়া করে পুটিনবাবু ভেবেছিলেন সব স্যাংশন তুলিয়ে নেবেন। উল্টে সেটা এখন বাঁশ হয়েছে। রাশিয়ার সাথে কোনো রকম সমঝোতা ট্রাম্পের জমানায় আর হচ্ছে না। খোদ পুটিনের পকেটে টান পড়েছে কারণ স্যাংশানের জন্যে পুটিন আর অন্য অলিগার্কদের বিলিয়নস অফ ড্লার আটকে গেছে। তার উপর ট্রেজারি ডিপার্টমেন্ট আবার এক্সন মোবিলকে মিলিয়ন ডলার ফাইন করেছে স্যাংশান চলাকালীন রাশিয়ার সাথে বিজনেস করার জন্যে। সেই সময়ে এক্সনের সিইও ছিলেন বর্তমান সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন।
    এই সব দেখে শুনে পুটিনবাবু বেজায় ক্ষেপে গিয়ে অর্ডার দিলেন আমেরিকান ডিপ্লোম্যাটের সংখ্যা কমাতে হবে!
  • SS | 160.148.14.151 | ৩১ জুলাই ২০১৭ ১৮:৪৯488867
  • অ্যালেক্স জোন্স, যিনি দ্রির বেশিরভাগ খবরের সোর্স - তাকে পুরোপুরি জানতে হলে দেখুন-
  • দ্রি | 72.210.129.246 | ০১ আগস্ট ২০১৭ ১২:২৪488868
  • অ্যালেক্স জোন্সকে পুরোপুরি জানতে হলে অ্যালেক্স জোন্স না শুনে জন অলিভারের মত একটি ভাঁড়ের কথা শুনতে হবে, এটা একটু অড।

    তবে ডেবি ওয়াশারম্যান শুল্‌জের প্রিয়পাত্র ইমরান আওয়ান সম্বন্ধে আরো কথা জানা যাচ্ছে।

    Imran was frantically liquidating nearly $2 million in real estate holdings right up until the day has was arrested at Dulles airport.
    ...
    Imran Awan, a congressional aide arrested by the FBI after wiring $300,000 to Pakistan and misrepresenting the purpose, had previously wired money to the country and was frantically liquidating multiple real estate properties on the day he was arrested, The Daily Caller News Foundation Investigative Group has learned.

    Imran’s real estate properties provide a source of money that could be sent directly to Pakistan when two upcoming home sales close. Prosecutors have since filed paperwork saying they fear “the dissipation of the proceeds of the fraud and destruction of evidence in other locations.”

    Imran was arrested July 24 — four months after the FBI says his wife Hina Alvi moved to Pakistan after learning the family was the subject of a criminal investigation into their work as IT administrators for House Democrats. On the day of Imran’s arrest, the couple accepted a buyer for one house owned by Hina with an asking price of $618,000 (Hawkshead Dr.) and listed another property for sale at $200,000 (Pembrook Village), real estate records show.

    On June 20, a third house his wife owned was “sold” to his brother-in-law for $360,000 (Sprayer St.). In November 2016, a fourth home his wife owned was “sold” to his brother Jamal for $620,000 (Linnett Hill Dr.). In both cases, the bank financed nearly all of the purchase.
  • দ্রি | 172.247.72.201 | ০১ আগস্ট ২০১৭ ১২:২৮488869
  • Australia Weather Bureau Caught Tampering With Climate Numbers
    Photo of Chris White

    “The temperature dropped to minus 10 (13 degrees Fahrenheit), stayed there for some time and then it changed to minus 10.4 (14 degrees Fahrenheit) and then it disappeared,” Pidgeon said, adding that he notified scientist Jennifer Marohasy about the problem, who then brought the readings to the attention of the bureau.
    ...
    Bureaus Chief Executive Andrew Johnson told Australian Environment Minister Josh Frydenberg that the failure to record the low temperatures at Goulburn in early July was due to faulty equipment. A similar failure wiped out a reading of 13 degrees Fahrenheit at Thredbo Top on July 16, even though temperatures at that station have been recorded as low as 5.54 degrees Fahrenheit.

    http://dailycaller.com/2017/07/31/australia-weather-bureau-caught-tampering-with-climate-numbers/
  • দ্রি | 172.247.72.201 | ০১ আগস্ট ২০১৭ ১২:৩১488871
  • ডাইনকর্প এবং চাইল্ড সেক্স পার্টি স্ক্যান্ডাল, উইকিলীকস।

    On the Kunduz Regional Training Center (RTC) DynCorp event of April 11 (reftel), Atmar reiterated his insistence that the U.S. try to quash any news article on the incident or circulation of a video connected with it. He continued to predict that publicity would "endanger lives." He disclosed that he has arrested two Afghan police and nine other Afghans as part of an MoI investigation into Afghans who facilitated this crime of "purchasing a service from a child."

    https://wikileaks.org/plusd/cables/09KABUL1651_a.html
  • দ্রি | 172.247.72.201 | ০১ আগস্ট ২০১৭ ১২:৩৫488872
  • বসনিয়ায় চাইল্ড সেক্স ট্রাফিকিং, ডাইনকর্প, ইউএন, ওয়েস্টার্ন গভর্মেন্টস। এক্সপোজ্‌ড বায় ক্যাথরিন বলকোভাক, খুবই সাহসী মহিলা।

  • SS | 160.148.14.133 | ০১ আগস্ট ২০১৭ ১৯:৫৫488873
  • আনফিল্টার্ড অ্যালেক্স জোন্স সবার হজম হবে না। তাই জন অলিভার দেখাই ভাল।
    আজকের খবর-
    ডিএনসি এড সেথ রিচের মার্ডার সংক্রান্ত ফেক নিউজ। কার্টেসি অফ ফক্স নিউজ, ব্রাইটবার্ট, ডেইলি কলার (দ্রির পছন্দের নিউজসোর্স) এবং ট্রাম্প।
    ইমরানের খবরটাও যে ফেক সেটাও আর কিছুদিন পরেই বেরোবে।

    http://www.npr.org/2017/08/01/540783715/lawsuit-alleges-fox-news-and-trump-supporter-created-fake-news-story

    Behind Fox News' Baseless Seth Rich Story: The Untold Tale
    The Fox News Channel and a wealthy supporter of President Trump worked in concert under the watchful eye of the White House to concoct a story about the murder of a young Democratic National Committee aide, according to a lawsuit filed Tuesday.

    The explosive claim is part of the lawsuit filed against Fox News by Rod Wheeler, a longtime paid commentator for the news network. The suit was obtained exclusively by NPR.

    ব্যাক স্টোরি-
    On May 16, the Fox News Channel broke what it called a bombshell story about an unsolved murder case: the fatal July 2016 shooting of 27-year-old Democratic Party staffer Seth Rich.

    Unfounded conspiracy theories involving Rich abounded in the months after his murder, in part because WikiLeaks founder Julian Assange cryptically suggested that his death may have been related to the leaks of tens of thousands of emails from Democratic Party officials and their allies at the peak of the presidential campaign.
    উইকিলিকস ও এখন ফেক নিউজ সোর্স।
  • S | 126.206.222.19 | ০১ আগস্ট ২০১৭ ২০:২৪488876
  • অ্যালেক্স জোন্স সিরিয়াস আর জন অলিভার ভাঁড়? আপনি নিস্চই মজা করছেন।
  • দ্রি | 202.160.102.170 | ০২ আগস্ট ২০১৭ ১১:৫৬488877
  • সেথ রিচের মার্ডার স্টোরি একেবারেই বেসলেস নয়। এনপিআর বলে দিলেই হয়ে যাবে?

    এনপিআরের এই কনক্লুশানের বেসিস কি?

    The Fox News Channel and a wealthy supporter of President Trump worked in concert under the watchful eye of the White House to concoct a story about the death of a young Democratic National Committee aide, according to a lawsuit filed Tuesday.

    একটা ল'স্যুট। যেই ল'স্যুটের কোন ভার্ডিক্ট এখনও আসেনি। সেই লস্যুট কে এনেছে? তার নাম রড হুইলার। ইনি কে? ইনি সেথ রিচের খুনের প্রাইভেট ডিটেক্টিভ ছিলেন, রিচের ফ্যামিলির পক্ষ থেকে। এবং এই ল'স্যুট আনার আগে ইনি নিয়মিত ফক্সে বলে এসেছেন রিচ উইকিলীকসে ডিএনসি ইমেল লীক করেছিল, এটা একটা পসিবিলিটি। সার্টেন নয়, কিন্তু পসিবিলিটি। এটাও বলেছেন, পুলিশ এবং এফবিআই এই ইনভেস্টিগেশান স্টোনওয়াল করছে। তারা এটাকে রবারি বলে চালিয়ে দিতে চেয়েছে, যদিও ভিক্টিমের ওয়ালেট থেকে কিচ্ছু খোয়া যায়নি। রড হুইলারের ছোট্ট একটা ইন্টারভিউ --



    সেই হিউলার এখন ডিগবাজি খেয়ে কেন ফক্সকে স্যু করলেন তার অনেক রকম কারন থাকতে পারে। একটা পসিবিলিটি হল, ডিএনসি তাদের ইনফ্লুয়েন্স খাটিয়ে হুইলারকে চুপ করিয়ে দিতে চাইছে। এনিওয়ে, সেগুলো পরে বোঝা যাবে।

    এনপিআরের মুখের ঝাল না খেয়ে সব্বারই জুলিয়ান অ্যাসাঞ্জের ডাচ টিভিতে দেওয়া ওরিজিনাল ইন্টারভিউটা দেখে নেওয়া উচিত। কনফার্ম অ্যাসাঞ্জ করেননি। সোর্সকে কেউ রিভিল করেনা। করবেওনা।



    শুধু জুলিয়ান অ্যাসাঞ্জ নয়, সেইমুর হার্শও বলেছেন সেথ রিচ উইকিলীকসকে ইমেল লীক করেছেন।



    এই মার্ডার ইনভেস্টিগেশান প্রপারলি হওয়া উচিত, এবং এই ফাইডিংস পাবলিকের কাছে পাবলিশ করা উচিত। এটা চেপে দেওয়ার চেষ্টা খুবই হয়েছে, হচ্ছে।
  • SS | 160.148.14.151 | ০২ আগস্ট ২০১৭ ১৮:১২488879
  • এনপিআরের কনক্লুশানের বেসিস হচ্ছে হোয়াইট হাউস লগ, যা থেকে বোঝা যাচ্ছে রিচ ট্রাম্প সাপোর্টার এড বুটোস্কি আর রড হুইলার শন স্পাইসারের সাথে মিটিং করে ঠিক করছে কিভাবে সেথ রিচের মার্ডারকে ইউজ করে রাশিয়া ইন্ভেস্টিগেশান থেকে লোকের অ্যাটেনশান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। আর রড হুইলারকে পাঠানো এডের টেক্স্ট।
    রড হুইলারকে অ্যাপয়েন্ট করেছিল এড বুটোস্কি। সেথ রিচের ফ্যামিলি বলেছ্লম তারা প্রাইভেট ডিটেক্টিভ অ্যাফোর্ড করতে পারবে না। তখন এড আগ বাড়িয়ে বলে ঠিক আছে, আমি টাকা দেবো।
    পরে আরো অনেক কিছুই বোঝা যাবে। ইমরানের নিউজটাও যে ফেক, সেটাও বোঝা যাবে। বোঝা গেলেই লিংক দিয়ে যাবো।
    আর এনপিআরের মত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার মুখে ঝাল না খেয়ে ক্রেমলিন মাউথ্পিস উইকিলিকসের মুখে ঝাল খাওয়াটা একটু অড।

    আর পারলে কালকে সিএনএনে এড বুটোস্কির দেওয়া ইন্টার্ভিউটা একবার দেখে নেবেন। ক্রিস কোমোর মতন জার্নালিস্টের হাতেই যা অবস্থা, কোনো ট্রায়াল লইয়ারের সামনে পড়লে কি হবে! ক্রিস কোমো জিজ্ঞাসা করছে শন স্পাইসারের সাথে কি নিয়ে কথা বলছিলেন? এডের উত্তর - আমরা একই রকম শার্ট পরি, সেই শার্টের কটন নিয়ে কথা বলছিলাম। এ মানে ট্রাম্পের থেকেও বাজে লায়ার। নিচের লিংকে ১২ মিনিটে।


    আর সেমুর হার্শ টুইট করে বলেছেন এড বুটোস্কি টুক ট অ্যান্ড টু অ্যান্ড মেড ফর্টিফাইভ আউট অফ ইট।
  • cb | 208.240.130.75 | ০২ আগস্ট ২০১৭ ২০:৩৪488880
  • আমি আগেই বলেছি দ্রি এক্জন পেঁচো ফেক নিউস আর পুরো জালি। আগে পিজাগেট নিয়ে হাতজোর করে ক্ষমা চাইলে এই স্টেটমেন্ট রিট্র্যাক্ট করতে পারি।
  • ন্যাড়া | 79.239.249.251 | ০২ আগস্ট ২০১৭ ২২:৪২488882
  • দ্রিমশাইয়ের টাল্লিটা বহুদিন থেকেই খুব পরিস্কার। গেমপ্ল্যানটাও।
  • sm | 52.110.184.72 | ০২ আগস্ট ২০১৭ ২৩:০০488883
  • দ্রী এর পেছনে লাগা কেন বাপু!উনি তো দিব্যি লেখেন।ওনার লেখা গুলো পড়তে বেশ লাগে। একটা অন্য রকম ভিউ পাওয়া যায়। সব কিছুই যে এক্যুরেট হবে তার কি মানে?
    এ জগতে যখন সত্যের পরতে পরতে মিথ্যে লুকিয়ে থাকে।
    সংবাদ মাধ্যম গুলো- সব কটাই, যখন অল্পবিস্তর পার্চেজড !
  • দ্রি | 195.100.85.101 | ০৩ আগস্ট ২০১৭ ১২:২৪488884
  • "এনপিআরের কনক্লুশানের বেসিস হচ্ছে হোয়াইট হাউস লগ, যা থেকে বোঝা যাচ্ছে রিচ ট্রাম্প সাপোর্টার এড বুটোস্কি আর রড হুইলার শন স্পাইসারের সাথে মিটিং করে ঠিক করছে কিভাবে সেথ রিচের মার্ডারকে ইউজ করে রাশিয়া ইন্ভেস্টিগেশান থেকে লোকের অ্যাটেনশান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। "

    হোয়াইট হাউসের লগ থেকে এত কিছু বোঝা সম্ভব নয়। মিটিং হয়েছে এটুকুই বোঝা সম্ভব। বাকিটা অ্যালিগেশানটা কোর্টে প্রুভ করতে হবে। আর রিয়েলি রাশিয়া ইনভেস্টিগেশান থেকে অ্যাটেনশান অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কিছু নেই। এই ইনভেস্টিগেশান তো মাসের পর মাস চলল। এবার এর স্ট্যাটাস রিপোর্ট নেওয়ার সময় হয়েছে। সত্যিই যদি ইল্লিগাল কিছু হয়ে থাকে প্রেসিডেন্টকে ইমপীচ করে দিক। দেরী কিসের? কিন্তু সেটা যদি হয়ও, তাহলেও রিচ সেথের মার্ডার ইনভেস্টিগেশান রিলেটেড প্রশ্নগুলো উবে যায়না।

    এবং প্রশ্নগুলো তুলেছিল রড হুইলার হিমসেল্‌ফ। বলেছিল পুলিশ বারে বারে ইনভেস্টিগেশান আটকে দিচ্ছে। বলেছিল যে সেথ রিচের কম্পিউটার হাতে না পেলে পুরো সত্যি কথা জানা যাবে না। বলেছিল সেথ রিচের ভাই অ্যারন রিচ ঐ কপুটার খুলতে দেয়নি। বলেছিল জে পুলিশ/এফবিআইয়ের কোন এক সোর্স তাকে বলেছিল এমন ইনফর্মেশান আছে যার থেকে সেথ রিচ উইকিলীক্সকে লীক করেছিল এমন ভাবার কারন আছে। এবং রড হুইলার লিটিগেশানে একবারও বলেনি এই কথাগুলো মিথ্যে বা ওকে জোর করে বলানো হয়েছে। লিটিগেশানের মূল বিষয় হল মালিয়া জিমারম্যানের একটা আর্টিক্‌ল নিয়ে, যেখানে রড হুইলারকে মিসকোট করা হয়েছিল দুটো ক্ষেত্রে। সেই দুটো হল,

    "My investigation up to this point shows there was some degree of email exchange between Seth Rich and Wikileaks,"

    এবং

    "My investigation shows someone within the DC government, Democratic National Committee or Clinton team is blocking the murder investigation from going forward. That is unfortunate. Seth Rich's murder is unsolved as a result of that."

    প্রথমত, মালিয়া জিমারম্যানের এই আর্টিক্‌লটা নিজের চোখে দেখতে চাই। এটা রিট্র্যাক্ট করা হয়েছে। কিন্তু এর কোন স্ক্রীনশট এখনও দেখিনি। এবং এই দুটো লাইন লেখা হয়ে থাকলে, এবং রড যদি এটা মীন না করে থাকে তাহলে লস্যুট করে ঠিক করেছে। রড সেই কম্পিউটার নিজের চোখে দেখেনি, শুধু লোকমুখে শুনেছে (আনলেস ও পাবলিকলি যা বলেছে তার বেশী আর কিছু নেই)। শুধু এর ভিত্তিতে এত কিছু শো করা যায়না। কিন্তু ইনভেস্টিগেশান যে স্টোনওয়াল করা হচ্ছে সেটা তো ক্লিয়ার।

    এড পয়সা দিয়েছে। হ্যাঁ, বড়লোক রিপাবলিকানরা কত দুষ্টু সে আমি জানি। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট, রড এ পর্য্যন্ত যা বলেছে সেটা সত্যি কিনা। রডের প্রচুর ইন্টারভিউ পাবলিক ডোমেনে আছে। তো তার মুখে কথা বসানো অ্যাপার্ট (যেটা জিমারম্যান অ্যালেজেডলি করেছে), যে কথাগুলো বসানো হয়নি, সেগুলো কি সত্যি? লিটিগেশানে কিন্তু একথা বলা হয়নি। সিএনেন রড হুইলারকে কেন ইন্টারভিউ করছেনা। জিজ্ঞেস করুক, এতদিন যা বলে এসেছে সেগুলো কি মিথ্যে ছিল?

    এবং সীমুর হার্শের লীকড অডিওটেপও একই কথা বলছে।

    He had submitted a series of documents, of emails, some juicy emails from the DNC. And you know, by the way all this s*** about the DNC, you know, whatever happened the democrats themselves wrote this s***, you know what I mean. All I know is that he offered a sample, an extensive sample, I'm sure dozens of emails, and said, "I want money."

    Then later Wikileaks did get the password. He had a DropBox - a protected DropBox - which isn't hard to do.

    এবং এটা সত্যি হলে জুলিয়ান অ্যাসাঞ্জের রিয়্যাকশানও আন্ডারস্ট্যান্ডেব্‌ল। সেথ মরার দিন কয়েকের মধ্যেই ডাচ টিভিতে ইন্টারভিউ হয়েছিল।

    এটা সীমুর হার্শের অডিওটেপ।

    "আর সেমুর হার্শ টুইট করে বলেছেন এড বুটোস্কি টুক ট অ্যান্ড টু অ্যান্ড মেড ফর্টিফাইভ আউট অফ ইট।"

    এই টুইটের কোন স্ক্রীনশট দিতে পারবেন? ২০১২র পর হার্শের কোন টুইট নেই। বা কোন ইন্টারভিউয়ের রেকর্ডিং যেখানে উনি এটা বলেছেন, বা তার কোনো ট্রান্সক্রিপ্ট?
  • দ্রি | 195.100.84.108 | ০৩ আগস্ট ২০১৭ ১২:৩৪488885
  • অন দা আদার হ্যান্ড, ২৬শে জুলাই রড হুইলারের টুইট

    Follow the arrest of Awan closely. Connect the dots to "other" cases. (hint, hint) Just the beginning. Stay tuned.

    কিন্তু এখনও ওয়েবসাইটে জ্বলজ্বল করছে। এই কথাটা আশা করা যায় রডের মুখে কেউ বসায়নি।
  • SS | 160.148.14.151 | ০৩ আগস্ট ২০১৭ ১৮:৪৪488887
  • জ্বলজ্বল করা টুইট আর কদিন পরেই খুঁজে পাওয়া যাবে না। ঠিক যেরকম এড বুটোস্কি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে।
    আপনি হয়ত ফেক নিউজ ছাড়া আর কিছু পড়েন না। কিন্তু এনপিআরের যে লিংকটা দিয়েছি, সেখানেই সেমুর হার্শের কোট আছে। এমনকি সিএনেনের ক্রিস কোমো ইন্টার্ভিউতেও আছে। অনেক স্পুনফিডিং হয়েছে, এবার নিজে খুঁজে বের করুন।

    sm,
    দ্রির লেখা গল্প ভেবে পড়তে খারাপ লাগে না। কিন্তু মুশকিল হচ্ছে দ্রি সেগুলো ফ্যাক্ট বা নিউজ বলে চালাতে চান। বাই ডেফিনিশান, ফ্যাক্ট মানে ট্রুথ। সত্যের পরতে মিথ্যে লুকিয়ে থাকলে সেটা ফ্যাক্ট নয়। আর সবকিছু অ্যাকিউরেট না হলে সেটা আগে থেকেই ডিসক্লেমার দেওয়া উচিৎ। দ্রির গুরুমশাই অ্যালেক্স জোন্স যেরকম কিছুদিন আগে কোর্ট পেপারে নিজেকে পারফর্ম্যান্স আর্টিস্ট বলে ডিক্লেয়ার করেছেন।
    একটা উদাহরণ দিচ্ছি। ইন্টার্নেট খুঁজলে অসংখ্য অ্যান্টি-ভ্যাক্সার খুঁজে পাবেন। যারা নিজেদের বাচ্চাদের দেখিয়ে উদাহরণ দিতে চায় যে ভ্যাকসিনের জন্যে তারা অটিস্টিক হয়ে গেছে। এখ্ন আপনি সেটা পড়ে দুই আর দুই চার করতে পারেন। সেটা সহজেই করা যায়। কনস্পিরেসি থিওরিস্টরা সেটা প্রোমোট করেন। কিন্তু ভ্যকসিন থেকে অটিজম হয় এটা এস্ট্যাব্লিশ করতে হলে কিছু টেকনিকাল এক্স্পার্টিজ লাগে, যা কনস্পিরেসি থিওরিস্ট বা আমজনতার নেই। এবার এক্স্পার্টরা ওপিনিয়ন দিয়েছেন এটা ফ্যকচুয়ালি ইনকারেক্ট। কিন্তু কেন ফ্যক্চুয়ালি ইনকারেক্ট, সেটা বোঝা একটু কঠিন। তাই কিছু লোক কনস্পিরেসি থিওরিতেই বিশ্বাস করে। মানুষের জীবন নিয়ে জেখানে টানাটানি, সেখানে এইরকম কনস্পিরেসি থিওরি প্রমোশান আমার মতে ক্রিমিনাল হওয়া উচিৎ।
  • দ্রি | 75.19.167.130 | ০৪ আগস্ট ২০১৭ ১২:১১488888
  • "কিন্তু এনপিআরের যে লিংকটা দিয়েছি, সেখানেই সেমুর হার্শের কোট আছে। এমনকি সিএনেনের ক্রিস কোমো ইন্টার্ভিউতেও আছে। অনেক স্পুনফিডিং হয়েছে, এবার নিজে খুঁজে বের করুন।"

    এটা কোনো টুইট নয়, যেটা আপনি প্রথমে সাজেস্ট করেছিলেন। ইন্টারভিউয়ের অংশ সম্ভবত। আমি ফুল ইন্টারভিউটা (বা তার ট্রান্সক্রিপ্টটা চাইছিলাম)। যাতে করে কন্টেক্সটা বোঝা যায়। ধরে নিলাম সেটা আপনার কাছে নেই।

    এবার শুনুন রড হুইলার কোর্টে পেশ করা কমপ্লেনে কি লিখেছেনঃ

    Indeed, before Butowsky ever contacted Mr. Wheeler, he had already had a conversation on this topic with Seymour (Sy) Hersh. Mr. Hersh is an American investigative journalist who is notorious for using anonymous sources and is responsible for publishing a number of highly controversial stories.

    During his conversation with Butowsky, Mr. Hersh claimed that he had received information from an “FBI report.” Mr. Hersh had not seen the report himself, but explained: “I
    have somebody on the inside who will go and read a file for me. And I know this person is unbelievably accurate and careful. He’s a very high level guy.”

    According to Mr. Hersh, his source told him that the FBI report states that, shortly after Seth Rich’s murder, the D.C. police obtained a warrant to search his home. When they arrived at the home, the D.C. police found Seth Rich’s computer, but were unable to access it. The computer was then provided to the D.C. police Cyber Unit, who also were unable to access the computer. At that point, the D.C. police contacted the Cyber Unit at the FBI’s Washington D.C. field office. Again, according to the supposed FBI report, the Washington D.C. field office was able to get into the computer and found that in “late spring early summer [2016], [Seth Rich] [made] contact with Wikileaks.” “They found what he had done. He had submitted a series of documents, of emails. Some juicy emails from the DNC.” Mr. Hersh told Butowsky that Seth Rich “offered a sample [to WikiLeaks][,] an extensive sample, you know I’m sure dozens, of emails, and said I want money.”

    এই কথা রড হুইলারের কোর্টে পেশ করা ডকুমেন্টে রয়েছে।
  • SS | 160.148.14.151 | ০৫ আগস্ট ২০১৭ ০০:০৮488889
  • এনপিআরের ডেভিড ফলকেনফ্লিকের সাথে যোগাযোগ করতে পারেন ফুল ইন্টার্ভিউ এর জন্যে।

    এবার রড হুইলারের কোর্ট ডকুমেন্ট -
    সেমুর হার্শ কে কোট করার আগে দেখছি লেখা আছে "Mr. Hersh is an American investigative journalist who is notorious for using anonymous sources and is responsible for publishing a number of highly controversial stories"
    এই প্রিটেক্স্ট কেন? আগেই ডিক্লেয়ার করে দেওয়া যে দেখ বাপু আমি কিন্তু হার্শের কথা বিশ্বাস করিনি। হার্শ কনট্রোভার্শিয়াল স্টোরি পাবলিশ করেন।

    এর পর বুটোস্কি। ক্রিস কোমোর সাথে ইন্টার্ভিউতে বুটোস্কি বলেছে আমি হার্শকে চিনি না, খালি অডিও টেপ শুনেছি। খালি অডিও টেপ শুনেই উনি গুড সামারিটান হয়ে রিচএর ফ্যামিলিকে হেল্প করতে গেলেন আর শন স্পাইসারের সাথে ফ্যাব্রিক নিয়ে ডিসকাস করতে হোয়াইট হাউস গেলেন!
    তারপর এনপিআর সরাসরি হার্শকে জিজ্ঞেস করলে হার্শের উত্তর - আমি গসিপের গন্ধ পাচ্ছি, বুটোস্কি দুই আর দুই যোগ করে পঁয়তাল্লিশ করেছেন। তাহলে হার্শ কোনো একবার মিথ্যে বলছেন। নাকি বুটোস্কি মিথ্যেবাদী? নাকি রড হুইলার?

    নিন, আবার গোড়া থেকে ঘুঁটি সাজান। সব এলোমেলো হয়ে গেছে। অবশ্য কনস্পিরেসি থিওরি শেষে এই হয়।
  • PM | 127.194.3.146 | ০৫ আগস্ট ২০১৭ ১৭:৫৩488890
  • আমার দ্রির লেখা দিব্বি লাগে। আমাদের যাদের মেন্স্ট্রিম মিডিয়া ছাড়া গতি নেই, খবরের অন্য ইন্টারপ্রিটেসন , অলটার্নেট সোর্স পাবার জন্য দ্রী র লেখা জব্বর।

    S এর লেখাও খুব ইনফর্মটিভ। দৃ আর S এর ঝগড়াও জ্ঞানবর্ধক ঃ)

    আশা করি S এটা বলতে চান না যে CNN/BBC বা মর্ডকের মিডিয়া যা খবর দেয় বা যেভাবে ইন্টার্প্রেট করে সেটাই শেষ কথা--বা প্রশ্নের উর্দ্ধে।
  • দ্রি | 99.234.157.254 | ০৫ আগস্ট ২০১৭ ১৮:৩৬488891
  • "এই প্রিটেক্স্ট কেন? আগেই ডিক্লেয়ার করে দেওয়া যে দেখ বাপু আমি কিন্তু হার্শের কথা বিশ্বাস করিনি। হার্শ কনট্রোভার্শিয়াল স্টোরি পাবলিশ করেন।"

    সেটা যদি হয় তাহলে হুইলার ও কোন একবার মিথ্যে কথা বলছেন। হার্শের অডিওটেপ লীক হওয়ার অনেক আগে উনিও বেসিকালি এই কথা বলেছিলেন।

    ফক্স ফাইভে



    Wheeler: I believe that the answer to solving his death lies on that computer…

    Fox5: You have sources at the FBI saying that there is information that could link Seth Rich to Wikileaks?

    Wheeler: For sure, absolutely, and that’s confirmed.

    হুইলার আরো বলেছেন পুলিশ তাকে বলেছে "উই ওয়্যার টোল্ড টু স্ট্যান্ড ডাউন অন দিস কেস"।

    এবং অল্টারনেট মিডিয়ায়,



    I do believe there was some communication between Seth Rich and Wikileaks

    "তারপর এনপিআর সরাসরি হার্শকে জিজ্ঞেস করলে হার্শের উত্তর - আমি গসিপের গন্ধ পাচ্ছি, বুটোস্কি দুই আর দুই যোগ করে পঁয়তাল্লিশ করেছেন। তাহলে হার্শ কোনো একবার মিথ্যে বলছেন।"

    হার্শ ডেফিনিটলি কোন একবার মিথ্যে বলেছেন।

    যখন বিগ লীগ পলিটিক্সের এডিটর-ইন-চীফ হার্শকে ঠিক এই প্রশ্ন করেন, যে আপনি আপনার স্টোরি চেঞ্জ করলেন কেন, হার্শ বলেন,

    I’m not going to comment about that stuff, I mean, come on, I live in the real world.

    http://bigleaguepolitics.com/emails-ed-butowsky-pleads-sy-hersh-go-public-knows-seth-rich/

    কতগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ। লীকড অডিওতে হার্শ কথা বলছেন একটা প্রাইভেট সেটাপে, এমন কয়েকজনের সাথে যার সাথে তিনি ফ্রীলি কথা বলতে পারেন। তিনি সম্ভবত বুঝতেও পারেননি তাঁর কথা রেকর্ড করা হচ্ছে। এফ-ওয়ার্ডে ভরপুর একটি ব্যক্তিগত কথোপকথন। হোয়্যার‌্যাজ, এনপিআরের ইন্টারভিউ একটা পাবলিক ব্যাপার যেখানে এই হয়ত কথা বলা যায় ন?

    "নিন, আবার গোড়া থেকে ঘুঁটি সাজান। সব এলোমেলো হয়ে গেছে। অবশ্য কনস্পিরেসি থিওরি শেষে এই হয়।"

    এলোমেলো কিছুই হয় নি। সব কিছুই প্রপার প্লেসে আছে। কেস হল, লীকড টেপের কথা যদি সত্যিও হয়, রড হুইলারই বলুন, আর সীমুর হার্শই বলুন, কেউই ঐ আসল ল্যাপটপ চোখে দেখেননি। তাই ওনারা প্রাইমারি সোর্স নন। আসল কথা পুলিশ, এফবিআই এরাই বলতে পারে। কিন্তু কথা হল, সামথিং ইজ ফিশি হিয়ার। প্রপার ইনভেস্টিগেশান হয় নি। চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা ক্লিয়ার। এই অবস্থায় অফিশিয়াল পোজিশান যেটা, বচড রবারি, সেটা কেউ বিশ্বাস করবে না। এবং সেক্ষেত্রে, কনস্পিরেসি থিওরী থাকবেই।

    "এর পর বুটোস্কি। ক্রিস কোমোর সাথে ইন্টার্ভিউতে বুটোস্কি বলেছে আমি হার্শকে চিনি না, খালি অডিও টেপ শুনেছি। খালি অডিও টেপ শুনেই উনি গুড সামারিটান হয়ে রিচএর ফ্যামিলিকে হেল্প করতে গেলেন আর শন স্পাইসারের সাথে ফ্যাব্রিক নিয়ে ডিসকাস করতে হোয়াইট হাউস গেলেন!"

    বুটোস্কি ধান্ধাবাজ। গুড সামারিটান মোটেও নন। রিপাবলিকান পার্টির এজেন্ট। উনার মেইন তাল হল সামহাউ রাশিয়াহ্যাকিং স্টোরিটা ভুল এটা মিডিয়ায় চাউর করা। তাই তিনি হুইলারকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন, রিচ উইকিলীক্স কানেকশান প্রুভড। এটা হল, অফিশিয়াল স্টান্সের অপোজিট এক্সট্রীম। কেউই অনেস্ট ইনভেস্টিগেশানে ইন্টারেস্টেড নয়। জাস্ট পাবলিক ওপিনিয়ান ক্রিয়েট করতে ব্যস্ত।

    কিন্তু যেকোন সেন সিটিজেনই চাইবে ইনভেস্টিগেশানটা সৎভাবে হোক।
  • দ্রি | 159.56.223.241 | ০৬ আগস্ট ২০১৭ ২১:০২488893
  • The WikiLeaks whistleblowing website published documents, showing how ELSA malware is allegedly used by US intelligence services to collect geolocation data from WiFi-enabled devices.

    "WikiLeaks publishes documents from the ELSA project of the CIA. ELSA is a geo-location malware for WiFi-enabled devices like laptops running the Micorosoft Windows operating system … If it [device] is connected to the internet, the malware automatically tries to use public geo-location databases from Google or Microsoft to resolve the position of the device and stores the longitude and latitude data along with the timestamp,” WikiLeaks said in a press release.

    “Additional back-end software (again using public geo-location databases from Google and Microsoft) converts unprocessed access point information from exfiltrated logfiles to geo-location data to create a tracking profile of the target device,” WikiLeaks said.

    https://sputniknews.com/world/201706281055049012-us-wikileaks-cia/

    In the explosive “Vault 7” CIA secrets published by WikiLeaks on Tuesday, the organization has warned that the CIA, among a myriad of other intrusive exploits, has been investigating ways to hack and manipulate the control systems of cars and trucks for use in covert operations.

    https://sputniknews.com/us/201703071051357143-wikileaks-cia-possibility-hacking-vehicles/

    WikiLeaks released new documents on Thursday within the Vault 7 documents, which contain information on CIA's hacking tools from the Dumbo project.

    "Dumbo is a capability to suspend processes utilizing webcams and corrupt any video recordings that could compromise a PAG deployment. The PAG (Physical Access Group) is a special branch within the CCI (Center for Cyber Intelligence); its task is to gain and exploit physical access to target computers in CIA field operations," WikiLeaks said in a press release.

    https://sputniknews.com/science/201708031056142495-wikileaks-cia-webcams-vault-dumbo/
  • দ্রি | 28.85.22.204 | ০৭ আগস্ট ২০১৭ ২৩:৫৭488894
  • জুডিশিয়াল ওয়াচ চিঠি পাঠালো ক্যালিফোর্নিয়ার সেক্রেটারী অফ স্টেটকে,

    Eleven California
    Counties Have More Total Registered Voters Than Citizen Voting Age Population

    Based on our review of 2016 EAC EAVS report, the 2011- 2015 U.S. Census Bureau’s American Community Survey, and the most recent California total active and total inactive voter registration records,
    California is failing to comply with the voter registration list maintenance requirements of Section 8 of the NVRA. For example, a comparison of the 2011 - 2015 U.S. Census Bureau’s American Community Survey, and the most recent California active and inactive voter registration records shows there were more total registered voters than there were adults over the age of 18 living in each of the following
    eleven (11) counties: Imperial (102%), Lassen (102%), Los Angeles (112%),Monterey (104%),
    San Diego (138%), San Francisco (114%), San Mateo (111%), Santa Cruz (109%),Solano (111%), Stanislaus (102%), and Yolo (110%). Our own research shows that the situation in these counties is, if anything, worse than the foregoing data suggest. For example, we contacted Los Angeles County directly this past June. At that time, county officials informed us that the total number of registered voters now
    stands at a number that is a whopping 144% of the total number of resident citizens of voting age.

    http://www.judicialwatch.org/wp-content/uploads/2017/08/NVRA-letter-CA-August-2017-1.pdf
  • SS | 160.148.14.151 | ০৮ আগস্ট ২০১৭ ১৭:৩৭488895
  • হা হা, জুডিশিয়াল ওয়াচ ফ্রিভলাস লসুটের জন্যে কুখ্যাত।
    যাই হোক, ট্রাম্পের ভোটার ইন্টিগ্রিটি ওরফে ভোটার সাপ্রেশান কমিশনের কথা জানেন তো ? ভোটার ডাটা চেয়ে সব স্টেটের কাছে এমন দাবড়ানি খেয়েছে যে আর বলার নয়। মিসিসিপির সেক্রেটারি অফ স্টেট কমিশনকে বলেছে গো জাম্প ইন দ্য গাল্ফ অফ মেক্সিকো। অফ অল স্টেট, মিসিসিপি! জুডিশিয়াল ওয়াচকেও প্যাসিফিকে ঝাঁপ দিতে হবে।
  • দ্রি | 195.87.185.45 | ০৮ আগস্ট ২০১৭ ১৯:১০488896
  • আরে সেক্রেটারী পাদিয়া আগে চিঠিটার উত্তর দিন। বলুন অ্যালিগেশানটা ফিভোলাস। ন্যাশানাল ভোটার রেজিস্ট্রেশান অ্যাক্টের সেকশান এইট ভায়োলেটেড হয়েছে না হয়নি। তারপরে তো প্যাসিফিকে ঝাঁপ।

    আর ওদিকে যে শুনছি লোরেটা লিঞ্চের ইমেল রিলিজ্‌ড হয়েছে ৪১৩ পাতার? এর আগের ফ্রিডম অফ ইনফর্মেশান অ্যাক্টের উত্তরে কোমি নাকি বলে দিয়েছিলেন কোন ইমেল নেই? আর এও শুনলাম লোরেটা লিঞ্চ নাকি অ্যালিয়াস ইউজ করেছিলেন, এলিজাবেথ কার্লাইল?

    The Department of Justice on Friday released 413 pages of emails related to a controversial private meeting between former President Bill Clinton and then-Attorney General Loretta Lynch during the FBI’s investigation into then-presidential-candidate Hillary Clinton’s Benghazi emails. The FBI said earlier such records did not exist.

    http://www.cnsnews.com/news/article/zenny-phuong/doj-releases-400-plus-pages-lynch-clinton-meeting-emails-after-comeys-fbi
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন