এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৩৫৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ২১ জুন ২০১৭ ০৯:৩১488766
  • লসাগুদা, এইধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো ব্যালেন্স শীটে যাবে, ইনকাম স্টেটমেন্টে তো আসবে না।
  • lcm | 109.0.80.158 | ২১ জুন ২০১৭ ০৯:৪১488767
  • না, আসলে আমার আমাজনে সেলার অ্যাকাউন্ট ছিল, কি ফি রে ভাই, ভালো প্রফিট রাখে।
    আর একজনের সঙ্গে কথা হয়েছিল, সে তার জিনিস আমাজনের ওয়্যারহাউসে স্টক করত আর ওখান থেকে শিপিং করাতো, তাতে তো আরো খরচ। সামলাতে না পেরে আল্টিমেটলি ওটা তুলে দেয়।
    আর একজনকে একটা বই লিখে, ছাপিয়ে আমাজন থেকে বিক্রি করত, তার রেটও বেশ ভালো।

    দেয়ার প্রাইসিং ইজ ফর প্রফিট অফ কোর্স।

    এছাড়া, আমাজন প্রাইম/ভিডিও/ক্লাউড-হোস্টিং ... অন্যান্য বিজনেস-ও প্রাইস্‌ড্‌ ফর প্রফিট।

    আমাজন প্রচুর ইনভেস্ট করেছে, এখনও করছে - একটা গ্লোবাল হাই-টেক ওয়্যারহাউস/ডেলিভারি মেকানিজ্‌ম্‌ -- তার ওপরে আবার গ্রসারি স্টোর কিনে ফেলছে ---
  • S | 184.45.155.75 | ২১ জুন ২০১৭ ১২:০৬488768
  • অ্যামাজন বিগত দুবছরে বেশ লাভ করেছে। তার আগের প্রায় ১৫ বছরে লাভ করেছে খুব কম সময়ই।

    তবে আপনি যেটা বলছেন সেটা ঠিক। এক বছরে নেট ট্যান্জিবল অ্যাসেট বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার (মানে অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট)। ক্যাশ রয়েছে প্রায় ২৬ বিলিয়ন ডলার। বিগত কয়েক বছর ধরে বোধয় এতো ক্যাশ পাইলাপ করেছিলো এইরকম ডিলের জন্য। অথচ রিটেইন্ড আর্নিঙ্গস মোটে ৫ বিলিয়ন। তাহলে এতো টাকা আসছে কোথা থেকে?

    ২৫ বিলিয়ন অ্যাকাউন্টস পেয়বল আছে, সঙ্গে ১৩ বিলিয়নের অ্যাক্রুড এক্সপেন্স। লঙ্গ টার্ম ডেট রয়েছে ৭ বিলিয়ন। আর এখনো পেইড ইন ক্যাপিটাল আছে অনেকটা।

    ট্র্যাডিশনাল সেন্সে খুবেকটা ভালো ফাইনান্সিয়াল পজিশান নয়। কিন্তু লিডিঙ্গ অনলাইন রিটেলার, অন্যরা অনেক অনেক পিছিয়ে। এছাড়াও অন্য অনেক কারণ আছে যার জন্য মার্কেট ইজ গোয়িঙ্গ গা গা ওভার অ্যামাজন।
  • দ্রি | 208.245.60.8 | ২৮ জুন ২০১৭ ১৩:৪৫488769


  • প্রজেক্ট ভেরিটাস অন সিএনএন ফেক নিউজ।
  • S | 184.45.155.75 | ২৮ জুন ২০১৭ ১৪:২৫488771
  • দ্য রিয়েল ফেক নিউজঃ
    http://www.foxnews.com/
  • দ্রি | 15.196.1.129 | ২৮ জুন ২০১৭ ২১:৪৫488772
  • আমেরিকা নাকি খবর পেয়েছে, আসাদ আবার কেমিক্যাল ওয়েপন ইউজ করতে চলেছে। (আরেকটি ফেক নিউজ)।

    তালটা হল একটা ফলস ফ্ল্যাগ করে আসাদের ওপর বোম ফেলা। আগের বারের ফেলা।
  • lcm | 179.229.10.212 | ২৮ জুন ২০১৭ ২৩:৩৩488774
  • যাই বলো, সিএনেনের প্রজেক্ট ভেরিটাস এক্সপোজ্‌ড্‌ হয়ে গিয়ে মিডিয়া নিয়ে ট্রাম্প-এর অভিযোগ কেমন যেন একটু মান্যতা পেয়ে গেল।

    ট্রাম্প কতটা জালি লোক, তার কোনো কথার কোনো কিছুই গ্রহণযোগ্য নয় -সেটা একটা জিনিস, আর তার সাথে আমেরিকান মিডিয়াও জালি ---

    মিডিয়া জালি নতুন কিছু নয়, কিন্তু এরকম জালি-ট্রাম্প এবং জালি-মিডিয়াতে কাটাকুটি হয়ে যাবার কথা ছিল না।
  • S | 184.45.155.75 | ২৯ জুন ২০১৭ ০৬:১০488775
  • প্রজেক্ট ভেরাইটাসের ভিডিও দুটো দেখলাম। এক্কেবারে ধুর। সেরকম কিছুই নাই। কয়েকজন বলেছে যে রাশিয়া নিয়ে এখনো তো তেমন কোনো বড় প্রুফ পাওয়া যায়নি। আর সিএনেন রাশিয়া নিয়ে চিল্লাচ্ছে কারণ রেটিঙ্গস।

    রাশিয়া ইনভেস্টিগেশন ইজ গোয়িঙ্গ নো হোঅ্যার। রিপাব্লিকানরা ইন্টারেস্টেড নয় এক্কেবারেই। মোস্ট লাইকলি ট্রাম্পের সাথে রিপাব্লিকান পার্টির বোঝাপড়া হয়ে গেছে।
  • lcm | 109.0.80.158 | ২৯ জুন ২০১৭ ০৭:৫৬488776
  • CNN senior producer, John Bonifield, when asked on camera about his thoughts on the Russia investigation said:

    "Could be bull—,” Bonifield said. “I mean, it’s mostly bull— right now.”

    সিএনএন বুলশিট। তিনজন রিপোর্টার স্যাক্‌ড্‌। ১০০ মিলিয়ন ডলার লসুট। এটিএন্ডটি-টার্নার মার্জার হবে কি?
    ব্রায়ান ইউলিয়াম্‌স্‌ -এর বুলশিট নিয়ে কবছর আগে এনবিসি ভুগেছে।

    বুল মার্কেট ইজ্‌ ফুল অফ্‌ বুলশিট।
  • S | 184.45.155.75 | ২৯ জুন ২০১৭ ০৮:১০488777
  • লসাগুদা, যে স্ক্যারামুচিকে নিয়ে এতো সমস্যা, তিনিতো ওয়াল স্ট্রিটের এক্কেবারে ব্লু আইড বয়। গোল্ডম্যান, লিম্যান, হেজ ফান্ড। দুদিন আগে এক্সিম ব্যান্কে নিয়োগ করা হয়েছে।
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১০:১৩488778
  • "রাশিয়া ইনভেস্টিগেশন ইজ গোয়িঙ্গ নো হোঅ্যার।"

    তবে যে কিছুদিন আগে শুনলাম রাশিয়ান ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? এনেসের কন্ট্র্যাটর, যিনি লীক করেছেন, তার থেকে নাকি রাশিয়ান হ্যাকার হ্যাক করেছে? এইসব কি তবে গুল ছিল?

    "সিএনএন বুলশিট।"

    খুব, খুব দুঃখ পেলাম। কিছুদিন আগেই জানতে পেরেছি সঠিক সংবাদ পরিবেশন করার জন্য যে যে কোয়ালিফিকেশন লাগে, তা আছে শুধু মেইনস্ট্রীম মিডিয়ার সাংবাদিকদের। কিন্তু তারপর যেখন দেখি সেই সিএনএনই খবর রিট্র্যাক্ট করছে, এমন খবর পরিবেশন করছে যার সত্যতা নিয়ে নিজেরাই কনভিন্সড নয়, যার কোন প্রুফ পাওয়া যায় নি তখন খুব ব্যথা পাই।
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১০:২৪488779
  • এইযে মাদাম কেলি এই ইন্টারভিউতেও বলে চলেছেন, ফিঙ্গারপ্রিন্ট, আইপি অ্যাড্রেস, ম্যালওয়্যার সবই নাকি রাশিয়ার দিকে পয়েন্ট করছে?



    তবে কি এ সকলি মরিচীকা, মিলাইবে পিছে, মিছে হতে মিছে?
  • S | 184.45.155.75 | ২৯ জুন ২০১৭ ১০:৩১488783
  • @দ্রিবাবু, তার পরের লাইনেই তো লিখেছি কেন রাশিয়া ইনভেস্টিগেশনে এগোনো যাচ্ছে না।
    "রিপাব্লিকানরা ইন্টারেস্টেড নয়।"

    রাশিয়ান ফিঙ্গারপ্রিন্ট যে পাওয়া গেছে, সেতো মনে হয় পুতিন নিজেও অস্বীকার করবে না।
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১০:৪৩488784
  • ইনভেস্টিগেশান চালু হয়েছিল রাশিয়া ইন্যাপ্রোপ্রিয়েট ইনফ্লুয়েন্স খাতিয়ে ওয়ার্ল্ড কাপ হোস্টিং পেয়েছিল কিনা। সেসব কিছু পাওয়া গেল না। কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরোলো।

    Ex-PM David Cameron & Prince William implicated in World Cup corruption scandal – FIFA report

    https://www.rt.com/news/394325-fifa-corruption-report-england-bid/

    Mike Cernovich, pointed out that "Russians get scrutinized for doing the same things even when they don't do it."

    "Even when they are not guilty, they are going to be blamed for things that other countries actually do... Russia is now the world's boogeyman and all the corrupt people are trying to say: 'Look at Russia!' It's a diversion that corrupt people are using to get people distracted from their own [wrongdoings]," he told RT.
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১০:৪৮488785
  • সেকি? রিপাবলিকানরা ইন্টারেস্টেড নয় বলে ন্যাশানাল সিকিউরিটি কম্প্রোমাইজ্‌ড হবে? এতদিন ইন্টারেস্টেড ছিলই বা কেন? হঠাং এই চেঞ্জ অফ হার্টের কারণ কী?

    আর পুতিন তো মেগন কেলির সাথে ইন্টারভিউয়ে ফিঙারপ্রিন্টের কথা একেবারেই অস্বীকার করলেন। আর রাশিয়ান ফিঙ্গারপ্রিন্টই যদি থাকবে, তবে সিএনএন কেন এত আনকনভিন্সড?
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১০:৫৫488786
  • Google Slapped With $2.7 Billion EU Fine Over Search Results

    https://www.wsj.com/articles/google-slapped-with-2-7-billion-eu-fine-over-search-results-1498556971

    The European Union’s antitrust regulator on Tuesday fined Alphabet Inc.’s Google a record €2.42 billion ($2.71 billion), saying its search engine stacks the deck in favor of its own comparison-shopping service.
    ...
    In her announcement of the Google decision, EU antitrust chief Margrethe Vestager stressed that dominant companies have special “responsibilities” not to hinder competition. “They are not allowed to abuse their power in one market to give themselves an advantage in another,” she said.
  • দ্রি | 103.115.95.204 | ২৯ জুন ২০১৭ ১১:১১488788
  • সৌদি কাতারের সাথে ডিপ্লোম্যাটিক টাই কেতে দিয়েছে, এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। এবং তেরোটা ডিম্যান্ড পেশ করেছে। তার মধ্যে অন্যতম, মিলিট্যান্টদের ফান্ডিং বন্ধ করতে হবে, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, আল-জাজিরা বন্ধ করতে হবে।

    Qatar given 10 days to meet 13 sweeping demands by Saudi Arabia

    https://www.theguardian.com/world/2017/jun/23/close-al-jazeera-saudi-arabia-issues-qatar-with-13-demands-to-end-blockade
  • দ্রি | 188.17.171.49 | ২৯ জুন ২০১৭ ১১:৪১488789
  • aamaajan-oyaalamaarTer Juddh?

    In a note this morning from Deutsche Bank's freight and logistics analyst Amit Mehrotra, he notes that the "WMT vs. AMZN battle is heating up" and points to a report by DV Velocity, according to which a well respected transportation industry consultant told attendees of a logistics conference that Walmart (WMT) is telling trucking companies that it will no longer do business with them if they continue moving goods for Amazon (AMZN).

    http://www.zerohedge.com/news/2017-06-28/it-begins-walmart-warns-truckers-it-will-no-longer-work-them-if-they-move-goods-amaz
  • দ্রি | 188.17.171.49 | ২৯ জুন ২০১৭ ১১:৫০488790
  • ভেগাসের একটি বারে এবার সার্ভ করবে রোবো।
  • SS | 160.148.14.151 | ২৯ জুন ২০১৭ ১৮:০৪488791
  • lcm লিখেছেন আমেরিকান মিডিয়াও জালি - এটা অনেকটা মুসলিম মানেই টেররিস্ট টাইপের জেনেরালাইজেশান। ব্রাইটবার্ট, রাশিয়া টুডে, ফক্স নিউজ এর মত এলিমেন্ট থাকার জন্যে স্বীকার করতে হবে কিছু জালি এলিমেন্ট আছে। কিন্তু পুরো মিডিয়া এখনো জালি হয় নি। ইন ফ্যাক্ট, সিএনেন এখন যেভাবে ট্রাম্পের পিছনে লেগেছে, সেটা ইলেক্শানের আগে করলে হয়ত এই দিন দেখতে হত না।
    আর স্টোরি রিট্র্যাকশান? যেকোনো পেশার মতই সাংবাদিকদেরও রিপোর্টিং এ ভুল হতে পারে। কিন্তু যারা জার্নালিসম এর এথিক্স ফলো করে, তারা ভুল স্টোরি রিট্র্যাক্ট করে, বা রিজাইন করে। বছর দুই আগে রোলিং স্টোন UVA ক্যাম্পাসের রেপ নিয়ে একটা রিপোর্টিং করেছিল, পুরো দেশে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সেটা দাঁড়ায় নি। UVA রোলিং স্টোনের বিরুদ্ধে মাল্টাই মিলিয়ন ডলার লস্যুট ফাইল করেছে। ড্যান র‌্যাদারের মত লেজেন্ডারি জার্নালিস্ট প্রেসিডেন্ট বুশের ভিয়েতনাম ড্রাফ্ট ডজ নিয়ে ৬০ মিনিট্স এর একটা এপিসোড করেছিলেন, যার জন্যে ওনাকে সিবিএস থেকে রিজাইন করতে হয়। অন্যদিকে যারা নিউজ ম্যানুফ্যাকচার করে বা কনস্পিরেসি থিওরিস্ট, তাদের সেই দায় নেই। কয়েক পাতা আগে দ্রি হিলারি ক্লিনটনের এগেন্স্টে আইসিসকে ব্রাইব করার চার্জ এনেছিলেন, সেটার জন্যে এখনো কোনো দুঃখ্প্রকাশ বা রিট্র্যাক্শান দেখিনি।

    আর রাশিয়া ইনভেস্টিগেশান ইজ গোয়িং সামহোয়ার। তার সবথেকে বড় প্রমান হল রাশিয়ান অ্যাম্বাসডর সের্গেই কিসলিয়াক ওয়াশিংটন থেকে চাঁটি বাটি তুলে মস্কো ফিরছেন। এই কিইসলিয়াককে ট্রাম্প কিছুদিন আগে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ব্র্যাগিং করে্ছিল নাট্জব কোমিকে ফায়ার করেছি বলে। দ্রি, একটু ঝেড়ে কাশুন তো। আর পি টেপ কোথায় আছে জানেন নাকি? ট্রাম্প কোমিকে আগ বাড়িয়ে এতবার বলেছে পি টেপ নেই, আমি শিয়োর যে ওটা আছে।
  • lcm | 60.242.74.27 | ২৯ জুন ২০১৭ ২১:১৭488794
  • "ব্রাইটবার্ট, রাশিয়া টুডে, ফক্স নিউজ এর মত এলিমেন্ট থাকার জন্যে স্বীকার করতে হবে কিছু জালি এলিমেন্ট আছে..."

    হে হে, অর্থাৎ কিনা, এই জালির লিস্টে সিএনএন/এনবিসি.. এরা নেই --

    সেই ওরা-আমরা, জালিরও ওরা-আমরা...
  • cb | 208.240.130.75 | ২৯ জুন ২০১৭ ২১:২৩488795
  • না লসাগুদা, আপনি কিন্তু ফলস ইকুইভ্যালেন্সি ক্রিয়েট করলেন - যেটা আপনি সবসময় করেই থাকেন :P
  • lcm | 60.242.74.27 | ২৯ জুন ২০১৭ ২১:২৪488796
  • চার বছরের ট্রাম্প, টম, ডিক, হ্যারি-র প্রেসিডেন্সির থেকেও খারাপ জিনিস হল এক্সট্রিম পোলারাইজেশন ইন থট প্রসেস।
    Political polarization refers to cases in which an individual's stance on a given issue, policy, or person is more likely to be strictly defined by their identification with a particular political party (e.g., Democrat or Republican) or ideology (e.g., liberal or conservative).
  • lcm | 179.229.10.212 | ২৯ জুন ২০১৭ ২২:৩০488797
  • হে হে, সবসময় করে থাকি!
    খুব পোলারাইজ্‌ড্‌ এনভয়রনমেন্টে এটা বেশি করে মনে হয়। কিছু বলতেই ভয় লাগে, মনে হয় দাগিয়ে দেবে। ফারিদ জাকারিয়া শেষমেষ বলতে বাধ্য হয়েছেন,

    Fareed Zakaria: Liberals think they're tolerant, but they're not
    http://www.cnn.com/2017/05/28/us/fareed-zakaria-liberals-cnntv/index.html
  • S | 202.156.215.1 | ৩০ জুন ২০১৭ ০৩:১০488798
  • এইটা বেশ মজার খেলা। একদল প্রায় সবসময় মিথ্যা কথা বলবে, ডাহা মিথ্যা খবর রটাবে, তাদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে কিছু মিডিয়া আউটলেট, সোশাল মিডিয়া আর ইন্টারনেটে ট্রোল আর বুলিয়িঙ্গ করবে। অ্যান্ড দ্যাট ইজ ফাইন। কারণ ওরা তো অমনই। অন্যদল সেখানে ভালো ছেলে হয়ে ঘরে বসে থাকবে, পান্চগুলো মুখ পেতে নেবে। নইলেই দুদিক এক হয়ে যাবে।

    নইলে ফক্স নিউজ সিএনেনকে দোষ দেয় কেন তারা বায়াস্ড? ফক্স নিউজে শেষ কবে ভিউজ ছাড়া নিউজ দিয়েছে একবার জিগাতে হয়।

    ট্রাম্পের সমর্থকদের ইলেক্শনের আগে সেকি তেজ। তারা নাকি পলিটিকাল কারেক্টনেসের বিরুদ্ধে। এই পলিটিকাল কারেক্টনেস নাকি দেশের সব্বনাশ করে দিচ্ছে। যেই হিলারি ক্লিন্টন বললো এরা সব বাস্কেট অব ডিপ্লোরেবলস, অমনি তাদের কি মন খারাপ, কেন এমন বললো, এরকম বলা ঠিক নয়।
  • lcm | 146.152.142.145 | ৩০ জুন ২০১৭ ০৫:৫৩488799
  • আরে বাবা অত কিছু না...
    ফক্স দেখি না, ক্যান্‌ট্‌ স্ট্যান্ড হ্যানিটি।
    এনবিসি দেখি না, প্রেডিক্টেবলি বোরিং।
    সিএনএন দেখি।
    কদাচিৎ ওয়ান আমেরিকা দেখি।

    এখন কথা হল সিএনএন-এর এক্সিকিউটিভ নিজেই যদি বলে - অল বুল___ । তাহলে বাকি রইল কি?

    তাই একটু হতাশ আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন