এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯২২০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ১৮ মার্চ ২০১৭ ০৭:০৩488666
  • অ্যালেক্স জোন্সের রেডিওয়ে এক্জন গেস্ট কথা বলছিলেন। ইটারভিউ। সে জানালো হোয়াইট হাউসের দুমাইলের মধ্যে নাকি ওবামা ঘাঁটি গেড়েছে ("বান্কার")। আর তার সেই বান্কার থেকেই নাকি সব অট্রাম্প জনিত কাজ কম্ম এই যেমন ইন্ফরমেশন লিকিঙ্গ চলছে।
  • Atoz | 161.141.85.8 | ১৮ মার্চ ২০১৭ ০৭:০৫488667
  • মাটির তলায় সুড়ঙ্গ করেছেন ওবামা? আহা রে, আজকাল সেইখানেই থাকছেন বুঝি? ঃ-)
  • S | 184.45.155.75 | ১৮ মার্চ ২০১৭ ০৭:১৫488668
  • হিরো পুরো। ওবামা কৃটিকরা যতই দেখছে ততই লুচির মতন ফুলছে।

  • দ্রি | 161.80.38.67 | ১৮ মার্চ ২০১৭ ২৩:৩৩488669
  • ওবামা? উনি আর এখন বাঙ্কারে নেই। গত উইকেন্ডে তিনি প্রথমে গেলেন নিউইয়র্ক, সেখানে ইউটুর গায়কের ফ্যামিলির্র সাথে লাঞ্চ করলেন। সেখান থেকে গেলেন নেব্রাস্কা, ওয়ারেন বাফেটের সাথে লাঞ্চ করলেন। সেখান থেকে গেলেন বে এরিয়া, কিছু কোম্পনী এক্সিকিউটিভের সাথে লাঞ্চ করলেন। সেখান থেকে চলে গেলেন হাওয়াই, মিশেলের সাথে লাঞ্চ করলেন।

    http://www.dailymail.co.uk/news/article-4313280/Barack-Obama-gets-lunch-Warren-Buffet.html

    পরিশেষে তিনি চলে গেলেন তাহিতি, পরিবার ছাড়াই। আপাতত উঠেছেন মার্লন ব্র্যান্ডোর বাংলোয়। শোনা যাচ্ছে তিনি নাকি সেখানে মাস খানেক থাকবেন।

    https://www.yahoo.com/news/barack-obama-spend-month-french-polynesia-061430706.html

    হীরো বলে হীরো। হীরো হীরালাল একেবারে। কিছু কিছু ফ্রেঞ্চ নাকি চাইছেন ল্য পঁর এগেনস্টে ওবামা দাঁড়াক।
  • দ্রি | 208.96.155.3 | ১৮ মার্চ ২০১৭ ২৩:৪৪488671
  • তাই নাকি? ওবামাকেয়ার এত ডেফিসিট জেনারেটিং? তাহলে ভোটের আগে ডেমোক্র্যাটরা খামোকাই সীন ক্রিয়েট করছিল ট্রাম্পের ট্যাক্স কাট পলিসিতে ভীষন ডেটের বোঝা চেপে যাবে বলে? এক ওবামাকেয়ার সরিয়ে দিতেই ডেট থেকে মুক্তি?

    কি আনন্দ!
  • দ্রি | 208.96.155.3 | ১৮ মার্চ ২০১৭ ২৩:৫০488672
  • সিরিয়ার যুদ্ধের রিপোর্টিং মেইন স্ট্রীম মিডিয়ার ফেকনিউজসমুহ। ডকুমেন্টেশানঃ সৌজন্যে স্পুৎনিকনিউজ।

    https://sputniknews.com/politics/201703181051722298-fake-news-stories-syria-compilation/
  • দ্রি | 208.96.155.3 | ১৮ মার্চ ২০১৭ ২৩:৫৯488673
  • ট্রাম্পের সাথে চীন, সৌদি আরব, জার্মানীর হেড অফ স্টেটের সাথে মিটিংএর পর কানাঘুষোয় যা শোনা যাচ্ছে, তা হল, 'ফ্রি ট্রেড' কমবে, প্রোটেকশানিজ্‌ম বাড়বে, ক্লাইমেট-চেঞ্জ কমিটমেন্ট কমবে।
  • S | 184.45.155.75 | ১৯ মার্চ ২০১৭ ০০:০৩488674
  • ওবামাকেয়ারে যে ডেট বাড়ে এতো ওবামা নিজেই বলেছেন। আপনি কোথায় থাকেন বলুন তো?

    আর ট্রাম্প কেয়ারের কেসটা হলো - ওবামাকেয়ারের সব কিছুই থাকছে, কিন্তু বড়লোকেদের ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে - ফলে ডেট আরো বাড়বে।
  • দ্রি | 208.96.155.3 | ১৯ মার্চ ২০১৭ ০০:০৭488675
  • ঈশ! তবে ডেট সিলিংটা বাড়ালো না যে?
  • S | 184.45.155.75 | ১৯ মার্চ ২০১৭ ০১:১৭488676
  • "কানাঘুষোয় যা শোনা যাচ্ছে, তা হল, 'ফ্রি ট্রেড' কমবে"

    কানাঘুষো কোথায়? ওয়াপো, ব্লূম বার্গ তো হেডলাইন দিয়েছে। বাকি সবকটা সাইটেই আছে (এন ওয়াই টি, সিএনেন, ওয়াল স্ট্রীট জার্ণাল)।
  • Ishan | 78.9.135.75 | ১৯ মার্চ ২০১৭ ০১:৪৫488677
  • এসের দুখানা কমেন্ট।

    ১। ওবামার ডেটের দুতো বড় কারণ হলোঃ ক্রাইসিস আর ওবামাকেয়ার। এইদুটোর একটাও এখন নেই/থাকছেনা। অতেব ডেটের প্রয়োজন কমেছে বলে আমার মনে হয়। দরকার হলে পরে তো নেওয়া হবেই। ডিফল্ট করতে দেবে বলে মনে হয়না।

    ২। ট্রাম্প কেয়ারের কেসটা হলো - ওবামাকেয়ারের সব কিছুই থাকছে, কিন্তু বড়লোকেদের ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে - ফলে ডেট আরো বাড়বে।

    পরস্পরবিরোধী লাগল। কোনটা ঠিক?
  • S | 184.45.155.75 | ১৯ মার্চ ২০১৭ ০২:০৮488678
  • ঈশান দা ঠিক ঠিক। আমার বলার ভুল হয়েছে।

    ওবামার ডেটের কারণ দুটোঃ ক্রাইসিস আর ওবামাকেয়ার।

    এইদুটোর কোনোটাই থাকবেনা। কারণ ক্রাইসিস নেই। আনএম্প্লয়েমেন্ট রেট 4.7%। এটা ফেডের ফ্লোর। এর থেকে কম না হওয়াই ভালো - নাহলে নতুন ফ্যাক্টরিতে লোক পাওয়া যাবেনা। তাই ইকনমি যত গ্রো করছে/করবে তত ডেট/জিডিপি রেশিও কমবে। এইটা বলা উচিৎ ছিলো আমার। তবে খুব বড় অ্যাজাম্পশান হলো ইকনমি এখনকার মতন গ্রো করবে (ট্রেড বন্ধ করে দিলে কি হবে কে জানে?)।

    ওবামাকেয়ার থাকছেনা। তার বদলে আসছে ট্রাম্প কেয়ার। ট্রাম্পকেয়ারে ওবামাকেয়ারের ভালো জিনিসগুলো সবই থাকছে (ফাইনটাও থাকছে প্রকার বদলে) - তাই কনজারভেটিভরা ক্ষেপেছে। এদিকে বড়লোকেরা ম্যাসিভ ক্রেডিট পাবে (মিলিয়নেয়ারেরা প্রায় ২ লাখ ডলার বাঁচাবে)। তাই হিসাব অনুযায়ী ট্রাম্প কেয়ারে খরচ বাড়বে। কিন্তু মেডিকেডে নাকি কিসব চেন্জ করছে তাতে টোটাল হেল্থকেয়ারে ফেডারাল গভের খরচ কমতেও পারে।

    তবে ডেট আরো নিতে হবে কারণ বাজেট তো আর ব্যালেনস্ড হবেনা। অতেব বলা উচিৎ ডেট বাড়বে কিন্তু ডেট/জিডিপি রেশিও কমতে পারে।
  • S | 184.45.155.75 | ১৯ মার্চ ২০১৭ ১৩:৩১488679
  • দ্রিবাবু, স্কটল্যান্ডে নাকি আবার রেফারান্ডাম হবে। আগেরবার ৪৫% ফরে পেয়েছিলো, এইবারে যদি কোনোমতে বেড়িয়ে যায় তাইলে তো ইউকে এক্কেবারে ফাঁপড়ে। ইউ নেই, স্কটরা চলে গেলো, আর আম্রিগার সাথে মুখ দেখাদেখি বন্ধ।
  • SS | 160.148.14.3 | ২০ মার্চ ২০১৭ ১৮:২৫488683
  • ট্রাম্পকেয়ারে ওবামাকেয়ারের ভাল জিনিস একটাও থাকছে না। ওবামাকেয়ারের আসল পিলার যেটা, ইন্ডিভিজুয়াল ম্যান্ডেট, সেটাই ট্রাম্পকেয়ারে মিসিং। যদি যখন খুশি চাইলেই এনরোল করা যায় তাহলে লোকে শুধু শুধু ইন্সিওরেন্স অ্যাফোর্ড করবে কেন? অসুখ হলে অল্প কিছু পেনাল্টি দিয়ে ইন্শিওরেন্স কিনবে আর তারপরেই আবার ছেড়ে দেবে। এরপর আছে মেডিকেড। ওবামাকেয়ারে হিউজ মেডিকেড এক্স্প্যান্সান হয়েছে। প্রায় দশ থেকে বার মিলিয়ন লোক মেডিকেডের আওতায় এসেছে। ট্রাম্পকেয়ার মেডিকেডকে ব্লক গ্রান্ট হিসেবে পে করবে।মানে স্টেটকে একটা থোক টাকা দেবে, তাতে যতজন কভার হয় হল। আর মেডিকাল কেয়ারের খরচ ইনফ্লেশানের থেকে অনেক বেশি বাড়ে। ইনফ্লেশান অ্যাড্জাস্ট করলেও কুলাবে না। ফলে বছর বছর মেডিকেড রেসিপিয়েন্ট কমবে। সেই রোগীরা যাবে ইমার্জেন্সি রুমে, তারপর সেই আনফান্ডেড লায়াবিলিটি ভরতে হবে স্টেটকে।
    এছাড়া আছে সাবসিডি। ওবামাকেয়ারে সাবসিডি ছিল ইনকাম ডিপেন্ডেন্ট। আর ট্রাম্পকেয়ারে এজ ডিপেন্ডেন্ট। যার জন্যে একজন ৬০ বছরের মিলিয়নেয়ার তিরিশ বছরের লো ওয়েজ আর্নারের থেকে বেশি সাবাসিডি পাবে। আর সাবসিডির পরিমাণ অনেক কম। ইন ফ্যাক্ট, CBO প্রজেক্ট করেছে যে ওবামাকেয়ারের থ্রু দিয়ে যারা ইন্শিওরেন্সে পেয়েছে, তারা অনেকেই অ্যাফোর্ড করতে না পেরে ছেড়ে দেবে।
    বটমলাইন, ট্রাম্পকেয়ার হল একটা হিউজ ট্যাক্স কাট পলিসি টু দ্য টপ ১%, ইন ডিসগাইস অফ হেল্থকেয়ার।
    আর ওবামাকেয়ার এখন কোথাও যাচ্ছে না। হাউসেই এখনো পাস হল না, সেনেট তো অনেক পরের ব্যাপার। সেনেটের রিপাবলিকানরা ট্রাম্পকেয়ার এখন যে অবস্থায় আছে সেটা কখনই পাস করবে না। আমার মনে হয় না ২০১৯ এর আগে কিছু হবে।
    ব্যাক্তিগতভাবে আমি অবশ্য চাই যে এটা পাস হোক। এতে সবথেকে বেশি বাঁশ হবে ৫০-৬৫ বছর বয়স্ক রুরাল জনতার, আদারওয়াইজ নোন অ্যাজ ট্রাম্প ভোটার। ট্রাম্পকে ভোট দিয়ে আনার মজাটা একটু টের পাক।আয়রনিকালি, সিটি এরিয়ায় কম্পিটিশনের জন্যে প্রিমিয়াম কমলেও কমতে পারে। খালি ওহাওতেই ৮৮০,০০০ মেডিকেড এক্সপ্যানসনের আওতায় এসেছে। ডেমোক্র্যাটদের বিশেষ কিছু বলতেও হচ্ছে না এখন। চুপচাপ বসে মজা দেখছে।
  • দ্রি | 56.105.100.149 | ২০ মার্চ ২০১৭ ২০:০৮488684
  • বড় হতাশ করলেন এসবাবু। আমি খুব আশা করে বসেছিলাম, এক কপট রাশিয়ান হ্যাকারের হদিশ পাবো বলে। আর এখন কিনা দেখা যাচ্ছে প্রাইভেট কন্ট্র্যাক্টর? ছ্যাঃ।

    তবে হ্যাঁ। আমার তরফ থেকে এই কন্ট্র্যাক্টরদের আমার তরফ থেকে ফ্লায়িং কিস রইল (ওয়ান ইচ)। এনেসের কন্ট্র্যাক্টরদের প্রতি এত ভালোবাসা কখনো অনুভব করিনি।
  • দ্রি | 56.105.100.149 | ২০ মার্চ ২০১৭ ২০:০৯488685
  • ইউকে আর্টিক্‌ল ৫০ ইনভোক করবে ২৯শে মার্চ।
  • SS | 160.148.14.3 | ২০ মার্চ ২০১৭ ২২:৫০488686
  • মে বি প্রাইভেট কনট্রাক্টটরদের স্কেপগোট করা হছে - দ্রি কি বলেন? যে লিক করেছে সে ধর তো পড়বেই, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট থাকে। সিআইয়ের আসল এম্প্লয়ী কে বাঁচাতে প্রাইভেট কন্ট্রাক্টর বলির পাঁঠা - অ্যালেক্স জোন্সের তথা দ্রির পরবর্তী টকিং পয়েন্ট।
  • দ্রি | 119.163.234.9 | ২০ মার্চ ২০১৭ ২৩:১৮488687
  • আমি আর কি বলব বলুন? যা বলার ওয়াশিংটন পোস্ট বলবে। তবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট থেকে অ্যাদ্দিনেও রাশিয়ান হ্যাকারকে কেন ধরা গেল না সেটাই আশ্চর্য্য।

    বাট ওয়েট, ভল্ট সেভেনে দেখা যাচ্ছে, সিআইএ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টও ফেক করতে পারে ... অ্যালেক্স জোন্স জানি কি বলেছে এ ব্যাপারে?
  • S | 202.156.215.1 | ২১ মার্চ ২০১৭ ০৪:৩৯488689
  • সে যাক। আজকে কমি যা কইলো, তার ব্যখ্যা দ্যান তো।
  • S | 202.156.215.1 | ২১ মার্চ ২০১৭ ০৪:৩৯488688
  • ট্রাম্পকেয়ারে দুটো জিনিস থাকছেঃ ২৬ বছর অবধি প্যারেন্টের সঙ্গে ইন্সিওরেন্সে থাকতে পারবে একজন আর প্রি-একজিস্টিঙ্গ কন্ডিশন (এটা খুব ইম্পর্ট্যান্ট)।

    ওবামাকেয়ারে কেউ ইন্সিওর্ড না থাকলে তো ফাইন দিতে হয়। আর তাছাড়া, যখন খুশি তখন দরকারের সময়টুকু টুক করে ইন্সিওরেন্স কিনে নিলে ইন্সিওরেন্স কস্ট বাড়বে, কারণ ইন্সিওরেন্স কোম্পানি ধরেই নেবে যে কেউ ইন্সিওরেন্স কিনছে মানেই সে অসুস্থ - অতেব গুছিয়ে প্রিমিয়াম চার্জ করো। এনিওয়ে হেলথ কেয়ার আর ইন্সিওরেন্স নিয়ে আমার ধারণা খুবই লিমিটেড।

    দ্রিবাবুর কথা বুঝলাম না। রাশিয়ান হ্যাকার হ্যাক করেছে প্রাইভেট কন্ট্রাক্টারের কাছ থেকে - এটা ভাবতে অসুবিধে কেন হচ্ছে বুঝতে পারছিনা। আর রাশিয়ান ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে। দুয়েকটা রাশিয়ান এন্টিটিকে আইডেন্টিফাইও করা গেছে। এখন জুরিসডিকশন নেই - সেটা আলাদা কথা।
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৪:৫৭488691
  • S | 184.45.155.75 | ২১ মার্চ ২০১৭ ১৫:১৫488692
  • তুল্লাম।
  • pi | 192.66.136.73 | ২৫ মার্চ ২০১৭ ১৮:২৪488696
  • এ কি ! আজ ট্রাম্পের হেল্থ্কেয়ার লস নিয়ে পোস্ট নাই !!
  • dc | 120.227.247.116 | ২৫ মার্চ ২০১৭ ১৯:০০488697
  • সিআইয়ের গভীর ষড়যন্ত্রে বেচারা ট্রাম্পের হেলথকেয়ার বিল পাশ হতে পারল না।
  • S | 184.45.155.75 | ২৫ মার্চ ২০১৭ ২১:৫৫488699
  • হা হা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন