এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯১২০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.1 | ১৫ মার্চ ২০১৭ ২০:৪৮488600
  • 'ক্লিন্টনের কোম্পানি লাফার্জ' নিয়ে আর কোনো কমেন্ট নেই?
  • SS | 160.148.14.1 | ১৫ মার্চ ২০১৭ ২০:৫৫488601
  • ভেবে দেখলাম দ্রির থিওরি পরশুরাম অনেক্দিন আগেই লিখে গেছেন। সেই বিরিঞ্চিবাবা একজনকে বিশ্বযুদ্ধের আগে নিয়ে গেলেন, সে প্রচুর লোহা কিনল, তারপর তাকে যুদ্ধের সময় রাখলেন, সে লোহা বেচে লাখপতি হয়ে গেল। সেইরকম হিলারি জানতেন ২০১২ তে আইসিস নামের এক টেররিস্ট আর্গানাইজেশনের সাথে লাফার্জ ডিল করবে, সিরিয়ায় সিমেন্ট ফ্যাক্টরি চালানোর জন্যে। তাই ১৯৯০ থেকে ১৯৯২, এই দু বছর লাফার্জের বোর্ড মেম্বার থাকলেন।
  • দ্রি | 119.163.234.9 | ১৫ মার্চ ২০১৭ ২১:০৫488602
  • ১৯৯০ এ ক্লিন্টন যুক্ত ছিলেন লাফার্জের সাথে যখন লাফার্জ সাদ্দামকে সিক্রেটলি অস্ত্র দিচ্ছিল।

    ১৯৯২ এ লাফার্জ ইউসে ইপিএতে ১.৮ মিলিয়ান ডলার ফাইনে ফাঁসে। বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর সেটা ৬০০,০০০ এ রিডিউস্‌ড হয়।

    লাফার্জ ক্লিন্টন ফউন্ডেশানের সাথে পার্টনারশিপে এসেছিল অ্যাজ লেট অ্যাজ ২০১৪।

    ক্লিন্টন ফাউন্ডেশানের ওয়েবসাইটে লাফার্জের নাম লিস্টেড আছে ৫১,০০০-১০০,০০০ রেঞ্জে।
  • SS | 160.148.14.1 | ১৫ মার্চ ২০১৭ ২১:০৯488603
  • এগুলো সত্যি হলেও (সত্যি কিনা জানি না, মেনস্ট্রিম জার্নালিসম থেকে ভ্যালিডেট করতে হবে) লাফার্জ 'ক্লিন্টনের কোম্পানি' কি কর হয়? কোম্পানির মালিকানার কন্ডিশন কি?
  • দ্রি | 186.10.104.240 | ১৫ মার্চ ২০১৭ ২১:২৩488605
  • ক্লিন্টনের কোম্পানী তাড়াহুড়ো করে লেখা। ক্লিন্টনের সাথে যুক্ত কোম্পানী। সাথে লিংক দিছি। ইস্যুটা হল লিংকের বক্তব্য সত্যি কিনা। পড়ে বলুন কোন স্পেসিফিক পয়েন্টে দ্বিমত।
  • dc | 181.49.220.118 | ১৫ মার্চ ২০১৭ ২১:২৭488606
  • যতো নষ্টের গোড়া সূর্য। সিআইয়েকে বলতে হবে সূর্যের তেজ বাড়িয়ে চোঁচোঁ করে জল শুষে নিতে।
  • দ্রি | 61.15.53.134 | ১৫ মার্চ ২০১৭ ২১:৩০488607
  • প্রীত ভারারাকে রিজাইন করতে বলা হয়েছিল। তিনি করেননি। তাই ফায়ার করে দিল। এর চেয়ে বেশী কোন টুইস্ট আছে কি গল্পে?
  • দ্রি | 61.15.53.134 | ১৫ মার্চ ২০১৭ ২১:৩৪488608
  • তাহলে বাকি রইল শুধু মাইক্রোওয়েভ?
  • দ্রি | 173.172.67.180 | ১৫ মার্চ ২০১৭ ২১:৪৪488609
  • তা টিভি দিয়ে স্পায়িং সম্ভব হলে মাইক্রোতে সমস্যা কিসের? যেকোন আইওটি দিয়েই সম্ভব।
  • SS | 160.148.14.1 | ১৫ মার্চ ২০১৭ ২১:৪৫488610
  • ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত লাফার্জ কোথায় এবং কিভাবে ক্লিন্টনের সাথে যুক্ত? ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দেওয়া গ্রাহ্য হবে না। অসংখ্য কোম্পানি ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেট করেছে, তাহলে কি এই সব কোম্পানি ক্লিন্টনের সাথে যুক্ত?
    তাই আপনার স্টেটমেন্ট "ক্লিন্টনের কোম্পানী লাফার্জের সাথে আইসিসের ব্যবসার কথা"- ওয়াশিংটন পোস্টের ভাষায় ফোর পিনোকিও আর পলিটিফ্যাক্টের নিরিখে প্যান্ট্স অন ফায়ার।
  • SS | 160.148.14.1 | ১৫ মার্চ ২০১৭ ২১:৪৮488611
  • ট্রাম্প ইলেক্ট হবার পর দুজনে সমঝোটাই এসেছিল যে ভারারা উইল কন্টিনিউ। কিন্তু তারপর হঠাৎ রিজাইন করতে বলা হল কেন? প্রীত ভারার জুরিসডিকশনে ছিল ট্রাম্প টাওয়ার, সেই জন্যে?
  • দ্রি | 205.154.10.130 | ১৫ মার্চ ২০১৭ ২১:৫১488612
  • আর এই সূর্য্যের ব্যপারটা … ক্রমশ দেখাই যাক না। গ্লোবাল ওয়ার্মিংএ তাড়া তো বিশেষ নেই।
  • দ্রি | 75.19.167.132 | ১৫ মার্চ ২০১৭ ২২:০০488617
  • সেটা হতে পারে। প্রীত তো ওবামার সিলেকশান ছিল। আগে হয়ত ট্রাম্পের সমঝোতা হয়েছিল। এখন কোন গোলমাল হয়েছে। প্রেসিডেন্ট তার পেটোয়া লোককে বসাবে। ওবামা ও বসিয়েছিল। ক্লিন্টনও। বুশও।
  • দ্রি | 208.50.200.134 | ১৫ মার্চ ২০১৭ ২২:০৮488618
  • মেক নো মিস্টেকস, মডার্ন মাইক্রো ওয়েভস ক্যান স্পাই, ইরেস্পেক্টিভ অফ হোয়েদার ট্রাম্প ওয়াজ স্পায়েড অন। তবে মোর লাইক ভয়েস রেকর্ডার, ক্যামেরা নয়।
  • দ্রি | 208.50.200.134 | ১৫ মার্চ ২০১৭ ২২:১৪488619
  • লাফার্জ অসংখ্য কোম্পানী নয়। এমন এক কোম্পানী যেখানে ক্লিন্টন কাজ করেছিলেন লীগাল অ্যাডভাইস হিসেবে এমন এক সময়ে যখন তারা ইরাকে ইল্লিগালি অস্ত্র সাপ্লাই করছিল। ইনোসেন্সের কেসটা দাঁড় করানো খুব শক্ত।
  • S | 184.45.155.75 | ১৫ মার্চ ২০১৭ ২২:২৪488620
  • "প্রীত ভারারাকে রিজাইন করতে বলা হয়েছিল। তিনি করেননি। তাই ফায়ার করে দিল। এর চেয়ে বেশী কোন টুইস্ট আছে কি গল্পে?"

    সেকি? আপনি শুধু মাত্র এইটুকুই জানেন? বিশ্বাস হয়না। নভেম্বরে ট্রাম্প ক্যাম্প থেকে প্রীতকে আশ্বাস দেওয়া হয়েছিলো যে সরানো হবেনা। কারণ সে নিউ ইয়র্ক সিটির মেয়র আর রাজ্যের গভর্ণরের ক্যাম্পেইন ফান্ডিঙ্গের তদন্ত করছিলো। কিন্তু তার পরেও সরিয়ে দেওয়া হলো। কেন? আর কার কার উপরে তদন্ত করছিলো প্রীত?

    যে লোক বললো ওয়াল স্টীটকে দেখে নেবো, এখন তো তার ক্যাবিনেটে ওয়াল স্ট্রীটের রিপ্রেজেন্টেশন থাকছে। উইলবার রসকে যে ক্যাবিনেটে রাখে সে তো ওয়াল স্ট্রীটের পকেটে।
  • S | 184.45.155.75 | ১৫ মার্চ ২০১৭ ২২:২৯488621
  • ধুর। টিভি দিয়ে ঐ আপনার কথা শুনে নেওয়ার প্রজেক্টটা (উইপিঙ্গ এন্জেল) তো এক্সপেরিমেন্টাল ছিলো। ওরকম এক্সপেরিমেন্ট সিআইএ মাঝে মধ্যে এদিক সেদিক করে। আর তাছাড়া ওটা শুধু মাত্র স্যাম্সাঙ্গ টিভির ২০১২-১৩ র মডেলেই করা যায়। তাও পেন ড্রাইভ লাগিয়ে করতে হয়। আনপ্লাগ করে দিলেই আর চলেনা।
  • S | 184.45.155.75 | ১৫ মার্চ ২০১৭ ২২:৩২488622
  • আরে বড় কোম্পানিগুলো এরকম সব ফাউন্ডেশনেই অল্প বিস্তর টাকা ঢেলে থাকে। দুদিকে কেন চতুর্দিকেই ঢালে। কে কখন কাজে আসবে, ইত্যাদি। আপনার অ্যালেক্সদাকে জিগাবেন তো যে কোচ ব্রাদার্স যখন বিলিয়ন ডলার জোগাড় করে রিপাব্লিকান ক্যান্ডিডেটকে দেয়, তখন কি কি প্রমিস করিয়ে নেয়?
  • দ্রি | 87.247.181.165 | ১৫ মার্চ ২০১৭ ২৩:০৫488623
  • এক্সপেরিমেন্ট এমনি এমনি হয় না। এক্সপেরিমেন্টের পারপাস থাকে। ভল্ট সেভেন একটা টাইনি ফ্র্যাকশান রিভিল করেছে। অনেক ডকুমেন্টই লীকড হয়নি। ধীরে ধীরে হবে। যেটা ইউএসবি দিয়ে সম্ভব, সেটা ওয়াইফাই অন থাকলে ম্যালওয়ার হিসেবে ডাউনলোড হতে কতক্ষণ? উইপিং এঞ্জেলের একটা আসপেক্ট হল ফেকিং আ পাওয়ার-অফ স্ক্রীন।
  • দ্রি | 87.247.181.165 | ১৫ মার্চ ২০১৭ ২৩:১১488624
  • ঠিকই। বড় কোম্পানীগুলো টাকা তো চতুর্দিকে ঢালেই। কিন্তু টাকা ঢালা দেখে ম্যানিপুলেশানের প্যাটার্ন পাওয়া যায়। এই যেমন লাফার্জ ক্লিন্টন ফাউন্ডেশানে টাকা ঢেলেছে কিন্তু ট্রাম্পকে টাকা দেয়নি। আবার কোচ ব্রাদার্স রিপাবলিকানকে দিয়েছে, হিলারীকে দেয়নি।

    আর তাছাড়া ভোটের আগে ক্লিন্টন ফাউন্ডেশানে যেরকম হাই স্পীডে টাকা ঢুকছিল, ভোটের পর অনেক কমে গেছে। কেন? শুধু চ্যারিটি দিয়ে এটা ব্যাখ্যা করা মুশকিল। ভেস্টেড ইন্টারেস্ট আছে।
  • দ্রি | 87.247.181.165 | ১৫ মার্চ ২০১৭ ২৩:১৫488625
  • প্রীতকে ইনিশিয়ালি না সরানোর সিদ্ধান্তের কথা জানি। কিন্তু ট্রাম্প নিশ্চয়ই ওকে রাখতে রাজি হয়েছিল নিজের টার্মসে। টার্মসের গোলমাল হলে তো আর রাখবেনা। তদন্ত, সেটা যদি ট্রাম্পের পছন্দ হয়, সেটা প্রীতের রিপ্লেসমেন্টও করতে পারে।
  • SS | 160.148.14.3 | ১৫ মার্চ ২০১৭ ২৩:৩৪488627
  • 'লাফার্জ অসংখ্য কোম্পানী নয়। এমন এক কোম্পানী যেখানে ক্লিন্টন কাজ করেছিলেন লীগাল অ্যাডভাইস হিসেবে এমন এক সময়ে যখন তারা ইরাকে ইল্লিগালি অস্ত্র সাপ্লাই করছিল। ইনোসেন্সের কেসটা দাঁড় করানো খুব শক্ত।'
    ইনোসেন্স প্রুভ করা শক্ত নয়, যদি না ভবিষ্যৎদ্রষ্টা হওয়া যায় আর মাঝের কুড়ি বছর পুরো উড়িয়ে দেওয়া যায়।
    আর লাফার্জ ফাউন্ডেশানকে টাকা দিয়েছে। ক্লিন্টনের ক্যাম্পেনে নয়। কিন্তু রাশিয়ান ব্যাংক ট্রাম্পকে লোন দিয়েছে। একজন রাশিয়ান অলিগার্ক, যে কিনা আবার ডয়েচ ব্যাংক আর ব্যাংক অফ সাইপ্রাসের সাথে যুক্ত, সে ট্রাম্পের ফ্লোরিডার এস্টেট কিনেছে ৯৫ মিলিয়ন ডলারে। তারপরেই ট্রাম্পের ডিওজে ডয়েচ ব্যাংকের ইন্ভেস্টিগেশান বন্ধ করে দিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হব পরেই মারালাগোর অ্যানুয়াল মেম্বারশিপ একশ হাজার থেকে দুশ হাজার করে দিয়েছে।
  • SS | 160.148.14.3 | ১৫ মার্চ ২০১৭ ২৩:৪৩488628
  • এক্ষুনি দেখলাম-
    http://www.cnn.com/2017/03/14/politics/justice-yahoo-hack-russia/index.html
    Washington (CNN)The Department of Justice announced Wednesday that four people -- including two officers of the Russian Federal Security Service (FSB) -- have been indicted in connection to a massive hack of Yahoo information.
  • দ্রি | 95.143.219.211 | ১৬ মার্চ ২০১৭ ০০:২০488629
  • না, ভবিষ্যৎবানীর কিছু নেই। ১৯৯০তে যখন ক্লিন্টন ডিরেক্টর ছিলেন, তখনই ইরাকে অস্ত্রপাচার হচ্ছিল। সেটা জানাজানি হওয়াতে তা বন্ধ করতে হয়, এবং সেই সময় ক্লিন্টনের লীগাল অ্যাডভাইস দরকার ছিল। ক্লিন্টন নিউ দা কাইন্ড অফ কম্পানী লাফার্জ ওয়াজ। এবং দেখাই যাচ্ছে লাফার্জ পরে কি করেছে। ক্লিন্টন ফাউন্ডেশানের সাথে লাফার্জের কোলাবোরেশান ২০১৪ তেও হয়েছে মাইক্রোক্রেডিট সংক্রান্ত।

    আর ট্রাম্পের কেস তো খাপে খাপ। ওর ক্যাম্পেনে আমেরিকার কেউ পয়সা দেয়নি। রাশিয়ান ব্যাঙ্কের থেকে লোন নিতে হয়েছে। আর যে হেল্প করেছে তার সাথে রিয়েল এস্টেটের কানেকশান। মেকস গুড সেন্স।

    তাহলে সামারী হল, ক্লিন্টনকে হেল্প করেছে লাফার্জ, সোরোস, গোল্ডম্যান স্যাক্স, সৌদি রয়্যাল ফ্যমিলি, কাতার, মরোক্কো, মেরকেল। আর ট্রাম্পকে সাহায্য করেছে রাশিয়ান ব্যাঙ্ক আর রিয়েল এস্টেটের বিজনেস।

    এবার পসন্দ আপনা আপনা।
  • দ্রি | 95.143.219.211 | ১৬ মার্চ ২০১৭ ০০:২৬488630
  • iyaahur hyaaki`me ei laainaTaa khub inTaaresTi`m.

    Dokuchaev was arrested in a Russian sweep in December and accused of spying for the US, a lawyer for one of the men charged with Dokuchaev said. A Justice Department official said the agency has not confirmed it is the same person and declined further comment to CNN.
  • দ্রি | 119.163.234.4 | ১৬ মার্চ ২০১৭ ০০:৫০488631
  • স্পুৎনিকনিউজে তো লিখেই দিয়েছে -

    However, what US mainstream media have failed to report is that Dokuchaev was charged with treason and arrested by Russian authorities back in December 2016 along with his FSB superior Sergey Mikhailov and Kaspersky Lab's top manager Ruslan Stoyanov.

    https://sputniknews.com/politics/201703151051619253-yahoo-russian-cia/

    আর এটা বহু পুরোনো ২০১৪ র হ্যাকিং কেস। রাশিয়ান হ্যাকার সাইড বদল করে সিআইএকে ইনফো দিয়েছে। এতদিনে তাদের ইনডাইট করেছে। পুরো শো হওয়ার চান্স। ইনফর্মারকে কেউ সিরিয়াসলি ইনডাইট করে নাকি? ইয়াহু হ্যাক করেছে, অতয়েব ডিএনসিও হ্যাক করেছে, এই ধরণের একটা ইকুয়েশানের চেষ্টা চলছে মনে হচ্ছে।
  • SS | 160.148.14.3 | ১৬ মার্চ ২০১৭ ০১:৩৪488632
  • জাস্ট কিউরিয়াস, লাফার্জ যখন ইরাকে অস্ত্রপাচার করছিল তখন ফ্রেঞ্চ গভর্ণমেন্ট কি করছিল? ফ্রান্স তো প্রথম গাল্ফ ওয়ারের সময় আমেরিকার পক্ষে ছিল বলেই জানি।
    আর যারা সাদ্দামকে অস্ত্র পাচার করেছে কনস্পিরেসি কমিউনিটির কাছে তো তারা হিরো। তাহলে লাফার্জ নিয়ে অন্যরকম মনোভাব কেন?
    তার থেকেও বড় কথা, লাফার্জ কি সিমেন্টের বস্তায় করে অস্ত্র পাচার করছিল? এটা একটা এফেক্টিভ মিডিয়াম সন্দেহ নেই। ধরা পড়ার চান্স কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন