এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯১১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 202.156.215.1 | ১৬ মার্চ ২০১৭ ০৩:৪৪488633
  • ট্রাম্প ক্যাম্পেইনও ওয়াল স্ট্রীট থেকে টাকা পেয়েছে।

    আর ক্লিন্টনরা নিজেরাই ডোনেশান নেওয়া কমিয়ে দিয়েছে। মোস্ট লাইকলি ২০২০র কথা ভাবছে।
  • cb | 83.197.188.200 | ১৬ মার্চ ২০১৭ ০৪:০৫488634
  • ২০২০ র কি কথা ভাবছে? আবার দাঁড়াবে নাকি? মার গেঁড়েছে
  • S | 184.45.155.75 | ১৬ মার্চ ২০১৭ ০৬:৫৩488635
  • ফক্স নিউজ এইধরনের ছবি দিয়ে হেডলাইন তৈরী করছে দেখে অবাক হচ্ছি।
  • দ্রি | 97.118.122.30 | ১৬ মার্চ ২০১৭ ১০:৩০488636
  • ১৯৬ এরয়ামেরিকান স্পেক্টেটার লাফার্জ সম্বন্ধে এই কথা লিখেছিল।

    provided key services for the covert arms export network that supplied Saddam Hussein. To prevent exposure of that secret supply line, and collateral damage to Hillary Clinton – who joined Lafarge board in 1990, just as the arms pipeline was being shut down… the Justice Department was told to bury the investigation… But investigators from other US government agencies who worked on the case say they were ‘waved off’ whenever they got too close to exposing the direct involvement of the intelligence community in the arms export scheme.

    অর্থাৎ, সরকারী বাধা বাইপাস করে সাদ্দামকে অস্ত্র দিচ্ছিল লাফার্জ, এবং ক্লিন্টনের কাজ ছিল সেই স্ক্যান্ডাল যাতে ফ্লেয়ার আপ না করে তা দেখা।

    "আর যারা সাদ্দামকে অস্ত্র পাচার করেছে কনস্পিরেসি কমিউনিটির কাছে তো তারা হিরো। "

    এটা ঠিক। লাফার্জ যদি সারা পৃথিবীতে শুধু দুর্বলদের আর্মস সাপ্লাই করত তাহলে তারা হীরোই হত। কিন্তু সেটা এরা নয়। ক্ল্যান্ডেস্টাইন আর্মস ডীলিং একটা বিরাট বিজনেস। লাফার্জ সেই পাইয়ের পীস চেয়েছিল। প্রিন্সিপ্‌ল থাকলে লাফার্জ আইসিসের সাথে বিজনেসে আসত না। আর ইরাক ওয়ারে ক্লিন্টন ইয়েস ভোট দিতেন না।
  • দ্রি | 61.15.43.205 | ১৬ মার্চ ২০১৭ ১০:৩৬488638
  • পুয়ের্তো রিকোর কাছে লেডি মিশেল নামক এক মাছ ধরার জাহাজে ১২৫ মিলিয়ান ডলারের কোকেন ধরা পড়েছে সম্প্রতি।

    http://coastguardnews.com/coast-guard-offloads-125-million-worth-of-seized-cocaine-in-puerto-rico/2017/02/27/

    কোনটা বেশী শক্ত? মাছ ধরার জাহাজে কোকেনপাচার, নাকি সিমেন্টের ট্রাকে অস্ত্রপাচার?
  • S | 184.45.155.75 | ১৬ মার্চ ২০১৭ ১০:৩৯488639
  • আর প্রিন্সিপল। আইসিসের থেকে তেল কিনছিলো টার্কী - আপনিই এই পাতায় লিখেছিলেন। এখন সেই টার্কির বন্ধু হয়েছে রাশিয়া। আর রাশিয়ার বন্ধু হেঁ হেঁ।
  • দ্রি | 61.15.43.205 | ১৬ মার্চ ২০১৭ ১০:৪৪488640
  • হ্যাঁ, ঐ তেলের সাপ্লাই লাইন বন্ধ করে, আর জিহাদীদের সাপ্লাই লাইন বন্ধ করার পর রাশিয়া 'বন্ধু' (তেমন জোরালো নয়) হয়েছে। কিন্তু বন্ধু হয়ে যাচ্ছে বলেই কি আঙ্কারাতে অতগুলো বোম পড়ল?
  • SS | 160.148.14.1 | ১৬ মার্চ ২০১৭ ১৯:০৬488641
  • ১৯৯০ তে হিলারি এক গেঁয়ো রাজ্য আরকানসার ফার্স্ট লেডি। ১৯৯২ তে বিল ক্লিন্টন প্রাইমারি জিতে প্রেসিডেন্ট হবেন কেউ স্বপ্নেও ভাবে নি। এখন সেই অনামী হিলারির কথায় সিনিয়র বুশের জাস্টিস ডিপার্টমেন্ট অস্ত্র পাচারের তদন্ত বন্ধ করে দিল। এই থিওরি এক শিশি হজমোলাতেও হজম হবে না।
  • dc | 132.174.99.171 | ১৬ মার্চ ২০১৭ ১৯:১৪488642
  • আপনেরা এতো তক্কো করেন কেন? হিলারি করেনি তো হিলারির বাবা করেছে, নাহলে কাকা করেছে, নাহলে কেউ তো একটা করেছে! আর কি প্রমান চাই?
  • lcm | 60.242.74.27 | ১৬ মার্চ ২০১৭ ২১:১৬488643
  • কেন, কেন, ২০২০-তে তো কন্ডোলিজা রাইস ভার্সেস মিশেল ওবামা
  • SS | 160.148.14.3 | ১৬ মার্চ ২০১৭ ২২:০২488644
  • আর ট্রাম্প কি বিনা যুদ্ধে ময়দান ছেড়ে দেবে? প্রোভাইডেড তার আগে ইম্পিচড হয় নি।
  • Atoz | 161.141.85.8 | ১৭ মার্চ ২০১৭ ০০:৩১488645
  • ছবিতে সবুজ আলোটা কীসের? এলিয়েন????
    ঃ-)
  • pi | 57.29.135.164 | ১৭ মার্চ ২০১৭ ১০:০০488646
  • এই মেইলটা আভাজ থেকে পেলাম। এই অনলাইন পিটিশন থেকে সত্যি এগুলো হয়েছে ?

    এগুলো নিয়ে একবার ফোজ্জি কিছু লিখেছিল। সত্যিই এটা সম্ভব ?

    Something fantastic just happened. The Dutch Trump, Geert Wilders, who was leading in the Netherlands' election race right up to the last moment, was just defeated!

    Wilders had promised to close all mosques, pull the Netherlands out of the EU and ban the Koran. After Brexit and Trump, the whole world was watching to see if the far-right would continue its terrifying rise.

    But in the end, the Dutch people struck a beautiful blow against Trumpism. The tide just turned against the global spread of fascist politics. And our movement was right in the middle. How?

    20,000 marchers, 500km on a bus, 5 million views, 300,000 reached with newspaper ads, and a community united against hate.

    Click to say Thank You to the people of the Netherlands

    Just before the election, we helped mobilise 20,000 people onto the streets to march together to celebrate the Netherlands’ long history of openness and tolerance.

    Dutch Avaazers hit the campaign trail in a giant orange Unity Bus. Three days before the election, many voters still hadn’t decided which way to cast their ballot! So we went up and down the country handing out flowers, listening to people and encouraging them to vote against hate. Then we emailed and texted over half a million people to get out the vote!

    When we found out a key thing driving people away from Wilders was his love of Trump, we made a hilarious spoof video of Trump endorsing Wilders. It went crazy viral in hours, and 5 million people had watched it before the elections!

    But that wasn’t all. We then targeted the key areas where Wilders had potentially strong support with full-page newspaper ads, spoofing the Hollywood hit La La Land to show how Wilders would turn the Netherlands into Trumpland!

    Finally, today we took to the streets in The Hague, Paris and Berlin to celebrate and send a strong warning signal to Le Pen in France and the AfD in Germany that we are coming to stop them in elections there.

    With the threat of hate spreading everywhere, the world needs our 44-million-strong global community like never before. Together, we’ve built the most powerful civic campaigning movement in history, and with that power comes responsibility. Responsibility to rise against hate, to defend the values of unity and tolerance that make us strong. But most of all, the responsibility to dream of a better world. And this week, the Netherlands has taken us one step closer to that dream.

    In hope and celebration,

    Emma, Alice, Christoph, Anneke, Lisa, Oscar, Mike, Spyro and the whole Avaaz team

    SOURCES:

    A Trump bump to reorder European politics? Not so fast.
    https://www.washingtonpost.com/world/europe/a-trump-bump-to-reorder-european-politics-not-so-fast/2017/03/16/1f1a9e04-099b-11e7-bd19-fd3afa0f7e2a_story.html?utm_term=.5e5f0b568e8b

    Geert Wilders’s anti-immigration party does worse than expected in the Dutch election
    http://www.economist.com/news/europe/21718929-nonetheless-new-type-identity-politics-emerging-netherlands-geert-wilderss

    Dutch Leader Claims Victory Over 'Wrong Kind of Populism' in Election
    http://time.com/4702925/mark-rutte-defeats-geert-wilders-netherlands/
  • pi | 57.29.135.164 | ১৭ মার্চ ২০১৭ ১০:০৩488647
  • অনলাইন পিটিশন টিম থেকে শুরু করে ওরা এখন দেশে দেশে গ্রাউণ্ডেও টিম বানিয়েছে ?
  • dc | 132.164.124.31 | ১৭ মার্চ ২০১৭ ১০:৩১488649
  • না হবার কি আছে? বিজেপি যদি সোশ্যাল মিডিয়া আর আরেসেসের সংগঠন ব্যবহার করে এতোগুলো জয় হাসিল করতে পারে তাহলে বিজেপির উল্টোদিকে যারা আছে তারাই বা পারবে না কেন? তাবে হ্যাঁ, গ্রাউন্ড কোঅর্ডিনেশানের জন্য পলিটিকাল পার্টি চাই, নাহলে এতো বড়ো দেশে রাজ্যে রাজ্যে ওরকম টিম বানানো সম্ভব না। কংগ্রেসের যদি ঠিকঠাক লিডারশিপ থাকতো তাহলে হয়তো আগেই করতো। আপ পাঞ্জাবে চেষ্টা করেছিল, তবে যদ্দুর মনে হয় কেজরিওয়াল কয়েকটা স্ট্র্যাটেজিক ভুল করেছে, আর উল্টোদিকে কংগ্রেসের গ্রাউন্ড স্ট্রেংথ অনেক বেশী ছিল। তবে গোয়া আর মনিপুরে যা হলো তাতে আমি খুশী। এই দুটো রাজ্যে বিজেপির পাপ একদিন ওদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে।
  • দ্রি | 202.42.116.16 | ১৭ মার্চ ২০১৭ ১১:৩৫488650
  • রিসেন্টলি এর্দোয়ানের সাথে ডাচ শোডাউন মনে হয় ডাচ ইলেকশানের একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টার। যাই হোক, নেদারল্যান্ড, অস্ট্রিয়া এই দুটো উইকেট তাও টিকে থাকল। ইওরোপে নেক্সট বড় পরীক্ষা, ফ্রান্স।

    মীনহোয়াইল, ব্রেক্সিট বিল রয়্যাল সম্মতি দিয়ে দিয়েছেন রাণীমা। এইবার মে যেকোন সময়ে আর্টিক্‌ল ৫০ ইনভোক করতে পারেন।

    আমেরিকার ডেট সিলিং বাড়ানোর ডেডলাইন পার হয়ে গেল। অর্থাৎ আর খুশীমত ডেট বাড়াতে পারবে না আমেরিকা।

    এদিকে রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেল ২৫ বেসিস পয়েন্ট।
  • দ্রি | 195.100.87.192 | ১৭ মার্চ ২০১৭ ১১:৫৫488651
  • সিরিয়ায় বমিং করতে ঢুকে অ্যান্টিএয়ারক্রাফ্‌ট মিসাইলের সম্মুখীন হল ইজরায়েলি জেট।
  • দ্রি | 195.100.87.192 | ১৭ মার্চ ২০১৭ ১১:৫৯488652
  • সাউথ চায়্না সী এখন খুবই টেন্সড। নর্থ কোরিয়াও তাই। সাউথ কোরিয়া, ইউএস জয়েন্ট মিলিটারী এক্সারসাইজ হল উইথ লাইভ ফায়ার।

    তারই মাঝে দুই ইউএস সেনা ১২ মিলিয়ান ডলারের মেথ্যামফেটামিন পাচার করতে গিয়ে ধরা পড়ল।

    https://sputniknews.com/asia/201703171051670019-busted-us-soldiers-millions-meth/
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১২:০৭488653
  • ব্রেক্সিট হতে এখনো বহু দেরী। ইউ বলেছে ইউকেকে যে ব্রেক্সিটের ফুল নেগোশিয়েশন হতে ১০ বছর লাগবে।

    ইন্টারেস্ট রেট যে বাড়বে সেটা সবাই জানতো। জব ডেটা আর মার্কেট ঠিক ঠাক থাকলে এই বছরে আরো বাড়বে। এইটা ইনফ্যাক্ট ভালো খবর।

    ডেট সিলিঙ্গ নিয়ে এই মুহুর্তে কেউ চিন্তিত নয়। কারণ একজিস্টিঙ্গ ডেট গুলোকে রিফাইনান্স করা যাবে ডেটের লেভেল না বাড়িয়েই। শুধু নতুন ডেট নিতে পারবে না। কিন্তু তার এইমুহুর্তে প্রয়োজন আছে বলেই মনে হচ্ছে না। এখনো লাস্ট বছরের বাজেটে দেশ চলছে। নতুন বাজেট পাশ করার পরে আবার ডেট সিলিঙ্গ বাড়ানো যেতে পারে। ইন্টারেস্ট পেমেন্টের জন্য ট্রেজারির কাছে অন্য অনেক মেজার আছে।
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১২:০৯488654
  • হ্যাঁ এই নর্থ কোরিয়া নিয়ে একটু ঠিকঠাক খবর দিন তো। এইটা ফলো করা হয়নি। ওটা তো এখন ফ্ল্যাশ পয়েন্ট। টিলারসন তো সব আশা ছেড়ে দিয়েছে দেখলাম।
  • দ্রি | 195.38.14.171 | ১৭ মার্চ ২০১৭ ১২:২৪488655
  • খবর আর কী? নর্থ কোরিয়া কিছুতেই মাথা নত করছে না। নর্থ কোরিয়ার একদম বর্ডার ঘেঁষে জয়েন্ট মিলিটারী ড্রিল করছে ইউএস আর সাউথ কোরিয়া। রিয়েল অ্যামিউনিশান দিয়ে। নর্থ কোরিয়া বলেছে আমাদের এলাকায় (মানে সমুদ্রের যেটা নর্থ কোরিয়ায় আন্ডারে) একটা মিসাইল পড়লেই গুলি চালিয়ে দেব।

    ভেরি কনফ্রন্টেশানাল। ভেরি ব্যাড।

    আর ওদিকে সাপোজেডলি নর্থ কোরিয়ার দুষ্টুমির জন্য জাপানে থাড মিসাইল বসেছে। অ্যানালিস্টরা মনে করছে এটা নেহাতই মশা মারতে কামান দাগা কেস। চীন, রাশিয়া মনে করছে থাডের টার্গেট তারাই।
  • দ্রি | 195.38.14.171 | ১৭ মার্চ ২০১৭ ১২:২৭488656
  • ফেডারাল রিজার্ভের নিজের ক্যাশ শুনলাম লাস্ট মাস ছয়েকে খুব কমে গেছে? প্রায় তিনশ বিলিয়ান থেকে কমে ৬০ বিলিয়ানে ঠেকেছে?
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১২:৪২488657
  • "ফেডারাল রিজার্ভের নিজের ক্যাশ শুনলাম লাস্ট মাস ছয়েকে খুব কমে গেছে? প্রায় তিনশ বিলিয়ান থেকে কমে ৬০ বিলিয়ানে ঠেকেছে?"

    এটার কোনো লিন্ক আছে? তাহলে বোঝার চেস্টা করতাম। কারণ ক্যাশ বলতে বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস বুঝতে পারে।

    নর্থ নাকি চারটে মিসাইল টেস্ট করেছে, তার মধ্যে তিনটেই জাপানের জলে পড়েছে। অতেব নর্থেরও প্রোভোকেশন আছে।
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১৩:০৩488658
  • যেটা কমে গেছে সেটা হলো মেম্বার ব্যান্কগুলোর ফেডের কাছে যে রিজার্ভটা রাখে সেটা।

    নিয়ম অনুযায়ী ১১৫ মিলিয়ন ডলারের বেশি লায়াবিলিটির ব্যান্ককে লায়াবিলিটির ১০% নিজেদের ভল্টে ক্যাশ বা লোকাল ফেডারাল রিজার্ভের কাছে রাখতে হয় প্রতি রাত্রে (মানে হিসাবটা ওভারনাইট করা হয়)।

    ফেড যখন ইন্টারেস্ট বাড়াতে চায় তখন তার কাছে রাখা এই রিজার্ভ রিপ্লেস করে দেয় ট্রেজারি রিকিউরিটি দিয়ে। ফলে ব্যান্কের হাতে নিজেদের মধ্যে ওভারনাইট লেন্ডিঙ্গ করার জন্য প্রয়োজনীয় ক্যাশ কমে যায়। ইটারেস্ট রেট বেড়ে যায়। এটাকে ওপেন মার্কেট অপারেশন বলে।

    ঐ ক্যাশ যেটা কমেছে সেটা কমেছে ইন্টারেস্ট রেট বেড়েছে, আর পরে আরো বাড়বে তার প্রিপারেশনে।
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১৩:১০488660
  • * ইন্টারেস্ট রেট
  • দ্রি | 99.234.157.254 | ১৭ মার্চ ২০১৭ ১৩:৩৯488661
  • আই সী। তবে এটা খুব অড, যে এতদিন পর্য্যন্ত শুনে এসেছি আমেরিকার ডেটের খুব প্রয়োজন। পুরো ওবামা অ্যাডমিনিস্ট্রেশান জুড়ে প্রতিদিন গড়ে তিন বিলিয়ান ডেট নেওয়া হল। আর হঠাৎ ১৫ই মার্চের পর নতুন ডেটের প্রয়োজন নেই? এই ন্যারেটিভটা ঠিক কমপ্লিট লাগছে না। সামথিং ইজ মিসিং।
  • দ্রি | 99.234.157.254 | ১৭ মার্চ ২০১৭ ১৩:৪৬488663
  • হ্যাঁ, সেভাবে দেখতে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। কে প্রথম প্রোভোক করেছিল সেটা ডিটারমিন করা সহজ কাজ নয়।

    নর্থ কোরিয়া অনেক দিন থেকেই ব্যালেস্টিক মিসাইল বানানোর চেষ্টা করে যাচ্ছে। সেই প্রচেষ্টা সাবোটাজ করার জন্য সাইবারওয়ারফেয়ারের আশ্রয় নিয়েছিল আমেরিকা। প্রথমে তা সাকসেসফুলও হয়েছিল। টেক অফের সাথে সাথে ভেঙ্গে পড়েছিল নর্থ কোরিয়ান মিসাইল। সেই স্টোরি নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছিল।

    https://www.nytimes.com/2017/03/04/world/asia/north-korea-missile-program-sabotage.html?hp&action=click&pgtype=Homepage&clickSource=story-heading&module=span-ab-top-region®ion=top-news&WT.nav=top-news&_r=1

    সেই সব বাধা বিপত্তি পার হয়ে এতদিনে নর্থ কোরিয়া সাকসেসফুল হয়েছে। এতে আমেরিকা একটু আপসেট।
  • S | 184.45.155.75 | ১৭ মার্চ ২০১৭ ১৩:৪৬488662
  • ওবামার ডেটের দুতো বড় কারণ হলোঃ ক্রাইসিস আর ওবামাকেয়ার। এইদুটোর একটাও এখন নেই/থাকছেনা। অতেব ডেটের প্রয়োজন কমেছে বলে আমার মনে হয়। দরকার হলে পরে তো নেওয়া হবেই। ডিফল্ট করতে দেবে বলে মনে হয়না।
  • robu | 213.132.214.87 | ১৭ মার্চ ২০১৭ ১৩:৫৫488664
  • ইপ্সিতাদি, ডাচ ইলেকশন নিয়ে কিছু কমেন্ট অভীকদার ওয়াল থেকে কপি করে দিলাম:

    Avik Kumar Maitra Eric, Rineke: Good news, I presume?
    Like · Reply · Yesterday at 11:13
    Rineke Verbrugge
    Rineke Verbrugge Very good news, not in terms of "Rutte is set for 31 seats" but I'm very happy that so many voters turned up (about 82% of those eligible to vote) and that of those, 87% did *not* vote for Wilders.
    Unlike · Reply · 2 · Yesterday at 12:17
    Avik Kumar Maitra
    Avik Kumar Maitra Yes. :-) Incidentally, I've always wondered why so few people turn up for voting in the US.
    Like · Reply · Yesterday at 12:19
    Eric Snelleman
    Eric Snelleman No. Very bad news. Wilders is not the real threat. The antics of this frustrated idiot could never have won. For a short time his party did very well in the polls, but those haven't been right the last decennia. All turned out perfectly for the 'haves'...See more
    Unlike · Reply · 2 · 21 hrs
    Eric Snelleman
    Eric Snelleman Avik, in the US there has been an active discouraging polici to make voting for the lower classes almost impossible for a long time now. It all started just after the civil war in 1870. The new right to vote for non-white men gave rise to the Jim Crow laws, and with that came a lot of laws to give states the possibilities to suppressing this vote. Even in the last decades it was impossible to vote for a lot of black people, who could not vote because they were banned from registration by a list of restrictions. The land of the free? My ass!
    Unlike · Reply · 3 · 21 hrs
    Avik Kumar Maitra
    Avik Kumar Maitra Thanks for the reply, Eric. I really didn't realise that the PVV-VVD works in cahoots like that (maybe I had better expectations from enlightened Europe - and I am not saying this sarcastically). And as for the US, it's more of a Third World country - with some First World rights entrenched into the constitution (like a Windows XP to India's Windows 98).
    Unlike · Reply · 2 · 15 hrs · Edited
    Eric Snelleman
    Eric Snelleman People are people Avik. Even in enlightened Europe. We have wealth, that keeps most of us in line. But under the surface of enlightened civilization there lie all the vices mankind suffers from. I want to remind you of the wonderful first and second wo...See more
    Unlike · Reply · 2 · 11 hrs
    Avik Kumar Maitra
    Avik Kumar Maitra This reminds me of a quote from Klaus Kinski (not the best man to quote, I know, but this one is too true): "One should judge a man mainly from his depravities. Virtues can be faked. Depravities are real."
    Like · Reply · 1 · 11 hrs
    Eric Snelleman
    Eric Snelleman Exactly! Very cool quote. And very true. In depravities the masks come off and the true self shows.
    Like · Reply · 1 · 11 hrs
  • Atoz | 161.141.85.8 | ১৮ মার্চ ২০১৭ ০৬:২৩488665
  • সামনেই আগস্ট মাসে বিরাট সূর্যগ্রহণ কিন্তু । এই ব্যাপারে কনস্পি টনস্পি কিছু শোনা যাচ্ছে? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন