এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৪৯০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.151 | ২৪ আগস্ট ২০১৭ ১৭:৩৮488934
  • "জর্জ সোরোস নাৎসী কোলাবরেটর, এটা হল স্টেটমেন্ট অফ ফ্যাক্ট"
    না, এটা ফ্যাক্ট নয়। আপনার বেশিরভাগ স্টেটমেন্টের মতই এটাও মিথ্যে। একটু তলিয়ে দেখলেই ধরা যায়। প্রথমে ছিল সোরোস নাৎজি কোলাবোরেটর। তারপর যখন দেখা গেল প্রাণ বাঁচাতে সোরোসের পরিবার ক্যাথলিক হয়েছিল তখন আর সোরোসের চোদ্দ বছর বয়েস ছিল তখন আপনার যুক্তি হচ্ছে সোরোস যার অ্যাডপ্টেড গডসন, তিনি নাৎজি কোলাবোরেটর! মানে তুই করিসনি কিন্তু তোর বাবা তো করেছে। এর আগেও এই রকম লিখে ধরা পরেছিলেন। হিলারি ক্লিন্টনের কোম্পানি আইসিস কে ডিরেক্টলি সাহায্য করেছে। তারপর দেখা গেল আইসিসের আবির্ভাবের কুড়ি বছর আগে হিলারি ক্লিন্টন সেই কোম্পানিতে বোর্ড মেম্বার ছিলেন। এই হল আপনার স্টেটমেন্ট অফ 'ফ্যাক্ট'।
    এবার উইকিপিডিয়া সোরোসের নাৎজি ইনভলভ্মেন্ট নিয়ে কি বলছে দেখা যাক -

    Soros was born in Budapest in the Kingdom of Hungary to a well-to-do non-observant Jewish family, who, like many upper-middle class Hungarian Jews at the time, were uncomfortable with their roots. Soros has described his home as antisemitic.[23] His mother Erzsébet (also known as Elizabeth) came from a family that owned a thriving silk shop. His father Tivadar (also known as Teodoro) was a lawyer[24] and had been a prisoner of war during and after World War I until he escaped from Russia and rejoined his family in Budapest.[25][26] The two married in 1924. Tivadar was an Esperantist writer and taught Soros to speak Esperanto in his childhood.[27] In 1936 Soros's family changed their name from the German-Jewish Schwartz to Soros, as protective camouflage in increasingly antisemitic Hungary.[28][29] Tivadar liked the new name because it is a palindrome and because of its meaning. In Hungarian, soros means "next in line," or "designated successor"; in Esperanto it means "will soar."[30]

    Soros was 13 years old in March 1944 when Nazi Germany occupied Hungary.[31] Jewish children were barred from attending school by the Nazis, and Soros and the other schoolchildren were made to report to the Judenrat ("Jewish Council") which had been established during the occupation. Soros later described this time to writer Michael Lewis: "The Jewish Council asked the little kids to hand out the deportation notices. I was told to go to the Jewish Council. And there I was given these small slips of paper.... I took this piece of paper to my father. He instantly recognized it. This was a list of Hungarian Jewish lawyers. He said, "You deliver the slips of paper and tell the people that if they report they will be deported."[32][33]

    Soros did not return to that job; his family purchased documents to say that they were Christians, thereby allowing them to survive the war. Later that year at age 14, Soros posed as the Christian godson of an official of the collaborationist Hungarian government's Ministry of Agriculture, who himself had a Jewish wife in hiding. On one occasion, rather than leave the 14 year old alone, the official took Soros with him while he inventoried a rich Jewish family's estate, though Soros did not take part. Tivadar not only saved his immediate family but also many other Hungarian Jews, and George would later write that 1944 had been "the happiest [year] of his life," for it had given him the opportunity to witness his father's heroism.[34][35] In 1945, Soros survived the Siege of Budapest in which Soviet and German forces fought house to house through the city.
    শিন্ড্লার্স লিস্ট খ্যাত রিয়েল লাইফ অস্কার শিন্ড্লারকে আপনি কিভাবে ডিফাইন করেন? তিনি তো খোদ নাৎজি পার্টির মেম্বার ছিলেন আর নাৎজি অফিশিয়ালদের ব্রাইব করে নিজের ফ্যাক্টরির জুইশদের বাঁচিয়েছিলেন।
  • SS | 160.148.14.151 | ২৪ আগস্ট ২০১৭ ১৭:৪২488935
  • lcm,
    ট্রাম্প নিজের সুবিধে মত যখন খুশি পার্টি অ্যাফিলিয়েশান চেঞ্জ করেছে। তবে বার্থার মুভমেন্ট শুরু করার জন্যে আর আজকের ডিপ্লোরেবল ট্রাম্প হবার জন্যে রিপাব্লিকান হতে হয়েছে।
  • lcm | 60.242.74.27 | ২৪ আগস্ট ২০১৭ ২১:১৯488936
  • ডেমোক্র্যাট পার্টিতে সুপ্রিমিস্টরা আছেন, তাদের বাহ্যিক আবরণ খুব সূক্ষ্ম, ২০০৮-এর প্রাইমারিতে তাদের একটু দেখাও গেছিল।

    শার্লটভিল্‌স্‌ এর পরে বাজারে অনেক থিওরি -

    এই জেমস কেসলার, মাস্টারমাইন্ড অফ অল্ট-রাইট, একে নাকি সোরোস অ্যাপয়েন্ট করেছে - ... 'Unite the Right' is a Soros-funded honeypot psyop that employs the 'Pied Piper' strategy...
    সোরোস এন্ড সিমিলার গ্যাং অফ অলিগার্ক্‌স - এরা নাকি দুদিকেই খেলেন - দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য সাইড্‌স্‌, দে প্রোমোট দেয়ার এজেন্ডা বাই ফান্ডিং ক্যাওস ।
  • modi | 195.163.1.11 | ২৪ আগস্ট ২০১৭ ২১:৪৬488937
  • "শিন্ড্লার্স লিস্ট খ্যাত রিয়েল লাইফ অস্কার শিন্ড্লারকে আপনি কিভাবে ডিফাইন করেন? তিনি তো খোদ নাৎজি পার্টির মেম্বার ছিলেন আর নাৎজি অফিশিয়ালদের ব্রাইব করে নিজের ফ্যাক্টরির জুইশদের বাঁচিয়েছিলেন।"

    এটা ঠিক তুলনা হল না। সোরোস কাউকে বাঁচিয়েছিলেন বলে জানা নেই। বরং দ্রির কথা অনুযায়ী ইহুদীদের সম্পত্তি গ্রাস কর্তে নাজিদের সাহায্য করেছেন।
  • S | 126.206.220.208 | ২৫ আগস্ট ২০১৭ ০১:৩৩488939
  • "বরং দ্রির কথা অনুযায়ী ইহুদীদের সম্পত্তি গ্রাস কর্তে নাজিদের সাহায্য করেছেন।"

    ১৯৪৫ সালে সোরোসের বয়সটা উইকিপিডিয়া দেখে একটু বলে দেবেন প্লিজ।
  • Atoz | 161.141.85.8 | ২৫ আগস্ট ২০১৭ ০২:০৪488940
  • আহা, হয়তো ওঁর বাবা বা দাদু করেছিল।
    "তুই জল ঘোলা করিস নি তো কী, তোর বাপ করেছে" ঃ-)
  • দ্রি | 222.47.242.127 | ২৫ আগস্ট ২০১৭ ১০:৩১488941
  • "তারপর দেখা গেল আইসিসের আবির্ভাবের কুড়ি বছর আগে হিলারি ক্লিন্টন সেই কোম্পানিতে বোর্ড মেম্বার ছিলেন।"

    ফর ফুল ডিসক্লোজার, এটাও অ্যাড করা উচিত যে সেই কোম্পানী ২০১৪তেও ক্লিন্টন ফাউন্ডেশানে ডোনেট করেছে।

    উইকিতে লেখা আছে,

    Later that year at age 14, Soros posed as the Christian godson of an official of the collaborationist Hungarian government's Ministry of Agriculture, who himself had a Jewish wife in hiding. On one occasion, rather than leave the 14 year old alone, the official took Soros with him while he inventoried a rich Jewish family's estate, though Soros did not take part.

    এর শেষাংশ, 'দো সোরোস ডিড নট টেক পার্ট' একটি গুল। এই অংশের রেফারেন্স হল সোরোসের বাবার অ্যাকাউন্ট, 'মাস্করেড'। নিজেদের সম্বন্ধে লেখায় খুব খারাপ কথা কেউ লেখা না। কিন্তু সেখানেও আছে,

    The barber promised to work something out for George. First he did a thorough review of his various clients, and after much softening up, he broached the subject with a Mr. Baufluss, who was an official at the Ministry of Agriculture. Mr Baufluss was of German origin ... We said nothing about money, but that night, when he drank a toast to our friendship, I slipped him a few thousand.

    Baufluss was charged by the ministry with inventorying confiscated Jewish estates. ... The following week the kind-hearted Baufluss, in an effort to cheer the unhappy lad up, took him off with him to the provinces. At the time he was working in Transdanubia, west of Budapest, on the model estate of a Jewish aristocrat, Baron Moric Kornfeld. There they were wined and dined by what was left of by the staff. George also met several other ministry officials, who immediately took a liking to the young man, the alleged godson of Mr Baufluss. He even helped with the inventory.

    অতয়েব হি ডিড নত টেক পার্ট হল ফেক নিউজ।

    এবং ১৯৪৪ দা হ্যাপিয়েস্ট ইয়ার অফ হিজ লাইফ, এটাও সোরোসের ক্যারেকটার কিরকম তার একটা ইঙ্গিত দেয়।

    আর অস্কার শিন্ডলার তো অতি অবশ্যই নাৎসী। সোরোসের তুলনায় হাজার গুনে বেশী। উনি নাৎসী পার্টির মেম্বার ছিলেন। স্পাইংএর কাজ করেছেন অনেকদিন। জার্মানীর পোল্যান্ড দখলের পর সেখানে কোম্পানী খুলেছিলেন। অকুপায়িং ফোর্স হিসেবে চীপ লেবার পেয়ে গিয়েছিলেন। এবং এর থেকে আরো একটা জিনিষ বোঝা যায়। সেটা হল এই নাৎসী প্রোজেক্টে কিছু ইনফুয়েন্সিয়াল জিউও পার্টিসিপেট করেছিল।
  • SS | 160.148.14.135 | ২৫ আগস্ট ২০১৭ ১৮:৩৬488942
  • "ফর ফুল ডিসক্লোজার, এটাও অ্যাড করা উচিত যে সেই কোম্পানী ২০১৪তেও ক্লিন্টন ফাউন্ডেশানে ডোনেট করেছে।"
    ফুল ডিসক্লোসারের ডিসক্লোসার, ২০০৯ এ সেক্রেটারি অফ স্টেট হবার পর থেকে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশানের ডে টু ডে অপারেশনে যুক্ত ছিলেন না। ২০১৬ এর ক্লিন্টন ক্যম্পেন ফাউন্ডেশান থেকে নিজেদের সেপারেট করে নিয়েছিল। ক্লিন্টন ক্যাম্পেন লাফার্জ থেকে কোনো ডোনেশান নেয় নি। FCC র সাইটে গেলেই দেখা যাবে।
    আর জর্জ সোরোস নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আপনার মিথ্যে জলের মতই পরিষ্কার। ভবিষ্যতে আবার যখন এই রকম কোনো মিথ্যে দেখবো, আবার এই রকম কাউন্টার করবো।
  • PM | 113.219.44.74 | ২৫ আগস্ট ২০১৭ ২২:০৯488943
  • যাক গে, টপিক পাল্টান এবার। আপনাদের বিতর্ক থেকে জর্জ সোরোস নিয়ে পাঠকরা ইতিমধ্যেই ওপিনিয়ন ফর্ম করে ফেলেছেন বোধ হয় । আমাদের বোধ বুদ্ধির ওপোর একটু আস্থা রাখুন।

    ব্যক্তিগত ভাবে আমি মনে করি, এসব বিষয়ে সত্যি মিথ্যা বলে কারুরি বুক বাজিয়ে অ্যাবসোলুট কিছু বলা সত্যি মুসকিল। বাজারে আছে কিছু ন্যারেটিভ আর তার কাউন্টার ন্যারেটিভ। বিভিন্ন ন্যারেটিভ জানাটাই আমাদের লাভ এই পাতা থেকে।এ নিয়ে মারামারির আছেটা কি ? ঃ)

    ট্রাম্প , হিলারি সোরোস কেউ ই দ্রি বা SS কে এখানে লেখার জন্য স্পন্সর করছেন না সে বেপারে আমরা
    পাঠকরা নিশ্চিত। :D :D
  • দ্রি | 195.107.81.233 | ২৫ আগস্ট ২০১৭ ২৩:৪২488944
  • জেসন কেসলার, মাস্টারমাইন্ডফ 'ইউনাইট দা রাইট' গত নভেম্বর অব্দিও ওবামার অন্ধ ভক্ত ছিলেন। গান কন্ট্রোল অ্যাডভোকেট ছিলেন। হঠাৎ কি হইতে কি হইয়া গেল ...

    যাহা হউক, সে দুঃখ জানিয়া আর কী হইবে?
  • দ্রি | 61.15.134.120 | ২৫ আগস্ট ২০১৭ ২৩:৫৪488945
  • "ফুল ডিসক্লোসারের ডিসক্লোসার, ২০০৯ এ সেক্রেটারি অফ স্টেট হবার পর থেকে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশানের ডে টু ডে অপারেশনে যুক্ত ছিলেন না।"

    হ্যাঁ শুনেছি হিলারীর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। ফাউন্ডেশানটা এখন চেলসীই সামলাচ্ছেন। পোডেস্টা ভ্রাতৃদ্বয়ও বোধহয় আছেন।

    "২০১৬ এর ক্লিন্টন ক্যম্পেন ফাউন্ডেশান থেকে নিজেদের সেপারেট করে নিয়েছিল। ক্লিন্টন ক্যাম্পেন লাফার্জ থেকে কোনো ডোনেশান নেয় নি।"

    অবশ্যই! লাফার্জ ডোনেশান দিয়েছিল ক্লিন্টন ফাউন্ডেশানকে। বিদেশীরা ওরকম ফস করে ক্যাম্পেনে ডোনেশান অ্যাভয়েড করে। তা হলে আবার ফ্রেঞ্চ মেডলিং ইন ইলেকশান হয়ে যাবে না? সেইজন্য আছে ফাউন্ডেশান নামক স্লাশ ফান্ড। যদি এখানে কেউ ভালোবেসে টাকা দেয়, তাহলে ইলেকশান জিতলে তাকে কৃতজ্ঞতাস্বরূপ কিছু ফেভার দেওয়া হয়। তবে হ্যাঁ, টাকায় ভালোবাসা থাকতে হবে। এই ব্যাপারটার একটা নাম আছে -- পে ফর প্লে।

    তাই আমরা ইলেকশানের আগের কয়েক বছর দেখেছি ফাউন্ডেশানে প্রচুর টাকা ঢুকল। কিন্তু হিলারী ইলেকশানে হারতেই ফাউন্ডেশানে টাকা আসার রেট অনেক ড্রপ করল।

    অবশ্য এমনও হতে পারে, ইলেকশানে হিলারী হারার জন্য পৃথিবীতে দুঃখ কষ্ট অনেক কমে গেল, তাই চ্যারিটির প্রয়োজনও কমে গেল।
  • দ্রি | 61.15.134.120 | ২৬ আগস্ট ২০১৭ ০০:০৩488946
  • এ বছর চারটি ইউএস যুদ্ধজাহাজে অ্যাক্সিডেন্ট হল। ইউএসেস অ্যান্টিট্যাম, ইউএসেস চ্যাম্পলেইন, ইউএসেস ফিৎজেরাল্ড এবং ইউএসেস জন ম্যাকেইন।

    http://edition.cnn.com/2017/08/21/politics/navy-ships-accidents/index.html
  • দ্রি | 61.15.134.120 | ২৬ আগস্ট ২০১৭ ০০:০৯488947
  • সুদানের রুশ অ্যাম্বাস্যাডর মারা গেলেন। এই নিয়ে মোট ছয় না সাত জন রুশ অ্যাম্বাস্যাডর মারা গেলেন এই বছর।
  • দ্রি | 61.15.134.120 | ২৬ আগস্ট ২০১৭ ০০:১৫488948
  • কিউবার ইউএস এম্ব্যাসীতে মোট ১৬ জন কর্মীর হিয়ারিং লস হল হঠাৎই।

    At least 16 Americans associated with the U.S. Embassy in Havana suffered symptoms from attacks on their health in Cuba that have still not been explained, the United States said Thursday.

    Until now, the U.S. had not disclosed the number of Americans believed to be affected by the attacks, which caused a variety of symptoms including unexplained loss of hearing. State Department spokeswoman Heather Nauert said the "incidents" are no longer occurring. U.S. officials have said the symptoms started in the fall of 2016 and were last reported in April.

    Earlier, U.S. officials had said the symptoms appeared to have resulted from a covert sonic device. But Nauert said no device has been found so far. The U.S. still hasn't identified the perpetrator, and Nauert said that Cuba is cooperating with the U.S. investigation.

    http://time.com/4915322/cuba-unexplained-health-attacks-us/
  • দ্রি | 56.101.139.248 | ২৬ আগস্ট ২০১৭ ০০:৩৬488950
  • টেক্সাসে ঝড়। হারিকেন হার্ভে। ক্যাট-২/ক্যা-৩।
  • দ্রি | 186.126.252.11 | ২৬ আগস্ট ২০১৭ ০০:৫৩488951
  • ডেমোক্র্যাটিক সেনেটর বব মেনেন্ডেজের করাপশান ট্রায়াল শুরু হল। সিক্সটিন-কাউন্ট চার্জেজ।
  • S | 220.164.9.14 | ২৬ আগস্ট ২০১৭ ১৫:০৮488952
  • ফিনিক্সে প্রেসিডেন্ত কি বলেছেন?
  • দ্রি | 195.189.14.230 | ২৯ আগস্ট ২০১৭ ১০:১১488954
  • পাইদিদি, এ তো হওয়ারই ছিল। ইন্টারনেটে কোন কিছুই প্রাইভেট নয়।
  • দ্রি | 195.189.14.230 | ২৯ আগস্ট ২০১৭ ১০:১৬488955
  • এক বুলগেরিয়ান জার্নালিস্টের অরিজিনাল ডকুমেন্ট সমৃদ্ধ দুর্দান্ত ইনভেস্টিগেটিভ জার্নালিজম। তিনি দেখাচ্ছেন সিআইএ আইসিসকে অস্ত্র দেওয়ার জন্য আজের্বাইজানের সিল্ক ওয়ে এয়ারলাইন্স ব্যবহার করত যাদের ডিপ্লোম্যাটিক ইনিউনিটি ছিল।

    https://trud.bg/350-diplomatic-flights-carry-weapons-for-terrorists/

    সম্প্রতি নানা ছুতোয় একে বরখাস্ত করা হয়েছে।
  • দ্রি | 195.189.14.230 | ২৯ আগস্ট ২০১৭ ১০:২৫488956
  • হারিকেন হার্ভের জেরে বন্ধ হল বেশ কিছু অয়েল রিফাইনারি।

    Royal Dutch Shell closed its Deer Park refinery in southeastern Houston. It is one of the biggest in the US with a capacity of 340,000 barrels per day (bpd).

    Exxon Mobil's Baytown refinery, the second largest in the country, processing 560,000 bpd, was shut as well.

    The Phillips 66 Sweeny Texas Refinery with a capacity of 260,000 bpd has closed, while output at Marathon's Galveston Bay refinery and the Access Industries plant in Houston were slowed due to the closed ship channel, according to traders and oil industry news services, as cited by CNBC.

    The Magellan pipeline company reportedly closed the crude oil and refined product pipeline in Houston with remaining refineries expected to be closed as well.

    According to an Oil Express news alert, refining plants owned by Flint Hills, Valero, and Citgo were due for controlled shutdowns.

    https://www.rt.com/business/401149-us-refineries-shut-harvey-storm/
  • দ্রি | 198.116.11.181 | ৩১ আগস্ট ২০১৭ ২৩:৪২488958
  • স্যান ফ্র্যানসিস্কোয় রাশিয়ান এম্ব্যাসী বন্ধ করে দিল ইউএস।
  • দ্রি | 198.116.11.181 | ৩১ আগস্ট ২০১৭ ২৩:৪৯488959
  • সিরিয়ায় আইসিস পিছু হটতে হটতে এখন ইউফ্রেটিস নদীতে গিয়ে ঠেকেছে। পরের বড় যুদ্ধ হবে দেরেজরে। জিনহুয়া রিপোর্ট করছে, ইউএস কোয়ালিশন সেখানে আইসিসের সাহায্যের জন্য সৈন্য এয়ারড্রপ করছে।

    The U.S.-led coalition is believed to have carried out two airdrops of forces in the eastern countryside of Deir al-Zour province in eastern Syria within the last 36 hours, a monitor group reported on Thursday.

    The airdrops took place in areas under the control of the Islamic State (IS) in eastern Deir al-Zour, said the Syrian Observatory for Human Rights, adding that the operations are likely carried out by the U.S.-led coalition.

    Earlier on Thursday, a warplane believed to belong to the U.S. coalition was flying at a low altitude in the desert of Albulel, 25 km from a town under the same name in eastern Deir al-Zour, said the Observatory, adding that when people came later to the area they found shaved hair on the ground, in what appeared to be for five people.

    On Tuesday, a similar airdrop was carried out likely by the coalition in eastern Deir al-Zour, and the forces targeted two houses used by the IS as munition depots, said the Observatory, which says it relies on a network of activists on the ground.

    http://news.xinhuanet.com/english/2017-08/25/c_136552986.htm
  • দ্রি | 198.116.11.181 | ৩১ আগস্ট ২০১৭ ২৩:৫২488961
  • CIA sneak undetectable ‘malicious’ implants onto Windows OS - WikiLeaks

    Windows machines are targeted by the CIA under ‘Angelfire,’ according to the latest release from WikiLeaks’ ‘Vault7’ series. The documents detail an implant that can allow Windows machines to create undetectable libraries.

    ‘Angelfire’ consists of five components – ‘Solartime,’‘Wolfcreek,’ ‘Keystone,’ ‘BadMFS,’ and the ‘Windows Transitory File system,’ according to a statement from WikiLeaks released on Thursday.

    ‘Solartime’ modifies the partition boot sector of Windows XP or Windows 7 machines when installed, allowing the ‘Wolfcreek’ implant to load and execute. ‘Wolfcreek’ can then load and execute other ‘Angelfire’ implants.

    Previously known as ‘MagicWand,’ ‘Keystone’ loads malicious user applications on the machine which never touch the file system, leaving “very little forensic evidence that the process ever ran” according to WikiLeaks.
  • দ্রি | 198.116.11.181 | ৩১ আগস্ট ২০১৭ ২৩:৫৪488962
  • হারিকেন হার্ভের পর আসছে হারিকেন ইর্মা।
  • Atoz | 161.141.85.8 | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০০:২৩488963
  • "ইর্মা আ আ, আমার গয়না? " বলতেন বিয়াঙ্কা কাস্তাফিওর । ঃ-)
  • SS | 160.148.14.159 | ০১ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৬488964
  • রাশিয়া ইনভেস্টিগেশান গোতো কদিনের কিছু খবর -
    ট্রাম্প অর্গানাইজেশানের লইয়ার মাইকেল কোহেন ক্যাম্পেন চলাকালীন পুটিনের স্পোকস্পার্সনের সাথে যোগাযোগ করেছিলেন কিছু রিয়েল এস্টেট ডিলের জন্যে। সেই সব ইমেল পাবলিক করা হয়েছে।
    রাশিয়া ইন্ভেস্টিগেশনের দায়ীত্বে যিনি, সেই বব মুলার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনেরালের সাথে ইনফর্মেশান শেয়ার করছেন। নিউ ইয়র্ক স্টেট ভবিষ্যতে চার্জ আনলেও আনতে পারে।
    সেনেটের রাশিয়া ইনভেস্টিগেশান কমিটি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে সাপিনা পাঠিয়েছে টেস্টিফাই করার জন্যে।

    কালকের ওয়শিংটন পোস্টের একটা ইন্টারেস্টিং পিস। দুজন রাশিয়ান ইন্ভেস্টিগেটিভ জার্নালিস্টের অ্যানালিসিস। ইউএসের ইলেকশানে মেডলিং নাকি পানামা পেপার্সের প্রতিশোধ!

    Putin saw the Panama Papers as a personal attack and may have wanted revenge, Russian authors say

    https://www.washingtonpost.com/news/worldviews/wp/2017/08/28/putin-saw-the-panama-papers-as-a-personal-attack-and-may-have-wanted-revenge-russian-authors-say/?utm_term=.9925ac89b064
  • SS | 160.148.14.151 | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০১:১১488965
  • শেষে ফেসবুক রাশিয়া ইন্ভেস্টিগেশানের আওতায়। রাশিয়া ইন্ভেস্টিগেশান টিম রিসেন্টলি ফেসবুকের কাছে তাদের অ্যাড বাই এর হিসেব তলব করেছে। অল্প বিস্তর যা শোনা গেছে তাতে দেখা যাচ্ছে যে ২০১৫ থেকে প্রায় ইলেকশানের আগে পর্যন্ত ক্রেমলিন লিংকড ট্রোল ফার্ম ফেসবুকে বেটা টেস্টিং করেছিল আমেরিকান ভোটারদের নিয়ে - এলজিবিটি, ব্ল্যাক লাইভস ম্যাটার, ইমিগ্রেশান, গান রাইট ইত্যাদি ইস্যুতে কে কোথায় আছে সেটা দেখার জন্যে। তারপর অ্যাডের মাধ্যমে বিশেষ গ্রুপকে টার্গেট করে ফলস ইনফর্মেশান ছড়ানো হয়েছে।
    তদন্ত আরো এগোলে আরো ভাল করে বোঝা যাবে হয়ত।

    Russian firm tied to pro-Kremlin propaganda advertised on Facebook during election
    https://www.washingtonpost.com/politics/facebook-says-it-sold-political-ads-to-russian-company-during-2016-election/2017/09/06/32f01fd2-931e-11e7-89fa-bb822a46da5b_story.html?tid=a_inl&utm_term=.a1ebf4ff1c79
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন