এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ১৮০৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৩৯632261
  • PT-র উত্তরটা দিতে আমার একটু দেরী হয়েছে। Rimi-র শিহরিত হওয়ার কারণ নেই। কেন বলছি,
    কতকগুলো ওবভিয়াস ব্যাপার ব্যাখ্যা করে লিখিনি। এখন দেখছি তারও প্রয়োজন হচ্ছে।

    ১) বিধান রায় সেবাড়িতে প্রোফেশনাল কল-এ যাননি। মুখ্যমন্ত্রী হবার পর তিনি ডাক্তারি করার সময় পেতেননা।

    ২) পেশেন্টের বেড সাইডে ওদের ফ্যামিলি ফিজিশিয়ান ছাড়াও তাবড় তাবড় ডাক্তার ছিলেন। লাস্ট মোমেন্টে ভগবান ডাকার মত করে ওনাকে ধরে আনা হয়েছিল এক নেতা মারফ্‌ৎ।

    ৩) ওঁর কোনও রকম মরাল বা এথিকাল ওবলিগেশন ছিল বলে আমার মনে হচ্ছেনা। পেশেন্ট তো ট্রীটমেন্টেই ছিল। উনি দেখলেন/বুঝলেন আমার আর কিছু করার নেই তাই গেলেননা। বাড়িতে মুখ্যমন্ত্রী বলে কথা, ঘরে ভীড় বাড়ত, অযথা হট্টোগোল হত।

    ৪) আমরা কেন তর্ক টাকে তর্ক ভেবেই করিনা ?
  • aranya | 144.160.226.53 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৪৬632262
  • রুপঙ্কর বাবু, আপনি যে কেন সবসময় মুন্ডু চলে যাবার ভয় পান :-( । যা লেখার , প্রাণ খুলে লেখেন না, কেউ আপনাকে কামড়ে দেবে না :-) ।
    প্রতিকারের রেসিপিটা লিখুন। অপেক্ষায় আছি, নিরাশ করবেন না।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ২২:৪৭632263
  • রিজয়েন্ডার - যেখানে মরাল বা প্রোফেশনাল ওবলিগেশন আছে, মানে হাসপাতাল, এমনকি সুপার স্পেশিয়ালিটি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল, যেগুলো নার্সিং হোমের চেয়েও কস্টলি, তাতেও তো ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে রোগী রোজ মরছে খবরের কাগজে। তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? এটা অবশ্য আলোচ্য বিষয় নয়, আলোচনায় ফিরছি
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ২৩:১৪632264
  • অরণ্য :-) না সে ভয় নেই জানি। যে ভাবে বিজ্ঞান এগোচ্ছে ল্যাপটপের দাঁতও একদিন হয়তো বেরোবে, তবে ততদিন বাঁচবনা, এটা নিশ্চিত। না , যে ব্যাপারে মুন্ডু যাওয়ার আশঙ্কা করছিলাম, সে গল্প শোনার মত মানসিক অবস্থান আপনার থাকলেও অনেকের নেই। তা ছাড়া সে ধরণের প্রতিকার তো আপনি পাবেননা, এটা রয়ান্ডমলি অ্যাভেলেবল নয়।

    তবে বলি শুনুন, সম্ভাবনা যখন তৈরী হয়, তখন তা কোয়ান্টাম স্টেটে থাকে, সেই শ্রোডিঙ্গারের বেড়ালের সাব অ্যাটমিক পার্টিকলের মত, যার ডিকে হতেও পারে, না-ও পারে। কিন্তু একবার বাক্স খুলে বেড়াল মরেছে দেখে ফেললে আর কিছু করার নেই। কিছু করার নেই মানে, লেসার মর্টালদের নেই। তাহলে মস্ত বড় চেন কেটে যাবে। প্রত্যেকটা ঘটনা, মানে গাছের পাতা খসে যাওয়ার মত ইনাকুয়াস ঘটনারও পারম্পর্য থাকে। মানে, একটার ওপর পরের ঘটনার সূত্র জুড়ে থাকে। একটা ছোট মত উদাহরণ দিয়েছি বোধহয়। সম্ভাবনা যখন দুদিকেই যাবার মত অবস্থায়, তখন যদি কপালগুণে ভবিষ্যতের আঁচ পান, তবে ঠেকানো সম্ভব, কেননা পরের ঘটনাগুলূ তখন সম্ভাবনা স্টেজেই। জটিল হয়ে গেল কি?

    ওদিকে যদি কেউ ডিম্যান্ড করে, আমি এই করে অমুক বিপদ আটকে দিতে পারি, তার মানে, সে আঁচ পেয়েছে যে, বিপদটা আদপে ঘটবেনা, তাই ব্যাপারটা এনক্যাশ করতে চাইছে মাদুলি বিক্রি বা যজ্ঞ করার ছলে। এ ব্যাপারে গল্প আছে। গল্প নয়, সত্যি। তবে চার দিকের অশনি সংকেত দেখে নিয়ে বলব কিনা দেখছি।
  • aranya | 144.160.226.53 | ০৫ ডিসেম্বর ২০১১ ২৩:২৭632265
  • আমি কোথ্‌থাও কোন অশনি সংকেত দেখছি না :-) । গল্প-নয়-সত্যি ঘটনার বিবরণ শুনতে সবাই আগ্রহী, বিশ্বাসী/অবিশ্বাসী/দোদুল্যমান ত্রিশঙ্কু সব্বাই। বিজ্ঞান vs জ্যোতিষ - এই তক্কের ফাঁদে খবরদার পড়বেন না :-) , ঘটনাগুলো লিখে ফেলুন।
  • nk | 151.141.84.194 | ০৫ ডিসেম্বর ২০১১ ২৩:৫১632266
  • আমি খুবই মনোযোগের সঙ্গে এই টই পড়ছি।
    ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। আর, জানার জগৎ তো অফুরাণ, সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে।
    আজকের সময়ের দাবীতে যেমন এন এম আর, সিটিস্ক্যান, আ®Òট্রাসোনোগ্রাফি এসে গেছে, একদিন সময়ের দাবীতে এসব সবই রিপ্লেস্‌ড হতে পারে অন্যকিছু দিয়ে। কিছু কিছু হারিয়ে যাওয়া বিদ্যা যে সময়ের স্রোতে আবার ফিরে আসবে না, তারো তো কোনো নিশ্চয়তা নেই।
    অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষ মঘা পূর্বফাল্গুনী নিয়েও লেখার ইচ্ছে আছে, দেখা যাক হয় কিনা! :-)
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৫ ডিসেম্বর ২০১১ ২৩:৫৯632267
  • অরণ্য - কান্নাকাটিটা আপনার কাছেই করি, মানে অরণ্যে রোদন আর কি, ওমা, তার মানে যে আবার অন্য রকম দাঁড়াল। যাকগে, গল্প শুনুন। সত্য ঘটনা, শুধু নাম ঠিকানা বাদ।

    সেটা ১৯৮৯ সাল। আগেই বলেছি, গিন্নী মারাত্মক অসুস্থ। এমন একটা রোগ বলে তখন বলা হচ্ছে, যেটা টার্মিনাল এবং তাতে আয়ু ছ'মাস থেকে বড়জোর দু-বছর। রোগটা কোলাজেন টিস্যু জনিত। সেই ডিসিপ্লিনের ভারতবর্ষের সবচেয়ে বড় ডাক্তার দেখানো হয়ে গেছে। আর কিছু করার নেই, তাই জ্যোতিষী, তান্ত্রিক, পীর ফকির এই সব চলছে।

    আমার এক ছোট ভাই-স্থানীয় বন্ধু একদিন জোর করে নিয়ে গেল কলকাতার উপকণ্ঠে এক মফ:স্বল শহরে। সেটা এখন প্রায় কোলকাতা। যাঁর বাড়িতে নিয়ে গেল, প্রথমে তাঁকে দেখেই ভক্তি উবে গেল। লোকটি দরিদ্র ব্রাহ্মণ, সরকারি চাকরি করতেন, এখন চাকরিটি নেই। শারিরীক ভাবে পঙ্গু, অষ্টাবক্র মুণির মত চেহারা। ইনি নিজেই প্রচন্ড বিপাকে, অপরের কিভাবে ভাল করবেন বুঝলামনা।
    পাঁজরে বন্ধুর আঙুলের খোঁচা খেয়ে বলতে বাধ্য হলাম, এই সব ব্যাপার। উনি বললেন, কোনও চিন্তা নেই, আমি 'কাজ' আরম্ভ করে দিচ্ছি। তবে বুঝতেই তো পারছেন, বাজার খুব খারাপ, তার ওপর আমার চাকরি নেই, কিছু যদি -

    হাতে কয়েকশো টাকা গুঁজে দিয়ে সারা রাস্তা বন্ধুকে খিস্তি করতে করতে বাড়ি এলাম।

    আর ফিরে যাবার প্রশ্ন নেই।অকিন্তু অবাক কান্ড, ডাক্তারী ওষূধে যার কিচ্ছু হচ্ছিলনা, সেই শারিরীক সিম্পটম কয়েকটা কমতে আরম্ভ করল পর দিনই। আসলে কাকতালীয় ব্যাপার। ওষুধই কাজ করেছে, সঙ্গে সঙ্গে তো আর করেনা, কদিন পর শুরু হয়েছে এফেক্ট। কিন্তু গিন্নী বলল, আরে, দারুণ ইম্প্রুভমেন্ট তো, মনে হচ্ছে ভাল হয়ে যাচ্ছি। ব্যাস সব্বোনাশ যা হবার তা হল, আমি আবার সেই শহর মুখো।

    অরণ্য, আছেন তো ?
  • SD | 117.194.66.214 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:১৯632268
  • আছি রুপঙ্করদা। অনেকেই আছে। টেনশনে রাখবেন না।
  • Sankha | 198.45.19.49 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:২০632269
  • রূপঙ্করবাবু,

    ঠিক বুঝলুম না। আপনি কি তারপর ওষুধ বন্ধ করে ঐ শহরমুখো হলেন নাকি ওষুধও চালিয়ে গেলেন আবার ওদিকটাও কন্টিনিউ করে গেলেন?
  • PM | 86.98.43.63 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:২৪632272
  • সবাই আছি দাদা
  • ridhhiman | 129.116.155.244 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:২৮632273
  • আপনি লিখুন না। আমি সাগ্রহে এই গল্প/ কেস শুনতে চাই। আর দেখুন কোন চালাকি না করেই বলছি, আমার এই আগ্রহের এক এবং একমাত্র উদ্দেশ্য এই ঘটনা গুলোকে যথাসম্ভব ডিবাংক /কাউন্টার করা, বা এর পেছনে র‌্যাশনাল যুক্তি বার করে দেখানো। রহস্য উদঘাটেনের মজা । ঠিক একি কারনে ভূত প্ল্যানচেট নিয়ে আগ্রহ । এটা আমার স্ট্যান্ড। তাতে আপনার প্রতি অশ্রদ্ধার কোন সিন নেই। তর্কে তো অপর পক্ষ থাকবেই।

    যেমন জ্যোতিষ নিয়ে আপনার একটা স্পষ্ট স্ট্যান্ড আছে। আপনি বিশ্বাসী। ঘোর বিশ্বাসী না হলেও আংশিক ভাবে তো বটেই। আপনার বিশ্বাস আপনার জীবনের কিছু ঘটনার দেখে। ওগুলো বিস্তারিত না বললে বুঝতে পারব না, কি করে স্টেজ বাই স্টেজ প্রেডিক্সান মিলে গেছে, তাই আপনি লিখুন।

    আপনার যুক্তি-পরম্পরায় গলদ লাগলে সেটাও তুলে ধরব। যেমন একটা জায়গায় স্পষ্ট লিখলেন গোমেদ লিভারের জন্য ভাল। আবার আর এক জায়্‌গায় 'মনি মুক্তোয় আস্থা নেই। কোনটা ধরে এগোব? ডাক্তারি আর জ্যোতিষের তুলনা টানলেন এমন ভাবে যেন ডাক্তারির প্রেডিক্‌শান র‌্যনদম কলের কাছাকাছি। সেটা আপনি আবার কিছু এনেকে্‌ডাটাল এভিডেন্স দিলেন। দুটো ডিসিপ্লিনের তুলনা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কি করে হয়, এখানেও সিলেকেটেড ব্যক্তিগত অভিজ্ঞতা, যার ওপর আপনার নিজেরি বিশেষ আস্থা নেই কারণ অসুখ করেলে এখনো আপনি সব ছেড়ে ডাক্তারের কাছেই যান?

    আর এগুলো সবি তর্কের পার্ট । ব্যক্তিগত আক্রমন টন সামলে। তাতে বিচলিত হবেন না। যেমন কোয়ান্টাম প্রসঙ্গ টানলেন , আমি জানি ওটার সাথে মানুষের ভাগ্য মরা বাচার কোন সম্পর্ক নেই। ওটা অনু পরমানুদের ক্ষেত্রে খাটে।

  • ridhhi | 129.116.155.244 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:৩০632274
  • সরি আপনার লেখার মাঝখানে আপনাকে বিরক্ত করলুম। আপনি লিখতে থাকুন,- আগের পোস্ট টা পুরো টই নিয়ে একটা সাধারণ মন্তব্য
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:৩১632275
  • পরদিন যেতেই অমুক বাবু বললেন, কি, রেসাল্ট পাচ্ছেন তো ? চমকে উঠলাম। তারপর ভাবলাম, দূর এতো সিম্পল মনস্তত্ব। লোকটা আগের দিন মুখ ব্যাজার করে ফিরে গেছে। আবার যখন এসেছে, তার মানে কিছু নিশ্চয় পসিটিভ। তাই একটু খেলে দিল। উত্তর না দিয়ে বললাম, অসুখটা সারবে কবে? তিনি বললেন, সারবে সারবে, আমার হাতে যখন পড়েছেন, তবে বুঝতেই তো পারছেন, চাকরি নেই, ছেলেপুলে নিয়ে...আবার কয়েকশো টাকা। যাবার সময় বললেন, হাতের মুঠো করতে পারছেন তো এখন ? চমকে উঠলাম, জানল কি করে ?

    শরীর আরো ভাল হচ্ছে। এবার গিন্নী খোঁচাল, যাওনা, দেখাই তো যাচ্ছে পাওয়ারফুল লোক। বলনা গিয়ে একটু তাড়াতাড়ি করতে। এসব লোকের পেছনে লেগে থাকতে হয়। গেলাম। তিনি বললেন, আপনার হাতটা একটু দেখি ? ও বাবা, আপনি তো বহুমুখী প্রতিভা মশাই, নাটক টাটক করেন না ? দাঁড়ান আপনাকে আমি টিভিতে চান্স করিয়ে দেব। আমি বললাম টিভিতে যাবার আমার কোনও সম্ভাবনা নেই, বহু ডাক পেয়েছি, আমি স্টেজ ছেড়ে নড়বনা। ওসব কথা থাক, আমার স্ত্রীর অসুখের কথা বলুন।

    উনি বললেন, আরে সে ত আছেই, আচ্ছা স্টেজেই থাকেন। কোনও কম্পিটিশনে যাননা ? নাটক টাটক নিয়ে ? সামনেই একটা খুব বড় কম্পিটিশনে আমার একটা এϾট্র ছিল। এϾট্র থাকলেও কোনও আশা ছিলনা, ওখানে খুব মুখ শোঁকা শুঁকি হয়, এর চেয়ে অনেক ছোট যায়গায় এই স্ক্রিপ্ট কিচ্ছু পায়নি। অমুকবাবু একরকম জোর করে আমায় একটা তাবিজ গছালেন। জীবনে কোনওদিন এসব পরিনি, খুব লজ্জাও করছিল। উনি বললেন, আরে মশায়, একটা তো দিন, আপনের ফার্স্ট পেরাইজ বাঁধা। পরদিনই এডা খুইল্যা জলে ফালাইবেন। একদিনের জইন্য পরেন না। দুশো টাকা গেল, মনটা খচ খচ করছিল

    বেস্ট ড্রামা, বেস্ট ডিরেকটর, বেস্ট স্ক্রিপ্ট, জুরিস স্পেশাল অনার। পরদিন খুলে জলে ফেললাম। শান্তি। অতগুলো প্রাইজ কিলো দরে বেচলেও দুশোর বেশি পাব

    সে শহরে যাতায়াত চলছে।
  • PM | 86.98.43.63 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:৩৫632276
  • রুপাঙ্কর-দা, রিদ্ধির পাতা ফাঁদে একদম পা দেবেন না এখন । এসব টই এর শেষে দেখা যাবে। এখন শুধু আপনার অভিজ্ঞতা শুনতে চাই।
  • PM | 86.98.43.63 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:৪৮632277
  • রিদ্ধিকে শুধু তর্ক করার জন্য-ই বলা - নিউটনএর সময় নিশ্চই আপনার মতই কেউ বলত যে " আমি জানি ক্লাসিকাল মেকানিক্স" সব বস্তুর জন্য-ই সত্যি। আপনি তাকে অনু-পরমানু বা কোয়ান্টাম মেকানিক্স বোঝাতে গেলে সিওর পাগলা গারদে পাঠাত :)
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০০:৪৯632278
  • তারপর ? তারপর যাতায়াত তো চলছেই। রোগ ভাল হচ্ছে যে ধীতে ধীরে।

    একদিন অমুক বাবু বললেন, আচ্ছা, আপনার বাড়িটা বন্ধন করে দিই আসুন। খরচ বেশি না, শ'দেড়েক মাত্র। মনে রাখতে হবে, এটা একুশ বাইশ বছর আগেকার কথা, তখন দেড়শো-দুশূ অনেক। আমি বললাম, ধূর মশাই, নাটক, বাড়ি বাঁধা, আমার আসল কাজের কি হল, স্ত্রীর অসুখ? তিনি বললেন, অ-মা, হে তো চলতেই আসে, হের লিগ্যাই তো কত কাম কইরা ফালাইলাম। কথাটা ফেলে দেবার মতও নয়, রিমার্কেবল ইমপ্রুভমেন্ট হচ্ছে।

    আমি বললাম। বাড়ি বন্ধন টা আবার কি? তিনি বললেন, এই যে, এই চারটে মাদুলি, বাড়ির চার কোনে পুঁতে দেবেন ব্যাস। বন্ধন হয়ে গেল। আমি বললাম চার কোনে পুঁতব কি করে, এক ইঞ্চিও মাটি নেই, সব বাঁধানো। মাথা টাথা চুলকে খানিক ভেবে তিনি বললেন, একটা হরলিকসের শিশিতে মাটি ভরে চার দিকে মুখকরে বসিয়ে দেবেন। বললাম তাতে কী হবে? তিনি বললেন, বাড়িতে চোর আসবেনা,এলেও কিছু নিয়ে যেতে পারবেনা।

    এই কথাটাতেই খটকা লাগল। কেন, তা পরে বলছি।

    কদিন পরের ঘটনা। সকাল বেলা নীচে নামতেই মা বলল, জানিস, কাল চোর এসেছিল। আমি বললাম, তাই নাকি ? কি কি গেছে ? মা বলল, সেটাই তো অবাক কান্ড। বাইরে থেকে কি করে জানিনা দরজা খুলেছে। অনেকক্ষণ ছিল। দশ বারোটা বিড়ির টুকরো পড়ে আছে, ওদের যন্ত্রপাতিও সব রেখে গেছে। কিন্তু এত কষ্ট করে ঢুকল কেন বলতো ? আমি বললাম, তার মানে? মা বলল, কিচ্ছু তো নেয়নি, কিচ্ছুনা।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০১:০১632279
  • আমার খটকা লেগেছিল কেন, তা বলছি এখন। নিজে ওসব বিশ্বাস করতামনা ঠিকই, তবে লোকের মুখে বাড়ি বন্ধন তো শুনেছি। চোর আসবেনা, এই জন্যই বন্ধন হয়। তাতে কাজ কি হয় কে জানে, চোর এলে কিছু না নিয়ে চলে যাবে। এমন কথা তো প্রথম শুনলাম। তাছাড়া হরলিকসের বোতলে মাদুলি, এ-ও শুনিনি কোনওদিন।

    কদিন পর অমুকবাবু বোম ফাটালেন। আরে মশাই, মিষ্টি খাওয়ান। বললাম। কি দু:খে? উনি বললেন, আপনার ছেলে হবে। আমি বললাম, বলেন কি মশাই, পুরুষমানুষের গর্ভসঞ্চারের কথাতো শুনিনি ইদানীং? উনি বললেন, শোনো কথা, আরে আমাদের বৌমার ছেলে হবে।

    আমি বললাম, আপনার মাথা টাথা ঠিক আছে তো? প্রথম কথা এই বুড়ো বয়সে ছেলে ? তারপর সে তো মারাত্মক অসুস্থ। অমুক বাবু বললেন, আপনে সামনের দিন যখন আইবেন, মিষ্টি লইয়া আইবে আইজকার ডেট দিয়া লিখ্যা রাখেন আমি সই কইরা দিতাছি।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০১:৫৭632280
  • মিষ্টি ছাড়াও ফল, চা পাতা, টুকটাক বিস্কুটের প্যাকেট, ছাঁদা বেধে গেলাম সে বাড়ি। দাদা বাড়ি নেই। বৌদি আদর করে বসালেন। সব শুনেছি, খুব ভাল খবর। মেয়েকে বললেন, ওরে তোর চা-খাওয়ার কাকু এসে গেছেন, চা বসা। দাদা নেই ? আর বলেন কেন, সেই চাকরীর ব্যাপারে গরমেন্টের সঙ্গে মামলা চলছেনা ? আচ্ছা বৌদি, দাদা তো অনেক বিদ্যে জানেন, তা নিজের মামলা টামলার ব্যাপারে...বৌদি তাড়াতাড়ি চা হয়েছে কিনা দেখতে ভেতরে সেঁধিয়ে গেলেন।

    অনেক রাত্রে দাদা ফিরলেন। আমি উস্খুস করছি। ফেরার ট্রেন পাবকি? দাদা, সব তো হল, এবার আসল জিনিষে নজর দেন একটু, আপনার বৌমার অসুখটা পাকাপাকি সারিয়ে দেননা, আপনার এত ক্ষমতা। আচ্ছা দাদা, আপনার এইযে পা দুটো খারাপ হয়ে যাচ্ছে,ভাল করে হাঁটতেও পারেননা, মামলায় জেরবার হচ্ছে নিজের জন্য কিছু...আরে কিযে বলেন, আমরা যারা 'কাজকম্মো' করি টরি, মায়ের কাছে নিজের জন্য তো কিছু চাইতে পারিনা...মা...মা...দিনকাল খুব খারাপ পরেছে বুঝলেননা। আমি বৌমার ব্যাপারে লেগে আছি, কোনও চিন্তা করবেননা। রাত হয়ে যাচ্ছিল, তবে দিনকাল খুব খারাপ পড়েছে বলে শ'দুয়েক নিদেন পক্ষে -

    বেশ কিছুদিন পরের ঘটনা। মেয়েরা প্রেগন্যান্ট হলে কর্টিজোন হর্মোন শরীর নিজেই প্রোডিঊস করে। রিউম্যাটয়েড আর্থারাইটিসের মত রোগও কপাল ভাল হলে অনেক সময় সেরে যায়। ম্যাডাম একটা চান্স নিয়েছিলেন, খাটলনা। ছেলে পাওয়া গেল বটে, হর্মোন সিক্রিশন বন্ধ হতেই হু হু করে অসুখ বাড়তে লাগল। অবস্থা বেশ খারাপের দিকে।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০২:১০632281
  • ছুটলাম আধা শহরে। দাদা, অবস্থা তো বেশ খারাপ, আপনার ঘোড়ার ডিমের 'কাজকম্মো' কতদূর? আজ কিন্তু পকেটে টাকা পয়সা নেই। দিনকাল খারাপ হলেও কিচ্ছু করতে পারবনা।

    দাদা রামকৃষ্ণ। টাকা মাটি-মাটি টাকা। আমি কি টাকা চেয়েছি? রোজকি টাকা চাওয়া যায় নাকি ? নিজের একটা বিবেক নেই ? ওহে বিবেকানন্দ, আমার বৌয়ের অসুখ সারবে কবে?

    দাদা সমাধি টাইপ বোম মেরে গেলেন। উনি সম্ভবত: মরফিনের নেশা করতেন। পর্দার ওপার থেকে গোপনে নিজেকে কি যেন ইঞ্জেক্ট করতেন দেখেছি। নেশার ঘোরে না ধ্যানের অধ্যাত্মিকতায় কে জানে, হারিয়ে গেলেন কোন জগতে। মিনিট দশেক পর চোখ খুলে বললেন, অসুখটা তো জবরদস্ত, তাড়াতে খুব কষ্ট। তবে হয়ে গেছে।

    আমি বললাম কী হয়ে গেছে? উনি বললেন, ওটা পা দিয়ে বেরিয়ে যাবে। পা দিয়ে? তার মানে ?উনি রহস্যময় হাসি দিলেন, দেখেনই না।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০২:৩৯632283
  • বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তার দেখছেন। কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে, কেউ আশা দিতে পারছেননা। বাঁচবে কি মরবে তাও কেঊ জানেনা। টেনশনে টেনশনে বাড়ির সবাই দিশেহারা। রোগী নিজে তো অবর্ণনীয় অবস্থায়। তার দিকে তাকানো যায়না।

    অনেকে বলল, এবার হোমিওপ্যাথ দেখান। অ্যালোপাথরা তো পারবেনা বলেই দিয়েছে। খবর নিলাম ভোলা চক্কোত্তি, বাগবাজারের সাহা বাবু, এমন কি মিহিজামের পি ব্যানার্জী না: এ রোগের দাওয়াই তাদের কাছেও নেই। চিকিৎসা করতে পারেন, তবে আশা দিতে পারবনা।

    আমাদের গোপালদাও হোমিওপ্যাথ। তবে ওনার চিকিৎসা একটু আনকনভেনশনাল। উনি দীপকদার মেয়ের যা চিকিৎসা করলেন, শুনে হোমিওপ্যাথরাও হাঁ। এই সিম্পটমে এই ওষুধ? বৃক্ষ তুমহারা নাম কেয়া হ্যায় ? ফল সে পহচানো। অসুখ সেরেছে কি? যার কোলন কেটে ফেলে স্টুলের ব্যাগ নিয়ে ঘোরার কথা, সে তো নেচে বেড়াচ্ছে।

    গেলাম গোপালদার কাছে। শুনে টুনে গোপালদা বলে উরিয়েবাবা, এ ত সাংঘাতিক অসুখ। এ সারানো আমার কম্মো নয়। আমার শুকনো মুখের দিকে চেয়ে বললেন, তা বলে গোপাল ভট্‌চাযের কাছে এসে মন খারাপ করে ফিরে যাবি? শোন, ওয়ান এম করে লেডাম পল দিয়ে দে।

    আমি বলল;আম, সে কি গো এতো টিটেনাসের ওষুধ। গোপালদা বলল, তুই দে না। ঠিক এক সপ্তাহ বাদে পায়ের নিচের দিকে অনেক ব্লিস্টারের মত ফোস্কা পড়বে, সেখান থেকে আস্তে আস্তে ঘা হবে। সারা শরিরের যত টক্সিন ঐখানে জমা হবে। বাকি শরীরটা বেঁচে যাবে।

    এক সপ্তাহ পর থেকে তাই হল।

    অমুকবাবুর ছবি বেরোল ক'দিন পর আনন্দবাজারে না আজকালে কি একটা কাগজে। বিরাট ছবি। অফ কোর্স ফর দা রঙ রীজন। জ্যোতিষ টোতিষ নয়, উনি 'গরমেন্টের' সঙ্গে কুড়ি বছর ধরে মামলা করে জিতেছেন। মা...মা......

    আমার ইন্সিওরেন্সের এজেন্ট ছিল জুলি( নাম বদল) সে ঐ পাড়ারই মেয়ে। বললাম অমুক চ্যাটার্জী কেমন লোক একটু খবর নাওতো। জুলি এসে বলল, পাড়ায় সবাই জানে তুকতাকের নাম করে লোক ঠকিয়ে খান ঊনি। মা...মা...
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০২:৪৪632284
  • আমার কথাটি ফুরোল, নটে গাছটি - চুলোয় যাক নোটে গাছ। অমুকবাবুর কোনও মাদুলিতে কিস্যু হয়না, কিন্তু উনি ঠিক খবর পান কী হতে চলেছে। সত্যজিত রায়ের মহাপুরুষের চারুপ্রকাশ যেমনভাবে সূর্য ওঠাতেন, ঠিক তেমনি। কিন্তু তাই বা কজন পারে?
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০২:৫২632285
  • মাঝখানের কয়েকটা পোস্ট এখন আর দেখতে পাচ্ছিনা, আমার এবং আরো কয়েক জনের। কী হল জানিনা। ঠিকঠাক বলা হলনা তা হলে
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০২:৫৫632286
  • মাঝের কয়েকটা পোস্ট উড়ে গেছে। তবে যারা আপডেট নিয়ে রেখেছেন, পরে তাঁরা ঠিক করে দেবেন আশা করছি।
    কিন্তু রূপংকরবাবু, সেই হোমিওপ্যাথি চিকিৎসায় উনি কতটা ভালো হলেন, কতদিন ভালো ছিলেন, সেসব কথা যে আপনার না বলা রয়ে গেল!
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:০২632287
  • হোমিওপ্যাথ গোপালদা সারাতে পারবেননা বলেছিলেন। উনি পুরো অসুখটাকে পায়ে বেঁধে রেখেছিলেন, এখনও তাই আছে। পা দুটো পচে পচে আর কিছু নেই কোমরটা ( পেলভিস) বাদ দিয়ে এখন স্টিলের পেলভিস। তবে ঊর্ধাঙ্গে কিছু নেই এখন। ক্লিনিকাল টেস্টেও কিছু পাওয়া যায়না। অবশ্য মেডিক্যাল সায়ান্সে এর ব্যাখ্যা নেই, ওঁরা শুনলে হাসেন।
  • aka | 168.26.215.13 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:১২632288
  • এ হয়েছে, রূপঙ্কর বাবু, ঐ কয়েকটি পোস্ট গেছে। ভুল করেই গেছে, কিন্তু গেছে। :((
  • achintyarup | 59.93.241.170 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:১৩632289
  • টেস্ট
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:১৫632290
  • একটিমাত্র প্রশ্ন আর। আপনাদের সেই পুত্র, যার জন্মের কথা এই সত্যকাহিনিতে আছে, এখন তাঁর বয়স কতো? মানে কতদিন হয়ে গেল এটা জানার জন্য আরকি। আশা করি কিছু মনে করছেন না।
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:১৮632291
  • সেটাতো লিখেছিলাম। এখন একুশ।
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:২০632292
  • এইমাত্র আরেকটা খটকা মনে এলো। সেই জ্যোতিষী কি বেঁচে আছেন না মারা গেছেন? ওনার পায়ের কী একটা অসুখ ছিলো বলছিলেন, সেটা কী হলো? সেরে গেল? ভদ্রলোকের বয়স কতো ছিলো উনি মামলা যখন জিতলেন?
  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:২৫632294
  • ওঁর যা শারিরীক অবস্থা দেখেছি, এতদিন টিকে থাকলে সেটাও মিরাকল। তবে ছবিটা বোধহয় ২০০০ সালের কাছাকাছি ছেপেছিল কাগজে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন