এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.162.246.112 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৮431760
  • তবে সিনেমাটা জাস্ট ক্লাসিক। মলিনা দেবী, তুলসি চক্রবর্তি, ভানু, জহর। আর ঐরকম স্ক্রিপ্ট।
  • অর্জুন | 162.158.118.119 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩২431759
  • @S , ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৪

    'সাড়ে চুয়াত্তরে' ওরিজিনল উত্তম কুমার ও সুচিত্রা সেনকে পাওয়া যায়।

    উত্তম কুমার ঐরকম ক্যাবলা আর সুচিত্রা সেন ওইরম 'ন্যাকা' ছিঃ)) ! ঃ)))
  • S | 108.162.246.244 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৬431758
  • তবে হেল্থকেয়ার ফর অল ব্যাপারটা ক্রমশ মান্যতা পাচ্ছে। প্রায় সবাই মেনে নিয়েছে যে কিছু একটা করতে হবে। সেটা বার্ণীর মেডিকেয়ার ফর অল, বা ওবামাকেয়ার এক্সপ্যানশান, বা অন্য কোনো ফর্মে কিছুটা হবেই। সরকারের যে একটা দায়িত্ব আছে এই ব্যাপারে সেটা সবাই স্বীকার করছে। এর অন্য কারণও আছে।

    ২০১৬র ইলেকশনে ট্রাম্প জেতার পর অনেকে বলেছিল যে ওবামাকেয়ারের জন্য রিপাব্লিকানরা ভালো ফল করেছে। পরে দেখা গেছে যে কথাটা সত্যি নয়। ওটা মোটামুটি অ্যান্টি-ইমিগ্রেশান, হোয়াইট সুপ্রিমেসির জোড়েই জিতেছিলো। ২০১৮র মিডটার্ম হল সেই ইলেক্শান যেটাতে লোকজন ওবামাকেয়ার রাখার জন্য কঙ্গ্রেসে ডেমদের মেজরিটি দেয়। আর তখনই দেখা যায় যে ডেমরা অনেকটা বাঁদিকে সড়ে গেছে। প্রচুর ফার্স্ট টাইম, সোশালিস্টটা ভোটে জেতে।
  • S | 108.162.246.244 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪২431757
  • ব্লুমবার্গের ক্যাম্পেইন মোটামুটি শেষ। ওয়ারেন বুঝিয়ে দিয়েছে যে হি ইজ অ্যানাদার ট্রাম্প। ব্লুমবার্গের একটাই কন্ট্রিবিউশান। সেটা হল অনলাইনে বার্ণীর সাপোর্টারদের বুলিয়িঙ্গের ব্যাপারটা সামনে আনা।

    ওয়ারেন - বার্ণী আবার মিলে যেতে পারে। আজকে তার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। নেভাডাতে ওয়ারেন ভালো ফল না করলে আর বার্ণী এক্সপেক্টেশান অনুযায়ী লীড করলে, ওয়ারেনের পক্ষে বেটার চয়েস বার্ণীকে এন্ডর্স করা। নইলে সাউথের স্টেটগুলোতে মডারেটরা, বিশেষ করে বাইডেন, ভালো করার চান্স বেশি।

    পীট বুডাজিজ মেপে পা ফেলছে। এই মুহুর্তে ডেলিগেটের সংখ্যায় এগিয়ে রয়েছে। খুব ভালো রিপ্লাই দেয়। সাউথ ক্যারোলাইনাতে একটু ঝড় ঝাপটা সহ্য করতে হলেও সুপার টিউসডেতে ক্যালিফোর্নিয়া, কলোরাডোর মতন স্টেটে ভালো করার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত নেভাডাতে ভালো বা মোটামুটি করে সাউথ ক্য্যারোলাইনাতে টিকে থাকাই এইমুহুর্তে সবথেকে ভালো স্ট্র‌্যাটেজি। ততদিনে দুয়েকজন সড়ে গেলে পীটের আরো সুবিধে হবে।

    বাইডেন ইজ হ্যাঙ্গিং অন। সাউথ ক্যারোলাইনাতে ভালো ফল করে সুপার টিউজডেতে একবার যেতে পারলে বাইডেনের ফিল্ড ওপেন হয়ে যাবে। ততদিনে ব্লুমবার্গ বার্ণীর যতটা ক্ষতি করার করবে এবং বাইডেন লাভবান হবে।

    এমি ক্লোবাচারের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। মডারেট হিসাবে নিজেকে ভালো প্রতিষ্ঠা করতে পেরেছে। কিন্তু বাইডেনের ভোট কাটবে। সেটা এস্টাব্লিশমেন্ট কেন এমি ক্লোবাচার নিজেও হয়তো চাইবে না। বিশেষ করে ওয়ারেন সড়ে গিয়ে বার্ণীকে সাপোর্ট করলে।

    এই ডিবেটে ওয়ারেণ ক্লিয়ার উইনার। এক ডিবেটেই ব্লুমবার্গ ক্যাম্পেইনকে শেষ করে দিয়েছে। বার্ণী স্বস্তি পেয়েছে। আমার ধারণা সুপার টিউসডেতে যাওয়ার আগে কিছু রফা হতে পারে। নেভাডা প্রাইমারিতে বার্ণী জিতলে ক্লিয়ার অ্যাডভান্টেজ টু সোশালিস্ট।

    এবং তখন সাউথ ক্যারোলাইনা প্রাইমারি প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ এই প্রথম রেড বেল্টে ঢুকবে প্রাইমারি। তাছাড়া প্রচুর মাইনরিটি ভোট। সেখানে মডারেটদের প্রথম ভালো করার চান্স থাকবে। অতেব এখনও অনেক নাটক দেখার আছে।
  • অর্জুন | 162.158.118.119 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৮431756
  • @সে, আবৃত্তি শুনে আমিও বড় হয়েছি। সম্পূর্ণ ভাবে সাহিত্য রসমুক্ত আমার বাবা মাঝে সাঝে জোরে কবিতা আবৃত্তি করতেন । যেসব কবিতা বাবার মনে থাকত। রেডিওতে আবৃত্তি হলে জোরে চালিয়ে দিতেন এবং আমাদের মন দিয়ে শুনতে বলতেন। এমনিতে গান, বাজনা পাগল মানুষ। বাবা, এল পি রেকর্ড, ক্যাসেট এসব জোরে চালিয়ে দিতেন। তার মধ্যে ছিল শম্ভু মিত্রের গলায় 'মধুবংশীর গলি' (জ্যোতিরিন্দ্র মৈত্রের রচনা)। মা কাজী সব্যসাচীর খুব ফ্যান। মা'র কাছে তাঁর আবৃত্তি, পাঠের গল্প শুনেছি। সাহিত্য রস থেকে বঞ্ছিত আমার বাবা, মা আবৃত্তি করত। এখন ভাবলে কি ভাল লাগে! বাবা বলছেন, মা ভুল ধরিয়ে দিয়ে পরের টা বলে গেলেন।

    ,পার্থ ও গৌরী ঘোষ আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দের। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আবৃত্তি ছাড়াও খবর পড়তেন মনে হয়। 'আজকের বিশেষ বিশেষ খবর'। একবার শান্তিনিকেতেন এক্সপ্রেসে বোলপুর যাচ্ছি। উনি আমাদের সামনে বসে সপরিবারে। আসে, পাশের সকলে গল্প জুড়লেন। বলেছিলেন উনি রেডিও ও দূরদর্শনে ওঁর অভিজ্ঞতার কথা লিখছেন। তবে স্কুল জীবনের পরে আবৃত্তি টানেনি একদম।

    'বনলতা সেন এবং নাটোর' 'ভিঞ্চির মোনালিসার' কনসেপ্টটা নিয়ে একটা ছোটগল্প বা মুক্ত গদ্য অনায়াসে লেখা যায়।

    'এই রহস্যময় কবিতাটির সঙ্গে দা ভিঞ্চির মোনালিসার তুলনা করা হলে, এই কবিতা রহস্যে মোনালিসাকে গুণে গুণে দশ গোল দেবে।' সম্পূর্ণ সহমত।
  • S | 108.162.246.52 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৮431755
  • ডেম ডিবেট দেখিনি। কিন্তু রিপোর্ট পড়লাম আর হাইলাইটস দেখলাম। ওয়ারেন ব্লুমবার্গকে গুছিয়ে ঝেড়েছে, যেটা বার্ণীকে খুব সাহায্য করেছে। নইলে সাধারনত যে ক্যান্ডিডেট এগিয়ে থাকে, এক্ষেত্রে বার্ণী, তাকে সবথেকে বেশি আক্রান্ত হতে হয়। ব্লুমবার্গকে মোটামুটি সবাই কথা শুনিয়েছে। উনার উত্তর দেওয়ার মতন বা কথা বলার মতন তেমন কোনও কিছু ছিল বলে মনে হয়্না। পীট বুডাজিজ বার্ণীকে আক্রমণ করেছে, কারণ এইমুহুর্তে এরা দুজনেই এগিয়ে রয়েছে। কিন্তু পীট বুডাজিজের পুরো ক্যাম্পেইন বড্ড কনসাল্টেন্ট ড্রিভেন সেটা আজ সামনে এসেছে। এমি ক্লোবাচারের, যিনি সার্প্রাইজিংলি আগের ডিবেটগুলো এবং প্রাইমারিতে ভালো করছিলেন, বোধয় আর নতুন করে কিছু বলার নেই অ্যাপার্ট ফ্রম যে তিনি মডারেট, যেটা এখন ডেমদের কাছে খুবেকটা অ্যাপিলিং নয়। ব্লুমবার্গ এসে বাইডেনের চাপটা একটু কমলেও, বাইডেন খুবেকটা ভালো পারফর্ম করেনি। সেই দুটো কথাই বলে গেছে যে আমি ইলেক্টেবল আর ওবামার ভীপ ছিলাম। এর পরে সাউথ ক্যারোলাইনাতে প্রাইমারি। সেখানে মাইনরিটি ভোট বাইডেনকে খুব হেল্প করার কথা। সেখানেও বাইডেন ভালো ফল না করতে পারলে গুড বাই হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি।
  • r2h | 172.69.134.176 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৯431754
  • এই বিষয়ে মাহবুব লীলেনের লেখা গুলি আমার খুব পছন্দের।
  • অপু | 172.69.134.14 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৫431753
  • আচ্ছা বলুন তো "ত্বাষ্ট্য" ( য ফলা কি আছে? ) অস্ত্র টা কী করতো?
  • S | 162.158.106.101 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৪431752
  • যুদ্ধে নিয়ম মেনে জেতার ব্যাপারটা অনেকটা কন্কালের বগলে চুলের মতন।
  • quark | 162.158.154.222 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:৩১431751
  • "যুধিষ্ঠিরের রথের চাকা ৪ আঙ্গুল ওপরে থাকতো" - প্রাচীন ভারতে ম্যাগনেটিক লেভিটেশন।
  • r2h | 162.158.166.56 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৭431750
  • একপুরুষঘাতিনী নামটা পড়েছি তো, একাঘ্নীও পড়েছি।

    ছোটবেলায় বু.ব গোষ্ঠীর কবিতা কেমন হাস্যকর লাগতো। এখন গম্ভীরভাবে পড়ার চেষ্টা করি। সুধীন দত্ত বিষ্ণু দে আবার বরাবরই পছন্দ।

    দ্রৌপদীর পঞ্চস্বামীর নৃতাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কি সব পড়েছিলাম, তখনো ঠিক এখনকার মত লিঙ্গ নির্বিশেষ মোটামুটি বাধ্যতামূলক মনোগ্যামি ফর্ম করেনি, নানান সমাজে নানান রকম চলছে, এইসব। জায়মান ধর্ম, সংস্কৃতি, সবকিছু।
  • Apu | 172.68.146.169 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৪431749
  • আজকে একবার দেখে নেবো। ঃ))

    রাজশেখর একপুরুষঘাতিনী ই লিখেছিলেন মনে হচ্ছে।
  • :-@ | 172.69.70.196 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:১০431748
  • “একপুরুষঘাতিনী” আবার কেমন অস্ত্র মশয়? একাঘ্নী অব্দি জান্তুম। এমন অস্ত্র মহাভারতেও আছে নাকি?
  • অরিন | 198.41.238.123 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:১০431747
  • @Amit:আমার কাছে যুদ্ধ ব্যাপার টাই অমানবিক বলে মনে হয়। যেকোনো প্রাণ হারানো টাই খারাপ, তবে প্রকৃতি তে তো সবই ঘটে, ভালো খারাপ যাই লাগুক না কেন।"

    সেটাই। 

    প্রকৃতি নিয়ে অনেক কিছু লেখার আছে, এখন দৌড়তে হবে , ফিরে এসে লিখব। 

  • Amit | 162.158.2.115 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:০২431746
  • @অরিন, আমার কাছে যুদ্ধ ব্যাপার টাই অমানবিক বলে মনে হয়। যেকোনো প্রাণ হারানো টাই খারাপ, তবে প্রকৃতি তে তো সবই ঘটে, ভালো খারাপ যাই লাগুক না কেন।

    ন্যায় অন্যায় ওভাবে ঠিক আমি বলতে পারিনা। ওটা জাস্ট আপু বাবুর লেখা পরে মনে হলো, তাই লিখে দিলুম। আমার নিজের মনে হয় - যুদ্ধে যেখানে জীবন মরণের সমস্যা, সেখানে নিজে প্রাণে বাঁচার জন্যে লোকে যাই করুক, সেটাকে সরাসরি অন্যায় বলা একটু মুশকিল। নিয়ম মেনে খেলা হতে পারে, যুদ্ধ নয়।

    তবে স-এর সাথে একমত। মহাভারতের ক্যারেক্টার গুলো অনেক টাই গ্রেয়, ভালো খারাপ বা সাদা কালো নয়, তাই বেশি ইন্টারেষ্টিং।
  • Apu | 172.69.134.26 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০431745
  • কিন্তু ঔচিত্যবোধ ?
    "অশ্বত্থামা হত ইতি গজ " র কেন করা হচ্ছে সেটা কি যুধিষ্ঠির জানতো না? মহাভারত বলছে তার আগে যুধিষ্ঠিরের রথের চাকা ৪ আঙ্গুল ওপরে থাকতো এই অন্যায় টি করার পরে তা মাটি স্পর্শ করে অর্থাৎ এটা অন্যায় সে টা ব্যাস ও মেনে নিচ্ছেন ঃ))
  • Apu | 172.69.134.26 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৫431744
  • অমিত, আচ্ছা নিমরাজি ঃ))
  • অরিন | 198.41.238.123 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৩431743
  • @Amit: "সামনে সামনি লড়ে মারা হয়নি। নানা ছল চাতুরী করে মারা হয়েছে। "

    বুঝলাম না, পাণ্ডবরা কৌরব পক্ষের কোন যোদ্ধাকেই পেছন দিক থেকে মারেনি, বা রাতের অন্ধকারেও মারেনি, তাহলে ছল চাতুরীর কথাটা উঠছে কিভাবে? ভীষ্মের স্বেচ্ছামৃত্যু, শিখণ্ডী পাণ্ডবপক্ষের জেনুইন যোদ্ধা, কমব্যাট না করার সিদ্ধান্ত একতরফা ভীষ্মের। "অশ্বথ্থামা হত ইতি গজ" বলে যুধিষ্ঠির মিথ্যা কথা বলেননি, দ্রোণাচার্যের ভুল বোঝার দায় অবশ্যই পাণ্ডবের  নয়। ইত্যাদি। 

    এবার আপনি যদি বলেন বধ ব্যাপারটাই অন্যায়, কিছু বলার নেই। যে কোন প্রাণহরণই অন্যায়, একটা মাছি থেকে শুরু করে মানুষ অবধি, যুদ্ধ ব্যাপারটাই ভুলভাল, বলুন, মেনে নেব। 

    বধ ব্যাপারটাই যেখানে/যদি ভুলভাল, সেখানে "ঠিকঠাক বধ" কথাটার মানে কি? সেইটাই তো জিগেস করলাম ।

  • Apu | 172.69.134.26 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫২431742
  • বড় এস, যেনতেনপ্রকারেণ জেতা তে আমার স্টং আপত্তি । নট ফেয়ার ঃ))
  • lcm | 172.69.23.20 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৮431741
  • দ,
    লেখার মধ্যে যথাস্থানে ছবির ইউআরএল পেস্ট করে দিলেই হবে, সাইজ অটোমেটিক্যালি এডজাস্ট হবে
  • Apu | 172.69.134.26 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৮431740
  • পিএম, ভারতবর্ষে কবে আসছো? এক দিন জমিয়ে মদ খাওয়া হোক আর সাথে বামেদের "সম্ভাবনা " নিয়ে সুগভীর আলোচনা।

    কী বলো?
  • S | 162.158.106.101 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৫431739
  • মহাভারতে কেউই ধোয়া তুলসিপাতা নয়। সবাই গ্রে ক্যারেকটার। সেইজন্যই এত প্রিয় আমার। সবকিছুর আবার একটা ব্যাক স্টোরি আছে।

    ন্যায়যুদ্ধ মানে ঠিকঠাক যুদ্ধ না। ন্যায়ের পক্ষে যুদ্ধ। যুদ্ধটা কৌশল করেই জিততে হবে।
  • Amit | 162.158.2.205 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৫431738
  • ইয়ে একপুরুষঘাতিনী অস্ত্রের নামের মধ্যে বোধহয় তেমন জেন্ডার বায়াস বা টেনে খেলানোর ব্যাপার সেরকম নেই। সে যুগে ছাড়ান ই দ্যান, এ যুগেও যুদ্ধ-টুদ্ধ তে মেয়েদের পার্টিসিপেশন কম ই, সব দেশেই। এভাবে সব কিছু দেখতে গেলে তো ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে।
  • PM | 162.158.6.27 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৩431737
  • সে এক দিন ছেলো, যখন ভাট এর গুরুত্বপূর্ণ লেখা কেউ না কেউ যত্ন করে সংগ্রহ করে নতুন টই খুলে তাতে দিয়ে দিত

    সে রাম ও নেই , না আছে সেই অযোধ্যা :(

  • অপু | 162.158.165.197 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৮431736
  • ঠিকঠাক যুদ্ধ =ন্যায়যুদ্ধ । অর্জুনের উচিত ছিল কর্ণের রথে ঘিরে আসা অবধি ওয়েট করা। সেটা সঙ্গত আর সমীচীন ও বটে।

    তাছাড়া সুকৌশলী কৃষ্ণ ঘটোৎকচ কে দাবার বোড়ের মতো এগিয়ে দিয়ে কবচ কুন্তলের বদলে ইন্দ্রের কাছ থেকে চেয়ে নেওয়া একপুরুষঘাতিনী, যেটা অর্জুন কে ভারার জন্যে কর্ণ স্টকে রেখেছিলেন, ( লক্ষ্য করুন অস্ত্রের নামেও কেমন পুরুষ দের টেনে খেলিয়েছে!!) ব্যয় করে দিয়েছেন।

    এ অবস্থায় অসহায় নিরস্ত্র কর্ণের মাথা আঞ্জলিক অস্ত্রে কেটে ফেলা আমার চোখে চরম কাপুরুষতা।
    মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন কে মানায় না
  • একলহমা | ২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:১০431735
  • @অপু
    হওয়া কাকে বলে ব্রাদার? :-)
    আপনাদের দুরন্ত আলোচনাগুলো পড়ি আর ভাবি,

    মানুষ কি করে পারে এতসব
    আমার মতই ত একটাই মাথা
    যা যা থাকে এখানে-ওখানে
    খেটে খায়, খুঁটে খায়
    এমন কি সংসার করে!
    তার ও পরে সূর্যমুখী - কি করে?
  • একলহমা | ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৭431734
  • অনেক ধন্যবাদ @অরিন
  • Amit | 162.158.2.229 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫২431733
  • ঠিকঠাক বলতে ব্রতীন বাবু মনে হয় বলতে চাইলেন সামনে সামনি লড়ে মারা হয়নি। নানা ছল চাতুরী করে মারা হয়েছে।

    তবে প্রবাদ গুলো সব কংফুসিং। ওতেই আবার আছে প্রেমে ও যুদ্ধে সকলি ন্যায়।

    আমি ওনার আগেই আগে বাড়িয়ে বলে দিলুম। বাঙালির নাক বাবা, সারাক্ষন সুড়সুড় করে, না গলালে শান্তি নেই।

    :) :)
  • অপু | 172.68.146.169 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৫431732
  • একলহমা । :)))

    ওই জন্যেই জীবনে কিছু হল না ।
  • অপু | 172.68.146.169 | ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৩431731
  • আরে অরণ্য দা যে? বস কেমন আছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত