এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 162.158.166.58 | ০৭ মার্চ ২০২০ ১৭:৫৬433891
  • ইভেন থ্রিলারেও, ডিটেইল যৌনতা পাবেন, কিন্তু রিলিজিঅস কার্স খুব কম। যদি না জনরা টাই সেরকম হয়।

    তো, সব ভাষার ই নিজস্ব প্রিযুডিস থাকে আর কী।
  • একক | 172.69.135.147 | ০৭ মার্চ ২০২০ ১৭:৪১433890
  • সাহিত্যে অপশব্দের ব্যবহার অন্য ভাষাতেও ঠিক যতটা এক্সেপটেবল ভাবা হয় ততটা আদৌ নয়।

    বরঙ্গ ইঙ্গরিজিতে তো অলিখিত গাইড্লাইন আচে, প্রোফ্যানিটি যেমন অকারনে ওহ ক্রাইস্ট, তার্পর সিউয়র বা কার্সিঙ্গ লাইক গো টু হেল, গড ড্যাম ব্যবহার করা যাবে না। যুডো ক্রিস্চন মরালিটি পুরো দমে মেনে চলেন অনেক লেখক ও পাব্লিশার। আমরা ক্রিস্চিঅন মরালিটির প্র‌্যক্টিশনার নই বলে পড়ার সময় টের পাই না।

    ফাক ওয়র্ড ও যতো টা টিভি শো তে বা মুভি স্ক্রিপ্টে থাজে ততটা লেখায় থাকে না। দেখবেন যেখানে এক্টা লোক বলার সময় বলে ফাকিঙ্গ অউসাম, সে লিখতে গিয়ে লেখে ফ্রীকিঙ্গ অউসম।

    ক্রাইম, থ্রিলার এসবে একটু ছার থাকে অবস্য।
  • দিলীপ ঘোষ | 162.158.18.63 | ০৭ মার্চ ২০২০ ১৭:৩৬433889
  • এক ধাক্কা ঔর দো
    রবিন্দরমূর্তি তোড় দো।

    নেকুপুষু সেকুপিসিদের দিন শেষ। খিস্তি দিন, আগে বাড়ুন।
  • এলেবেলে | 162.158.227.25 | ০৭ মার্চ ২০২০ ১৭:১২433888
  • @ও, এই শীলিত সাহিত্যের শীলিত ভাষার অন্যতম কারণ, ক্লিশে শোনালেও, উপনিবেশের ভূত। লেখকরা ওই ভাষাতেই অভ্যস্ত, পাঠকরাও। এই শুচিবাই বেশ কিছুদিন আগে পর্যন্ত সিনেমা-থিয়েটারেও ছিল। উৎপল দত্তও ওই শালা-বাঞ্চোৎ-শুয়োরের বাচ্চার বেশি ব্যবহার করতে পারেননি। শম্ভু মিত্রের তো প্রশ্নই নেই। এই পিউরিট্যান মানসিকতা বাঙালির সংস্কৃতির মজ্জায় মজ্জায়।

    কবিতায় কিছুটা চেষ্টা হয়েছে বটে কিন্তু সেটাও খুব উল্লেখযোগ্য নয়।

  • g | 162.158.227.25 | ০৭ মার্চ ২০২০ ১৭:০২433887
  • **হ্যাকম লাগে।

    এই রবীন্দ্রনাথ সংক্রান্ত বিতর্ক আর পোষায় না। ছোট থেকে ক্লান্ত হয়ে গেলাম।
  • hakhaga | 162.158.227.25 | ০৭ মার্চ ২০২০ ১৬:৫৫433886
  • ডিসি, ব্ল্যাকাডার দেবায়াতে এটা মনে পরলো। মন্ত্রী পাইথন, ব্ল্যাকআডার , ভিকার করতে হ্যাকার লাগে। এই ক্লিজ জেনারেশন যে কি করেছে কমেডি তে কল্পনা করা যায় না।
  • g | 162.158.227.25 | ০৭ মার্চ ২০২০ ১৬:৫৩433885


  • আমি মাইরি প্রথমে ফোটোশপ ভেবেছিলাম, কেউ অসভ্যতামো কোরে দিয়েছে।

    তবে এই বিতর্ক টা আমি ছোটো থেকে এতো দেখেছি, আর পোষায় না।

  • o | 108.162.219.149 | ০৭ মার্চ ২০২০ ১৬:৫০433884
  • কয়েকটা কথা। রবীন্দ্রনাথ তো বটেই, গোটা বাংলা সাহিত্যই অসম্ভব ভিক্টোরিয়ান। কেন? চারপাশে অহরহ লোকে যে ভাষায় কথা বলে, যেসব খিস্তি ব্যবহার করে, সেগুলো তো খুব স্বাভাবিকভাবেই লেখায় আসার কথা। কিন্তু বাংলায় ড্রয়িংরুম সাহিত্যে সেসব আসেনি। নিম্মবিত্তের কথা লেখা হয়েছে প্রচুর আবেগ মাখিয়ে, তাঁদের মুখের ভাষা প্রবেশাধিকার পায়নি। মধ্যবিত্তর তো নাকি রুচি নির্মিত হয়েছে ঠাকুর পরিবারের হাতে। ফলে সাহিত্যেও সেভাবেই আঁকা হয়েছে তাঁদের। হাংরী আন্দোলন হয়েছে, আরো পরে নবারুণ লিখেছেন, কিন্তু সেসব হাইলাইটেডঃ ওতে খিস্তি আছে, সাবভার্শন ইত্যাদি, জেনে পড়লে পড়। মেনস্ট্রিম সেই সত্যম শিবম সুন্দরম হয়ে থেকেছে। এই সেন্সরশিপ লেখকরা নিজেদের ওপর চাপিয়ে নিয়েছেন কেন? খিস্তি দূরে থাক, একটু নন-এলিট শব্দ হলেই সাহিত্য থেকে বাদ। প্রচুর বিশ্বসাহিত্য তো সবাই পড়েছেন। এমনকি এখন অনলাইনে এত গল্প লেখা হচ্ছে, সেখানেও খিস্তির স্বাভাবিক ব্যবহার নেই। হয় বাদ দিয়ে কৃত্রিম গল্প লেখা হয় অথবা প্রচুর খিস্তি দিয়ে লেখাকে কৃত্রিম করে তোলা হয়। কেন? গুরুতেও বেশ কিছু গল্প পড়ছিলুম, সেখানেও একই জিনিস। লেখকরা এইখানে যদি থাকেন, একটু আলোচনা করলে জানতে পারি ভাষা ব্যবহারে কেন এই সেন্সরশিপ? চারপাশের সম্পূর্ণ ঘেঁটে যাওয়া সমাজের ছিন্নভিন্ন ছবি আঁকার বদলে সুন্দর সেন্সিটিভ নান্দনিকতায় আস্থা রাখছেন কেন? এ কি অভ্যাস না সচেতন ভাবে বেছে নেওয়া টেকনিক?
  • এলেবেলে | 162.158.227.69 | ০৭ মার্চ ২০২০ ১৫:৫৬433882
  • *ওটা আর রবি ঠাকুরের গান নয়

  • এলেবেলে | 162.158.227.69 | ০৭ মার্চ ২০২০ ১৫:৫৩433881
  • অর্জুন জাস্ট ছেলেমানুষিই করছেন না, ভিক্টোরীয় শ্লীলতাতেও ভুগছেন। ইংরেজি সাহিত্যের ছাত্র হয়েও আপনি এলিয়টের 'অবজেক্টিভ কোলিরেটিভ' ভুলে যাচ্ছেন কেন? বিষ্ণু দে যখন ‘ক্রেসিডা’-য় রবীন্দ্রনাথের ‘কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে’ পঙ্‌ক্তিটি ব্যবহার করেন তখন সেটি আর কেবলমাত্র রবীন্দ্রনাথের থাকে না, তা একই সাথে বিষ্ণু দে-র পঙ্‌ক্তিও হয়ে যায়। 

    একই কারণে এলিয়ট তাঁর Tradition and Individual Talent-এ লিখছেন “ ... if we approach a poet without his prejudice we shall often find that not only the best, but the most individual parts of his work may be those in which the dead poets, his ancestors, assert their immortality most vigourously।”

    এখানে রোদ্দুর রবীন্দ্রনাথকে ওই অবজেক্টিভ কোরিলেটিভ তত্ত্বেই ভেঙেছেন। রবীন্দ্রনাথের বহুল প্রচলিত লাইনে একটি আখাম্বা 'বাঁড়া' ঢুকিয়ে গানটিকে রোদ্দুরোচিত করেছেন। ওটা আর রবি ঠাকুরের গান, ওটা রোদ্দুর রায়ের গান। এখন তাতে সঙোস্কিতিমনস্কো বাঙালি হা-হুতাশ করছেন। কোন বাঙালি? না যে বাঙালি রবীন্দ্রনাথের চারুলতা পড়ে, নষ্টনীড় নয়। আপনি নিশ্চয়ই সেই বাঙালি শ্রেণিভুক্ত নন। তাহলে এত হা-হুতাশ কেন?

    একটা ঝাঁকুনি দিতে চেয়েছে রোরা এবং সেই কাজে এখনও অবধি তিনি সফল। এবারে ক্রমাগত একঘেয়েমির শিকার হলে কালের নিয়মে তিনি এমনিই ফুটে যাবেন। নতুবা রয়ে যাবেন। দ্বিজেন্দ্রলালের এলিট স্যাটায়ার আপনি রোরাতে পাবেন না কারণ দ্বিজেন্দ্রলালের ক্যালিবার রোরার নেই। নেই তো নেই, থাকতেই হবে সেই মাথার দিব্যিও কেউ দেয়নি।

    আর পোশাক নিয়ে যা বলছেন সেই রকম কোনও নিয়ম কোথাও দেখিনি। গান শোনার জিনিস, তা গায়ক লুঙি পরে গাইছেন নাকি পাজামা পরে সেটা আমার কাছে ম্যাটার করে না। আমিও দেবব্রত-সুবিনয় শুনেই বড় হয়েছি এবং সুবিনয় আমার অত্যন্ত প্রিয় শিল্পীও বটে। কিন্তু সবাই বেম্ভবাদী ঘরাণার হবে তা প্রত্যাশাই করি না।

  • PM | 162.158.159.49 | ০৭ মার্চ ২০২০ ১৫:৪৮433880
  • অর্জুন বাবু , আপনি সকালে বললেন " কাল রবীন্দ্রভারতীর ঘটনায় ছাত্র, ছাত্রীদের পক্ষ না নিতে ট্রোলড হতে হচ্ছে।" .

    এখন বললেন "@PM, ফেসবুকে ট্রোলড হয়ে এখানে এসেছি। আজ্ঞে নাঃ।"

    আমি একটু কনফিউসড .

    যাই হোক আমার মানে হচ্ছিলো আপনি এখানে ট্রোল্ড হচ্ছেন , তাই বলেছিলাম . কোনো অসদ উদ্দেশ্য নেই :)

    আপনি যদি মনে না করেন যে আপনি কাল অন্য্ জায়গায় বা আজ এখানে ট্রোল্ড হয়েছেন তাহলে আমারই বোঝার ভুল . প্লিস ইগনোর .
  • অর্জুন | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ১৫:১৭433879
  • আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সংগীত গায়িকা। 

  • অর্জুন | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ১৫:১৬433878
  • আমার ফেসবুকে গিয়ে উঁকি দিয়েছেন যিনি তার উদ্দেশ্যে বলি, একজন তরুণীর পিঠে যে  'শব্দটি' পেন্ট করা ছিল সেটা   আমার কাছে ভীষণ আপত্তিকর মনে হয়েছে ।   আর পোস্টটি একটি ? দিয়ে শেষ হচ্ছে। 

    আর আমরা যারা আপত্তি করেছি তারা কেউ পুলিশে খবর দিতে বলিনি। ভারসাম্যের এত অভাব! 

    আনন্দবাজার  আমার অত্যন্ত প্রিয় প্রকাশক। 

  • r2h | 162.158.119.60 | ০৭ মার্চ ২০২০ ১৪:৫৩433877
  • হ্যাঁ, অল্প কিছু শুনেছি, ভালো লেগেছে
  • T | 162.158.155.109 | ০৭ মার্চ ২০২০ ১৪:৪৯433876
  • হুতোদা, তালপাতার সেপাই শুনলে? দিব্যি গায় ছেলেটি।
  • T | 162.158.155.109 | ০৭ মার্চ ২০২০ ১৪:৪৬433875
  • এটা খালি গলায় বেশী ভালো লাগে।
  • r2h | 162.158.118.243 | ০৭ মার্চ ২০২০ ১৪:৪০433874
  • কান | 172.69.63.250 | ০৭ মার্চ ২০২০ ১৪:৩৫433873
  • বেশ
  • :o? | 162.158.227.69 | ০৭ মার্চ ২০২০ ১৪:৩৩433872
  • প্রথম পিঠটাকে তো আমি সিওর শট ফটোশপ ভেবেছিনু। ও কি সত্য নাকি? আবার বন্ধুরা বোকা বানিয়ে এক লিখবে বলে অন্য লিখে পাশাপাশি দাঁড় করিয়ে ছবি তুলে নিয়েছেও হতে পারে।
    ফেবুতে ফেললেই ভাইরাল করার জন্য লোকে বসে আছে.
  • অর্জুন | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ১৪:২৯433871
  • @PM, ফেসবুকে ট্রোলড হয়ে এখানে এসেছি। আজ্ঞে নাঃ। ফেসবুকে আমার পোস্টে যারা পক্ষে, বিপক্ষে বলেছেন তাদের content খুব ভাল। সেখানে বেশ ভাল মত আলোচনা হয়েছে। ১০০ জনের মধ্যে ৫ জন ভুল্ভাল বকলে কি এসে যায়! আমি মনে করি content is king। 

    এখানে সেটা হল না। কখনো হয়ও না। হবেও না। 

    আপনার কাছ থেকে এরকম মেসেজ আশা করিনি। 

  • অর্জুন | 162.158.227.25 | ০৭ মার্চ ২০২০ ১৪:২৪433870
  • কান বাবু, ন্যাড়া বাবুর সম্পর্কে সার্টিফিকেট আপনার কাছ থেকে নিতে বাধ্য বোধ করলাম না। আমি জানি উনি ভাল গান এবং গানের সমঝদার। জহুরিকে জহর চেনাতে হয়না। 

  • T | 162.158.159.49 | ০৭ মার্চ ২০২০ ১৪:২০433869
  • বা হাঁসদা। রবীন্দ্রনাথ হাঁসদা।
  • S | 162.158.106.101 | ০৭ মার্চ ২০২০ ১৪:১৯433868
  • আচ্ছা রবীন্দ্রনাথের লাস্টনেম ঠাকুর না হয়ে অন্য কিছু হলে কি লোকের ভক্তিটা একটু কম হত? এই মনে করুন রবীন্দ্রনাথ মুকুজ্জে বা বোস বা সেন বা তলাপাত্র বা মন্ডল বা দাশগুপ্ত বা বাঁড়ুই।
  • অপু | 172.69.134.14 | ০৭ মার্চ ২০২০ ১৪:১৫433867
  • আরে রৌহিণ কী দিলে গুরু। ফাটিয়ে দিয়েছো তো। প্রগতিশীল গুরুর সাথে তাল মিলিয়ে একেবারে "খাপে খাপ" :))))
  • কান | 173.245.54.230 | ০৭ মার্চ ২০২০ ১৪:১৩433866
  • কান তৈরীর লিস্টটা সেরকম কিছু না। আসলে ন্যাড়াবাবু সঙ্গীত বিষয়ে পণ্ডিত লোক, প্রাচ্য পাশ্চাত্য, লঘু ধ্রুপদী ইত্যাদি নিয়ে নানা সময় নানান আলোচনা করেছিন, নিজেও চর্চা করে থাকেন, আর এগুলো কোন অফলাইন ব্যক্তিগত খবর না, গুরুর পাতাতেই হয়েছে সব, লেখাপত্র আছে, ঐ ব্যাপারে তাঁর ক্রেডিবিলিটি তৈরী হয়ে আছে।
    তাই, তাঁকে এই জিনিসগুলো বলতে হলে আগে নিজেরও কিছু ক্রেডিবিলিটি তৈরী করা দরকার, এরকম একটা ধারনা থাকা অস্বাভাবিক নয়।
    হতেই পারে আপনারও সমউচ্চতার দক্ষতা ও জ্ঞান আছে। তবে এখানে অন্যদের সেটা নিয়ে ধারনা না থাকায় এই কথাগুলো হয়েছে।

  • অর্জুন | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ১৪:০৮433865
  •  মা বললেন 'দক্ষিণী' তে শুধু শাড়ি আর ধুতির ব্যাপার নয়। মেয়েদের শাড়ি আঁচল কাধ অবধি জড়িয়ে বসতে হত এবং ছেলে, মেয়ে দুজনকেই ধুতি ও শাড়ি দিয়ে পা ঢাকতে হত। 

    শুভ গুহঠাকুরতা নিজে প্রত্যেকটা ঘরে গিয়ে সুপারভাইজ করতেন। গানের ক্ষেত্রেও উনি অতটাই কড়া ছিলেন। 

    এবার এটা শুনে আরো লাফালাফি শুরু হবে। 

    @ন্যাড়া, সুবল শিকদারের নাম শুনেছেন কিনা জানিনা। আমি যখন সরোদ শিখতাম উনি তখন একটা লিস্ট করে দিয়েছিলেন vocal  ও  instrument শিল্পীদের। বাবাকে জিজ্ঞেস করে জানাব। অবশ্য আপনি এটা সিরিয়াসলি জানতে চাইলেন কিনা জানিনা। আপনার দেওয়া লিঙ্কটা সময় মত পড়ে জানাব। 

  • o | 162.158.62.152 | ০৭ মার্চ ২০২০ ১৪:০১433864
  • এরকম হয়। বিপ্লবী ঠায় দাঁড়িয়ে আছে, বিপ্লব আসছে না। তখন এরকম লেখা বেরোয়। :-)
  • অর্জুন | 162.158.227.55 | ০৭ মার্চ ২০২০ ১৪:০১433863
  • এখানে একটা মজা আছে। সবাই নিজেকে পলিটিক্যালি ইনকারেক্ট । কিন্তু এক সহযোগে সকলের  'হারেরে'   তিড়িং বিড়িং দেখে এদের অ্যাকচ্যুয়াল পলিটিক্যাল কারেক্টনেসটা ধরা পড়ে যায়! 

    ন্যাড়া বাবুর এক ফলোয়ারের (চলতি বাংলাটা আর বললাম না) বড্ড আপসোস ন্যাড়া বাবু গানের কান তৈরির জন্যে আমার কাছ থেকে লিস্টি চেয়েছেন! :-( 

    কি করা যাবে ! 

    আবার কারো কারো মুগল দরবারে যেতে না পারার সুযোগ না পাওয়ায় কি বেদনা! 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত