এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 162.158.187.154 | ০৭ মার্চ ২০২০ ২০:০৭433921
  • এইতো নেগেটিভ ইমোশনের মধ্যে টিআরপি গুজে দিলাম। অনেক বেশি মনে থাকবে। ঃ)
  • একক | 162.158.167.183 | ০৭ মার্চ ২০২০ ১৯:৫৭433920
  • সেদিন, আমার ভাইরাস সংক্রান্ত জিগ্যাসার উত্তরে রমিত বাবু এবং আরেকজন, নাম মনে পড়চে না, বই এর খোজ দিয়েছিলেন, ধন্যবাদ :)

    আমি ননফিকশন খুজচি, দেখি পাই কি না।
  • Ramit Chatterjee | ০৭ মার্চ ২০২০ ১৯:৩৯433919
  • @এলেবেলে দা
    6 তারিখের আনন্দবাজারে আপনার লেখা তো পেলাম না।
    কবে বেরিয়ে ছিল লেখাটা ?
  • T | 162.158.155.109 | ০৭ মার্চ ২০২০ ১৯:৩৭433918
  • আকাদাই নিজের গ্রামের গ্রীনফোর্সের কথা ফেবুতে লিখে বা/এবং গুরুতে লিখে হুলিয়ে টিয়ারপি দিতে পারে তো। সব ভালো কাজেরই পাবলিসিটি প্রাপ্য। বলা যায় না, নেট বিপ্লবীদের থেকে এন্ডোর্সমেন্টও এলো।
  • একলহমা | ০৭ মার্চ ২০২০ ১৯:৩৫433917
  • o | 108.162.219.149 | ০৭ মার্চ ২০২০ ১৬:৫০
    খুব ভালো। ক্ক।
  • T | 162.158.155.109 | ০৭ মার্চ ২০২০ ১৯:২৮433916
  • ল্লেহ, নীতিপুলিশ বা পুলিশ লেলিয়ে দেওয়াটা খারাপ বলা যাবে না! যাত্তারা। বললেই নেট বিপ্লবী লিবারাল হ্যানা ত্যানা। মাইরি।
  • একক | 172.69.134.56 | ০৭ মার্চ ২০২০ ১৯:২৮433915
  • আর সকলেই কিছু ফ্যাসনে মেতেছে এমন ও নয়। তিন টি মেয়ে নিজেদের মধ্যে খিস্তি দিয়ে গান গেয়ে ভিডিও করেছিলো। সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করে। তার্পর ফেস্বুকে চলে আসে ও তাদের এখন পুলিশি হুমকির শিকার হতে হচ্চে।

    দিস ইজ নট ডান। কাল কে এই পাতায় কারো স্কুল পড়ুয়া সন্তানের সঙ্গেও হতে পারে। অবশ্য বলবেন " আম্রা এরকম শিক্খা দিই না, আমার বাচ্চা কর্তেই পারে না"।

    ব্যাপার টা করাকরির নয়। আপ্নাদের যদি মনে হয় অশ্লীলতা তো বচ্চাকে বোকুন, বোঝান, কাউন্সেলিঙ্গ কর্তে বোলুন সব ই ঠিকাছে,

    কিন্তু, এক্টা ফ্যসিস্ট স্টেট এম্নিতেই পাব্লিকের কন্ঠরোধ করার তালে আছে, তার সামনে ছেড়ে দিয়ে ব্যাড কার্মার দোহাই দেয়া টিপিক্যল এস্কেপিজম।
  • r2h | 172.69.134.116 | ০৭ মার্চ ২০২০ ১৯:২৫433914
  • ভালো কাজে হুজুগ দিতে হলে একস্ট্রা এফোর্ট দিতেই হয়, কী আর করা যাবে। যে কোন গঠনমূলক কাজেই ওটা করতে হয়।

    আর স্ক্রীনে মুখ গোঁজা লিবারালরা নিতান্ত ইনএফেকেটিভ হলে নেটে কোনটা হুজুগ হচ্ছে তা নিয়ে তো পরিতাপের কারন দেখি না।
  • r2h | 162.158.167.163 | ০৭ মার্চ ২০২০ ১৯:২৩433913
  • ওদের জন্য সহমর্মিতার দরকার নেই। পানের থেকে চুন খসলে পুলিশে লেলিয়ে দেওয়াটা সুবিধের নয়, বা তার সঙ্গে সমান্তরাল টেনে পাগলা কুকুরের সামনে সাবধান তো থাকতেই হবে (এটা আর সামান্য একটু এক্স্ট্রাপোলেট করলেই ঐ রাতবিরেতে একা ইত্যাদি আসে) বলে সেটাকে মান্যতা দেওয়া দেওয়ার মত কিছু না করার জন্যে সহমর্মিতার দরকার পড়ে না।

    যারা এই পুলিশগিরির বিরুদ্ধে, তাদের অনেকেই ওরা যা করেছে সেটা পছন্দ করেনি (আমি নিজেও করিনি)।
  • dc | 162.158.165.233 | ০৭ মার্চ ২০২০ ১৯:২১433912
  • এই যে নানান লোকে প্রবন্ধ লিখেছে নানান রকম মোটিভ অয়াস্ক্রাইব করে, এটা সবচে বড়ো ভুল। কয়েকজন নিজের গায়ে উল্কি এঁকেছে, তারা যা ইচ্ছে ভেবে এঁকেছে সেটা তাদের ব্যাপার, তাদের ওপর ছেড়ে দিলে হয়না?

    (গুরুর এডিটর একটু ঘেঁটে গেছে মনে হচ্ছে)
  • pi | 172.69.135.15 | ০৭ মার্চ ২০২০ ১৯:১৮433911
  • আর যদি তারা পার্কসার্কাস কি জেউ কি জেনেউ কি শাহবাগে এনারসি সিএএ নিয়ে আন্দোলনে জড়িয়ে থাকে, সেটা কি কর্মবিহীন হুজুগ হবে, সমর্থন পাবে আপনার, তাদের জন্য ঝাঁপিয়ে পড়বেন?
  • aka | 162.158.187.86 | ০৭ মার্চ ২০২০ ১৯:১৫433910
  • খারাপ তো বটেই, এই নয় যে হুজুগও খারাপ, সবাই সব সময়ে কোষ্ঠকাঠিন্যের মতন মুখ করে কাজ করে যাবে।

    মুশকিল হল নেটে টিআরপি (আবার অ্যানেকডোট) ঐ হুজুগ বেশি পায়, গ্রীনফোর্সের মতন কর্মকাণ্ড নয়। এতে একটা সোশাল বেন্চমার্ক তৈরী হয় যে হুজুগই সব, তাতে লিবারালিজমের ছোয়া থাকলে তা আরও ভালো।

    আবার বলি এই আমাদের গ্রামের গ্রীনফোর্স আমাকে নতুন করে ভাবাচ্ছে।
  • একক | 162.158.165.197 | ০৭ মার্চ ২০২০ ১৯:১২433909
  • কে কখন প্রাউড হবে সে ভেবে ইউথ চলেনা। স্ট্রিট ড্গ কমিউনিটি তে গিয়ে দেখুন এক্দল ছেলে মেয়ে অসুস্থ কুকুর কে তুলে এলে গায়ের ঘা পরিস্কার করছে। কেও দেখে হুলিয়ে প্রাউড হলেন। পরের দিন দেখলেন তার মধ্যে দুটি ছাত্র গিয়ে ধর্মতলায় হোক চুম্বন কর্ছে। এবার নিন প্রাইড কোথায় লুকোবেন লোকান ঃ))

    এতো সাদা কালো শিশুতোষ নয় সবকিছু।
  • aka | 162.158.187.190 | ০৭ মার্চ ২০২০ ১৯:০৯433908
  • একটা যুব সমাজ যদি কর্মবিহীন শস্তার ফ্যাশনে মেতে ওঠে সেটা তাদের চয়েজ, অবশ্যই সেই নিয়ে তাদের ব্যাকল্যাশ হলে খারাপ।

    কিন্তু তাদের প্রতি আমার ব্যক্তিগত সহমর্মিতা কম।

    বরঙ্গ ঐ গ্রীনফোর্সের জন্য আমি ঝাপিয়ে পড়ব। এই।
  • r2h | 172.69.135.147 | ০৭ মার্চ ২০২০ ১৯:০২433907
  • আচ্ছা, লিবারালদের স্ক্রিন দেখা হারাম, অলিবারালদের হালাল? তা ঠিক আছেঃ)

    ~~~

    আমার অন্তত ধারনা, প্রতিক্রিয়া ইত্যাদি শুনে পড়ে - না জেনে বুঝে হুজুগেই করেছে।
    কিন্তু তবুও পুলিশ লেলানো অন্যায়।
  • r2h | 162.158.166.56 | ০৭ মার্চ ২০২০ ১৮:৫৯433906
  • নাঃ, বিপ্লব টিপ্লব না। জাস্ট নিজে ওরকম মনে করি আরকি, যে হওয়া উচিত না।

    অনেকেই ভাবে না, এসব হয়ও। এসব যুক্তিও ভালোই চালু।
    নতুন কিছু না।
  • aka | 162.158.186.251 | ০৭ মার্চ ২০২০ ১৮:৫৭433905
  • দেখে ভালো লাগে, আমার গ্রামে একদল যুবক, যুবতী, পরিবেশ নিয়ে মেতে উঠেছে, কি উতসাহ, উদ্দীপনা, তাদের হোয়াটসায়াপ গ্রুপে পোস্টে ঝড় বয়ে যায়। প্রতি উইকেণ্ডে কোন না কোন জায়গায় গাছ লাগাচ্ছে বা গাছের পরিচর্যা করছে, বা পরিবেশ নিয়ে প্রচার করছে। প্রাউড অফ দেম।

    অধিকাঙ্গশ লিবারালরা (আমার অ্যানেকডোট) এক্ষেত্রে উফফ কি ল্যাদ বলে স্ক্রীনে মনোযোগ দিয়ে থাকেন অথবা শস্তা প্যারডি লিখে মহান বিপ্লবের স্বপ্ন দেখেন।
  • PT | 162.158.159.89 | ০৭ মার্চ ২০২০ ১৮:৫৭433904
  • "এই পিউরিট্যান মানসিকতা বাঙালির সংস্কৃতির মজ্জায় মজ্জায়"
    সে নাহয় বোঝা গেল। কিন্তু এই ছেলে-মেয়েগুলো কি সেই প্রাতিষ্ঠানিকতাকে ভাঙার জন্য এই কান্ড ঘটালো? নাকি সেরেফ ছাগলামি করে বিনা পয়সায় অন্ধকার রায়কে বিখ্যাত করে দিল?
    আর অন্ধকার রায় নিজেই একটা প্রতিষ্ঠানে পরিণত হয়নি তো?
  • aka | 162.158.187.138 | ০৭ মার্চ ২০২০ ১৮:৫২433903
  • না না হওয়া উচিত নয় বলে নব্য লিবারালরা নেটে বিপ্লব করিবেন, ইহা নেটী বিপ্লব। আন্তর্জালে ঔচিত্যের বিপ্লব।
  • প্রশ্ন | 141.101.77.13 | ০৭ মার্চ ২০২০ ১৮:৫১433902
  • রবীন্দ্রভারতী কাণ্ডে আপত্তি আছে? দিল্লি দাঙ্গার প্রতিবাদ করেছেন? নির্ভয়া মামলার উকিলের কথা শুনে গর্জে উঠেছেন? জিজিয়া করের সময় ঔরঙজেবের কুশপুত্তলিকা পুড়িয়েছেন? আপ ক্রনোলজি সমঝিয়ে।
  • r2h | 172.69.134.26 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৯433901
  • এইটা একটা ধ্রুপদী যুক্তি।

    রাতবিরেতে এক বেরুলে এমন তো হবেই।

    উহ।
  • r2h | 162.158.167.183 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৮433900
  • সেই। অয়াটেনশন আর পুলিশ লেলিয়ে দেওয়া এক নয়।
    বাকি সব তো ছেড়েই দিলাম।

    ইনফ্যাক্ট এই জিনিসটা বুঝতে পারা তো কঠিন কিছু না।
  • aka | 108.162.237.57 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৮433899
  • যদি জানেন যে পাড়ায় পাগলা কুত্তা আছে, তাও যদি তার সামনে গিয়ে কায়দা করেন তাহলে কামড় খাবার চান্স থাকেই।

    হাজার হাজার পাগলা কুত্তা নেটে ঘুরে বেড়াচ্ছে। পিক ইওর ব্যাটেল। এনারা এটাই এদের ব্যাটেল বলে পিক করেছেন।
  • শালিখ | 172.69.35.18 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৫433898
  • পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি, কথাঞ্জলির কবিকে ডিলিট দেয়। সেটার চেয়ে রোদ্দুর রায় কম অশ্লীল।

    যেমন ইনস্টিটিউশন তেমন ছাত্র।
  • একক | 172.68.146.169 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৪433897
  • কমেন্ট ফেভরেবল না হওয়া আর ব্লাসফেমি ল্য নাবিয়ে আনা এক জিনিস না। প্রথম টা ইগ্নোর করা যায়, তালিবান গিরি শুরু হলে অন্য সমস্যা হবে।
  • r2h | 172.69.135.135 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪৩433896
  • রোদ্দুর রায় গানের ব্যাখ্যা শুনে ঘাবড়াবেন কেন, ওঁর নিজেরই তো অনেক রকম ব্যাখ্যা আছে। এই ঘটনাটা নিয়ে ভিডিও বিবৃতিও দিয়েছেন দেখলাম।

    অয়াটেনশন, হ্যাঁ, এই সোশাল মিডিয়ার যুগে তো ওটা এড়াবার উপায় নেই।

    ওদিকে মালদার কোন স্কুলে কজন বাচ্চা মেয়ে নাকি কি খিস্তি দিয়ে ভিডিও তুলেছে, সেই নিয়ে মোড়লরা সব ঝাঁপিয়ে পড়েছে। বীরত্ব দেখে ভির্মি লাগে, উহ।
  • aka | 162.158.187.84 | ০৭ মার্চ ২০২০ ১৮:৪০433895
  • আমি না ছোটবেলায় শুনতাম

    “যেতে যেতে পথে পূর্ণি মাড়াতে... ইত্যাদি“
  • aka | 162.158.187.54 | ০৭ মার্চ ২০২০ ১৮:৩৩433894
  • গানের কান থেকে বা** গান সব নিয়েই আলোচনা চলছে।

    তবে মাইরি রোদ্দুর রায়ও ঘাবড়ে যাবে ওর গানের এইসব ব্যাখ্যা শুনে।

    কথা হল যারা খোলা পিঠে রঙ্গ মেখেছেন বা রোদ্দুর রবি ঠাকুরের গানে বা** ঢুকিয়েছেন ওনারা এইটুকু অ্যাটেনশন দাবী করেন। পাচ্ছেনও, কি করা যাবে সব কমেন্টতো আর ফেভারেবল হবে না।
  • T | 162.158.159.49 | ০৭ মার্চ ২০২০ ১৮:২৯433893
  • বিনোদ ঘোষাল টা আবার কী বস্তু?
  • অলোক গোস্বামীর লেখা | 162.158.227.69 | ০৭ মার্চ ২০২০ ১৮:১৪433892
  • আজ একটি খবরের কাগজে বিনোদ ঘোষাল নামক এক লেখক রবীন্দ্রভারতী কান্ড নিয়ে একটি ফিচার লিখেছেন যেটার শিরোনাম,"ক্ষমতা থাকলে এদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতাম।"
    অনেক বিলাপের শেষে তিনি লিখেছেন," এনআরসি ভাল না খারাপ, তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকত, আমি অন্তত এই একটা বিষয়ের জন্য আপনাদের নাগরিকত্বের কৌলীন্য এবং অধিকার নিয়ে প্রশ্ন তুলতাম। দেশে জন্মালেই যে নাগরিক হওয়া যায় না, সেটা আপনাদের ভাষাতেই আপনাদের বুঝিয়ে দেওয়ার এবার সময় এসেছে। "
    ওপরের লাইনগুলো আপনার কেমন লাগলো, জানিনা হে পাঠক তবে আমি কিন্তু শিউরে উঠেছি। মনে হয়েছে, তাহলে ক্ষমতাবান মোদী সরকার সঠিক কাজই করেছেন! এবং সেটা বোঝাতেই উনি ঘটনাটার সুযোগ নিচ্ছেন?
    বিনোদ ঘোষাল কী রকম লেখক আমার জানা নেই। কখনও পড়িনি ওর লেখা, তবে লেখক এটুকু জানি। আর এখানেই আমার আতঙ্ক। একজন লেখকের চিন্তাভাবনা যদি এরকম হয় তাহলে যারা ওই মেয়েগুলোর জন্য ধর্ষণ বরাদ্দ করতে চাইছেন তাদের দোষ কোথায়? কিম্বা যারা সহি হিন্দু কিম্বা সহি মুসলমান না হওয়ার দোষে প্রকাশ্যে কোতল করে, তাদের?
    যদিও বিনোদন জোগান দেয়াটাই যাদের একমাত্র উদ্দেশ্য তারা তো এমনটাই করবেন, এতে আশ্চর্যের কিছু নেই। খুঁটে খেতে হলে চোখ খোলা রাখতেই হয়। রাতারাতি বাবু বদলাতেও হয়। কিন্তু মুসকিলটা হলো কট্টর এনআরসি বিরোধী আমার সেসব লেখক বন্ধুদের নিয়ে, যারা মানুষের স্বার্থে এতদিন সোচ্চার হয়েছেন। কি করবেন তাঁরা? লেখাটার প্রতিবাদ করবেন? নাকি লেখাটি এড়িয়ে গিয়ে নীরবে মুখ শোঁকা শুঁকি করবেন? আহা, সহলেখক বলে কথা!
    সেক্ষেত্রে আমি একটা শ্লোগানই তুলব, দুনিয়ার গিরগিটি এক হও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত