এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিশ্বরূপ রায় | 141.101.98.107 | ০৯ মে ২০২০ ১৫:৪৩444667
  • @??

    যেখানে ঘটনা ঘটেছে ছবি তে তো কিছুটা ফাঁকা জমি দেখাচ্ছে 

    অবশ্য দেখার ব্যাপার, কেউ বলতে পারে হাত পা ছড়িয়ে আয়েশ করে শোবার জন্য লাইন বেটার 

  • sm | 162.158.89.102 | ০৯ মে ২০২০ ১৪:৪৮444665
  • এখন হয়েছে কি,এইসব শ্রমিকেরা ক্লান্ত হয়ে ট্র্যাক এর ওপর ঘুমিয়ে পড়েছিল।তিনজন বেঁচে গেছে , যাঁরা লাইনের বাইরে শুয়ে ছিল।ট্র্যাকের ওপর শুয়ে পড়েছিল স্রেফ ক্লান্তিতে।
    প্রথম দিকে বসে বসে ঝিমোচ্ছিল।পরে ঘুমিয়ে পড়ে। এখানে ছবিও আছে।
    https://indianexpress.com/article/india/india-lockdown-maharashtra-aurangabad-migrant-workers-killed-train-6399556/
  • ?? | 162.158.166.254 | ০৯ মে ২০২০ ১৪:২৮444664
  • রেল লাইনের পাশে প্লেন জমি!! একটু ছবি দেবেন??
  • দল | 162.158.23.16 | ০৯ মে ২০২০ ১৪:২৩444663
  • কষ্টকর তো বটেই। পুরো ব্যাপারটাই খুব কষ্টকর।
  • বিশ্বরূপ রায় | 141.101.98.133 | ০৯ মে ২০২০ ১৪:১৮444662
  • @দল 
    লাইন এর পাশে দেখেছি আর সেটা লিখেছি 
    লাইন এর ওপর দেখিনি 
    উত্তেজনায় লাফিয়ে উঠে পাল্টা যুক্তি দেবার আগে আমার লেখাটা অনুগ্রহ করে আরেকবার পড়ে নিন  প্লিজ 

    সার্বিয়া , কুর্দিস্তান , আফ্রিকা র অনেক দেশ , ১৯৭১ বাংলা পাঞ্জাব অনেক লোক বাড়ি চাকরি হারিয়ে পরিযায়ী হয়েছে 

    একটা পেপার কাটিং বা লিংক দেওয়া যাবে কি যেখানে লাইন এর ওপর ১৬ বা ১০ জন ঘুমোচ্ছিলো ?

    আমি বলেছি পরিযায়ী হবার পেছনে সরকার এর অপদার্থতা অন্য বিতর্কের প্রসঙ্গ 

    রেল লাইন এর পাশে দুদিকে ৬ ফুট প্লেন জমি রাখা হয় পলিসি হিসাবে 

    খোয়া তে সোয়া ও কষ্টকর মাটি র তুলনায় 

    আরেকবার আমার লেখা টা পড়ে আসুন না 

    যুক্তি দিয়ে আলোচনা করার প্রচেষ্টা কে ধন্যবাদ 

  • দল | 172.69.134.182 | ০৯ মে ২০২০ ১৪:০১444661
  • বিশ্বরূপবাবু, আপনি রেললাইনের পাশে লোক ঘুমোতে দেখেননি তা ভালো কথা, তবে আধুনিক ভারতে কেউই প্রায় মানুষকে প্রাণের মায়া ছেড়ে শুধু বাড়ি পৌঁছনোর জন্যে হাজার মাইল হাঁটতে দেখেনি। তাই আপনার ব্যক্তিগত দেখাশোনার অভিজ্ঞতার ওপর এতটা ভরসা এই মুহূর্তে না করাই ভালো।
    রেললাইন সাধারনত সমতল হয় আর ধারগুলো ঝোপঝাড় ঢালু ইত্যাদি, আর ঐ এক কিলোমিটার দূর থেকে বোঝা যায়, তাতে প্রথমত অঙ্ক খাতা নিয়ে বস্তে হবে যে ঘুমিয়ে পড়া মানুষের (ক্লান্তি আতঙ্ক ওসব ধরলাম না, ওগুলো অঙ্কে আসবে না) উঠে দৌড় লাগাতে কত সময় লাগে আর মালগাড়ি এক কিলোমিটার দূরত্ব কত সময়ে অতিক্রম করে, আর সাধারন মানুষের ধারনা হলো লকডাউনের বাজারে গাড়ি ঘোড়া ট্রেন এসব চলছে না। আর আমরা এই গুরুর পাতায় টাইপ করার সময় যত ঠান্ডা মাথায় যুক্তি তর্ক সাজাতে পারছি ও বুধ্যঙ্কের সদুপযোগ করতে পারছি, আমাদের হুড়কো দিয়ে বাড়ি থেকে বের করে রাস্তায় ছেড়ে দিলে ততটা পারবো না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গুলিয়ে যাবে।

    যা হচ্ছে তা আমরা কখনো দেখিওনি, ভাবিওনি, কারো কোন অভিজ্ঞতাও নেই, এবং যাঁরা মারা গেছেন তাঁদের পরিস্থিতিতে আমরা কখনো পড়িওনি।
  • বিশ্বরূপ রায় | 162.158.158.214 | ০৯ মে ২০২০ ১৩:৫৩444660
  • @কি খোরাক 
    অবশ্যই 
    আর যুক্তি কম পড়লে পাঁঠা বলে abuse করার চেষ্টা ও বিপ্লব 

  • কি খোরাক | 162.158.158.214 | ০৯ মে ২০২০ ১৩:৫১444659
  •  আমি PT র কথার বিরোধিতা করছি 
    বিপ্লব আছে , কিন্তু সবাই দেখতে পায়না

    এইযে মাঝেমধ্যে দলবল নিয়ে নবান্ন গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আসা 
    এটা কি রাজ্য সরকার এর নীতি র ওপর আঘাত হানা নয় ?

  • PT | 162.158.155.43 | ০৯ মে ২০২০ ১৩:৪০444658
  • "বিকল্প তাত্ত্বিকরা" সেই যে সদরে কামান দাগো দিয়ে শুরু করেছিলেন, তারপরে কামান, গোলা এবং তাঁরা নিজেরাও কপ্পুরের মত উবে গিয়েছেন নাহলে হাওয়াই চটিতে মেরুদন্ড নিবেদন করেছেন।
  • :-)) | 172.68.146.205 | ০৯ মে ২০২০ ১৩:৩৩444657
  • কে এই Dhritiman Arse? কোথায় ক আঁটি ফেলে কী অ্যাচিভ করেছে শুনি? এই বিশ্বপাঁঠাটাই বা কোত্থেকে উদয় হল?
  • :-)) | 172.68.146.205 | ০৯ মে ২০২০ ১৩:৩৩444656
  • কে এই Dhritiman Arse? কোথায় ক আঁটি ফেলে কী অ্যাচিভ করেছে শুনি? এই বিশ্বপাঁঠাটাই বা কোত্থেকে উদয় হল?
  • বিচ্ছু ছেলে | 162.158.159.49 | ০৯ মে ২০২০ ১৩:২৬444655
  • কে যেন আবার বলে বেড়াচ্ছে অলস মস্তিষ্কের উপমা টা আজকাল বদলে গ্যাছে 
    আজকাল নাকি বলা হয় 
     

    অলস মস্তিস্ক গণশক্তির ছাপাখানা 
     

  • দল | 162.158.23.100 | ০৯ মে ২০২০ ১৩:২৩444654
  • ওহো সরি ধীমান না ধৃতিমান।
  • বিশ্বরূপ রায় | 162.158.159.53 | ০৯ মে ২০২০ ১৩:২৩444653
  • আসুন না, নিজের সুখের চাকরিটা ছেড়ে বসতি অঞ্চলে বাকি জীবনটা কাটান, বা ভূমিহীন কৃষকদের মাঝে থাকুন কদিন। তবেই তো মানুষ আপনার কথা শুনবে, তাইনা!!
    আর যদি তা না সম্ভব হয়, মার্ক্স-লেনিন-মাও ওই আলমারির সো কেসেই শোভা পাক। একদিনের মিটিং মিছিলের গলার শিরা ফোলানো বক্তিমে তাদের দুটো চুল ছেঁড়া যায়।

    আহা , এই তো জ্ঞানচক্ষু খুলে দিলেন , এইবার গুরু র চেতনা জেগে উঠবে , একজন মাকু তো আবার মালগাড়ি থামানো নিয়ে প্রশ্ন করলে অমিতবিক্রম দেখিয়ে লোকজন কে ভক্ত বলে দাগিয়ে দিচ্ছেন , আপনার লেখা পড়ার পর উনি আশা করবো কাল ই সুখের চাকরি ছেড়ে ভূমিহীন দের সঙ্গে থাকতে শুরু করবেন এবং সেই জীবনের বর্ণনা অমিতশক্তিধর লেখার মাধ্যমে গুরু তে রেগুলার আপডেট দেবেন 

  • দল | 162.158.23.100 | ০৯ মে ২০২০ ১৩:২৩444652
  • কমিউনিস্ট দলগুলি খারাপ, অপদার্থ, চুল ছেঁড়া মার্কস লেনিন মাও সব অকাজের, সে না হয় বোঝা গেল।
    কিন্তু এত অপদার্থ লোকেদের ওপর ভরসা না করে, বিকল্প তাত্ত্বিকরা কিছু করুন তাহলে।

    শিক্ষক সংগঠন বা কর্মচারী ইউনিয়ন টিএডিএ নিয়ে, শ্রমিক সংগঠন মাইনে মজুরী ওভারটাইম, সুরক্ষা নিয়ে, কৃষক সংগঠন ফসলের দাম ঋণ মকুব নিয়ে প্রাথমিকভাবে ভাববে এটাই তো স্বাভাবিক।
    সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রতিপক্ষ, জনমত, শাইনবাঞ্ছা এগুলো মাথায় না রাখলে হবে কী করে।

    আর 'দোর্দন্ড প্রতাপশালী স্বঘোষিত কমিউনিস্ট দল' - এই ব্যাপারটা বোঝা গেল না। তার মানে এরা আসল কমিউনিস্ট দল নয়, শুধু স্বঘোষিত? আর প্রতাপ কোত্থেকে এলো? এই যে ধীমানবাবু বললেন এদের বক্তৃতায় কাদের যেন দুটো চুল ছেঁড়া যায়?

    বক্তৃতা দিয়ে চুল ছেঁড়া অবশ্য সোজা কাজ না। এ যেন দীপক রাগ গেয়ে আগুন ধরানো।
  • শ্রমিক সংগঠন? | 172.68.146.199 | ০৯ মে ২০২০ ১২:১১444651
  • দোর্দন্ড প্রতাপশালী স্বঘোষিত কমিউনিস্ট দলগুলোর প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে স্বীকার করুন, ভারতীয় প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলন আপনাদের তথাকথিত সংগঠিত ক্ষেত্রের মধ্যেই গোল গোল Loop Hole এ ঘুরে বেরিয়েছে। আপনাদের সংগঠন কখনোই অসংগঠিত ক্ষেত্র নিয়ে ভাবতে পারেনি। আর ভাবতে পারেননি বলেই আজ যখন কাতারে কাতারে শ্রমিক নিজস্ব কর্মক্ষেত্র থেকে নিজ নিজ বাড়ির পথে হাঁটতে শুরু করেছে, বাবুদের DA আর TA আর মাইনে বাড়ানোর আন্দোলনের আড়ালে "দুনিয়ার মজদুর এক হও" ডাকের খেমটা নৃত্য ক্রমশ উলঙ্গ হয়ে পড়ছে আপনাদের।

    একশো বছরের আন্দোলনের এমনিই হাল, যে মজদুর নয় তা কেবল গুটিকতক শিক্ষক, হাইয়ার ক্লাস বুদ্ধিবেচা শ্রমিকদের মাইনে বাড়ানোর অধিকারেই সীমাবদ্ধ থেকে গেছে।

    সংগঠনের মাথায় একটাও খেটে খাওয়া দলিত আদিবাসী সর্বহারা নেতা নেই, গুটিকতক বই মুখস্থ করা মধ্যবিত্ত তথাকথিত ইন্টেলেকচুয়াল মাথা বসে রয়েছে, যাদের সাথে একজন হিসাবের বাইরে থাকা কাগজ কুড়ানো শ্রমিকের কোনো সম্পর্কই নেই। আপনারা বই চিবোন, তত্ত্বের অশ্বডিম্ব পাড়ুন। তত্ত্ব দিয়ে গর্ত ভর্তি হয়না মশাই আর আপনাদের সুমহান লেকচার শুনে যারা দৈনিক ১৫০-২০০ টাকা উপার্জন করে, তারা রাষ্ট্রের বলি হোক, তাই তো??

    আসুন না, নিজের সুখের চাকরিটা ছেড়ে বসতি অঞ্চলে বাকি জীবনটা কাটান, বা ভূমিহীন কৃষকদের মাঝে থাকুন কদিন। তবেই তো মানুষ আপনার কথা শুনবে, তাইনা!!
    আর যদি তা না সম্ভব হয়, মার্ক্স-লেনিন-মাও ওই আলমারির সো কেসেই শোভা পাক। একদিনের মিটিং মিছিলের গলার শিরা ফোলানো বক্তিমে তাদের দুটো চুল ছেঁড়া যায়।

    লিখেছে
    Dhritiman Ares
  • Дж | ০৯ মে ২০২০ ১১:৪৮444650
  • "ভালো সংগঠন থাকলে, ভালো ভালো দক্ষ শ্রমিকনেতা থাকলে এই সময়টাকে কিছুতেই তাঁরা এমনি এমনি চলে যেতে দিতেন না। একটা না একটা ঘা মারতেনই, কোথাও না কোথাও ব্যবস্থা বদল করতেনই।"

    হুবহু আমান এটাই মনে হচ্ছিল কদিন ধরে।

  • স্বগতোক্তি | 192.42.116.25 | ০৯ মে ২০২০ ১০:০২444649
  • Atoz | 162.158.187.200 | ০৯ মে ২০২০ ০৬:৩২444648
  • ভালো সংগঠন থাকলে, ভালো ভালো দক্ষ শ্রমিকনেতা থাকলে এই সময়টাকে কিছুতেই তাঁরা এমনি এমনি চলে যেতে দিতেন না। একটা না একটা ঘা মারতেনই, কোথাও না কোথাও ব্যবস্থা বদল করতেনই।
    বহু বছর ধরে অত্যাচার হত জারের শাসনেও, কিন্তু বিপ্লব তাও হতে পেরেছিল, ব্যবস্থা বদলে গেছিল। ফরাসী বিপ্লবের আগেও সাধারণ গরীব মানুষের উপরে অত্যাচার চলত, তারপরে বিস্ফোরণ ঘটল মানুষের বিক্ষোভের।
    কিন্তু অনেক দক্ষ নেতা দরকার, সুকৌশলী এবং দৃঢ়। যাদের কিনতে পারবে না ক্ষমতাবানেরা।
  • Amit | 162.158.2.211 | ০৯ মে ২০২০ ০৫:৪২444647
  • কয়েকজন ভক্ত আবার রেল লাইনে কেন শ্রমিকরা শুতে যাবেন, ওনারা হয়তো শোলে র স্টাইল এ মালগাড়ি থামাতে গিয়ে ফালতু শহীদ হয়েছেন তার তদন্তে নেমেছেন দেখলাম আগের কয়েকটা পোস্টে. ভালো. তো এনাদের প্রিয় সরকারকে এনারা জিগাতে পারেন তো কেন এতো হপ্তাহ ধরে চিড়িয়াখানা র মতো করে শ্রমিক দের এই অবস্থায় ঠেলে দেওয়া হলো যে বাড়ি পৌঁছতে মালগাড়ি থামাতে হয় -? তাহলে এতো কষ্ট কোরে তদন্তের সময় বাঁচে আরকি.

    সব সুখী ভক্তের দলবল WFH করে নিশ্চিন্ত মাস মাইনে পেয়ে , পেটপুরে খাওয়া দাওয়া সেরে তারপর শখের তদন্তে নেমেছেন ওনাদের প্রিয় সরকারকে ডিফেন্ড করতে. অলস মস্তিকের কাজ না থাকলে যাহয়. কিসেরযেন একটা কারখানা.
  • আলিবাবা | 141.101.98.133 | ০৯ মে ২০২০ ০৫:৩২444646
  • পুরো  দেশ কাশ্মীর ? শুনেই ঠান্ডা লেগে গ্যালো , যাই গার্গল করি গিয়ে 

  • Amit | 162.158.2.205 | ০৯ মে ২০২০ ০৫:১৬444645
  • হাজার হাজার বছর ধরে মার খেতে খেতে, জাতপাতের বেসিস এ ক্রমাগত ডিসক্রিমিনেট হতে হতে শ্রমিক, চাষি, দলিত , আদিবাসী - সবার মেরুদন্ড টাই ভেঙে গেছে ইন্ডিয়াতে. মানুষের মতো বাঁচতে হলে উঠে যে দাঁড়ানো দরকার, পাল্টা মার যে দেওয়া দরকার দল বেঁধে - সেই বোধটাই আর এনাদের নেই. ইন্ডিয়া তে এইভাবে সাব হিউমান এক্সিস্টেন্স ই এনাদের ভবিতব্য.

    আর ফেকুর জন্যে তো করোনা আর লক ডাউন পুরো আশীর্বাদ হয়ে এসেছে. এই সুযোগে পুরোদস্তুর নাজী রুল চালু হয়ে যাবে. কোনো প্রতিবাদের জায়গা দেখলেই গলা টিপে ধরা হবে. মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবই তো পুরোদস্তুর তেনাদের দখলে. খবর কিচ্ছু পৌঁছবে না বাইরে, সবই পোস্ট ট্রুথ. পুরো দেশটাই কাশ্মীর হলো বলে.
  • Atoz | 108.162.238.4 | ০৯ মে ২০২০ ০৪:৫৭444644
  • ভারতে এখনও যদি দেশব্যাপী শ্রমিক বিপ্লব হয়ে দেশব্যাপী ব্যবস্থা বদল না হয়, তবে আর কবে হবে? এ তো চরমে পৌঁছেছে অবস্থা। শ্রমিকনেতারাই বা কোথায়?
  • Atoz | 108.162.238.4 | ০৯ মে ২০২০ ০৩:২৬444643
  • একটা ঘোরতর এলিয়েন ব্যাপার। হয়তো বেশ কয়েকটা এলিয়েন গোষ্ঠী একসঙ্গে হয়ে প্যাঁচটা কষেছে। প্রশ্ন হল, এরা চায় কী? বিশ্বব্যাপী কোনো বিপ্লব? কোনো বিশাল পরিবর্তন?
  • lcm | 172.68.143.65 | ০৯ মে ২০২০ ০২:৩৫444642
  • খেয়েছে! এর মধ্যে এই মে মাসে নাকি মাসছে শৈত্য প্রবাহ, বরফ, ঝড়-বৃষ্টি ---

    Polar vortex will batter US with snow, wind and frigid temps this weekend

    "Over 100 million Americans will drop below freezing over the next few days," CNN meteorologist Dave Hennen says.

    https://www.cnn.com/2020/05/08/weather/polar-vortex-cold-plunge-record-heat-weekend-forecast/index.html
  • বিবেক | 162.158.159.49 | ০৯ মে ২০২০ ০২:১৬444641
  • @বিশ্বরূপ রায় 

    এক দিক দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখলে কথাটায় যুক্তি আছে , গরিব বা ক্লান্ত বা গৃহহীন মানুষ যত দেখেছি , আজ পর্যন্ত কাউকে রেল লাইন এ শুয়ে ঘুমোতে দেখিনি . 

    লাইন এর পাশে দেখেছি 

    ইন্টারনেট এ ফটোশপ বাদে কেউ আজ অবধি শুয়ে ঘুমোনোর ছবি ও কোথাও নেই 

    এ লোকগুলো গরিব বা ক্লান্ত কেন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু কোনো শ্রমিকের এতো কম ইক নয় যে ট্রেন লাইন এ ঘুমোবে 

    আরেকটা ব্যাপার হলো কেউ আহত বা বেঁচে নেই , 17 জন পাশাপাশি রেল লাইন এ শুয়ে পড়লো আর সবাই কাটা পড়ে মরে গেল এটা অবিশ্যস্য . ইন্ডিয়া তে গরিব আর ক্লান্ত লোক ২০০ বছর ধরে আছে , মনে হয়না কেউ কোনোদিন লাইন এ  শুয়েছে 

    না রে তোপসে ........ঠিক বিশ্বাসযোগ্য হলোনা 

  • দু | 108.162.210.225 | ০৯ মে ২০২০ ০২:১৪444640
  • ইথিওপিয়া তে কি অনেক গুজরাটি থাকে?
  • সো | ০৯ মে ২০২০ ০২:১৩444639
  • $%^&*(!@ বাবু, আমি বাকিদের কথা জানিনা তবে আমাদের রান্নাঘর এর খাবার যাদের জন্য হয় তারা নিজেরাই থাকে ছেড়া সেলাইকরা প্লাস্টিক বা চটের বস্তার ছাউনি তে, পাকাঘর তাদের স্বপ্ন, আমাদের বাড়ির থেকে ময়লা নিয়ে যায় পুরুষেরা, তারপর সারাদিন ধরে বাড়ির মা ভাই বোন বাবা দাদা কাকা রা মিলে সেই নোংরা ছেটে প্লাস্টিক কাঁচ লোহা টিন এসব আলাদা করে।
    ওদের ওখানে রান্নাঘর চালানো অসম্ভব বন্ধু।

    যদিও আজ থেকে রান্না হবে রাস্তায় পার্কিং এ অল্প জায়গা নিয়ে আমরা শুধু কাটা কাটির কাজ করবো কারণ এপার্টমেন্ট এর লোকেরা আর চাইছেন না
  • দু | 108.162.210.225 | ০৯ মে ২০২০ ০২:১২444638
  • ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত