এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.11.148 | ১৪ জুন ২০২০ ১৯:১৬447665
  • আমার মতামত আমি এখন বলেছি আগেও বলেছি পরেও বলব, তাতে আলোচনার অসুবিধা হলে খুব ই বিরক্তি কর। সব ইউজার দের অন্য ইউজারদের ভ্যালিডেশন না পেলে আলোচনায় খুব অসুবিধা হয়েছে , এরকম এভিডেন্স বিশেষ নেই, আর যদি থেকে থাকে তাহলে কনভিকশনের অসুবিধা আছে। কে কি বলবে কোন বিষয়ে বলবে ভাটে বলবে না টই য়ে বলবে , প্রবন্ধে বলবে না ছবিতে বলবে না কনভারসেশন করবে সেটার কোন নিয়ম নেই তবে তার জন্য রিডিকিউলাস মত প্রকাশ করা হয়নি তাই না, স্বচ্ছন্দে এক ইউজার এর মত রিডিকিউলাস ধরে নিয়ে আলোচনা চালানো যেতে পারে, নতুন কিসু নাই। প্রবন্ধে র কথাটা অবজেক্টিভিটির স্বার্থে বলা হয়েছে, অভীর বা অন্য মানুষদের প্রবন্ধের জন্য আমার ধারণা ছিল অনেকেই অপেক্ষা করছে।
  • pi | 2402:3a80:a7c:73d:0:52:ebfd:af01 | ১৪ জুন ২০২০ ১৮:৫০447664
  • এই জন্য গুরুতস কিছু লিখিতে ইচ্ছে করেনা। বিরক্তিকর। জীবনে সবার সবকিছুতে অব্জেক্টিভ পোবোন্দো লেখা ছাড়া আর কিছু করার নেই।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.93.145 | ১৪ জুন ২০২০ ১৮:৩৪447662
  • বলছি যে একজন মারা গেল, হতে পারে বিখ্যাত লোক, লেট দেয়ার বি সাম প্রাইভেসি। প্রথমেই সাংঘাতিক বিচলিত হয়ে বিরাট আলোচনার কি দরকার বুঝতে পারছি না। বিচিত্র একটা সমাজ আমাদের, একজন চলে গেল, আর সমস্ত মেডিয়া স্পেকুলেশন আর স্পেশাল নিউজ শুরু করে দেয়, আমরাও পার্টিসিপেট করতে শুরু করে দিলাম।

    আই মিন দ্জ হু আর ক্লোজ মাস্ট বি এবল টু অ্যাফোর্ড সাম প্রাইভেসি। কদিন পরে অবজেকটিভ পোবোন্দে আপত্তি নাই। অবশ্য কিছু একটা হলেই উত্তেজনাটাই রীতি।

    আমার জেনেরালি মনে হয় মনস্তত্ত্ব বিষয়্টার চর্চায় একটা বড় গলতা হল, ইট প্রবলেমেটাইজেস দ্য ইন্ডিভিজুয়াল। যেন সমাজের রাষ্ট্রের কোন সমস্যা নাই।
  • সনাতন মন্ডল | 80.211.134.42 | ১৪ জুন ২০২০ ১৮:১৮447661
  • খিস্তি খেউড় করতে জানলে ডিপ্রেশন ধরলেও বেশিক্ষণ থাকতে পারে না। Catharsis একধরণের। মনের সব ক্লেদ বেরিয়ে যায়। এটা নিয়ে সবাই সিরিয়াসলি ভাবুক। ইয়ার্কি মারছি না। এ পরীক্ষিত পদ্ধতি। বন্ধুবান্ধব না থাকলে আয়নার সামনে দাঁড়িয়েই হোক একা একা। কিছুক্ষণের মধ্যে মরণের ইচ্ছা পগার পার হয়ে যাবে।

  • | ১৪ জুন ২০২০ ১৭:৪৪447660
  • পাই, হুতো,
    অভির টইটা কেউ তুলে দাও না।

    অভি,
    লেখো না একটু হাত চালিয়ে
  • অর্জুন | 223.223.144.64 | ১৪ জুন ২০২০ ১৭:২৫447659
  • ফেসবুকে আমার পরিচিত  একটি ছেলে অ্যামাজনে চাকরি করত। চেন্নাইয়ে থাকত। ৩২ মত বয়েস হবে। বন্ধু বান্ধব নিয়ে একদিন বাড়িতে পার্টি করল। পরের দিন তার দেহ মিলল। ফ্যানের সঙ্গে ঝুলছে । পেপারে খবরটা বেরিয়েছিল। ইনভেস্টিগেশনে কি বেরিয়েছে পরে জানিনা। গত বছর দুর্গা পুজোয় ম্যাডাক্স স্কোয়ারেও দেখেছিলাম ।   

  • pi | 2402:3a80:a7c:73d:0:52:ebfd:af01 | ১৪ জুন ২০২০ ১৭:২২447658
  • অনির্বাণ, রিসেন্ট বহু কেসে একেবারেই তাই।
  • অর্জুন | 223.223.144.64 | ১৪ জুন ২০২০ ১৭:১৮447656
  • মুম্বই পুলিশ কনফার্ম করেছে আত্মহত্যা । ইন্ডিয়া টুডের সাংবাদিক বান্দ্রায় ওর বাড়ির  সামনে থেকে রিপোর্ট করল, এক মাসের ওপর কারো সঙ্গে বিশেষ কথা বলছিল না। এমনিতে খুব হাসিখুশী এবং  প্রতিবেশীদের সঙ্গে দেখা হলেই কথা বলত সুশান্ত । 

  • অনির্বাণ | 86.20.255.32 | ১৪ জুন ২০২০ ১৭:১৭447655
  • "এক অংশ রক্ষণশীল, আরেক অংশ প্রগতিশীলই এই বাইনারিতেই বা কীকরে ফেলি" - এই বাইনারির প্রয়োজন আছে কি? 

    "এমনকি যে ইস্যুতে এরা সবচেয়ে সোচ্চার দেখেছি, যেমন জেন্ডার জাস্টিস, তাতেও অফেন্ডার আবার এরাই, অনেক ক্ষেত্রে।" - এই লাইনটা পড়ে মনে হচ্ছে যে যারা অফেন্ডার তারাই সোচ্চার হচ্ছে। তা তো নয়। 

  • aka | 2600:1005:b145:a92a:8d36:d68a:a0cd:8059 | ১৪ জুন ২০২০ ১৭:১৩447654
  • আনক্যানি, কাল রাতেই আমি ধোনি মুভির সিনগুলো দেখছিলাম।
  • pi | 2402:3a80:a2d:29a2:0:4b:296:3a01 | ১৪ জুন ২০২০ ১৬:২৩447653
  • দিশার কেসে পরশু থেকে খুনের তদন্তও শুরু হয়েছে!

    কী অদ্ভুত, জানিনা কদ্দুর সত্যি। স্পেকুলেট করা উচিত ও না। কিন্তু এটা পড়ে চমকে গেলাম, সুশান্ত সিং এর বাড়িতেও কাল বন্ধুবান্ধব মিলে গেটটুগেদার ছিল।
  • pi | 2402:3a80:a2d:29a2:0:4b:296:3a01 | ১৪ জুন ২০২০ ১৬:২০447652
  • আত্মহত্যা না, পুলিশ এখন ওটা আক্সিডেন্ট বলছে।

    Now, as per the police report, Disha did not commit suicide but fell off the window of the apartment at 1 am on Tuesday. It is also reported that she was drinking with friends after dinner and was tipsy and hence, she slipped off the window.

    Also Read - Disha Salian Death: Sushant Singh Rajput Mourns Death of Ex-Manager, Says ‘Such Devastating News’

    On the basis of the Police interrogation of the close friend, Disha was suffering from depression from the last few days. It has also been reported that she had a fight with her fianc , Rohan Rai, before allegedly falling off the window
  • pi | 2402:3a80:a2d:29a2:0:4b:296:3a01 | ১৪ জুন ২০২০ ১৬:১১447651
  • এই যে, কবিতাদুটো। প্রায় ২০ বছর আগে হারানো মাকে নিয়ে।

    "Blurred past evaporating from teardrops. Unending dreams carving an arc of smile. And a fleeting life, negotiating between the two.... (sic)."

    "As long as you were, I was. Now just in my memories I come alive. Like that shadow But just flickers. Time doesn’t move here. It’s beautiful mother. It’s forever... (sic)."

    https://www.instagram.com/p/CA-S3cIDWOx/?utm_source=ig_web_copy_link
  • S | 2a0b:f4c2:2::1 | ১৪ জুন ২০২০ ১৫:৪৭447650
  • কয়েকদিন আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজারও সুইসাইড করল।
  • pi | 2402:3a80:a2d:29a2:0:4b:296:3a01 | ১৪ জুন ২০২০ ১৫:৪৬447649
  • আমি ওঁর কৈশোরে হারানো মাকে নিয়ে লেখা কবিতাদুটো পড়ছিলাম, একটা তো দিনদশেক আগের। এখন পড়ে কেমন আনক্যানি লাগছে। আগে পড়লে হয়ত শুধু সুন্দর লাগত। এখন লোকজন বলছে, ঘরে আন্টিডিপ্রেসান্ট পিল পাওয়া গেছে। কেউ যদি জানে উনি ডিপ্রেশনে ভুগছিলেন, তাহলে কবিতাগুলো বেশ নেগেটিভ দিকে ইংগিত করে, ক্লোজ লোকজনেরা বুঝেছিলেন নিশ্চয়?
  • pi | 2402:3a80:a2d:29a2:0:4b:296:3a01 | ১৪ জুন ২০২০ ১৫:২২447648
  • সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন।
  • S | 2405:8100:8000:5ca1::910:fcab | ১৪ জুন ২০২০ ১৪:৫৫447646
  • সেনেট ইলেকশানের কথাটাই ভাবুন। ৫৮.৪% ভোট পেয়েও ২ টো সীট কমেছিল ডেমদের, আর ৩৯% এর কম ভোট পেয়েও ২সীট বেড়েছিল জিওপির। এটা হাউসের ইলেকশানে হওয়ার সম্ভাবনা কম। জেরিম্যান্ডারিং আছে অবশ্যি।
  • S | 2405:8100:8000:5ca1::330:923d | ১৪ জুন ২০২০ ১৪:৫০447645
  • আমেরিকার রাজনীতি নিয়ে অ্যালার্জি থাকলে এই পোস্ট পড়বেন না।
    ------------------------------------------------------------
    @দীপান্জনঃ ঐ টইতে বাজে আলোচনা করতে চাইনা। তাই এখানেই উত্তর দিচ্ছি। ট্রাম্প বা জিওপি কেন ইমিগ্রেশানকে কোর ইস্যু বানালো, সেটাই প্রশ্নের। আর ফল আলাদা হয়েছে কেন সেটা বুঝতে গেলে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশান, ইলেকটোরাল কলেজ, উইনার টেক্স অল, আর তার সাথে কঙ্গ্রেসের ইলেকশানের পার্থক্যগুলো একবার ভেবে দেখুন।
  • হুলো বেড়াল | 79.137.40.179 | ১৪ জুন ২০২০ ১৩:০০447644
  • dc | 103.195.203.92 | ১৪ জুন ২০২০ ১২:৪৯447643
  • এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি নিজেকে লি বেড়াল হিসেবে পরিচয় দিতে ভালোবাসি। যেখানেই যাই দুয়েকটা বেড়াল জুটে যায়, তাই।
  • sm | 42.110.165.9 | ১৪ জুন ২০২০ ১২:১২447642
  • #শেয়ার

  • sm | 42.110.165.9 | ১৪ জুন ২০২০ ১২:০৯447640
  • আমি আবার কোথায় লিখলাম দেশের বর্ণ বাদ নিয়ে লেখা হয় নি!!পাতার পর পাতা লেখা হয়েছে। আমেরিকার বর্ণবাদের সঙ্গে মিশিয়ে খিচুড়ি তৈরী করা হয়েছে।আর সবকিছুতে ট্রাম্প ফোড়োণ হিসাবে এসেছে।

  • avi | 2409:4061:2182:9d5d:2a8d:589b:83fe:7bf2 | ১৪ জুন ২০২০ ১২:০৩447639
  • "অনুর্ধ তিরিশ বয়সীদের নিয়ে একটা ফোরাম টাইপের ছাত্র-যুব সংগঠন হওয়া উচিত পার্টিজানদের বাদ দিয়ে। এই বয়সটায় মানুষের সংবেদনশীলতা বেশি থাকে, ধান্দাবাজি কম থাকে, স্বার্থচিন্তা কম থাকে, একটা হালকা চালের ব্যাপার থাকে, পার্টিজানশিপ ও গোঁয়ার্তুমি কম থাকে, তর্ক বিতর্কের প্রতি আগ্রহ থাকে, ভুল করার ভয় কম থাকে। এইগুলোকে পাথেয় করে একটা ঐক্যবদ্ধ ফোরাম যদি হয়, যা অবশ্যই ফ্যাসিবাদবিরোধী হবে, সমতাবাদী হবে এবং রাষ্ট্র ও পুঁজিবাদের সীমা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে ও সমস্ত রাষ্ট্রীয় নির্বাচনে উদাসীন লাইন নেবে কিন্তু অন্যান্য নির্বাচনে (কলেজ, অফিস, ক্লাব, নাগরিক কমিটি ইত্যাদি) অংশ নেবে -- তাহলে ছাত্রযুব বয়সে প্র্যাক্সিস না থাকার জন্য বয়সকালে রাজনৈতিক বোঝাপড়ায় যে সমস্যা হয় তা দূর হবে।"

    - হুবহু এই ছকে সোভিয়েত ইউনিয়নে কমসোমল চলত। আদর্শগুলো একটু পাল্টে নিলে এবিভিপিও এই লাইনেরই প্রতিষ্ঠান।

  • sm | 42.110.165.9 | ১৪ জুন ২০২০ ১১:৫০447637
  • এটি,ইয়ে কে বললাম।লিখতে থাকুন, লজ্জা করবেন না।

  • sm | 42.110.165.9 | ১৪ জুন ২০২০ ১১:৪৯447636
  • একমত নাই হতে পারেন,তাতে আপত্তি কোথায়?কেউ তো মাথার দিব্যি দেয় নি, সব ব্যাপারে একমত হতে হবে!! যদি অতীতে কিছু পুড়ে গিয়ে থাকে, বার্ণল সাপ্লাই দিতে পারি।

    লিখতে থাকুন।একমত হলে বলবো না হলে সেটাও বলবো।--))

  • pi | 2402:3a80:a5a:5bd9:0:5e:e80a:e901 | ১৪ জুন ২০২০ ১১:৪৭447635
  • নিচের আলোচনা পড়ে ক'দিন আগে শমীকদার লেখা এক্কটা পোস্ট মনে পড়ছিল। হয়তো এখানেও খণ্ডদর্শনই আছে। বয়েজরুমলকার বা একটার পর একটা মিটুতে এই প্রজন্মের ছেলেমেয়েদের যে ছবি এসেছে, আবার আশ্চর্যজনকভাবে তারাই সবচে বেশি আন্দোলনে রাস্তায় থেকেছে, সোশ্যাল জাস্টিস ওয়ারিয়র ও বটে, তাতে তো আরো গুলিয়ে যায়। এক অংশ রক্ষণশীল, আরেক অংশ প্রগতিশীলই এই বাইনারিতেই বা কীকরে ফেলি, প্রতি ভাগের নিজের মধ্যেই পুরো এক স্পেকট্রাম।
    এমনকি যে ইস্যুতে এরা সবচেয়ে সোচ্চার দেখেছি, যেমন জেন্ডার জাস্টিস, তাতেও অফেন্ডার আবার এরাই, অনেক ক্ষেত্রে। খুবই ঘাঁটা ব্যাপার!
    --

    "আমি যদিও ছাত্র বা যুব কোনোটাই নই, তবু একটা জিনিস আমার মনে হচ্ছে গত কয়েক বছরে শহরাঞ্চলের ছাত্র ও যুবদের সক্রিয়তা দেখে, সেটা বলছি। আমার মনে হয়, অনুর্ধ তিরিশ বয়সীদের নিয়ে একটা ফোরাম টাইপের ছাত্র-যুব সংগঠন হওয়া উচিত পার্টিজানদের বাদ দিয়ে। এই বয়সটায় মানুষের সংবেদনশীলতা বেশি থাকে, ধান্দাবাজি কম থাকে, স্বার্থচিন্তা কম থাকে, একটা হালকা চালের ব্যাপার থাকে, পার্টিজানশিপ ও গোঁয়ার্তুমি কম থাকে, তর্ক বিতর্কের প্রতি আগ্রহ থাকে, ভুল করার ভয় কম থাকে। এইগুলোকে পাথেয় করে একটা ঐক্যবদ্ধ ফোরাম যদি হয়, যা অবশ্যই ফ্যাসিবাদবিরোধী হবে, সমতাবাদী হবে এবং রাষ্ট্র ও পুঁজিবাদের সীমা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে ও সমস্ত রাষ্ট্রীয় নির্বাচনে উদাসীন লাইন নেবে কিন্তু অন্যান্য নির্বাচনে (কলেজ, অফিস, ক্লাব, নাগরিক কমিটি ইত্যাদি) অংশ নেবে -- তাহলে ছাত্রযুব বয়সে প্র্যাক্সিস না থাকার জন্য বয়সকালে রাজনৈতিক বোঝাপড়ায় যে সমস্যা হয় তা দূর হবে। কারণ, ভবিষ্যতে অরাজনৈতিক থাকাটা বিলাসিতার মতো ব্যাপার হয়ে যাবে। তখন প্র্যাক্সিসের অভাবজনিত 'ওকবয়' টাইপটা পর্ণ-পলিটিক্যাল বা সাজানো-রাজনৈতিকের জন্ম দেবে।"
  • ইয়ে | 2001:ac8:21:8::2fa1:74b8 | ১৪ জুন ২০২০ ১১:৪১447634
  • দেখুন এসেম আপনার সঙ্গে কোনো ব্যাপারে একমত নই। আপনার খেজুরপনার সাথে পরিচিত। আগেভাগে বলে রাখলাম।

  • sm | 42.110.165.9 | ১৪ জুন ২০২০ ১১:৩৭447633
  • @ইয়ে, ভালো লিখেছেন।অল্প কথায় সার মর্ম বুঝিয়ে দিয়েছেন।

    এখানে লোকজন হূলিয়ে ফর্সা হবার ক্রিম মাখবে,আর বলবে ভারতে এতো বর্ণবাদ কেন?

    লোকজন হাই হিল জুতো পড়বে আর বলবে লোকজন হাইট নিয়ে তামাশা করে কেন?

    কোন না কোন ভাবে আমেরিকার বর্ণ বাদের সঙ্গে ভারতের কাষ্টিজিম,কালার প্রেজুডিস না মিলিয়ে দিলে চলছে না।অথচ দুটো জিনিষ প্রেক্ষিত পুরো আলাদা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত