এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2601:247:4280:d10:f437:e31f:a139:a701 | ২৩ জুন ২০২১ ১৭:১৩482740
  • উফ্ অটোকারেক্ট।


    নরা:

  • | 2601:247:4280:d10:f437:e31f:a139:a701 | ২৩ জুন ২০২১ ১৭:১২482739
  • এটা কি নর নরৌ মরা: স্টাইলে মুখস্হ করব?

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৭:১০482738
  • মিমাঃ, সমস্কিত টাচ থাকবে।

  • | 2601:247:4280:d10:f437:e31f:a139:a701 | ২৩ জুন ২০২১ ১৭:১০482737
  • যে যে দিন মিঠুদি গম্ভীর হয়, সে সে দিন সর্বত্র নীরবতা বিরাজ করে:-)

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৭:০৯482736
  • পাবলিক স্পেসে খিস্তিশব্দ ব্যবহার করতে গেলে, একা করা যাবে না। তখন সাথে আরো 'জন' লাগবে।

    আর এই বিশেষ শব্দের ক্ষেত্রে, মার্গিতব্যঃ, তার আদি অর্থটিও তো ব্যক্তিগত ভাব প্রকাশক, কামনা, চাওয়া ইত্যাদি। তো সেই প্রাইভেট ভাব পাবলিকভাবে প্রকাশ তো করা যায় না, অন্তত পুরোপুরি যায় না।ফলে স্বাভাবিক, নাম ধরে ডাকা অথবা নাম উহ্য রেখে। 

    আর নবারুণের খিস্তি ব্যবহার প্রব্লেম্যাটিক তো বটেই, স্লিপারি। ফ্যাতাড়ুচেতনা না থাকলে খিস্তিচেতনার মানে নেই। প্রথমটি ভুলে গিয়ে দ্বিতীয়টির দিকে ঝুঁকে পড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা, বা নিতান্ত ফর্ম্যালিজম হবে !!

    আর ফ্যাতাড়ুচেতনা কারই বা !

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৭:০৮482735
  • আগের মন্তব্যটি নেহাৎ লেগপুলিং। সরি চেয়ে নিচ্ছি৷ 

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৭:০৭482734
  • বাবাইয়ের জায়গায় মিমা করলে সিএস কি অল্প খুশি হতেন?

  • Covering All The Bases | 2a0f:9100:110:a::2 | ২৩ জুন ২০২১ ১৭:০১482733
  • কেন? বাবু+বিবি=বাবাই। নট সেক্সিস্ট (ইটস ইউনিসেক্স)নট এইজিস্ট, নট রেসিস্ট। ত্রিভঙ্গমুরারী হয়ে ত্রিভূজের সব কোণকে স্পর্শ করছে :) নিরীহ নাহয় নাই হল।

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৬:৫৩482732
  • বাই দ্য ওয়ে, বাবাই তত নিরীহ শব্দ নেই কালক্রমে।

  • Bodhisattva Dasgupta_Gurulogin | ২৩ জুন ২০২১ ১৬:৫০482731
  •  খুবই ঘনিষ্ঠ আলাপচারিতা।

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৬:৫০482730
  • কিন্তু খিস্তিখেউড় বা অপশব্দ, তার আইডিয়াটা তো জনসমক্ষে বলা যায় বা উচিত কিনা, সেখানেই আবদ্ধ নয়? প্রাইভেট স্পেসে আপনি যৌনক্রিয়াকে কী নামে ডাকলেন, তা দিয়ে কীই বা এসে যায়, বা যৌনসাথীকে কী সম্বোধন করলেন! প্রাইভেট স্পেস তো সম্পূর্ণ ভিন্ন জগৎ। সেখানে নানা রকম ফ্যান্টাসি থাকতে পারে, না ও পারে। আমরা তো পাবলিক স্পেস নিয়েই কথা বলছি। 


    প্রাইভেট স্পেসও যে ক্ষমতাবিরহিত,  তা নয়। কিন্তু সেটা জটিলতর হবে মনে হয়।

  • র২হ | 2405:201:8005:9947:8987:f73b:f338:3c18 | ২৩ জুন ২০২১ ১৬:৪৬482729
  • এহ, কত গম্ভীর তর্ক বিতর্ক হলো, মিঠুদির খালি হাসাহাসি।

  • | 2601:247:4280:d10:f437:e31f:a139:a701 | ২৩ জুন ২০২১ ১৬:৩৭482728
  • সৈকত, দুজনে কানে কানে একে অন্যকে মি* মা* এসব বলছে? কল্পনা করে ভয় পেয়ে গেলাম:-)

  • | 2601:247:4280:d10:f437:e31f:a139:a701 | ২৩ জুন ২০২১ ১৬:৩৪482727
  • হুতো:-)))) সকালে উঠে ভাট দেখে কুটোপাটি হলাম। দিদি বিয়ের পর দ্বিরাগমনে এসেছে।আমাদের বাড়িতে নিরামিষ তরকারি/ পাঁচ তরকারি একটা খুব প্রিয় পদ।মাছ মাংসের সঙ্গে সেটাও হয়েছে।সবাই খেতে বসেছে, তরকারিটা নতুন জামাইয়ের খুব ভালো লেগেছে।বাটি চেটেপুটে শেষ। জেঠু জিজ্ঞেস করেছে, কী?এই তরকারিটা কেমন হয়েছে? জামাতার উত্তর,লা*ড়াটা?  খুব ভালো হয়েছ বাবা। 

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৬:২৮482726
  • সবকিছুকে আপনারা ক্যানোনিক্যাল করে তোলেন।

    মনোগ্রাফটির নাম চলিত ভাষায় "খিস্তি নিয়ে ভুটভাট" দিলেই হয়।

  • খতিয়ে দেখা হল | 2405:8100:8000:5ca1::96:ebd1 | ২৩ জুন ২০২১ ১৬:১৭482725
  • 'খিস্তির ঐতিহাসিক ব্যুৎপত্তিগত উৎপ্রেক্ষা, যে কোনো পরিচয়বর্গীয় / লৈঙ্গিক সংবেদনশীলতা ও সামাজিক গণমনস্তত্বের সামুহিক অবচেতনে স্থিতিজাড্যের গতিময় দার্ঢ্য, একটি নেতি আপেক্ষিক আপাতঃ দ্বান্দ্বিক কূট'


    ঐ/সিএস/রঞ্জন বাবাইরা শুরু করুন।

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৬:১৫482724
  • 'জনসমক্ষে' শব্দটি এনে আরো জটিল করে তুলছেন !

    আমি মনে করি না যে মাগি - মিনসে শুধুই খিস্তি, এক যুগল নারী - পুরুষ তাদের প্রবল ব্যক্তিগত মুহূর্তে শব্দগুলো ব্যবহার করতেই পারে।

    অথবা, পুরোন বাংলা লেখায় তো থাকতই, "মিনসের ঢং দেখে আর বাঁচি না গা", টাইপের ডায়লগ। সেখানে আদ্যন্ত গালাগালি হিসেবে শব্দটি ব্যবহার হচ্ছে না।

    লোকাল ট্রেনের কামরাতেও, দুটি মানুষের মধ্যে সেরকম সম্পর্ক থাকলে, তারা দু'জনের কানে কানেও ঐ কথাগুলি বলতেও পারে।

    হ্যাঁ, পাঁচজন লোকের সামনে বলা যায় না। তখন আর কি, ভদ্রলোকেরা যেভাবে কথা বলে, সে ভাবে বলা হবে - এখানে এসে বসুন / বোস, ইত্যাদি, সম্বোধন উহ্য রেখে। কারণ এখানে দু'জনের ঐ শব্দদুটি ব্যবহারে আপত্তি না থাকলেও, সেগুলো তাদের জন্য নিতান্তই ব্যক্তিগত শব্দ।

    অন্য লোকের সামনে বলা হবেই বা কেন ?

    তাহলে কি অপশব্দ, খারাপ শব্দ ইত্যাদি সমাজ প্রচলিত অর্থ থেকে সরে গিয়ে কখনও নিতান্ত ব্যক্তিগত হয়ে যেতে পারে, এরকম কিছু বলছি ?

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৬:০২482723
  • মনোগ্রাফ প্রসঙ্গে টিপ্পনী, সংবেদনশীলতা কেবল লৈঙ্গিক হবে কেন, যে কোনো পরিচয়ভিত্তিক হতে পারে। ফলে নামটা আরেকবার খতিয়ে দেখতে পারেন। 

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৫:৫৯482722
  • অর্থবদল খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। কিন্তু একটা নির্দিষ্ট সময়ে প্রচলিত কিছু সামাজিক বিধি থাকে, যা অধকাংশ লোক মেনে থাকে। আমার যেখানে খটকা, তা হল কোন ধরনের শব্দ জনসমক্ষে, ধরা যাক লোকাল ট্রেনের ভর্তি কামরায় ব্যবহার করা ঠিক। কোনও পরিচিত মহিলা, যিনি মার্গিতব্য প্রসঙ্গ জানেন, তাঁঁকে কি বলা চলে, মাগি এখানে সিট খালি হবে! নিশ্চয়ই খুব হাংরি না হলে বলা হবে না। বা গণপিটুনি সম্পর্কিত ম্যাসোকিস্ট প্লেজারপন্থী না হলে! সেখানে কী ব্যবহার্য, সেইটা আমার প্রশ্ন। আর খুবই ভীরু মন্তব্য, নবারুণের খিস্তি মিসপ্লেসড হয়েছে, বা হয়ে পড়ছে। 

  • করোনার সময়ে ভাট | 2405:8100:8000:5ca1::96:819c | ২৩ জুন ২০২১ ১৫:৫৪482721
  • 'খিস্তির ঐতিহাসিক ব্যুৎপত্তিগত উৎপ্রেক্ষা, লৈঙ্গিক সংবেদশীলতা ও সামাজিক গণমনস্তত্বের সামুহিক অবচেতনে স্থিতিজাড্যের গতিময় দার্ঢ্য, একটি আপেক্ষিক দ্বান্দ্বিক কূট'  এই শিরোনামে ৫০০০ শব্দের একটি মনোগ্রাফ আশা করতে পারি নিশ্চয়ই?

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৫:৩৯482720
  • এ মানে খুবই জটিল ব্যাপার, খিস্তিপ্রসঙ্গ, সামাজিক চিন্তাভাবনার সাথে যুক্ত যেহেতু।

    যেমন ধরুন মাগি কথাটিই। আদি অর্থটি খুঁজলে তো অর্থ দাঁড়ায়, যাকে চাওয়া হচ্ছে বা যাকে কামনা করা হচ্ছে, সংস্কৃত মার্গতব্য: বা ঐ রকম কোন শব্দ থেকে। আদি অর্থটি যথেষ্ট benign, কাব্যিকও কিন্তু সেই যুক্তি দিয়ে এখন মাগি কথাটি ব্যবহার করলে উল্টে খিস্তি খেয়ে যেতে হতে পারে। এ ক্ষেত্রে তাহলে ব্যুৎপত্তি না খুঁজে এখন কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা দেখাই তো যুক্তিযুক্ত।

    কিন্তু অন্যদিকে দেখুন, মাগি যাকে বলা হচ্ছে সে সামাজিক নিয়মগুলি transgress করছে, সে "শুদ্ধ" সামাজিক চেতনাকে অনুসরণ না করে, "ভাল" মেয়েদের মতো ব্যবহার না করে, তার শরীরকেই গুরুত্ব দিচ্ছে অথবা সমাজের "কথা" না শুনে তার ইচ্ছেমত জীবন কাটাচ্ছে। ফলে মাগি যাকে বলা হচ্ছে, ক্রাইসিসটা আসলে তার নয়, বরং সেটা সমাজের বা সমাজের ক্ষমতাশালী গোষ্ঠীর অথবা ভদ্রলোকদের এবং তারাই একটি মেয়েকে ঐ শব্দ ব্যবহার করে খারাপ বা বদমাইশ বলে দাগিয়ে দিচ্ছে। এটা তো জানা কথাই, খিস্তি শুনে কানে হাত চাপা দেওয়া হয় কারণ ভদ্রলোকদের ধ্যানধারণা ক্ষুণ্ণ হয়।

    এর পরের ধাপে, ধরা যাক কোন লেখায়, হয়ত নবারুণের লেখায় বেগম জনসনকে মাগি বলা হল। হয়েছিল কিনা মনে নেই, হয়ত হয়েছিল, কিন্তু যদি হয়ে থাকে তাহলে মাগি শব্দটি ব্যবহার করা হচ্ছে চরিত্রটির শয়্তানিকে দেখানোর জন্য যেখানে আগের অর্থগুলো, আদি বা ভদ্রলোকীয় অথবা শরীরকেন্দ্রিক ও স্বেচ্ছাচারী, কোনোটাই প্রধান নয়।

    শব্দের অর্থ তো বদলে বদলে যাচ্ছে !

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৫:২৭482719
  • কোনও খিস্তিই ব্যুৎপত্তিহীন নয়। কোনও শব্দ, যার অর্থ আছে, তা ব্যুতপত্তিহীন নয়। আমাদের অভ্যাসের, চিন্তার ও প্রয়োগাভ্যাসে আমরা সরলচিত্ত হয়ে তেমন ভাবতে পারি। বাগদীর ব্যাটা কি গালাগাল? কেউ কি সত্যিই তার বাপ মাকে বাগদি ভাবছে কিনা তা আলোচ্য হতে পারে না। বাগদীর ব্যাটা একটি জাত তুলে গালাগালসূচক শব্দবন্ধ। যাঁকে বলা হচ্ছে, তিনি তেমন না ভাবলেও। 

  • b | 14.139.196.16 | ২৩ জুন ২০২১ ১৪:৫৬482718
  • নু কারান্ত যেকোনো নাম খতরনাক। ইউনিভার্সিটিতে আমাদের এক ক্লাস উঁচুতে পড়া  শান্তনু পাল সেটা টের পেত।  জুনিয়রেরা শ্রদ্ধা ভরে **দা  বলে ডাকতো। সবচেয়ে কেলো হয়েছিলো এক বন্ধু বাড়িতে ফোন করে "কাকু, ** আছে?" এমন প্রশ্ন জিজ্ঞেস  করায়।

  • খি | 115.114.47.197 | ২৩ জুন ২০২১ ১৪:৫৪482717
  • সব প্রচলিত খিস্তিই ব্যুৎপত্তিরহিত। পার্ট অফ এক্সপ্রেশন। শালা বলার সময় কেউ মাথার মধ্যে "তোর বোনকে চুদি" ভেবে বলে না। বাল বলার সময় কেউ সামনের লোকটিকে ঝাঁটের একটি কোঁকড়ানো চুলের মতো দেখতে ভেবে নেয় না। কোন খিস্তি শুনে রেগে উঠব এবং কেন রেগে উঠব - সেই রাজনীতির অংশ হল এই ব্যুৎপত্তিসন্ধান ও সেই নিয়ে সন্দর্ভরচনা। বহুব্যবহার্য সব খিস্তির ক্ষেত্রেই এটা সত্যি। এবার কেউ কি বিশেষ কাউকে লক্ষ্য করে বিশেষ অর্থে গালি দেওয়ার জন্যে সিলেক্টেড ফ্রেজ অফ এক্সপ্রেশন ব্যবহার করে না? নিশ্চয়ই করে। সেটাও সাহিত্যে এলে সেই বিশেষ চরিত্রের বা তার আর্থসামাজিক অবস্থানের মানসিকতার সেই বিশেষ দিকটি ফুটিয়ে তোলার জন্যেই আসবে।

  • | 2402:3a80:196c:5f83:b195:75ef:3a2e:5ca9 | ২৩ জুন ২০২১ ১৪:৩০482716
  • খিস্তিকে কি ব্যুৎপত্তিরহিত ভাবে দেখার কথা বলছেন?

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৪:২৪482715
  • ঐ লিখেছেন দেখলাম, যে নবারুণের লেখায় খিস্তির ব্যবহার প্রতিক্রিয়ার শক্তিকে শক্ত করছে কিনা ?

    উল্টোদিকে বলা যায়, খিস্তির ব্যুৎপত্তি খুঁজে, নবারুণের প্রতিবাদী চেতনাকে খর্ব করা হচ্ছে কিনা, অথবা ভদ্রলোকীয় চেতনাকে তোল্লাই দেওয়া হচ্ছে কিনা।

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৩:৫৭482714
  • আর, নবারুণের লেখায় গালিগুলো নবারুণের কেন ? চরিত্রগুলো খিস্তি দিচ্ছে তো। এবার সেই সব চরিত্রদের লিঙ্গচেতনা না থাকলে তারা কীভাবে প্রতিবাদী চেতনা আয়ত্ত করবে, সে তর্ক হতে পারে। সেখান থেকে প্রশ্ন উঠতে পারে, নবারুণ ঠিক কী করতে চাইছেন। লেখায় খিস্তিগুলোকে আলাদা করে দেখলে হবে ? 

  • সিএস | 49.37.34.206 | ২৩ জুন ২০২১ ১৩:৫৪482713
  • না দেখুন, খিস্তিতেও কিন্তু লিঙ্গসাম্য আছে। যেমন ধরুন, মিনসে - মাগী, দুটোই গালি বটে কিন্তু গালি কারণ, দুটোতেই শরীরের প্রাধান্য বেশী। মাগী যাকে বলা হচ্ছে, সে শরীরকে ব্যবহার করে বেশী, সেটাই বলা হচ্ছে। মিনসে শব্দের মধ্যেও সেটি, লোকটির আর কিছুই নেই, মন নেই, ভাব নেই, শুধু শরীর আছে। তারপর আর তাও থাকছে না, এই দুটি শব্দ ব্যবহারের মানে হল, উদ্দিষ্ট ব্যক্তিটির কিছুই নেই, একটি অ-মানুষ।

    আবার ধরুন মাগী - ভেড়ুয়া। একটি বই পড়ছিলাম এখন, একটি পুরুষ চরিত্র দাঁতে দাঁত চিপে একটি মহিলার কানে bitch বলছে, মহিলাটিও উল্টে লোকটিকে cuckold বলছে। মহিলাটিকে bitch / মাগী বলে শরীরকেন্দ্রিক অপদস্থ করলে, মহিলাটিও সেই শরীর নিয়েই লোকটিকে অপদস্থ করছে cuckold / ভেড়ুয়া বলে।

    তারপর, এও মনে হল, ব্যুৎপত্তি দেখে গালি দিতে গেলে মাগী বা রেন্ডি / রাঁড় কিন্তু মেনে নিতে হবে। কারণ আদিতে শব্দদুটোর অর্থ কিন্তু নিরামিষ ছিল।

    আর ডিসি ঠিক বলেছেন। পানুর জগত অন্য জগত। মাঝে মাঝে মনে হয়, বাংলা 'সাহিত্যে' পর্নোগ্রাফি এলে লেখালেখি কিঞ্চিত প্রাণবন্ত হতো, শুধু অমৃতের খোঁজে না ঘুরে, গরলই হয়ত প্রকৃত পানীয়তে পৌছন যেত।

  • Ranjan Roy | ২৩ জুন ২০২১ ১৩:৫৩482712
  • ডিসি স্যার, গানটা কই?


     একটু শুইন্যা ধইন্য হই।।

  • dc | 45.119.28.146 | ২৩ জুন ২০২১ ১৩:৩৫482711
  • কিন্তু হায়, আজ অবধি আমাকে কেউ সনজু বা সুনু বলে ডাকলো না :-(

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত