এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | 49.37.39.18 | ২২ জুন ২০২১ ২০:৪৫482590
  • :D :D


    আমিও চিরকুটের ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, পাই লিখেছিল ও কলকাতা নেই ইত্যাদি, তো, আমার চিরকুট আমার বাবার হাতে পড়লো, এসব জিনিস টিনএজে ভালো মানায়। কিন্তু এলেবেলে সিরিয়াস মানুষ, কখন রেগে যাবেন এসব ভেবে ছ্যাবলামি করতে সাহস পাচ্ছিলাম না।

  • π | ২২ জুন ২০২১ ২০:৩৫482589
  • উফ, এসব কী!!  লিখব না লিখব না করে আমাকেও দেখি এবাত লিখতেই হচ্ছে।  


    বই পাঠিয়েছেন, অবশ্যই ভাল কথা তবে যেটা সেদিন বলিনি সেটা হল, এরকম ভাবে আমার বাড়ির ঠিকানা যোগাড় করা,  তার প্রসেসটা,  এই অংশটা আমার ভাল লাগেনি। বা,  বলা ভাল, অস্বস্তিকর লেগেছে। কেন আমার ঠিকানা চাওয়া হয়েছে,  আমার বা আমার আত্মীয়দের কাছে, সেটাও ঠিক করে জানানো হয়নি।


    তাও আবার আমার কাছে না চেয়ে আমার বাড়ির লোকের কাছে আমার ঠিকানা চাওয়া হয়েছে, তারা গেছে ঘাবড়ে। তাও  ভেবেছি কোন কারণে ব্রতীনদা কোন বই পাঠাবে।  তারপর এই।


     ঠিকানা এমনিতেও কিঞ্চিত সেনসিটিভ জিনিসই মনে করি। এটায় অস্বস্তি লাগা বা লাগলে জানানোটা উচিত না অনুচিত, সেটা ভেবে বেশ দ্বিধায় ছিলাম বলে জানাইনি।  চমকিত হয়েছি ও ধন্যবাদ দিচ্ছিতে ক্ষান্ত দিয়েছিলাম।


    তবে কেন এখন জানাচ্ছি?  এই চিরকুট ইত্যাদিতে বই কেন পাঠিয়েছেন তা ব্যাখ্যা করেছেন পড়ে তো আরোই অস্বস্তি এবং সেইসঙ্গে সত্যি বলতে, বিরক্তির উতপাদন হল!  মানে, এসব কী!!  


    চিরকুটে কী লেখা তাই নিয়ে ভাবছি না কিন্তু পড়ে ( বই আমার মা বাবার কাছে গেলে নিশ্চয়ই বইয়ের সঙ্গে এই চিরকুটও পড়বেন)  আমার মা বাবার কেমতি দশা হয়েছে  সে অবশ্যই ভাবছি। আমাকে কেন বই পাঠানো দরকার  এই মর্মের চিরকুট পড়ে ঘাবড়ে তো যেতেই পারেন।  সে যদি নাও যান, এব্যাপারটা আমার ভাল লাগেনি। 


    আর একটা কথা আমি বুঝিনি। আপনার মনে হয়েছে,  আমাকে কোন কারণে বইটা পাঠানো দরকার। তা, সেটা তো সেরকম হলে মেলেও লিখে জানাতে পারতেন। মানে এমন কোথাও লিখে লাভটা কী যেটা আমার আগামী একবছরেও পড়ার সম্ভাবনা নেই! 


    মানে, বই এর মত ভাল ব্যাপার নিয়েও এরকম জটিলতা হতে পারে, ভাবিনি। নিজের লিখতে বলতেও অস্বস্তি হচ্ছে। কিন্তু এই নিয়ে বারবার উল্লেখ দেখে  কিন্তু কিন্তু করেও লিখতে বাধ্য হলাম। 

  • dc | 182.50.71.28 | ২২ জুন ২০২১ ২০:৩৪482588
  • অনলাইনে ম্যানফ্রেন্ড পেলে অভ্যুর উত্থান হয়, এই তো? বেশ জানা রইলো। 

  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ২০:২৬482587
  • এদিকে একটা ল্যাপটপ অর্ডার দিয়েছে জুনের শুরুতে, বলে অক্টোবরের শুরুতে ডেলিভারি করবে। কি মুশকিল।

  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ২০:১৩482586
  • অ। সৃজম্যানফ্রেন্ডম। বুয়েছি।

    হুতোবাবু তো সংস্কৃত ভালো জানেন না। ফ্রেণ্ডম এর শেষের ম-টা বাদ পড়ে গিয়েছিল। তাও একটা হসন্ত লাগবে। মামুর কল দিতে দিচ্ছে না।

  • | ২২ জুন ২০২১ ২০:১২482585
  • :-))))


  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ২০:১০482584
  • *** কোথায় বলল?

  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ২০:০৯482583
  • অ্যাঁ হুতো বাবু আবার কী বলল আমায় নিয়ে? কোথায় বল? কি মুশকিল!

  • kk | 68.184.245.97 | ২২ জুন ২০২১ ২০:০৫482582
  • হুতো কী বললো? অভ্যু অনলাইনে সৃজনশীল ম্যানফ্রেন্ডদের থান ইঁট মারে? আর যারা অসৃজনশীল? যারা উওম্যানফ্রেন্ড? তারা বানের জলে ভেসে এসেছে? ছি, এ কী ধরণের ডিস্ক্রিমিনেটিভ বিহেভিয়ার? :-/

  • | ২২ জুন ২০২১ ১৯:৪১482581
  • :-))  না মানে এমনিই পাচ্ছে হাসি হাসছি তাই। :-))))

  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ১৯:২৫482580
  • সেটা সম্ভব না। ফ্রেণ্ডই নই তো :-)

  • ;-) | 2405:8100:8000:5ca1::23f:8fb2 | ২২ জুন ২০২১ ১৯:১৯482579
  • এবার অভ্যুসায়েব আনফ্রেনফিত ও ব্লকিত হবেন।

  • Abhyu | 198.137.20.25 | ২২ জুন ২০২১ ১৮:৩৮482578
  • কিন্তু আমার তো একগাল মাছি! এলেবেলেবাবু কী এমন লিখেছিলেন যে ব্রতীনবাবু এত্তো বড়ো একটা স্টেপ নিতে বাধ্য হলেন? (এর সঙ্গে এলেবেলেবাবুর বইয়ের কোনো সম্বন্ধ নেই - ওনার বই যে গুরু থেকে বেরোয়নি সে খবর নতুন কিছু নয়, বা উনি যাঁদের শ্রদ্ধা করেন তাদের বই পাঠিয়েছেন সে খবরও উনি ভাটেই দিয়েছেন সময় সময়)। এলেবেলেবাবুর পোস্টকে সম্মান করে বই প্রকাশ নিয়ে কিছু বলতে বলছি না, আমি খালি অবাক লাগছে যে একদিনের মধ্যে উনি হঠাৎ কী লিখলেন যাতে ওনাকে আলাদা করে "ভূলভাল" লোক মনে হবে? আমার তো তেমন কিছু চোখে পড়ে নি।

    ব্রতীনবাবুর পোস্টটা জনস্বার্থে বিজ্ঞপ্তির মতো মনে হল তাই লিখলাম আর কি!

  • এলেবেলে | 202.142.71.208 | ২২ জুন ২০২১ ১৭:৩৪482577
  • সামান্য দু-চারটে কথা বলে এই প্রসঙ্গের ইতি টানতে চাই।


    আমি লেখক হিসেবে যাকে বলে যাচ্ছেতাই রকমের খারাপ, হিজিবিজি আঁচড় কাটা ছাড়া তাতে সারবস্তু যে কিছু থাকে না - সেটা নিজেই খুব ভালো করে জানি। ফলে এখানে লেখার 'সুযোগ' করে দেওয়ার জন্য কারও কাছেই কৃতজ্ঞ নই বিশেষত কারও সাহায্য ব্যতিরেকেই যখন একটি অতি মামুলি না-লেখা গুরুতে লিখেছিলাম। পাইয়ের কাছে ঠিক কী কারণে কৃতজ্ঞ সেটা অতি সংক্ষেপে তাঁকে পাঠানো চিরকুটটায় বলা আছে।


    'ট্যানজিবল বেনিফিট' বিষয়ক বক্তব্যের প্রেক্ষিতে বিশেষত সৈকতের সম্মান বাঁচানো প্রসঙ্গে বলি, আমার পরবর্তী বইটি বাদে পরের দুটি বই অন্য এক প্রকাশক আমার শর্তে ছাপাতে রাজি আছেন বলে জানিয়েছেন (একমাত্র রঞ্জনবাবু তার কিছুটা জানেন)। তাঁর প্রকাশনা থেকে সুভাষকে নিয়ে একটি বই শীঘ্র প্রকাশিত হবে। লেখক আমার পরিচিত, বন্ধু ও এই কাজটির বিষয়ে অত্যন্ত যোগ্য ব্যক্তি। আমার যদি মনে হয় যে আমি সুভাষকে সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করব, তাহলে তিনি সেটিও ছাপতে রাজি আছেন বলে আমাকে জানিয়েছেন। গুরুর প্রকাশনার সঙ্গে সৈকত ছাড়া আর কারা সক্রিয়ভাবে যুক্ত সেসব জানি না। তবে এই একই বক্তব্য তাঁদের জন্যও। সৈকতের সঙ্গে বইমেলায় দুবার মুখোমুখি দেখা হয়েছে, ফেসবুকের বন্ধু হওয়ার সুবাদে মেসেঞ্জারে অতি অল্প কথার আদানপ্রদান হয়েছে। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ জানি তাই অকারণে তাঁকে বিরক্ত করি না। কাজেই...


    এই কথাগুলোর একটাও আমার বলার কথা ছিল না কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করল। আমি দুঃখিত।


    আমি সবার কাছে বিনীত অনুরোধ করব এই প্রসঙ্গের এখানেই ইতি ঘটুক। 

  • Jaydip Jana | ২২ জুন ২০২১ ১৬:০০482576
  • বয়স হলে কাজ কম পড়লে লোকে পাড়ার লোকের সাথে ঝগড়া করে 

  • Ranjan Roy | ২২ জুন ২০২১ ১৫:৩৭482575
  • বি


    একটা যুতসই উদাহরণ মনে পড়ল।


     রাজামশাই= রাজাসাহেব , (রাজাসাহাব , কাঁহা আপকা ঘর?)


     রাজায় রাজায় কাটাকুটি; মশাই=সাহেব। 


    কিউ ই ডি।

  • কে পোত্থোম | 207.244.71.79 | ২২ জুন ২০২১ ১৪:৪৪482574
  • এলেবেলেবাউ ও বোতীনের পোবোল বিচ্ছেদ মিলনে পরিনত হউক!


  • Ranjan Roy | ২২ জুন ২০২১ ১৪:৩৫482573
  • বলতে ভুলে গেছিঃ কেকেসাহেব, খুব খুশি হলাম। ভাল থাকুন।

  • Ranjan Roy | ২২ জুন ২০২১ ১৪:৩৪482572
  • সম্বোধন মাহাত্ম্যঃ


    বি,


    সাহিব প্রভুও বটে; তবে যোগরুঢ় অর্থে। সাহিব আসলে সম্মানজনক সম্বোধন। মহাশয়, উনি, প্রভু, ঈশ্বর (মালিক) ইত্যাদি।


    হিন্দিতে বাবু=  যোগরুঢ় অর্থে অফিসের ক্লার্ক;যার থেকে বড়বাবু ছোটবাবু এসেছে। বাবাকে বাবুজি, মালিক ও সম্ভ্রান্ত অর্থে বাবুজি, বাউজি। বাড়িতে ছোট্ট বাচ্চাকে আদর করে বাবু, খোকাবাবু, বাবা; মেয়ে হলে বেবি। হিন্দি ফিল্ম 'প্যার ক্যা পঞ্চনামায় দেখুন-- হিরো হিরোইনকে আদর করে বলেছে বাবু। আর শোকে  প্রিয় মানুষকে  সম্বোধন - সরি বাবু। এটা অর্ণব এমন নোংরা করেছে যে !


    তেমনি ছত্তিশগড়িতে দাউ। দাউ মানে খোকাবাবু, রাজস্থান মধ্যপ্রদেশেও। আবার দাউ সম্মানিত গোষ্ঠীপতি বা সর্দারের জন্যে সম্বোধন। জামিদারদেরও। যেমন, "অভিশপ্ত চম্বলে" দাউ মানসিং। ডাকাত সর্দার।


    ভিলাইয়ে কলেজের নাম দাউ কল্যাণ সিং মহাবিদ্যালয়। আমরা উনিজির মত গাঁয়ে কোন সম্পন্ন ব্যক্তিকে বলতাম-দাউজি।


    শিখদের কাছে সাহিব সব্দটি অন্য সম্মানজনক স্থান পেয়েছে।  গুরুদ্বারা গুলোর নাম দেখুন-বাংলা সাহিব, (নানকের জন্মস্থান) নানকানা সাহিব, রকাবগঞ্জ বা শীষগঞ্জ সাহিব। কবীরের  দোঁহাতেও সাহিব।

  • :) | 2405:8100:8000:5ca1::363:5096 | ২২ জুন ২০২১ ১৪:২৪482571
  • দুঃশলার শালার নাম নাকি ছিল দুশশালা?

  • র২হ | 49.37.35.58 | ২২ জুন ২০২১ ১৩:৩৮482570
  • কীইইইইই মুশকিল। 


    যদা যদা হি অফলাইনস্য গ্লানির্ভবতি চণ্ডাল:/ অভ্যুত্থানম অনলাইনস্য তদাত্মানম সৃজম্যানফ্রেন্ড।


    সমস্কৃত ভালো জানি না, মার্জনা করবেন।

  • | 2402:e280:3d05:62a:c19d:a67f:3219:e51 | ২২ জুন ২০২১ ১৩:২৯482569
  • বেলুড় ও নবদ্বীপের এই ঐতিহাসিক বিচ্ছেদ দিনে মনে পড়ছে


    ১) আজ মঙ্গলবার,  জঙ্গল সাফ করার দিন


    ২) বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব


    "২০২৫ মধ্যে ব্যক্তিগতভাবে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবার এবং ২০২৭ মধ্যে তা এখানে জানানো হবে" - ঐরাবত শাস্ত্রী 

  • | ২২ জুন ২০২১ ১৩:১৩482568
  • উফ আপনারা কেবলই ফাউ প্যাঁচাল পারেন। এই যে এই লেখাটা বোধহয় এলেবেলে বলছেন। আর হেহে বলতে চাইছেন সম্পাদকীয় মনোনীত নয় ব্লগে বা টইতে বেরিয়েছে । তো হ্যাঁ সেদিক থেকে হেহে ঠিক। এই লেখাটা,  এটা ব্লগে বেরোন।  আর ব্লগে বেরোন সমস্ত কিছুই ইউজারের নিজের। 


    https://www.guruchandali.com/comment.php?topic=14153&srchtxt=%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81%E0%A6%A8

  • কাক সম্পর্কে দু’টো-একটা কথা যা আমি জানি | 207.244.71.81 | ২২ জুন ২০২১ ১২:৪০482567
  • https://www.guruchandali.com/comment.php?topic=12689

    টইপত্তর ব্লগ নয়, ব্লগ হইল হরিদাস

  • হেহে | 2a0f:df00:0:255::206 | ২২ জুন ২০২১ ১২:০১482566
  • আবার আবার সেই  কামান গর্জন করিয়া আনবন্ধুকরণ।  একলটে ২০০ জন গুরুভাই আনবন্ধুকরণের সেই ঘোষণা মনে পড়ে গেল।


    কিন্তু বুলবুলভাজা স্পেশ্যাল সংখ্যা কোথাও তো এলেবেলে বা দেবোত্তম কোন নামেরই লেখা সার্চে আসছে না। সবই হয় টইপত্তর নয় হরিদাস অর্থাৎ সম্পাদকীয় বাছাই নয়। এলেবেলের অন্য কোন নামে লেখা প্রকাশ হয়েছিল? কী নাম? লিং পাওয়া যাবে?

  • Ramit Chatterjee | ২২ জুন ২০২১ ১০:২১482565
  • আর বাকি রাও বিয়ে টিয়ে করেছিল। আদি পর্বেই উল্লেখ আছে। নাম টাম দেয় নি এই আরকি।

  • Ramit Chatterjee | ২২ জুন ২০২১ ১০:১৪482564
  • @&/ দুঃশাসনের ছেলে তো অবশ্যই ছিল। তার সাথে অভিমন্যুর প্রচন্ড যুদ্ধ হয়েছিল, চক্র বুহ্যের ভেতর। এমনকি কিলিং ব্লো টাও ওই মেরেছিল। নামটা এই মুহূর্তে মনে আসছে না। কালি সিঙ্গি পেড়ে দেখতে হবে।

  • এলেবেলে | 202.142.96.222 | ২২ জুন ২০২১ ০৮:৫৬482563
  • ও হ্যাঁ, পাই আমাকে ব্লগ অ্যাকসেস দেওয়ার অনেক আগে চারটে পর্বে আমার অতি অকিঞ্চিৎকর একটি লেখা এখানে প্রকাশিত হয়েছিল।

  • এলেবেলে | 202.142.96.222 | ২২ জুন ২০২১ ০৮:৫৪482562
  • গোটাটাই আপনার স্বাধীনতা। হ্যাঁ, পাইকে বইটির সঙ্গে একটি চিরকুটও দিয়েছি। সেখানে কার মাধ্যমে তাঁর ঠিকানা পেয়েছি সেটা সবিস্তারে লেখা আছে। লুকোছাপা কিছু নেই। উনি এখানে সেটা লেখায় লজ্জিত হয়েছি কারণ আরও অনেককে বইটি পাঠানোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না। 


    আমি 'আইপি অ্যাড্রেস ট্রেস করা'-টা নিজে দেখেছি, হুতোর আপত্তিটাও। সৈকতের সঙ্গে ঝামেলার প্রসঙ্গটা সেদিন জানলাম। এদুটো ছাড়া বাকি কিছু লিখেছি বলে মনে পড়ছে না। আপনি এবং খিস্তিট্যানের এপিসোড কিন্তু ভুলিনি এবং মুখোমুখি দেখা হওয়ার পরে সেই নিয়ে কোনও গিঁটও ম্নে রাখিনি।


    আমি যেমন পদ্মশ্রী পাওয়ার যোগ্যতা রাখি না, তেমনই আমার আশেপাশের লোকজনকে সেই খেতাব দেওয়ার রাষ্ট্রপতিও মনে করি না। তাই কারও কোনও সার্টিফিকেটে আমার কিস্যু এসে যায় না। দুদিন আগেই আমার বাড়ি আসতে চেয়ে আজ আপনার বিলম্বিত বোধোদয়ের জন্য ধন্যবাদ।


    ছেড়ে দেওয়া জুতোয় পা গলানোর অভ্যাস নেই। কাজেই যিনি আমাকে ব্লক করেছেন তাঁর সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ রাখার প্রশ্নও নেই।


    অলমিতি বিস্তারেণ।

  • ব্রতীন বাবু | 47.11.126.50 | ২২ জুন ২০২১ ০৮:১৮482561
  • এলেবেলে বাবু আপনি একটি অত‍্যন্ত


    অতি ভূলভাল লোক। পাই এর সাথে আপনার "টকিং টার্মস " নেই। আবার পাই আপনাকে  গুরু তে এনে লেখার সুযোগ করে দিয়েছেন। তাই আমাকে অনুরোধ করলেন তার আড্রেশ জোগাড়  করে দিতে। যাতে ব ই টা পাঠিয়ে আপনি "কৃতজ্ঞতাবোধ" জানাতে পারেন। আবার সেই পাই যখন গুরু তে লিখলো আপনি লজ্জিত হলেন।কারণ কাজ টা আপনি "চূপি চুপি" করতে চেয়েছিলেন।


    এদিকে আমার সাথে গুরুতে কার কবে কী ঝামেলা হ য়েছে সেটা আপনার নখদর্পনে। দরকার  থাক বা না থাক আপনি  সে প্রসঙ্গে টেনে আনেন।


    আপনার মতো "মহান ব‍্যক্তিত্বের"  বন্ধু ত্ব বজায় রাখতে আমি অপরাগ। তাই ফেসবুক, WA আর ফোন সব জায়গায় আপনাকে  ব্লক করলাম। ভব‍্যিষতে কোন ভাবে আমার সাথে যোগাযোগ  না করলেই বাধিত হবো।


    ধন‍্যবাদ। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত