এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:99e7:929a:5221:c59a | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:২৯491586
  • আমিও এককের মত ভাবছিলাম। স্টুডেন্ট ডেমোগ্রাফিক ইনফো পাওয়া গেলে ভাল হত 
  • একক | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:২৬491585
  • এই অবসাভেশন টায় গোলমাল কিছু লাগচে না। গ্রামে যত ভেতরের দিকে যাওয়া যায়,  বাংলা মিডিয়ামের ছাত্র মানে একটু পিছিয়ে থাকা শ্রেণী যাদের মাতৃভাষা আদৌ  প্রমিত বাংলা নয়  বরং  বই  এর  বাংলা তাদের কাছে আপদ স্বরূপ। 
     
    তুলনায় ওই জিওলোকেশনেই পয়সা ওয়ালা ক্লাসের মুখের বাংলা - বাড়িতে বইপত্র পড়ার চল অনেক আলাদা। তারা বইএর প্রমিত বাংলা অনেক বেটার তুলে নেবে এটাই স্বাভাবিক। 
     
    আমাদের এই শহুরে বাংলাকে " বাংলা" বলে চালানোর কিছু ডেমোগ্রাফি ওয়াইজ আলাদা আলাদা প্রভাব ত আছেই। 
  • Abhyu | 47.39.151.164 | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:০৭491584
  • আমি শুধু একটা কথা যোগ করব। কারো দ্বিতীয় ভাষা স্প্যানিশ আর কারো দ্বিতীয় ভাষা ইতালীয়ান হলে তুলনা করাটা বেশি যুক্তিসঙ্গত হত। এখানে যার দ্বিতীয় ভাষা বাংলা তার মাতৃভাষাই তো বাংলা!
  • যদুবাবু | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:০৭491583
  • কৌশিক-বাবুঃ ধন্যবাদ ! খুব গুছিয়ে উত্তর দিলেন।
    আর আমার জিগ্যেস করার একটা স্বার্থপর আগ্রহ-ও (সেলফিশ ইন্টারেস্ট) আছে, আমরা কয়েকজন শিক্ষক-অধ্যাপক বন্ধু মিলে এই প্যানডেমিকের ফলে লার্নিং লস আর ঐ কিছু বিকল্প ব্যবস্থা নিয়ে অল্প কাজ করছি, যদিও "আমরা" বলা এখানে গৌরবে বহুবচন, আমি পার্শ্বচরিত্র/ মৃত সৈনিক। ঐ যে অবজার্ভেশন-টা আপনি লিখেছেনঃ "মালভূমি, কোষবিভাজন, আলেকজাণ্ডারের আক্রমণের অর্থনৈতিক ফল, এতসব বাংলায় পড়েও বাংলায় মনের কথা লিখতে হোঁচট খাচ্ছে" -- এইটা মাথায় রাখবো।  
  • dc | 122.164.219.151 | ০৯ ডিসেম্বর ২০২১ ২০:০৫491582
  • অপ্রকাশিত চিঠি ভুলে যাবেন না। 
  • কৌশিক ঘোষ | ০৯ ডিসেম্বর ২০২১ ১৯:৫৭491581
  • @ যদুবাবু এবং দীপ
    আমার ধ‍্যানধারণা মূলত মুর্শিদাবাদ-বীরভূম-মালদা কেন্দ্রিক। এবং লক্ষ্য করবেন আমি গড়পড়তা ছাত্রের কথা বলেছি। আর ভুল একটা আমি করেছি বাক‍্যগঠনে। ইং-দের দ্বিতীয় ভাষা বাংলা, বাংদের দ্বিতীয় ভাষা ইংরেজি। ওদের দ্বিতীয় ভাষার পারফরম্যান্স এদের দ্বিতীয় ভাষার পারফরম্যান্সেসের চেয়ে উপরের স্তরে।
     
    আমার নিজের শহর বহরমপুরে বাং স্কুল মেয়েদের জন্য মহাকালী পাঠশালা বা ছেলেদের জেএন এ্যাকাডেমির এক বড়ো অংশের ছাত্রের ক্ষেত্রে কিন্তু আমি যা বলেছি তা খাটবে না। এই স্কুলগুলো এক্কেবারে প্রথম সারির, গোটা পঃবঙ্গের হিসেবেই।
    কিন্তু বাকি বাং স্কুলের বেলায় আমি বার বার দেখে অবাক হয়েছি যে ছাত্ররা মালভূমি, কোষবিভাজন, আলেকজাণ্ডারের আক্রমণের অর্থনৈতিক ফল, এতসব বাংলায় পড়েও বাংলায় মনের কথা লিখতে হোঁচট খাচ্ছে। ইং মিডিয়ামে নির্দিষ্ট ভাবে যে ছাত্রদের দ্বিতীয় ভাষা হিন্দি, তারা বাংলায় কাঁচা দেখেছি। যাদের ১ম ভাষা ইং ২য় ভাষা বাংলা, তাদের মধ্যে একের পর এক ছাত্রকে দেখেছি তারা বাংলায় বেশ স্বচ্ছন্দ। ইংদের ৫০ জনের ক্লাসে সংখ‍্যাটা যদি ৩০, বাংদের ৫০ জনের ক্লাসে সংখ‍্যাটা ২০র বেশি না।
     
    অভ‍্যু
    ২০১৮কে সীমা হিসেবে ধরার কারণ ঐ সময় আমার ছেলে উচ্চ মাধ্যমিক দ‍্যায়। শুরুর কাল ধরুন মোটামুটি আমার পড়াশোনার কালে। আমার সময়ে বহরমপুরে ইং মাধ‍্যম স্কুল মাত্র একটাই, এখন গাদাগাদা। বিতর্কসভায়, আবৃত্তি প্রতিযোগিতায় তাদের সাথে দ‍্যাখা হওয়া, পরে বন্ধুত্ব। অবাক হয়ে দেখেছিলাম তারা বাংলা টেক্সট আমাদের মতোই ঝরঝরে পড়ে লেখে।
     
    বাকি সবাই এবং এলেবেলে
    আমাদের সময়ে ধরতে পারিনি একটা ছোট্ট সূত্র। খেয়াল করলাম ছেলের স্কুলবেলায়। আইসিএসই বা সিবিএসইর মাধ‍্যমিকের বাংলা দ্বিতীয় ভাষা বাংলার টেক্সট বই আর বাং মিডিয়ামের মাধ‍্যমিকের প্রথম ভাষা বাংলা টেক্সট বই একই। মনে হয়, মনে হয় কেন, সত‍্যি সত্যিই, এটা হয়তো একটা গুরুত্বপূর্ণ সূত্র।
     
    ২০১৮-র পরে কি হয়েছে জানি না।
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ১৯:৫০491580
  • এই কারণে ই মহাশ্বেতা কোনো খচ্চর আলুর দোষ সাঁওতাল বা গ্রামীন গরীবকে নিয়ে লিখতে পারে নি , অন্য দিকে ম্যাকবেথ গোছের ওটিটি শো গ্রামের লোকের মধ্যে বিশুদ্ধ ক্ষমতা লিপ্সা দেখিয়েছে কিন্তু সেটা হল লিপ্সার বিশুদ্ধতা দেখানোর সময় ও লোকে মনে করেছে ওটিও গ্রামেই বিশুদ্ধ। মানুষ সম্পর্কে কি শ্রদ্ধা:--))))))
  • যদুবাবু | ০৯ ডিসেম্বর ২০২১ ১৯:২৯491579
  • @dc: ঠিক বলেছেন। হোয়াইট/ব্ল্যাকবোর্ড তো, মুছে দিয়ে ঐটা লিখে দেবো। 

    আর ৩৫ হাজার চিঠি নিশ্চয়ই গান্ধী শুধু একা লেখেননি, ওর মধ্যে লোকে ওনাকে যা লিখেছে তা-ও গোনা হচ্ছে? না হলে ৩৫ হাজার একটা বেশ বড়োসড়ো সংখ্যা। রোজ একটা করে লিখলেও প্রায় ৯৬ বছর লাগবে। অবশ্য কিছুই বলা যায় না। 
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ১৯:২৬491578
  • বোর হয়ে গেলাম।
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ১৯:২৫491577
  • এই ইমি বামি জেনেরালাইজেশন কি করে সম্ভব বুঝছি না। 
    সেই টিপিকাল ঘিসাপিটা ফালতু বেসলেস জাজমেন্ট। মফস্বল পরিরমী ও‌সৎ,  গ্রামীন বিশুদ্ধ সৎ স্থিতধী ও প্রকৃত সৃষ্টিশীল , নাগরিক উপরচালাক বলিয়ে কইয়ে  এই অবসারভেশনের মেন যেটা দিক সেটা হল লোকে নগর বলতে পাপ বোঝে অথবা মধ্যযুগীয় মুসলমানি স্খলন আর ওরিয়েন্টাল ডেকাডেন্স :-)))
     
  • bodhisattvagc dasgupta | ০৯ ডিসেম্বর ২০২১ ১৮:২৫491576
  • ফান্ডিং ছাড়া ফুল‌টাইম কাজ অসম্ভব। তবে এ তো অন্তত পাওয়ার সম্ভাবনা আছে।
  • reader | 43.239.80.99 | ০৯ ডিসেম্বর ২০২১ ১৮:০৭491575
  • রচনাবলীতে মোট কত চিঠি আছে? অর্থাৎ আদৌ কতটুকু আউটস্ট্যান্ডিং যে বিশেষ লাইব্রেরিতে সশরীরে না গিয়ে তা পড়া যাবেনা, ফলে কিছুই কনক্লুড করা যাচ্ছে না এরকম দুষ্প্রাপ্য?
  • সিএস | 103.99.156.98 | ০৯ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮491574
  • গাঁধীবাবার ৩৫ হাজার চিঠি !

    অবশ্য লেখার কাজটা তো করতেন মনে হয় সেক্রেটারীরা। সেসব কীভাবে আছে এখন, হার্ডকপি ?

    রবিবাবুর কত কে জানে ?
     
     
  • r2h | 2405:201:8005:9947:6091:4e7b:20cb:4916 | ০৯ ডিসেম্বর ২০২১ ১৩:১৪491573
  • অরণ্যদা, হ্যাঁ, আপাতত কলকাতা।
     
    • aranya | 2601:84:4600:5410:78f4:db3e:3958:de6d | ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:৫৭491569
    • হুতো কি ঘরে ফিরিয়াছে?
  • অর্জুন | 27.131.208.58 | ০৯ ডিসেম্বর ২০২১ ১০:২৭491572
  • Telegraph এ article লিখতেন Aveek Sen মারা গেলেন। খুব ভালো critic ছিলেন। খুব বেশী বয়েসও নয়। 
  • অর্জুন | 27.131.208.58 | ০৯ ডিসেম্বর ২০২১ ১০:২৫491571
  • @এলেবেলে, 
    গান্ধী ও রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করার ইচ্ছে নেই তা নয়। তবে জীবনী ভিত্তিক কাজ নয়। অনেক কাজ হয়েছে। 
    গান্ধীর চিঠি পত্রের সংখ্যা শুনলাম পঁয়ত্রিশ হাজার। ওঁদের নিয়ে বিস্তৃত কাজ করতে গেলে সিরিয়াসলি ফান্ডিঙ দরকার। সম্পূর্ণ নিজের খরচে এসব কাজ করা অসম্ভব। এখনো লাইব্রেরী বন্ধ। এছাড়া লাইব্রেরীতে গেলে অর্ধেক বই পাওয়া যায়না। পাব্লিক লাইব্রেরি গুলোয় লেন্ডিঙ বন্ধ।  বইয়ের ভয়ংকর দাম আর আর্কাইভ সারা দেশ জুড়ে। দেশের বাইরেও। 
  • aranya | 2601:84:4600:5410:78f4:db3e:3958:de6d | ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:৫৯491570
  • পাই-এর স্যালি লেকের ছবিটা অদ্ভুত ভাল, মাঝে মাঝেই ফিরে দেখে আসচি 
  • aranya | 2601:84:4600:5410:78f4:db3e:3958:de6d | ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:৫৭491569
  • হুতো কি ঘরে ফিরিয়াছে? 
  • | ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:৪১491568
  • হ্যাঁ এটা তো অদ্ভুত।  ভিসা স্ট্যাম্পিং বা ইমিগ্রেশানের আবেদন করতে আসার জন্য ভারত কি অন্য কন টাইপ ভিসা দেয় যেটা নিয়ে ওঁর আসা উচিৎ ছিল? 
    কে জানে! 
  • r2h | 49.37.35.64 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:১০491567
  • ওদিকে নাগাল্যান্ডের খবরটা প্রথম পাতা থেকে সরে গেল। 
  • dc | 122.164.219.151 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৭:২৬491565
  • BEHOLD কথাটা ভারি ভালো লাগলো। তবে ওখানে VOILA লিখলে কি আরেকটু সুন্দর দেখতে লাগতো?  
  • | ০৯ ডিসেম্বর ২০২১ ০৭:২৫491564
  • ও অ্যানেকডোট শেয়ার হচ্ছে বুঝি। তাবলে আমিও করি। ইমির ছেলেমেয়েরা স্ট্যান্ডার্ড প্রবলেম খুব চটপট করতে পারে। সাথে খানিক হিজিবিজি বকেও তার কনটেক্সট থাকুক আর না থাকুক। সেলস পিচ জাতীয় ব্যপার খুবই ভাল হ্যান্ডল করে। বাংলা মারাঠী তামিল ইত্যাদি মাতৃভাষা মাধ্যমে পড়াশোনা করা ছেলেমেয়েরা অত চটপট চোখেমুখে কথা বলিতে পারে না,  কিন্তু  স্ট্যানফার্ড প্রবলেমের বাইরের প্রবলেম দিলে  ভেবেচিন্তে একটু সময় নিয়ে চমৎকার অ্যালগোরিদম নামায়। ইমির ছেলেমেয়েরা নতুন ভাবনাচিন্তার ক্ষেত্রে হেডলাইনটুকু জানে এবং গুছিয়ে সেটাকেই এক প্যারা বলে দেয়। অন্য মাধ্যমের ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে যে খবরগুলো রাখে সেগুলো একটু বেশীই ভালভাবে রাখে। 
     
    এ হল গিয়ে আমার ২০০৫ থেকে নেওয়া ইন্টারভিউ ও আইটি  প্রজেক্টে দেখা ছেলেমেয়েদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা। 
  • যদুবাবু | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:৫৬491563
  • @অভ্যুদাঃ :) অবিশ্যি দেবো ! 

    তলায় ঐ "বিহোল্ড"-টা জেকেজি-র বলা গপ্পো। ওঁদের এক মাস্টারমশাই (নাকি কলীগ?) ক্লাসে এসে কিছু প্রুফ-তুফ না লিখে থিয়োরেমের যা বলছে তার-ই একটা ছবি এঁকে তলায় বড়ো বড়ো করে লিখতেন "বিহোল্ড" !! একটা পাওয়ারফুল ভিজুয়ালিয়াজেশনের ক্ষমতা-ই আলাদা। 
  • Abhyu | 47.39.151.164 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:৪০491562
  • বেশ এঁকেছিস। আমাকে মেল করে দিবি? পরের বছর পরীক্ষায় দেবো - রিজ রিগ্রেশন আর ল্যাসো :)
  • &/ | 151.141.85.8 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:৩৪491561
  • স্কুলের প্রথম দু'টি বছর আমাদের বড় সুখের ছিল, ঘুমের ক্লাস তখনই হত। কেজিওয়ান আর কেজিটু। তারপরে ক্লাস ওয়ান থেকে কাঠের বেঞ্চে বসা, ঘুমের ক্লাস নেই। বোর্ডগুলো দেয়ালে সাঁটা, বা পেরেক থেকে ঝোলানো, কেজির মতন ওরকম স্ট্যান্ডে রাখা না। ক্লাসোয়ান থেকে বইগুলোও কেমন কেমন হয়ে গেল, দিদিমণিরাও কেমন কেমন। সবচেয়ে মজার কথা কেজিতে আমরা ইংরেজী দিব্যি পড়েছি, ছোটো ছোটো ছড়া পর্যন্ত, ক্লাসোয়ান থেকে ইংরেজী বাদ পড়ল। বইপত্তর স্কুল থেকে দিল, পুরনো, ছেঁড়া, উত্তর লেখা। একেবারে সবকিছু বাজে হয়ে গেল। হেলাফেলা অবহেলা। যেন ইতিহাসের অন্ধকার যুগ। আবার ক্লাস থ্রী তে উঠে রেনেসাঁ হল, এল কিশলয় বলে ভালো বই। দিদিমণিও চমৎকার এলেন একজন।
  • যদুবাবু | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:২২491560
  • খুব সুন্দর লিখলেন, অ্যাণ্ডর। আমাদের স্কুলে এসব কিছুই ছিলো না, তবে দিদিদের স্কুলে গল্প শুনেছি প্রাইমারীতে মেঝেতে আসন পেতে জলচৌকিতে খাতাকলম রেখে ক্লাস হতো। সেরকম জলচৌকি বাড়িতেও একটা ছিলো, এই এতোদিনেও সেটা অক্ষত আছে। সেটার সামনে বসলেই কেমন একটা খাগের কলম হাতে নিয়ে টানা মহাকাব্য রচনা করতে হবে গোছের মেজাজ আসে, নেহাত ধৈর্য নেই তাই হোলো না। 

    তবে এস্কুল ওস্কুল কোথাও-ই ঘুমের ক্লাস হতো কি না জানি না। এখন যদি সত্যি কোথাও হয়, গিয়ে করে আসতাম। 
  • &/ | 151.141.85.8 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:১৮491559
  • আরে বড় বড় কলাশিল্পীদের লোকে সহজে বোঝে না। এই যে দেখুন কলরবিক্স, কত বড় শিল্পী, তাঁকে তো লোকে বাজাতে দেখলেই ---
  • যদুবাবু | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:১৫491558
  • আমার গান? laugh

    থ্যাঙ্কসগিভিং-এ-ই নর্থ ক্যারোলিনা গেসলাম এক বন্ধুর বাড়ি মদমাংস প্যাঁদানোর লোভে। তা তারপর যথারীতি লোকজন টুংটাং করছিলো আর আমিও মাথাটাথা নাড়ছিলাম, তারপর যেই না হাতে গিটারটা একটু নিয়েছি কি নিইনি, দেখি অভ্যাগতরা সবাই একযোগে শশব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন,

    "আচ্ছা অনেক রাত হলো, হ্যাঁ? এবার তাহলে আসি!" 

    (আছি কেমন আর কী বলবো? বেঁচে থাকা শ্লাঘনীয় কি না সন্দেহ হয় রোজ-ই।) 
  • &/ | 151.141.85.8 | ০৯ ডিসেম্বর ২০২১ ০৬:০৮491557
  • আপনার কাটুম দেখে ছোটোবেলার স্কুল মনে পড়ে গেল। তখন এরকম কাঠের স্ট্যান্ডে রাখা ব্ল্যাক বোর্ড দেখেছিলাম। ঘরের মেঝেতে পাতা ঢালা বিছানায় আমাদের বসার ব্যবস্থা ছিল। দেড়টায় টিফিন হত, সেসব মিড্ডে মিলের অনেক আগের কথা। কিন্তু আমাদের স্কুল থেকে টিফিন দিত। অভিভাবকদের কাছ থেকে চাঁদা নিয়ে স্কুলের নিজস্ব টিফিন ব্যবস্থা। সোয়াবীন নাগেটের ঝোল আর পাউরুটি। এটা এত বেশি দিত যে অনেকে তিতিবিরক্ত হয়ে পরবর্তী জীবনে সোয়াবীন নাগেটই আর খায় নি। টিফিনের পর ওখানে ঘুমের ক্লাস হত। আমাদের দিদিমণি খুব ভালো ছিলেন, তিনি বোর্ডে লিখে দিতেন, 'ঘুম'। আমরা শুয়ে শুয়ে ফিসফিস করে গল্প করতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত