এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৫৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 7845.15.012312.59 | ১০ আগস্ট ২০১৮ ১২:২৭714939
  • আঃ হা, খিস্তির ফোয়ারা! মাকু দের সম্মিলিত হাউলিং এখন চলবে।
    বেচারা দের খিস্তি করা ছাড়া আর কিই বা অবশিষ্ট আছে!
    এখন ও পর্যন্ত কোন মাকু কাউন্টার করতে কোন স্ট্যাটিসটিক্স বা লিংক নিয়ে এলো না।যাতে অন্তত লেখা থাকে, তিনো আমলে পব র জিডিপি কমেছে বা দেশের জিডিপি থেকে কম।
  • sm | 7845.15.1223.86 | ১০ আগস্ট ২০১৮ ১৪:১৩714940
  • এখন পর্যন্ত কোন কাউন্টার লিংক বা তথ্য এলো না তো!
  • dc | 232312.174.561212.248 | ১০ আগস্ট ২০১৮ ১৪:৫৫714941
  • পবর জিডিপি নিয়ে sm খুব একটা ভুল কিছু বলছেন না।

    কেন্দ্রীয় সরকার পবর দেওয়া জিডিপি ডেটা মেনে নিয়েছে, সেটা এখানে আছেঃ

    https://timesofindia.indiatimes.com/city/kolkata/centre-accepts-bengal-gdp-has-crossed-rs-10-lakh-crore/articleshow/65252359.cms

    যদিও টেলিগ্রাফ আবার কিছুটা অন্যরকম লিখছেঃ

    https://www.telegraphindia.com/states/west-bengal/amit-data-claim-249611

    Bengal finance minister Amit Mitra said on Thursday that the government and the Central Statistics Office (CSO) had agreed on the state's economic indicators.

    The claim of Mitra, which could not be independently verified with the CSO, is significant as the state of Bengal's economy has remained a mystery for economists and researchers as they complained about lack of reliable numbers on basic economic indicators.

    কোনটা ঠিক, মানে কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে নাকি মেনে নেওয়াটা অমিতবাবুর দাবী, জানি না।
  • sm | 7845.15.3467.12 | ১০ আগস্ট ২০১৮ ১৫:২৬714942
  • উইকি তে একই গ্রোথ দেওয়া আছে। মাকুরা মেনে নিলে লজ্জায় নীল হয়ে যাবে যে!
  • PM | 012312.50.7812.99 | ১০ আগস্ট ২০১৮ ১৭:৩৭714943
  • ইন্ডাস্ট্রিয়াল আউট্পুট বেড়েচে , না কৃষি আউট্পুট বেড়েচে না সারভিস আউট্পুট বেড়েচে ? GST র ডেটা থেকে ১ আর ৩ পাওয়া যাওয়া উচিত।
  • sm | 7845.15.8923.192 | ১০ আগস্ট ২০১৮ ১৮:৩১714944
  • financialexpress.com
  • PT | 340123.110.234523.19 | ১০ আগস্ট ২০১৮ ২১:২১714946
  • "জিডিপি বাড়লে লোকজনের উন্নতি হয়"
    হয়, হয়-শুধু z।নতি পার না....
    কিন্তু এর সঙ্গে বোধহয় মানুষের কোমরের হাড় আর গাড়ীর চাকার স্বাস্থ্যের কোন যোগাযোগ নেই। খর্গপুর থেকে কাঁথি (খর্গপুর-বেলদা-কাঁথি হয়ে এখুনি ফিরলাম) যাতায়াত করলে মনে হয় ঐ রাস্তা অন্য কোন নিম্নমানের জিডিপি ওয়ালা রাজ্যের। প্রায় ১০০ কিমি রাস্তা জুড়ে (আংশিক NH বাদ দিয়ে) অসংখ্য আধ হাত গভীর গর্ত-রূপী উন্নয়্ন দাঁত বের করে বিরাজমান!!

    কিন্তু এই উচ্চ জিডিপির রাজ্য ছেড়ে কেন হাজারে হাজারে যুবকেরা নিম্ন জিডিপির রাজ্যে চলে যাচ্ছে কে জানে!! এসব অবিশ্যি পন্ডিতেরাই ভাল ব্যাখ্যা করতে পারবেঃ
    'It is imperative to conclude that established economic theory has failed in the context of Indian economy. The thumb rule of ‘higher GDP leads to higher employment’ doesn’t follow in India. Alternatively, high GDP growth is sustained without high employment growth"
    http://www.dnaindia.com/business/report-alarming-need-for-balance-between-employment-and-gdp-2589614
  • সিকি | ১০ আগস্ট ২০১৮ ২১:২৯714947
  • আহা, পুরনো ক্ষতে ঘা পড়েচে। ওঁয়াকে সসম্মানে সংরক্ষণ করা হৌক।
  • sm | 7845.15.011212.7 | ১০ আগস্ট ২০১৮ ২১:৩৫714948
  • ধুর মহায়, কিস্যু লক্ষ্য করেন না। খড়্গপুরে, বাংলা ভাষী লোকের তুলনায় অবাঙালি মানে বিহারী, ওড়িয়া, ইউপি বাসী ছাড়াও তেলুগু লোকের শঙ্খ প্রচুর।
    এরা এই উন্নত রাজ্য গুলো ছেড়ে খড়্গ পুরে কেন বলুন তো। আর কলকাতার কথা ছেড়েই দিলাম।
  • PT | 340123.110.234523.19 | ১০ আগস্ট ২০১৮ ২১:৫৭714950
  • ঐ জন্যেই তো ইতিহাস পড়তে হয়। একটা সময়ে বিপুল সংখ্যক অবাঙালীরা খর্গপুরে রেলের শ্রমিকের কাজ করতে এসেছিল। আরেকটা অংশ ছিল কারখানার শ্রমিক। সে অনেক বছর আগের গপ্প। এখনকার অবাঙালীরা মূলতঃ তাদের বংশধর। গত ৭ বছরে কাজের সন্ধানে তারা এখানে আসেনি।

    কিন্তু উচ্চ জিড্পির রাস্তা নিম্নমানের কেন তার বোধহয় কোন উত্তর নেই!!
  • sm | 7845.15.45.184 | ১০ আগস্ট ২০১৮ ২২:১৯714951
  • পব রাজ্যে মাইগ্রেশন এর ধারা কেমন, সেটা স্ট্যাটিসটিক্স থাকলে দিন। নয় তো কিছু বোঝা মুশকিল।
    পব নামক রাজ্যে সমতল ভূমি বেশি ও বৃষ্টি পাত অপেক্ষা কৃত বেশি হওয়ার দরুন রাস্তা ঘাট বেশী খারাপ হয়ে থাকে। বাকি কথা বিশেষজ্ঞরা বলতে পারবেন।
    সেদিনকে একটা টিভি প্রোগ্রামে দেখছিলাম মহারাষ্ট্র তে গ্রামের দিকে লোকজন কে বারো কিলোমিটার ভ্রমণ করতে হয়, জ্বরের সময় প্যারাসিটামল কিনতে।
    সাইনিং মুম্বাই দেখে কি, মহারাষ্ট্রের ওই ক্ষত বিক্ষত পা, কৃষক দের ছবির কথা মনে পড়ে?
  • PT | 340123.110.234523.19 | ১০ আগস্ট ২০১৮ ২২:৫৫714952
  • যাক! বাম আমলের খারাপ রাস্তার কথা কেউ বললে এবার থেকে বৃষ্টিপাতের দোহাই দেওয়া যাবে। আগে তো শ্রাবণের ধারার মতই বৃষ্টি হত!! তবে আমি তো কখনো মুম্বাইয়ের হয়ে কালো কোট গায়ে চাপিয়েছি বলে মনে করতে পারিনা।

    কিন্তু বাঙালীরা যে মুম্বাই-পুণে-লুরু-হায়েদ্রাবাদ-চেন্নাই পাড়ি দিচ্ছে সে তো চারপাশে তাকালেই দেখা যায়। তবে সে হিসেব পিন-পয়েন্ট না করতে পারলেও জিডিপির সঙ্গে চাকরীর যে বিশেষ যোগ নেই সেটা এই খবর থেকেই বোঝা যায়ঃ
    "2.5 million compete for 6,000 govt jobs in West Bengal "
  • sm | 7845.15.90078.99 | ১০ আগস্ট ২০১৮ ২৩:১০714953
  • ইকনমিক মাইগ্রেশন কোন খারাপ কিছু নয়। লোকজন তো আমেরিকা, ইংল্যান্ড, মিডল ইস্টে ও যায় জীবিকার জন্য। ওসব খারাপ কিছু না।
    খারাপ হলো, জিডিপির অসম বণ্টন।
    যেটা,গুজরাট, মহারাষ্ট্র এইসব স্টেট গুলো তে বেশী।
    দক্ষিণের স্টেট গুলো তে অসম বণ্টন থাকলেও, স্টেট গরীব মানুষ দের জন্য কিছু কিছু করে। এক কথায় ওয়েল ফেয়ার স্টেট হিসাবে একটু এগিয়ে।
  • dc | 232312.164.5667.217 | ১২ আগস্ট ২০১৮ ১০:০৮714955
  • পবর জিডিপি গ্রোথ রেট হয়তো আগের থেকে বেশী হয়েছে, বা হয়তো একইরকম আছে, জানিনা। তবে কলকাতায় চাকরির অবস্থা খুব খারাপ। যখনই কলকাতার আত্মীয় বা বন্ধুদের সাথে কথা হয়, প্রত্যেকেই একথা বলে। আর বেশীর ভাগই দেখি পুনে-ব্যঙ্গালোর-হায়দ্রাবাদ-চেন্নাই তে পাড়ি দিচ্ছে বা দিতে আগ্রহী। অবশ্য এও হতে পারে যে আমার যাদের সাথে চেনাশোনা আছে তারাই এরকম বলে। তাও আমার কেমন যেন মনে হয়, রাজীব গান্ধী যে বলেছিল কলকাতা ইজ এ ডাইং সিটি, সেটা খুব একটা ভুল বলেনি।
  • sm | 2345.110.015612.198 | ১২ আগস্ট ২০১৮ ১০:২৯714956
  • dc, খালি আই টি সেক্টরের কথা বলুন।
    কলকাতার আই টি সেক্টর গুলো তে কত পার্সেন্ট ভিনরাজ্যের লোক কাজ করে আর পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর এ কত পার্সেন্ট ভিনরাজ্যের লোক কাজ করে?
    কলকাতায় বেসরকারি হাসপাতাল গুলোতে এতো কেরালাইট নার্স কেন?
    কলকাতা পুলিশ ও বেঙ্গল পুলিশে এতো ভিনরাজ্যের ভিড় কেন?
  • dc | 232312.164.5667.217 | ১২ আগস্ট ২০১৮ ১০:৫০714957
  • শুধু আইটি না, সব সেক্টর নিয়েই বলছি। আমার এক মাসতুতো বোনের সাথে আজ সকালে কথা বলছিলাম। আমার সব ভাইবোনগুলোর মধ্যে একমাত্র ওই এখনো অবধি কলকাতায় ছিল। আজ বললো ব্যাঙ্গালোর শিফট করে যাচ্ছে। দুজন মিলে খানিকক্ষন খুব কলকাতার মুন্ডুপাত করলাম ঃ)

    অবশ্যই এই একটা অ্যানেকডোটাল কেস দিয়ে কিছু প্রমান হয়না। তবে আমার চেনাশোনার মধ্যে কাউকে অন্য শহর বা দেশ থেকে কলকাতায় শিফট করতে দেখিনি (তার মানে এই না যে কেউই করে না)। তবে নার্স, পুলিশ পোস্টগুলোতে যদি ভিনরাজ্যের লোক চাকরি পায় তাহলে তো ভালোই। আমি এমনিতে একেবারেই লেবার মাইগ্রেশানের সমথক, ভিন রাজ্য বা ভিন দেশ যেখান থেকেই হোক। এমনও হতে পারে যে কলকাতা বা পবতে কিছু কিছু সেগমেন্টের জব বেশী, অন্য কিছু সেগমেন্টের জব কম।
  • sm | 2345.110.344512.189 | ১২ আগস্ট ২০১৮ ১১:০৩714958
  • আমিও এই কর্মী মাইগ্রেশন এর সমর্থক।
    তবে মুম্বাই তে যে মারাঠা সংরক্ষণ নিয়ে আন্দোলন হচ্ছে, তার ও যৌক্তিকতা বোঝার চেষ্টা করছি।
    বিজনেস এর ক্ষেত্রে এই সংরক্ষণ দাবী দাঁড়াবে কিনা বোঝবার চেষ্টা করছি।
    কলকাতা ডাইং সিটি বা ডাইনিং সিটি হোক, কুনো আপত্তি নাই। অন্য মেট্রো সিটি গুলোতে এমন আন্দোলন কেন দানা বাঁধছে , ভাবার চেষ্টা করছি।
    কর্ণাটক, দিল্লি বা পুনে তে কি জনসংখ্যা বা পড়াশুনা জানা লোকের সংখ্যা এতই কম যে, তাদের পব থেকে আই টি কর্মী বা বিভিন্ন ফিল্ডে কর্মী নিতে হচ্ছে?
    কিছু একটা পলিসি গত ঘাপলা তো আছেই।
  • অমর্ত্য | 237812.58.2334.159 | ১২ আগস্ট ২০১৮ ১৮:০৬714961
  • মারাঠা সংরক্ষণ নিয়ে শিবসেনা কি বলছে?
  • অমর্ত্য | 237812.58.2334.159 | ১২ আগস্ট ২০১৮ ১৮:১০714962
  • পিসির এক কথায় কলকাতা থেকে ডেঙ্গু হাওয়া হয়ে যায়। সেখানে কথা নেই বার্তা নেই, হঠাৎ জিডিপি চীনের চেয়ে দ্রুত হারে বাড়ছে। কোন সেক্টরে বাড়ছে সে সব প্রশ্নের উত্তর কেউ দেয় না।

    সন্দেহ হয় ওটাও ওই ডেঙ্গু কেস কিনা। পিসির ধমকে আমলারা আসল সংখ্যা কেটে বেশি করে দেখিয়েছে।
  • | ১৩ আগস্ট ২০১৮ ২২:৪৬714964
  • ওঁর ছোটমেয়ে অনুশীলা জানিয়েছেন ওঁরা পার্টির পতাকা ফিরিয়ে দিয়েছেন।
  • PT | 340123.110.234523.25 | ১৪ আগস্ট ২০১৮ ০৮:৫৭714965
  • অত্যুচ্চ জিডিপি ও উন্নয়নের গরমে বাচ্চারা পায়ে জুতো রাখতে পারছে নাঃ

    "......তথ্য উঠে এসেছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের এক ক্ষেত্র সমীক্ষায়। ......গোপগড় গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, লোহাটিকরি, পাঞ্জাশোল, নয়াগ্রাম, লোধাসাই, বেলিয়া, দেপাড়া, এলাবনি, সেরাবনি, তালডঙ্করা, পলাশিয়া, বেনাশুলি, বীরপুর, রানিচক, বারুই, তালকুই প্রভৃতি স্কুলে প্রায় ৭০ শতাংশের বেশী ছাত্র-ছাত্রী খালি পায়ে স্কুলে আসে।"
    পশ্চিম মেদিনীপুর সাপ্লিমেন্টে প্রকাশিত একটি চিঠি (আবাপ, পৃঃ ক৪, ১৩ অগাস্ট, লিং নেই)

    ওদিকে তিনো আর অতিবদ অতিবামের মাখামাখি চলছে চলবেঃ
  • বাঙাল | 7823.63.568912.81 | ১৮ আগস্ট ২০১৮ ২০:১২714966
  • YOU DECIDE !
    FACT SHEET - WHICH STATES HAVE DONATED FOR KERALA ?

    Telengana - 25 Cr.
    (TRS)
    Delhi - 10 Cr.
    (AAP)
    Karnataka - 10 Cr.
    (INC / JDS)
    Punjab - 10 Cr.
    (INC)
    Andhra - 10 Cr.
    (TDP)
    Odisha - 5 Cr.
    (BJD)
    Tamilnadu - 5 Cr.
    (AIADMK)
    Pondicherry - 2 Cr.
    (INC)

    Bihar -0 (JDU/BJP)
    Chattisgarh -0 (BJP)
    Goa -0 (BJP)
    Gujarat -0 (BJP)
    Haryana - 0 (BJP)
    Himachel Pradesh - 0 (BJP)
    Jharkhand -0 (BJP)
    MP -0 (BJP)
    Maharashtra -0 (BJP)
    NE -0 (Mostly BJP)
    Rajasthan -0 (BJP)
    UP -0 (BJP)
    Uttarakandh - 0 (BJP)
    WB -0 (AITC)
    J&K - 0 (Governor's Rule)
  • sm | 2345.110.015612.42 | ১৯ আগস্ট ২০১৮ ১০:০৪714968
  • এটা চূড়ান্ত লজ্জার। ক্ষমাহীন প্রশাসনিক অপদার্থতা। পঞ্চায়েত, পুলিশ, বিডিও অফিস কেউ কোন সদর্থক পদক্ষেপ নিলো না!
  • PM | 2345.110.014512.99 | ২০ আগস্ট ২০১৮ ১৬:৪৪714970
  • এই বেঙ্গল সিলিকন ভ্যালি কেসটা কি ? সত্যি কিছু হচ্ছে না হাওয়া? SEZ দিচ্ছে ?
  • PM | 2345.110.014512.99 | ২০ আগস্ট ২০১৮ ১৬:৪৪714969
  • এই বেঙ্গল সিলিকন ভ্যালি কেসটা কি ? সত্যি কিছু হচ্ছে না হাওয়া? SEZ দিচ্ছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন