এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৪৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 670112.208.5689.159 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০715105
  • কিন্তু লেনিনের তো দাড়ি ছিল!
  • lcm | 900900.0.0189.158 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৩715106
  • PT | 340123.110.234523.5 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৯715107
  • ও! তাহলে পরে গজাবে?
  • modi | 1256.15.5667.25 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৩715108
  • আপনেরা বুঝি সে কথা জানেন না? জানবেন কি করে? অজ্ঞান মাকু সব। তবে শুনুন।

    লেনিনকে জারের পুলিস তো ধাওয়া করে বেড়াচ্ছে। লেনিন এখানে যায়, ধরা খায়। ওদিকে যায়, তাড়া খায়। শেষে সাইবেরিয়ার জঙ্গলে পিসীর সাথে দেখা হল। লেনিন তো পায়ে কেঁদে পড়লেন। ও পিসি, আমাকে লুকিয়ে রাখ। পিসি বললেন, ওরে, আমি এখন সুদীপ্তকে নিয়ে বড্ড ব্যস্ত, তোকে লুকিয়ে রাখার সময় কি আছে? তবে একটা কাজ করি, তোর দাড়ি গজিয়ে দেই। কেউ চিনতে পারবে না। তুই সুইৎজারল্যান্ডে পালিয়ে যেতে পারবি।

    আহা, সে কি দৃশ্য। সাইবেরিয়ার প্রান্তরে সূর্য্য উঠছে। সূর্য্যের দিকে পিঠ করে লেনিন, আর মুখ করে পিসী। পিসী হাত দোলাচ্ছেন, আর বলছেন, ওঠ, ওঠ। একটু তেড়েফুঁড়ে ওঠ। একটু একটু সূর্য্য উঠছে, আর লেনিনের দাড়ি গজাচ্ছে। সেই দাঁড়ি নিয়েই তো লেনিন ট্রান্স-সাইবেরিয়ান এক্সপ্রেসে করে রাশিয়া ছেড়ে পালালেন। লেনিন তো আর মাকুদের মত অকৃতজ্ঞ ছিলেন না। উনি তখন বললেন, পিসীর এই দান চিরকাল আমার গালে থাকবে।

    জিজ্ঞেস করছেন আমি কি করে জানলাম? মানিকদা, সেই যে ঢ্যাঙা মানিক গো। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কাপুরুষ মহাপুরুষে সেই সূর্য্য ওঠানোর দৃশ্যটা কি করে ওনার মাথায় এল? উনি তখন বললেন সাইবেরিয়ায় লেনিনের দাঁড়ি উঠতে দেখেই উনি এই সীনটা ছকে ফেলেন।

    কি বললেন? পরশুরাম তখনো সে গল্প লেখেন নি? সে তো রবীন্দ্রনাথও সেক্ষপীয়রকে দেখেন নি। পিসী থাকলে সব হয়।
  • PT | 340123.110.234523.25 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৯715109
  • এইসব ঢপশ্রীগুলোর পেছনে অর্থ ও সময় ব্যয় করে আসল জায়গায় ঢুঁঢুরামঃ
    "রাজ্যের ৮০টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে প্রায় ৩৫টি কলেজ এ বছরেও নামমাত্র পড়ুয়া পেয়েছে। ... ছাত্রের অভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে শহরতলি এবং জেলার ১৫টি কলেজ। মূলত ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়ে পড়ুয়া পাচ্ছে না তারা।....অন্য রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির টাকা দেওয়ার পরে পড়ুয়ারা আর বাংলায় আসতে চাননি।"
    https://www.anandabazar.com/state/seats-of-engineering-colleges-are-remained-vacant-last-few-years-1.858424?ref=state-new-stry
  • tinojibi | 456712.100.5623.50 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৫715110
  • আমায় ওসব বোলোনা বাপু আজ। আজকে আমার শরীরটা তেমন ভালো নেই। গান আমি গাইতে পারবো না আজ।এখন হাগো বাংলা আর কথাঞ্জলি চিবাচ্ছি।কাল কয়েক মণ নাদব না হয়।
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০715112
  • ইহা ছিল এক বছর আগের খপর। টাকাটা নিশ্চয় উন্নয়নের পকেটে ঢুকে গেচিল। উন্নয়ন বিরিজের উপর দাঁড়িয়ে থাগতে থাগতে কেলান্ত হয়ে ভেঙে পড়িচে

    https://www.anandabazar.com/calcutta/renovation-work-of-majerhat-bridge-to-be-started-soon-1.697314
  • S | 90067.146.9004512.46 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০০715113
  • বিরিজ ভেঙ্গেছে, লোক মরেচে এগুলো আসল কতা না। আসল কতা হলো ৩৪ বছরে বামফ্রন্ট সরকার কি করেছে এইসব ব্রিজ গুলো নিয়ে। সেই নিয়ে একটা বিষদ আলোচনা দরকার।
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৬715114
  • এই নিয়ে তিনটে উড়ালপুল ভাঙল। উল্টোডাঙা, পোস্তা আর এই মাঝেরহাট।
    কি হারে চুরি হচ্ছে তার একটা ধারণা পাওয়া যায় এর থেকে। আসল মেরামতি না করে সেই টাকা মেরে দিয়ে দুই পোঁচ তিন পোঁচ পাঁচ পোঁচ রঙ করে দেখনসই বানিয়ে রাখে আর দুদিন বাদে বাদে ভেঙে পড়ে।
  • PT | 340123.110.234523.8 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫১715116
  • আম্মো কব্বে থেকে এই বক্তব্বো রেখেই চলেছি। বাপে বাড়ি বানিয়ে দেছিল আর সন্তানেরা দেওয়ালের পলেস্তেরার দিকে নজর না দিয়ে খালি রঙের বাহার বানিয়ে চলেছে।
    এ সরকারের কোন উদ্দেশ্যও নেই বিধেয়-ও নেই। "আচ্ছা চলি" বলে তো আর ক্ষমতা ছেড়ে চলে যাওয়া যায় না। অন্যদিকে বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, জমি মাফিয়া এই সরকারকে "যেতে নাহি দিব" বলে আঁকড়ে পাঁকড়ে ক্ষমতায় রেখে দেবে।
    শুধু ভোটের জন্য ঢপশ্রীর নামে দু-চারটে রুটির টুকরো ছুঁড়ে দেবে মাঝে মঝে। তাই নিয়ে সুবোদ-পোতুল-পেক্ষিতবালারা Knut Hamsun-এর মত জয়্গান গেয়ে সরকারকে টিকিয়ে রাখবে।
  • s | 890112.90.6756.153 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৯715117
  • একটা ব্রীজ ভেঙে পড়েছে অথচ পুরমন্ত্রী, মেয়র কারও চাকরি যাচ্ছে না, এমন আশ্চর্য জিনিসও হচ্ছে দিদির বদান্যতায় ।
  • Du | 237812.58.560112.210 | ০৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৪715118
  • হীরকের কম্যান্ডো তথা সিভিক ভলান্টিয়ার বাহিনী 'উদ্ধার কাজ ' চালাচ্ছে।
  • amit | 340123.0.34.2 | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০৪715120
  • দিদির আমলে আর কটা ব্রিজ ভাঙলে সেটাই নরমাল হয়ে যাবে। পাবলিক এর আর ওতো গায়েও লাগবে না। আর কিছু ঘটলে ৩৪ বছর এর পেছন দেখানো তো রইলই।
  • T | 238912.66.5623.112 | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪৫715121
  • আহা জিডিপি অ্যাত বেড়ে গ্যাছে যে ব্রিজ আর নিতে পাচ্চে না।
  • PT | 340123.110.234523.25 | ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৪৭715122
  • "...২০১৬-এর ৩১ মার্চের সেই বিপর্যয়ের পিছনে যাঁদের অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিল পুলিশ, তাঁদের সাজা দানের প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে। ওই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা গোয়েন্দা পুলিশ। তাঁদের প্রত্যেকেই এখন জামিনে মুক্ত।....
    লালবাজার সূত্রের খবর, নিম্নমানের মালমশলা যে উড়ালপুল নির্মাণে ব্যবহার হচ্ছে, তা জানার পরেও অভিযুক্তরা কাজ চালিয়ে গিয়েছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত ইস্পাত যে নিম্নমানের ছিল, তা ব্যবহারের আগেই পরীক্ষায় ধরা পড়েছিল।"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=42832&boxid=10656
  • amit | 340123.0.34.2 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২২715123
  • ব্যাস , আর কিছুর দরকার নেই। দিদি যখন বলে দিয়েছে মেট্রোর কাজের জন্য ফ্লাইওভার ভেঙেছে , সেটাই শেষ কথা।

    সব কাজ ছেড়ে আবার চারদিকে নীল সাদা উন্নয়নের পোচ মারা চালু হয়ে যাক আবার। জিডিপি চাঁদে পৌঁছলো বলে।
  • PT | 340123.110.234523.18 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩০715124
  • সেই যে সিঙ্গুরের সময় থেকে নন-এক্সপার্টারা রাজ্যের দখল নিয়েছে তার থেকে আর সত্বর মুক্তি নেই বোধহয়।
  • sm | 2345.110.784512.161 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৮715125
  • মুক্তির কি দরকার, আপনার মতো প্রতিভার চাহিদা তো সারা বিশ্বে!
    দুই, সেদিনকে পেপারে দেখলাম ক্যালিফোর্নিয়ায় পর্যন্ত ব্রিজ ভেঙ্গেছে। কি করে?
    তিন, মাঝেরহাট ব্রিজটি তৈয়ারী হয়েছিল, প্রফুল্ল সেন এর আমলে।
    তাহলে মাল মশলা খারাপ দিলে, ওই আমলেই হয়েছিল।
    চার, পোস্তার ব্রিজ ভাঙার পর ১৬ জন কে গ্রেপ্তার করেছিল পুলিশ। তা, তারা এখনও বিচার ব্যবস্থার স্ক্রুটিনির মধ্যে আছে।
    শাস্তি পাবে কি পাবে না, বিচার ব্যবস্থা বলতে পারবে।
    এদেশে তো কোন রকম স্ক্যামেরখুব বেশি কেউ,শাস্তি পেয়েছে বলে দেখি না।অন্তত ডজন খানেক সিবিআই মামলা কায়েমি পড়ে আছে।
    পাঁচ, রক্ষণা বেক্ষণে ত্রুটি। হ্যাঁ, নিশ্চয় হয়েছে। অস্বীকার করার কোন জায়গাই নেই।
    যেসব ইঞ্জিনিয়ার বা এক্সপার্টরা যুক্ত ছিলেন মেইনটেন্যান্স এর কাজে, তাদের জবাবদিহি বাধ্যতামূলক হওয়া দরকার।
  • PT | 340123.110.234523.7 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:২১715127
  • দ্যাকো কান্ডো। নন-এক্স্পার্টদের জয়গান গাইতে না গাইতেই হাজির।
    সবই তো বুঝলুম। কিন্তু গত ৭ বছরে ব্রীজের ওপরে (এবং গোটা রাজ্যে) যত আগাছা গজিয়েছিল সেগুলো পরিষ্কার করার দায়িত্ব কার ছিল?
  • sm | 7845.15.344523.154 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৩715128
  • পূর্তদপ্তরের।
  • sm | 7845.15.344523.154 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৪715129
  • আপনি ও তো এক্সপার্ট না হওয়া সত্বেও, দুদিন ধরে ভারী ভারী বক্তব্য রেখেই চলেছেন। কেউ আপনাকে রুখতে পেরেছে কি?
  • sei | 456712.100.5623.50 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫০715130
  • বিজন সরকার দীক্ষিত পাঁড়েজির পোষ্য লাজ লজ্জা মানবিকতা ইত্যাদি সবই ভুলেছেন। আল বাল বকা আর গোল গোল দাপানো আর হাগো বাংলা চিবিয়ে নাড়া এর বিনে গীত নাই।
  • sm | 7845.15.123412.88 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:০২715131
  • মাকুর ভাকু দশা!
  • PT | 340123.110.234523.15 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৯715133
  • আমি তো কোন এক্ষ মন্তব্য করিনি। ঠিকমত না সারিয়ে যে ঢাকুরিয়া ব্রিজে প্রায়শঃই নীল-সাদার পোঁচ মারা হয় সেতো নিয়মিত দেখতে পাই। আমার মাফিয়া ও সরকারের সম্পক্ককে কোন এক্ষ মন্তব্য ধারবেন না। ওটা দক্ষিনাপণের বাইরে যে লোকটা ঝালমুড়ি বিক্কিরি করে সেও জানে।

    তবে মজার ব্যাপার হচ্ছে যে এবারে বিশেষ "অপশাসন" নিয়ে লাফালাফি নেই। কেননা তাহলে কংগ্রেসের মন্ত্রীসভা নিয়ে টানাটানি করতে হয়!!
  • T | 342323.176.5678.229 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪২715134
  • দুদিন সালটে ছিল, আর সামলাতে পারেনি।
  • sm | 7845.15.893423.198 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৮715135
  • এই তো, হাফপ্যান্ট এসে গেছে।নিজেকে আর সামলাতে পারছে না।এক্কেরে, হামাগুলি দিয়ে চলে আসছে।
    তা, কাট পিস, পুজোতে বিক্রি বাটা কেমন?
  • sm | 7845.15.568912.215 | ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২১715136
  • শুনলাম মাকুরা, দলে দলে বিজেপি তে ভিড়ছে?
    ত্রিপুরা তে এতখানি কষে খাওয়ার পর ও?!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন