এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৪৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 7845.15.4567.51 | ২০ আগস্ট ২০১৮ ১৭:০৬714972
  • ওটা মিথ্যুক মাকু বুঝতে পারবে না।
  • PT | 340123.110.234523.18 | ২০ আগস্ট ২০১৮ ২৩:০৮714973
  • এসব তবে সত্যি নয়?
    The West Bengal government has agreed to offer path-breaking concessions to Infosys Ltd to get the software services firm to develop its 50-acre plot in Rajarhat township near Kolkata.

    West Bengal will allow Infosys to use up to 49% of the plot allotted in 2010 in any manner it likes, and has also agreed to the firm scaling down its investment and job creation commitments.

    These concessions are to be granted to compensate Infosys for the tax breaks that the state had promised in 2010.

    "in any manner it likes,????"- কোন সত্যবাদী অ-মাকু বা মাকু-বিরোধী কিন্তু সত্যবাদী এ প্রসঙ্গে দু-এক পহা দেবে নাকি?
    https://www.livemint.com/Industry/YpRBAsxPOWd0guh4lGlTFM/Infosys-to-get-steep-concessions-to-develop-Kolkata-centre.html
  • tc | 456712.100.5623.49 | ২১ আগস্ট ২০১৮ ১০:২১714974
  • উনি এখন হাগো বাংলা গিলতে গিয়েছেন। এসেই নাদা শুরু করবেন।
  • PT | 340123.110.234523.8 | ২১ আগস্ট ২০১৮ ১৩:৪৬714975
  • শুধু উনি কেন একদা SEZ-এর বিরুদ্ধে ধুম্র-উদ্গীরণকারী আগুন-খেকো তাত্বিকরাও কেমন মুখে সেলোটেপ লাগিয়ে রেখেছে তাই দেখছি। সত্যিই দেখছি অম্বিকেশী-দাওয়াই সর্বরোগহারী টনিক!!
  • PM | 340112.219.5645.158 | ২১ আগস্ট ২০১৮ ১৫:২৫714976
  • মানে বেঙ্গল সিলিকন ভ্যালি নিয়ে কেউ ই সত্যি মিথ্যে কিছু জানে না তাহলে
  • sm | 7845.11.124512.27 | ২১ আগস্ট ২০১৮ ১৫:৫১714977
  • এই দুগ্ধ পোষ্য মাকু গুলোকে জবাব দিয়ে কি হবে?এদের তো এখন মুখে সেলোটেপ আটকে চুপ করে বসে থাকার কথা ।
    পব র শিল্পের বারোটা বাজিয়ে,এখন আবার মুখ বাড়িয়ে দুধের স্বাদ পেতে চায়।
    সিলিকন ভ্যালি হচ্ছে, খালি দেখতে যাও।
  • PT | 340123.110.234523.23 | ২১ আগস্ট ২০১৮ ১৭:০৭714978
  • পবর সরকার যা মেনে নিয়েছেঃ
    i) Infosys (can use) 49% of the plot ......in any manner it likes......
    ii)Infosys....scaling down its investment and job creation commitments....

    এটা পড়েও যারা হাবের খোয়াব দেখছে তাদের আপাততঃ হাবু নামেই ডাকতে হবে।
  • PM | 2345.110.892312.224 | ২২ আগস্ট ২০১৮ ১০:০৪714980
  • পিটি বাবু ইন্ফি জমি নিয়েছে অ্যাক্সন এরিয়া ৩ তে-- আর সিলিকন ভ্যালি অ্যাকসন এরিয়া ২ তে হচ্ছে । দুটো আলাদা প্রোজেক্ট।

    ব্যুরোক্রাটরা ভিসন স্টেটমেন্ট বেশ ভালৈ লিখেছে।কিন্তু দিদি সেজ না দেবার জেদ ধরে থাকলে এটাও গোচারন ভুমি হয়েই থাকবে বলে মনে হয় ঃ(

    https://www.ndtv.com/india-news/west-bengal-cheif-minister-mamata-bane
    rjee-unveils-new-it-policy-in-west-bengal-1903874
  • PM | 2345.110.892312.224 | ২২ আগস্ট ২০১৮ ১০:০৮714981
  • The state information technology and electronics (IT&E) department has already received booking for 70-acre space in the newly unveiled 100acre IT hub এটা সত্যি হলে আমি ভুল প্রমানিত হব-- আনন্দের সাথে
  • PM | 2345.110.892312.224 | ২২ আগস্ট ২০১৮ ১০:১৯714983
  • "The notification stated that the new policy will be operative with immediate effect with focus on 3D printing, big data analytics, animation and gaming, artificial intelligence, internet-of-things (IoT), robotics, cyber security, drones, fintech, Industry 4.0, quantum computing among others."----

    কিন্তু According to the IT minister, companies like Fujisoft, Wipro and Voltas have evinced interest in the new IT hub. এরা ইমার্জিং টেকনোলজি তে সিলিকন ভ্যালি বানাবে?
  • sm | 2345.110.015612.42 | ২২ আগস্ট ২০১৮ ১০:২০714984
  • কিছুদিন আগে তো সিঙ্গুর আন্দোলনের স্পন্সর নিয়ে মিথ্যাচার চলছিল!
  • PT | 340123.110.234523.5 | ২৩ আগস্ট ২০১৮ ২৩:৩২714987
  • শুধুই কি বেনোজল?
    এ তো টাকার ঢেউ... লহরীর পর লহরী তুলিয়া.....আর তার পরেই ?........ কবি বলিয়াছেন... "আঘাতের পর আঘাত কর"!!! ..... সেইজন্যেই নাকি বিস্ফোরণ নারায়ণগড়ে?

    "দিনে ১ লক্ষ ২০ হাজার! লুঠের দখল ধরে রাখতে গিয়েই কি বিস্ফোরণ নারায়ণগড়ে?"
    https://www.anandabazar.com/state/what-is-the-actual-scene-behind-narayangarh-blast-it-is-an-embarrassment-for-tmc-dgtl-1.852239?ref=hm-ft-stry-left-1
  • amit | 340123.0.34.2 | ২৪ আগস্ট ২০১৮ ০৮:২৯714989
  • একদম খিক খিক করে হাসবেন না। উন্নয়ন সব রাস্তায় দাঁড়িয়ে আছে। কখন কোথায় কাকে ধরে কেলিয়ে দেবে, কেও জানে না।
  • PT | 340123.110.234523.7 | ২৪ আগস্ট ২০১৮ ০৯:১২714990
  • ধান্দাবাজ অতিবদ অতিবাম কৃষকপ্রেমী ও ঢপবাজ মুলোদের জন্যঃ

    "হিসাব বলিতেছে, প্রায় কুড়ি লক্ষ বঙ্গসন্তান সে রাজ্যে (কেরলে) কাজ করিতেন। অধিকাংশই অদক্ষ শ্রমিক, কেহ কেহ আধা-দক্ষ।....
    ভিন রাজ্যে অদক্ষ শ্রমিকের কাজ করিতে যাওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ দেশে অগ্রগণ্য। ......
    রাজ্যে যদি এতই উন্নয়ন হয়, তবে প্রায় দুই কোটি মানুষকে কেন রাজ্যছাড়া হইতে হইল?.........
    এখন যে কোনও দিন যে কোনও সময় হাওড়া স্টেশনে গেলে অসংরক্ষিত কামরায় উঠিবার জন্য বাঙালি যুবকদের বিপুল লাইন চোখে পড়িবে। .........পশ্চিমবঙ্গে উন্নয়নের ছবিটি ঠিক কী রকম, ওই হাওড়া স্টেশনের লাইন দেখিলে তাহা লইয়া আর সংশয় থাকে না।"
    https://www.anandabazar.com/editorial/kerala-flood-labourers-from-bengal-going-to-another-state-arising-questions-of-joblessness-1.852268?ref=editorial-ft-stry
  • sm | 2345.110.894512.181 | ২৪ আগস্ট ২০১৮ ১০:২৩714992
  • পিটি, রিপোর্ট পড়েন, কিন্তু তলিয়ে ভাবেন না।
    ছোট উদাহরণ,আসামে ৩০লাখ বাংলা ভাষায় কথা বলা লোক,কিন্তু নাগরিকপঞ্জি তে উল্লেখ নাই। এরা কি পব থেকে যাওয়া লোক?
    এরা ভয়ে ,ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে গেলে,তাদের কে অবপ, বাঙালি তথা পব বাসী হিসাবেই চিনহিত করবে।
    দুই, গত তিন দশকে যত লোক পব তে এসেছে, হিসাব করলে কয়েক কোটি হবে।
    পব ছেড়েছে হয় তো কোটি খানেক।অর্থাৎ যত লোক পব ছেড়েছে তার কয়েকগুন লোক পব তে সেটল করেছে।
    এরা নিশ্চয় কাজ করেই খায়।
    তিন, কলকাতা, খড়্গ পুর, শিলিগুড়ি অঞ্চলে, এতো ভিনরাজ্যের লোক কেন?
    পব তে কাজ নেই এমন নয়। যারা যায় ,তারা বেশি রোজকার বা তাদের স্কিল এর জন্য যায়।
    যেমন সোনা, রূপো, হিরে, জরির কারিগর, কুক,রাজমিস্ত্রী,ড্রাইভার, এইসব জনতা।

    পরিশেষে, এই সব নাদান জনতা কি চায়, বুঝা ভার। সিঙ্গুরে যারা রিসোর্ট করছে, সরকার কি তাদের জন্য জমি কেড়ে নিয়ে বিলিয়ে দিয়েছে?কোন শিল্পপতি যদি নিজে জমি কিনে বিনিয়োগ করে, তাতে মমতা সরকার ক্ষমতায় থাকার সময় বা বিরোধী থাকার সময় ও কোন আপত্তি করে নি তো!
    আপত্তি হতে পারে, যদি কাউকে জোর করে উচ্ছেদ করে হয় তখন।
  • sm | 2345.110.894512.181 | ২৪ আগস্ট ২০১৮ ১০:২৩714991
  • পিটি, রিপোর্ট পড়েন, কিন্তু তলিয়ে ভাবেন না।
    ছোট উদাহরণ,আসামে ৩০লাখ বাংলা ভাষায় কথা বলা লোক,কিন্তু নাগরিকপঞ্জি তে উল্লেখ নাই। এরা কি পব থেকে যাওয়া লোক?
    এরা ভয়ে ,ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে গেলে,তাদের কে অবপ, বাঙালি তথা পব বাসী হিসাবেই চিনহিত করবে।
    দুই, গত তিন দশকে যত লোক পব তে এসেছে, হিসাব করলে কয়েক কোটি হবে।
    পব ছেড়েছে হয় তো কোটি খানেক।অর্থাৎ যত লোক পব ছেড়েছে তার কয়েকগুন লোক পব তে সেটল করেছে।
    এরা নিশ্চয় কাজ করেই খায়।
    তিন, কলকাতা, খড়্গ পুর, শিলিগুড়ি অঞ্চলে, এতো ভিনরাজ্যের লোক কেন?
    পব তে কাজ নেই এমন নয়। যারা যায় ,তারা বেশি রোজকার বা তাদের স্কিল এর জন্য যায়।
    যেমন সোনা, রূপো, হিরে, জরির কারিগর, কুক,রাজমিস্ত্রী,ড্রাইভার, এইসব জনতা।

    পরিশেষে, এই সব নাদান জনতা কি চায়, বুঝা ভার। সিঙ্গুরে যারা রিসোর্ট করছে, সরকার কি তাদের জন্য জমি কেড়ে নিয়ে বিলিয়ে দিয়েছে?কোন শিল্পপতি যদি নিজে জমি কিনে বিনিয়োগ করে, তাতে মমতা সরকার ক্ষমতায় থাকার সময় বা বিরোধী থাকার সময় ও কোন আপত্তি করে নি তো!
    আপত্তি হতে পারে, যদি কাউকে জোর করে উচ্ছেদ করে হয় তখন।
  • sm | 2345.110.894512.181 | ২৪ আগস্ট ২০১৮ ১০:২৪714994
  • #সরি।
  • PT | 340123.110.234523.10 | ২৪ আগস্ট ২০১৮ ১০:৪০714995
  • খ্ড়্গপুরে "ভিনরাজ্যের" লোক কেন সে ব্যাখ্যা দিয়েছি আগে। পড়ে উঠতে পারেননি হয়্ত।

    "পব তে কাজ নেই এমন নয়। যারা যায় ,তারা বেশি রোজকার বা তাদের স্কিল এর জন্য যায়।"

    এমনকি সম্পাদকীয়টাও ভাল করে পড়ে ওঠার সময় পাননি। উত্তর ওখানেই আছে।
    "তাঁহারা কেরলে যাইতেছেন, রাজস্থানে, দিল্লিতে, মহারাষ্ট্রে— *********বেশি নহে, মাসে হাজার পনেরো টাকা রোজগার করিবার আশায়।********** অর্থাৎ, পাহাড় হইতে জঙ্গলমহল অবধি অট্টহাস্য করিয়া উঠা রাজ্য তাহার যুবশক্তিকে এই সামান্য কাজের সুযোগটুকুও করিয়া দিতে পারে নাই।"

    কেরলে বাঙালী বাছা খুব সহজ। তার সঙ্গে আসামের তুলনা করে ঘেঁটে দেওয়ার দরকার নেই। গরমকালে একবার স্লিপার ক্লাসে চড়ে হাওড়া থেকে কেরল যাবেন। তাহলে বুঝতে পারবেন যে কোন আমোদের সন্ধানে বাঙালী কেরল যাচ্ছে।

    অবিশ্যি যা হচ্ছে তা সবই ঐ হিসেবের জিলিপির প্যাঁচে লটকানো অত্যুচ্চ জিডিপির কারণেই!!
  • sm | 2345.110.894512.181 | ২৪ আগস্ট ২০১৮ ১১:০০714996
  • আপনি কোন কিছুই ভাল করে উত্তর দেন নি।আপনি বলেছিলেন খড়গপুর অঞ্চলে ভিনরাজ্যের লোক বহু বছর পূর্বে এসেছিল। তাদের পরবর্তী প্রজন্ম সেটল করে গেছে। প্রশ্ন হচ্ছে, এর কেন একটি ড্রাই স্টেটে সেটল করলো?কেন নিজের রাজ্য বা অন্য ধনী রাজ্যে চলে গেল না? কি মধু রয়েছে পব তে?
    দুই, আপনি কি অস্বীকার করেন, বিগত তিন দশকে কয়েক কোটি লোক পব তে আশ্রয় নিয়েছে, সে তুলনায় বেরিয়ে গিয়েছে অনেক কম সংখ্যক লোক। কেন?
    যদি, উত্তর জানা থাকে দিন।
    তিন,কেউ ,অসম বা ত্রিপুরা বা বাংলাদেশ থেকে আসা বাঙালি দের নিয়ে কনফিউজ করার চেষ্টা করে নি। আপনি ই সচেতন ভাবে এড়িয়ে যাচ্ছেন।
    যতো, বাংলাভাষী লোক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, তাদের এক বৃহৎ অংশ এই শ্রেণী ভুক্ত। দিনের শেষে অবপ এদের পব থেকে আগত বাঙালি হিসাবেই রিপোর্ট করবে।
    যারা চা খেতে খেতে অবপ পড়ে,দেশদ্ধার করার চেষ্টা করে, এটা তাদের জন্য।
  • amit | 340123.0.34.2 | ২৪ আগস্ট ২০১৮ ১১:১৭714997
  • বিগত তিন দশকে অন্য রাজ্য থেকে কয়েক কোটি লোক পব তে এসে সেটল করেছে, এর কোনো অথেন্টিক ডাটা সোর্স আছে ? আর কত লোক পব থেকে বেরিয়ে গেছে সেটা ও - ? কিভাবে সিদ্ধান্ত হচ্ছে যে নেট ইনফ্লাক্স কয়েক কোটি পসিটিভ ?
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১১:২৩714998
  • ওটা তুমি নেট থেকে বার করে নাও।
  • amit | 340123.0.34.2 | ২৪ আগস্ট ২০১৮ ১১:৩২714999
  • বোঝা গেলো যে এতক্ষন বৃদ্ধবীচি হাওয়াবাজি করছিলেন। স্বভাব যাবে কোথায়।
  • sm | 7845.15.1223.97 | ২৪ আগস্ট ২০১৮ ১১:৪৫715001
  • এই ফালতু,বোঝানোগোডাউন পিস টাকে,বোঝানো মুশকিল। না করবে পড়াশোনা, না আছে কোন বোঝার বুদ্ধি!
    মুখ খুললেই করপোরেশনের নর্দমা!
    ওপরের লিংকটা পড়লে বোঝা যাবে কিছু টা। পব পপুলেশন ২০০১-১১তে বেড়েছে, এক কোটি মতন।
    ০-৬ এজ গ্রুপ বেড়েছে, দশ লাখ মতন।
  • tc | 456712.100.125612.63 | ২৪ আগস্ট ২০১৮ ১১:৫৪715003
  • অরণ্যের নবীন প্রবাদ হইলো গিয়া দিদির ভাই এবং মোদির ভাই এই দুই প্রজাতির ছাগশিশুকে একত্রে চুদির ভাই বলে ডাকা হয়।
  • tc | 456712.100.125612.63 | ২৪ আগস্ট ২০১৮ ১১:৫৪715002
  • অরণ্যের নবীন প্রবাদ হইলো গিয়া দিদির ভাই এবং মোদির ভাই এই দুই প্রজাতির ছাগশিশুকে একত্রে চুদির ভাই বলে ডাকা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন