এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৬০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 126.203.173.63 | ০৮ জুলাই ২০১৪ ০৯:২৮641198
  • একক একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি ? কেমন?

    ------------------------------------------------------------------------------------------------
    Name: একক

    IP Address : 24.99.193.23 (*) Date:07 Jul 2014 -- 08:22 PM

    ওকে ফাইন ,আপনার এরিয়া অফ এক্স্পর্তাইস জেনেই তো হ্যান্ড ওভার করলুম ।
    --------------------------------------------------------------------------------------------

    ড্যাম ডিজাইন আমার এক্সপার্টিস বলি নি তো - দিজাইন স্ট্যান্ডার্ডগুলো কোনো এক কালে পড়তে হয়ছিল। সেই সূত্রে অল্পসল্প জানি। আপনি ৩০ বছরের উদাহরণ দেওয়াতে বুঝলাম এই বিষয়টার সাথে আপনি সেভাবে পরিচিত না। কারণ ৫০-১০০ বছরের ফ্লাড ইভেন্ট আকছার ধরা হয়।
    ----------------------------------------------------------------------------------------------------
    আমি তো বুঝ্তেচেয়্ছি যে ৩৭৫% বেশি রেইনফল ধরে ড্যাম দিসেন করে লাভ আছে কিনা । তা আপনি বলছেন আছে ।ওরকম ফ্লাড হতেই পারে .। তার মানে উত্তরভারতে যে ড্যাম গুলো দিসেন হয়েছিল তারা BIS ফল করেনি । তাই তো ? হ্যা কি না ।
    ------------------------------------------------------------------------------------------------------------------------

    বিভিন্ন সিভিল স্ট্র্যাকচার বিভিন্ন ফ্যাকটর অফ সেফটী ধরে ডিজাইন করা হয়। সেগুলো আসে আগের ফেলিওর এক্সপিরিয়েন্স থেকে, ইম্প্যাক্ট অফ ফেলিওর থেকে, ইম্পর্ট্যান্স অফ স্ট্রাকচার থেকে। কি ভাবে ড্যামের জন্য ১০০ বছর ঠিক করা হল সেটা আমার জ্ঞানের বাইরে। কিন্তু ভারতবর্ষে যেকোনো ডিজাইন হলে সেটা Bureau of Indian Standard (BIS) follow করতে বাধ্য। তার থেকে কম মানের ডিজাইন ক্রাইটেরিয়া নিতে পারে না - আরো stringent নিতে পারে। উত্তরাখন্ডে সঠিক ভাবে কি হয়েছে কি করে বলব বলুন - আমার কোনো পরিচিত ডিজাইন করে নি।

    আমি বলিনি একবার-ও ওরকম ফ্লাড হতেই পারে। কি বলেছি? বলেছি "average এর 3.7 times বৃষ্টি unusual কিন্তু out of the world না"। যদি ড্যাম ফেলিওর বা ওভারফ্লাডিং হয় এবং সেক্ষেত্রে downstream river এর সেই জল নেওয়ার ক্ষমতা না থাকে তখন ব্যাঙ্ক ফ্লাডিং হয় আর পাহাড়ি জায়গায় তার ফলে ধস নামে।

    ওইখানে অবাঞ্ছিত কনস্ট্রাকশান একটিভিটির জন্যে, রিভারবেড সিল্টেশান হয়েছে। এটাকেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
    কিন্তু নিশ্চিতভাবে এখনো কিচ্ছু বলা যায় নি - রিপোর্টেও কিন্তু বলা হয়েছে ফারদার স্টাডি দরকার। সেটুকু ধৈর্য ধরতে আমার আপত্তি নেই।

    --------------------------------------------------------------------------------------------------------------------------
    । তা আপনি বলছেন ৩৭৫% বেশি বৃষ্টি বা ক্লাউদ বার্স্ট খুব নরমাল ব্যাপার ।(যদিও নাসা র ডেটা সার্চ করে এরকম কিছু পেলুম না । হয়ত কথায় সার্চ করতে হবে সেটা জানিনা বলে । কায়ন্দলি হেল্প করুন ) । তাহলে এই লেভেলে ক্লাউদ বার্স্ট + গ্লেসিয়ারে বরফ গলে যাওয়া ধরেই নিশ্চই সব বাড়ি তৈরী করার ছাড়পত্র মিলবে ? তাহলে ওখানে কন্স্ত্রাক্ষণ গুলো বেআইনি ছিল ? সরকারী আপিস গুলও তো গুন্র হয়ে গেসলো । সেগুলো ও কি লিতিগেতেদ ? একটু বুঝিয়ে বলুন । কায়ন্দলি ।
    -------------------------------------------------------------------------------------------------------------------------

    আবারও একবারও বলি নি খুব নরম্যাল ব্যাপার। কোথায় পেলেন একথা। বলেছি "average এর 3.7 times বৃষ্টি unusual কিন্তু out of the world না"। highly improable event, হয়তো probability of such or higher rainfall is 1/100

    সাধারণতঃ আমাদের দেশে রেনফল/বৃষ্টির ডাটা দেয় India Meteorological Department (IMD). ৫০ বছরের ডাটা অব্দি তাদের কাছ থেকে সংগ্রহ করা যায় জানা আছে (পয়সা দিয়ে কিনতে হয়), তার বেশীর ক্ষেত্রে কি ডাটা আছে কতোটা আছে কিভাবে আছে জানি না। নাসার সাইটে ১০০ বছরের ডাটা কোনোদিন খুঁজিনি - কাজেই হেল্প করতে পারলাম না দুঃখিত। IMDর রিপোর্টে ১৯০১ থেকে ২০০০ পর্যন্ত ক্লাইমেট প্যাটার্ন নিয়ে আলোচনা দেখেছি। কাজেই ডেইলী রেনফল ডাতা হয়ত আছে গত ১০০ বছরের।

    একটা ড্যাম যে ফ্যাক্টর অফ সেফটি ধরে তৈরী হবে, বারী অফিস তার ১/৫০ ভাগ সেফটিতে তৈরী হবে না। কাজেই একটা ড্যাম বার্স্ট হলে তার ডাউন্সট্রিমের বাড়ীঘর কি ভাবে রক্ষা করা যায় জানি না। যদ্দুর জানি ওই জোনে ঘরবাড়ী থাকার কথা না। সুনামী হলে সরকারী অফিস বা বাড়ি কিন্তু যাবে, তবে ড্যাম বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডুবে যাবে এটা এক্সপেক্টেড না। ধরুন সুনামি প্রোটেকশানের জন্য আপনাকে একটা প্ল্যান্টের plinth level ১৫ মি করতে হবে.সেটা করবেন - কিন্তু বাড়ির প্লিন্ত তো আপনি ৬০০ বা ১০০০ মিমি-র বেশী করবেন না ।
    আরো বড়ো কথা একটা ড্যাম পাহাড়ী নদীতে লোকেট করার সময় geological fault ইত্যাদি দেখা হয়। সেটা কি একটা বাড়ির ক্ষেত্রে সম্ভব?

    MoEF -এর রিপোর্টের মতো এটাও একটা রিপোর্ট, পড়ে দেখতে পারেন, আমার honest রিপোর্ট বলেই মনে হল
    http://chimalaya.org/2013/07/30/kedarnath-disaster-facts-and-plausible-causes/
    ( CURRENT SCIENCE, VOL. 105, NO. 2, 25 JULY 2013)

    এখানে মোটামুটি আপনার মতেই মত দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা সেখানেও বলা আছে

    The Kedarnath town is situated on the out wash plane of Chorabari and Companion glaciers (Figure 3). The channels of Mandakini and Saraswati Rivers encircles this outwash plane and meet near the Kedarnath town where the outwash plane ends. These streams cut their banks every year. Overcrowding of the people near the temple led to a change in the course of Sarswati River which now flows just behind the Kedarnath town (Figure 3).

    তবে এই রিপোর্টে একটা কথা বলা আছে, অন্য রেফারেন্স দিয়ে

    "The analysis based on 7 days, 10 days, one months and yearly rainfall pattern across the North Western Himalayan mountain region shows that in the last 1000 years this event is unique and didn’t happen, and may not repeat again so easily. So, it was one of the rarest of the rare event on geological timescale in the Himalayan region."

    এটা সত্যি হলে - কিছুই করার নেই -
  • ব্যাপ | 192.66.16.195 | ০৮ জুলাই ২০১৪ ০৯:৩৬641199
  • আপনার প্রশ্ন তো বোঝাই যায়নি। আপনার লিং এ গিয়ে দেখা গেল সেখানে আআপ থেকে শুরু করে অমর্ত্য সেন, মেধা সবার নামেই 'অভিযোগ' করা হয়েছে, সবাই কোথাও না কোথাও ফোর্ড ফাউন্ডেশনের সাহায্য নিয়েছেন। আর অভিযোগ এর কারণ হল, ফোর্ড ফাউণ্ডেশন আমেরিকার দালাল। আপনারও কি সেই অভিযোগ ?
    গুজরাত সরকারই ফোর্ড ফাউণ্ডেশন থেকে টকা নিয়েছে, সেটাও আশা করি দেখেছেন।

    এছাড়া, আআপ খুব স্পষ্ট করে লিখেছে, এটা মিথ্যে তথ্য। মেধার বেলায় এটা সত্য, সেটা কীকরে জানা গেল ?

    আর ফোর্ড ফাউন্ডেশন আর ফোর্ড নিয়ে বলতে চাইছেন ? ফোর্ড ফাউণ্ডেশন তো দেখলাম গত চল্লিশ বছর ধরেই ফোর্ডের সাথে যুক্ত নয়। আপত্তিটা কী নিয়ে ?
  • নিপ | 15.104.224.42 | ০৮ জুলাই ২০১৪ ১০:১২641200
  • আপনি কিছুই পড়েননা আমি এই নিয়ে কোনো লিংক দিইনি একটা বইয়ের except দিয়েছিলাম আপ অমর্ত্য সেন নিয়ে কোনো বক্তব্য আমার উপর চাপাবেন না।

    প্রশ্নগুলো পড়েননি।

    ইন্স্টিটিউট অব এনার্জি রিসার্চ কে আপনি এক কথায় বাতিল করেছেন conflict of interest দেখিয়ে। ফোর্ডের সঙ্গে পরিবেশ আন্দোলনের confict of interest আছে। মেধার সব দাবি তাহলে এক কথায় বাতিল নয় কেন? আপনারই যুক্তি আমার নয়।

    ব্যাগড়াপন্থী বলেছেন উইন্ডমিল পাঁচমাস চলে। বাকি সময় আবার সোলারে চালাবেন বলছেন। সোলারেই চললে উইন্ডমিল পাঁচমাস চালিয়ে কি হবে। Totally redundant নয় কি?

    আমরা নিউক্লিয়ারপন্থী, নিউক্লিয়ার থার্মাল উইন্ড গাড়ি স্মার্টফোন কিছুতেই আপত্তি নেই। আপনাদেরই সবকটাতে আপত্তি করার কথা, করছেন?

    কনটেক্স্ট বুঝতে হলে পাতা উল্টে দেখবেন, ফোর্ড ফাউন্ডেশন নিয়ে পড়ে দেখবেন http://www.ratical.org/ratville/CAH/FordFandCIA.html
  • নিপ | 15.104.224.42 | ০৮ জুলাই ২০১৪ ১০:১৭641201
  • FYI ফোর্ড ফাউন্ডেশনের সম্পত্তি $11 billion। শেষে গুজরাট সরকার টাকা নিয়েছে অজুহাতও দিতে হল আশ্চর্য হইনি।
  • cm | 127.247.114.76 | ০৮ জুলাই ২০১৪ ১৭:৫৫641202
  • নিপ(নিউক্লিয়ারপন্থী) Date:08 Jul 2014 -- 07:07 AM

    পোস্টের পরিপ্রেক্ষিতে জানাই অন্যের বক্তব্যকে নির্বোধের মত বলা খুব একটা বোধের পরিচায়ক নয় বলেই আমার মনে হয়, আপনি চাইলে অন্যদের মতামত নিয়ে নিতে পারেন।

    শৈশবে আপনার সুশিক্ষালাভের সুযোগ হয়নি দেখে সমবেদনা জানালাম। পরিশেষে লিখি হাসির উপাদান আপনার লেখাতেও কিছু কম নেই।
  • ডায়ারিয়া | 24.139.221.129 | ০৮ জুলাই ২০১৪ ২১:০৩641203
  • জনসচেতনতা থেকে কী ভাবে জন-আন্দোলন গড়ে ওঠে তার অভিনব নিদর্শন পাওয়া যায় এখানে—শুরু থেকে শহীদ হাসপাতালের প্রচারের বর্শামুখ ছিল ডায়রিয়ায় মৃত্যুর বিরুদ্ধে। এই প্রচারে জনসাধারণ ডায়রিয়া-প্রতিরোধে যথাযথ পানীয় জলের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হন। ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘ ও ছত্তিশগড় মুক্তি মোর্চা এই সচেতন মানুষদের নিয়ে পানীয় জলের দাবিতে যে আন্দোলন গড়ে তোলে তার চাপে ১৯৮৯-এ স্থানীয় প্রশাসন ও ভিলাই স্টীল প্ল্যান্ট কর্তৃপক্ষ দল্লী-রাজহরা ও তার আশেপাশের গ্রামগুলোতে ১৭৯টা নলকূপ বসাতে বাধ্য হয়।

    http://www.guruchandali.com/default/2012/12/18/1355801926413.html#.U7wL7ZSSxe8

    -----------------------

    এদিকে অবশ্য দাবি করা হয়েছিল গুরুর লেখা পড়েই এঁদের কাজ সম্বন্ধে জেনেছেন এদিকে এই তার আগে সমানে জানতে চেয়ে গেছেন এঁরা ডায়ারিয়ার জন্য কী করেছেন, তাই নিয়ে সমানে বক্রোক্তি করে গেছেন ! (সেগুলো আর খুঁজে খুঁজে কোট করতে ইচ্ছে করছে না)।
  • ব্যাপ | 116.212.30.67 | ০৯ জুলাই ২০১৪ ০১:০৪641204
  • নিপ, আপনার বক্তব্য সত্যই ঘেঁটে যাচ্ছে। ফোর্ড ফাউণ্ডেশন নিয়ে আপনার আপত্তি তথাকথিত আম্রিগার দালাল বলে কিনা জানতে চাওয়া হয়েছিল, আর সেটাই হলে গুজরাত সরকার তাদের থেকে ফান্ডিং নিলে আপত্তি নেই কেন জানার ছিল। তো তাতে আপনি ফোর্ড ফাউন্ডেশনের সম্পত্তির পরিমাণ দেখিয়ে দিলেন ! অথচ আপনার আপত্তি সেই সিয়ার হাত নিয়েই।

    আপনি লিং দেননি কিন্তু আপনি যেখান থেকে কোট করেছেন, সেই লিং টা যদি নিজে পড়ে দেখতেন , তো দেখতে পেতেন সেখানে ঐ একধারসে অমর্ত্য সেন থেকে শুরু করে আআপ এর প্রায় সবাইকেই অভিযুক্ত করা হয়েছে।
    এই ফাউণ্ডেশনের ট্রাস্টি মেম্বার বোধহয় নারায়ণমূর্তি। তো, আম্রিগার দালাল বলেই যখন আপত্তি, তো সেটা সবার জন্যেই ভ্যালিড হওয়া উচিত।

    তবে এসব আলোচনাই অবান্তর, কারণ মেধা ফোর্ডের ফাণ্ডিং নিয়েছেন কিনাই জানা নেই, এনিয়ে কিছু প্রমাণিত হলে তারপর নাহয় এনিয়ে তর্ক করা যাবে।

    আর হ্যাঁ, বিদ্যুত নিয়ে আপনার পোস্টটা সত্যিই বোঝা যাচ্ছে না। যেখানে ডিমাণ্ড আছে, সেখানে বিদ্যুতের একটা সোর্স থাকলে সেটা ব্যবহার করা হবেনা কেন ? যে মাসগুলোতে হাওয়া থেকে বেশি বিদ্যুত আসে সেই মাসগুলোতে তো ডিমাণ্ডও বেশি !

    আর এটাও একটু দেখবেন।
    During wind season the wind power contributes around 30-35% of the State power demand on a daily basis. On a yearly basis it is around 16-19%.
  • নিপ | 47.130.227.133 | ০৯ জুলাই ২০১৪ ০৭:২০641205
  • সিএম কে বিনীতভাবে হাস্যকর এবঙ্গ নির্বোধ কেন মনে হয়েছে জানাচ্ছি।

    এই বিতর্কে ডিডি প্রথমে বড়ো প্রোজেক্টে যারা ব্যাগড়া দেয় তাদের ব্যাগড়াপন্থী আখ্যা দিলেন।

    পিটি comment করলেন না ব্যাগড়াপন্থীরা মোট্টেই এইসব (অন্যকিছু) নিয়ে মাথা ঘামান না। পিটি এটা নির্বোধের মত কিছু না জেনে লিখেছেন, এরা কত কিছু নিয়ে কাজ করে এই সাইট দেখলে জানতে পারবেন http://napm-india.org/node/898

    এর পরে আপনি পিটিকে সমর্থন করবেন বলে ব্যাগড়াপন্থী definition বদলে দিলেন। বললেন ব্যাগড়াপন্থীরা এমন একদল যারা জীবনের কোন ক্ষেত্রেই গঠনমূলক অবদান না রেখে সকল রকম প্রতিরোধের অংশীদার। এরকম লোকের একটা তালিকা দিন নইলে হাস্যকরই হবে।

    আপনাকে উত্তর দিলাম। এবার শৈশবে আমার সুশিক্ষালাভের সুযোগ হয়নি আপনি কিভাবে জানলেন ব্যাখ্যা করুন নইলে আবার হাস্যকর নির্বোধ comment হবে।
  • নিপ | 183.230.138.96 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৪১641208
  • ব্যাপকে লিখতে অনেক সময় লাগবে আমি ক খ গ ঘ করে কপি পেস্ট করে সংক্ষেপে উত্তর দিচ্ছি।

    ক, ফোর্ড ফাউণ্ডেশন নিয়ে আপনার আপত্তি তথাকথিত আম্রিগার দালাল বলে কিনা জানতে চাওয়া হয়েছিল, আর সেটাই হলে গুজরাত সরকার তাদের থেকে ফান্ডিং নিলে আপত্তি নেই কেন জানার ছিল। তো তাতে আপনি ফোর্ড ফাউন্ডেশনের সম্পত্তির পরিমাণ দেখিয়ে দিলেন ! অথচ আপনার আপত্তি সেই সিয়ার হাত নিয়েই।
    উত্তর - গুজরাত সরকার ফান্ডিং নিলে আপত্তি করছি NAPM নিলেও।

    খ, আপনি লিং দেননি কিন্তু আপনি যেখান থেকে কোট করেছেন, সেই লিং টা যদি নিজে পড়ে দেখতেন , তো দেখতে পেতেন সেখানে ঐ একধারসে অমর্ত্য সেন থেকে শুরু করে আআপ এর প্রায় সবাইকেই অভিযুক্ত করা হয়েছে।
    এই ফাউণ্ডেশনের ট্রাস্টি মেম্বার বোধহয় নারায়ণমূর্তি। তো, আম্রিগার দালাল বলেই যখন আপত্তি, তো সেটা সবার জন্যেই ভ্যালিড হওয়া উচিত।
    উত্তর - আমি কোথা থেকে কোট করেছি কিকরে জানলেন, আমাকে বলবেন। অন্যের দাবির দায়িত্ব নিচ্ছিনা, আপ অমর্ত্য সহ বাকিদের বিষয়ে অগ্গানতার জন্য comment করতে পারছিনা। তবে অভিযোগ ঠিক হলে সবার জন্য ভ্যালিড।

    গ, তবে এসব আলোচনাই অবান্তর, কারণ মেধা ফোর্ডের ফাণ্ডিং নিয়েছেন কিনাই জানা নেই, এনিয়ে কিছু প্রমাণিত হলে তারপর নাহয় এনিয়ে তর্ক করা যাবে।
    উত্তর - আপনি কোনো খবর না রেখে এত লিখছেন? NAPM অনেকগুলো NGOর যোগফল। http://napm-india.org/node/898 । এর মধ্যে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি ফোর্ড ফাউডেশনের grant নিয়েছে। http://expressindia.indianexpress.com/story_print.php?storyId=356805 । তাই অবান্তর আলোচনা নয়। অন্য কেউ ও নিয়েছে হয়তো পারে খোঁজ নিলে জানা যাবে।
    এবার আমার আসল প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করছি। আগের পোস্টে করেছি তবু নিচে পেস্ট করলাম।
    ইন্স্টিটিউট অব এনার্জি রিসার্চ কে আপনি এক কথায় বাতিল করেছেন conflict of interest দেখিয়ে। ফোর্ডের সঙ্গে পরিবেশ আন্দোলনের confict of interest আছে। মেধার সব দাবি তাহলে এক কথায় বাতিল নয় কেন? আপনারই যুক্তি আমার নয়।

    ঘ। আর হ্যাঁ, বিদ্যুত নিয়ে আপনার পোস্টটা সত্যিই বোঝা যাচ্ছে না। যেখানে ডিমাণ্ড আছে, সেখানে বিদ্যুতের একটা সোর্স থাকলে সেটা ব্যবহার করা হবেনা কেন ? যে মাসগুলোতে হাওয়া থেকে বেশি বিদ্যুত আসে সেই মাসগুলোতে তো ডিমাণ্ডও বেশি !
    উত্তর - খরচ বেশি হবে একটা প্রোজেক্টের বদলে দুটো প্রোজেক্ট করতে হবে। পাঁচমাস বিদ্যুত দেবেন্ন বলে উইন্ডমিল সাতমাস দেবেন বলে সোলার। নিউক্লিয়ার বা তাপ করলে একটাতেই হয়ে যেতে পারত।
  • dc | 132.164.176.52 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৪১641206
  • "আর হ্যাঁ, বিদ্যুত নিয়ে আপনার পোস্টটা সত্যিই বোঝা যাচ্ছে না। যেখানে ডিমাণ্ড আছে, সেখানে বিদ্যুতের একটা সোর্স থাকলে সেটা ব্যবহার করা হবেনা কেন ? যে মাসগুলোতে হাওয়া থেকে বেশি বিদ্যুত আসে সেই মাসগুলোতে তো ডিমাণ্ডও বেশি !"

    নিপ, এটা আমারো মনে হচ্ছে। ধরুন উইন্ডমিল মাত্র দুমাস চললো। তো ঐ দুমাসও তো তামিলনাড়ুর থেকে বিদ্যুত সর্বভারতীয় গ্রিডে যেতে পারে! রিডান্ডান্ট কিকরে হবে? আর কোন কোম্পানি যদি মনে করে যে দুমাস চালিয়েই লাভ করবে তো করুক না!
  • PT | 213.110.246.230 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৪৫641209
  • নিপ

    আপনি পিটির চাইতে বেশী বুদ্ধিমান সেটা প্রমাণ করার জন্য কি এই আসরে এলেন? আপনি আসার অনেক আগেই অনেক বার অনেক বুদ্ধিমান প্রমাণ করে ছেড়েছেন যে পিটি "নির্বোধ"।

    আমি কি বললাম আর আপনি কি বুঝলেন সেটা দিয়ে আপনার বোধহীনতার পরিমাপও তো করা যেতে পারে। তা এইসব ব্যক্তিগত পর্যায়ে নেমে যাওয়ার প্রয়োজন আছে?

    শুধু বিষয়্টা হচ্ছে যে আপনি ১০০-টা অর্গানাইশেসনের নাম দিলেও প্রমাণ করতে পারবেন না যে তাদের কাজের জন্য ভারতবাসীর বিশেষ উপগার হচ্ছে। অনেকেই, বিশেষতঃ প্রাক্তন নকশাল, মাওবাদী, মাওব্যথী ও নৈরাজ্যবাদীরা নিজের সুবিধে মত একটা করে দোকান খুলেছেন। আর এদের প্রায় সকলের ক্ষেত্রেই "এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?" প্রশ্নের উত্তর "না নেই"। যারা সত্যি সত্যি সিস্টেমকে চ্যালেন্জ করেছিলেন( যেমন শংকর গুহ নিয়োগী) তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।

    আপনার নিজের যা বলার আছে বলুন। পড়ি এবং আপনার জ্ঞানের আলোয় আলোকিত হই।
  • dc | 132.164.176.52 | ০৯ জুলাই ২০১৪ ০৭:৫৬641210
  • "খরচ বেশি হবে একটা প্রোজেক্টের বদলে দুটো প্রোজেক্ট করতে হবে। পাঁচমাস বিদ্যুত দেবেন্ন বলে উইন্ডমিল সাতমাস দেবেন বলে সোলার। নিউক্লিয়ার বা তাপ করলে একটাতেই হয়ে যেতে পারত।"

    নিপ, দুটো ভল করছ্নে বোধায়।

    প্রথম, নিউক প্রজেক্ট সরকার চালালেও বেশীর ভাগ উইন্ড বা সোলার প্রজেক্টগুলো চালায় নানান কোম্পানি। এমন না যে একই টাকা বা রিসোর্সের কিছু নিউকে যাচ্ছে, কিছু উইন্ডে যাচ্ছে। টাকার সোর্স আলাদা, তাই রিসোর্সের জন্য প্রজেক্টগুলো কম্পিট করছে এমনও না।

    দ্বিতীয়, যদি ধরেও নি যে সরকারই দুটো প্রজেক্টের জন্য রিসোর্স যোগাড় করছে, তাহলেও দুটো প্রজেক্টই চালাবে। কারন সরকারের ওভারল একটা এনার্জি পলিসি নিতে হয়, তাতে সবরকম এনার্জি সোর্স ব্যবহার করতে হয়, যাতে কোন একটা সোর্সের ওপর পুরো নির্ভরশীল না হয়ে পড়ি।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৮:০০641211
  • বিনায়ক, পুণ্যব্রত-দের কাজের জন্য কিছু ভারতবাসীর বিশেষ উপগার হচ্ছে - এমন কি বলা যেতে পারে?
  • PT | 213.110.246.230 | ০৯ জুলাই ২০১৪ ০৮:০৬641212
  • ভারতবাসীর? হুমমমমমম.....
    UP কি ভারতের মধ্যে? ওখানে ৫০০০০ বাচ্চা ডায়েরিয়াতে মরল যে!!
    Over 1,00,000 children, below the age of 11 months, die of diarrhoea annually in India.
    http://www.thehindu.com/news/national/one-lakh-children-in-india-die-of-diarrhoea-annually-lancet/article4712400.ece
    এ শুধু ডায়েরিয়ার হিসেব। অন্যান্য রোগের হিসেব খুঁজে খুঁজে যোগ করে নিন।
  • নিপ | 195.34.33.2 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৩৬641213
  • পিটি ব্যাগড়াপন্থীরা উপকার করছে দাবি করিনি আপনি নির্বোধ দাবি করিনি, ব্যাগড়াপন্থীরা অন্যকিছুতে মাথা ঘামাননা কে নির্বোধ comment বললাম। এরা কতকিছুতে নাক গলান না জানা সত্ত্বেও লিখেছেন।

    ডিসি আপনার ভুল হচ্ছে, আলুপটলের মতো বিদ্যুত খোলা বাজারে কেনা যায় ভাবছেন। সরকার project করলে সরকারি project, বেসরকারি project হলে সরকারের সঙ্গে agreement থাকে, indirectly public money যায়। সরকার মরশুমি back up করতে পারবেনা, খরচ বেশি হবে। বেসরকারি project হলে অনেক বেশি দামে সরকারকে কিনতে হবে।
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৪৪641214
  • 'কিছু ভারতবাসীর বিশেষ উপগার হচ্ছে' - লিখেছিলাম। পিটি বোধায় 'কিছু' শব্দ-টা মিসিয়েছেন
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ০৮:৪৮641215
  • নিজের এবং স্বীয় পরিবারের বাইরে অন্য কারুর জন্য প্রায় কিছুই আমি করি না। আমার-ই মত বেশির ভাগ মানুষ।
    বিনায়ক, পুণ্যব্রত-দের জন্য শ্রদ্ধা হয়, এদের মত ব্যতিক্রমী মানুষ-ও কিছু আছেন, ভাবতে ভাল লাগে
  • PT | 213.110.246.230 | ০৯ জুলাই ২০১৪ ০৯:০৮641216
  • "'কিছু ভারতবাসীর বিশেষ উপগার হচ্ছে' - লিখেছিলাম। পিটি বোধায় 'কিছু' শব্দ-টা মিসিয়েছেন"

    মিসাইনি- মেশাইওনি। আপনি এই প্র্শ্নটায় ফিরবেন তাই ভারতের প্রেক্ষিতটা আগে জানিয়েছি।

    এখন বিনায়ক বা পুণ্যব্রত না থাকলে মৃতশিশুর সংখ্যা একলাখ পাঁচ না একলাখ পঞ্চান্ন হত সেটা দেখানোর দায়িত্ব তাদের যারা এই দুই ব্যক্তিত্বকে আলোচনার হাটে নামিয়ে এনেছে।

    আমার কোন বক্তব্যই কোন ব্যক্তির প্রতি নয়। সবাই তো আর চে গুয়েভারা বা এমনকি শংকর গুহ নিয়োগী হন না। তবে বিনায়ক বা পুণ্যব্রত যাই করুন, এইসব মানুষদের নাম ব্যবহার করে পরজীবি তাত্বিকদের তাত্বিকতা করাটায় আমার বিশেষ আপত্তি আছে।
  • aranya | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৯:২৯641217
  • কোন ব্যক্তি-র কাজের জন্য যদি একটি মানুষ-ও মৃত্যু-র হাত থেকে রেহাই পায়, সেটা উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট বলেই আমার মনে হয়।
  • aranya | 154.160.98.31 | ০৯ জুলাই ২০১৪ ০৯:৩৬641219
  • পিটি-র মূল বক্তব্য যদি এই হয় যে অন্য রোগের তুলনায় ডায়েরিরায় প্রতি বছর অনেক বেশি বাচ্চা মারা যায়, তাই ডায়েরিয়া দূরীকরণের জন্য কোমর বেঁধে ঝাঁপান দরকার- তবে তার সাথে একমত।
    ডায়েরিয়া নির্মূল করার চেষ্টা -পরিস্রুত পানীয় জলের সাপ্লাই - এসব নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে। অভিজ্ঞ কেউ লিখলে ভাল লাগবে - কি কাজ হচ্ছে, কারা করছে তাই নিয়ে
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৪ ১০:০৩641220
  • "পিটি-র মূল বক্তব্য যদি এই হয় যে অন্য রোগের তুলনায় ডায়েরিরায় প্রতি বছর অনেক বেশি বাচ্চা মারা যায়, তাই ডায়েরিয়া দূরীকরণের জন্য কোমর বেঁধে ঝাঁপান দরকার- "

    উফ্ফ্ফ.....এতদিনে এতক্ষণে কি বোঝানো গেল?
    আমার ধারণা পরিবর্তন নামক ফাঁকা কথার বদলে পরিস্রুত পানীয় জলের জন্য হাজার মানুষকে রাস্তায় নামানো গেলে সত্যি সত্যি সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো যাবে। বছর পিছু এক লাখ মৃত শিশুর শবদেহের ওপরে বসে আজকাল আমরা বুলেট ট্রেন নিয়ে আলোচনা করছি।।

    অবিশ্যি পরিস্রুত পানীয় জলের প্রসঙ্গে কেউ একজন বলেছিলেন যে সেটার জন্য অন্য দেশ কলোনী স্থাপন করে অর্থ সংগ্রহ করা প্রয়োজন!!
  • aranya | 78.38.243.218 | ০৯ জুলাই ২০১৪ ১০:০৮641221
  • এবার থেকে দোভাষী হিসাবে পিটি-কে সাথ দেওয়ার চেষ্টা করব :-)
  • :) | 24.139.221.129 | ০৯ জুলাই ২০১৪ ১০:২৬641222
  • /জনসচেতনতা থেকে কী ভাবে জন-আন্দোলন গড়ে ওঠে তার অভিনব নিদর্শন পাওয়া যায় এখানে—শুরু থেকে শহীদ হাসপাতালের প্রচারের বর্শামুখ ছিল ডায়রিয়ায় মৃত্যুর বিরুদ্ধে। এই প্রচারে জনসাধারণ ডায়রিয়া-প্রতিরোধে যথাযথ পানীয় জলের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হন। ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘ ও ছত্তিশগড় মুক্তি মোর্চা এই সচেতন মানুষদের নিয়ে পানীয় জলের দাবিতে যে আন্দোলন গড়ে তোলে তার চাপে ১৯৮৯-এ স্থানীয় প্রশাসন ও ভিলাই স্টীল প্ল্যান্ট কর্তৃপক্ষ দল্লী-রাজহরা ও তার আশেপাশের গ্রামগুলোতে ১৭৯টা নলকূপ বসাতে বাধ্য হয়।'

    --- এগুলি বিনায়ক সেন ও পুণ্যব্রত গুণদেরই কাজ।

    আর হ্যাঁ, শহীদ হাসপাতালের সাথে শঙ্কর গুহ নিয়োগীর কানেকশনের কথা আশা করি জানা আছে।
  • :) | 24.139.221.129 | ০৯ জুলাই ২০১৪ ১০:৩৮641223
  • এটা আপনার সেই ব্যঙ্গ করা Lancet এর আর্টিকল থেকে, বিনায়ক সেনের লেখা।

    এই জনস্বাস্থ্য অভিযান , তাদের আন্দোলনের ফলে বিল আসা, এগুলো নিয়ে জেনে কথাগুলো বলছেন তো ?

    Any programme for the articulation of universal entitlements to health care has necessarily to base itself on public action and, more specifically, public finance. In this context, the recently prepared National Health Bill (2009) becomes relevant.6 The Jan Swasthya Abhiyan, the Indian chapter of the People’s Health Movement, had a major role in lobbying for and preparing the grounds for the draft bill, which for the first time addresses questions of equitable entitlements to essential health facilities, goods, drugs, services, and conditions for all, especially vulnerable and marginalised groups. The bill also mandates similar access to food, safe water, housing, and sanitation, and seems to recognise the social determinants of health.

    জনস্বাস্থ্য অভিযান নিয়ে জানতে আগ্রহী হলে ঃ
    http://www.phmovement.org/india/

    বিনায়ক সেন, পুণ্যব্রত গুণেরা এবং তাঁদের সাথে আরো অনেকে পঃবঙ্গে ও এই মুভমেন্টকে সচল করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন। ইউনিভার্সাল হেল্থ কেয়ার ও অন্যান্য নানা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু নিয়ে এই ২রা মার্চ কোলকাতায় কনভেনশন হয়ে গেল। এর মধ্যে পরিস্রুত জলের ইস্যুও আছে। আপনি কি উদ্যোগগুলোর সাথে থাকতে চান ? যোগাযোগ করিয়ে দিতে পারি ঃ)
  • কল্লোল | 125.242.177.182 | ০৯ জুলাই ২০১৪ ১০:৪৫641224
  • পিটি নাকি গুরুতেই বিনায়ক সেন আর পূণ্যব্রত গুনের কাজ সম্পর্কে জেনেছে!!!!
    অথচ দল্লী রাজহারায় পানীয় জলের জন্য আন্দোলন তার চোখেই পড়েনি। শিক্ষিত মানুষ, লেখা যখন পড়েছে তখন চোখেও পড়েছে তো বটেই। কিন্তু ঐ যে তক্কের বাতিক - তাই যেনতেনপ্রকারেণ জিততে হবে। অতএব চেপে যাও।
    কিন্তু সিদ্ধার্থর মতো আমারও ঘোর সন্দেহ পিটি আদতে তিনো বা ঘোর মাও। এইভাবে সিপিএমকে হেয় করছে।
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৪ ১৪:১৪641225
  • "ইউনিভার্সাল হেল্থ কেয়ার ও অন্যান্য নানা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু নিয়ে এই ২রা মার্চ কোলকাতায় কনভেনশন হয়ে গেল।"
    স্বাধীনতার প্রায় ৭০ বছর বাদে এখনো আর কতদিন এই কনভেনশনগুলো চালাতে হবে?

    "আপনি কি উদ্যোগগুলোর সাথে থাকতে চান ? যোগাযোগ করিয়ে দিতে পারি"
    না, সময় নেই।
    তাছাড়া যারা যে কাজটা ভাল করে করতে পারে তারা সেটাই করুক। সবাই মিলে হুম-হাম করে গোল পাকিয়ে কোন লাভ নেই।

    @কল্লোল্দা
    পিটি বিনায়ক সেনের কথা অন্যত্র জেনেছ কিন্তু পুণ্যব্রতর নাম অতি অবশ্যই গুরুতেই জনেছে।

    "অথচ দল্লী রাজহারায় পানীয় জলের জন্য আন্দোলন তার চোখেই পড়েনি।"
    "দল্লী রাজহারা" থেকে UP ঠিক কতটা দূর?
  • :) | 24.139.221.129 | ০৯ জুলাই ২০১৪ ১৪:৪৯641226
  • '"আপনি কি উদ্যোগগুলোর সাথে থাকতে চান ? যোগাযোগ করিয়ে দিতে পারি"
    না, সময় নেই।'

    ঃ)

    সময় আছে কেবল ...
    ঃ)
  • :) | 24.139.221.129 | ০৯ জুলাই ২০১৪ ১৪:৫১641227
  • "ইউনিভার্সাল হেল্থ কেয়ার ও অন্যান্য নানা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু নিয়ে এই ২রা মার্চ কোলকাতায় কনভেনশন হয়ে গেল।"
    স্বাধীনতার প্রায় ৭০ বছর বাদে এখনো আর কতদিন এই কনভেনশনগুলো চালাতে হবে?
    --------

    যতদিন না এই দাবিগুলো আদায় হয়।
  • দেব | 135.22.193.146 | ০৯ জুলাই ২০১৪ ১৫:০৮641228
  • "স্বাধীনতার প্রায় ৭০ বছর বাদে এখনো আর কতদিন এই কনভেনশনগুলো চালাতে হবে?" - পিটি কি সিরিয়াস? ৭০ বছর ধরে কেন্দ্রে আর ৩৪ বছর ধরে রাজ্যে যারা ছিলেন দয়া করে প্রশ্নটা তাদেরকে করুন না।

    কোথায় নিউক প্ল্যান্ট আর কোথায় জনস্বাস্থ্য আন্দোলন। কারোর একটা কাজ পছন্দ না হলে তার অন্য কাজগুলোকেও হেয় না করলেও চলে বোধহয়।
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৪ ১৫:২০641230
  • "৭০ বছর ধরে কেন্দ্রে আর ৩৪ বছর ধরে রাজ্যে যারা ছিলেন দয়া করে প্রশ্নটা তাদেরকে করুন না।"

    করলাম.....
    "উত্তর মেলে না.....রাত কত হল?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন