এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ০০:০৩641364
  • With the latest verdict, the following persons will be tried for abetment to suicide: Priyanka's father Ashok Todi, her uncle Pradip Todi, maternal uncle Anil Saraogi, three police officers -- former deputy commissioner Ajoy Kumar, ACP Sukanti Chakraborty, sub-inspector Krishnendu Das, and Mohiuddin alias Pappu, who acted as a link between cops and the Todis.
  • Ishan | 214.54.36.245 | ১৭ জুলাই ২০১৪ ০৩:০৬641365
  • রিজানুর খুন না আত্মহত্যা সেসব বাদ দিলেও, পুলিশ যে ঠিক কাজ করেছিল, এ একেবারেই মানা গেলনা।
  • SC | 160.212.31.145 | ১৭ জুলাই ২০১৪ ০৩:৩৭641366
  • রিজওয়ানুর কার সাথে বিয়ে করবে পুলিশ ঠিক করে দেবে: ঠিক কাজ।
    সামান্য ইন্টার্ন অশোকবাবুর বিরুদ্ধে কোনো কারণে মামলা চালানোর সাহস পাবে না, এই সমাজে দাঁড়িয়ে: ভুল কাজ।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ০৭:৫৩641367
  • কিন্তু পুলিশ যে "ঠিক কাজ করেনি" সেই সিদ্ধান্তে ম্যাঙ্গো পাবলিক পৌঁছেছে ২০০৮ সালেই এবং কোন তদন্ত হওয়ার আগেই।

    তাহলে আইন আদালত তুলে দিলেই হয়।

    মমতার চামচা বুজীরা অসাধারণ গোয়েবেলি তৎপরতায় এই কাজটি সম্পন্ন করেছিল। আসলে রিজানুরের উপকার করা তাদের উদ্দেশ্য ছিল না-আসল উদ্দেশ্য ছিল সংখ্যালঘু ভোট দিয়ে মমতার ঝুলি ভরানো। ২০০৯-এ সেই ভোট কাজে লাগে।

    "abetment to suicide" মানে এই দাঁড়ায় যে রিজানুর আত্মহ্ত্যাই করেছিল।
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৮:৪৬641368
  • বলছেন, অশোক টোডির মেয়েকে রিজানুরের খপ্পর থেকে উদ্ধার করে আনার মহান ব্রত পুলিশ আপিসাররা পালন করেননি? সবটাই বুজিদের অপপ্রচার? সিরিয়াসলি জানতে চাইছি।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ০৯:০২641369
  • সে কথা বলিনি কোথাও। পুলিশ টোডির হয়ে কাজ না করলে এই ভারতে বিস্মিত হওয়ারই কথা।

    কিন্তু সেই সময়ের কাগজ-টিভি ইত্যাদির নিউস, বিশেশতঃ ভিউস যদি যদি ভাল করে মনে করেন তাহলে দেখবেন যে "পুলিশ" কি করেছিল-র চাইতে "বুদ্ধবাবুর পুলিশ" কি করেছিল সেটাই আলোচনার মুখ্য বিষয় ছিল। আর যেটা হুইস্পারিং ক্যাম্পেনিং হয়েছিল সেটা হচ্ছে যে "বুদ্ধবাবুর পুলিশ মুসলমান মেরেছে।"

    এইসব না করে যদি সেই সময় প্রকৃত "আইনের শাসন" দাবী করলে হয়্ত এতদিনে প্রকৃত দোষীদের শাস্তি হয়ে যেত। যেমন হয়েছে সুচপুর কান্ডে।
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:০৬641370
  • বেশ। তাহলে পুলিশ ঠিক কাজ করেনি। এবং এটাও ঘটনা সে পুলিশ বুদ্ধবাবুর সরকারেরই পুলিশ ছিল। তাহলে "বুদ্ধবাবুর পুলিশ" কি করেছিল সেটাই আলোচনার মুখ্য বিষয় হবে না কি? সে নিয়ে যথেষ্ট আলোড়নও হয়েছে, তাতেও দোষীদের শাস্তি কিছু হয়নি, সেটাও সমালোচনার যোগ্য নয় কি?
  • j | 230.227.106.153 | ১৭ জুলাই ২০১৪ ০৯:০৯641372
  • পিটিদাকে ভাটে গিয়ে লাইভ গাল দেওয়ার প্রোগামটা কি স্কেডিউলড হল ?

    দেদির পোষ্টে ক দিয়ে বলি - এই সংযত থাকার শক্তিকে কুর্নিশ জানাই
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:০৯641371
  • আর যে কোনো গণতন্ত্রেই পুলিশ-প্রশাসনের অপকর্ম দেখলে বিরোধীপক্ষ সরকারের কাছা ধরে টানাটানি করে। সেটাই তাদের কাজ। সেজন্য তাদের সাধুবাদ প্রাপ্য। এতে দোষের আছে টা কি? না করলেই বরং দোষ দেওয়া যেত।
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:১২641374
  • পিটিকে লাইভ ভাটে গাল দিচ্ছে কে?
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:১৪641375
  • ওহো দেখলাম। এইগুলো কি? আরে এসব তক্কাতক্কি কি পুষে রাখার জিনিস নাকি?
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ০৯:১৮641376
  • এটা শুধু বিরোধীতা নয়-তাহলে তো শুধু বিরোধী দল রাস্তায় নামত। এ নিয়ে ব্রাত্য, অর্পিতা আরো অনেকে কি করছিল? সেই সমাজকর্মী বুলাদি (কোন NGO-র কর্মী?) এর ফোরফ্রন্টে ছিলেন। তিনি ভ্যানিস করে গেছেন তিনোর ক্ষমতা দখলের পর থেকে। ব্রাত্য, অর্পিতা হয় এখন ক্যামেরার সামনে থেকে পালচ্ছে-নয় আট-ভাট বকছে।

    আমার বিশ্বাস এটা একটা ছক অনুযায়ী কাজ চলছিল। রিজানুরের মৃত্যুকে সেই ছকের অংশ করে নেওয়া হয়। মমতার সিংহাসনের তিনটে পায়াঃ নন্দীগ্রাম-সিঙ্গুর-রিজানুর।

    এটাকে অবিশ্যি "থিসিস" বলে হ্যাটা দিতে পারে কেউ কেউ।
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:২৩641377
  • বিশ্বাস দিয়ে কি হবে? তখন কলকাতায় ছিলাম কিনা মনে নেই, থাকলেও আমার মিটিন মিছিল খুব একটা পোষায়না, নইলে আমিও রাস্তায় নামতাম। তার একটাই কারণ, পুলিশ এগুলো করে থাকে, সেটা আমরা জানি, কিন্তু পাল্টা দেবার সুযোগ খুব একটা আসেনা।

    এবার বিরোধী দল এই পুলিশবিরোধিতাকে, সরকারবিরোধিতাকে নিজের কাজে লাগিয়েছে। ব্রাত্য, অর্পিতাকে, এবং আরো অনেক মুখকে আস্তে আস্তে নিজের দিকে টেনেছে। এ তো পরিষ্কার হিসেব। এই সব ফ্যাক্টরগুলোকে কাজে না লাগালে আর বামফ্রন্টের গদি উল্টালো কিকরে?

    কিন্তু এতে দোষের কী আছে? এগুলো না করলেই তো নির্বুদ্ধিতার পরিচায়ক হত। করাটা অ্যাবসলিউটলি কোনো অন্যায়ও না।
  • Ishan | 183.17.193.253 | ১৭ জুলাই ২০১৪ ০৯:২৮641378
  • মানে এক লাইনে বললে এইভাবে বলতে হয়, সিপিএমের দুর্বলতাকে বিরোধীরা কাজে লাগিয়েছে। সে তো লাগাবেই। সেই জন্যই তো বিরোধী দল। "বুদ্ধবাবুর পুলিশ খারাপ কাজ করেছে, কিন্তু সেটা কাজে লাগানো হল কেন" বলে কমপ্লেন করার তো কোনো মানে হয়না। প্রশাসনের গাফিলতি তো কাজে লাগানো হবেই। এবং বিরোধীদলের পক্ষে সেটা খুবই উচিত কাজ।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ১১:০৬641379
  • বিরোধীতাই যেহেতু আসল উদ্দেশ্য সেখানে মিথ্যার পাহাড় তৈরি করা খারাপ কাছ কিছু নয় বলতে চাইছেন? সে তো পসন্দ আপনা আপনা....

    সেই হিসেবে গোয়েবেল সাহেবও ঠিক কাজই করেছিল। বিরোধীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে হিটলারের হাত শক্ত করেছিল। খামোখাই লোকে গোয়েবেলকে গাল দেয়।
  • 8>)) | 69.93.203.23 | ১৭ জুলাই ২০১৪ ১১:৪৬641381
  • এই সোশ্যাল সাইটে সব কিছু লেখা যায় না বলেই মনে করি, রাদার এ ব্যাপারে কোন কোন মহল থেকে নিষেধও এসেছে, বা সতর্কতা বাণী। ডিটেল-এ যাচ্ছি না, শুধু এটুকুই যে পুলিশ অফিসারদের মধ্যে সুকান্তি বা সুকান্ত, কৃষ্ণেন্দু এবং অবশ্যই প্রসূন বাবুর ব্যাপার স্যাপার, সব ঘাঁটলে বেশ গণ্ডগোলই বেরোবে। এর পর পরই শুধু প্রসূন মুখোপাধ্যায়ের জন্যই সি এ বি-ও প্রেক্ষিতে এসেছিল।
    কনভিনিয়েণ্টলি ভুলে যেতেই পারি। বা আজ যে স্টার আনন্দ মমতাকে তুলোধনা করছে এবং তাদের কাগজের লিঙ্ক আমরা কেউ কেউ তুলে ধরছি, তারাই এই ঘটনাকে রীতিমত নাটকের মত করে দেখিয়েছিল।

    আগামীদিনে পালাবদল হলে (এরকম বাম, সন্দেহ আছে, মনোভাবাপন্নদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, আসল কারণ না খুঁজে অন্তহীন দোষারোপ, সি পি এম-এর অন্তর্দ্বন্দ্ব তাকে অনেক বিলম্বিত করবে বলেই মনে হয়) যদি সৌরভ আর বহুজনের খুনের পিছনে আসল মাথারা সাজা না পায়, বা পুরস্কৃত হয়, তখন বক্তব্য কি দাঁড়াবে?

    যেমন রুণু গুহ নিয়োগী-র বাম আমলে পুরস্কার পাওয়া, মাঠে খেলা থাকলে বেশ ঔদ্ধত্যের সাথে হাত মাথায় তুলে প্যাণ্টের কোমরে গোঁজা রিভলভারটাকে দেখানো- সবই তো বাম আমলে দেখেছি। এই মাইলেজ কেন? তাঁর নকশাল নিধনের জন্য পুরস্কার? ভুলে গেলাম যে অর্চনা গুহর ঘটনায়ও ইনি জড়িত। উনি যে বই মেলায় সম্ভবতঃ'সাদা আমি কালো আমি' নামে বই বার করেন, সেই একই মেলায় বোধহয় তুষার তালুকদারের সম্পাদনায় বা উদ্যোগে রাহুল সাংকৃত্যায়ন-এর আমার জীবন-এর খণ্ডগুলো প্রকাশ পায়। ঠিক মনে নেই।
    তখন আবছা মনে আছে তৎকালীন সরকারপক্ষের ভক্তদের মধ্যে কোন বইটি বেশী আলোড়ন তুলেছিল। রাহুল সাংকৃত্যায়ন , হেমাঙ্গ বিশ্বাস, ঋত্বিক ঘটক-দের গায়ে আবার অন্য কোন দুর্গন্ধ খুঁজে পাওয়া যায় বা যেত। যতদূর মনে হয় এখানে বা অন্য সাইটে রুণুর বই আলোচনায় এসেছিল, আমার জীবন নয়।

    মোদ্দা কথা রিজওয়ানুর আত্মহত্যাই করেছিল? তাই তো? বেশ!

    মমতা সরকার ক্রুড ক্যাওড়া টাইপ না হয়ে আগের সরকারের মত শ্রুড শীতল (কোন বিশেষন পাচ্ছি না) হলে সৌরভ, সুদীপ্ত সব খুনকেই আত্মহত্যা দেখাতো। পিছনে যদি টোডি, নেওটিয়া, রাজারহাট-খ্যাত দুগার-দের মত শাঁসালো কেউ থাকতো।
  • ভোলা | 132.248.161.141 | ১৭ জুলাই ২০১৪ ১১:৫২641382
  • আত্মহ্ত্যাকে আত্মহত্যা বলা যাবে না? পুলিশের চাপ ছিল নিশ্চয়। তবে আমি মেয়ের বাপ হলে এই বিয়েতে বাধা দিতাম, সামাজিক অবস্থানের কথা ভেবেই - সেটা যতই অসাংবিধানিক হোক- নিন এবার গালি দিন মন খুলে।
  • SC | 34.3.22.185 | ১৭ জুলাই ২০১৪ ১২:২২641383
  • বা! এই তো কেমন সুন্দর কিছু জাস্টিফিকেশন খাড়া করে দেখিয়ে দেওয়া গেল, অশোক তোদি ঠিকই করেছিলেন। মমতাময় পিতা, মেনে নিতে পারেননি, পুলিশ বন্ধু দের খেলার ছলে দুক্ষু করেছিলেন। তারাও সেরাম কিছু বলেনি, একটু বকে দিয়েছিল। রিজ মানসিক ভারসাম্যহীন ছেলে ছিল, তাতেই আত্মহত্যা করেছে।
    এর মধ্যে তোদি,পুলিশ, কারুর কোনো হাত নেই।
    না:, গাল দেব না। গাল অত সস্তা নয়, সকলের জন্য খরচা করি না।
    আর গাল দিয়েই বা কি করব। তোদি স্যার তো আমার মত আরো অনেকের মুখের সামনে কাঁচকলা দেখিয়ে গলা, না গেলা কিসব করে নাচছেন দিব্যি। জাঙ্গিয়ার দোকানেও ভালই বিক্রিবাটা চলছে।
    আমরা borong সকলে মাথা নিচু করে মেনে নি। এভাবেই চলবে।
  • কল্লোল | 125.242.183.113 | ১৭ জুলাই ২০১৪ ১২:৩৩641385
  • ভোলা। আপনি মেয়ের বাপ হলে এই বিয়ে মানতেন না। বাধাও দিতেন। সেত কিছুটা মেনে নেওয়া গেলেও, তাই বলে পুলিশ লাগিয়ে জামাইকে খুন করবেন, বা মানসিক নিপীড়ন করে "আত্মহত্যা"র পথে ঠেলে দেবেন সেটা বোধহয় মানাটা কঠিন।
    তর্কের খাতিরে যদি ধরেও নি আত্মহত্যা (যদিও আমার বিশ্বাস এটা সৌরভ কেস), তাহলেও আত্মহত্যায় প্ররোচনা দেবর মামলাও তো টোডিদের বিরুদ্ধে হতে পারতো। তাও কি হয়েছে?
    এসসি। মাথা নীচুই আছে সকলের। মাথা নীচুই ছিলো। তবে সেটা লজ্জায় নয়। তলপেটে ঢুঁ মারার জন্য।
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১২:৫২641386
  • বাম জমানায় জ্ঞানবাবুর সঙ্গে আমার দুবার কথা হয়েছে ভবানীভবনেই (সন ২০০১, এপ্রিল)। তিনি ছাড়াও আরও একজন ছিলেন - সম্ভবতঃ একই র‌্যাঙ্ক। আমি একটা কাজে গিয়েছিলাম (ফৌজদারী নয়)। তখন পুলিশ প্রোটেকশন প্রার্থী ময়লা কাপড় পরা এক গরীব মধ্যবয়সী বিধবাকে সেখানে দেখি, প্রথমে ওয়েটিং রুমে, পরে আমারই সঙ্গে তিনি হন্তদন্ত হয়ে ওঁর কামরায় ঢোকেন।
    ভদ্রমহিলা অনর্গল নিজের ও তাঁর যুবতী মেয়ের বিপদের (লাঞ্ছনার) বিবরণ দিয়ে যাচ্ছিলেন ও পুলিশ প্রোটেকশনের জন্যে কাকুতি মিনতি করছিলেন। কিন্তু ওঁর কথায় কান দেওয়া তো দূরে থাক, ওঁকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি হচ্ছিলো।
    বরং আমি যে কাজে গেছলাম (আমার ব্যাকিং এবং সোর্স পাকাপোক্ত ছিলো অবশ্যই, কারণ কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমি হুট করে কাজের জন্যে দেখা করতে গেছলাম) তা ছিলো খুবই কম গুরুত্বপূর্ণ। আমার সঙ্গেই ওঁরা দুজন খোশগল্প আড্ডা জুড়ে দেন; ঐ বিধবা একটু দূরে দাঁড়িয়েছিলেন, ভয়ে ও উৎকণ্ঠায় বিবর্ণ। বারবার বলে চলেছেন, একটু সাহায্য করুন। ওঁরা কান দেন নি। মজা পাচ্ছিলেন, হাসছিলেন।
    ঐ বিধবা এর আগেও দর্শনপ্রার্থী হয়েছেন সেটা জানলাম, বহু চেষ্টার পরে সেদিনই প্রথম দেখা করতে পেরেছেন।
    এই ধরণের বাক্যালাপ হয়েছিলো
    - আরে যান, যান, কী বলছে ওরা? কিছু করেছে?
    - বাবা ওরা ভয় দেখাচ্ছে আবারো উঠিয়ে নিয়ে যাবে বলে, মেয়েকে ঘরে বন্ধ করে রেখে এসেছি
    -তাহলে তো ভালো করেছেন (হাসি)
    - আপনার কাছে সাহায্যে জন্যে এসেছি আমাদের বাঁচান, দুটো পায়ে পড়ি
    -(হাসি, দুজনেই)
    এরপরে আমার সঙ্গে ওঁরা খোশগল্প করতে গেলেন, কোথায় আমার সোর্স সেইটা জানতে চান। আমি বললাম, আগে বরং ওঁর সঙ্গে সেরে নিন (বিধবাকে দেখিয়ে); তাতে ওঁরা আরো হাসতে লাগেন।
    বিধবা দূরে একটা চেয়ারে (নাকি সোফা ঠিক মনে নেই) বসে পড়েন, তখন জ্ঞানবাবু এক ধমকে ওঁকে বের করে দেন।
  • ভোলা | 132.248.161.141 | ১৭ জুলাই ২০১৪ ১৩:০৩641387
  • দেখুন ক্ষমতাবান সব্সময়ই ক্ষমতা দেখাবে, আর ক্ষমতার সুযোগ নেবে। আমার মেয়ে হলে আমি বাধা দিতাম, পুলিশে গিয়ে কেস করতাম এবং হয়্ত সেরকম হাত থাকলে আমার প্রভাবে পুলিশ তাকে তুলে নিয়ে কড়কাত। এইবার সে আত্মহত্যা করলে আমি কেন খুনি হতে যাব? প্রাপ্তবয়্স্ক মানুষকে তার কাজের দায় নিতে হবে। এইবার আমি যেটা করলাম সেটা মানসিক পীড়ন কিনা সেটা কে ঠিক করবে? বিয়ে করে আমার মেয়ে যে মানসিক পীড়্ন দিল সেটার বিরুদ্ধে কোন আদালতে যাব?
  • PT | 213.110.243.21 | ১৭ জুলাই ২০১৪ ১৩:২৫641388
  • পুলিশের এই সব হৃদয়্হীন আচরণ নতুন নাকি কিছু?
    যারা পরিবর্তনের ধুয়ো তুলে রাস্তায় নেমেছিল তারা এই হৃদয়্হীনতার পরিবর্তন কিংবা আইনের শাসান চাইলে এত তক্কের অবকাশ থাকত নাকি?
    তারা শুধু সরকার বদলাতে চেয়েছিল আর তার জন্যে প্রয়োজনীয় যা যা মিথ্যাচার করার করেছিল।
    এখন তারা ভ্যানিস!
    সম্ভবতঃ ক্রমশঃ প্রকাশিত হতে থাকবে এইসব উচ্চশিক্ষিত মানুষের মিথ্যাচার যা হয়্ত কোন কোন ক্ষেত্রে পুলিশকেও লজ্জা দেবে।
  • kc | 204.126.37.78 | ১৭ জুলাই ২০১৪ ১৩:২৮641389
  • 01:03 PM এর পোস্টের প্রেক্ষিতে একটু জিব্রানবাবুকে কোট করে যাই, তাতে যদি লোকের একটু নিজের দিকে নজর ফেরে,

    And a woman who held a babe against her bosom said, "Speak to us of Children." And he said:
    Your children are not your children.
    They are the sons and daughters of Life's longing for itself.
    They come through you but not from you,
    And though they are with you, yet they belong not to you.
    You may give them your love but not your thoughts.
    For they have their own thoughts.
    You may house their bodies but not their souls,
    For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
    You may strive to be like them, but seek not to make them like you.
    For life goes not backward nor tarries with yesterday.
    You are the bows from which your children as living arrows are sent forth.
    The archer sees the mark upon the path of the infinite, and He bends you with His might that His arrows may go swift and far.
    Let your bending in the archer's hand be for gladness;
    For even as he loves the arrow that flies, so He loves also the bow that is stable.
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৩০641390
  • "যারা পরিবর্তনের ধুয়ো তুলে রাস্তায় নেমেছিল তারা এই হৃদয়্হীনতার পরিবর্তন কিংবা আইনের শাসান চাইলে এত তক্কের অবকাশ থাকত নাকি?
    তারা শুধু সরকার বদলাতে চেয়েছিল আর তার জন্যে প্রয়োজনীয় যা যা মিথ্যাচার করার করেছিল।"

    এটা কী বললেন পিটিবাবু?

    তারা শুধু সরকার বদলাতে চেয়েছিল আর তার জন্যে প্রয়োজনীয় যা যা মিথ্যাচার করার করেছিল???
    এটা কী বললেন?
    ভেবে বললেন?
    আজ রিজয়ানুর আমার বা আপনার ছেলে হলে এত সহজে কথাগুলো বলা যেত?
    আরেকবার ভাবুন।

    পুলিশ তো হৃদয়্হীন। আমরাও হৃদয়্হীন হয়ে যাবো/গেলাম? বিবেকহীন হয়ে যেতে বলছেন?
  • সিকি | 131.241.127.1 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৩৩641391
  • টং টং টং টং টং ... (অন্তহীন)
  • sm | 122.79.36.72 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৪১641392
  • ভোলা, সম্ভবত,ভুল ভাল পোস্ট করে মজা নিচ্ছেন। বিভিন্ন লোকজনের রিয়াক্শন মাপছেন। কিন্তু একটা কথা জানা দরকার, আত্ম হত্যায় প্ররোচনা দন্ডনীয় অপরাধ।আর সেটা ঠিক করবে আদালত। কিভাবে ঠিক করবে, তার প্রচুর পদ্ধতি আছে। সেটা নিয়ে আলোচনা অবান্তর।
    কিন্তু একটা কথা, আপনি পিতা হতে পারেন, কিন্তু সাবালিকা কন্যা আপনার সম্ম্পত্তি নয়। সে যদি কোনো ব্যক্তি কে নিজের পছন্দমত বিবাহ করে আর আপনার সেটা মানসিক পীড়নের কারণ হয়, তাহলে আপনার মানসিক বিকাশ সম্পূর্ণ হয় নি।
    ইউরোপের কোনো উন্নত দেশ হলে হয়ত পিতার মানসিক চিকিত্সার ব্যবস্থা করত সরকার।
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৫২641393
  • এমনকি সন্তান সাবালক না হলেও বাপ মায়ের সম্পত্তি নয়।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৫৭641394
  • "এটা কী বললেন পিটিবাবু?"

    পিটি কি বলেছে সেটা পরিষ্কার। ইচ্ছে করে ভুল না বুঝলে ভুল বোঝার কোন স্কোপ নেই।

    আপনার প্রশ্নগুলো ব্রাত্য, অর্পিতা, বুলাদি এদের জিগান। কালকে টিভিতে এদের বক্তব্য শুনেছেন?

    কাল রিজানুরের মায়ের বক্তব্য শুনেছেন?

    "বিবেকহীন হয়ে যেতে বলছেন?"

    আমি বলিনি।
    কিন্তু যারা হওয়ার তারা হয়েছিল। হয়েছিল বলেই রিজানুররের মৃত্যুকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট এককাট্টা করেছিল। এখন আর প্রয়োজন না থাকায় জ্ঞানবন্তকে প্রমোশন দিয়েছে।

    পিটির মুন্ডুপাত করে ব্যাপারটাকে ঘেঁটে না দিয়ে যারা রিজানুরের মৃত্যুকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হয়েছিল তাদের আগে নিন্দে করুন দ্ব্যর্থহীন ভাষায়।
  • সিকি | 131.241.127.1 | ১৭ জুলাই ২০১৪ ১৩:৫৮641396
  • টং টং এবং টং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন