এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 183.17.193.253 | ১৮ জুলাই ২০১৪ ০৯:০৩641431
  • অপরাধীর তকমা? কই আমি জানিনা তো। সঠিক তদন্ত হোক, এবং তারপর দোষী পুলিশের বিচার হোক। অন্য কেউ করে থাকলে তারও হোক (আঙুলটা ছিল মূলত অশোক টোডির দিকে)। এইটাই তো দাবী ছিল। বিচারের আগেই খাপ পঞ্চায়েত করুন, বা আমাদের হাতে তুলে দিন, এ দাবী তো কেউ করেনি।

    অনুরূপ ব্যাপার হয়েছে দিল্লীর নির্ভয়া কান্ডের পরেও। প্রবল জনবিক্ষোভ হয়েছে দোষীর শাস্তির দাবীতে। আমরা অপরাধী চিহ্নিত করে বিচার করে ফেলব, পুলিশ, কোর্ট কারোরই দরকার নেই, এ দাবী কখনও ওঠেনি।

    কিন্তু এহ বাহ্য। আপনি কি নিজে এই প্রক্রিয়া অনুসরণ করছেন? মিথ্যাচার ইত্যাদি তকমা দিচ্ছেন, তার আগে কি কোনো তদন্ত টদন্ত করেছেন? বিচারে প্রমান টমান হয়েছে? জানাবেন আশা রাখছি।
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ০৯:২০641432
  • আবার মনে করিয়ে দিই আগের পোস্টিংটাঃ
    --------
    "পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন, সত্যি।

    She also denied being 'under constant pressure' from the police, a charge being investigated by the CBI.

    কে মিথ্যে বলছে?
    -----------------------

    আমি প্রশ্ন করেছি "কে মিথ্যে বলছে?" আর আপনি "চাপ দিয়েছেন, সত্যি" জাতীয় সিদ্ধান্তে অনেক আগেই (বোধহয় ২০০৭ থেকেই) পোঁছে গিয়েছেন।

    রিজানুরের ঘটনার সঙ্গে নির্ভয়ার ঘটনার আমি কোন মিল খুঁজে পাইনা।
  • Ishan | 183.17.193.253 | ১৮ জুলাই ২০১৪ ০৯:২৯641433
  • ওহো, আপনি বলছেন, পুলিশ কোনো চাপই দেয়নি। ওটাই মিথ্যে।

    আমি আর লিংক খুঁজে বার করবনা। তবে লালবাজারে রিজওয়ানুরকে ডেকে পাঠানো হয়েছিল, এটা প্রকাশিত তথ্য। প্রাপ্তবয়স্ক একটি লোককে বিয়ে করার জন্য কৈফিয়ত দিতে বা প্রশ্ন করতে সিধে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, এটাই আমার কাছে যথেষ্ট অপমানজনক এবং চাপ দেওয়া। কাজেই "চাপ দেওয়া"টা একেবারেই মিথ্যে নয়।

    প্রাপ্তবয়স্ক মানুষদের বিয়ের ব্যাপারে নাক গলানোকে আপনি পুলিশের উচিত এবং রুটিন কাজ মনে করতে পারেন। তবে সেক্ষেত্রে, আমার মতে দলগত আনুগত্য মানুষকে কতটা অন্ধত্বে উত্তীর্ণ করতে পারে, তার একটা অব্যর্থ উদাহরণ হয়ে থাকবে এটা। সম্ভবত স্বয়ং বুদ্ধবাবুও এই ব্যাপারে আপনার সঙ্গে একমত হবেন না।
  • সিকি | ১৮ জুলাই ২০১৪ ১০:২৩641434
  • এই সুতোয় এলে মাঝে মাঝেই কেমন বাক্‌রুদ্ধ হয়ে যাই। :-(
  • 8>)) | 69.93.243.14 | ১৮ জুলাই ২০১৪ ১১:৪৬641435
  • বাকরুদ্ধ নিরপেক্ষ ব্যাজার মুখব্যাদান (স্মাইলি নয়)। মৃত্যু ঘণ্টা বাজলো বলে।

    দলগত আনুগত্য না দাসত্ব?

    প্রিয়াঙ্কা টোডির বয়ান যখন এত গুরুত্বপূর্ণ, তখন তার বয়ান কখন নেওয়া বা দেওয়া হয়েছিল, ঘটনার কত পরে, তার উল্লেখ থাকবে আশা করি।

    সময় কাল যাই হোক, তা উপেক্ষা করে যে কোন বয়ানই যদি এত গুরুত্বপূর্ণ, তাহলে অনুমান করে নেওয়া যেতে পারে, ধরা যাক, দিল্লি-র ঘটনায় নির্ভয়ার বন্ধু ছেলেটি মরলো না, তাকে দিয়ে পরবর্তী সময়ে বয়ান দেওয়ানো হল যে ওরকম কিছুই ঘটে নি, ও বাসের ধাক্কায় ওরকম ছিন্নভিন্ন হয়েছে। মাফ চাইছি, ছেলেটি নির্ভীক চিত্তে নিজেই এসে বয়ান দিল। ব্যস্‌, মিটে গেল, চুকে গেল সব। যাও সব নিজ নিজ কাজে। চমৎকার!
    -------------------------------------
    **তাহলে, প্রসূন মুখোপাধ্যায়ের অপসারণের কারণ কি ছিল? এ নিয়ে সিএবি-তেও তো তোলপাড় হয়েছিল। সেটাও যদিও বাস্তুঘুঘু-র আড্ডা চিরকালই। হঠাৎ করে পুলিশ কর্তা হয়ে বসলেন সিএবি প্রধান!? আদতে, সেটাও হীরক রাজ্যই ছিল। কারণ কে না জানে, আমাদের পূর্ব্বতন হীরক রাজা ক্রিকেট অনুরাগী ছিলেন। ঐ ঘটনাটা অনিলায়ন নয়, বুদ্ধায়ন ছিল। জ্যোতিবাবু-অনুগামীদের কোনঠাসা করে বুদ্ধ অনুগামীদের বসানো। সমস্ত ইশকুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কমিটি দখল, অনুগত ভৃত্য বসানো, তার পর নাট্য সংস্থা, গণতান্ত্রিক লেখক কলা কুশলী সংসদগুলো পেটোয়া লোক বসানো কম্‌প্লিট্‌ হওয়ার পর ক্লাবগুলো, ক্রীড়া নিয়ামক বডিগুলো, এমন কি ময়দানের কোন ক্লাব কোন গুণ্ডা নিয়ন্ত্রন করবে, সমস্তই কুক্ষিগত করা হয়েছিল, জেলাস্তরে ধীরে ধীরে, কলকাতায় তাড়াতাড়ি। আর তাদের অপকীর্তিকে প্রশাসনিক ক্ষমতার বলে মিথ্যে দিয়ে ঢাকা।

    সেযুগ ছিল আর্সেনিক দূষণের যে দূষণ-প্রক্রিয়া আজ এযুগে আমাদের পটাশিয়াম সায়নাইডের সামনে ফেলে দিয়েছে। এটা একটা কণ্টিনিউয়াস্‌ প্রসেস্‌, যার শুরু উনিশশো সাতাত্তর আর চুরাশির মধ্যে। আর্সেনিক গেলানো তখন থেকেই শুরু।
  • 8>)) | 69.93.243.14 | ১৮ জুলাই ২০১৪ ১১:৫৬641436
  • আরেকটু জুড়ে দিই, এখন তার ব্যাক্‌ল্যাশ্‌ চলছে। যাদবপুর সংলগ্ন সন্তোষপুর-এ বুদ্ধ অনুগামী বরো কমিটি চেয়ারম্যান গত বছর দুর্নীতির দায়ে এক্স্‌পেল্‌ড। শ্রী কান্তি গাঙ্গুলীকে সুন্দরবনে সরিয়ে দেওয়ার বদলা। এই দুর্দিনে, যখন মমতার বা বিজেপি (এ নামটা আসে না অনুগতদের কলমে)-কে দলবদ্ধ হয়ে মোকাবিলা করার কথা, তখন এই দুই গোষ্ঠীর ছেলেরা চায়ের দোকানে পর্য্যন্ত একসাথে দাঁড়ায় না। এ পাতাতে তো শুধু নকশাল গন্ধ বিচার চলে। এঁদের ওইসব জায়গায় পাঠিয়ে দিয়ে দেখা দরকার, বাম রাজত্ব ফেরানোর তাগিদ এঁদের কত বেশী।
  • dd | 111.63.131.244 | ১৮ জুলাই ২০১৪ ১২:১০641437
  • আচ্ছা, আট ইস লার্জার দ্যান দুটো ফার্স্ট ব্র্যাকেট -- এটা একটা নিক হোলো ?
  • 8>)) | 69.93.243.14 | ১৮ জুলাই ২০১৪ ১২:৫৫641438
  • 8>))
    ভালো বলেছেন 'গভীর দশ'।
    আসলে এখানে আসলে চশমা চোখে ঠোঁট ফাঁক করে হাসতে হাসতে লিখতে বলেছেন ডাক্তার। তাই।
    8>))
  • ranjan roy | 69.161.67.75 | ১৮ জুলাই ২০১৪ ১৩:০৭641439
  • আত্মহত্যার জন্যে প্ররোচনা দেওয়া ক্রিমিনাল এবং আই পি সি তে শাস্তিযোগ্য অপরাধ নয়? সিবিআই তদন্তে রিজবানুর এর মৃত্যু হত্যার জায়গায় আত্মহত্যা হলে তা নিয়ে যারা এর জন্যে অপরাধী, প্রাইমা ফেসি, তার বিচার চাওয়া অন্যায় ও ষড়যন্ত্র? অনৃতভাষণ?

    বধূহত্যার কেসে যদি দেখা যায় মেয়েটি আত্মহত্যা করেছে তবুও এমন পরিস্থিতি সৃষ্টি করে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার জন্যে সম্বন্ধিত স্বামী/শ্বশুর/শাশুড়ি জেলে যান না?
    কোন অপরাধিক ঘটনা ঘটলে বিচার বা তদন্তের আগে প্রাইমা ফেসি কিছু তথ্য দেখে মানুষ বা পুলিশ কারো নামে অভিযোগ করে-- সে অভিযুক্ত। তখন তার বিরুদ্ধে তদন্ত হয়, তার ভিত্তিতে পুলিশ চার্জশীট দেয়। কোর্ট দু'পক্ষের তথ্য/প্রমাণ/যুক্তি শুনে ঠিক করে সে অপরাধী বা নিরপরাধ।
    এখানে সেই ভিত্তিতে তদন্তের কথা বলা হয়েছে। কাউকে আগে থেকে দোষী বা নির্দোষ বলা হচ্ছে না। কিন্তু প্রাইমা ফেসি জ্ঞানবন্ত অ্যান্ড কোং কে অভিযুক্ত বলা হচ্ছে। পিটি সব ঘেঁটে দিচ্ছেন।
    সিবিআই তদন্তে হত্যা না হয়ে আত্মহত্যা হয়েছে তাই নিয়ে উল্লাস?

    @ভোলা,
    সরি! আপনার প্ররোচনায় যদি পুলিশ মেয়ের প্রস্তাবিত জীবনসঙ্গীকে কড়কায় আর সে অপমানিত বোধ করে আত্মহত্যা করে তার দায় সম্পূর্ণ ভাবে আপনারই। কারণ আপনি নিজেই মানছেন যে ওই কাজটি সংবিধান বহির্ভূত আচরণ, -- এবং ipso facto ক্রিমিনাল অ্যাক্ট।
    কাজেই এ'ধরণের মন্তব্য করবেন না, আর কাজে করতে পরিণত করতে গেলে জেলে যাবার সম্ভাবনা।
    আপনার যুক্তি মানলে শ্বাশুড়ির গঞ্জনায় যদি পুত্রবধূ আত্মহত্যা করে তাহলে কারো কোন শাস্তি হওয়ার কথা নয়। কারণ প্রাপ্তবয়স্ক বধূটির আত্মহত্যার সিদ্ধান্ত তাঁর নিজের। এবং সে মরে গিয়ে শাস্তির হাত থেকে বেঁচেছে!
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ১৩:১৫641441
  • "তবে লালবাজারে রিজওয়ানুরকে ডেকে পাঠানো হয়েছিল, এটা প্রকাশিত তথ্য।"

    ঠিক।

    "প্রাপ্তবয়স্ক একটি লোককে বিয়ে করার জন্য কৈফিয়ত দিতে বা প্রশ্ন করতে সিধে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, এটাই আমার কাছে যথেষ্ট অপমানজনক এবং চাপ দেওয়া।"

    তাত্বিকতার দিক দিয়ে একমত।
    কিন্তু আপনার কাছে ডকুমেন্ট আছে যে এই নিয়ে চাপ দেওয়া হয়েছিল? (যেখানে প্রিয়াঙ্কা জানাচ্ছে যে চাপ দেওয়া হয়নি! )

    এবং এই 'অভ্রান্ত" তথ্যের ভিত্তিতে গোটা কলকাতা উত্তাল হয়ে উঠেছিল। আর যারা সেই "কঠিন সত্যের" ভিত্তিতে উত্তাল হওয়ানোর সঙ্গে জড়িত ছিল, তারা কেউ আর ক্যামেরা সামনে আসতে চাইছে না।

    সত্যি, কি কঠিন সত্যি নিয়ে তক্ক করছি আমরা।
  • ranjan roy | 69.161.67.75 | ১৮ জুলাই ২০১৪ ১৩:১৮641442
  • প্রিয়ংকা টোডি কি একই বার বয়ান দিয়েছিল? বাপের বাড়ি ও পুলিশের সংরক্ষণে বয়ান?
    তাহলে তো জেসিকা মামলায় প্রধান সাক্ষী সায়ন মুন্সীর পাল্টি খাওয়া বয়ান মেনে মনু শর্মাকে ছেড়ে দিয়ে পুলিশ ও লোয়ার কোর্টের জজ ঠিকই করেছিল!

    গুজরাতের সেই গোধরা পরবর্তী হত্যাকান্ডে/দাঙ্গায় সেই মেয়েটি পাল্টি খেয়ে বয়ান দিলো যে দাঙ্গার সময়--- নির্দোষ, এনজিও মানবাধিকার অ্যাকটিভিস্ট তিস্তা শীতলবাদ ওকে শিখিয়ে পড়িয়ে প্রথমে ওই সব অভিযোগ করিয়েছিল! সেটাই আমাদের মেনে নেওয়া উচিত ছিল।
    অবশ্যি ইদানীং সুপ্রীম কোর্ট রায় দিয়েছে যে ( জেসিকা মামলার পরে) এইসব পাল্টিখাওয়া বয়ান on the face of it স্বীকার করা চলবে না।
    তাহলে আমাদের মনিরুল কেসেও পুলিশের বক্তব্য মেনে নিতে হয় যে বুদ্ধবাবুর পুলিশই মনিরুলকে জামিন দিয়েছিল কারণ তখনই পীড়িতদের FIR এ মনিরুলের নাম ছিল না। বা পাড়ুই কান্ডেFIR এ অনুব্রতর নাম নেই!!!!
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ১৩:৩৬641443
  • "আত্মহত্যার জন্যে প্ররোচনা দেওয়া ক্রিমিনাল এবং আই পি সি তে শাস্তিযোগ্য অপরাধ নয়?" সিবিআই তদন্তে রিজবানুর এর মৃত্যু হত্যার জায়গায় আত্মহত্যা হলে তা নিয়ে যারা এর জন্যে অপরাধী, প্রাইমা ফেসি, তার বিচার চাওয়া অন্যায় ও ষড়যন্ত্র? অনৃতভাষণ?"

    এসব কথা তক্কের পাতায় শুনতে ভালই লাগে। কিন্তু আপনার মত আইন জানা লোকেরাই কি সব বলছে দেখুনঃ

    Merely telling one to go and die not abetment to suicide: HC

    Last Updated: Monday, May 12, 2014, 23:08

    Merely shouting in anger and asking a person, "Why do you live? Go and die," would not be ground enough to charge a person with abetment to suicide, ruled the Madurai Bench of the Madras High Court.
    http://zeenews.india.com/tags/Abetment.html

    ---------------------------------------
    Mere pressurising is no abetment of suicide: Court

    Last Updated: Monday, May 17, 2010, 19:05

    Simply putting pressure on a person does not amount to abetment of suicide, High Court has held acquitting a widowed woman and her relatives in a criminal case regarding her husband`s suicide.
    http://zeenews.india.com/tags/abetment-of-suicide.html

    তাহলে অপেক্ষা করুন। তদন্ত এবং মামলা শেষ হলে পরে তক্ক করব।

    "সিবিআই তদন্তে রিজবানুর এর মৃত্যু হত্যার জায়গায় আত্মহত্যা হলে তা নিয়ে যারা এর জন্যে অপরাধী, প্রাইমা ফেসি, তার বিচার চাওয়া অন্যায় ও ষড়যন্ত্র?"

    ষড়যন্ত্রের কথা উঠছে কেন? কারণ যিনি এটার জন্য রাস্তায় নেমে শহর উত্তাল করেছিলেন তিনি একজন ক্ষমতালোভী র‌্যাবেল রাউসার রাজনীতিবিদ। বাকিরা চামচা। আবার তিনিই "অপরাধী"-কে মুক্তি দিলেন। কাজেই আপনার চাওয়া আর তার চাওয়ায় ফারাক আছে।

    সর্বোপরি এসব তো আপনাদের ঘরেলু ব্যাপার স্যাপার। ঘটনাক্রমের ব্যাখ্যা করার দায়িত্ব তো আপনাদেরই।
  • 8>)) | 69.93.243.14 | ১৮ জুলাই ২০১৪ ১৪:২৮641444
  • 'সদা পরিবর্তনশীল বাদী বা সদা আত্মপক্ষ সমর্থনে বাধ্য করা ব্যস্ত বাদী ও বিবাদী' সিরিয়ালে 'ঘরেলু' শব্দটা শাঁকালুর মত মিষ্টি লাগবে অনেকের, যতই পানসে হোক। আহা!
    "...... বড় দয়ালু,
    বর্ষায় দেন শাঁকালু।"
  • ranjan roy | 24.98.89.194 | ১৮ জুলাই ২০১৪ ১৪:৪১641445
  • "merely কথাটা লক্ষ্যণীয়। এর মানে অন্য আরও সাপোর্টিং এভিডেন্স সাপেক্ষ।সেইজন্যেই তদন্ত পূর্ণ হওয়ার কথা ছিল।
    এ'সব গুলো কমেন্টই কেস স্পেসিফিক। বিশেষ কেসের প্রেক্ষিত বাদ দিয়ে আলটপকা কোট করায় আপনার দক্ষতা ঈর্ষণীয়।
    যাক, তবু তদন্তের ক্থা বলছেন। কিন্তু সেটাই তো বর্তমান মুখ্যমন্ত্রী বন্ধ করে দিলেন। তাই রিজবানুর মা কোন আশা দেখছেন না।
    আর ঘরেলু ব্যাপার তো বটেই, কিন্তু সে ঘরে কোন ফিশফ্রাই-কফি ছিল না-- এটাই দুঃখ।
  • PT | 213.110.246.230 | ১৮ জুলাই ২০১৪ ১৫:৩৭641446
  • ফিশফ্রাই না থাক তার চাইতেও সুস্বাদু কোন ঐতিহাসিক রাজনৈতিক অবস্থানের সমাপতন থাকতে পারে।
  • 8>)) | 69.93.242.212 | ১৮ জুলাই ২০১৪ ২০:৪১641447
  • গুরু-র পাতায় আপনাদের জুটির তুলনা হয় না। Hats off To You Two.

    একটু ব্রেক নিন, গান শুনুন.....

    প্রথমে - অমর সঙ্গী


    তারপর - Rab Ne Bana Di Jodi
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ২২:৫৭641448
  • এসব সম্পক্কের গভীরতা ম্যাঙ্গো পাবলিক কি বুঝবে?
  • সিকি | ১৮ জুলাই ২০১৪ ২৩:২৮641450
  • এর পরে ঐ গানটাও হয়ে যাঅক, নতুন গান - তু নে মারি এন্ট্রি তো দিল মে বাজি ঘন্টি অওর টং টং টং, টং টং টং।

    :)
  • 8>)) | 69.93.242.212 | ১৮ জুলাই ২০১৪ ২৩:৪৩641452
  • ম্যাঙ্গো আমি ভী-ঈ-ষ-ও-ও-ণ ভালোবাসি। এই তো এখন খাবো ল্যাংড়া, দসেরি আর চৌসা।

    এবার মনে হচ্ছে ভরদ্বাজ মুনির মাথায় আত্মারাম রিকশওয়ালার মত বামুন টিকি বানিয়ে একটা ঘণ্টি বেঁধে দিতে হবে। আওয়াজটা অন্তত একটু মিষ্টি হয়ে টুং টুং করে বেরোবে।
  • saikat | 126.203.204.92 | ২০ জুলাই ২০১৪ ০০:২৯641453
  • লালবাজারে ফিশ ফ্রাই খাওয়ানোর জন্য ডাকা হয়েছিল নিশ্চয়।

    মাইরি গোয়েবলস কেমন ঘুরে ফিরে আসে !
  • Atoz | 161.141.84.164 | ২০ জুলাই ২০১৪ ০৫:৪২641454
  • লোকটা কবরে শুয়ে নির্ঘাৎ বিষম খায়। এত ডাকে লোকে।
    ঃ-)
  • SC | 34.3.22.185 | ২০ জুলাই ২০১৪ ০৭:৫৯641455
  • একা goebbels কেন, বুঝলাম না। এ ব্যাপারে তো সোভিএট্ ও তাদের স্টুজ সরকারদের বিশেষ হাতযশ ছিল। এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজে। নিজের ঘরের ছেলেদেরও একটু সম্মান দিন!
  • PT | 213.110.243.21 | ২০ জুলাই ২০১৪ ১৯:৪৬641456
  • PT | 213.110.243.21 | ২০ জুলাই ২০১৪ ১৯:৫৮641457
  • After investigation, the CBI filed a report holding that Rizwanur committed suicide, throwing himself before a train, and sought permission to file a charge sheet against Mr. Ashok Todi, his brother Pardeep Todi, brother-in-law Anil Saraogi, Rizwanur's neighbour S.M. Mohiuddin, the former Kolkata Deputy Commissioner of Police Ajoy Kumar, the former Assistant Commissioner of Police Sukanti Chakraborti and sub-inspector Krishnendu Das under Section 120-B (conspiracy), read with 306 (abetment to suicide) and 506 (criminal intimidation) of the IPC. http://www.thehindu.com/todays-paper/tp-national/fresh-probe-in-rizwanur-case-a-futile-exercise-cbi/article608238.ece

    CBI-এর চার্জশীটে জ্ঞানবন্তের নাম আগেই বাদ দেওয়া হয়েছিল?
  • Ranjan Roy | ২০ জুলাই ২০১৪ ২১:২৪641458
  • পিটি,
    আপনার তথ্য ভাবার মত। কিন্তু এ তো সুপ্রীম কোর্টে সিবিআইয়ের পিটিশন। তারপরে কী হল? সুপ্রীম কোর্ট কী রায় দিল, কাইন্ডলি জানান।
  • কল্লোল | 111.59.26.237 | ২০ জুলাই ২০১৪ ২১:৪৬641459
  • সোজা কথা, জ্ঞানবন্তকে এখন দরকার পড়েছে অধীরকে টাইট দেবার জন্য। ফলে তার সাতখুন মাপ। এই তো ব্যাপার। এরকম পাচাটা পুলিশই তো দরকার শাসকদের। যেমন রুনুর প্রয়োজন ছিলো, তাই চার্জশীট খেয়েও পদে থেকে গেলো, পদোন্নতি হলো, অবসরও নিলো - তেমনই। এখানে তো সিবিআইই ক্লিন চিট দিলো। ব্যাস, হাত পা ধুয়ে, মমতা ও রুকবানুর, অর্পিতা ও ব্রাত্য সাদা মুখ করে বলে দিলো - এ তো প্রশাসনিক বিষয়।

    অপ্রাসঙ্গিক হয়তো।
    এই তো আজ এখানে নারী নির্যাতন নিয়ে একটা আলোচনা সভায় এক প্রাক্তন পুলিশ অফিসার বলেই দিলেন - পুলিশে এতো কাজের চাপ থাকে যে তাদের মুখাপেক্ষী হয়ে সমাজকে বসে থাকলে চলবে না - সক্রিয় হতে হবে। তা, আমি তারে জিগালুম আমার বাড়িতে চোর ধরা পড়লে কি করব? তাকে আমার বাসায় বছরখানেক আটকে রেখে ছেড়ে দেবো? তার খাওয়া ও আনুসাঙ্গিক খরচ সরকার দেবে তো? ছাড়া পেয়ে সে চোর যদি পুলিশে অভিযোগ করে যে, অমুকে আমায় একবছর আটকে রেখেছিলো, পুলিশ কি করবে?
    ঝগড়া করেই বা কি হবে। তবু
  • PT | 213.110.243.21 | ২০ জুলাই ২০১৪ ২১:৫০641460
  • পাচ্ছি না খুঁজে।
    কিন্তু আমি TOI-এর যে এডিশনটা পাই তাতে এই মাসের ১৭-তে একটা খবর বলছে যে CBI, while probing the Rizwan case, cleared Sing of all charges. এর কোন লিং পাচ্ছি না। কিন্তু হিন্দুর খবরের সাথে এই তথ্যটার মিল আছে।
    অর্থাৎ জ্ঞানবন্তকে CBI আগেই রেহাই দিয়েছিল? সেই কারণে তার বিরুদ্ধে শুধু বিভাগীয় তদন্ত চলছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন