এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৯২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 182.0.249.87 | ২৬ জুলাই ২০১৪ ১০:২২641564
  • "তবে "পরিবর্তন" বলে পার্ট নিলি কেন? আমাদের গদি উল্টোলি ক্যানো? মানুষকে ভুল বোঝালি কেনো? ভোটে জিতলি কেন?"

    -- এটা একটা। আর তার সংগে কলোলারি।

    'আন্দোলন করতে হলে আইনের শাসনের জন্য আন্দোলন কর। সিপিয়েমকেই ফিরিয়ে আন কিন্তু এই কন্ডিশনে, কোন মাজাকি চলবে না, সব পুলিশকে ভালো হতে হবে, জনদরদী হতে হবে, পার্টির কথায় চললে চলবে না, জনগনের সেবায় আত্মনিবেদন করতে হবে। আর র‌্যাবল রাউসার বিরিধীদের পেঁদিয়ে বিন্দাবনের অ্যাড্রেস দিতে হবে।'

    -- উহাই হইত প্রকৃত বুজী আন্দোলন। তাহা হইলে স্বর্গ হইতে পুস্পবৃষ্টি হইত। ধরনী শান্ত হইত। বঙ্গদেশে পুনরায় স্বর্ণযুগের সুচনা হইত।
  • s | 182.0.249.87 | ২৬ জুলাই ২০১৪ ১০:২৩641565
  • * করোলারি
  • PT | 213.110.243.21 | ২৬ জুলাই ২০১৪ ১৩:২৩641566
  • প্রায় সব নতুন সরকারই আগের সরকারের অপদার্থতার জন্য ক্ষমতায় আসে। এ আর এমন নতুন কি তত্ব শুনলাম? তবে কখনো কখনো অতীব গোয়েবেলীয় মিথ্যা প্রচারের ধাক্কাতেও সরকারের পতন হয়।

    তবে এত হাজার আকথা-কুকথার চাষ হল কিন্তু যারা "পুলিশে চাপ দিয়ে রিজানুরকে আত্মহত্য করিয়েছিল" বলে ধর্মবিশ্বাস আউড়াচ্ছে তারা একটি চুলের ডগা পরিমাণ কোন প্রমাণ দেখাতে পারল না!!

    সেই বাল্যকালে "বন্দুকের নলই ক্ষমতার উৎস" নামক ধর্মবিশ্বাসের প্রচার দেখেছিলাম আর "পুলিশে চাপ দিয়ে রিজানুরকে আত্মহত্য করিয়েছিল" দেখছি তার চাইতেও আঠালো বিশ্বাস।
  • Ishan | 183.17.193.253 | ২৭ জুলাই ২০১৪ ০২:৪৪641567
  • এটাও "খবরের কাগজ পড়েননা"র মতো হয়ে গেল। পিটি কোন পয়েন্ট কাউন্টার করছেন সেটাই জানেন না নাকি? "পুলিশে চাপ দিয়ে রিজওয়ানুরকে আত্মহত্যা করিয়েছিল" এরকম তো দাবীই করিনি। করে থাকলে একটু কপিপেস্ট করে দেখাবেন।

    আমি কে কাকে খুন আত্মহত্যা করেছে বা করিয়েছে, এই নিয়ে কোনো দাবীইই করিনি। পুলিশ চাপ দিয়েছে, দাবী করেছিলাম। তার তথ্যপ্রমান হিসেবে কৃষ্ণেন্দু দের প্রকাশিত বিবৃতির উল্লেখ করেছিলাম। একটু দেখে নেবেন।

    যে দাবীইই করিনি, সেটা কিকরে ধর্মবিশ্বাস হয়ে গেল, বলাবাহুল্য বুঝিনি। এরকম হাওয়ায় হাওয়ায় অনেক গুলো কথাই শুনলাম। যিনি বলছেন, নিজেই নিজেকে হাস্যাস্পদ করছেন। সঙ্গে বেচারি সিপিএমকেও করছেন। সেইটাই অ্যাজেন্ডা হলে অবশ্য অন্য কথা। :-)
  • cm | 127.247.114.139 | ২৭ জুলাই ২০১৪ ০৭:২০641568
  • পুলিশে কাকে কি করতে চাপ দিয়েছিল না বললে কিছু বোঝা যাচ্ছেনা। এত সত্যির ভিড়ে সেই চাপের কোন প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে নাকি।
  • Ishan | 183.17.193.253 | ২৭ জুলাই ২০১৪ ০৮:১৩641569
  • আমি এখানে এর আগে বার দুই লিখেছি। কিছুতেই দেখতে না পেলে ভারি মুশকিল।

    আরেকবার লিখে দিলামঃ পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন।
  • cm | 127.247.113.98 | ২৭ জুলাই ২০১৪ ০৮:৩২641570
  • ঠিক কি বলেছেন জানা আছে, নইলে ঐ এক লাইন চাপ দিয়েছেন এর থেকে কিছুই বুঝছিনা।
  • Ishan | 183.17.193.253 | ২৭ জুলাই ২০১৪ ০৮:৩৭641571
  • না, ডেকে ঠিক কী বলেছেন, নাকি ধরে ঠেঙিয়েছেন, তা আর কীকরে জানা থাকবে। সম্ভবও না। তবে প্রকাশ্যে কে কী বলেছেন, জানা ছিল। অনেকদিন হয়ে গেছে, তারও অনেক কিছু ভুলে গেছি।
  • SC | 34.3.22.185 | ২৭ জুলাই ২০১৪ ০৯:১৮641572
  • আবার প্রশ্ন করি। কোন দোষী কে শাস্তি দেওয়া উচিত। মাকে কি করে ইনসাফ দেওয়া উচিত ছিল, এর জবাব পি টি দা দেননি।আবার জিগ্গেস করলাম তাই।
  • সিকি | ২৭ জুলাই ২০১৪ ০৯:২৭641574
  • এই পদ্ধতিতেই তো উনি স্বমহিমায় ভাস্বর। আইডিয়ালি কী হওয়া উচিত ছিল, কী হলে ভালো হত, এসবের উত্তর উনি দেন না। সযত্নে ইগনোর করে যান। সব কথার উত্তর দিলে কি একতরফা ব্যাশিং চালানো যায়?
  • PT | 213.110.246.230 | ২৭ জুলাই ২০১৪ ০৯:৪৮641575
  • "কোন দোষী কে শাস্তি দেওয়া উচিত।"
    পুলিশ যদি কাউকে ডেকে বলে যে অমুকের সঙ্গে ঘুরতে দেখলে তোকে ক্যালাবো-তাহলে তার কি শাস্তি হওয়া উচিৎ সেটা গুরুর আইন এক্ষরা বলতে পারবেন। আমার জানা নেই। আর সেটা প্রমাণ করবেন কি করে? প্রমাণ না করে কাউকে শাস্তি দেওয়া যায় কি?

    "মাকে কি করে ইনসাফ দেওয়া উচিত ছিল, এর জবাব পি টি দা দেননি।"
    আমার আগের লেখাগুলো পড়ুন, তারপরে সিদ্ধান্ত নিন-দয়া করে।

    "আইডিয়ালি কী হওয়া উচিত ছিল, কী হলে ভালো হত"
    রিজানুর আর প্রিয়াঙ্কাকে ডেকে পুলিশ ফাঁড়িতে বিয়ের ব্যাবস্থা করে টোডির নাকে ঝামা ঘষা আইডিয়াল কাজ হত। আরো ভাল হত যদি বুদ্ধ-মমতা যথাক্রমে পাত্রী এবং পাত্রের অভিভাবক হয়ে ঐ বিয়ের আসরে উপস্থিত থাকতেন।
  • সিকি | ২৭ জুলাই ২০১৪ ১০:১০641576
  • উরেবাবা!!!!!!

    রোব্বার সকালে আমি অজ্ঞান হয়ে গেলাম। :(
  • sm | 233.223.155.134 | ২৭ জুলাই ২০১৪ ১১:৪০641577
  • পুলিশ যদি কাউকে ডেকে বলে যে অমুকের সঙ্গে ঘুরতে দেখলে তোকে ক্যালাবো-তাহলে তার কি শাস্তি হওয়া উচিৎ সেটা গুরুর আইন এক্ষরা বলতে পারবেন। আমার জানা নেই। আর সেটা প্রমাণ করবেন কি করে? প্রমাণ না করে কাউকে শাস্তি দেওয়া যায় কি?
    ----
    এই তা কি কইলেন? কোনো প্রাপ্তবয়স্ক, ম্যারেড কাপল কে , সেপারেট থাকার হুমকি দেই সেটা দন্ডনীয় অপরাধ। এটার জন্য কমন সেন্স এর বই পড়ার দরকার নেই।
    পড়ে রইলো প্রমান করার কথা। গভীর রাতে চুরি, বা একলা অসহায় ব্যক্তি কে খুন; এরও তো কোনো ভিডিও এভিডেন্স থাকে না। কিন্তু চোর ধরাও পড়ে, খুনি ও ধরা পড়ে ও শাস্তি হয়। এক্ষেত্রে যা ঘটেছে , সেতো লাল বাজারে। সুতরাং প্রমান করার হাজার টা উপায় আছে। পুলিশেরই তা জানা আছে।
  • PT | 213.110.246.230 | ২৭ জুলাই ২০১৪ ১২:০১641578
  • "সেপারেট থাকার হুমকি দেই সেটা দন্ডনীয় অপরাধ"
    এই ইস্যুতে যিনি শহর কাঁপিয়ে ছিলেন চামচাদের সঙ্গে করে তিনি গত ৩ বছর ধরে পুলিশ মন্ত্রী। তারে জিগান যে তিনি ৩ বছরে কেন কোন প্রমাণ সংগ্রহের চেষ্টা করেননি। এটা আপনার সঙ্গে আমার তক্কের ব্যক্তিগত তক্কের বিষয় নয়।

    "গত বুধবার চিৎপুর ইয়ার্ডের ফাঁড়ি ও দমদম জিআরপি থানায় পুলিশের দ্বারস্থ হয়েও প্রথমে তিনি পুলিশের সহায়তা পাননি বলে অভিযোগ। উল্টে, মহিলাকেই কার্যত মন্দ-চরিত্রের বলে তাঁর স্বামীকে সম্পর্ক চুকিয়ে ফেলার পরামর্শ দেয় পুলিশ"

    কি আশ্চর্য!
    বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী নন
    ছেলে কিংবা মেয়ের বাবা ধনী ব্যবসায়ী নয়।
    রিজানুরের মাকে "ইন্সাফ" দেওয়ার পিতিগ্গে করে রাস্তায় ধুলো ছিটিয়ে ছিলেন যিনি তিনি এখন পুলিশ মন্ত্রী।

    তবু "চাপ"? এখনো?

    আর যে ধামাধরারা তেনার পিছু পিছু হুক্ক-হুয়া করেছিল সে সময়ে তারা হয় এখন চুপ নয় এখনো রিজানুরকে নিয়ে তক্ক চালিয়ে যাচ্ছে।
  • cm | 127.247.114.196 | ২৭ জুলাই ২০১৪ ১২:২৯641580
  • অ্যাদ্দিনে বুঝেছি সমস্যা কোথায়, আমার ধারণা
    ১) পিটিদা ধরে নিচ্ছেন সবাই http://en.wikipedia.org/wiki/Contingency_table এর সাথে পরিচিত।
    ২) কিন্তু বাস্তবে মনে হয় সেটা নয়।
  • sm | 122.79.36.118 | ২৭ জুলাই ২০১৪ ১২:৩৫641581
  • আপনার দেওয়া আ বা প লিঙ্কেই তো দুজন পুলিশ অফিসার কে ক্লোস করার কথা ও বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে!
    তো পব্লেম টা কোথায়?
  • 8>)) | 69.93.253.110 | ২৭ জুলাই ২০১৪ ১৪:০০641582
  • এ পাতা যখন এগোয় না, তখন এগোয়ই না। আর এ তিনদিনে এনজিও থেকে কোন তেপান্তর থেকে মনীষা মুখোপাধ্যায়কে নিয়ে এনে ফেলেছে। এই নামটা কিছুতেই মনে পড়ছিল না। আমাদের পাড়ার জনৈক বরিষ্ঠ সিপিএম হাফ নেতাকে অনেকদিন আগে এ প্রসঙ্গে জিগ্গেস করায় উনি বলেছিলেন, "জানিস না? ও এখন হিমালয়ে সন্ন্যাসিনী হয়ে গেছে! খুব ফ্রাস্ট্রেটেড ছিল কিনা।" তারপর আরেকদিন আরেকজন কে, যিনি মনীষার পর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন, তিনি জ্যোতিবাবুর উপর কি একটা লিখে রবীন্দ্র না অ্যাকাডেমি পুরস্কারও পান(দুচ্ছাই, এ নামটাও মনে পড়ছে না)। তো সে কথা জিগ্গেস করাতে উনিই বললেন, "এসব পড়িস কখন? তোর অনেক সময় আছে।"

    যাক, আগে একটু ২৩ তারিখ ঘুরে আসছি। একটু 'এক পলকের একটু দেখা, আরও একটু বেশী হলে ক্ষতি কি' গেয়ে আসি।

    খোকা-টি
    ------------
    এদের মধ্যে খোকা-টি কে?–
    এ-টি?


    না এ-টি?


    নাকি এ-টি?
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_ZMo0wVLo4YGSuxYEf1zHZ1kmiPqkRri

    খোকা-টির গো+এষণা ঃ

    এটা?
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRQmPNcNAPlRKQVVJhurA3-AYWY5uyxdytfBzRgDL6J8kAGiRqYOw

    না এটা?
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcT7wKmDjXzRvrgqaxIzA0iZ_4DZpD0JHflC6CZiObcMfB1ANP1o

    নাকি এটা?


    khokA-Tir go+eshhaNAr puraskAr:





    ইতি-
    আশীর্ব্বাদসহ
    8>))


    পুনশ্চঃ
  • PT | 213.110.246.230 | ২৭ জুলাই ২০১৪ ১৪:০৫641583
  • "আপনার দেওয়া আ বা প লিঙ্কেই তো দুজন পুলিশ অফিসার কে ক্লোস করার কথা ও বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে!
    তো পব্লেম টা কোথায়?"

    বাম আমলেই CBI ও বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল রিজানুর মামলায়। সেই তদন্ত দুবার করার পরে এক্জন পুলিশকে নির্দোষ বলা হয়েছে।
    তো পব্লেমটা কোথায়?
  • 8>)) | 69.93.253.110 | ২৭ জুলাই ২০১৪ ১৪:৪৭641587
  • ওহো, ওটা দালাল কাগজের লিঙ্ক। এটা অন্য লিঙ্ক।
    http://en.wikipedia.org/wiki/1990_Bantala_rape_case

    এ ভদ্রলোক এখন শিলাদিত্য, অম্বিকেশ-দের নিয়ে গান লিখে পদবাচ্য, 'একটু প্রিয়(?)' হয়েছেন, উদ্ধৃতও হন মাঝে মধ্যে। কিন্তু তখন ? পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনে পয়সায় আনব জেনেও, জনৈক নেতা-দাদা বললেন, "নারে, ওকে আনিস না। ওর গানে রবীন্দ্রনাথ অনুগামীদের অপমান করেছে, কি না 'প্রাণে গান নাই, মিছে তাই রবি ঠাকুর মূর্ত্তি গড়া' বলেছে। আসলে যে এটা, তখনও জানা হয়ে ওঠে নি।
  • 8>)) | 69.93.253.110 | ২৭ জুলাই ২০১৪ ১৪:৫৪641588
  • কেউ কেউ এই লিঙ্কগুলো দেখেন না। এরা আগমার্কা 'নকশাল' বা মাওব্যথী।
    http://sanhati.com/articles/4638/
  • pinaki | 90.254.154.67 | ২৭ জুলাই ২০১৪ ১৫:০৫641589
  • আচ্ছা, রিজওয়ানুরের কেসের সময়েই না পোসুনের সেই উক্তি - বিয়ের ব্যাপারে পুলিশ নাক গলাবে নাতো কি পিডাবলিউডি গলাবে?
  • T | 24.139.128.15 | ২৭ জুলাই ২০১৪ ১৭:০০641590
  • একটা গন্ডারের ছবি দিই...সেই যে, কবেকার চিমটি খেয়ে কতদিন পরে হাসে...ঃ)...থাক বরম।
  • 8>)) | 69.93.253.110 | ২৭ জুলাই ২০১৪ ১৭:৩৩641591
  • 8>))))))))
  • সিকি | ২৭ জুলাই ২০১৪ ১৯:১৭641592
  • বলছিলাম কি, অনেক অনেক বছর তো হল। এইবার ওনাকে দুদুভাতু করে নির্মলানন্দশ্রী উপাধি দিয়ে বেকার বাইট খচ্চাটা বন্ধ করলে হয় না?

    ভেবে দেখবেন কথাটা।
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০১৪ ০২:২৫641593
  • লক্ষ্মণ-তমালিকাদের বিস্তর ক্ষোভ এখন গিয়ে পড়েছে রবীনবাবুর উপরে! লক্ষ্মণবাবু আরও বলছেন, “বিমান বসু, সূর্যকান্ত মিশ্র থেকে তদন্তকারী দলের সদস্য মৃদুল দে, নৃপেন চৌধুরী রাজ্য নেতৃত্বের বহু নেতা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত। তাঁদেরগুলো জনকল্যাণকামী, আর আমার ‘আইকেয়ার’ই শুধু বাণিজ্যিক!” অভিযোগ উড়িয়ে রবীনবাবুর আবার পাল্টা মন্তব্য, “যে আক্রমণ তৃণমূলের দিক থেকে আসার কথা, তার দায়িত্ব এখন ওঁরা নিয়েছেন! রাজ্য পার্টির তরফে তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার উপরে বলেই এই আক্রমণ আসছে। এতে আমি গর্বিত!”

    --- ও! আমরা তো জানতাম এনজিও চালায় শুধু প্রাক্তন মাওবাদী/ বিদেশের পয়্সা পাওয়া ব্যাগড়াপন্থীরা!
    এলসিএম জানালেন - বিমান বসুও চালান, আর্থিক সাহায্যের জন্যে আমেরিকা ও যান!
    এখন দলের প্রাক্তন এম পি ও সম্পদ, নন্দীগ্রাম খ্যাত কমরেড লক্ষ্মণ বলছেন রাজ্য নেতৃত্বের বহু সদস্যও এনজিও চালান!
    তাহলে বিনীত নিবেদনঃ
    টইয়ের নামটা পাল্টে দিয়ে লেখা হোক " এনজিও দের পেছনে অবশ্যই জনসমর্থন আছে", নইলে বাঘা বাঘা এত সিপিএম নেতারা এনজিও চালাতেন না। এবং ওঁরা এই বাজারেও ৩০% ভোট পেয়েছেন।
    এর পরেও সন্দেহ?
    পিটি এবার জানাবেন যে ওনাদের এনজিও আসলে কী কী কাজ করছে!
  • a x | 138.249.1.198 | ২৯ জুলাই ২০১৪ ০২:৫৬641594
  • বাপ্পাদার জন্যঃ

    "ভুলে গেছি কবে অবনী নাইয়া স্টিয়ারিং ছেড়ে দিয়ে
    বেপরোয়া হয়ে ব্রেক কষেছিল তিন মহিলাকে নিয়ে।
    বানতলা গিয়ে অনিতা দেওয়ান লাশ হয়ে প'ড়ে থাকে
    বিস্মৃতি দিয়ে আমরা আবার খতম করেছি তাকে।"

    আবারও সুমন।
  • PT | 213.110.246.230 | ২৯ জুলাই ২০১৪ ১০:১১641596
  • "পিটি এবার জানাবেন যে ওনাদের এনজিও আসলে কী কী কাজ করছে!"
    উত্তর আগেই দিয়েছি। একমাত্র পথের পাঁচালীর জন্মদিন পালন ছাড়া আর কিছুই চোখে (বা কানে) পড়েনি।
    আর বিস্তর অন্তর্জাল ঘেঁটেও কিছু পেলাম না। হয় তারা আপনার কল্পনায় active নয় CIA-এর চাইতেও গভীর গোপনীয়।
    আপনি সাহায্য করতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন