এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ০২ আগস্ট ২০১৪ ১৭:০৫641631
  • "আরও অনেকের মতো সুজাত সিপিএম-এর বিরোধীতায়, তৃণমূলের পক্ষে বলেছে।"
    কি ক্ষমাসুন্দর অবস্থান!!

    "সুজাত তখন APDR-এর সাধারণ সদস্যমাত্র......"
    কোন খেলা যে খেলব কখন!! সত্য আর অসত্যের মাঝে লাইন মাঝে মাঝে দেখা যায় না। APDR মাও আর তিনোর সাথে কি যোগাযোগ ছিল তার লিং আগেই দিয়েছি-বহুবার।

    আর মেধা যদি নুকিয়ে নুকিয়ে তাকা না তুলে থাকে তাহলে লক্ষণ নুকিয়ে নুকিয়ে তুলিছিল সেতাও তো নাও হতে পারে। আর হলদিয়ার ব্যবসায়ীরা তোমায় বলে গিয়েছে এসে (সেই সুনন্দার মত) যে তারা লক্ষণকে কোটি কোটি টাকা দিয়েছিল?

    তবু তো যাহোক বাম্বাবুরা লক্ষণকে তাড়িয়েছে। একটু ঠুলিটা খুলে দেখ যে যাদের কাঁধে করে রাইটার্সে বসিয়েছিলে তারা পাপোষকে বাঁচানোর জন্য কোর্ট-কাছাড়িতে কত লাখ লাখ সরকারি টাকা ব্যয় করছে। সেসব নিয়ে "ঘেউ-ঘেউ" কেন "মিউ-মিউ"-ও তো শুনলাম বলে মনে করতে পারছি না।
  • . | 59.207.248.154 | ০২ আগস্ট ২০১৪ ১৭:৩০641632
  • কল্লোল চাপে পড়লেই এপিডি-আর ত্যাগ করে মাসুম ধরে -সুজাত তে অস্বীকার করে। আবার কিছুদিন পরেই এপিডি-আরের ধ্বজা উুঁচু করে ধরে- মুখ আর মুখোশটা গুলিয়ে যায়।
  • কল্লোল | 111.63.214.18 | ০৩ আগস্ট ২০১৪ ০৮:৪০641633
  • ফুটকি। আমি APDRএর প্রথমদিকের সদস্যদের একজন।
    আমার APDR ত্যাগ গত শতাব্দীর শেষের দিকের ঘটনা। তার কারন একেবারেই মতাদর্শগত। আমার সংগঠন ধারনার সাথে APDRএর ধারাণার বিরোধ। তখনই আমরা কিছু বন্ধু মিলে মাসুম তৈরী করি। আপনার অবগতির জন্য - মাসুম থেকে আমরা ঠিক করি APDR মানবাধিকার নিয়ে যে ধরনের কাজ করে আমরা সেই বৃত্তের বাইরে কাজ করবো।
    সুজাতকে কবে কোথায় অস্বীকার করেছি তার প্রমাণ দিলে আল্হাদিত হই। বিরোধীতা আর অস্বীকারের পার্থক্য জানা আছে আশা করি।
    আমার সাথে ADRএর মতপার্থক্য কোনকালেই APDRএর গৌরবময় লড়াইকে অস্বীকার করে না, করেও নি।

    পিটি। আমার Date:02 Aug 2014 -- 08:16 AM পোস্টটা পড়ে নাও। উত্তর সেখানেই আছে। মেলাবেন তিনি মেলাবেন।
  • কল্লোল | 111.63.214.18 | ০৩ আগস্ট ২০১৪ ০৮:৫৫641634
  • লক্ষণভাই নিয়ে, আমাদের বন্ধু অনির্বান মাইতির পোস্ট। আমি একমত। এটা পিটির জন্য ঃ
    ৯৪ সালে কথা হয়েছিল মুজাফ্ফর আহম্মদ ট্রাস্ট গঠন করে হলদিয়া চত্বর জুড়ে যত পার্টি অফিস আছে সেগুলি কে পার্টির মালিকানায় আনা হবে। ২০ বছরে সেই কাজটা কেন করা হলো না তার জবাব দেবে কে? কেন এতগুলো বছর এই এত টাকার সম্পত্তি ব্যাক্তিগত মালিকানা তে রাখা হলো? চোরের হাতে ঘর ছেড়ে রাখলে ঘর সুরক্ষিত থাকে এত নিছক কথার কথা। বাম নেতৃত্ব কি তাকে সত্যি ভেবেছিলেন? এতগুলো পার্টি অফিস হাতছাড়া? আমার ছেলেবেলার স্মৃতি বিজড়িত শ্রমিক ভবন কাদের দখলে চলে গেল? তৃণমূল দখল করলেও এত খারাপ লাগত না। মেদিনীপুরের মাটিতেই ভারত নির্মাণ মঞ্চের কবর চাই।শুধু পার্টির বলব না বাঙলার রাজনীতির সবথেকে দূর্নীতিগ্রস্ত লোকগুলোকে রাজনৈতিক ভাবে খতম করার এর থেকে ভাল সুযোগ আর আসবে না।

    হে হে বিনা মন্ত্যব্যে।
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৪ ১২:৩৮641635
  • "মেলাবেন তিনি মেলাবেন।"
    যেমন করে নিরপেক্ষ APDR মাও-তিনোর সঙ্গে হাত মিলিয়েছিল? সেটা যদি ভাল কাজ হয়ে থাকে তাহলে এই মেলানোটাই বা মেলার আগেই আওয়াজ খাচ্ছে কেন?

    "২০ বছরে সেই কাজটা কেন করা হলো না তার জবাব দেবে কে?......চোরের হাতে ঘর ছেড়ে রাখলে ঘর সুরক্ষিত থাকে এত নিছক কথার কথা।"
    ২০ বছর আগে জানা ছিল যে চোরের হাতে ঘর ছেড়ে রাখা হয়েছে?

    "এতগুলো পার্টি অফিস হাতছাড়া? আমার ছেলেবেলার স্মৃতি বিজড়িত শ্রমিক ভবন কাদের দখলে চলে গেল?"
    আমি বলি কি যাদের পার্টি অফিস বা কোন "ভবন" দখল করে রাজনীতিতে বাঁচতে হয় তাদের রাজনৈতিক জীবন খুব দীর্ঘ হওয়ার কথা নয়।

    "মেদিনীপুরের মাটিতেই ভারত নির্মাণ মঞ্চের কবর চাই"
    চাওয়ার দরকার নেই। ওরা নিজে নিজেই কবরপ্রাপ্ত হবে।
    (সম্ভব্তঃ) চারু বাবুর পর থেকে যারা যারা সিপিএম ছেড়েছে বা বিতাড়িত হয়েছে তাদের কারোরই মতাদর্শের কোন ভিত্তি বা যোশ নেই যাকে আশ্রয় করে কোন সমান্তরাল বাম আন্দোলন গড়ে উঠতে পারে। অতিবাম সহ, সুসি, সফি, পুততুন্ড, রাজ্জাক, প্রসেনজিৎ, লক্ষণ, তমালিকা "প্রতিশোধ" (রাজনৈতিক বা ব্যক্তিগত) নেওয়ার জন্যেই শুধু সিপিএম-বিরোধীতাই করবে। সেটা সফলভাবে করতে না পারলে মমতার মত দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সিপিএমের কিছু ভোট কাটবে।

    অনির্বান মাইতিকে আমি চিনি না। তাই শেষের তিনটে উত্তর কল্লোলদাকেই দিচ্ছি বলে ধরে নিলাম।
  • ranjan roy | 24.98.230.193 | ০৩ আগস্ট ২০১৪ ১৩:৩১641636
  • @পিটি,

    "Asked by a newspaper in May 2010 as to how his NGO was receiving crores of rupees in donations from realtors and business houses, a former CPI(M) MP from West Bengal remarked: "What is wrong with it?... Do you think only Congress and TMC men will enjoy all luxuries in society? And are we to go to Tapovan for sanyas?" He continues to be the main face of the party from haldia region.
    আপনারই দেয়া লিং থেকে!
    তাতে আপনার সমর্থিত পার্টির মহান নেতাটি বলছেন Do you think only Congress and TMC men will enjoy all luxuries in society? And are we to go to Tapovan for sanyas?"
    এরপরও আপনি ্চাইছেন যে উনি ওই টাকায় স্কুল চালিয়ে কোন অন্যায় করেছেন সেই প্রমাণ আমাকে জোগাড় করতে হবে?
    আপনার হল কি? আপনারই লিংকে ওনার নিজস্ব স্বীকারোক্তিটাই যথেষ্ট নয়? এর পরে কি মনিরুলের টিভি স্বীকারোক্তি শোনার পরও বলতে হবে --নিন, প্রমাণ করুন যে উনি তিনজনকে পায়ের তলায় ডলে মেরেছেন সেটা প্রমাণ করুন!
    আর আপনিই কথায় কথায় কিষেণজী-আবাপ- নন্দীগ্রামে মাওবাদী -ইত্যাদি নিয়ে আসেন। আপনার একবছরের পোস্ট দেখুন। তাহলে এত গোঁসা কেন?
    অবশ্যি যদি স্কুলের নামে তোলা টাকায় লাক্সারিয়াস লাইফ ( নেতাটির কথা --আপনার লিং) আপনার মতে স্কুল চালানোর সমার্থক হয় তবে আলাদা কথা।
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৪ ১৪:৩৫641637
  • "যে উনি ওই টাকায় স্কুল চালিয়ে কোন অন্যায় করেছেন"
    স্কুল চালানোটা কি খুব অপরাধ মূলক কাজ যা কিনা মণিরুলের তিন জনকে হত্যা করার সঙ্গে তুলনীয়?
    তবে স্কুলের নাম করে টাকা তুলে লাক্সুরিয়াস জীবন-যাপন করা ক্ষমার অযোগ্য কাজ। তার জন্যে আলোচনার দরকার নেই।

    অনেক আগের পোস্টিং ঘাঁটলে দেখবেন যে আমি জানিয়েছি যে লক্ষণের দামী চশমাটাকে খুব অপছ্নদ করি।

    তবে "পায়ে ডলে মারা" অবশ্যই প্রমাণ করতে হবে। আমার আপত্তি মামলাটাকে শুরু না হতে দেওয়া নিয়ে। যেমন কিনা CBI-কে নন্দীগ্রাম নিয়ে কাজই করতে দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছি।

    "তাতে আপনার সমর্থিত পার্টির মহান নেতাটি"
    এটাকে কি "পলিটিকাল চাড্ডিবাজী" আখ্যা দেওয়া যায়? কেউ কি প্রতিবাদ জানাবেন এ ব্যাপারে?
  • 7<< ;( | 59.207.248.154 | ০৩ আগস্ট ২০১৪ ১৬:৩৪641638
  • না না এই সময় ছাগলের তিন নং ছানাটি আর আসবে না.... ঘণ্টা বাজবে না
  • PT | 213.110.246.230 | ০৩ আগস্ট ২০১৪ ১৬:৪২641639
  • **কাজই করতে না দেওয়া
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ১৬:৪২641641
  • বধিরের কানের কাছে ঘণ্টা বজিয়ে কী হবে! পারিষদদের অবস্থাও তো তথৈবচ। বরং গালে হাত দিয়ে সেই তামাদি হয়ে যাওয়া একটা প্রশ্নের উত্তরের অপেক্ষা করাই ভালো।
  • Ranjan Roy | ০৩ আগস্ট ২০১৪ ২০:৫৬641642
  • পিটি,
    স্কুল চালানো যে খারাপ কাজ নয় সেটা বাচ্চাও জানে। কেন কথা ঘোরাচ্ছেন? আপনারই দেওয়া লিং এ দেখাযাচ্ছে যে তমলুকের সিপিআই এম নেতাটি নিজমুখে বলছেন খালি তিনো-কং মজা মারবে আর ওনারা তপোবনে যাবেন?
    অর্থাৎ স্কু;ল চালানোর নামে কোটি টাকা তুলে অপব্যয় করছেন সেই অভিযোগের উত্তরে ওনার জাস্টিফিকেশন! সব্বাই করে তাই, সব্বাই সব্বাই! এ'ব্যাপারে তিনো-কং-সিপিএম এ কোন ভেদ নেই--উনি বলছেন আপনারই লিং এ।
    বুঝেও না বোঝার ভান করছেন কেন?
    দেখাই যাচ্ছে রামের অনুজের চরিত্র রক্ষার জন্যে কার মাথাব্যথা!
    আর উনি যদি এনজিও খুলে ভালো কাজই করে থাকেন (আপনার মতে) তাহলে সিপিএম কিসের এনকোয়ারি করল? চার্জশীট দিল?
  • .. | 69.93.247.236 | ০৪ আগস্ট ২০১৪ ০০:০৯641643
  • উফ্‌, আবার ছাগল... আবার ছাগলের রং, গন্ধ, ঘর রকমফের বিচার বিচারপতির.... উফ্‌
    আয় ছা গলে লগ্‌ যা..
  • কল্লোল | 111.63.94.60 | ০৪ আগস্ট ২০১৪ ০৬:১১641644
  • আবারও মিথ্যা তথ্য। APDR কোনকালে তৃণমূলের সাথে হাত মেলায় নি। সিপিএমএর বিরোধীতা করা মানেই তৃণমূলের সাথে হাত মেলানো নয়। অবশ্য বুশের যুক্তিতে তাইই হয়।
    সেই হিসাবে ধরলে APDR যখন তৃণমূলের বিরোধীতা করছে তখন কি সিপিএমএর সাথে হাত মিলিয়েছে? একদমই না।
    মেলাবেন তিনি মেলাবেন। লালু-নীতিশ মিলিয়েছেন। বার্তা পরিষ্কার।
  • কল্লোল | 111.63.94.60 | ০৪ আগস্ট ২০১৪ ০৬:২০641645
  • পিটি।
    "২০ বছরে সেই কাজটা কেন করা হলো না তার জবাব দেবে কে?।।।।।।চোরের হাতে ঘর ছেড়ে রাখলে ঘর সুরক্ষিত থাকে এত নিছক কথার কথা।"
    ২০ বছর আগে জানা ছিল যে চোরের হাতে ঘর ছেড়ে রাখা হয়েছে?

    - ২০ বছর ধরে উজ্জ্বল কমরেড আজ হঠাৎই কম রেট হয়ে গেলেন এমনি এমনি।

    "এতগুলো পার্টি অফিস হাতছাড়া? আমার ছেলেবেলার স্মৃতি বিজড়িত শ্রমিক ভবন কাদের দখলে চলে গেল?"
    আমি বলি কি যাদের পার্টি অফিস বা কোন "ভবন" দখল করে রাজনীতিতে বাঁচতে হয় তাদের রাজনৈতিক জীবন খুব দীর্ঘ হওয়ার কথা নয়।

    - ভবন যারা দখল করেছে তাদের ভবিষ্যত নিয়ে মন্তব্য চাওয়া হয় নি। তাদের যারা এতোকাল মাথায় তুলে রেখেছিলো, সেই সিপিএম রাজ্য নেতৃত্বের চোখ বন্ধ করে রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
  • PT | 213.110.246.230 | ০৪ আগস্ট ২০১৪ ১৪:২৭641646
  • আর কতদিন সিপিএমের পিন্ডি চটকে সময় কাটাবেন? তারা যাওয়ার পর থেকে "ঘেউ-ঘেউ" করার মত কত ঘট্না ঘটে গেল-তা নিয়ে নৈঃশব্দ তো কানে পড়ার মত।
    সিপিএম যা যা ভুল করেছিল তার জন্য তারা গলাধাক্কা খেয়েছে। এবার নতুন কিছু আলোচনা হোক।

    তবে হিপোক্রিটের অভাব নেই। যারা একসময়ে বামপন্থার চর্চা করে ছেলেপুলেদের মাথা চিবিয়ে খেয়েছে তাদের অনেকেই এখন নৈরাজ্যবাদের চর্চা করছে, দিব্য মদ-মাংস সাঁটাচ্ছে, ব্যক্তিগত গাড়ীতে বা প্লেনে যাতায়ত করছে আর পবর বামেরা কেন পেটে আমাশা আর বুকে যক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না তার চর্চা করছে।

    "- ২০ বছর ধরে উজ্জ্বল কমরেড আজ হঠাৎই কম রেট হয়ে গেলেন এমনি এমনি।"
    back to রাজনৈতিক ন্যাকাপনা।
    মানুষ যেন খারাপ হয়ে যায় না। সুনন্দা যেন বিপ্লবী থেকে তিনোময়ী হয়ে যাননি?!! অস্ত্রধারী মাওবাদীরা যেন বামপন্থা ত্যাগ করে তিনোপন্থী হয়নি!!

    "আর উনি যদি এনজিও খুলে ভালো কাজই করে থাকেন (আপনার মতে) তাহলে সিপিএম কিসের এনকোয়ারি করল? চার্জশীট দিল?"
    NGO খোলার সময়ে কি সিপিএম জানত যে ১০/২০ বছর বাদে টাকা নয়-ছয় হবে? আর বহিষ্কার করাটা কি শাস্তির মধ্যে পড়ে না?
    কি আশ্চর্য রকমের রাজনৈতিক ন্যাকাপনা।!!
  • pinaki | 90.254.154.105 | ০৪ আগস্ট ২০১৪ ১৫:২৫641647
  • "সিপিএম যা যা ভুল করেছিল তার জন্য তারা গলাধাক্কা খেয়েছে।"

    এই মেরেছে। সিপিএম আবার কি কি ভুল করেছিল? লক্ষ্মণবাবুর দামী চশমা ছাড়া আর তো কোনো ভুলের কথা জানি না। কবি কি এখানে সিঙ্গুর নন্দীগ্রামে আরও অ্যাসার্শন দেখিয়ে যেকোনো মূল্যে কারখানা আর কেমিক্যাল হাব না করার ভুলের কথা বলতে চাইলেন?
  • ?? | 69.160.210.2 | ০৪ আগস্ট ২০১৪ ১৬:৫৪641648
  • সিপিএম যা যা ভুল করেছিল তার জন্য তারা গলাধাক্কা খেয়েছে।

    -- কি কি ভুল করেছিল, পিটি কি একটু পয়েন করে লিখবেন? সিএম কি একথা সমর্থন করছেন?
  • PT | 213.110.246.23 | ০৪ আগস্ট ২০১৪ ১৮:২০641649
  • সেটা যারা গলাধাক্কা দিয়েছে তদের দৃষ্টিকোণ থেকে দেখার ব্যাপার। আমার সঙ্গে নাও মিলতে পারে।

    কিন্তু সিপিএম নিয়ে এখনো এত উৎসাহ কেন? হীরক রাণীর টইতে ২০,০০০ টাকায় কলেজে কলেজে ভূগোলের সিট বিকোনোর খবরে একটু নজর দিলে হয় না?
  • cm | 233.182.201.67 | ০৪ আগস্ট ২০১৪ ১৮:২৭641650
  • না কারণ শুধু খবরে আমার উৎসাহ নাই ভোট কাকে দিতে হবে না বললে কোন লাভ নাই।

    যারা ঐ খবর বিলি করছেন তারা যদ্দিন না সরাসরি বলবেন সিপিএম শতগুণে ভাল ছিল তদ্দিন ঐ খবরের কোন দাম নাই। নিরপেক্ষতার মতন অর্থহীন পিঠবাঁচানো কৌশলের মানে হয় না। যাত্রায় সবাই বিবেক সাজলে খুব সমস্যা।
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০১৪ ১৯:১১641652
  • সিএম,
    কে নিরপেক্ষ? হয় তিনো নয় সিপিএম কি হতেই হবে? এর বাইরে কোন তৃতীয় অবস্থান মানে "অর্থহীন পিঠ বাঁচানো কৌশল"? আর এনজিও নিয়ে আলোচনার টইয়েও "কাকে ভোট দিতে হবে?"
    --- ভোটের বাইরে আর কিছু ভাবা যাবে না!
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০১৪ ১৯:২৬641653
  • যাকগে, পিটি বলছেন--- সিপিএম অনেক ভুল করেছিল তার মাশুল দিয়েছে। এখন তার পিন্ডি চটকানো বন্ধ করে হীরকরাণীর টইতে যেতে হবে।
    ---- বেশ, বেশ! এদ্দিন জানতাম সিপিএম কোন ভুল করেনি, দোষ করেনি, যত দোষ কিছু বুজির। নইলে বাম সরকার ১০০ বছর ক্ষমতায় থাকত, হয়তো আরও ভাল বাম সরকার হয়ে।

    ব্যাপরটা হচ্ছে এই টইয়ের নাম "এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?"
    পিটি জানালেন এইসব এনজিও-টিও শুধু প্রাক্তন মাওবাদী/ আমেরিকার পয়সা খাওয়া ধান্দাবাজদের জায়গা; এরা সরকারের ভালো ভালো কাজে ব্যাগড়াদেওয়ার লোকজন।
    আস্তে আস্তে বেরিয়ে এল সিপিএম বা বামের বড় বড় নেতারা অনেকেই এনজিও খুলেছেন। বিমান বসুর মতন বামফ্রন্টের নেতাও নিজের এনজিও চালাতে আম্রিকা গিয়ে চাঁদা তুলতেন।
    পিটি এসব জানতেন না বললেন।
    তারপর আমাকে উদ্দেশ্য করে যে লিং দিলেন তাতে দেখা যাচ্ছে সিপিএম এর এক বড়নেতা স্কুলের নাম করে কোটি টাকার অপব্যবহার নিয়ে প্রশ্নের উত্তরে জানালেন যে এসব তো কং/তিনো সবাই করে। বাম বলে কি সন্নিসি হতে হবে!
    কথা হচ্ছে-- উনি যদি টই অনুযায়ী এই সব এনজিও করে কতটুকু কাজ হয়? কী ইম্প্যাক্ট-- আদৌ কোন সাস্টেনেবল এবং রেপ্লিকেবল মডেল সম্ভব কি না? সম্ভব করতে হলে কী কী শর্ত দরকার তাহলে এই টইটি একটি গুরুত্বপূর্ণ ইন্ফরমেটিভ টই হতে পারত। সে ক্ষমতা ওনার আছে।
    দুঃখের বিষয় উনি সেদিকে না গিয়ে সেই সিপু-তিনো-বুজি লুপে ঢুকে গেলেন।
    আশা করব, এই টইটা হাল্কা রাজনৈতিক ক্যাচাল ( তুই বেড়াল না মুই বেড়াল?) থেকে বেরিয়ে মূল প্রশ্নে ফিরে আসবে।
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৪৭641654
  • একটি ভালো এনজিও'র গল্পঃ
    ---------------------------
    ঈদের দিনে ছত্তিশগড়ের বিলাসপুরে ছিলাম। নেমন্তন্ন (গত ৩০ বছর ধরে) সিপিএম বন্ধু শাকির আলির বাড়িতে। উপস্থিত বিলাসপুরের সিপিএম ইউনিটের (এবং কিষাণসভার) সেক্রেটারি নন্দকুমার, ট্রেড ইউনিয়নের সি কে খান্ডে, সাক্ষরতার এবং আম্বেদকরপন্থী কপুর বাসনিক। কথায় কথায় উঠল বিলাসপুরের ১৮ কিমি দূরে একটি পরিত্যক্ত বাড়িতে প্রায় ২০ বছর আগে তৈরি জনস্বাস্থ্য আন্দোলনের হাসপাতালের কথা।
    আজও চলছে, কলেবরে বেড়েছে। শুরু করেছিলেন দিল্লি এইমস্‌ ইত্যাদির প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে আসা কিছু ডাক্তার। নেতৃত্বে ছিলেন ডঃ সত্যমালা। সঙ্গে ছিলেন ডঃ অনিন্দ্য চ্যাটার্জি/ ডঃ মাধুরী। রাজাড়া থেকে এসেছিলেন ডঃ জানা।
    মাত্র পাঁচটাকা রেজিস্ট্রেশনে এঁরা চিকিৎসা শুরু করেন। আস্তে আস্তে অপারেশন থিয়েটার গড়ে ওঠে। এঁদের কাজের কোয়ালিটির কথা ছড়িয়ে পড়ে। ভিড় বেড়েই চলে।
    এঁরা শুধু এতেই থেমে থাকেন নি। স্থানীয় লোকদের চাকরি দিয়ে প্রিভেন্টিভ মেডিসিনের ট্রেনিং দিয়ে ৫০ কিলোমিটার দূরের অমরকন্টক এলাকার বাঘ-ভালুক পরিবেষ্টির আদিবাসী গ্রামগুলোতে সমীক্ষা চালানো, ওদের জন্যে কি ধরণের সিস্টেম দরকার, ওখানে মোবাইল সেন্টার করা এসবও চালিয়ে যাচ্ছেন।
    আমি একটু ঘ্যাম নিয়ে জানালাম -- এঁদের কথা গুরুচন্ডালিতে লেখায় জেনেছি-- একটি আমেরিকান সংস্থা এঁদের অর্থসাহায্য করছে।
    এর মধ্যে ঢুকলেন আমার পুরনো বন্ধু ডঃ সি এস রহালকর। পেশায় ক্যান্সার সার্জন। রাজনীতিতে সিপিএম,বাবা-মা যদিও আর এস এস।
    হাসিমুখে জানালেন-- উনিও ওখানে সপ্তাহে একদিন দেন। এও জানালেন ওখানে মাত্র ৮৫০০/- টাকার প্যাকেজে ওঁরা ব্রেস্ট ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা করছেন, রেডিওথেরাপি/কেমো সব। সাকসেস রেট ৭০%।

    আমি এই এনজিওর জন্যে টুপি খুললাম।
  • PT | 213.110.246.230 | ০৪ আগস্ট ২০১৪ ২৩:১২641655
  • "আশা করব, এই টইটা হাল্কা রাজনৈতিক ক্যাচাল ( তুই বেড়াল না মুই বেড়াল?) থেকে বেরিয়ে মূল প্রশ্নে ফিরে আসবে।"

    যতদিন চোখে ঠুলি লাগিয়ে শুধু সিপিএমের পিন্ডি চটকানো চলবে ততদিন সে সম্ভাবনা খুব কম।

    যে NGO-র জন্য টুপি খুললেন তারা সিঙ্গুর নন্দীগ্রামে মেধাদিদির মত ব্যাগড়া দেওয়ার জন্য উড়ে এসেছিলেন কিনা জানাবেন।
    না এসে থাকলে আমিও টুপি খুলব।
  • sm | 233.223.159.253 | ০৪ আগস্ট ২০১৪ ২৩:৩৮641656
  • যাদের টাকমাথা তারা টুপি খুলবেন না, যাদের চুলেল মাথা তারা যত খুশি টুপি খুলুন কুনো আপত্তি নাই।
  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০১৪ ১৩:২৭641657
  • ঝামেলাটা এই জন্যেই ; এইজন্যেই সিপিএম এর পিন্ডি চটকানো। আর্থাৎ কেউ যদি নিজেই নিজের আলোচাল-কলা-তিল দিয়ে সাজিয়ে দেয়? যেমন আমার নাম RR নিয়ে এমন লিং দেওয়া যাতে সিপিএম নেতা স্কুলের নামে কোটি টাকায় মোচ্ছবের জাস্টিফিকেস্শন দিচ্ছেন?

    এখানেও তাই। বললাম বিলাসপুরের এনজিওর কতা; তাতে সিপুএম ডাকতার বন্ধু আছেন জানালাম, যাতে টই বিপথগামী না হয়।
    কিন্তু এও যথেষ্ট নয়। আমাকে সার্টিফিকেট দিতে হবে বিলাসপুরের ওই মেডিক্যাল এনজিও টি সিঙ্গুর-নন্দীগ্রাম গিয়েছিল কি না!
    সইত্য সেলুকাস!
    না পিটি! নিশ্চিন্ত থাকুন। এই টইয়ে আপনি অপ্রাসংগিক ভাবে যতবার সিপিএম এর পিন্ডদানের সামগ্রী নিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন, আমি আর অগ্রদানী বামুন হব না।-- নমস্কার!
  • PT | 213.110.246.230 | ০৫ আগস্ট ২০১৪ ১৪:২১641658
  • "সিপিএম নেতা স্কুলের নামে কোটি টাকায় মোচ্ছবের জাস্টিফিকেস্শন দিচ্ছেন"
    কে দিচ্ছেন? আর কোন লিং দিয়ে বলা হয়েছে যে এটা জাস্টিফিকেশন?

    "আমাকে সার্টিফিকেট দিতে হবে বিলাসপুরের ওই মেডিক্যাল এনজিও টি সিঙ্গুর-নন্দীগ্রাম গিয়েছিল কি না!"
    সত্যি কথাটা বলুন না-এনারা মেধা দিদির মত সিঙ্গুর নন্দীগ্রামের সব্বোনাশ করতে এসেছিলেন কিনা?
  • cm | 127.247.113.157 | ০৫ আগস্ট ২০১৪ ১৮:০৫641659
  • " হয় তিনো নয় সিপিএম কি হতেই হবে? "

    উল্টো দিক থেকেও দেখা যায় যেমন হয় তিনো নয় সিপিএমের বিরোধিতা করতেই হবে? এই ভাবে দেখলে নিরপেক্ষতা মার খাচ্ছে। অবশ্য ঘেউ ঘেউ স্বেচ্ছায় করার জিনিস, তিনোদের বিরুদ্ধে মিউ মিউ কল্লেও হবে।
  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০১৪ ১৯:৪৯641660
  • পিটি,
    কতবার একই কথা পোস্ট করব?
    আপনার ৩১ জুলাইয়ের লিং থেকেঃ
    "Asked by a newspaper in May 2010 as to how his NGO was receiving crores of rupees in donations from realtors and business houses, a former CPI(M) MP from West Bengal remarked: "What is wrong with it?... Do you think only Congress and TMC men will enjoy all luxuries in society? And are we to go to Tapovan for sanyas?" He continues to be the main face of the party from haldia region.
    আপনারই দেয়া লিং থেকে!
    তাতে আপনার সমর্থিত পার্টির মহান নেতাটি বলছেন Do you think only Congress and TMC men will enjoy all luxuries in society? And are we to go to Tapovan for sanyas?"
    হিন্দুস্থান টাইমসের ওই লিং তো আপনি দিয়েছেন। না পড়েই দিলেন?
    আর সিপিএম এর ওই এমপির প্রেসকে এই বক্তব্যের অন্য কী মানে হয়?
    আপনি খুব সহজে বারবার অন্যদের সম্বন্ধে ন্যাকামি শব্দটি বলে থাকেন। এবার নিজের চেহারাটা দেখলে হয় না?
  • PT | 213.110.246.22 | ০৫ আগস্ট ২০১৪ ২২:০০641661
  • ঐ বক্তব্যটি কাগজে ছাপানো কথা। সেটা যে আমি সমর্থন করছি সেটা আপনি কেমন করে সিদ্ধান্ত নিলেন?

    তবে এটা তো সত্যিই যে "যারা একসময়ে বামপন্থার চর্চা করে ছেলেপুলেদের মাথা চিবিয়ে খেয়েছে তাদের অনেকেই এখন নৈরাজ্যবাদের চর্চা করছে, দিব্য মদ-মাংস সাঁটাচ্ছে, ব্যক্তিগত গাড়ীতে বা প্লেনে যাতায়ত করছে আর পবর বামেরা কেন পেটে আমাশা আর বুকে যক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না তার চর্চা করছে।"

    তার মানে এই নয় যে লক্ষণের বক্তব্যকে সমর্থন করলাম।

    "তাতে আপনার সমর্থিত পার্টির মহান নেতাটি বলছেন ...
    পুনরায় পলিটিকাল চাড্ডিবাজী?

    আর ক্রমাগত সিপিএম আর পিটির পিন্ডি না চটকে একটু অন্য কিছু নিয়ে ঘেউ ঘেউ করলে হয় না?

    যেমন ধরুণ সত্তোরোর্ধ জারিনা বিবি মণিরুলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন..... মানে আপনার স্বপ্নের পরিবর্তনের জমানায় এই বৃদ্ধার অবস্থা নিয়ে আলোচনা না করে লক্ষণ আকঁড়ে পড়ে থাকাটা শুধু রাজনৈতিক ন্যাকামো নয় ভ্ন্ডামির পর্যায়েও পড়ে।
  • sm | 233.223.159.253 | ০৫ আগস্ট ২০১৪ ২২:১৭641663
  • কি পাগল দের পাল্লায় পড়লাম রে ভাই! কেউ নিরন্তর টুপি খুলছে, কেউ পিন্ডি চটকাচ্ছে , কেউ ঘেউ ঘেউ করছে, কেউ ছেলেপুলেদের মাথা চিবিয়ে খাচ্ছে আবার কেউ বুকে যক্ষা, পেটে আমাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
    কোথাও কি দু দন্ড শান্তি পাব না । হায়রে বনলতা সেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন