এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৫ জুলাই ২০১৪ ১১:৫৬641531
  • রিজওয়ানুর-কে পুলিশ মাইরা ফ্যালসে হেডা প্রমাণ হয় নাই। একদম হক কথা।
    কিন্তু তক্কোটা চলছিল মূলত, ঐ কেসে পুলিশের ভূমিকা নিয়া। পুলিশের ভূমিকা বিতর্কিত কিনা। ক্ষমতার কাছাকাছি থাকার সুযোগ টোডিবাবু পাইসেন কিনা তাই নিয়া।
  • :) | 69.160.210.2 | ২৫ জুলাই ২০১৪ ১২:১৩641532
  • এসব উইকি থেকে তো? উইকি কে আপডেট করেছে? সেটা ট্র্যাক করে তার ব্যাকগ্রাউন্ড চেক করুন। রাবেল রাউজারের কোনো চামচাই হবে। পিটি কি বলেন?

    তো, এবার একটা ছোটো পোস্টে ঘটনাটার আপনার দিক থেকে ব্যাখ্যা টা লিখে দিন না। রিজয়ানুর কেন আত্মহত্যা করল? পুলিশ প্রশাসন কতখানি নির্দোষ। আসলে কি কি হয়েছিল। আপনি যা জানেন বা যা বিশ্বাস করেন।

    পরের ঘটনা সবাই জানে, মমতা আর তার চামচেরা শহর উত্তাল করে পোতিবাদ করে সংখ্যালঘু ভোট সব খেয়ে নিল। সে নিয়ে কোনো দ্বিমত নেই। সেজন্যে রিজওয়ানুরের ভাইকে চাকরি করে দিল। একদম। শুধু আসলে কি ঘটেছিল আর সেই ঘটনায় তৎকালীন পুলিশ ও প্রশাসন কতখানি অপাপবিদ্ধ সেটুকু লিখে দিন, অবশ্যই আপনার মতটুকু।
  • PT | 213.110.243.21 | ২৫ জুলাই ২০১৪ ১২:৪২641533
  • "কিন্তু তক্কোটা চলছিল মূলত, ঐ কেসে পুলিশের ভূমিকা নিয়া।"
    একদম ঠিক।
    কিন্তু এই সুবাদে রুকবানুর চাকরী পায় কেন আর MLA-এই বা হয় কেন?

    "শুধু আসলে কি ঘটেছিল আর সেই ঘটনায় তৎকালীন পুলিশ ও প্রশাসন কতখানি অপাপবিদ্ধ সেটুকু লিখে দিন, অবশ্যই আপনার মতটুকু।"
    লিখেছি আগে (Date:25 Jul 2014 -- 10:25 AM)।
  • lcm | 118.91.116.131 | ২৫ জুলাই ২০১৪ ১২:৪৯641534
  • রিজওয়ানুর কেস চিইপ্যা নিংরাইয়া যতখানি সুবিধা নেওয়া যায় তিনোমুল নিয়া নিসে। আখের রসের মেশিনের ন্যায়।
    কিন্তু তাতেও পুলিশের ভূমিকা নিয়া একডা প্রশ্ন থাইক্যাই যায়।
  • PT | 213.110.243.21 | ২৫ জুলাই ২০১৪ ১৩:৪৭641535
  • একমত।
    কেসটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে নির্ভয়া কেসের মত "জাস্টিস" চাইলে হয়্ত এতদিনে প্রকৃত সত্য উদ্ঘাটিত হত।
    রিজানুরের মা শান্তি পেতেন।
  • cm | 127.247.115.49 | ২৫ জুলাই ২০১৪ ১৩:৫০641536
  • আশা রাখব বুদ্ধিজীবীরা পুলিশের ভূমিকা নিয়ে একই উদ্যমে প্রশ্ন রেখে যাবেন।
  • sm | 122.79.38.205 | ২৫ জুলাই ২০১৪ ১৪:৪৭641537
  • দেখুন বিরোধী দল নিশ্চয় রাজনীতি ও বিরোধিতা দুটি একসঙ্গে করবে।এতে কোনো খারাপ কিছু তো নেই?কথা হচ্ছে জনগনের এক অংশ সক্রিয়ভাবে ও বৃহত অংশ মরালী এটাকে সাপোর্ট করেছিল। উপরিউক্ত বেশ কয়েকটা পোস্ট দিকনির্দেশ করে পুলিশ রিজবানুর কে চাপে রেখেছিল। আমার মনে হয় এতে কোনো স্ববিরোধ নেই।
    পিটির মূল আপত্তির বিষয়, মমতা রিজ্বানুরের ভাই কে চাকরি দিয়েছিল কেন?
    এটাতেও খুব একটা অন্যায় দেখি না। কোনো পরিবারের, উপার্জনকারী ব্যক্তি চলে গেলে, সেই পরিবারের কাউকে চাকরি দেওয়া টা সহমর্মিতার পরিচয়।
    তা, বামফ্রন্ট, ক্ষমতায় থাকলেও, তাকে চাকরি দেয় নি কেন?
    এখনো মমতার আমলে অনুরূপ ঘটনায়, সি পি এম তথা বামদল গুলি ভিকটিমের পরিবারের কোনো সদস্য কে চাকরি দিলে আপত্তির কোন কারণ আছে বলে মনে করি না।
    বাকি রইলো এম এল এ করার কথা, সেতো তিনোমুল জিতেছে বলে হতে পেরেছে। না জিতলে তো হতে পারত না।
    সি পি এম, এখন, কাম্দুনি বা পারুই কান্ডে যারা ভিকটিম তাদের পরিবার এর সদস্য দের চাকরির বন্দ্যবস্ত বা রাজি থাকলে এম এল এ করুক না।কুন আপত্তি নাই।
  • :) | 69.160.210.2 | ২৫ জুলাই ২০১৪ ১৫:০২641538
  • সে সুযোগই দিচ্ছে না, তিনোমুল নিজেরাই চাকরি দিয়ে দিচ্ছে।

    পাইয়ে দেওয়ার রাজনীতি মমতা চিরদিনই করে এসেছেন, আজও করেন। সমস্যা হল বৃহত্তর জনগণ এই পাইয়ে দেওয়ার রাজনীতিকেও সাপোর্ট করে গেছে। কারন ও সহজবোধ্য, এই পাইয়ে দেওয়ার রাজনীতিও আজ হঠাত মমতার মস্তিষ্কে বা পব-র ভাগ্যাকাশে উদিত হয় নি। সিপিএম যে সিলেক্টেড লোকেদের পাইয়ে দিতে গিয়ে যে অন্য লোকেদের কড়কানি দিচ্ছিল, সেই অন্যেরা ও পেতে চেয়ে আজ বোর্ড উল্টে নিয়েছে। মাঝের বিপুল সংখ্যক পাওয়া না পাওয়ার খেলায় না থাকা জনতা - এরা পেলেই বা কি ওরা পেলেই বা কি ভেবে, বোর্ড উল্টে ভালো কিছু হয় কিনা দেখতে চেয়ে মমতাকে সুযোগ দিয়েছে।
  • PT | 213.110.243.21 | ২৫ জুলাই ২০১৪ ২০:১১641539
  • "পিটির মূল আপত্তির বিষয়, মমতা রিজ্বানুরের ভাই কে চাকরি দিয়েছিল কেন?"
    না পিটির মূল আপত্তির বিষয় হল যে রিজানূরের মৃত্যুকে ব্যবহার করা হয়েছিল মুসলমান ভোট এককাট্টা করার জন্য। রিজানুরের মাকে "ইনসাফ" পাইয়ে দেওয়াটা উদ্দেশ্য ছিল না কিংবা দোষেদের শাস্তি পাইয়ে দেওয়াটাও বিন্দুমাত্র উদ্দেশ্য ছিল না।
  • SC | 160.212.31.171 | ২৫ জুলাই ২০১৪ ২২:০৪641541
  • কারা এই দোষী যারা শাস্তি পাবে? কিসের ইনসাফ?
    কে একটা আত্মহত্যা করেছে, এতে অন্যলোক দোষী কেন হতে হতে যাবে?
    এই দোষী বলতে আপনি কাদের দিকে ইঙ্গিত করছেন পি টি দা? মানে সম্ভাব্য দোষী?
  • sm | 122.79.36.38 | ২৫ জুলাই ২০১৪ ২২:১৮641542
  • আরে ,আপনার মতে তো কেউ দোষী নয় ।কারণ তেমন প্রমান পাওয়া যায় নি।
    সুতরাং দোষীদের শাস্তির প্রশ্ন আসছে কোথায়?
    মমতা তার মতন রাজনীতি করেছেন। মুসলমান জনতা যদি একাত্ব বোধ করে, সেটা তো তার রাজনৈতিক বুদ্ধির পরিচয়।
    গোলপোস্ট ফাঁকা থাকলে কি কেউ বাইরে বল ঠেলবে?
  • sm | 122.79.36.38 | ২৫ জুলাই ২০১৪ ২২:১৮641543
  • আরে ,আপনার মতে তো কেউ দোষী নয় ।কারণ তেমন প্রমান পাওয়া যায় নি।
    সুতরাং দোষীদের শাস্তির প্রশ্ন আসছে কোথায়?
    মমতা তার মতন রাজনীতি করেছেন। মুসলমান জনতা যদি একাত্ব বোধ করে, সেটা তো তার রাজনৈতিক বুদ্ধির পরিচয়।
    গোলপোস্ট ফাঁকা থাকলে কি কেউ বাইরে বল ঠেলবে?
  • PT | 213.110.243.21 | ২৫ জুলাই ২০১৪ ২২:৪৭641544
  • ব্যাস গপ্প শেষ!
  • Ishan | 202.43.65.245 | ২৫ জুলাই ২০১৪ ২৩:৩৫641545
  • পিটি কিন্তু হেবি কথা বলেন। কীরকম শুনতে লাগল বলুন তো? যেন মোদিজি বলছেন, আমার মূল আপত্তি হল, বাবরি মসজিদ ভেঙে ফেলাকে বাম মুলায়ম ইত্যাদিরা ব্যহার করেছিল মুসলমান ভোট এককাট্টা করার জন্য। বাবরি মসজিদ পুনর্নির্মান করাটা উদ্দেশ্য ছিলনা, আসল উদ্দেশ্য ছিল সংখ্যালঘু ভোট ব্যাংক সংহত করা। সব ব্যাটা মিথ্যাচারী শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে।

    এর অস্যার্থ হল, মন্দির ভেঙেছি বেশ করেছি, কিন্তু তোরা ব্যাটা সে নিয়ে হৈচৈ করলি কেন? ব্যাটা মিথ্যাচারী পামরের দল।

    পিটির কথাও ওইরকমই। পুলিশ রিজওয়ানুরকে লালবাজারে ডেকেছে তো ডেকেছে। চাপ দিয়েছে তো দিয়েছে। সে ব্যাটা মরেছে তো মরেছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসত। কিংবা তদন্ত হতই না, তাহলে তো আরও বিন্দাস, কিছুই বেরোতো না। কিন্তু তোরা ব্যাটা সে নিয়ে হৈচোই কেন করবি? কেনই বা বিরোধীরা এটাকে ভোটের কাজে লাগাবে? সব ব্যাটা মিথ্যাচারী। খালি ভোটের রাজনীতি।
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুলাই ২০১৪ ০০:০৫641546
  • আর এসসির প্রশ্নটা আমারও। তদন্তই হয়নি, কে দোষী জানাই যায়নি, দোষীরা শাস্তি পাক বলার মানে কি? এ তো গোয়েবলসীয় কথাবার্তা। :-)
  • :) | 127.194.204.212 | ২৬ জুলাই ২০১৪ ০০:২৬641547
  • হ্যাঁ, ইন জেনেরাল এটাই আপত্তি। সিপিএম যা যা করত তিনোমুল ও তাই তাই করছে। বরং বেশি বেশিই করছে। তবে "পরিবর্তন" বলে পার্ট নিলি কেন? আমাদের গদি উল্টোলি ক্যানো? মানুষকে ভুল বোঝালি কেনো? ভোটে জিতলি কেন?
  • cm | 127.247.112.26 | ২৬ জুলাই ২০১৪ ০০:৩৮641548
  • ∃ ∀ ব্যবহার করুন ভুল বোঝাবুঝি কমবে।
  • সিকি | ২৬ জুলাই ২০১৪ ০০:৪০641549
  • সেইখান থেকেই তো সেই প্রশ্নটা ছিল। কিন্তু হায়, কালের স্রোতে সে প্রশ্নও ভেসে গ্যালো। পড়ে রইল ল্যম্পপোস্ট।
  • Ishan | 202.43.65.245 | ২৬ জুলাই ২০১৪ ০১:০৭641550
  • আপত্তিটা এখানে হলে তো সেটা রাজনৈতিক বালখিল্যতার পরিচায়ক। বিরোধীরা সরকারের অপদার্থতা, অকাজ-কুকাজের সুযোগ নেবেই। তার জন্য তারা মিথ্যাচারী হয়ে যায়না।

    একই ভাবে মমতা খুবই খারাপ কাজ করলে সিপিএম তার সুযোগ নিকনা। অসুবিধে কি? না নিতে পারলে তাদের কোনো সাধুবাদই প্রাপ্য নয়, বরং প্যাঁক প্রাপ্য। আবাপ তো মমতার পিছনে পড়েছে, কাজেই কেউ কিছু বলছেনা বলেও লাভ নেই।
  • barta | 146.165.191.9 | ২৬ জুলাই ২০১৪ ০২:৩৬641552
  • আমি আগন্তুক, আমি বার্তা দিলাম
    কঠিন অন্ক এক কষতে দিলামঃ
    কন্ভার্ট দ্য ফলোয়িং ইন্টু বাইনারী--
    এক্স-নক্সাল + বুজী + এন্জিও- সিপিএম
    ইকুআল টু

    মিথ্যাচারীইইইই।
  • PT | 213.110.243.21 | ২৬ জুলাই ২০১৪ ০৭:২৮641553
  • "মন্দির ভেঙেছি বেশ করেছি, কিন্তু তোরা ব্যাটা সে নিয়ে হৈচৈ করলি কেন?"

    এখন বোঝা যাচ্ছে অনুব্রত, মণিরুল, তাপস পাল কাদের দেওয়া প্রত্যক্ষ বা পরোক্ষ অক্সিজেন নিয়ে দিব্য বেঁচে আছে?
  • Ishan | 183.17.193.253 | ২৬ জুলাই ২০১৪ ০৮:১৯641554
  • হ্যাঁ, এ তো খুব সহজ।
    রিজওয়ানুরকে নিয়ে গোটা কলকাতা উত্তাল, কিন্তু কিছু লোক বলে গেছেন, আসলে কিছুই হয়নি, বাম আমলের প্রশাসন হল ধোওয়া তুলসিপাতা। আন্দোলন টন সব গোয়েবলসীয় মিথ্যাচার। লোকে এই উদ্ভট যুক্তি শুনে বিরক্ত হয়ে অনুব্রত ইত্যাদির ভোট দিয়েছে। অনুব্রতদের অক্সিজেনটা জুগিয়েছেন এই পিটির মতো প্রচারকরা, যাঁরা এই উদ্ভট অদ্ভুতুড়ে অবিশ্বস্য কথাগুলো বলেছেন। তাঁদের এতদিনেও চৈতন্য হয়নি, এখনও উদ্ভট কথা বলেই চলেছেন, এবং অনুব্রত মনিরুল, তাপস পালদের অক্সিজেন জুগিয়ে চলেছেন।

    বাম জমানায় এই ধরণের অক্সিজেনের জোগানদার ব্যক্তিদের একটা সোজা নাম ছিল, তরমুজ। :-)
  • PT | 213.110.243.21 | ২৬ জুলাই ২০১৪ ০৮:৪২641555
  • "এই পিটির মতো প্রচারকরা, যাঁরা এই উদ্ভট অদ্ভুতুড়ে অবিশ্বস্য কথাগুলো বলেছেন"

    এবার ঈশানের মত বুদ্ধিমানেরা মোদী আর মমতাকে কুযুক্তির জোগান দিচ্ছেন।
  • Ishan | 183.17.193.253 | ২৬ জুলাই ২০১৪ ০৮:৪৯641556
  • দেখুন মমতা এসেছেন বুদ্ধ সরকারের অপদার্থতার জন্য, আর মোদী এসেছেন মনমোহনের অপদার্থতার কারণে। মোটা দাগে। জনগণকে ছাগল মনে করার স্পর্ধা না দেখালে, যেকোনো পক্ষের লোকেরই এটা স্বীকার করে নেওয়া মঙ্গল।

    এই দুই পরিবর্তনের পিছনে বুজি সিয়া অ্যালিয়েন ইত্যাদি আপনি নিশ্চয়ই খুঁজে বার করতে পারেন। শুনে ছাগল জনগণ মুখ টিপে হাসবে, আর কিছু না।
  • cm | 127.247.114.250 | ২৬ জুলাই ২০১৪ ০৮:৫৮641557
  • সত্যি, ইদানীং উত্তাল হওয়ার মতন তেমন কিছু ঘটছেও না। বেশ এক হাত আন্দোলন করব তার ও যো নাই, কি সোনার দিনই এলো!
  • Ishan | 183.17.193.253 | ২৬ জুলাই ২০১৪ ০৯:০১641558
  • না না ঘটছে তো। কিন্তু সিপিএম উত্তাল আন্দোলন করতে পারছেনা। হাড়ে ঘুন ধরে গেছে। সেজন্য তাদের প্যাঁক।
  • lcm | 118.91.116.131 | ২৬ জুলাই ২০১৪ ০৯:০৯641559
  • দাঁড়াও, ওরকম বললেই এক হাত আন্দোলন হয় নাকি। আগে সিবিআই তদন্তের রেজাল্ট আসুক। তার ফলাফল দেখে ঠিক করা যাবে ...
  • Ishan | 183.17.193.253 | ২৬ জুলাই ২০১৪ ০৯:১৪641560
  • ওহো তাও তো বটে। সিপিএম সিবিআই এর জন্য অপেক্ষা করছে। রিপোর্ট এলে আন্দোলন হবে।
  • cm | 127.247.115.13 | ২৬ জুলাই ২০১৪ ০৯:৩৫641561
  • ও হরি এতক্ষণ ছিপিএমের আন্দোলন নে কতা হচ্ছিল বুঝি? আমি ভাবলাম বিবেকবান জ্বলন্তপাবকতুল্য বুজিদের নিয়েই এত মাথাব্যথা। তা তারাও কি সিবিআই রিপোর্ট হাতে আন্দোলন করেন? নাকি তারা সময় সময় আন্দোলন করেন? তবে কি, তবে কি আপনারা বলছেন, পিটিদাই .....
  • Ishan | 183.17.193.253 | ২৬ জুলাই ২০১৪ ০৯:৪৬641563
  • ওহো শুধু সিবিআই না ওঁয়ারা বুজিদের জন্যও অপেক্ষা করছেন। কে কবে ওঁয়াদের হয়ে সব করে দেবে আর ওঁয়ারা আবার ড্যাং ড্যাং করে ২৩৫ হবেন। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন