এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ১৪:০২641398
  • আমাকে "ইগনোর" করার কথা ছিল না? আজকাল কেউই দেখি কথা রাখে না।
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৪:০২641397
  • শুধু ভোট আর ভোট? মনুষ্যত্ব, বিবেক, মন, এসব নাই দুনিয়ায়? ও পিটিবাবু, সব কিছুই শুধু ভোটের দাঁড়িপাল্লায় মাপেন?
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৪:০৩641399
  • না না, কথা ঘোরালে চলবে না।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ১৪:০৯641401
  • "শুধু ভোট আর ভোট? মনুষ্যত্ব, বিবেক, মন, এসব নাই দুনিয়ায়? ও পিটিবাবু, সব কিছুই শুধু ভোটের দাঁড়িপাল্লায় মাপেন?"

    আপনি খামোকা আমার বক্তব্যটাকে বিকৃত করছেন কেন?
    আমি রিজানুরকে মাপছি না-তার সম্পর্ককেও না। মাপছি যারা রিজানুরকে ব্যবহার করেছিল তাদের।
    এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না, না চাইছেন না?

    আগে ল্খেছি একবার। আপনার জন্যে তুলে দিলামঃ
    "এইসব না করে যদি সেই সময় প্রকৃত "আইনের শাসন" দাবী করলে হয়্ত এতদিনে প্রকৃত দোষীদের শাস্তি হয়ে যেত। যেমন হয়েছে সুচপুর কান্ডে।"
  • সিকি | 135.19.34.86 | ১৭ জুলাই ২০১৪ ১৪:০৯641400
  • যাক, তবু মাঝেমধ্যে একটু অন্য আওয়াজ বেরোচ্ছে। :)

    থিসিসের অপেক্ষায় কিন্তু গালে দাড়ি গজিয়ে গেল।
  • তাপস | 122.79.39.121 | ১৭ জুলাই ২০১৪ ১৪:১১641402
  • একটি সাধারণ প্রশ্ন । বিচারে যাদের শাস্তি হয়, তারাই 'প্রকৃত দোষী'? যারা ছাড়া পায়, তারা সবাই নির্দোষ? যেমনটা হয়েই থাকে? এমনটা হয়ে থাকে?
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৪:১৫641403
  • কে কাকে ব্যবহার ট্যবহার পরে হবে।
    রিজুয়ানুরের মৃত্যু হয়েছে সেটা সত্য। ১০০% সত্য। সেই মৃত্যু অস্বাভাবিক। তার কোনো মরনাপন্ন রোগ হয় নি।
    তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং এখন সেটাকে "আত্মহত্যা"র তকমা লাগানোর কাজ সম্পন্ন।
    এই অবধি এগ্রি করেন তো? নাকি তাও করেন না? এখানে কারোকে ভোট দেবার গল্প নেই।
    একটা যুবক ছেলেকে ত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল - এইটুকু মানেন?
    যদি মানেন তবে পরের স্টেপে আসছি।
  • PT | 213.110.246.230 | ১৭ জুলাই ২০১৪ ১৫:২৪641404
  • "এবং এখন সেটাকে "আত্মহত্যা"র তকমা লাগানোর কাজ সম্পন্ন"
    এই সিদ্ধান্তটা কার? আপনার নিজস্ব? তাহলে আমার কিছু বলার নেই।

    কেননা আমার হতে শুধু এই তথ্যটুকুই আছেঃ
    The Supreme Court on Tuesday accepted the CBI findings in the Rizwanur Rahman case – that it was not murder, but a case of suicide.
    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4928798

    সুতরাং আমার মতে এখানে "তকমা" জাতীয় কোন ব্যাপার নেই। নাকি আপনি এমন কিছু জানেন যা আমরা জানিনা?
    আরো একটু খোলসা করে জানাবেন যে কোন এজেন্সির বক্তব্য আপনার কাছে গ্রহণযোগ্য হবে।
  • সে | 203.108.233.65 | ১৭ জুলাই ২০১৪ ১৫:২৭641405
  • নাঃ পিটিবাবু আমি পরাজিত। সব তাস আপনার।
  • cm | 127.247.112.38 | ১৭ জুলাই ২০১৪ ১৬:০২641408
  • যা বুঝলাম,
    ১) দুটোর একটা করতে হবে ব্রাত্য, অর্পিতাকে প্রশ্ন করা বা টং টং।
    ২) প্রথমটা করা শক্ত।
  • PT | 213.110.243.21 | ১৭ জুলাই ২০১৪ ১৬:০৪641409
  • আমি কোন তাসের খেলায় জেতার জন্য এসব কিছু লিখিনি।

    আপনি যদি মনে করেন এটি হত্যা তাহলে তার পক্ষে আপনাকে কিছু তথ্য দিতে হবে বৈকি। ধরুন cbi যদি বলত যে এটা মৃত্যু তাহলে আপনি কি "তকমা" শব্দটি ব্যবহার করতেন?

    এককথায়, ২০০৭-থেকেই আপনার কি কোন পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত আছে যে এটা মৃত্যুই, আত্মহত্যা নয়?
  • cm | 127.247.112.38 | ১৭ জুলাই ২০১৪ ১৬:০৫641410
  • কি নিয়ে তক্কো হচ্ছে? একটি ছেলের দুঃখজনক মৃত্যু এবং তার রাজনৈতিক ব্যবহার নিয়ে।

    সৌরভ চৌধুরির মৃত্যুর পরে তা নিয়ে যা হচ্ছে তা আমরা দেখছিনা? ধক থাকলে মল্লিকবাবুর নিন্দা করুন।
  • PT | 213.110.243.21 | ১৭ জুলাই ২০১৪ ১৬:০৬641411
  • *এটা মৃত্যুর* জায়গায় *এটা হত্যা*
  • j | 230.227.106.153 | ১৭ জুলাই ২০১৪ ১৬:৩২641412
  • শুধু সৌরভ চৌধুরী কেন , তাপস পাল কান্ডের পর যারা অ্যাদ্দিন বারেবারে কপচাতেন তিনোমুলের লেকচারই নিম্নবর্গের ভাষা আর তথাকথিত বামপন্থী ভাষণ মানেই এলিট.... আছে কোন নতুন ফেরেশ তত্ত্ব নাকি যা প্রমাণ করে দেবে তাপস পালই পোকিতো জনপ্রতিনিধি ?
  • j | 230.227.106.153 | ১৭ জুলাই ২০১৪ ১৬:৩৮641413
  • * তাপস পাল কান্ডের পর জানতে ইচ্ছে করে
  • ভোলা | 132.248.161.141 | ১৭ জুলাই ২০১৪ ১৬:৪০641414
  • ওসব জীব্রান-টীব্রান পড়ে মানতে হলে তো পয়সাই কামাতে হয় না, জীবন ধারণের জন্য কষ্ট করতে হয় না- পেটের জন্য হোসিয়ারি ধান্দা করতে হয় না। সাধারণ মানুষ নিজের পুত্র কন্যা নিয়ে থাকি, তাদের সুখ দুঃখই নিয়ে ভাবি।
  • sm | 122.79.39.126 | ১৭ জুলাই ২০১৪ ১৬:৫৩641415
  • এতক্ষণ তো বেশ প্রভাবশালী মানুষ ছিলেন আর পুত্র কন্যার ভালোর জন্য পুলিশে প্রভাব খাটাচ্ছিলেন । এখন আবার সাধারণ মানুষের খোলস পরে নিলেন।
    এখন যাই কনে, দাদা।
  • সিকি | 135.19.34.86 | ১৭ জুলাই ২০১৪ ১৭:০৭641416
  • ইনিও কি প্লেসহোল্ডার?
  • dc | 132.174.19.120 | ১৭ জুলাই ২০১৪ ১৭:৫৩641417
  • একটা অসহ্য সিনেমা দেখছিলাম, DDLJ। সিনেমাটার মরাল স্টোরি হলো কোন মেয়েকে বিয়ে করতে হলে তার বাপের সম্মতি নিয়ে বিয়ে করতে হবে, নাহলে সেটা বিয়েই না। পুরো জ্বলে গেছিল। ভোলার পোস্ট্গুলো পড়ে আবার সিনেমাটার কথা মনে পড়লো।
  • সিকি | ১৭ জুলাই ২০১৪ ১৯:৪৬641419
  • জ্বালাবেন না। ভোলা যদ্দূর মনে হচ্ছে প্লেসহোল্ডার। জাস্ট আনতাবড়ি কেস স্টাডি প্রেজেন্ট করে খিল্লি নিচ্ছেন।
  • PM | 233.223.155.212 | ১৭ জুলাই ২০১৪ ২০:১৯641420
  • 16 Jul 2014 -- 10:09 PM পোস্টটা আমার। PT সম্পর্কে লিখতে গিয়ে নামও PT লিখে ফেলেছিলাম। PT বাবু মার্জনা
  • Ishan | 202.43.65.245 | ১৭ জুলাই ২০১৪ ২১:০১641421
  • কিন্তু রিজওয়ানুরের ঘটনায় গোয়েবলসীয় "মিথ্যাচার" কোথায় হয়েছিল? পিটিকে অনুরোধ করছি, মিথ্যাচারের ব্যাপারটা প্রাঞ্জল করতে।
  • PT | 213.110.243.21 | ১৭ জুলাই ২০১৪ ২২:১০641422
  • আরে মার্জনা চাওয়ার কি আছে?
    আমি কারো চিন্তনে আছি কিংবা আঙুলের ডগায় ঝুলে আছি ভাবতেই শিহরিত হচ্ছি।
  • Ishan | 214.54.36.245 | ১৭ জুলাই ২০১৪ ২৩:০০641423
  • কিন্তু মিথ্যাচার, যা কিনা একেবারে গোয়েবলসীয় মাত্রায়, সে কোথায় হল? পিটি উত্তর দেন না কেন?
  • PT | 213.110.243.21 | ১৭ জুলাই ২০১৪ ২৩:০৭641424
  • এখন বিক্রম সিং খাঙ্গুরার গলায় "যমুনাকে তীর" শুনছি আর ভাবছি, যে সব জেনে শুনেও না বোঝার ভান করে তাকে বোঝাই কি করে!!
  • Ishan | 214.54.36.245 | ১৭ জুলাই ২০১৪ ২৩:১৫641425
  • রিজওয়ানুর প্রিয়াঙ্কা কে বিয়ে করেছিন, সত্যি।
    অশোক টোডির সেটা পছন্দ হয়নি, সত্যি।
    পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন, সত্যি।
    পুলিশ কর্তাদের আচরণ অত্যন্ত নিন্দনীয়, সত্যি।
    পুলিশ ছিল বুদ্ধবাবুর সরকারের, সত্যি।
    সে নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে, সত্যি।
    বিরোধীরা সেই বিক্ষোভকে কাজে লাগিয়েছে, সত্যি।

    এর মধ্যে দুরবীন দিয়ে খুঁজেও কোনো মিথ্যাচার দেখলাম না। আপনি কোথায় দেখছেন, জিজ্ঞাসা করে শুনলাম, "না বোঝার ভান" করছি। এই "না বোঝার ভান" কথাটা সত্যি নয়, এইটা বলতে পারি।
  • SC | 160.212.31.242 | ১৮ জুলাই ২০১৪ ০২:১২641426
  • j , আমাকে যদি জিগিয়ে থাকেন, তাহলে বলে দি, তাপস পালের ভাষা নয়, তার বক্তব্যের কন্টেন্ট টা আপত্তিজনক।
    একটা ভায়োলেন্স কে উস্কে দেওয়ার ব্যাপার আছে, এবং রেপ কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের ব্যাপার আছে। এর জন্য তাপস পালের জেলে যাওয়া উচিত। এর সাথে ভাষা-সঙ্গস্কৃতির কোনো যোগ নেই। তাপস পাল তো একটা ক্রিমিনাল।
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ০৭:৪৬641427
  • "পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন, সত্যি।

    She also denied being 'under constant pressure' from the police, a charge being investigated by the CBI.

    কে মিথ্যে বলছে?
    আর এই অতি প্রয়োজনীয় ঘটনাটা তদন্তে প্রমাণিত হওয়ার আগেই অন্যান্য তত্বের প্রচার, বিক্ষোভ ও সিদ্ধান্তে পৌঁছনো শুরু হয়ে গিয়েছে গোয়েবেলের ধাঁচে!!

    ....Priyanka Todi has regretted involvement of her brother-in-law Ruqbanur and his friend Pappu in their conjugal life.

    কি আশ্চর্য!! সত্যির তালিকাতে রুকবানুরের নামোল্লেখ পর্যন্ত নেই। যেন প্রিয়াঙ্কা কি বলল তাতে কিছুই আসে যায় না। দিদি আর তেনার চামচারা যা বলেছিল ২০০৭-এ সেই ঢাকটাই পিটিয়ে যেতে হবে ক্রমাগত।
  • Ishan | 183.17.193.253 | ১৮ জুলাই ২০১৪ ০৮:০৭641428
  • কে মিথ্যে বলেছে না, কী মিথ্যে বলেছে। সেটা তবু জানা গেলনা।

    সত্যির তালিকাতে রুকবানুর নাম যোগ করতে হবে? করে দিলাম। যদিও গুরুত্বের প্রশ্নে পুলিশ কর্তাদের তুলনায় তিনি নস্যি। তবু, থাক না, ক্ষতি কী?

    গোয়েবলস টোয়েবলস বড়ো সহজলভ্য হয়ে গেছে আজকাল। এত বড়ো মিথ্যাচারটা কী হল শুধু জানতে চেয়েছি। উত্তর দেওয়া বড়ই কঠিন, বোধ হচ্ছে। :-)
  • PT | 213.110.243.21 | ১৮ জুলাই ২০১৪ ০৮:১৪641430
  • কোন তদন্ত হওয়ার আগেই কারো গায়ে অপরাধী তকমা লাগিয়ে দেওয়াটাই তো সব চাইতে বড় মিথ্যাচার।

    আর গোয়েবেলের নাম কি প্রসঙ্গে এসেছিল সেটা পিছিয়ে গিয়ে আরেকবার পড়ে নিন।

    সকালে উঠেও বিক্রম সিং খাঙ্গুরার গলায় "যমুনাকে তীর" শুনছি আর ভাবছি, যার সব জেনে শুনেও না বোঝার ভান করে তাদের বোঝাই কি করে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন