এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ২০ জুলাই ২০১৪ ২২:৩৯641464
  • "যেমন রুনুর প্রয়োজন ছিলো,......"
    ঠিক কোন বিশেষ কাজে রুনুকে বাম সরকার কাজে লাগিয়েছিল, জানাবে? আমার সত্যি এ ব্যাপারে কিছু জানা নেই।
  • কল্লোল | 111.59.26.237 | ২০ জুলাই ২০১৪ ২২:৫৮641465
  • আজিজুল হকদের ডান্ডা করতে।
    বরানগর, বারাসত ইত্যাদি নিয়ে চুপ থাকতে।
    শুধু রুনু নয়। অশোক খাশনবীস, দেবী রায়, তারাপদ ও আরও অনেককে পোষা হয়েছিলো, ৭২-৭৭এ প্রচুর অত্যাচারের অভিযোগ থাকা সত্বেও।
  • Ranjan Roy | ২০ জুলাই ২০১৪ ২৩:৪৬641466
  • পিটি,
    মনে হচ্ছে এখানে আপনার তথ্য ঠিক। সিবিআইয়ের চার্জশীটে জ্ঞানবন্ত রেহাই পায়; শুধু বিভাগীয় তদন্ত চলছিল। এখন অধীরের সঙ্গে এঁটে উঠতে না পেরে ওকে ফিট করল। কিন্তু একই কারণে সিবিআই চার্জশীটে নাম থাকা কাউকেই ছাড়তে পারেনি, মানে হিন্দুর খবরে যে নামগুলোর চার্জশীট দেখা যাচ্ছে।
    আর জেলে থাকাকালীন আজিজুলের জেলের স্মৃতিকথা "আজকাল " পত্রিকায় ধারাবাহিক বেরোয়। পরে বই হয়েও বেরিয়েছিল বোধহয়।
    তাতে দেখতে পাবেন মূল নকশাল আন্দোলন ঠান্ডা হয়ে গেলেও দ্বিতীয় সেন্ট্রাল কমিটি নাম দিয়ে তখন ( এমার্জেন্সির পর বাম সরকারের আমলে) আজিজুল-অধ্যাপক নিশীথ ভট্টাচার্য্য এরা তথাকথিত ""রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ" চালিয়ে যাচ্ছেন। তাই বুদ্ধবাবুর দরকার ছিল নকশাল দমনে অভিজ্ঞ ডিসি ডিডি দেবী রায়, রুনু গুহনিয়োগী, কল্যান চক্রবর্তী ও ইন্স্পেক্টর স্তরের তারাপদ (টর্পেডো) -- এঁদের সাহায্য।
  • কল্লোল | 125.242.156.195 | ২১ জুলাই ২০১৪ ০৬:৩৫641467
  • উদ্ধ নয়, ওটা জ্যোতিবাবুর আমলে। বুদ্ধর আমলে তো আজিজুল সরকারী বাম।
  • PT | 213.110.243.21 | ২১ জুলাই ২০১৪ ০৯:৪৩641468
  • ধন্যবাদ।
  • Ishan | 202.43.65.245 | ২১ জুলাই ২০১৪ ২৩:৩০641469
  • যাই হোক আমার উত্তর আমি দিয়ে দিই। পিটি লিখেছেনঃ
    --------
    "তবে লালবাজারে রিজওয়ানুরকে ডেকে পাঠানো হয়েছিল, এটা প্রকাশিত তথ্য।"

    ঠিক।

    "প্রাপ্তবয়স্ক একটি লোককে বিয়ে করার জন্য কৈফিয়ত দিতে বা প্রশ্ন করতে সিধে লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে, এটাই আমার কাছে যথেষ্ট অপমানজনক এবং চাপ দেওয়া।"

    তাত্বিকতার দিক দিয়ে একমত।
    কিন্তু আপনার কাছে ডকুমেন্ট আছে যে এই নিয়ে চাপ দেওয়া হয়েছিল? (যেখানে প্রিয়াঙ্কা জানাচ্ছে যে চাপ দেওয়া হয়নি! )
    --------

    তা, এই হল আমার উত্তরঃ

    হ্যাঁ, হ্যাঁ পরিষ্কার ডকুমেন্টেশন আছে। আপনি কি হঠাৎ আজকে রিজওয়ানুরের ঘটনা নিয়ে জানতে শুরু করলেন নাকি? লালবাজারের যে ইন্সপেক্টর (সম্ভবত কৃষ্ণেন্দু দে, আপনার লিংকে যাঁর নাম আছে), রিজওয়ানুরকে ডেকে জেরা করেছিলেন, তাঁর বিবৃতি খবরের কাগজেই বেরিয়েছিল। কেন রিজওয়ানুরকে ডেক পাঠানো হয়েছিল তিনি স্পষ্ট করেই জানিয়েছিলেন। বড়োকর্তাদের নির্দেশের কথাও বলেছিলেন। ফলে চাপ দিতেই ডাকা হয়েছিল, ফিশফ্রাই খাওয়াতে নয়, এটা কোনো গোপন কথা নয়।

    ফলে গোয়েবলস কোথা থকে পেলেন জানা নেই। আপনি ভুলে গেলে বা অমিট করলে, অন্যে গোয়েবলস হয়ে যায়না মনে হয়।
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৪ ০৮:১৪641470
  • আগে জ্ঞানবন্তর কেসটা ফয়সালা করুন। আপনি কি মেনে নিলেন যে জ্ঞানবন্তর বিরুদ্ধে অভিযোগের কোন প্রমাণ নেই?তারপরে কৃষ্ণেন্দুতে যাব।
    সেটার জন্যেও অপেক্ষা করুন-দেখুন CBI তাকেও ক্লিনচিট দেয় কিনা-তারপরে নাহয় তক্ক করা যাবে।

    আর এ ব্যাপারে পিটির টিকি টানাটানি করে কোন লাভ নেই। পিটি যা বলছে তা আপনার প্রিয় দিদির প্রিয়তর CBI-এর সিদ্ধান্তের ভিত্তিতেই বলছে।

    অর্থাৎ ছ্টু গোয়েবেলরা সম্পুর্ণ মিথ্যা বা অর্ধসত্য/অপসত্যর ওপরে ভিত্তি করে শহর উত্তাল করেছিল। এখন তারা ল্যাজ গুটিয়ে গর্তের ভেতরে সেঁধিয়েছে।
  • Ishan | 183.17.193.253 | ২২ জুলাই ২০১৪ ০৮:৪৪641471
  • ১। দিদি আমার প্রিয় নন।
    ২। জ্ঞানবন্তের বিরুধে অভিযোগের প্রমান আছে কি নেই আমি জানিনা।
    ৩। সম্পূর্ণ মিথ্য/অর্ধসত্য/অপসত্যের উপর ভিত্তি করে শহর উত্তাল হয়নি। যানিয়ে উত্তাল হয়েছিল, তার কোনটা মিথ্যে আপনি দেখাতে পারেননি। আমি নিজের পোস্ট আরেকবার পেস্ট করে দিলামঃ

    রিজওয়ানুর প্রিয়াঙ্কা কে বিয়ে করেছিন, সত্যি।
    অশোক টোডির সেটা পছন্দ হয়নি, সত্যি।
    পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন, সত্যি।
    পুলিশ কর্তাদের আচরণ অত্যন্ত নিন্দনীয়, সত্যি।
    পুলিশ ছিল বুদ্ধবাবুর সরকারের, সত্যি।
    সে নিয়ে প্রচুর বিক্ষোভ হয়েছে, সত্যি।
    বিরোধীরা সেই বিক্ষোভকে কাজে লাগিয়েছে, সত্যি।

    এর মধ্যে দুরবীন দিয়ে খুঁজেও কোনো মিথ্যাচার দেখলাম না। আপনি কোথায় দেখছেন, জিজ্ঞাসা করে শুনলাম, "না বোঝার ভান" করছি। এই "না বোঝার ভান" কথাটা সত্যি নয়, এইটা বলতে পারি।
  • আব্বুলিস | 233.29.202.119 | ২২ জুলাই ২০১৪ ১০:৫৩641472
  • যাঁরা এই কোটটিকে দেখতে পাবেন না, এবং সময়ে অসময়ে, এই উক্তিকারীকে সাল্লাম জানিয়ে যাবেন - তাঁদের উদ্দেশে ----

    "আপনার প্রিয় দিদির প্রিয়তর CBI " ---

    একে ব্যক্তিগত আক্রমণ বলে । যদি তা না হয়, তাহলে, পরেরবার এ ধরনের বক্তব্য ফিরে এলে সেটাকে প্রতিরোধের ধরন বলে সাল্লাম জানাতে ভুলবেন না ।
  • 8>)) | 69.93.243.142 | ২২ জুলাই ২০১৪ ১০:৫৪641474
  • বৃথা চেষ্টা।
    গোলপোস্ট সরে গেছে বা সরছে। কাসুন্দী এখন পুরোনো অথবা হাতে বাজে গন্ধ লাগাচ্ছে কিংবা কাসুন্দীর বোতলের ঢাকনি খুব টাইট হয়ে খুলতে গেলে হাত কাটার সম্ভাবনা। আপাততঃ কাসুন্দীর মধ্যের একটি সর্ষে নিয়ে চলবে।
    "সেই ট্র্যাডিশন ....."
  • de | 190.149.51.68 | ২২ জুলাই ২০১৪ ১১:১২641475
  • সরে সরে যাওয়া গোলপোস্টে একটা বারের অনেক উঁচু দিয়ে বেরিয়ে যাওয়া ফ্রী কিক -

    কাগজে কাগজে প্রিয়ংকা তোডীর নামোল্লেখ করে "সেই তো ভুলেই গেলো" টাইপের হা -হুতাশ গুলো বিতিকিচ্ছিরি লাগে। মেয়েটা এখনো কি গালে হাত দিয়ে অনশনে বসে থাকবে নাকি? ওর জীবন নেই একটা? - ওই বাবা আর প্রেমিকের টানাপোড়েনে পড়ে মেয়েটার ওপর দিয়েও তো কম ঝড় যায়নি। এখন যদি সে স্বাভাবিক ভাবে বাঁচতে চায় তাতে কাগজোলাদের এতো মাথাব্যথা কেন?

    রিজওয়ানুরের মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, ওনার ওপরে হওয়া অন্যায়েরও প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু প্রিয়ংকা যদি তাতে না জড়াতে চান সেটা তাঁর ব্যক্তিগত মত বলে সেটাকেও সম্মান করা উচিত। স্টিরিওটাইপ বিধবার ব্যবহার আশা না করে ওনাকে ছাড় দিলেই ভালো হয়!
  • 8>)) | 69.93.243.142 | ২২ জুলাই ২০১৪ ১১:২২641476
  • চমৎকার!
    বল এবারে স্টেডিয়ামের প্রায় বাইরে এনে ফেলা গেছে। এ প্রায় মমতার বক্তৃতার অজস্র ভুলভাল কোট ও ভুলভাল গানের কলির ভীড়ে অসার, মাথামুণ্ডুহীন বক্তব্যের ধারাবাহিকতা হীনতা-কেও ছাপিয়ে গেলো।
    এবারে কি নারীবাদী বনাম নারীবিবাদী টই বা প্রসঙ্গের দিকে যেতে হবে?
    নাঃ কাজে যাই।
  • j | 230.227.106.153 | ২২ জুলাই ২০১৪ ১১:৪১641477
  • হোলিয়ার দ্যন......
  • প্রাউড | 233.29.202.197 | ২২ জুলাই ২০১৪ ১১:৫৯641478
  • টু বি
  • de | 190.149.51.67 | ২২ জুলাই ২০১৪ ১২:৩৭641479
  • যাক! কিছু লোককে অকাজ ছেড়ে কাজকম্মো করতে পাঠাতে পেরেছি! ভাগ্যিস লিখলাম - কিছু ম্যান-আওয়ার বাঁচলো!ঃ)
  • j | 230.227.106.153 | ২২ জুলাই ২০১৪ ১৩:১০641480
  • দেদি :-)))
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৪ ১৪:০৬641481
  • "জ্ঞানবন্তের বিরুধে অভিযোগের প্রমান আছে কি নেই আমি জানিনা।"

    CBI আর বিভাগীয় তদন্তকারীরা জ্ঞানবন্তকে ক্লিনচিট দিয়েছে। এই খবরটা আপনি এখনো পাননি?

    "পুলিশের কিছু বড়কর্তা প্রাপ্তবয়স্ক স্বামীর থেকে প্রাপ্তবয়স্ক অশোক টোডির মেয়েকে উদ্ধার করে আনার চেষ্টা করেছেন, চাপ দিয়েছেন, সত্যি।"

    অন্ততঃ জ্ঞানবন্ত দেয়নি-কাজেই এই বাক্যটি অর্ধসত্য।

    কোন তদন্তের আগেই "চাপ দেওয়া হয়েছে", "আত্মহত্যা নয় হত্যা" ইত্যাদি নানাবিধ মিথ্যা, অর্ধসত্য ইস্যুতে শহর উত্তাল হয়েছিল। এই ইতিহাসকে না মানার প্রচেষ্টাও একধরণের মিথ্যাচার।
  • 8>)) | 69.93.242.84 | ২৩ জুলাই ২০১৪ ০১:৩৫641482
  • কাজ বা অকাজ
    --------------------
    এদিকে -
    খোকারা ব্যস্ত বুজি ধরতে,
    খুকু ছিপ ধ'রে কূলে।
    (খোকারা ব্যস্ত বুজিকে দুষতে
    খুকু ঢিল ছোঁড়ে জলে)।

    ওদিকে -
    দল নিয়ে গেল কমল ফুল
    নেতা নিল' জোড়া ফুলে।
    (ক্যাডার তুললো কমল ফুল
    এম-এল-এ তৃণমূলে)।
  • T | 24.139.128.15 | ২৩ জুলাই ২০১৪ ০৩:১১641483
  • নেইকাজ বা খইভাজ
    ----------------------

    মুছে গেল হায় নিভে গেল হায়
    আম বিবেকের নামভূমিকায়
    গুরুর পাতায় হিসেব মেলায়
    কত লালে কত ভুলে

    আন বাড়ি পানে কমরেড যায়
    ওম্নি মোরগ আবহাওয়ায়
    নীল সাদা দিনে ছাগল চরায়
    পুচ্ছ উঁচিয়ে তুলে।
  • Ishan | 202.43.65.245 | ২৩ জুলাই ২০১৪ ০৪:০৩641485
  • ১। জ্ঞানবন্ত বিষয়ক খবর আপনার লিংক থেকে পেয়েছি।

    ২। সত্য, মিথ্যা, অর্ধসত্য ইত্যাদি বিষয়ে ছোট্টো একটু জ্ঞান দিয়ে দিই। ধরুন আমি বললাম, এই ইশকুলের কিছু ছেলে বদ। তার উত্তরে আপনি বললেন, ওই যে দেখছেন রাধেশ্যাম বলে ফুটফুটে ছেলেটি, ও খুব ভালো। আমি বললাম, তাতে কি? আপনি বললেন, তার মানে, আপনি অর্ধসত্য বলছেন।

    আপনার ইচ্ছে হলে নিশ্চয়ই এরকম বলতেই পারেন। কিন্তু এটাকে ঠিক যুক্তি বলা যাবেনা।

    একই ভাবে জ্ঞানবন্ত, দময়ন্তী, নজরুল (সবই আরবিট বললাম), এঁরা খুব ভালো হতেই পারেন, কিন্তু তাতে করে পুলিশের কিছু বড়োকর্তা যে রিজওয়ানুর কেসে চাপ দিয়েছিলেন, এটা মিথ্যা অর্ধসত্য কোনোটাই হয়না। ঘটনাটা ঘটনাই থাকে। আপনি আরো দশজন পুলিশের নাম তুলে "এঁরা কোনো দোষ করেননি " বললেই কিছুই প্রমান হয়না। খুবই দুঃখজনক, কিন্তু হয়না।
  • PT | 213.110.246.230 | ২৩ জুলাই ২০১৪ ০৮:১৬641486
  • আমি কাউকে বদ বা ভাল কিছুই বলিনি। দুটি তদন্তকারী সংস্থা সেই সিদ্ধান্তে পৌঁছেছে আর আমি তাদের সিদ্ধান্তের উল্লেখ করেছি। তবে আজ বুঝলাম যে আপনি খবরের কাগজ-টাগজ পড়েন না।

    আপনি বা আমি কাউকে বদ বলা আর CBI সুপ্রীম কোর্টের কাছে কাউকে গিয়ে বদ বলার মধ্যে একটা ফারাক আছে এটা যদি না মানেন তাহলে আমি ক্ষান্ত দিলাম।

    তবে জ্ঞানবন্তর ক্ষেত্রে CBI-এর সিদ্ধান্ত গ্রহণযোগ্য না হলে একই মাপকাঠি তাপসী মালিকে ঘটনায় অভিযুক্তদের ক্ষেত্রেও প্রয়োগ করা উচিৎ।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ০৮:৪১641487
  • টং টং টং।
  • Ishan | 183.17.193.253 | ২৪ জুলাই ২০১৪ ০৮:১৬641488
  • অবশ্যই বদ বলেছেন। বলেছেন পুলিশের বড়োকর্তাদের অনুচিত কাজ নিয়ে যারা আওয়াজ তুলেছিলেন তারা গোয়েবলসীয় মিথ্যাচার করেছেন। এটা বেসলেস কমেন্ট, প্রত্যাহারে যোগ্য। এটা না বললে কিছুই বলার থাকতনা।

    আর মমতা আমার কে হন, বা আমি খবরের কাগজ পড়ি কিনা, এইসব যে বিষয়ে আপনি কিছুই জানেন না, সে বিষয়ে অবান্তর মন্তব্য না করলেই ভালো হয়। এগুলো গোয়েবলস বা মিথ্যাচারের চেয়েও উৎপটাং লাগছে।
  • lcm | 118.91.116.131 | ২৪ জুলাই ২০১৪ ০৮:৩১641489
  • কিন্তু পুলিশ তো ভুল করেছিল - নাকি? নইলে ঐ যে পুলিশ কমিশনার ছিলেন যে ভদ্রলোক, ওনাকে তো বুদ্ধবাবুরা পদ থেকে সরিয়ে দিলেন না।
  • PT | 213.110.243.21 | ২৪ জুলাই ২০১৪ ১৪:১৪641490
  • "বলেছেন পুলিশের বড়োকর্তাদের অনুচিত কাজ নিয়ে যারা আওয়াজ তুলেছিলেন তারা গোয়েবলসীয় মিথ্যাচার করেছেন। "

    তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত করে তাই নিয়ে শহর উত্তল করার রাজনীতি যারা করে তারা গোয়েবেলীয় মিথ্যাচারই করে।

    "আমি খবরের কাগজ পড়ি কিনা, এইসব যে বিষয়ে আপনি কিছুই জানেন না, "

    জ্ঞানবন্তকে ক্লিনচিট দেওয়ার ঘটনা -যেটা সারা বিশ্ব জেনে গেছে, সেটা আমার লিং পড়ে জেনেছেন (Date:23 Jul 2014 -- 04:03 AM) বলে খবরের কাগজ সংক্রান্ত মন্তব্যটি করা হয়েছে।

    কিন্তু যেটার উত্তর পেলাম নাঃ CBI যে জ্ঞানবন্তকে ক্লিনচিট দিয়েছে সেটা মেনে নিচ্ছেন না মানছেন না?
    -----------------------
    "কিন্তু পুলিশ তো ভুল করেছিল - নাকি? নইলে ঐ যে পুলিশ কমিশনার ছিলেন যে ভদ্রলোক, ওনাকে তো বুদ্ধবাবুরা পদ থেকে সরিয়ে দিলেন না।"

    দময়ন্তীও নিশ্চয়ই ভুল কাজ করেছিলেন-কেননা সরিয়ে দেওয়ার মানেই ধরে নিতে হবে যে সেটা ভুল কাজের শাস্তি!!
  • lcm | 60.242.74.27 | ২৪ জুলাই ২০১৪ ২০:১৮641491
  • ওহ, বুঝতে পেরেছি।

    পার্ক স্ট্রীট কেসে দময়ন্তীকে যেমন অন্যায়ভাবে অপসারণ করা হয়েছিল, রিজওয়ানুর কেসেও তেমনি পুলিশ কমিশনারকেও অন্যায়ভাবে সরানো হয়েছিল।

    একদম ক্লিয়ার হয়ে গেল।
  • PT | 213.110.243.21 | ২৪ জুলাই ২০১৪ ২০:২৮641492
  • সরানো বা সাসপেন্ড তো সব্সময়েই করা যায়-তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তাতে কাউকে দোষী বলা যায় কি? জ্ঞানবন্তকেও সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু তদন্ত করে CBI দেখালো যে সে দোষী নয়।

    আসলে সংবাদপত্র পড়ে, তদন্তের আগেই আমি যদি কোন সিদ্ধান্তে পৌঁছতে যেতে চাই তাহলে কোন যুক্তিবাদী আলোচনাই আমাকে নাড়াতে পারেনা। এতো পসন্দ আপনা আপনা.....
  • lcm | 60.242.74.27 | ২৪ জুলাই ২০১৪ ২০:৪৬641493
  • ও আচ্ছা। তার মানে সংবাদপত্র পড়ে বুদ্ধবাবুরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, অত্যন্ত অন্যায়ভাবে পুলিশ কমিশনারকে সরিয়েছিলেন।

    যাক, এটাও ক্লিয়ার হল।
  • PT | 213.110.243.21 | ২৪ জুলাই ২০১৪ ২১:১১641494
  • বুদ্ধবাবুকে বাদ দিন।
    আপনি কোন সিদ্ধান্তে কি করে পৌঁছেছেন তা যদি একটু দয়া করে জানান....
  • lcm | 146.152.142.22 | ২৪ জুলাই ২০১৪ ২২:০২641496
  • আহা, সিদ্ধান্ত তো নেন বুদ্ধবাবু, মমতা - এনারা, এদের সরকার - যারা ক্ষমতায় আছেন।
    কিন্তু এরা ক্যানো, কোন বেসিসে কোনো সিদ্ধান্ত নেন - খবরের কাগজ দেখে না অন্য কোনো কারণে - এসব আপনি জানেন। তাই আপনার থেকে শিখে নিচ্ছি। যা ভুল জানতাম শুধরে নিচ্ছি। ক্লিয়ার হয়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন