এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ১৫৮২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.115.144 | ২৯ জুলাই ২০১৪ ১২:০১641597
  • কিস্যু হবেনা এদের দ্বারা, নাকের প্রতি এত মোহ।
  • 8>)) | 69.93.199.60 | ২৯ জুলাই ২০১৪ ১৬:১৭641598
  • আর?
    'নিরপেক্ষতা'-র তকমায় মোড়া 'কুৎসিত', 'নির্লজ্জ' একতরফা পক্ষপাতিত্ব এবং ভণ্ড নির্ভীকতা-প্রদর্শন।
  • 8>)) | 69.93.199.60 | ২৯ জুলাই ২০১৪ ১৬:২৬641599
  • হুঁ ...

    "কত জানলার কাছে একলা মানুষ...
    একলা পৃথিবী তার যেন মহাকাল...
    কত জানলায় আসে একার সকাল........."
    ...........

    এটা জনৈক দ্বিধাহীন, নির্ভীক, নির্মম বক্তব্য পেশ করার ক্ষমতা-সম্পন্নের উদ্দেশ্যেঃ

    "বেঁচে থেকে মরার দেশে তোমার রাজ্য রাখা
    পুড়িয়ে খাক করে দাও, মিথ্যে বেঁচে থাকা।
    আমি তো বসেই আছি আগুন জ্বলবে বলে
    হে আমার আগুন ….."
  • তাতিন | 127.197.83.226 | ২৯ জুলাই ২০১৪ ২২:১৮641600
  • উন্নয়ন জিনিসটাকেই সবার আগে বাধা দেওয়া দরকার। সেটা যেই বাধা দিক না কেন, এনজিও বা ইসলাম, তারাই ওয়েলকাম। অন্ততঃ কিছুদিনের জন্যে এই গ্রহে প্রাণের অস্তিত্ব দীর্ঘায়িত করছে তারা।
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০১৪ ২২:৪৪641601
  • পিটি,
    সেকি! সিপিএম নেতাদের এনজিও কি কাজ করে সেটাও আমাকে বলতে হবে? আপনি জানেন না? অথচ অন্যেরা কি করে তা জানেন?
    কমরেড লক্ষ্মণ নিজেই এনজিও চালান। উনি তো নাম করে বলেই দিয়েছেন-- কোন কোন নেতারা চালান।
    তা অন্যের দিকে আঙুল দেখাচ্ছেন নিজের ঘরের কতা কিছুই জানিনা বললে ধম্মে সইবে? নাকি তার জন্যেও আগে লেভি জমা করতে হবে?
  • PT | 213.110.246.230 | ২৯ জুলাই ২০১৪ ২৩:৩৯641602
  • শব্দ নিয়ে খেলা না করে আপনি হাটে হাঁড়ি ভাঙুন না - কে বারণ করেছে? এখন শেঠ বাবু আপনার চোখে শহিদ আর যা যা বলছেন তাই সত্যি-এতো হতেই হবে। তাহলে তিনিই জানান। বরং লক্ষ্মণ বাবুকে বলুন এই নিয়ে সংহতিতে নিবন্ধ লিখতে।

    মনে পড়ে গেল যে বহুদিন আগে অধীর চক্কোত্তি অনিল বিশ্বাসের সুইস ব্যাংকের এক্যাউন্ট নাম্বার পাবলিককে জানিয়ে দেবেন বলেছিলেন। তা সে সুদিন এখনো এলো না গো!!।
  • a x | 138.249.1.206 | ২৯ জুলাই ২০১৪ ২৩:৪১641603
  • the spectre of Sanhati... ঃ-)))
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০০:১১641604
  • লক্ষ্মণবাবু মিথ্যে বলছেন , অর্থাৎ সিপিএম এর উঁচুস্তরের নেতারা কেউ কোন এনজিও চালান না--এমন বিবৃতি তো সিপিএম এর রাজ্য কমিটি দেয় নি! আপনি আগে ভাগে জানলেন কি করে?
    আরে এর জন্যে সংহতি কে টানাটানি কেন? এই পাতাতে এলসিএম বিমানবাবুর এনজিও ও ওঁর অর্থসংগ্রহে আম্রেকা ভ্রমণ জানিয়েছিলেন-- তাঁকে মিথ্যে বলার সাহস দেখিয়েছেন?
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০০:১৪641605
  • অনিল বিশ্বাস বা সিপিএম বা ওনার উত্তরাধিকারী কেউ মানহানির মামলা করলেন না কেন? আউট অফ--?
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০০:১৮641607
  • আর গুরুতে নন্দীগ্রাম-সিংগুর নিয়ে পাতার পর পাতা লিখেছেন, কিন্তু সিপিএম এর ওই দুই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় সেনাপতির প্রতি এমন হালকা ভাবে কথাবার্তা? না, পিটি, এমন করতে নেই। ঠাকুর সব দেখছেন! পাপ লাগবে।
    আর সেই সময়ের সংগ্রামী বিধায়ক কমঃ ছায়া দলুই যে চলে গেলেন শত্রুশিবিরে? কিন্তু দল এখনো বহিষ্কার করে নি। এ নিয়ে কিছু টীকা?
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০০:২২641608
  • ওটা শোনা কথা নয়। এখানেই এক বন্ধুর বাড়িতে ছিলেন বিমান বসু। বন্ধুই এদিক ওদিক ফোন করে বিমানবাবুর আসার কারণ, বিদ্যাসাগর ফাউন্ডেশনের কাজকর্ম নিয়ে একটু ইন্ট্রো, এবং ফান্ড রিকোয়েস্ট করেছিল। ভদ্রলোককে সামনা সামনি দেখি ঐ একবারই - শর্ট হাইটের, ধুতি পাঞ্জাবি। পুরো ব্যাপরটাই ছিল নন-প্রফিট এনজিও স্টাইলে এবং অরাজনৈতিক।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০০:২৯641609
  • দ্যাটস্‌ ইট। অর্থাৎ বিদেশে গিয়ে টাকা তুললেই সেটা আমেরিকার রাজনৈতিক টাকা হয় না, বা রাজনৈতিক ব্যক্তি এনজিও চালালেই সেটা রাজনৈতিক এনজিও হয় না। কাজ দিয়েই মূল্যায়ন করা উচিত। সেটা গ্রীনপিসই হোক বা বিনায়ক সেনের রূপান্তরই হোক বা লক্ষ্মণ শেঠের মেডিক্যাল কলেজের জন্যে এনজিও। লক্ষ্মণও মনে হয় তাই বলতে চেয়েছিলেন।
    এই কথাটাই বলতে চেয়েছিলাম।
  • Ishan | 214.54.36.245 | ৩০ জুলাই ২০১৪ ০১:০৫641610
  • বিমান বসুর বিদ্যাসাগর ফাউন্ডেশন বছর বছর কলকাতায় ঘটা করে বিদ্যাসাগর উৎসব করত। আর মেদিনীপুরেও সাক্ষরতা প্রসারের কাজ করত। এইটুকু আমি জানি। সে নেটে না পাওয়া গেলেও।

    এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা, সুচেতনা ভট্টাচার্য বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত একটি এনজিও করতেন। তার নাম, যতদূর মনে পড়ছে আরণ্যক। এরা পরিবেশ রক্ষার কথা বলে, মনে রাখবেন, অর্থাৎ অবশ্য অবশ্যই বাগড়াপন্থী কিংবা তাদের তুতোভাই।

    পিটি নেটে খুঁজে কিছু পাননি, তাই জ্ঞানবুদ্ধিমতো সাহায্য করলাম। নেটে সবকিছু পাওয়া যাবেনা, আর শুধু গুগল সার্চের উপর রাজনৈতিক প্রজ্ঞা নির্ভর করলে ভারি মুশকিল।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০৫:৪৩641612
  • এতে গভর্নিং বডির নামগুলো ( চিফ পেট্রন বিমান বসু) ছাড়া বিশেষ কিছু পেলাম না। অ্যাক্টিভিটি হিসেবে পুরুলিয়ায় একটা স্কুল চালানো, কৃষি, সমাজ সচেতনতা ও ক্যাম্পেন ( অবশ্যই ইলেকশন নয়) ছাড়া কিছু দেখলাম না।
    ডোনেশন ও চাঁদার বিষয়ে বলা হয়েছে যে প্রান্তিক এলাকায় মেয়েদের স্কুলের অসুবিধে ,( ৩৪ বছরেও )। তাই সহৃদয় ব্যক্তির দান বাচ্চামেয়েদের মুখে হাসি ফোটাবে।
    তারপর বলা হয়েছে অমুক মার্কিন কনসাল আমাদের পুরুলিয়ার স্কুল পরিদর্শন করে গেছেন।
    তারপর দেখছি সেই পরিদর্শকের ছবি বা তিনি দেখে কি কমেন্ট করেছেন তা সরিয়ে দেওয়া হয়েছে।
    নাঃ, পিটির কথার সঙ্গে একমত। এই কাজগুলো, যেমন গ্রাম এলাকায় মেয়েদের স্কুল চালানো-- এত সরকারের কাজ! এতে এনজিও কি করবে?
    আর চাষবাসে সাহায্য? এও তো সরকারের কাজ, এতে বিমানবাবুর এনজিও ঠিক কী ভাবে কি করবে বলা নেই।
    এত সব তথ্য সরিয়ে নেওয়া হয়েছে যে বুঝতে পারছি না-- বিদ্যাসাগরের নাম নিয়ে খোলা এই এনজিওটি চলছে? না বন্ধ হয়ে গেছে?
    পিটি ঠিকই বলেছেন,-- নেটে সার্চ করে কিছু দেখতে পান নি।
    আমি দেখালাম যে গাঁয়ে মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারে বামফ্রন্টের দোর্দন্ডপ্রতাপ চেয়ারম্যান কে শুধু এনজিও খুলতে হচ্ছেই না, একেবারে মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিনিধির নাম নিয়ে ডোনেশন চাইতে হচ্ছে। বড় দায়ে ঠেকাইছে আল্লা!!
  • lcm | 118.91.116.131 | ৩০ জুলাই ২০১৪ ০৬:০০641613
  • অফ কোর্স, গভর্নমেন্ট অর্গানাইজেশন সব কাজ করে না বলেই তো নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। যেমন, রেডক্রশ... খারাপ কিছু না । ইউএসএ-তে প্রায় ১৫ লাখ এনজিও আছে, রাশিয়াতেও প্রায় ৩ লাখ। ভারতে প্রায় ২০ লাখ। এত হলে কিছু জল থাকবে।
  • Ranjan Roy | ৩০ জুলাই ২০১৪ ০৬:১০641614
  • এলসিএম কে ক।
  • PT | 213.110.246.230 | ৩০ জুলাই ২০১৪ ০৭:৪৯641615
  • "লক্ষ্মণবাবু মিথ্যে বলছেন , অর্থাৎ সিপিএম এর উঁচুস্তরের নেতারা কেউ কোন এনজিও চালান না--এমন বিবৃতি তো সিপিএম এর রাজ্য কমিটি দেয় নি! আপনি আগে ভাগে জানলেন কি করে?"

    এরম কোন কথা আমি লিখিনি। আপনি এখন কিছুদিন লক্ষণের প্রতি স্নেহশীল থাকবেন-সেটাই প্রত্যাশিত। কিন্তু আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? বিমান বাবু টাকা গাপ করে থাকলে আইনতঃ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কে আটকাচ্ছে? এখন পুলিশ মন্ত্রী তো আপনার ঘরের লোক।
    আপনি বরং এটা নিয়ে চর্চা করুন। এটা নিংড়োলে অনেক বেশী রস বেরোবেঃ
    The NGO, Association of Democratic Reforms, in a report had alleged that the major share of the income of CPI(M) and some other parties is from 'unknown' sources and the parties have not disclosed the sources of their major share of income. http://adrindia.org/media/adr-in-news/ngo-statement-partys-income-mischievous-cpim
    আচ্ছা আপনার না কত কিছু নিয়ে "ঘেউ-ঘেউ" করার কথা ছিল? এখন বিমান বাবুর NGO কি সেই তালিকায় এক নম্বরে?

    "নেটে সবকিছু পাওয়া যাবেনা, আর শুধু গুগল সার্চের উপর রাজনৈতিক প্রজ্ঞা নির্ভর করলে ভারি মুশকিল।"
    আপনার পান্ডিত্যকে প্রণাম। বরাবরই আমি মেনে এসেছি যে আপনার প্রজ্ঞা সুদুর প্রসারী। শুধু জানবন্তের ক্লিনচিটের খবর পিটির লিং থেকে জানতে হয়!!!!
  • সিকি | 131.241.127.1 | ৩০ জুলাই ২০১৪ ১২:০৬641616
  • "আপনি এখন কিছুদিন লক্ষণের প্রতি স্নেহশীল থাকবেন ..."

    "এখন পুলিশ মন্ত্রী তো আপনার ঘরের লোক।"

    প্রচণ্ড প্রতিবাদ জানালাম এই সব কমেন্টের বিরুদ্ধে। এগুলো কিন্তু একধরণের পলিটিকাল চাড্ডিবাজি ছাড়া আর কিছুই হচ্ছে না।
  • lcm | 118.91.116.131 | ৩১ জুলাই ২০১৪ ০৯:০৩641619
  • একদম মমতার মতন। মমতা যেমন কেউ কোনো প্রতিবাদ করতে আসলেই - সিপিএমের দালাল, ধান্ধাবাজ।
  • sch | 192.71.182.106 | ০১ আগস্ট ২০১৪ ১১:২৮641621
  • এসবে ঘাবড়াবেন না de দি - আসল হচ্ছে দেভেলপমেন্ট - তাতে কিছু মানুষ মরবে এ আর এমন কি - ইতিহাস বলছে মানুষ আগেও বহুবার মারা গেছে পঙ্গপালের মতো - কিন্তু তা-ও সভ্যতা এগিয়ে চলেছে। এ নিয়ে মাথা ঘামাবেন না
  • dc | 133.201.214.199 | ০১ আগস্ট ২০১৪ ১২:০২641622
  • যাচ্চলে, উইন্ডমিল বানানোর জন্য প্রচুর গাছ কেটেছে আর তাইতে পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নেমেছে! এর থেকে বড়ো আয়রনি আর কিছু হয়? এ তো দেখছি উইন্ডমিলও বানানো যাবেনা!
  • Ranjan Roy | ০২ আগস্ট ২০১৪ ০০:৩৭641623
  • হে হে পিটি!
    আপনি এতদিন এগুলো জানতেন না?
    একটা কথা বলুন দিকি? এই কমঃ শেঠ যখন (আপনার লিং অনুযায়ী) স্কুল দেখিয়ে কোটি কোটি টাকা তুলছিলেন তখন তো বাম সরকার! তখান তো উনি দলের সম্পদ! নন্দীগ্রামে প্রতিরোধের মুখ। ToI এ দেওয়া কিষেণজীর ইনটারভিউ অনুযায়ী লক্ষণ অস্ত্র যুগিয়েছেন কিষেণজীদের তিনোদের কেশপুর-হিরো দের ঠ্যাঙাতে!

    আর সিপিএম এঁর বিরুদ্ধে এনকোয়ারি শুরু করল কোন সালে?
    তাই লক্ষ্মণ আজ জিগাইছেন বিমান ইত্যাদিরা যে বিদেশ থেকে চাঁদা তুলছেন তার হিসেব কে করবে? শুধু উনিই কেন?
  • PT | 213.110.243.21 | ০২ আগস্ট ২০১৪ ০৬:৪৭641624
  • RR আপনি জানতেন না?
    তো হঠাৎ লক্ষণ বিতাড়িত হওয়ার পরে সেই মহাত্মাকে কোট করেই (9 Jul 2014 -- 10:44 PM) বা আলোচনার সূত্রপাত করলেন কিসের জন্য?

    আর এর মধ্যে আবার কিষেণজী কেন? কিষেণজী তো এমন কিছু মহাত্মা গান্ধী ছিলেন না যে তেনার দলবলকে কেউ ঠ্যাঙানোর ব্যবস্থা করলে তাই নিয়ে কান্নাকাটি করতে হবে। তবে কিষেনজী তো শেষ ঠ্যাঙানিটা লক্ষণের হাতে খাননি-খেলেন তো ঘরের লোকের কাছেই-ভুলে যাচ্ছেন নাকি?

    প্রেক্ষিতটা কেন জানিনা সব সময়েই ঘেঁটে যায়। ইচ্ছে করেই ঘেঁটে দেওয়া হয় কিনা কে জানে!!
  • কল্লোল | 111.63.194.186 | ০২ আগস্ট ২০১৪ ০৭:৩০641625
  • আহা রঞ্জন, কিষণজী যেখানে সেখানে তুলো না। লক্ষণ, ছোট আঙ্গারিয়া নিয়ে ওসব কিষন টিষন চলবে না। কিষন শুধু চলবে নন্দীগ্রাম আর ডেকে এনে এনকাউন্টার করিয়ে দেওয়ায়। পেক্ষিতটা তো বুঝবে!!
    তবে পিটি ভালো ডাক করে।
    "এই কমঃ শেঠ যখন (আপনার লিং অনুযায়ী) স্কুল দেখিয়ে কোটি কোটি টাকা তুলছিলেন তখন তো বাম সরকার! তখন তো উনি দলের সম্পদ! " এই বাউন্সারটি কেমং ডাক কল্লো!! অরে ইংল্যান্ডে পাঠানো হউক।
  • PT | 213.110.243.21 | ০২ আগস্ট ২০১৪ ০৭:৩৮641626
  • ""এই কমঃ শেঠ যখন (আপনার লিং অনুযায়ী) স্কুল দেখিয়ে কোটি কোটি টাকা তুলছিলেন তখন তো বাম সরকার! তখন তো উনি দলের সম্পদ!"

    সেই হাওয়া তুলে হল্লা মাচানো।
    যদি বলি প্রমাণ করুন যে এই টাকা তুলে স্কুল চালানোটা বেআইনি কাজ ছিল তখনই সকলে কেন জানিনা স্বেচ্ছা নির্বাসনে চলে যায়।

    আর লক্ষণকে দেখিয়ে কি ব্যাগড়াপন্থী NGO-দের কাজকম্ম ঢাকাচাপা দেওয়া যাবে নাকি? নাকি ২০১১-র আগের নিরপেক্ষ APDR-এর তিনোর হয়ে চামচাবাজী করা কমিয়ে দেখানো যাবে?
  • কল্লোল | 125.185.159.220 | ০২ আগস্ট ২০১৪ ০৮:১২641627
  • আবার একটা মিথ্যে কথা। APDR কোনকালেই এটা করে নি।
    আরও অনেকের মতো সুজাত সিপিএম-এর বিরোধীতায়, তৃণমূলের পক্ষে বলেছে। সুজাত তখন APDRএর সাধারণ সদস্যমাত্র। কোথাও কোন আলোচনায় সে APDRএর প্রতিনিধিত্ব করে নি।
    বেশ সুন্দর ঘেঁটেছো ভায়া।
    "যদি বলি প্রমাণ করুন যে এই টাকা তুলে স্কুল চালানোটা বেআইনি কাজ ছিল "
    প্রশ্ন স্কুল চালানো নিয়ে নয় - টাকা তোলাটা নিয়ে। সেটাও বেআইনী নয়। কোটি কোটি টাকাতো হলদিয়ার সাধারণ মানুষ তুলে দেয় নি। ঐ যে সব কোংরা হলদিয়ায় ব্যাবসা-ট্যাবসা করে তারাই "স্বেচ্ছায়" দিয়েছে। এই আর কি। তখন বাম্বাবুরা চোখে ঠুলি পরে ছিলেন। এটুকুই।
    এখন তো শুনছি পাপোষের বক্তৃতাও নাকি "বেআইনী" নয়। তার উকিলবাবু বলছেন - এরকম কথা যে বলে সে জানোয়ার। কিন্তু বেআইনী নয়। কেয়াবাত, এতো পিটিকল্যান রাগে আলাপ।

    ব্যাগড়াপন্থী এনজিওরা তাদের কাজকম্মো ঢাকাচাপা দিতে যাবে কেন? তারা তো যা করে ঢাকঢোল পিটিয়েই করে। মেধা কি নুকিয়ে নুকিয়ে সর্দার সরোবরের বিরোধীতা করছিলো? নিয়মগিরির আন্দোলনও তো নুকিয়ে নুকিয়ে হয় নি।
    তারা ফান্ড পেলে সেটা তাদের সরকারী অনুমতি নিয়ে পেতে হয়। লুকানোর ব্যাপারই নেই।
  • কল্লোল | 125.185.159.220 | ০২ আগস্ট ২০১৪ ০৮:১৬641630
  • তবে হ্যাঁ এতোসব ঝগড়া-ঝাঁটি করে লাভ আছে কি? লালু-নীতিশ তো ২০১৬র বার্তা দিয়েই রেখেছে।
    মেলাবেন তিনি মেলাবেন
    ফিফ্রা ও চায়ে মেলাবেন..............
    গলাটি জড়িয়ে গাইবেন
    বাআআবুলো মোরাআআআঅ নৈহারো ছুটোহি যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন