এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৬৬৬৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৩৯421044
  • অর্পন, ধন্যবাদ।:-))
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৪১421045
  • পিটিবাবু, হাজার বছর ধরে বাংলা চর্চার পরেও দেশের ১০% মানুষ বাংলাও ঠিকমতন লিখতে পারে না। (উদা: আমি) সমস্যা তো আছেই।
  • Arpan | 216.52.215.232 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৪৮421046
  • রিমি, বেলকাম। ভিশনের বাংলা কল্লে না? ওটা কি মরীচিকা? ;-)
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৪৯421047
  • আর ইয়ে, অংক চর্চার কথা তো বাদই দিলাম । সেই কোন সত্যযুগ থেকে অংক চর্চা চলছে, শূণ্য থেকে শুরু করে আদি ক্যালকুলাসের জন্ম পর্যন্ত এই ভারতে। অথচ তবু এই বিশাল ভারতের জনসংখ্যার কয় পার্সেন্ট অংক ঠিকমত করতে পারে?
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৫১421048
  • ইশান বলেছে ভিশনের বাংলা স্বপ্ন :-))
    তবে ভাবানুবাদ করতে গেলে মরীচিকাই সুযোগ্য।
  • kd | 59.93.193.39 | ০৫ নভেম্বর ২০০৯ ১১:০৪421049
  • ইস্‌স্‌স্‌, রিমি কেনো যে "ং" টা ঢুকিয়ে দিলো? নাহ'লে বেশ "বাপের বিয়ে", "বাপের বিয়ে" মতন শোনাতো!
    :)
  • kd | 59.93.193.39 | ০৫ নভেম্বর ২০০৯ ১১:৩১421050
  • একটু খুঁটিয়ে দেখলে কিন্তু বেশ ভালো পারসেন্টই পারে। মানে প্র্যাক্‌টিকাল অঙ্ক - যেমন খুচ্‌রো গোনা, ১৪০ টাকা কিলো মাছএর ২০০ কিনলে কত লাগবে, এই সব। হ্যাঁ, বাইনোনিয়াল থিয়োরেম জানে না, এভারেস্টের উচ্চতাও মাপতে পারবে না।

    (এখানের equivalent জানি না, কিন্তু ওখানে বাচ্ছাগুলো ERA ফটাফট কষে ফ্যালে, এদিকে স্কুলে অঙ্কে ঝাড় খায়)।

    আমার মনে হয়, কোন শিক্ষা দেওয়া হবে, কখন কতদূর দেওয়া হবে না ভেবে ভাবা উচিত 'শিক্ষা'টি interesting কিনা ঐ শিশুটির কাছে, সে সেই শিক্ষা কতটা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারে। পারলেই সে উৎসাহ পাবে, নিজে নিজেই আরও শিখতে চাইবে - বাপমাএর ধ্যাঁতানির জন্যে না (যাদের তেমন বাপমা নেই, তাদের জন্যে)। একটা বাচ্ছাকে 'দেবতার গ্রাস' মুখস্থ করাতে প্রাণ বেরিয়ে যায়, এদিকে সে নিজেনিজেই অনায়াসে 'ইকিড় মিকিড়' কন্ঠস্থ করে ফেলে।

    আমি ঠিক গুছিয়ে বলতে পারলুম না, কিন্তু তোমরা এই লাইনে যদি একটু ভাবো, আর লেখো, ভালো লাগবে।
  • PT | 203.110.246.230 | ০৫ নভেম্বর ২০০৯ ১২:৩৯421051
  • সব শিক্ষা বাচ্চার ইচ্ছের ওপর ছেড়ে দিলে সে ষাট বছর বয়সেও শুধু ইঁকড়ি-মিকড়ি-ই আওড়াতে থাকবে।
  • PT | 203.110.246.230 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:২৭421052
  • ----তবে বাচ্চাকে একবারে দেবতার গ্রাস না শিখিয়ে আগে ""তালগাছ এক পায়ে দাঁড়িয়ে"" শেখালে সে ক্রেমে ক্রেমে দেবতার গ্রাস-ও শিখে যেতে পারে।
  • r | 125.18.104.1 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:৪৯421054
  • রিমির ভিশন আমারও ভিশন। প্রজেক্ট চার্টার এবং ফাংশনাল স্পেক বাংলায় লেখা হচ্ছে, সেগুলো রিভিউ করার সময় হুমদো লালমুখো ক্লায়েন্ট চলন্তিকা কনসাল্ট করছে, কন কল শুরু হলেই সবাই সবাইকে সুপ্রভাত বা শুভ সন্ধ্যা বলছে, দুর্গাপূজায় ক্লায়েন্টের অফিস বন্ধ থাকছে, পাড়ায় পাড়ায় বাংলা শেখার অসংখ্য জালি স্কুল খুলেছে, সুদূর গ্রিনল্যান্ডে প্লেন থেকে নামতেই এক এস্কিমো স্লেজ ছেড়ে এগিয়ে এসে বলল- "কোথায় যাবেন স্যার?" এবং অনসাইটে থাকলে বিজয়ার দশমীর পরে আমি শাড়িপরা বিল্লিনারীদের সাথে কোলাকুলি করছি। ;-))
  • dipu | 207.179.11.216 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:৫১421055
  • :-)))))
  • san | 121.50.4.240 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:৫২421056
  • স্যার বলবে কেন? মহাশয় বলবে :-)

    আর ইয়ে, ক্যাটউয়োম্যান আর ক্যাটখুকী কি ঠিক এক ? :-)
  • san | 121.50.4.240 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:৫৪421057
  • এবং প্রতিদিন সুপ্রভাত না বলুক আম্রিকান ক্লায়েন্ট আমাদের হোলি মুভারখ বলেছে এবছর। সত্যি সত্যি।
  • dipu | 207.179.11.216 | ০৫ নভেম্বর ২০০৯ ১৩:৫৬421058
  • পাইকপাড়ায় জল জমলে বারো ঘন্টার প্যারিস বন্ধ ডাকা হচ্ছে।
  • Arpan | 216.52.215.232 | ০৫ নভেম্বর ২০০৯ ১৪:১৬421059
  • ইউ মিন অফশোরে থাকলে?
  • Arpan | 216.52.215.232 | ০৫ নভেম্বর ২০০৯ ১৪:২০421060
  • "হুমদো লালমুখো ভেন্ডার' এবং 'দুর্গাপূজায় ভেন্ডারের অফিস বন্ধ থাকছে' এইমত হবে না?
  • lcm | 69.236.169.24 | ০৫ নভেম্বর ২০০৯ ১৪:৫৩421061
  • বাংলা, বাংলা.... কস্টকো-তে পাইকিরি রেটে বাংলা বোতল... বাড, হাইনিকেন, স্মার্নফ..রা সব বিলুপ্তির পথে। কেউ কেউ রিব্র্যান্ড করছে।

    কিন্তু, এই ছোকরা এই বাজারে উল্টো দিকে যেতে চায়, ইংরিজি শিখতে চায়, পাগল আর কাকে বলে -
    http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Bright-techies-fail-to-crack-language-code/articleshow/5197995.cms
  • PT | 203.110.246.230 | ০৫ নভেম্বর ২০০৯ ১৫:০৬421063
  • @ lcm

    আমার আগের পোস্টিংগুলো যদি আরেকবার দেখেন দয়া করে। আমার ইচ্ছাতে হলে ছাত্রটির সিক্স থেকে ইংরিজি শেখার কথা। Master degree করতে এসে কেউ ইংরিজি না জানলে অন্যকোন সমস্যা আছে। আমদের সময়ে যা:বি:-তে first year science student-দের ও বাংলা এবং ইংরিজি পড়া বাধ্যতামুলক ছিল। english medium-থেকে আসা ছাত্রদের দুটো ইংরিজি course নিতে হত।
  • kd | 59.93.193.39 | ০৫ নভেম্বর ২০০৯ ১৫:৪২421065
  • PT, আপনি পন্ডিত লোক, Humboldt fellow (আমি ওটা কী না জানলেও আপনার লেখার ধরনে বুঝেছি বেশ একটা ঘ্যাম ব্যাপার), যা বলছেন, নিশ্চয়ই ভেবে চিন্তে গবেষণা করেই বলছেন। দেখুন কত সহজে এক কথায় একটা ভার্ডিক্ট দিতে পারলেন।
    এই জন্যেই তো আমি পন্ডিত মানুষদের এত শ্রদ্ধা করি, আপনাদের কাছে কত কী শেখা যায়। আমি নেহাৎ ই মুখ্যু মানুষ, Humboldt কেন, 'হামবড়াই' ফেলো'ও হতে পারিনি - তাই আপনার মতো পন্ডিতের আসরে ভুলে মুখ খুলে আন্‌সান বকে ফেলেছি।
    :(
  • Ishan | 12.163.39.254 | ০৫ নভেম্বর ২০০৯ ২০:৩৯421066
  • আরে। ভাব সম্প্রসারণ এরকমই হয় তো।

    ভিশন = স্বপ্ন দেখা।
    অকারণে সময় নষ্টে ক্ষান্ত দিয়ে বিদায় নেওয়া = প্রচুর পোস্ট করে চলা।

    ইত্যাদি। :)

    বাকি কথা পরে কইছি।
  • aka | 168.26.215.13 | ০৫ নভেম্বর ২০০৯ ২১:২২421067
  • ঈশান যেকোন বিষয়ের ক্ষেত্রে

    ১। ইংরিজিতে পড়ালে

    n জন মাস্টারমশাই থাকলে তাদের স্যালারি যদি x হয় তাহলে টোটাল খরচ nx। এখানে অ্যাজাম্পশানটা হচ্ছে মাস্টারমশাইদের ইংরিজিতে কোন বিষয় পড়াতে ট্রেনিং লাগবে না কারণ তাঁরা নিজেরাও ইংরিজিতে পড়েছেন।

    অতএব টোটাল খরচ nx

    ২। অন্য ভাষায় পড়ালে

    ধরা যাক m খানা বই অনুবাদ করতে হবে ইনিশিয়ালি। প্রতি বই অনুবাদে খরচ ধরা যাক y

    অনুবাদ বাবদ খরচ = my

    আর সিম্পলিসিটির জন্য ধরা যাক পড়ানোর খরচ = nx
    অতএব টোটাল খরচ = nx+ my>nx

    তোমার মডেলের সমস্যা হচ্ছে ওখানে দ্বিতীয় ক্ষেত্রে পড়ানোর খরচটা নেই।

    ধরা যাক K সংখ্যক ভাষায় অনুবাদ করতে হবে। সেক্ষেত্রে K খানা ভাষায় অনুবাদের ও পড়ানোর মোট খরচ = nx + Kmy

    সব মিলিয়ে বেশি খরচ হল = Kmy = মোট ভাষার সংখ্যা x প্রতি বই অনুবাদের খরচ x যত সংখ্যক বই অনুবাদ করা হচ্ছে।

    এবারে এর সাথে প্ল্যানিং, রিসোর্স অ্যাভেইলিবিলিটি আনুষঙ্গিক আরও অনুবাদ ইত্যাদি আছে।

    আর তার সাথে প্রশ্ন হল, ধরা যাক প:ব:য়েই সরকারী কাজকর্ম কোন ভাষায় হবে?
  • aka | 168.26.215.13 | ০৫ নভেম্বর ২০০৯ ২১:২৭421068
  • আইডিয়ালি যতগুলো ভাষা ততগুলো ভাষায় সরকারী কাজকর্ম করতে পারা উচিত।
  • Arpan | 204.138.240.254 | ০৫ নভেম্বর ২০০৯ ২১:৩৯421069
  • ভাষা আর ডায়ালেক্টে তফাৎ আছে। তবে বাকিটা একমত।
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:২৬421070
  • ১ নং এ উচ্চশিক্ষার জন্য ভালমতন ইংরাজী শেখানো, সেটার খরচ টা আসবে না ?
    nx টা তো বিষয়টা পড়ানোর খরচ। সেটা তো দুদিকেই আছে এবং কাটাকুটি হয়ে যাচ্ছে।

    আর সরকারী কাজকম্ম বাংলায় হোক না।
    ঐ হিন্দি অফিসারের পোস্ট নিয়ে একটা পোস্ট করেছিলাম ... ওরকম একজন ইংরাজী আফিসার রাখলেই তো হল।
    উ:ভারতের রাজ্যগুলিতে তো কাজকম্ম যদ্দুর জানি হিন্দিতে হয়, এবার ওখানে হিন্দিতে কাজ হচ্ছে হিন্দী রাষ্ট্রভাষা বলে নয়, বরং ওখানকার আঞ্চলিক ভাষা বলে, তাহলে ? এই রাজ্যগুলির সাথে প:ব: এর সরকারী কম্যুনিকেশন এখন কিভাবে হয় ? ওখানকার হিন্দী কাজকম্ম ইংরাজীতে অনুবাদ হয় নিশ্চয়। প:বঙ্গেও তাই হবে।
  • aka | 168.26.215.13 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৭421071
  • পাই, উচ্চশিক্ষার জন্য ইংরিজি ছাড়া গতি নেই। কারণ ইংরিজি অলরেডি গ্লোবাল ল্যাঙ্গোয়েজ। নেচার বাংলা ভাষায় পাবলিশড হবে না। সে আমরা যতই চাই।

    সরকারী কাজকম্মো বাংলায় কেন? নেপালীতে নয় কেন?
  • Ishan | 12.163.39.254 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৮421072
  • ভ্যাট। দ্বিতীয় ক্ষেত্রে পড়ানোর খচ্চা nx + my হবে কেন? আমি তো শুধু অনুবাদকদের পড়াবো। অনুবাদকদের সংখ্যা যদি n1 হয়, তাহলে n1 টোটাল খচ্চা হল n1x + my

    অ্যাজামপশন হল n1, n এর চেয়ে অনেক অনেক কম। দেশের ছাত্রসংখ্যা কুড়ি কোটি, আর অনুবাদক ১, ২ লাখ লাগবে। সেই জন্য উহা নগণ্য বলিয়া উপেক্ষা করা যায়।
  • aka | 168.26.215.13 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৪১421073
  • ও: শুধু ইংরিজি পড়ানোর খরচ? সে সবাইকে পড়াতে হবে। না পড়িয়ে কোন উপায় নেই। নইলে নেচারকে বাংলা ভার্সন বের করতে বলতে হবে। গ্লোবাল ট্রেড বলে কিছু থাকবে না। ইত্যাদি ইত্যাদি।
  • ri mi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৪২421074
  • ইশান, :-))))) তক্কো করে সময় নষ্ট করব না বলেছিলাম তো। তক্কো তো আর করছি না, একেবারে একমত হয়ে গেছি তো সকলের সঙ্গে :-))
  • pi | 128.231.22.89 | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৪৩421077
  • আর রিমিদির আইডিয়ালের এক্সট্রাপোলেশনটা কিছু বুঝলাম না। আমার মাতৃভাষা বাংলা বলে আইডিয়াল কেসে আমি উচ্চশিক্ষা বাংলাভাষায়
    করাকে আইডিয়াল মনে করবো বললে আইডিয়াল কেসে মাতৃভাষা যার
    ইংরাজী সেও বাংলা ভাষায় গবেষণা করবে এরকম দাবী করা হয় বুঝি ? :)
    তাহলে বাংলা ভাষা কিচ্ছু বুঝি না :(

    তোমার আইডিয়ালের আইডিয়াল মডেলে ভাষা টা জাস্ট বাংলা থেকে ইংরাজী করে দাও।
    ভিশন নয়। এখন ই ভীষণভাবে বাস্তব। এই যে ইংরাজী কারুর মাতৃভাষা বলে পৃথিবীর সব্বাই সেই ভাষায় গবেষণা করবে। সেটা ক্ষমতার ভাষা ।

    ভাষাটা বাংলা হলে সেই আইডিয়ালটা কতটা হাস্যকর লাগে সেটা বুঝি, খিল্লি, খোরাক করি আর ভাষাটা ইংরাজী হলে বলি এটা প্র্যাকটিকাল। তাহলে এখনকার প্র্যাকটিকালটা সিচুয়েশনটাই হাস্যকর। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন