এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৫৭২৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Partho | 202.177.144.3 | ০৬ নভেম্বর ২০০৯ ১৭:৪৭419788
  • যদিও কিছুটা অপ্রাসঙ্গিক তাও আমার এক অভিজ্ঞতার কথা বলছি। দিন কয়েক আগে আমার এক ছোটবেলার বন্ধু পাপ্পুর সঙ্গে দেখা। পাঞ্জাবি পরিবার, আগে আমাদের পাড়ায় থাকত , এখন আলিপুরে থাকে।তার কাছে খবর পেলাম সে গত বছর মুম্বাইএ গিয়ে নিটুর সঙ্গে দেখা করেছে। নিটুও পাঞ্জাবি পরিবারের,আটের দশকের শেষে ওরা কলকাতা ছেড়ে চলে যাবার পর কোনরকম যোগাযোগ নেই। আমরা সবাই আমাদের মধ্য কলকাতার পাড়ায় আড্ডা মেরেছি কতদিন।তা পাপ্পু বলে কিনা - নিটু ওকে দূর থেকে দেখে চিনতে পেরে চেঁচিয়ে পরিষ্কার বাঙলায় বলে উঠেছিল- আরে মামা তুই এখানে! নিটু বাঙলা একটুও ভোলেনি, ওর সঙ্গে সারাটা সময় বাঙলায় কথা বলেছে।
    আসলে তখন কলকাতায় বাঙলার চল ছিল আনেক বেশি, নিটু পড়েছে সেন্ট জেভিয়ার্সএ আর পাপ্পু পড়ত সেন্ট জেম্‌সএ (সাতের দশকের কথা), অথচ বাঙলায় ওরা ছিল সাবলিল। এটা কিন্তু আজ ভাবতেও পারা যায় না। এখন চার পাঁচ জনের আড্ডায় একজন অবাঙালী থাকলেই আড্ডার ভাষা হিন্দি হয়ে যায়। কম বয়সীদের মধ্যে কর্মক্ষেত্রর কথা ত ছেড়েই দিলাম পাড়ায় আড্ডা মারার সময়ও দেখেছি হিন্দির প্রবল আধিক্য। দারুন যন্ত্রনা হয় যখন দেখি কলসেন্টার মার্ফত আসা ইনসুরেন্স কোম্পানীর ফোনে আমায় কথা বলতে হচ্ছে এমন এক হিন্দী ভাষীর সঙ্গে যে বাঙলা বা ইংরেজি কিছুই জানেনা। আমার কাছে এমন উদাহরণও আছে - বাঙালি পরিবারের সন্তানকে স্কুলে বাবা মা ইংরেজী মাধ্যমের স্কুলে সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে হিন্দি পড়াচ্ছে -চাকরী জীবনে সুবিধে হবে বলে -ভাবতে পারেন!
    আমাদেরও কিছু গলদ আছে। আমি দেখেছি - গুজরাটে , কর্নাটকে ইলেক্ট্রিসিটির বিল আসত স্থানীয় ভাষায়, আমাদের এখানে কিন্তু WBSEBর বিল চিরকাল ইংরেজীতেই আসে।
    একটা খবর জানেন কি? বারো সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় বাঙলা দুশো নম্বরের বদলে একশো নম্বরে হয়ে যাবে। আমি অবশ্য এটা সমর্থন করছি - কারন মাধ্যমিকে বাঙ্‌লার সিলেবাসে অযথা
    অত্যাধিক চাপ রয়েছে যা ছাত্রছাত্রীদের অনেককেই বাঙলা ভাষার প্রতি বিরুপ করে তোলে।
  • aka | 168.26.215.13 | ০৬ নভেম্বর ২০০৯ ১৯:৩১419789
  • পিনাকি, চীনে কলোনি হয় নি। ভারতে হয়েছে। ইংরেজ ভারত দখল করে ভুল করেছে। কিন্তু আমার পক্ষে ১৭৫৭ সালে ফিরে যাওয়া সম্ভব নয়। আমার দাদু শিখেছেন হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স, আমার বাবা মাও তাই শিখেছেন, আমায় যে মাস্টারমশাই পড়িয়েছেন তিনিও তাই শিখেছেন খুব স্বাভাবিক আমিও তাই শিখেছি। তাই আমার উদস্থৈতিক কূট খুব ভজঘট লাগে। এটাকে আন্ডু করে আমার ছেলেকে আমি হঠাৎ করে উদস্থৈতিক কূট শেখাব কেন? উল্টোদিকে এই ফ্যাক্টকে অস্বীকার করাটাই আমার কলোনিয়াল হ্যাংওভার বলে মনে হয়।

    স্বীকার করতে অসুবিধা নেই, আন্তর্জাতিক বাজারে ভারতের ফুটপ্রিন্ট যেকটা কারণে খুব বড় তারমধ্যে একটা হল ইংরিজি। কলোনির বিস্তারে ভারতের আর যাই হোক ইংরিজি শিক্ষা আখেরে লাভেরই হয়েছে। আজকের যুগে ইংরিজির গুরুত্ব (আমি সুপিরিয়রিটিই বলি) অনস্বীকার্য। কল সেন্টারই হোক আর সফটওয়ারে নিজের বাজার তৈরির জন্যই হোক চীন এটা ঠেকেই শিখেছে যে ইংরিজি না শিখলে চলবে না। চীনে যতদূর জানি ক্লাস থ্রি থেকে ইংরিজি চালু হয়েছে। আমি বহু চাইনিজকে নিজেদের দূর্বল ইংরিজির জন্য আক্ষেপ করতে দেখেছি।
  • Arpan | 216.52.215.232 | ০৬ নভেম্বর ২০০৯ ১৯:৪৪419791
  • * নির্বাচন কেন্দ্রে
  • Arpan | 216.52.215.232 | ০৬ নভেম্বর ২০০৯ ১৯:৪৪419790
  • এদিকে বেলগাছিয়া পূর্ব নির্বাচনে রমলা চক্রবর্তী ভোটারদের যে আবেদনপত্র পাঠিয়েছেন সেইটি ঝকঝকে ইংলিশে লেখা। বোঝো!
  • Ishan | 12.163.39.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:২৭419792
  • ধুত। আমি পড়েছি বর্ণপরিচয়, শিখেছি উদস্থৈতিক কূট, আমার বন্ধু ভাই বেরাদর চোদ্দোগুষ্টি শিখেছে বৃত্তের পরিসীমা, ইংরিজি বলতে গেলে আমাদের গুষ্টির সব ব্যাটারই জিভ জড়িয়ে আসে, পড়তে গেলে বাংলার ডবল সময় লাগে, আমাদের বাংলা ইশকুলের ইংরিজি মাস্টররা কেউ টানা ইংরিজিতে কথা বলতে পারতেন না, এখনও পারেন না, এবং এটা আমি না বাংলার ৯০% মানুষের ঘটনা, লার্নিং ইংলিশের আগের ঘটনা, -- এটা ফ্যাক্ট নয়?

  • Samik | 122.162.75.14 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:৫৬419793
  • আমি এই গ্রুপে আছি। তিন খন্ডে ঘনাদা সমগ্র পড়ে ফেল্লাম তিন মাসে, কিন্তু সী অফ পপিজ কেনার দশ মাসের মাথাতেও একশো পাতা পড়ে উঠতে পাল্লাম না। :-)

    আর ইয়ে, মাছ ইন্ডাস্ট্রিটা এক্ষেপশনাল। ভুবনেশ্বরের মার্কেটে তো বটেই, এমনকি মেলবোর্নের মাছের আড়তেও আমি মাছওলাদের বাংলায় হাঁকডাক করতে দেখে এসেছি।
  • r | 115.117.212.219 | ০৬ নভেম্বর ২০০৯ ২১:৫৯419794
  • আমারে বইটা গিফ্‌ট করে দ্যাও বরম।
  • Arpan | 204.138.240.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:০০419795
  • মাঝে আমারে পাঠাইও। আমি কলকাতা পাঠাইয়া দিমু।
  • Ishan | 12.163.39.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:০১419796
  • আর ভিশন বুঝতে আমি টই পড়ে যা বুঝলাম, যে, পৃথিবীতে মেনলি জীবিকা মানে হল একমাত্র আইটি ইন্ডাস্ট্রি, যোগাযোগ মানে হল একমাত্র কঙ্খল, পড়াশুনো মানে হল একমাত্র ইঞ্জিরি, বাকি সব ধুর এবং অবসলিট। তাঁহারাই এখন বা-বু, অর্থাৎ কিনা বাঙালি বুদ্ধিজীবী, যাঁরা ইংরিজি মাধ্যমে শিক্ষালাভ করেন, শৈশবে বিড়াল ও যৌবনে আপামর কলকাতাবাসীকে ক্যাট বলেন। তাঁরা প্রত্যহ পান চিবুতে চিবুতে সেক্টর ফাইপ যান ও মধ্যরাত্তিরে বিলাতের সগে ইঞ্জিরিতে বার্তালাপ করে জগৎ উদ্ধার করেন। ম্লেচ্ছ ভাষাসুধার দিব্যজ্যোতি তাঁদের সর্বাঙ্গ দিয়ে ফুটে ফুটে বেরোয়।

    আর এই অভ্যাসের বাইরে যারা, তারা মূলত: অনার্য। শুদ্দুর। তাহারা ডালভাত খায় ও বাংলায় ভাবে। এরা মৃতপ্রায় ও ঝেঁটিয়ে বিদায় করার যোগ্য। এদের নিয়ে যাঁরা কথা বলেন, তাঁরা মূলত: বাঙলা কথা, অর্থাৎ ফালতু কথা বলেন, যা নি:সন্দেহে খিল্লিযোগ্য। সন্দীপনীয় পরিভাষায় সেইসব কথাকে বা-লের কথা, অর্থাৎ কিনা বাঙালি লেখকের কথা বলা হয়ে থাকে।

    জয় বাংলা। :)
  • Arpan | 216.52.215.232 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:০২419798
  • বাংলার ৯০%-এর ঘটনা হইলেও তোমরা দুজনেই ১০%-এর মধ্যেই পড়।
  • Ishan | 12.163.39.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:০৯419799
  • এখন সে নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একদা পড়তাম না।
  • Sibu | 74.125.59.49 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১১419800
  • আচ্ছা, ৯০% লোক অনার্য্য/শূদ্র হলে আপত্তি কোথায়? সবই মাথা বা সবই পা হলে চলবে কি করে? বা বৃত্তের সব বিন্দুই কেন্দ্র বা সবই পরিধি হলে ... :)!!
  • r | 115.117.212.219 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:১৯419801
  • আমি একদম ছোট্টোবেলা থেকে ১০%। হাতেখড়িতে টয়েনবীর ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার ছুঁয়েছিলুম। ছ বছরে মিডসামার নাইট্‌স ড্রিম শেষ করি। ক্লাস নাইনে ফিনিগান্‌স ওয়েক নিয়ে একটা ছোটো প্রবন্ধ নামালুম। কলেজে উঠে প্রথম আবোলতাবোল পড়ি। ইউনিভার্সিটি যাওয়ার পর পথের পাঁচালী। এবার ভাবছি গোরা ধরব।
  • Arpan | 204.138.240.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:২০419802
  • আমিও তাই।

    তো, কালের ফেরে ইংরেজি এমন একটি শিক্ষা যা দিয়ে ৯০% থেকে ১০%-এ আসা যাচ্ছে। জন্মসূত্রে যে যে বর্ণে জন্ম সেখান থেকে বেরিয়ে আসতে পারছে। মানছ এটা?
  • Arpan | 216.52.215.232 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:২১419803
  • * শিক্ষাসূত্রে
  • dd | 122.167.27.178 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:২৬419804
  • র বাবুর সাতে হামার স্লাইট স্লাইট মিল আসে।

    টোমাডের ব্যাফার ডিফারেন্ট। হামরা ২%। এলিট।

    টো ?
  • Ishan | 12.163.39.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:৩৯419805
  • অপ্পনকে দুটো পয়েন্ট।

    ১। পুরোটা বেরিয়ে আসতে পারিনি। আমি ইংরিজিতে এখন ফরফরিয়ে বাতচিত করতে পারি, বইপত্তর পড়ে রসাস্বাদন করতে পারি, কিন্তু লিখতে পারিনা। অরুন্ধতী রায়ের মতো ইংরিজি লিখতে হলে আমার প্যান্টুল হলুদ হয়ে যাবে। ওটা বাংলায় পারি বা পারতে পারি, কিন্তু এঞ্জিরিতে অসম্ভব। বেশিরভাগ এলিটেরই এই ব্যাপারে একই কেস হবে। :)

    ২। এবং একে তো এই ১০% আসলে আন্তর্জাতিক বিচারে এলিট নন। অরুন্ধতীরা সর্বদাই ওখানে টেক্কা দেবেন। তার উপরে ৯০% থেকে এই ১০% তে আসাটাও একটা খুড়োর কল। সক্কলে মন দিয়ে পড়লে কেলাসে ফাস্ট হবের মতো। যেটা অসম্ভব।
  • Ishan | 12.163.39.254 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:৪৩419806
  • উফ। আরেকটা পয়েন্ট মিস করে গেছি।

    তিন। শুদ্দুর এবং বামুন, এই বর্ণাশ্রম প্রথাটাতেই আমার তুমুল আপত্তি। নৈতিক। এবং যেহেতু নৈতিক, অতএব, বা-বুদের, বিশেষ করে যাঁরা বর্ন অরুন্ধতী রায়, তাঁদের খিল্লিযোগ্য। :)
  • r | 219.64.68.10 | ০৬ নভেম্বর ২০০৯ ২২:৫৮419807
  • ইজ বর্ন-আশ্রম সামথিং লাইক বর্ন-ফ্রি?
  • Arpan | 122.252.231.12 | ০৬ নভেম্বর ২০০৯ ২৩:৩০419809
  • বর্ণ = সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের মাপকাঠি

    ওসব অরুন্ধতী রায়টায় আমাদের জেনারেশনে হল না। পরের জেনারেশনে হতেই পারে। ব্যস।
  • Du | 65.124.26.7 | ০৭ নভেম্বর ২০০৯ ০০:৩১419810
  • তখন সন্দীপন টন্দীপন হবে না। এই আর কি।
  • Bratin | 117.194.96.199 | ০৭ নভেম্বর ২০০৯ ০০:৩৫419811
  • বোঝো ..... :-)))
  • Ishan | 12.163.39.254 | ০৭ নভেম্বর ২০০৯ ০১:৩২419812
  • পরের জেনারেশনে আমাদের ছানারা পরিপূর্ণ দ্বিভাষিক হয়তো হবে। আমাদের ছানাদের জন্য আছে উন্নততর শিক্ষাব্যবস্থা। একদিকে হেরিটেজ, অন্যদিকে ইন্টারন্যাশানাল ইশকুল। আলাদা করে তৈরি করা দ্বিভাষিক পরিবেশ।

    কিন্তু একটা গোটা জেনারেশন তো আইটিওলা আমরা নই। বরং বেশিরভাগটাই নন-আইটিওলা আমাদের ছেলেবেলার মতো। এদেরকে মাসে পাঁচ-সাত-দশ-কতো জানিনা হাজার টাকার ইশকুলে দিয়ে দেশজুড়ে এই পরিবেশ রেপ্লিকেট কত্তে পারবেন কমরেড?

    নৈতিক আপত্তি কথা বাদই দিলাম নাহয়।
  • aka | 168.26.215.13 | ০৭ নভেম্বর ২০০৯ ০৩:৩৩419813
  • এই হাজার হাজার টাকার স্কুলের কথা কে বলেছে? আমার দাদা তো এক কেলাস থেকে ইংরিজি পড়েছে এত টাকা লাগে নি তো। অরুন্ধতী রায়ের মতন লেখার কথা ভাবতেই পারছি না। শুধু শুদ্ধ ইংরিজি লিখতে চাই আর পড়ার অভ্যেস তৈরি করতে চাই।

    কানে হেডফোন, ক্লাসরুমে টিভি এসব শুধু ইংরিজি নয় যেকোন সাবজেক্টেই কাজে লাগে। সেটার কথা বলাই হচ্ছে না। তবে হ্যাঁ সেটাই লক্ষ্য। মানে কোন একদিন সেই দিকেই যাওয়া উচিত। তবে আপাতত ক্লাস ওয়ান থেকে প্রথাগত পদ্ধতিতে ইংরিজি পড়ানো শুরু হোক। আর সেটা যে শুরু হয়েছে দ্যাট ইজ গুড। এবারে সার্বিক উন্নয়নের সাথে সাথে সরকারের উচিত ঈশান যেভাবে বলছে সেই ভাবে কারিকুলাম গুলোকে উন্নত করে তোলার দিকে নজর দেওয়া। শুধু ইংরিজি নয় অংক, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, জীবন বিজ্ঞান ইত্যাদি সমস্ত সাবজেক্টের দিকেই নজর দিতে হবে। সবগুলোই ঘেঁটে আছে।

    এর মধ্যে কোন বৈষম্য টৈষম্য নাই। বরং উল্টো।

    টাকা বেশি থাকলে, ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ থাকলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আগেও বেশি ছিল এখনো থাকবে। আমাদের জমানায় এর সাথে জুড়েছিল লার্নিং ইংলিশ। সেটা তুলে দিয়ে একটা বৈষম্য কমানো গেছে। আর চাষার ছেলেও যাতে কোন একদিন কম্পিউটার ওয়ালা হতে পারে সেই অপশনটা খোলা রাখা গেছে। নইলে তো ইংরিজি না জানা চাষার ছেলে দারোয়ানও হতে পারবে না। (ল্যাদোষদার লিংক)।
  • nitai | 152.19.193.183 | ০৭ নভেম্বর ২০০৯ ০৫:৫৭419814
  • 'ছ বছরে মিডসামার নাইট্‌স ড্রিম শেষ করি। ক্লাস নাইনে ফিনিগান্স ওয়েক নিয়ে একটা ছোটো প্রবন্ধ নামালুম। '

    r ১০ পারসেন্ট এর আগে একটা ডেসিমাল পয়েন্ট আর দুটো ঢ্যাড়া বসাতে ভুলে গেছেন। না, এ ক্ষেত্রে 'লাখে এক' টাও আন্ডর এস্টিমেশান লাগছে।
  • nitai | 152.19.193.183 | ০৭ নভেম্বর ২০০৯ ০৬:৩৫419815
  • ধরা যাক, স্বপ্ন পুরণ হল। এক ধার সে সব বই অনুবাদ হয়ে গেল, চাকরী বাকরী তেও কোন প্রবলেম থাকল না। তবুও কিন্ত দুটো আলাদা শ্রেনী থাকবে, কারণ ফিনিগান'স ওয়েক এর ওপর কেলাস নাইনে এসে নামনো বালক তার সন্তান কে যখন তার কাল্‌চারের পুজি পাস ওন কর্বেন, সেখনে অবশ্যই শেক্ষপীর রয়েছে, জয়েস রয়েছে, প্রচুর প্রচুর ইংরেজী রয়েছে। ঐ 'আইডিয়াল' স্টেটে সন্তান টি এই বিদেশী ভাষা নিয়ে কোন এডভান্টেজ পাবে না ঠিক ই, কিন্ত একটা সাংস্কৃতিক বৈষম্য থেকেই যাবে। আমার দেখা এক বিহার এর গ্রাম থেকে একেবারেই ইংরেজি না পড়া জনতা যখন কলেজে অন্যদের সাথে ক্লাম্পড হয়, তখ্‌ন যেমন থাকে,আর তার অনেকটাই একটা ভাষা না জানাকে কেন্দ্র করে। যদিও ছেলেটির কেরিয়ারে , পরীক্ষায় , কোনদিন কোন অসুবিধা হয়নি এ কারনে , তবুও কালচারালি তার সেগ্রেগেশানের অনুভূতি টা সত্যি। এটা একট ট্রিভিয়াল পয়েন্ট হলেও পয়েন্ট।
    এখানে জবাব হতে পারে যে ভারাতের বিভিন্ন জায়্‌গায বিভিন্ন কারনে এই সেগ্রেগেশান ফিলিং টা আসতে পারে। শাস্ট্রীয় সংগীতের আলোচনার আসরে আমার মনে হতে পারে আমি ব্রত্য, গুরু র ধাধার টই য়ে গিয়ে মনে হতে পারে আমি খুব বোকা, কি করা যাবে? কিন্ত ভাষার বিভেদ টা এই উদাহরন গুলোর থেকে কেন গুণগত ভাবে আলাদা, সেটা পরে বলছি।
  • Arpan | 122.252.231.12 | ০৭ নভেম্বর ২০০৯ ১০:৪২419816
  • আজ্জোর সাথে ক।
  • Arpan | 122.252.231.12 | ০৭ নভেম্বর ২০০৯ ১০:৪৫419817
  • আর ঈশান আগামী দিনে দুশো টাকার মাইনের স্কুলে এই পরিবেশ হবে না কেন। সেইটাই তো ভীষণ ভিশন হওয়া উচিত!
  • Arpan | 122.252.231.12 | ০৭ নভেম্বর ২০০৯ ১৪:৪১419818
  • পার্থ, কর্ণাটকে ইলেক্ট্রিক বিলে কন্নড় ও ইংরেজি দুইই থাকে। নতুন বিল এল কালই।
  • Partho | 59.93.204.183 | ০৭ নভেম্বর ২০০৯ ২২:১২419820
  • আমি বেশ কয়েক বছর অগের কথা বলছিলাম , এখন কি রকম বিল আসে তা জানি না। তবে WBSEB র বিল-এ কিন্তু বাঙলা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন