এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৫৭২৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ০৭ নভেম্বর ২০০৯ ২৩:৪২419821
  • যাব্বাবা আজ্জো আসল কথাটাই তো এড়িয়ে গেল। মাতৃভাষায় উচ্চশিক্ষা হওয়া উচিত কি উচিত নয়। নইলে আর আপত্তির কি আছে?

    অপ্পনকে পরে লিখছি।
  • rimi | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:০৯419822
  • এব্যপারে পিটি তো রায় দিয়েই দিয়েছেন। উচ্চশিক্ষা হওয়া উচিত ইংরিজিতেই। তবে ইংরিজি শুরু হবে ক্লাস সিক্সে, ঐচ্ছিক হিসেবে। আর বিএসসির পরে ইংরিজি কম্পালসারি হয়ে যাবে। কারণ বিএসসি অবধি যারা যাবে তারাই উচ্চশিক্ষা করবে।

    এভাবেই একদিন ভারত ভুরি ভুরি নোবেল ঘরে আনবে।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:১৩419823
  • আমার পোস্টের আগের পোস্টে এসব প্রশ্ন ছিল না তো। তাই সেটা নিয়ে কিছু বলি নি। কি চাই তাই বলেছি।

    না: মাতৃভাষায় উচ্চশিক্ষার কোনই ইন্সেটিভ নেই। যেমন আছে দিব্যি আছে। উচ্চশিক্ষা গ্লোবাল ল্যাঙ্গোয়েজেই হওয়া ভালো। সে তো প্রথম থেকেই বলছি।

    তুমিই বরং এড়িয়ে গেলে ইংরিজিকে সুপিরিয়র ল্যাঙ্গোয়েজ বলা আর জর্জ বুশকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বলা একই কেন। বললে সেটা যে নয় এটা প্রমাণ করার দায়িত্ব নাকি আমার। এবং কেন মাতৃভাষায় উচ্চশিক্ষা হওয়া আইডিয়াল? এই দুটোই প্রশ্ন।
  • ss | 122.167.9.154 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:১৫419824
  • যা: বাব্বা।
    আমি তো কেলাস এইট পাসকেই "উচ্চশিক্ষিত" ভাবতেম। অ্যাদ্দিন। অ্যাতোকাল।

    তাইলে আমি, আমি, উচ্চোশিখখিতো নই? নই ? না:

    হা কপাল।
  • dipu | 59.164.189.232 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:১৮419826
  • ডিডি ss টাইপেছেন :-)
  • dd | 122.167.9.154 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:১৮419825
  • ss নয় ওটা dd। মাইরি।
    উফ।

  • dd | 122.167.9.154 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:২০419827
  • দিপু
    আরেদ্ধুর। আরো কতো খারাব হতে পাত্তো।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:২৭419828
  • ধুত আজ্জো সবকিছু গুলায়ে ফেলছে। জর্জ বুশ টর্জ বুশ প্রমাণ করতে বলিনি। আমি লিখেছিলাম : "আমার নিজের ভাষায় উচ্চশিক্ষা হবেনা বললে কেন হবেনা সেটা প্রমাণ করার দায় বক্তার, আমার নয়।" সেইটা অবশ্যই প্রমাণ করার দায়িত্ব লেখকের। আমার নয়।

    দুই নং কথা হইল, বাংলা ভাষাটাই আস্তে আস্তে ফেজ আউট করে দিলে হয়না? ভাষাটা রাখার আদপেই কোনো ইন্সেন্টিভ আছে কি? সবাই সুপিরিয়র ভাষাটা শিখে নিলেই হয়। এই প্রশ্নটা খুব জরুরি। উত্তর চাইছি।

    জর্জ বুশের কথা আমি কয়েছি। সেটা আমি ব্যাখ্যা করব। পরের ফেজে যখনই মেশিনের সামনে বসব। গ্রান্টি।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:৩১419829
  • আদৌ নয়। ভাষার সাথে কালচার যুক্ত তো। এত বছরের অভ্যেস সহজে যায় নাকি। ও ফেড আউট করায় কার সাধ্যি। ইংরেজরা ২০০ বছরে পারল না। হবারই নয়। বাংলা ভাষায় আমি নিজের কথা বলব আর ইংরিজিতে কাজের কথা। বাইলিঙ্গুয়াল।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:৩৩419831
  • কিন্তু ইশকুলে ওটা আদপেই পড়াবার ইন্সেন্টিভটা কি? ও দিয়ে তো আদপেই কোনো কাজ হবেনা।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:৩৬419832
  • এই ইনফেরেন্স কোথা থেকে এল?
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:৩৭419833
  • ইনফারেন্স তো নয়। আমি জানতে চাইছি। আদৌ কোনো ইন্সেন্টিভ আছে কিনা? না পড়ালেই বা ক্ষতি কি?
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০০:৩৮419834
  • ও বুয়েছি। ইস্কুলে পড়ানোর সুবিধে হল পরে কেউ বাংলা অনার্স করতে চাইলে সুবিধা হবে। আর প্রথাগত শিক্ষার দাম আছে তো।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০১:১২419835
  • বাংলা অনার্স? ও পড়ে কি হবে? সেটার কি ইন্সেন্টিভ?

    কাজের ভাষা তো বাংলা নয়ই। আর হাটে বাজারে বলতে যেটুকু বাংলা লাগে তার জন্য তো বাংলা পড়ার দরকার নেই। অনার্স তো নয়ই।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০১:১৭419836
  • আবার বাংলা পড়াবে। বাংলায় রিসার্চ হবে। যেমন এখন হয় আর কি। কাজের ভাষায় লোকে আট ঘন্টা কথা বলে। বাকি ষোল ঘন্টা নিজের ভাষায়। দুটোই ইম্পর্ট্যান্ট তো। কেউ কেউ নিজের ভাষা শেখাবে। কেউ কেউ কাজের ভাষা। সবাই দুটোই শিখবে।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০১:৩২419838
  • আর এটা তুলে দিলে কি ক্ষতি হবে সেটাও বোঝা গেলনা।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০১:৩২419837
  • বাংলা পড়লে বাংলায় মাস্টারি ছাড়া আর কিছু জুটবেনা সে তো বোঝাই যাচ্ছে। :)

    কিন্তু এই শখের ভরতুকিপ্রদানকারী বাংলা চর্চার ইনসেন্টিভটা কি বোঝা গেলনা। ইনসেন্টিভটা কি? দেশ দশ জাতি ও মানুষের এতে কি উপকারটা হবে?
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০১:৪২419839
  • আরে বাবা শক্তি চাটুজ্জ্যের কবিতা পড়ব, বাংলা সিনেমা দেখব। মাতৃভাষায় এগুলো বুঝতে সুবিধা হয়। ইংরিজি কবিতা পড়তে বড্ড অসুবিধা। জাতির উন্নতি কি আর শুধু টিভি বানিয়েই আর টিভি কিনেই?

    সব সাবজেক্টেরই নিজস্ব লিমিটেশন আছে। যেমন ইতিহাস পড়ে কমপিউটারওয়ালা হওয়া যায় না (যদিও বুমের আমলে দু একজন হয়েছেন কিন্তু সেটা এক্সেপশন)। রাশিবিজ্ঞান না পড়লে স্ট্যাটিসটিশিয়ান হওয়া যায় না। ইঞ্জিনিয়ারিং না পড়লে গাড়ি তৈরি করা যায় না। ইত্যাদি ইত্যাদি। বাংলায় হনার্স পড়ে আরও কিছু কিছু চাকরি আছে বলেই শুনেছি। কি কি ঠিক মনে পড়ছে না। এসব না করে কেউ কেউ প্রফেশনাল লেখক ও হতে পারেন। যেমন সুনীল গাঙ্গুলি। অবশ্য তার জন্য বাংলা হনার্সের দরকার নেই।

    ইংরিজিতে উচ্চশিক্ষা হলে কি অসুবিধা সেটা এবারে শুনি।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০২:০০419840
  • আসলে এই লাইনের যুক্তিটা খুব মারাত্মক। এতে করে সারা পৃথিবী থেকে সায়েন্স ছাড়া সব কিছু তুলে দিতে হয়। ইতিহাস রাখারই বা কি দরকার?

    আম্রিগাতেও ইংরিজি যাঁরা পড়ান তাঁদের মাইনে ইউনিভার্সিটির অন্য স্ট্রীমের প্রফেসরদের থেকে খুব কম। ইংলিশ পড়ে খুব কিছু করারও থাকে না ওনাদের। তাহলে কি আমেরিকা থেকে ইংরিজি তুলে দেওয়া হবে?
  • kd | 59.93.164.7 | ০৮ নভেম্বর ২০০৯ ০৩:০০419843
  • বাংলা পড়ে শুধু মাস্টারি না, মুখ্যমন্ত্রীগিরিও করা যায়।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ০৪:৫০419844
  • বাংলা সিনেমা? তার জন্য বাংলা পড়তে হয়না। কবিতা ইংরিজিতে বুঝিনা? ও তো বাংলাতেও বেশিরভাগ লোক বোঝেনা। ভালো করে ইংরিজি শিখলে যারা কবিতা পড়তে চায় তারা ইংরিজিতেও পারবে।

    এগুলো সব ইমোশনাল ব্যাগেজ। যুক্তি দিয়ে ভাবুন। শক্তি চট্টোকে পৃথিবীতে কটা লোক চেনে? ইংরিজিতে পড়লে সারা পৃথিবী চিনবে।

    এবং আমি একমত। এই যুক্তিটা খুব মারাত্মক। সবকিছুর পিছনে ইনসেন্টিভ খুঁজতে গেলে ব্যবসা ছাড়া পৃথিবী থেকে বাকি সবই তুলে দিতে হয়। তা, ইনসেন্টিভ খুঁজতে হলে তাইই হবে। যাঁরা (এখানে আজ্জো) একটা ব্যাপারে ইনসেন্টিভ খুঁজছেন (বঙ্গভাষায় উচ্চশিক্ষায়) তাঁরা আমাকে বোঝান আমি বাকি জিনিসগুলোতেও ইনসেন্টিভ খুঁজবনা কেন?
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০৫:৫৮419845
  • কবিতা না বুঝলে তার জন্য সুনীল গাঙ্গুলি আছে। অন্য কিছু চাইলে গুরু আছে। :)))

    যাক, আব্রাহাম মাসলো নামে একজন হায়ারকি অফ নিডস বানিয়েছিলেন। তিনি বলেছিলেন মানুষের জীবনে পাঁচখানি 'নিড'

    ১। ফিজিওলজিকাল - খিদে, ঘুম, তৃষ্ণা, সেক্ষ ইত্যাদি শারীরবৃত্তীয় চাহিদা।

    ২। সেফটি - নিরাপত্তা, মানসিক ও শারীরিক সুরক্ষা ইত্যাদি।

    ৩। সোশাল - বন্ধুত্ব, বিলঙ্গিংনেস, অ্যাকসেপটেন্স ইত্যাদি।

    ৪। এস্টিম - সেল্ফ রেসপেক্ট, ব্যক্তি স্বাধীনতা, অ্যাচিভমেন্ট, স্ট্যাটাস, রেকগনিশন ইত্যাদি

    ৫। সেল্ফ অ্যাকচুয়ালাইজেশন -যার যা ক্ষমতা সেই অবধি পৌঁছনর ড্রাইভ।

    একধাপের চাহিদা পূরণ হলে মানুষ পরবর্তী ধাপের চাহিদা পূরণের কথা ভাবে, মানের ক্রমানুসারে।

    সব ক্ষেত্রে খাটে না যেমন যে দেশপ্রেমী বা টেররিস্ট কোমরে বোম বাঁধে তার ক্ষেত্রে এই থিওরি ঠিক ঠাক কাজ করে না। কিন্তু এই আমরা যারা সুখে ঘর সংসার করি তাদের ক্ষেত্রে মোটামুটি খেটে যায়।

    চাকরি হল বেশ লোয়ার অর্ডার নিড আর কবিতা পড়া হল হায়ার অর্ডার নিড। যে চাকরি পেয়েছে সে পয়সা দিয়ে কবিতার বই কিনে পড়বে, গুরু কিনবে। আর কয়েকজন সেই কাজ করে পয়সা রোজগার করবে। যে কিনছে তার হায়ার অর্ডার নিড স্যাটিসফায়েড হল আর যে কাজ করছে তার লোয়ার অর্ডার নিড স্যাটিসফায়েড হল। ইক্যুলিব্রিয়াম। সেই ভাবেই তো চলছে।

    হ্যাঁ ট্যাক্স পেয়ারের পয়সায় প্রোজেক্ট করতে গেলে ইনসেনটিভ খুঁজতেই হবে। আমার পয়সায় প্রোজেক্ট করতে হলে সেই প্রোজেক্ট আমার বা আমার ছেলের জীবনে কি প্রভাব ফেলবে তা তো জানতে চাইবই। সেখানে যুক্তি দিয়ে, দরকার পড়লে হিসেব কষে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক ঠাক প্রোজেক্ট নেওয়া হয়েছে। নইলে কয়েকবছর পর আবার ঐ যা: বললে গায়ে লাগবে না। যেমন লার্নিং ইংলিশ আমার গায়ে লাগছে।

    (শুধু ডিকনস্ট্রাকশানের চেষ্টা চালালে হবে? :))))

    বরং শুনতে চাই বাংলায় উচ্চশিক্ষা কেন আইডিয়াল আর প্রোজেক্ট প্ল্যানটা কেমন? অ্যাপিলিং হলে আর তক্কো করব না। মাক্কালি।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ০৭:০৩419846
  • আর দুটো পয়েন মিস করে গেছি।

    ১। যিনি চাইবেন তিনি ইংরিজিতে লিখবেন। আরও বড় মার্কেটে নিজের বই/কবিতা বিক্রি করতে পারবেন।

    ২। যিনি চাইবেন বাংলায় লিখবেন একটু ছোট মার্কেট কিন্তু কি করা যাবে।

    ৩। আমি লোয়ার অর্ডার নিড গুলোর জন্য ইনসেনটিভ খুঁজব, কড়ায় গণ্ডায় বুঝে নেব। উচ্চশিক্ষায় ইংরিজি লোয়ার অর্ডার নিড।

    থুক্কুড়ি তিনটে পয়েন হবে।
  • Ishan | 173.26.17.106 | ০৮ নভেম্বর ২০০৯ ১১:০০419847
  • কেলান্তো হয়ে পড়েছি। কাল লিখিব। :)
  • PT | 203.110.243.21 | ০৮ নভেম্বর ২০০৯ ১১:৪৭419848
  • রিমি সামান্য ভুল বুঝেছেন আমাকে। আমার ইচ্ছেতে হলে ক্লাস সিক্স থেকে ইংরিজি বাধ্যতামুলক হবে। ১১-১২ ক্লাশ এবং BA/BSc/BE/ITI-এই লেভেলেও প্রথম বর্ষে ইংরিজি বাধ্যতামুলক থাকবে।
  • PT | 203.110.243.21 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:১৫419849
  • nyara-র দেওয়া তথ্যটি এইরকম:

    1.From their very first days, newborns' cries already bear the mark of the language their parents speak, reveals a new study published online in Current Biology.

    2.The findings suggest that infants begin picking up elements of what will be their first language in the womb....

    (Babies' Language Learning Starts From The Womb
    ScienceDaily (Nov. 5, 2009)


    তাহলে তো পরিষ্কার হয়েই গেল যে বাচ্চা বাবা-মা-র ভাষাতেই স্বচ্ছন্দ বোধ করবে বেশী।

    অবিশ্যি একটা alternative আছে। গর্ভবতী মায়েদের পেটের সঙ্গে micro-speaker ২৪-ঘন্টা লাগিয়ে সেখানে মাইকেল জ্যাকসন বাজানো। অভিমন্যুর যুদ্ধবিদ্যা জেনে জন্মানোর মত বাচ্চারা তাহলে একেবারে ইংরিজি শিখে পেট থেকে বেরবে।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:১৮419850
  • বোঝো!
  • Arpan | 122.252.231.12 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:২৪419851
  • আগে তো কখনো এলম করে বুঝিনি!
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:২৬419853
  • কবে থেকে ইংরিজি পড়েছ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন