এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৪০২৮ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.200 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৫৮419988
  • অভ্যু,সেরকম অসুবিধা থাকলে বা চাইলে তো কেউ সেটুকু ইংরাজী শেখার কোর্স ই করে নিতে পারেন। এখানে এই NIH এই দেখি থেকে থেকেই গুচ্ছ গুচ্ছ কোর্স অফার করা হয়, নন নেটিভ ইংজিরি স্পিকারদের জন্য। টক দেবার মত ইংরাজী শেখানোর কোর্স ও আছে। যার দরকার নিয়ে নিলেই হয়।
  • Bratin | 125.18.17.16 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৫৯419989
  • আচ্ছা আমিও ২ পয়সা দি ।

    কেন বাংলা পড়ি?

    ১। ভালো লাগে তাই পড়ি।

    ২।অন্য যে কোন ভাষার থেকে ভালো বুঝি তাই পড়ি।

    ৩। সাহিত্যের ক্ষেত্রে রস আস্বাদনের সুবিধা হয় তাই পড়ি।

    ৪। অনেক বিদেশী শব্দ ( যেমন আরবি,ফারসি,চিনে ইত্যাদি) বাংলা ভাষা র সাথে মিশে গিয়ে একে আরো সমৃদ্ধ করেছে।সেই বিবর্তন বোঝার চেষ্ট করি।

    ৫। আমি নিজে লেখার র মধ্যে শব্দের উৎকর্ষ,অপকর্ষ,বর্ণবিপর্যয়,বর্ণদ্বিত্ব, অপিনিহিতি,বিপকর্ষ এই সবের ব্যবহার লক্ষ্য করি। আমার ভালো লাগে।

    ৬। পুরোনো লেখকদের থেকে নতুন লেখক দের বাচন ভঙ্গী,শব্দের ব্যবহার কি ভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখি।

    ৭। আমার বংলা পড়া আর ভাষা কে আর ভালো করে জানার জন্যে আর নিজে কে সমৃদ্ধ করার জন্যে পড়ি।

    আপাতত: এই..... :-))
  • dukhe | 122.160.114.84 | ১১ নভেম্বর ২০০৯ ১০:০১419990
  • মেয়ে ইস্কুলে ভর্তি হবার ইন্টারভিউ দিয়ে বলল - বাবা, ইস্কুলে ইংরেজিতে কথা বলে কেন?
    কী আর বলি! বললাম - সবাই তো সব জানে না বাবা, ওরা হয়তো বাংলা জানে না ।
    ইংরেজি মাধ্যমে পড়াটা স্বাভাবিক ব্যাপার নয় - একটা তিন চার বছরের বাচ্চার পক্ষে তো নয়ই । বাংলা মাধ্যমের ইস্কুলগুলোকে উচ্ছন্নে দেওয়ার ব্যবস্থা না হলে ব্যাপারটার এত বাড়বাড়ন্ত হত না ।

  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ১০:০২419991
  • অপ্পন কোন পাতায় কত নং পোস্ট বলো। আমি ভুলে মেরে দিয়েছি। :)
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ১০:০৪419992
  • 7 Nov 11:42 P.M.
  • Abhyu | 97.81.76.84 | ১১ নভেম্বর ২০০৯ ১০:১০419993
  • আমি আশা করব আমার ছানা উচ্চশিক্ষিত হবে। বাংলায় উচ্চশিক্ষা হবে না - সে যে কারণেই হোক। (ঈশানের 09:53 AM পোস্টের সাথে অনেকটাই একমত)। সুতরাং ছোটো থেকেই ভালো করে ইংরেজী শিখুক। নইলে পরে অসুবিধে হবে। ট্রেনিং কোর্স নিয়ে কাজ চালানো যেতে পারে, কিন্তু ভালো ইংরেজী না জানলে নানা অসুবিধে।

  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ১০:১২419994
  • ঐটার উত্তরে Date:10 Nov 2009 -- 09:34 AM এইটা লিখতাম।

    প্লাস আরও কিছু লিখতাম। জিনিসটার বাস্তবতা সম্পর্কে। সেটা মূলত: ফিজিবিলিটি সংক্রান্ত। সেটা আপাতত: হিসেব থেকে বাদ দিতে পারো। পরে লেখা যাবে।
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ১০:১৪419995
  • ভিশন বানাতে গেলে ফিজিবিলিটির প্রশ্ন আসে? না না এখনি লেখো। :-)

    বাকিটা পরে লিখব।
  • Arijit | 61.95.144.122 | ১১ নভেম্বর ২০০৯ ১০:১৮419996
  • দুখের সাথে মনে হয় এই প্রথম মতে মিললো;-) এই উচ্ছন্নে যাওয়ার বা অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতন সেন্ট ক্রোকোডাইল স্কুল হওয়ার পিছনে অন্য দিকটাও আছে - ক্রেজ/চাহিদা যাই বলেন...

    (১) ইংরিজী শেখা নিয়ে আপত্তি নেই - ইভেন নৈতিক আপত্তিও নেই যতক্ষণ না এর জন্যে বাংলা বা অন্য ভাষাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    (২) আমার প্রশ্নটা কোন স্টেজ থেকে পড়ানো হবে এবং কি উপায়ে পড়ানো হবে সেই নিয়ে - যে কারণে লার্নিং ইংলিশ **মেথড** কে আমি সমর্থন করি।

    (৩) এবং ইংরিজী নিয়ে হীনমন্যতা বা কমপ্লেক্স নিয়ে আমার আপত্তি আছে। এটা থেকেই ওই ক্লায়েন্ট কম্যুনিকেশন জাতীয় যুক্তি ওঠে।
  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ১০:২১419998
  • নানা বললাম তো বাদ দাও। দুটো অল্টারনেটিভের মধ্যে কোনটা ফিজিবল আদৌ এই প্রশ্ন যদি আসে তবেই ফিজিবিলিটির প্রশ্ন আসবে। এই প্রশ্ন আসবে, যে, ভারতের ১০% লোক ইংরিজি জানে। বাকিদের ধরে ইংরিজি শেখাব এই পরিকল্পনাটা এমনিতেই অবাস্তব কিনা।

    তুমি ফিজিবিলিটির কথা বললে তবেই এটা আসবে। নইলে বলার দরকার নেই।

    এর বেশি বকিওনা আজ। আমাকে ঘুনু কত্তে হবে। :)
  • Arijit | 61.95.144.122 | ১১ নভেম্বর ২০০৯ ১০:২৭419999
  • এবং এই ক্রেজ/চাহিদাটা কৃত্রিম - (৩)-এর কারণে। সহজ সরল অ্যানালিসিস। লোকে এত বেশি না ভেবে ক্লুলেস করলেই পারে;-)
  • rimi | 24.42.203.194 | ১১ নভেম্বর ২০০৯ ১০:৩২420000
  • আসল তক্কোটা তো এখানেই ছিল, ইংরিজি কোন ক্লাস থেকে পড়ানো শুরু করা উচিত, আর কি ভাবে।

    সেটা যে কি করে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাংলা বনাম ইংরিজির একটা ভিশনে পরিণত হল কে জানে।

    ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা পাড়ার ইংরিজি মিডিয়াম স্কুলে ইংরিজি বা কোনো বিষয়ই ভালোভাবে পড়ানো হয় না। তবু বাবা মায়েরা ঐসব স্কুলের দিকে ধেয়ে যান, কারণ সরকারী স্কুলে ইংরিজি শেখার ভালো পরিকাঠামো তুলে দেওয়া হয়েছিল।

    মাতৃভাষা প্রাথমিক শিক্ষার মাধ্যম হিসেবে অত্যন্ত জরুরী। কিন্তু এর সঙ্গে ভাষা হিসেবে ইংরিজি শেখার কোনো বিরোধ নেই। দুটো পাশাপাশি দিব্বি হয়েছে অতীতে, মাঝে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। মাল্টিলিঙ্গুয়াল মানুষেরা সর্বক্ষেত্রেই সুযোগসুবিধা বেশি পেয়ে থাকেন। তাই মাতৃভাষার পাশাপাশি ছোটো থেকেই ইংরিজি শিখতে পারাটা ভারতীয়দের একটা অ্যাডভান্টেজ।

    কিন্তু বিএসসি এমএসসিও বাংলায় না পড়লে, বাংলার গবেষণাপত্র না লিখলে বাংলা ক্রমশ মৃত্যু কবলিত হবে - এমন দু:স্বপ্ন সিপিএমও দ্যাখে নাই।
  • aka | 24.42.203.194 | ১১ নভেম্বর ২০০৯ ১০:৫৫420002
  • ঈশানের এই সামারি? হায় এতো প্রায় কেন্দ্রীয় চক্রান্ত। মানে বলা হল বিপক্ষীয় লোকেরা কোন যুক্তিই দেয় নি।

    আবার বলি গোটা গোটা অক্ষরে।

    ১। বাংলায় পড়াশুনো করে বাংলা দেশে ছাড়া আর কোথাও চাকরি পাওয়া যায় না। কারণ একটাই প:ব: ছাড়া আর বাংলাদেশ ছাড়া আর কোথাও বাংলা অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ নয়। বাংলায় পড়াশুনো করে প:ব:য়ে সবাই চাকরি পেয়ে যাবে এটা অলীক কল্পনা। প:ব:য়ের আনএমপ্ল্যমেন্ট রেট কত? যতদূর জানি ভারতের রাজ্যগুলোর মধ্যে বেশ নীচের দিকে। নীচের রিপোর্ট অনুযায়ী ১১ শতাংশ। যে ১১ শতাংশ আনএমপ্লয়েড তারা অন্য রাজ্যে না গেলে না খেতে পেয়ে মরবে।

    http://pib.nic.in/release/rel_print_page1.asp?relid=17746

    আমার বন্ধুরা এই ১১ শতাংশ যারা অন্য রাজ্যে গেছে, কোন এলিট নয়। আর এটাই স্বাভাবিক। এইজন্যই মাইগ্রেশন হয়।

    ২। বার বার বলা হচ্ছে যার দরকার নেই সে কেন ইংরিজি পড়বে? কি করে জানা গেল কার দরকার আছে আর কার নেই। যদি ধরে নেওয়া হয় আরবিসি কলেজে কেউ পড়ছে বলেই তার জীবনে কোন একটি দোকানে খাতা লেখা ছাড়া আর কোন গতি নেই তাহলে অন্য কথা। ইংরিজি কে যেখানে এলিট ও অসাম্যের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে আসলে ঠিক তার উল্টো। ইংরিজি শিক্ষা আজকের যুগে ইকুয়ালিটির সবথেকে বড় অস্ত্র। উচ্চশিক্ষায় তো বটেই। কারণ একটাই ইংরিজিতেই সবথেকে বড় নলেজ ব্যাঙ্ক। কাউকে সেখান থেকে বঞ্চিত করে রাখা মানে তাকে প্রথমেই অসম প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া। ঈশান তার বন্ধু মেডিকাল রিপ্রেসেন্টেটিভ হয়েছে বলেছিল না? আমার এক বন্ধুও হয়েছে। লোকে তাকে বলে ডিসপিউটেড বিএসসি। কিন্তু শুধু ইংরিজিতে ফটফট করতে পারে বলে মেডিকাল রিপ্রেসেন্টিটিভের চাকরি পেয়েছে। ইকুয়ালিটির আর একটা উদাহরণ। ইংরিজি উঠিয়ে দিয়ে যে সাম্য আনা হচ্ছে তাহল চাষার ছেলেকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে তুমি গুরু ওসব কঙ্খল টল ভেব না ওসব এলিটদের জন্য। না আমি এই সাম্যের বিরুদ্ধে।

    ৪। ইংরিজিতে উচ্চশিক্ষা চললে বাংলা ভাষা নাকি উঠে যাবে? এটা বিশেষ প্রমাণ দাবী করে? তাহলে এতদিনে ভাষাটা উঠল না কেন?

    ৫। আবার বলি আজকের দিনে ইংরিজি সুপিরিয়র ল্যাঙ্গোয়েজ, কারণ বিশাল নলেজ ব্যাংক ও ক্রমাগত এই ভাষার বিবর্তন ও প্রসার। উদাহরণ হিসেবে বলেছিলাম বিশ্বের প্রথম পঞ্চাশটি পেপার কোন ভাষায় লেখা হয় ও বিশ্বের প্রথম পঞ্চাশটি ইউনিভার্সিটিতে কোন ভাষায় পড়ানো হয়। কিন্তু এটা বলা নাকি জর্জ বুশকে বিশ্বের সব থেকে শক্তিশালী পুরুষ বলার সমার্থক। অথচ আজকের দিনে দাঁড়িয়ে চাইব আমার পরবর্তী জেনারেশন ইংরিজি পড়ুক সে ভারতেই হোক বা এখানেই? পুরো লজিকটাই বুঝি নি।

    ৬। ইংরিজি শিখতে হলে নাকি হাজার হাজার টাকার স্কুল লাগে? আসল দাবী হল ক্লাস ওয়ান থেকে ইংরিজি শুরু হোক। একপয়সাও এক্সট্রা লাগে না।

    ৭। "ইংরিজি লোকে শেখে তার কারণ প্রভুর ভাষা'। আসলে এখনে নেটিভ ইংলিশ স্পিকিং পপুলেশন : নন নেটিভ ইংলিশ স্পিকিং পপুলেশেন = ১:৩

    ৮। বাংলায় রাশিবিজ্ঞান পড়ে কি কাজ পাওয়া যাবে? 'হিন্দি বা বাংলাতে রাশিবিজ্ঞান পড়ানো হলে আজ যা করা যাচ্ছে সবই যাবে'। শুধু বাংলার কথা জানতে চেয়েছি তাতে শুনেছি ঈশানের পাড়ার কেউ বিদেশে থাকে। তাহলে কি ধরে নেব রাশিবিজ্ঞানের উচ্চশিক্ষা অন্তত ইংরিজিতে হবে। কারণ বাংলায় কি কি কাজ পাব এখনো জানতে পারি নি।

    ইত্যাদি ইত্যাদি।

    তা এগুলো যদি ঈশানের যুক্তি টুক্তি বলে মনে না হয় তাহলে অন্য সমস্যা। সেক্ষেত্রে এই এত টাইপের পরেও ঐ সামারি নামে। অনেকেই করে থাকেন। আগেও দেখেছি।
  • Arpan | 216.52.215.232 | ১১ নভেম্বর ২০০৯ ১০:৫৫420001
  • দুখে/অরিজিত, ইংরেজিকে প্রাথমিক স্তর থেকে শিক্ষার একমাত্র মাধ্যম করে দেওয়া হোক, এই দাবি কেউ করেনি তো এই সুতোতে।
  • Arpan | 204.138.240.254 | ১১ নভেম্বর ২০০৯ ১১:০৬420004
  • * নিতেই
  • Arpan | 216.52.215.232 | ১১ নভেম্বর ২০০৯ ১১:০৬420003
  • ঠিক, আরবিসি কলেজে কেউ পড়ল মানেই ধরে নিয়ে হবে কি সে আরবিসি ব্যাঙ্কে (রয়্যাল ব্যাঙ্ক অফ কানাডা) চাকুরি পাবে না?

    ১ আর ২ নং পয়েনটা লিখব ভাবছিলাম। কম: আজ্জোকে ধন্যযোগ খাটুনি বাঁচিয়ে দেবার জন্য। :)
  • san | 123.201.53.4 | ১১ নভেম্বর ২০০৯ ১১:১০420005
  • আজ্জোদার সঙ্গে পয়েন্টে পয়েন্টে একমত :-)
  • aka | 24.42.203.194 | ১১ নভেম্বর ২০০৯ ১১:১৩420006
  • ও হ্যাঁ ৯০ শতাংশ ইংরিজি জানে না অতএব বাকিদের না জানাটা এলিট। অতএব কি করা হবে না সবাইকে ইংরিজিতে অশিক্ষিত করে দাও। আমরা সবাই কুয়োর ব্যাঙ হব। কুয়োর বাইরে না বেরলে আর ইংরিজি লাগবে না। ঝামেলা শেষ।

    উল্টোটা ভাবা যায় যে সবাইকে কুয়োর বাইরে বের করার চেষ্টা করি। না আসলে বাইরের জগত হল সাম্রাজ্যবাদের আখড়া। প্রভূর দেশে যাব কেন আত্মমর্যাদা নেই?

    তবে হ্যাঁ কুয়োয় বসে ক্রিকেট দেখব। সেকি ক্রিকেট সে তো প্রভূর খেলা। না না ওটা আমরা আপন করে নিয়েছি। ওতে তো ভাষা নেই।

    জয় বাংলা।
  • Bratin | 125.18.17.16 | ১১ নভেম্বর ২০০৯ ১১:১৮420007
  • মানে বংলা কথা যেটা দাঁড়ালো সেটা হল

    ১। আমাদের(আম-জনতা) ধারনা বাঙ্গলা স্কুল গুলো মান খারাপ হয়ে গেছে। যেটা ১০০% সত্যি। আমার ছেলে/মেয়ে কে ছোট বেলা থেকে ইংরেজী শেখানো দরকার যাতে পরে 'করে খেতে' পারে।

    ২। আমাদের মনের এই দুর্বলতার সুযোগ নিয়ে এক গাদা 'তথাকথিত' ইংরেজী শেখানোর স্কুল গজিয়ে ঊঠেছে যাদের মূল কাজ হল ব্যবসা করা।

    তাই এটা চলছে চলবে.....

    ইশান কে,
    ১। অন্যান্য বিষয়ের কথা জানি না Statistics র বাংলা প্রতিশব্দ গুলো বেশ খটোমটো আর সেগুলো শেখা আর মনে রাখা বেশ চাপের।

    ২। যত দিন ভালো বই পাওয়া না যাচ্ছে বা বাংলা মাধ্যমে স্বচ্ছন্দে পড়াতে পারবেন এমন শিক্ষক ততদিন বাংলা য় উচ্চ শিক্ষা কিন্তু চাপের।
  • san | 123.201.53.4 | ১১ নভেম্বর ২০০৯ ১১:২২420009
  • পেশিতে টান ধরেছে বলল যে ! যা !
  • pi | 72.83.213.179 | ১১ নভেম্বর ২০০৯ ১১:২৮420010
  • অনেক প্রশ্ন পেয়েছে। কিন্তু ঘুম ও পেয়েছে। আপাতত তাই আজ্জোদাকে একটা ছোট্টো ও সহজ প্রশ্ন করে ঘুমুতে যাই।
    বাইরের রাজ্যে ও না, এই আমাদের রাজ্যে ই মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ হতে হলে, এই ডালে ঝোলে অম্বলে বড় হওয়া ডাক্তারবাবুদের সাথে কথা কইতে গেলেই, ফটফটিয়ে ইংজিরি জানাটা মাস্ট কেন হয় ?
    এবার বোলোনা যেন, মাস্ট, তাই ধোপদুরস্ত ইংরাজী শেখাটাও মাস্ট।
    প্রশ্নটা, ঐ কাজের জন্য মাস্ট কেন বা সেটা মাস্ট এটাই স্বাভাবিক, এইটি ভাবি কেন, সেইটি নিয়ে।
  • tatin | 130.39.149.146 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩২420011
  • বাংলা ব্যাকরণটা ঠিকমতো শিখতে পারলে ইংরেজী শেখা কোনও ব্যাপার হওয়া উচিত না।
    মুশকিলটা হলো আমাদের সবচেয়ে ভুল ভাবে যে দুটো জিনিস পড়ানো হয় তার একটা অংক, আরেকটা বাংলা ব্যাকরণ
  • Arijit | 61.95.144.122 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩৩420012
  • ফটাফট ইংরিজী বলে ম্যাঙ্গো পাবলিকের ওপর হাইফাই ইমপ্রেশন তৈরী করা - ওতে ব্যবসা বাড়ে। চার্লস শোভরাজও খুব ভালো পারতো;-)

    ম্যাঙ্গো পাবলিকের পার্সেপশনের প্রবলেম।
  • tatin | 130.39.149.146 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩৫420013
  • আর ফটফটিয়ে ইংরেজী বলাটা যে আমাদের দেশে একটা বিশাল প্লাস পয়েন্ট সেটা আসলে তো একটা সমস্যা- ইভেন আম্রুদেশেও ভালো কথা বলার দাম আছে, কিন্তু ফটফটিয়ে বলাটাই একমাত্র দামী নয়
  • titan | 130.39.149.146 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩৬420014
  • Arijit,
    জাপু আর চিংকি গুলো কিন্তু তুতলে তুতলে বলেও দাম তুলে বেরিয়ে যায়।
  • a x | 76.247.246.200 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩৮420015
  • ক। সিপিএম'র দু:স্বপ্ন নিয়ে এই মুহুর্তে বেশি কিছু না বলাই ভালো। আর এই যুক্তি গুলো দেখে আমার সেই সিঙ্গুরে কারখানা প্রসঙ্গে কেউ কেউ যখন বলেছিলেন আসলে চাষার ছেলে চাষা হয়েই থাক, এটাই বিরোধীরা চায়, তাই কারখানা গড়তে দেওয়া হবেনা, এইটা মনে পড়ে গেল। প্রায় এক লাইন :-)

    খ। পলিসি কি কি হওয়া উচিৎ। এক এমন ব্যবস্থা হওয়া উচিৎ আইডিয়ালি যেটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের নূন্যতম অধিকার রক্ষা করতে পারে। দুই, এই ন্যুনতমের পরের যে লেভেল, সেখানে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া, এবং শেষে আরও ওপরে যে লেভেল, যেখানে আন্তর্জাতিক সিচুয়েশন তৈরি হতে পারে, তার জন্যও তৈরি করা। চার, এই সবকটি স্তরের মধ্যে কানেকশন রাখার ব্যবস্থা করা। এই হল আইডিয়াল। মনে হয় এটা সবাই মানবে।

    এবার আমাকে খালি এটুকু বোঝানো হোক, যে এক নংটা সম্পূর্ণ উপেক্ষা করে, বাকিগুলোতেই জোর কেন দেওয়া হবে?

    গ। তাহলে দেখা যাচ্ছে প্রান্তিক মানুষদের যদি সমান অধিকার পেতে হয়, তাহলে দুটো উপায় থাকে, এক, তাদেরকে ক্ষমতার ভাষা, ক্ষমতার চেহারা, ক্ষমতার সংস্কৃতি, ক্ষমতার চলন ইত্যাদি শেখাও। দুই, তাদের ভাষা, চেহারা, সংস্কৃতি, চলন ইত্যাদিকে সমান ক্ষমতা দাও।
    প্রথমটা সোজা (রিলেটিভলি), প্র্যাক্টিকাল। দ্বিতীয়টা কারো কারো কাছে অবাস্তব, অসম্ভব। কাজেই প্রথমটাই হচ্ছে এবং হবে। খুব ভালো। কিন্তু এই হবার যে একটা দাম দিতে হবে, সেটা কেন এনারা স্বীকার করছেন না? প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা যে বিলুপ্ত হচ্ছে, এটা তো একটা ফ্যাক্ট। বাংলা হয়নি, ওলচিকি হবে, আজ না কাল। এবং তারও বহু বছর বাদে বাংলার জায়গা হয়ত হবে ওলচিকি যেখানে সেখানে, হয়ত না। কিন্তু এটা কি খুব অপরিষ্কার যে ভাষার ডাইভার্সিটি দিয়ে এই দাম মেটানো হচ্ছে?

    ঘ। স্যানই বোধহয় বলল, সেই যখন ইংরেজিতেই টার্ম গুলো পরে ব্যবহার করব, তখন প্রথমে কেন বাংলায় শিখব। এটা খুব সহজ আমার কাছে, তাতে সহজে বিষয়টা শেখা হবে, হোঁচট লোকে কম খাবে। এবং এই লোক ঐ ১০%র বাইরের লোককে মনে রেখে।

    ঙ। আমি আমার সন্তানকে বাংলা মিডিয়ামে পড়ালে কি আমার ধারণা বা যুক্তি গুলো অ্যাডেড কোনো ডাইমেনশন পাবে? কেউ যদি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলে, তাইলে তার আর গাড়ি চড়ার এক্তিয়ার নেই? মোটামুটি এই লজিকে সব রকম ডিসেন্টেরই গলার জোর কমিয়ে আনা যায় :-)
    আর হ্যাঁ অত শিওর হও না। এখনও অনেক বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে। এবং বিদেশ ফেরৎ বাপ মা-র বাচ্চাও পড়ে। তারা গুরু করেনা, এই যা।

  • Tim | 71.62.121.158 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৩৯420016
  • আজ্জোদার পোস্টটা খুব গুছোনো আর দামী। :)

    পাই আম্রিকায় দেখা একটা অভিজ্ঞতা বললো। আমি আমার দেখা সম্পূর্ণ বিপরীত আরেকটা ঘটনা বলি। আমাদের ব্যাচের সবচেয়ে চৌকশ ছেলেটি চিনে। সে যে প্রচন্ড ভালো ফিজিক্সটা জানে সেটা স্যারেরাই আমাদের বলেছেন। সুতরাং এইটা অ্যাজাম্পশন নয়। এইবার আসল ঘটনায় আসি। সব ইউনিতেই কোয়ালিফায়ার বলে একটা ব্যাপার থাকে। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেইটা ক্লিয়ার না করতে পারলে বের করে দেওয়ার নিয়ম। আমরা সবাই একে একে নিলাম সেই পরীক্ষা। সেই ছেলেটি নিলো সবার আগে। এবং ফেল করলো। আমরা অবাক হয়ে কমিটির লোকেদের কাছে জানতে চাইলাম কি ব্যাপার। জানা গ্যালো কমিউনিকেশনে তুমুল সমস্যা। সে নাকি প্রশ্নই বুঝতে পারছিলো না। এবং নিতান্তই ভাষাগত কারণে (হয়ত খানিকটা নার্ভাসও ছিলো)। এবার, এই ভাষার ব্যাপারটা আমরা কিন্তু জানতাম। কিন্তু একটা পরীক্ষা, যেখানে দেখা হবে বিষয়টা জানে কিনা, সেখানে এটা এত গুরুত্বপূর্ণ হতে পারে সেটা মনে হয়নি। কিন্তু দেখা গ্যালো ডিসকাউন্ট নেই। উপরন্তু একজন প্রফ বল্লেন, "" আমেরিকায় ডিগ্রি করতে হলে ইংরেজীটা জানতে হবে। হবেই। সে যতই সাবজেক্টে পন্ডিত হও না কেন""।

    এই এত এত লাইন টাইপানোর একটাই উদ্দেশ্য। এভাবে জেনেরালাইজ করা যায়না। যা হওয়া উচিত, আর যা হয়ে থাকে, এই দুটোর মধ্যে অনেক সময় ফারাক থাকে। অনেক সময় থাকেনা। ডিপেন্ড করে মুখ্য ভূমিকায় কারা অভিনয় করছে।
  • a x | 76.247.246.200 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৪০420017
  • উফ্‌ফ ন্যূনতম নিয়ে যেন পার্মিউটেশন কম্বিনেশন খেলেছি!
  • Arijit | 61.95.144.122 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৪১420018
  • আহা ম্যাঙ্গো পাবলিক প:ব:-এর বাইরে হয় না। আম আদমি হয়, তবে তারা ম্যাঙ্গো পাবলিক নয়;-)
  • a x | 76.247.246.200 | ১১ নভেম্বর ২০০৯ ১১:৪৪420020
  • ফট্‌ফটিয়ে ইংরেজি বলাটা অবশ্যই আর্টিফিসিয়াল নিড তৈরি। ঐ যে সাউথ সিটি না কোথায় সিক্যুরিটির চাকরি - সেটাতে ইংরেজি জানার কি দরকার? স্রেফ দিখাওয়া ছাড়া?!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন