এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৪০৩০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪৩420121
  • ও সমিকদা - তুমি পেন্টুল না পরে খবর পরে এসো;-)
  • Ishan | 173.26.17.106 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৪৮420122
  • এই টইয়ে এবার লিখলে কিন্তু নিজের দায়িত্বে। উড়ে গেলে আর সরিও বলবনা।
  • Arijit | 61.95.144.122 | ১২ নভেম্বর ২০০৯ ০৯:৫৩420123
  • গোটা টইটা কি উড়তে পারে? তাইলে ক্লুলেস ছেড়ে পোস্টিয়ে যাবো;-)
  • Samik | 122.162.75.175 | ১২ নভেম্বর ২০০৯ ১০:১৮420124
  • খ্যা খ্যা খ্যা খ্যা ...

    আমি হাসচি না তো! সব বিরোধীদের অপোপ্পোচার ...
  • . | 207.179.11.216 | ১২ নভেম্বর ২০০৯ ১০:২১420125
  • کنگره ترینامول
    از ویکی‌پدیا، دانشنامهٔ آزاد
    کنگره ترینامول (Trinamool Congress) یکی از حزب‌های سیاسی هند است.

    این حزب در سال ۲۰۰۴ میلادی بر پا شد و رهبر آن مامانتا بانرجی (Mamanta Banerjee) است.

    این حزب نشریه‌ای به نام ترینامول منتشر می‌کند. شاخه جوانان این حزب «کنگره جوانان نرینامول» نام دارد.

    کنگره ترینامول ملی‌گرا در انتخابات مجلس ۲۰۰۴ حزب 8 047 771 رای (2.1%, 2 کرسی) دریافت کرد.

  • Samik | 122.162.75.175 | ১২ নভেম্বর ২০০৯ ১০:২৩420126
  • উর্দু, নাকি আরবি? সাথে মমতা ব্যানার্জি দেখে আমার সেই দিদিকে লেখা লাদেনের প্রেমপত্র মনে পড়ে গেল :-)
  • . | 207.179.11.216 | ১২ নভেম্বর ২০০৯ ১০:২৬420127
  • அவர் தமது அரசியல் வாழ்வை காங்கிரசு(இ) கட்சியில் 1970களில் துவங்கினார். உள்ளூர் காங்கிரசில் படிப்படியாக முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளராக விளங்கினார்.1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதுபெரும் மார்க்சிய அரசியல்வாதியான சோம்நாத் சாட்டர்ஜியை ஜாதவ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வென்று இந்தியாவின் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்ற பெருமை பெற்றார்.அனைத்திந்திய இளைஞர் காங்கிரசு தலைவராகவும் பதவி வகித்தார்.1989ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோற்ற மம்தா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே 1991ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996,1998,1999,2004,2009 ஆண்டுகளில் யடந்த தேர்தல்களில் தொடர்ந்து வென்று கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர பிரதிநிதியாக உள்ளார்.

    1997ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து (மேற்கு வங்க காங்கிரசைப் பிளந்து) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கினார்.திரிணாமல் காங்கிரசு, அவரது பல அரசியல் இயக்கங்களால் மேற்கு வங்காளத்தின் முதன்மை எதிர்கட்சியாகத் திகழ்கிறது.

    1999ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய சனநாயக கூட்டணி அரசில் பங்கேற்று தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.2001இல் ஆளும் கூட்டணியுடன் பிணக்கு கொண்டு தமது பதவியை துறந்த மம்தா 2004இல் மீண்டும் எரிசக்தித் துறை அமைச்சராக அமைச்சரவையில் இணைந்தார்.

    2009ஆம் ஆண்டு காங்கிரசுடன் இணைந்து இந்திய தொடர்வண்டித்துறை அமைச்சராக இரண்டாம் முறை பதவியேற்றார்.தனது முதல் வரவுசெலவுத் திட்டத்தில் நிறுத்தமில்லா விரைவுத் தொடர்வண்டிகளையும் (துரந்தோ) இளைஞர்களுக்கான வண்டிகளையும் (யுவா) துவக்கியுள்ளார்.மகளிர்களுக்காக நெரிசல்நேரங்களில் சிறப்பு மகளிர் மட்டும் புறநகர் தொடர்வண்டிகளை அறிமுகப்படுத்தி யுள்ளார்.

  • kallol | 115.184.19.238 | ১৩ নভেম্বর ২০০৯ ১০:২৫420128
  • অনেকেই ইতিহাস জানেন না বা ভুলে গেছেন।
    MmU জানেন না যে সিদ্ধার্থ ১৯৭২এর আগেই ক্ষমতায় এসেছেন। ১৯৭০এর শেষে বা ১৯৭১ এর প্রথমেই সিদ্ধার্থ তখনকার ইন্দিরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ বিষয়ক মন্ত্রী হন। তখন প:ব:তে রাষ্ট্রপতি শাসন।
    উনি প্রথমেই মহাকরনে এক সর্বদলীয় বৈঠক করেন। বিষয় প:ব:র আইন-শৃংখলা। তখনকার সব ভোট পার্টি তাতে যোগ দেন - হ্যাঁ সিপিএমও। সিপিএম থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ওনার বহুদিনের বন্ধু জ্যোতি বসু। সেই বৈঠক ""রোটান্ডা মিটিং"" নামে খ্যাত হয়ে আছে।
    আজও পর্যন্ত ঐ বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছিলো তা বিশদ জানা যায় না। অসমর্থিত সূত্রের খবর - ওখানেই সবার ""কন্সেন্সাসে"" পাইকারী নকশাল নিধনের প্ল্যান হয়।
    তারপরেই কাশীপুর-বরাহনগর, বারাসত...........
    ৭২এ যখন ঐ ডাকাতি করা নির্বাচনে জিতে উনি মুখ্যমন্ত্রী হন, তখন সব খতম।
    বরাহনগরে পুরোনো সিপিএম এর লোকেদের জিজ্ঞাসা করবেন - ঘোগনা-র কথা। আর আজ সে কোথায়।
    আজও ৭০ থেকে ৭৭ নকশাল হত্যা তো দূরস্থান পুলিশের হাতে সিপিএম কর্মী খুনের একটারও কোন তদন্ত হয় নি। বামফ্রন্ট ৭৭এ ক্ষমতায় এসেই শর্মা সরকার কমিশন গড়েন,৭২-৭৭ পুলিশের বাড়াবাড়ি নিয়ে তদন্ত করতে। আজও তার রিপোর্ট বের হয় নি।
    আমরা এপিডিআর থেকে ৭৭ সালে ""ভারতীয় গণতন্ত্রের স্বরূপ"" নামে একটা রিপোর্ট প্রকাশ করেছিলাম। আজও যেকোন বই মেলায় এপিডিআরের স্টলে পাবেন। ঐ ঘটনাগুলোর জন্য আজও কোন পুলিশের শাস্তি হয় নি। বরং রুনু গুহনিয়োগী, দেবী রায় এরা সসম্মানে পদোন্নতি নিয়ে চাকরী করে গেছেন।
    সিপিএম এদের ঘাঁটায় নি, কারন...........!!!!
    মজন্তালী সরকার না: হওয়া গেলো না।
  • PT | 203.110.243.21 | ১৩ নভেম্বর ২০০৯ ১০:৫৫420129
  • ""আজও পর্যন্ত ঐ বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছিলো তা বিশদ জানা যায় না""-কল্লোলদা খবর জানলেন কি করে?

    ""সিপিএম এদের ঘাঁটায় নি কারণ....""-সেটাও কি কল্লোলদা জানেন? নাকি পরিবর্তনের হাওয়ায় সব conspiracy theory-র বাজার বেশ জোরদার হয়েছে আর পাবলিক খাচ্ছেও খুব!

    তারই সাথে সাথে.......

    .... স্টার-আনন্দের-র পর্দায় ভেসে উঠতে শুরু করেছে সিধুদার মুখ। এবং উনি গণতন্ত্র নিয়ে উপদেশ দিচ্ছেন!!

    ... পার্থ চাটুজ্জে "সিপিএমের বন্ধু" সিধুদার সঙ্গে একসঙ্গে বসে টিভিতে বাইট দিচ্ছেন....

    ...পথহারা বামপন্থীরা অহল্যা-উদ্ধারের জন্য এমন একজনের উপর আস্থা রেখেছেন যিনি ভোটের ফল বেরোনোর পরের দিনই বেড়াল বের করেছেন ঝুলি থেকে:
    Banerjee...added that her party had never believed in the ideology of either Marxism and Maoism.
    http://in.news.yahoo.com/43/20091112/818/tnl-yechury-has-close-links-w
    ith-maoists.html


    এখন যদি মজন্তালী সরকারের মত না হাসি আর কখন হাসব?

  • PT | 203.110.246.230 | ১৩ নভেম্বর ২০০৯ ১২:৫১420131
  • ছিল রুমাল হয়ে গেল বেড়াল:

    Admitting that many former Naxalites are with the Trinamool Congress, she said, "they have worked with us whole heartedly during the last Lok Sabha elections." http://indiatoday.intoday.in/site/Story/70568/LATEST%20NEWS/Many+Naxalites+have+joined+Trinamool+Congress:+Mamata.html

    এই নকশালরা কি মার্ক্সবাদে বিশ্বাস রাখেন? যদি রাখেন তাহলে মার্ক্সবাদে অবিশ্বাসী দিদির দলে তাঁরা কি করছেন? কেউ একটু আলোকপাত করবেন
  • Arijit | 61.95.144.122 | ১৩ নভেম্বর ২০০৯ ১২:৫৭420132
  • ঔদ্ধত্য হঠানোর জন্যে অ্যাপারেন্টলি। দু:খটা এখানেই - মমতা হল ফেস অব চেঞ্জ। ব্যাড ড্রিম বলে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না!!!
  • pinaki | 67.43.241.179 | ১৩ নভেম্বর ২০০৯ ১৩:১২420133
  • PT বাবুর অবগতির জন্যে জানাই এই মুহূর্তে কোনও নক্সাল দলই মমতার সাথে নেই। পূর্নেন্দু ও দোলা সেনকে তাঁরা যে নক্সাল দলটি করতেন - সেখান থেকে বহিষ্কার করা হয়েছে বেশ কিছুদিন হল। এখন ওনারা তিনোমূল-ই করেন। যে নক্সাল দলটি ওনারা করতেন তার নেতা প্রদীপ ব্যানার্জী নক্সাল শিবিরে মোটামুটি শ্রদ্ধা পেয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন মমতার সাথে থাকায় ওনার সেই শ্রদ্ধার জায়গাটি নষ্ট হচ্ছিল। অন্যান্য দলের লোকেদের কাছে ধিকৃত হচ্ছিলেন। একটা সময় সরে আসেন এবং দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে পূ ও দো কে দল থেকে বাদ দেন। কাজেই এই পূ ও দো -ই হল মমতার সেই দুই কুমিরছানা - যাঁদের দেখিয়ে মমতা দাবী করেন (এবং এর সাথে পল্লব কীর্তনীয়ার মত পার্টিবিহীন নক্সাল) যে নক্সালরা তাঁর সাথে আছে।

    তবে হ্যাঁ, অনেক নক্সালই গত লোকসভায় মমতাকে ভোট দিয়েছে এবং বিধানসভায়-ও দেবে। কারণ সিপিএমের ক্ষমতা থেকে চলে যাওয়ার মত একটি ঐতিহাসিক ঘটনায় অনেকেই তাদের অবদান রাখতে চায়। অন্তত: ভোটবাক্সে।

    এই শেষ কথাটায় জ্বলে উঠে আবার আমাকে গাল দিতে আসবেন না যেন। কারণ আমি মমতাকে ভোট দেব না। :-)

    অবশ্য সিপিএমকেও দেব না। :-P
  • PT | 203.110.246.230 | ১৩ নভেম্বর ২০০৯ ১৩:২৭420134
  • তথ্যের জন্য পিনাকি-কে ধন্যবাদ।
  • Z | 220.227.6.42 | ১৩ নভেম্বর ২০০৯ ১৪:১৮420135
  • বর্তমান/প্রাক্তন নক্সালেরা সিপিয়েমের সঙ্গে থাকলে কেন একই/বেশী/আদৌ শ্রদ্ধা পাবেন, সেটা বোঝালে ভালো হতো।
  • kallol | 220.226.209.2 | ১৩ নভেম্বর ২০০৯ ১৫:৪৩420136
  • ""রোটান্ডা বৈঠক""এর খবর বিশদ জানা যায় না। কিন্তু তবুও চুঁইয়ে খবর আসে। আগেই লিখেছি "অসমর্থিত সূত্র"এর কথা।
    ""রোটান্ডা বৈঠক""টির সত্যতা নিয়ে কোন সন্দেহ থাকলে, ১৯৭১এর খবরের কাগজগুলো দেখুন। কাছাকাছি তারিখ জানিয়ে দিচ্ছি।

    কারুর সন্দেহ ছিলো যে মমতা মার্ক্সবাদে বিশ্বাসী হলেও হতে পারে!!!!! তাই নির্বাচনের পরে মমতা সেটা বলতে বোঝা গেলো???? এবার মজন্তালী হতেই হচ্ছে।

    মার্কসবাদী নকশালরা অমার্কসবাদী মমতার সাথে কেন?
    যে কারনে ট্রটস্কাইট আরএসপি, সুভাষবদী ফ:ব:, ভগা জানে কি বাদী স্যোশালিস্ট পর্টি, বিপ্লবী বাংলা কংগ্রেস এর সাথে মার্কসবাদী সিপিএম/সিপিআই।
    যে কারনে মার্ক্সবাদী স্তালিন নাৎসী হিটলারের সাথে অনাক্রমন চুক্তি করেন। যে কারনে মার্ক্সবাদী মাও স্বৈরতান্ত্রিক চিয়াংএর সাথে মৈত্রী করেন।
    যে কারনে কেরালায় মুসলিম লীগের সথে সিপিএম।
    যে কারনে জ্যোতিবাবু এবার ভোটে কংগ্রেসীদের সিপিএমকে ভোট দিতে বলেন।

    কেউ জানালে ধন্য হবো - কেন গুচ্ছ গুচ্ছ সিপিএম পিটিয়ে / গুলি করে মেরে ফেলার পরও রুনু গুহনিয়োগী, দেবী রায়রা বহাল তবিয়তে বাম জামানায় চাকরী করে গেলেন??
    কেউ জানালে ধন্যতর হবো - সেন শর্মা কমিশনের রিপোর্ট মানুষের কাছে রাখা হলো না??
    কেন আজও বরাহনগর হত্যাকান্ডের তদন্ত হলো না।
    কেন আজও সরোজ দত্তের নিখোঁজ হবার তদন্ত হলো না।
    কেন লালবাজারে চারু মজুমদারের মারা যাবার তদন্ত হলো না।
    কেন অর্চনা গুহ মামলায় অভিযুক্ত হয়েও, চার্জশিট পেয়েও রুনু গুহনিয়োগীর সাসপেনশন হলো না (যেটা সরকারী কর্মচারীদের ক্ষেত্রে আইন)।
    কেন দমদম জেলে, আলিপুর জেলে নির্বিচারে নকশাল মারার তদন্ত হলো না।
    আর কতো বার বলবো!!! আর কতো দিন বলবো!!
    ভাববেন না মমতা এলে এগুলো হয়ে যাবে বলে মনে করছি।

  • kallol | 220.226.209.2 | ১৩ নভেম্বর ২০০৯ ১৬:০৩420137
  • রোটান্ডা বৈঠকের দিনক্ষণ পেয়ে গেছি।
    প্রথম বৈঠক - ২৮ জুলাই ৭১। পরের বৈঠক - ১৪ আগস্ট ৭১। ১২ আগস্ট ৭১ রাত থেকে -১৩ আগস্ট ৭১ সকাল পর্যন্ত বরাহনগরের গণহত্যা ঘটে।
  • a x | 76.247.246.200 | ১৩ নভেম্বর ২০০৯ ১৬:৩৪420138
  • হেমন্ত বসু'র খুনটাও কি এরমধ্যে পড়ে?

    কল্লোলদা, ঐ "ভারতীয় গণতন্ত্রের স্বরূপ", বইমেলা ছাড়া পাওয়া যাবে আর কোথাও?
  • kallol | 220.226.209.2 | ১৩ নভেম্বর ২০০৯ ১৭:৩৩420139
  • হেমন্ত বসু খুন হন ১৯৭০এ।
    এপিডিআর অফিসে। ৫ মদন বড়াল লেন। এটা হিন্দ সিনেমা থেকে বৌবাজার মোড়ের দিকে যেতে বাঁদিকে যে লোহা পট্টি পড়ে তার পেছন দিকে।
  • ranjan roy | 117.198.7.3 | ১৩ নভেম্বর ২০০৯ ১৮:১৭420140
  • যাঁরা মজন্তালী সরকার হতে চান তাদের জন্যে:
    কল্লোলের দেয়া তারিখগুলোর এবং তার ক'দিন আগে পিছে আনন্দবাজার-যুগান্তর এবং অন্য দৈনিক সংবাদপত্রগুলোর ওপরে চোখ বোলান। রোটান্ডা মিটিংয়ের পর বরাহনগরে খোলা মাঠে একটি সর্বদলীয় রাজনৈতিক সভা হয় যাতে সমস্ত সংসদীয় দল যোগ দিয়ে নক্‌শালদের প্রতিরোধের সংকল্প নেয়। তারপর
    নবজীবন যুবক সংঘের মুখিয়া কুখ্যাত নির্মল চ্যাটার্জিকে টোপ হিসেবে উশকে দিয়ে *( থাকত আমাদের রামকৃষ্ণ মিশনের ঠিক পেছনটায়) বলা হল কাশীপুর শ্মশানের দিক দিয়ে হেঁটে যেতে। ওটা নক্‌শালদের আড্ডা। মাথামোটা নির্মল বুক ফুলিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নক্‌শালরা তাকে মেরে ফেললো।
    তারপর যা হল--
    কেন্দ্রের পাঠানো সি আর পি ঘিরে রইলো বিটি রোড ও অন্যান্য হাইওয়ে এলাকা। কাঁটাতারের জাল দিয়ে।( তখন যাঁরা কুম্বিং দেখেছেন তাঁরা জানেন।)
    আর ভেতরে ঘরে ঘরে হানা দিল কয়েক শ' সশস্ত্র পেশাদার গুন্ডার দল, সঙ্গে পুলিশ। লাশের বোঝা ঠেলাগাড়ির ওপর পড়ে। মুখে আলকাতরা পোতা, গঙ্গায় ভেসে গেছে অগুনতি লাশ।
    আহা, এতে লজ্জার কি আছে।
    মাওবাদী কিষেনজী তো বলেইছেন যে লক্ষণ শেঠের থেকে হাতিয়ার নিয়ে দিদিবাহিনীকে আগে মেরেছেন। পরে দিদির সাহয্য নিয়ে দাদাবাহিনীকে।
    লজ্জার কি আছে? আমরাই তো ""সাম্প্রদায়িক'' বিজেপি ও মুসলিম লীগের সঙ্গে গাঁঠ বেঁধে ওদের লেজিটিমেসি দিয়েছি। এখন এমার্জেন্সীর ঐতিহ্য ভুলে গিয়ে ওদের অনুরোধ করছি-- দয়া করে ভোট দিয়ে বামদলগুলোকে বাঁচান,। সত্য সেলুকাস।
  • PT | 203.110.246.230 | ১৩ নভেম্বর ২০০৯ ১৮:২৯420142
  • সেই খুনের রহস্য তো সিধুদা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সমাধান করে দিয়েছিলেন। দিল্লী থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেবেই বলে দিয়েছিলেন যে "হেমন্ত বসুকে সিপিএম খুন করেছে"!

    এটা লিখেই আশ্চর্য হলাম। সিধুদার উত্তরসুরীও ঠিক একই সুরে কোনো শবদেহ মাটিতে লুটিয়ে পড়ার আগেই কেমন করে যেন বলে দিচ্ছেন যে সব খুনই সিপিএম করাছে!!
  • kallol | 220.226.209.2 | ১৩ নভেম্বর ২০০৯ ১৮:৪৩420143
  • কেউ কেউ গাভাসকার সকলেই নয়। কি অসাধারন বল ছাড়া। অফ স্টাম্পের বাইরে বল ব্যাট মাথার উপরে তুলে - একেই বলে জাজমেন্ট।
    বরানগর ছেড়ে, হেমন্ত বসু।
  • PT | 203.110.246.230 | ১৩ নভেম্বর ২০০৯ ১৯:০৭420144
  • অদ্ভুত আঁধার এক........

    ১। এখনকার মাওব্যথীরা কেঁদে মরছেন ষাটের দশকের নকশালদের জন্য আর সেই নকশালরা "শ্রেণীশত্রূদের" কাগজে আর টিভিতে বলে বেড়াচ্ছেন যে তাঁদের সেই সময়কার অনেক চিন্তা-ভাবনা আর খতমের লাইনটাই ভুল ছিল!!

    ২। এখনকার মাওব্যথীরা আর ষাটের দশকের নকশালরা সরকারি বামেদেরকে অনেক বেশী বিপজ্জনক মনে করছেন দিল্লীর সরকারী দল আর তাদের সমর্থক তৃণমুলের থেকে। এবং যাবতীয় কুযুক্তির অবতারণা করে বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। তিরিশ বছর আগের সেই কংশালরা কি আবার ফিরে আসছে?

    ৩। ২০১১ তে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বামফ্রন্টকে বোধহয় মাত্র আরেকবার ক্ষমতায় আসতে হবে। এখনকার পথহারা বামপন্থী আর মাওব্যথীদের জেল থেকে ছাড়ানোর জন্য যেমন করে ষাটের দশকের নকশালদের মুক্তি দেয়া হয়েছিল ১৯৭৭এর পরে।
  • dukhe | 122.160.114.84 | ১৩ নভেম্বর ২০০৯ ১৯:৩৭420145
  • #২৪৭৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৮২;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৭;#২৪৯৭;#২৪৮২;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪; - "#২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৯;#২৪৬৮; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;, #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৬৮;#২৪৬৮; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৩৮;#২৪৬০;" - #২৪৭৬;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৭;#২৪৮০; #২৪৩৭;#২৪৭৮;#২৪৮০; #২৪৮০;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪; #২৪০৪;
    #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৮;#২৪৭৫;#২৫০৯;#২৪৮০;#২৪৬৭;#২৫০৯;#২৪৬৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৭;#২৫২৭;#২৫০৩; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৫০৭; #২৪৫৩;#২৪৯৭;#২৪৩৯;#২৪৬০; - #২৪৭২; #২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৭০;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;?

  • Ishan | 12.163.39.254 | ১৩ নভেম্বর ২০০৯ ২১:৪০420146
  • দুখের কি হল? এই তো ইউনিকোড থেকে ল্যাখা যাচ্ছে।
  • kallol | 115.184.118.2 | ১৪ নভেম্বর ২০০৯ ০৮:২৩420147
  • আমি নিজেকে একজন ""তখনকার"" নকশাল বলেই মনে করি।
    আমি মনে করি :
    ১) হিংসা দিয়ে কোন সমস্যার স্থায়ী সমাধান হয় না।
    ১ক) মাওবাদী হিংসা বা ১খ) সরকারী হিংসা কোনটাই সমস্যার স্থায়ী সমাধান নয়।
    ২) ৩২ বছর ধরে ক্ষমতায় থাকার পরও যখন পঞ্চায়েত, জেলা পরিষদে দলবাজি আর দুর্নীতির কথা বলতে হয়, মন্ত্রীদের কাজে গতি আনার কথা বলতে হয় - তখন সেই দল বা দলগুলির ক্ষমতায় থাকার ব্যাপারে নিজেদেরই ভাবা উচিত।
    ৩) যে কাজগুলো ""সীমিত"" ক্ষমতাতেই করা যেতো - চিকিৎসা (প্রত্যেক গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র, যেখানে ওষুধ ও চিকিৎসা করেন এমন ডাক্তার আর একজন সাহায্যকারী পাওয়া যায়), শিক্ষা (প্রত্যেক গ্রামে একটা স্কুল যেখানে অন্তত: বাংলা আর অঙ্ক শেখানোর জন্য দুজন শিক্ষক আছেন যারা নিয়মিত পড়ান) জলনিকাশী ব্যবস্থা (শহর এবং মফ:স্বলে), সেগুলো-ও করতে না পারার ব্যার্থতা স্বীকার না করা। সর্বোপরি সেই অসম্ভব ঔদ্ধত্য।
    এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো-ই একজন নাগরিকের কাজ।
    তাই বাম সকরকার আর নয়।
    পরে ফিরবে কি না? ফিরতেই পারে। যদি পাঁচ বছর ধরে ক্ষমতায় থেকে মমতারা ঐ ঔদ্ধত্যের পরম্পরা বয়ে নিয়েই যায় (তর্কের খাতিরে ধরে নিচ্ছি মমতারা এসে বামেদের থেকে ভালো ""কাজ"" করলেও)।

  • kallol | 115.184.118.2 | ১৪ নভেম্বর ২০০৯ ০৮:৩৬420148
  • আর হ্যাঁ। বন্দী মুক্তি বামফ্রন্টের ""দয়া""য় হয় নি।
    কংগ্রেসী শাসনের বিরুদ্ধে মানুষের অনেক চাওয়ার মধ্যে এটাও ছিলো - ছেলেমেয়েরা ঘরে ফিরুক (নকশাল-সিপিএম নির্বিশেষে)।
    তাই ৭৭ এ এটাও বামফ্রন্টের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। ওঁরা প্রতিশ্রুতি পালন করেছেন মাত্র।
    তাও আংশিকভাবে। অনন্ত সিংহদের প্রথমে মুক্তি দেওয়া হয় নি। পরে তার জন্য লড়াই করতে হয়। সেদিন ফ:ব:র ভক্তিভূষণ মন্ডলকে আমাদের হয়ে মন্ত্রী সভাতে আর আরসিপিআই এর বিমলানন্দ মুখার্জিকে বামফ্রন্টে, প্রমোদবাবু-জ্যোতিবাবুদের সাথে লড়তে হয়েছে।
  • PT | 203.110.243.21 | ১৪ নভেম্বর ২০০৯ ০৯:৩৯420149
  • ১। এই সরকারের সব ব্যর্থতার অভিযোগ মেনে নেওয়া গেল। আমি ভাবছি অন্য কথা। এখন যেমন অসীম চ্যাটার্জী, সন্তোষ রাণা, কানু সান্যাল বা আরো অনেকে তিরিশ বছর বাদে কান্নাকাটি করছেন যে তাদের পথ (মতও?) ভুলে ভরা ছিল, এখনকার মাওব্যথী আর পথহারা বামপন্থীরাও (কীষণজী সহ) আশাকরি আবার বছর কুড়ি-তিরিশ বাদে এমনি করে কান্নাকাটি করে ভুল স্বীকার করবেন না।

    ২। প:বঙ্গ কেন? মাওব্যথী আর পথহারা বামপন্থীরা তো অন্তত পাশের রাজ্য বিহারেও ক্ষমতা দখল করার কথা ভাবতে পারেন! নাকি বিপ্লব করার জন্য বামফ্রন্টের তৈরি করে দেওয়া ছত্রছায়াটা জরুরী? অথবা তাঁদের কোমরের জোর এতই কম যে নিজেদের কিস্যু করার ক্ষমতাই নেই তাই দিদির আঁচলে ঠাঁই নিয়েছেন? কীষণজী তো অন্ধ্রে রামপেঁদানি খেয়ে ঝাড়খন্ডের জঙ্গলে লুকিয়ে ""জেনেগণের"" জন্য কেঁদে ভাসাচ্ছেন আর নেংটিপড়া শ্রেণীশত্রুদের খতম করছেন।

    ৩। বামফ্রন্ট অন্তত: তিনটে রাজে ক্ষমতা দখল করে ভুলভ্রান্তি সহ কিছু করে দেখিয়েছে। মাওব্যথী আর পথহারা বামপন্থীদের কাছে একান্ত অনুরোধ যে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ না করে নিজেরা কিছু করে দেখান। বাঙালী যে কাঁকড়ার জাত সেটা, প্রাক্তন নকশাল, বর্তমান মাওব্যথী আর পথহারা বামপন্থীরা আরেকবার প্রমাণ করছেন।
  • aka | 24.42.203.194 | ১৪ নভেম্বর ২০০৯ ১০:০৩420150
  • আচ্ছা ধরা যাক ""মাওব্যথী"", ""প:কা:বু:"" ইত্যাদিরা সবাই আতাকেলানে। মানে কিসু বোঝেও না, কিসু জানেও না। এমনকি এই যারা ভোট টোট দিচ্ছেন তারা পাঁঠা, নিদেন পক্ষে ছাগল। হাজার হোক বামপন্থা ইত্যাদি বোঝেন না তো।

    তো পিটি, আপনি একটু বুঝিয়ে বলেন না কেন আজকের যুগের আদর্শ সমাজে সিপিএমি বামপন্থার উপযোগীতা। শুনি একটু।
  • Biman Bose | 122.162.75.55 | ১৪ নভেম্বর ২০০৯ ১১:৫৯420151
  • আরো একটা সাবপোশ্নো। এই বোকা-পাঁঠা-ছাগলগুলো এতদিনই বা কিছু না বুঝে ছিপিয়েমকে ভোট দিয়ে গেল কেন?
  • PT | 203.110.246.230 | ১৪ নভেম্বর ২০০৯ ১৩:০২420153
  • ভোটারদের সম্পর্কে পকাবুদের ব্যবহৃত বিশেষণের ভিত্তিতে আমার বুদ্ধিমত ভোটারদের নিম্নলিখীত পর্যায়ে ভাগ করেছি। এতে বোধহয় আলোচনা করতে সুবিধে হবে।

    ১। যে ভোটাররা বামফ্রন্টকে ভোট দিতেন বা দেন তাঁরা মানুষ ছিলেন বা আছেন, বাকিরা পাঁঠা।

    ২। যে ভোটাররা বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিতেন বা দেন তাঁরা মানুষ বাকিরা পাঁঠা।

    ৩। কিছু ভোটার ২০০৬ সাল পর্যন্ত পাঁঠা ছিলেন, ২০০৯ থেকে মানুষ হয়েছেন।

    ৪। কিছু ভোটার ২০০৬ সাল পর্যন্ত মানুষ ছিলেন, ২০০৯ থেকে পাঁঠা হয়েছেন।

    ৫। ভোটাররা বরাবরই পাঁঠা ছিলেন এবং আছেন।

    ৬। ভোটাররা বরাবরই মানুষ ছিলেন এবং আছেন।

    ৭। ভোটারদের মধ্যে পাঁঠা এবং মানুষের মিশ্রণ বিভিন্ন অনুপাতে থাকে। অবস্থানতরে এই অনুপাত বাড়ে কমে।

    ৮। শুধুমাত্র প:বঙ্গের ভোটারদেরই পাঁঠা এবং মানুষে ভাগ করা যায়।

    ৯। সারা ভারতের ভোটারদেরই পাঁঠা এবং মানুষে ভাগ করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন