এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৪০৩১ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 76.247.246.200 | ১৫ নভেম্বর ২০০৯ ১৩:২১420187
  • হ্যাঁ আর আপনি মাওবাদী জিনিসটা কি জানতে সত্যিই আগ্রহী থাকলে, মান্থলি রিভিউ তে বার্নার্ড ডে'মেলোর what is maoism পড়ে ফেলতে পারেন। সঙ্গে ফাউ পাবেন what is marxism, what is stalinism, what is leninism। তবে আমার কেন জানি মনে হয় আপনি পড়বেন না :-)
    তাই আমি ঘুমোতে গেলাম। শুভরাত্রি।
  • SB | 59.93.213.218 | ১৫ নভেম্বর ২০০৯ ১৫:০১420188
  • বার্নার্ডের লেখাতে নতুন কিছু নেই, আগেই পড়েছি, মাওবাদীদের ব্যর্থতাকে সাফল্য বলে চালনর একটা প্রচেষ্টা মাত্র। বরং এই লেখাটা যথেষ্ট ভাল: http://kafila.org/2009/10/22/complicating-the-naxalite-debate/ যদিও অক্ষের এইসব কথা ভাল নাও লাগতে পারে, "There is little doubt that the Maoists gain initial popularity by raising concerns of the poorest and most exploited. But it takes them little time to evolve into a dictatorial power structure with enormous vested interests, and elements of corruption, brutality, and mindless violence thrown in."

    এই লেখা তে খুব ঠিক ভাবেই লেখক বলেছেন, "Fundamentally, engagement between the state and Naxals can yield little. The Maoists have no faith in the present constitution or state structure; the state has no time and space for those who seek to destroy it with arms. But what is needed is introspection. The government must realise this is a political movement stemming from genuine grievances that cannot be crushed and its own policies provide ammunition for rebellion; the Naxalites need to know that despite some increase in strength, taking over even a district headquarter, let alone a state capital is not easy, and those who are suffering the most are the poor who they claim to represent. Obvious facts, but the lack of rethinking on both sides gives rise to suspicions that neither is interested in a solution. Yet, it remains the only way to enable a basic level of dialogue on issues raised by Naxals which do fall within the constitutional framework, and an agreement to minimise loss of lives."

    আলোচনা চলুক -
  • sc | 218.248.80.115 | ১৫ নভেম্বর ২০০৯ ১৬:৪০420189
  • রেল দপ্তরের নাম অবিলম্বে পরিবর্তন কর হোক।নাম রাখা হোক বিক্‌খুব্‌দ্‌ধ বুদ্ধিজীবি পুনর্বাসন দপ্তর
  • sc | 218.248.80.115 | ১৫ নভেম্বর ২০০৯ ১৭:২১420190
  • @Kallol
    জারা বামরন্তের পকে্‌খ নানা আবেদন পত্রে সৈ করে তারা হোলো বুদ্ধজীবি অথবা চাতুকর।আর জারা বামরন্তের বিপকে্‌খ পথে নেমে রেল বোর্দ অথবা লোক সভতে পুনর্বসন পয়, তার তবে কি?
    এর্পর তো রেল নাচের ইস্কুল, গানের ইস্কুল খুলে্‌ছ।কি হবে?
  • kallol | 115.184.17.130 | ১৬ নভেম্বর ২০০৯ ০০:৩৯420191
  • একটা কথা পরিস্কার হওয়া দরকার - মাওবাদীরা কিছু স্বর্গের দেবদূত নয়। তারা যাই করবে তাকে সমর্থন করার কোন দায় আমার নেই। মাওবাদীরা মানবাধিকার লংঘন করে যখন তার বিরুদ্ধেও সোচ্চার হই। যখন রাষ্ট্র সেটা করে তখন তার বিরুদ্ধেও চ্যাঁচাই।
    মাওবাদীরা স্কুল উড়িয়ে দিয়েছে, কারন সেখানে পুলিশ যাতে ক্যাম্প করতে না পারে। এটা অন্যায়। ঠিক যেমন মাওবাদীরা যাতে আশ্রয় না পায়, তা রুখতে আদিবাসীদের গ্রাম ক্ষেত জ্বালিয়ে দেওয়াটাও অন্যায়।
    পিটি যে লেখাটা উদ্ধৃত করেছেন - সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো বুঝলে কাজ হতো।

    আসলে আদিবাসীদের সমস্যা নিয়ে কেউই ভাবিত নয়। সবার কাছেই ওগুলো ক্ষমতা বাড়ানোর অছিলা মাত্র। নইলে ৬০ বছরেও আদিবাসীদের এই অসম্ভব দুর্দশায় থাকতে হয়!
  • Sibu | 71.106.234.63 | ১৬ নভেম্বর ২০০৯ ০১:৪০420192
  • যখন যেটা সমর্থন করলে সুবিধা সেইটে সমর্থন করাই কারো কারো একমাত্র দায়। আর সেটা যদি সিপিএমকে বাঁশ দেয় তো আরো ভাল। তাতে যদি মমতাকে সমর্থন করতে হয় তাই সই।

    কত রঙ্গ দেখালে প্রিয়ে ...
  • Mmu | 78.236.153.102 | ১৬ নভেম্বর ২০০৯ ০৩:৫২420193
  • আপ্নাদের mamata নিয়ে এতো সমস্যা কেন ? অন্ন কিছু ভাবতে পারেন না? এতো সনগ্রাম এতো কিছু - সুধু mamata ই সমস্যা? আসলে আপ্নারা উন্নয়ন কতোটা চান জানিনা,আসলে কম বুঝি তো তাই। যে নেত্রি উন্নয়ন কোরছে অথবা চেস্টা কোরছে তার পেছনে লাগার কি দর্কার?------ আমার কথায় রাগ কোরলেন? কোরবেন না please , যদিও আমার কিছু করার নেই তাতে। shyamal দা আপ্নি কোথায়? কয়েক দিন আপ্নি নেই তাই কোনো খবোর পাই না। সব উল্টো পাল্টা গল্পো চলছে । এ জায়্‌গায় দেখি সব্‌সময় mamata এতো জালা কেনো
  • Mmu | 78.236.153.102 | ১৬ নভেম্বর ২০০৯ ০৩:৫৬420194
  • মমতা কে নিয়ে এতো জালা কেনো?
  • ranjan roy | 115.184.28.242 | ১৬ নভেম্বর ২০০৯ ০৪:০৩420195
  • SB র উদ্ধৃত লিংকে লেখকের শেষ প্যারার বক্তব্যের সঙ্গে একমত।
    কিন্তু কল্লোলের বক্তব্যের পিঠোপিঠি শিবু'র তির্য্যক মন্তব্যটি বুঝতে পারলাম না।
    কল্লোলের কি বিশেষ সুবিধে হচ্ছে? আর সিপিএম কে কল্লোল কি বাঁশ দেবে? যাদের দেয়ার তারা দিচ্ছে, গুরুচন্ডালীতে না এসেই।
    কল্লোল যদি বারবার একই ইস্যুতে স্ট্যান্ড বদলাতো তাহলে না হয় খোঁচাটার যৌক্তিকতা থাকতো।
    সত্যিই কি " হয় মার্ক্স, নয় বাজার'', "" হয় বুদ্ধ, নয় মমতা'' -- এই মেরুকরণের বাইরে কোন অবস্থান হতে পারে না?
    এই প্রসংগে হনু'র বক্তব্যের মূল ধরতাইয়ের সাথে একমত। আলোচনাটা মূল রাজনৈতিক বক্তব্যের প্রাসংগিকতা বা অসারতা নিয়ে হওয়া উচিৎ। ব্যক্তিগত চরিত্র নিয়ে নয়।
    কিন্তু কোন কোন ক্ষেত্রে সেটা প্রাসংগিক।
    যেমন কংগ্রেস, বিজেপি, তেলেগু দেশম, তৃণমূল এর নেতারা গরমের ছুটি কোথায় কাটাবেন বা তাঁদের ছেলেরা দেশের বাইরে পড়তে গেছে কি না তা নিয়ে কোন মাথাব্যথা নেই।
    কিন্তু যাঁরা প্রোলেতারীয় শ্রেণী স্বার্থের কথা বলেন( কারাত/ বর্ধন/ কিষেনজী বা অসীম চাটুজ্জে যেই হোন) তাঁদের আচরণের ক্ষেত্রে এগুলো প্রাসংগিক। কারণ প্রোলেতারীয় নেতার জীবনশৈলী স্পষ্টত: বুর্জোয়াপার্টির নেতাদের থেকে আলাদা হবে।
  • Ishan | 173.26.17.106 | ১৬ নভেম্বর ২০০৯ ০৫:২৬420197
  • বৃন্দা কারাত তো সাংসদও। সদ্য নির্বাচিত ভারতীয় এমপিদের সর্বমোট সম্পত্তি নাকি ৩০০০ কোটি টাকা, এই নিয়ে তো প্রকান্ড হইচই হয়েছিল কিছুদিন আগে। তখন সিপিএম সাংসদদের অনাড়ম্বরতা নিয়েও প্রচুর লেখালিখি হয়েছিল। বিবেক দেবরয়ের সেই পুরোনো লেখাটা খুঁজে পেলাম, যেখানে, এমনকি বিবেক দেবরায়ও প্রকাশ কারাতের পিঠ চাপড়েছিলেন : "However, we should spare a thought for Prakash Karat and the Left. In a system where politicians are perceived to be an unprincipled lot, the Left has at least stood up for what it believes to be its principles'।

    তখন কিন্তু আমরা বলিনি, কোন এমপি কোথায় যাবেন, কি রোজগার করবেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এখন এত প্রশস্তির পর বৃন্দা-প্রকাশ সপরিবারে বিজনেস ক্লাসে লন্ডন ভ্রমণে গেছেন সংবাদ পেলে খটকা তো লাগবেই। বিশেষ করে দুজনেই যখন সিপিএমের হোলটাইমার। আমি যদ্দুর জানি সিপিএমের হোলটাইমাররা মাস গেলে বোধহয় হাজার চারেক টাকা পান (জায়গার ভিত্তিতে একটু কম-বেশি হতে পারে)। তাতে করে বিজনেস ক্লাসের টিকিট হওয়া একটু চাপ। :)
  • kallol | 115.184.47.171 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:১৫420198
  • আজকে কবীর সুমনের বক্তব্য পড়ুন। তৃণমূল আর সিপিএম একই বস্তু। একথাটা বলতে পারে সেইই যে সিপিএম সাথে ছিলো। সিপিএম অন্যায় দেখে সোচ্চার হয়েছে। আবার তৃণমূলের অন্যায় দেখলেও সোচ্চার হবে। এমপি ""পুরস্কার"" পেয়েও হবে।
    ধক আছে কোন সিপিএম এমপি-এমএলএর??
    দয়া করে শৃঙ্খলার গল্প করবেন না।
    এখন তো সিপিএমএর কাছে সুমন হিরো। কিন্তু মাত্র কদিন আগেই ব্যক্তি সুমনের নামে সিপিএম-কুৎসার বান আজও যাদবপুরের দেওয়ালে দেওয়ালে অম্লান। এখন সেসব ভুলে যাওয়া যাবে অতি অনায়সে। ভুলে যাওয়া যাবে যে লোকটা বলেছে - তৃণমূল আর সিপিএম একই বস্তু।
  • Ishan | 173.26.17.106 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:২৪420199
  • দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী রাতে বলেন, কোনও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তৃণমূলের সঙ্গে থাকতে পারবেন না।

    বৌ পেটানো সুমন এখন ব্যক্তিত্বসম্পন্ন হয়েছেন। সিপিএম করলে মানুষের নৈতিক চরিত্রের কত উন্নতিই হয়। :)
  • PT | 203.110.243.21 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৩২420200
  • ইংল্যান্ড যাওয়া আর প্রলেতারিয়েতের নেতা হওয়ার মধ্যে খুব সংঘাত আছে কি? প্রশ্নটা অন্য হওয়া উচিত। এই নেতাদের কোন গোপন আয়ের উৎস আছে কিনা কিংবা তাঁদের ভ্রমণের ব্যয়ভার কে বহন করছে।

    ১৯৯০-১৯৯১ সালে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রি থাকাকালীন ব্রিটিশ পার্লামেন্টের একটি কক্ষে বক্তব্য রেখেছিলেন। সেখানে সশরীরে উপস্থিত থাকার কারণে দেখেছিলাম যে সেই অনুষ্ঠানের পরে বিগ বেনের সামনে রাস্তায় জ্যোতিবাবুকে দাঁড় করিয়ে রেখে তাঁর এক ডাক্তার বন্ধু ট্যাক্সি ডেকে নিয়ে এলেন। কোন ভারতীয় সরকারী লোক সেখানে উপস্থিত ছিলেন না। এটা আনন্দবাজার পড়ে বেড়ে ওঠা আমার চোখে অস্বাভাবিক লেগেছিল।কেননা আমরা সবসময়েই ""জানতাম"" যে জ্যোতিবাবু সরকারী পয়সা অপব্যবহার করে লন্ডন যান। পরে জেনেছিলাম যে ইংল্যান্ড প্রবাসী বাঙালীদের একটা বিরাট অংশ নিজেদের ট্যাঁকের পয়সা খরচা করে জ্যোতিবাবুর ইংল্যান্ড যাওয়ার ব্যবস্থা করতেন।

    বিধিসম্মত সতর্কিকরণ: আমার দেখা এই ঘটনাটা থেকে প্রমাণিত হয়না যে বাম আমলে কিছু লোক লুটেপুটে খায়নি।
  • kallol | 115.184.47.171 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৩৬420201
  • আরে রঞ্জন, তুমিও পারো। যা সব যুক্তির অবতারনা হচ্ছে, তাতে এসব তো হবেই। গুরুতে হচ্ছে বলে খারাপ লগছে? তা, গুরু কি আর সগ্গো থেকে এয়েচে গো?

    তুমি বরং আমায় ছত্তিশ্‌গড়-মধ্যপ্রদেশের আদিবাসীদের অবস্থা নিয়ে ডকুমেন্ট পাঠাও। এখানে IISCর ছাত্র-ছাত্রীরা The War Within : The Maoists, The Tribals and The State নাম দিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছিলো। হিমাংশু কুমার বললেন।
    ওরা এটা নিয়ে বড়ো করে প্রচারে যেতে চায়। ব্যক্তিগতভাবে মাওবাদীদের নিয়ে আমার অতো দায় নাই। আমার মনে হলো আদিবাসীদের অবস্থা তুলে ধরাটা একটা ঠিকঠাক কাজ হতে পারে। সেটাই করি। তোমার সাহায্য চাই।
    আমার মোবাইল : ৯৯০২৯৮৯৭৬৪। ফোনে যোগাযোগ হলে মেইল করা যাবে।
  • PT | 203.110.243.21 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৩৯420202
  • তাহলে আর পরিবর্তনের দরকার কি? অচেনা চোরের থেকে তো চেনা চোর ক্ষমতায় থাকাই ভাল!!
  • kallol | 115.184.47.171 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৪৪420203
  • বৃটিশ পার্লামেন্টে বক্তব্য রাখা আর ছুটি কাটাতে যাওয়ার মধ্যে তফাৎ খুজে না পেলে, কি বলবো। কিইইইই আর বলার আছে। ভালো। খুউউউউউউউব ভালো।
    দলের পয়সায় হোক বা নিজের পয়সায় হোক, বিলেতে ছুটি কাটাতে যাচ্ছে - প্রলেতারিয়া (কারন ওনারা ""শ্রেণীচ্যুত"" তো বটেই) - এ বেশ রঙ্গ টঙ্গ মনে হচ্ছে না কারুর ?
  • PT | 203.110.243.21 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৪৯420204
  • @ Kallol

    কারাতদের ইংল্যান্ড যাওয়ার ব্যাপারে কোন নির্ভরযোগ্য সুতো দিলে বাধিত হব।
  • Update | 173.26.17.106 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৫৭420205
  • Name:kallolMail:Country:

    IPAddress:115.184.47.171Date:16Nov2009 -- 08:49AM

    অ্যাঁ, ছ্যামড়ায় কয় কি!!! ছিপিয়েম চিনা চুর!!!! শ্যাষে কি না মনে হেই আ si লো!!!!!!

    ----------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:16Nov2009 -- 08:49AM

    না না অচেনা চোর ভালো। চেনা মুখ আর কত দেখব। অচেনা চোর চাই, অচেনা চোর চাই।

    ----------------------------------------

    Name:IshanMail:Country:

    IPAddress:173.26.17.106Date:16Nov2009 -- 08:50AM

    এই তো শশী থারুর না কে যেন নিজের ট্যাঁকের কড়ি খচ্চা করে পাঁচতারা হোটেলে থাকতেন। কংগ্রেসের মতো দলেও সে নিয়েও হট্টগোল তো কম হলনা। ইকনমিকে ক্যাটল ক্লাস বলা নিয়েও কত্তো হইচই। কেন্দ্রীয় মন্ত্রীরা শুনলাম এখন নাকি বিজনেস ক্লাসে চড়ছেন না।

    আর কমিউনিস্ট পার্টির নেতা বিজনেস ক্লাসে চড়ে বিদেশ যাচ্ছেন, সে নিয়ে হট্টগোল হবেনা? প্রলেতারিয়েতের নেতা হওয়া আর ইংলন্ড যাবার মধ্যে বিশেষ বিরোধ নেই। কিন্তু বিজনেস ক্লাসে চড়া আর প্রলেতারিয়েতের নেতা হবার মধ্যে একটু কেমন যেন আছে। চোখে লাগে।

    নইলে আর বৈনী কাজ কি? পার্টির বা নিজের পয়সা আছে, প্লেনে চড়েছেন। কার কি গেল এল?
  • Ishan | 173.26.17.106 | ১৬ নভেম্বর ২০০৯ ০৮:৫৯420206
  • এই টইটা প্লিজ কাটান দেওয়া হোক। গড়বড় হচ্ছে।

    অন্য কোনো নামে একটা খুলে নেওয়া হোক। আমিই খুলতাম, কিন্তু কি নামে খুলব বুইতে পারলাম না। :)
  • kallol | 115.184.47.171 | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০০420209
  • প্রকাশ-বৃন্দা কারাতের বিলেতে ছুটি কাটাতে যাওয়া নিয়ে কি সূত্র চাই? আদৌ যচ্ছেন কি না। নাকি কার পয়সায় যাচ্ছেন। আদৌ যচ্ছেন কি না - সেটা ভারতবর্ষের যেকোন মিডিয়াতেই জানা যায়। আর কার পয়সায়? যারই হোক, পয়সাটা প্রচুর লাগে যাতায়াত ও থাকায়। প্রলেতারিয়ার কি এতো পয়সা ছুটি কাটাতে খরচ করা ঠিক?
  • aka | 24.42.203.194 | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০১420210
  • একেবারে ওপরের তলায় লোকে থিওরেটিশিয়ান হয় আর নীচের তলায় লোকে পার্টি করে। আর মাঝের লোকজন জোয়ারে গা ভাসায়, এইভাবেই পার্টিতে পার্টিতে অ্যাসিম্পটোটিক কনভারজেন্স হয়। শশী থারুর ~= প্রকাশ কারাত হয়।

    আচ্ছা প্রকাশ কারাত কি জিমে যান?
  • nyara | 98.210.221.19 | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০৩420212
  • কেন, হনু তো বলেই দিয়েছে পার্সোনাল অ্যাকাউন্টিলিটি-ফিলিটি বালখিল্য ব্যাপার। পলিটিকাল নেভিটি। পলিটিকাল ডিসকোর্সে ওসবের কোন জায়গা নেই।

    মহাজ্ঞানী, মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত:স্মরণীয় ...
  • bitoshok | 76.113.141.128 | ১৬ নভেম্বর ২০০৯ ০৯:০৪420213
  • আহা জ্যোতি বাবু ইংল্যান্ডে যেতেই পারেন। হাজার হোক বিলেতে রজনীপাম দত্ত, হ্যারি পলিট, বেন ব্র্যাডলে-র ক্লাসে কম্যুনিজম শিখেছেন। নস্টালজিয়া বলে তো একটা বস্তু আছে!

    কিন্তু, ট্যাক্স পেয়ার দের পয়সায় ন্যু-ইয়র্কে ওয়ার্ল্ড অফ আস্টোরিয়া-য় (১৯৯৫) স্টে কোন নীতির সাথে খাপ খায়?

    আর জ্যোতি বাবুর মুখ্যমন্ত্রী থাকাকালীন বিদেশ ভ্রমনের পরিসংখ্যান, সরকারি ব্যাখ্যা আর তার আউটপুট হিসেব করে দেখতে পারেন। খুব চিত্তাকর্ষক হবে, সন্দেহ নেই।
  • sc | 218.248.80.115 | ১৬ নভেম্বর ২০০৯ ১৬:০৭420215
  • সুমন আপাতত: কল্লোল্‌দার মান রাখে্‌লা।
  • উদস্থিতি | 213.223.94.228 | ২১ জানুয়ারি ২০১৪ ২২:০৩420218
  • উদস্থিতি মানে
  • উদস্থিতি | 213.223.94.228 | ২১ জানুয়ারি ২০১৪ ২২:০৩420217
  • উদস্থিতি মানে
  • উদস্থিতি | 213.223.94.228 | ২১ জানুয়ারি ২০১৪ ২২:০৩420216
  • উদস্থিতি মানে
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:৪২420220
  • হাইড্রোস্ট্যাটিক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন