এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৪০৩৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ২২:১৬420087
  • শমীকের সঙ্গে মূলত: একমত। বাংলা জার্গনগুলোকে সহজ করা দরকার। সেটা চালু ইংরিজিগুলোকে সোজা তুলে এনেও করা যতে পারে, বা, সোজা বাংলাতেও করা যেতে পারে। এগুলো মূলত: ইমপ্লিমেন্টেশনের সমস্যা। চেষ্টা করলে সমাধানও বেরোবে। কিন্তু চেষ্টা যে করতে হবে, সেটাতে একমত হইতে হইবে।

    আর বাংলাটা সরকারি স্তরে চালু করারও ব্যবস্থা করা উচিত। নইলে একদিকে হিন্দি অন্যদিকে ইংরিজির চাপে বাংলা চাকর-মনিষ্যির ভাষা হয়েই থেকে যাবে। ভারতবর্ষে। আর তার স্বপক্ষে আমরা "অন্য কোনো বিকল্প নেই' এর ঝান্ডা তুলব। :)
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ২২:১৯420088
  • ঈশান, উচ্চশিক্ষা বলতে কী বোঝায়? স্নাতকোত্তর না অন্য কিছু?

    আর তোমার প্রস্তাবনা কী? উচ্চশিক্ষা বাংলায় আবশ্যিক করে দেওয়া না একাধিক অপশন রাখা।

    এই দুইটি প্রশ্নের উত্তর পেলে ভালো হয়।
  • Samik | 12.191.136.3 | ১১ নভেম্বর ২০০৯ ২২:২৬420089
  • ঈশানের ৬ নম্বরে অ্যাডেন্ডাম,

    ইংরেজি "শেখানো' হবে। লার্নিং ইংলিশ নয়। প্লিজ। শেখানোর মতন করে ইংরেজি শেখানো হোক। ক্লাস ওয়ান থেকেই। কোনও ভাষা শেখার সেটাই প্রকৃষ্টতম সময়। বড় হবার সাথে সাথে মানুষ ভাষা বা ডায়ালেক্ট শেখার ক্ষমতা হারিয়ে ফেলে।

    এই কারণেই বাঙালি তিরিশ বছর ধরে পুণেতে থেকেও মারাঠি বলতে পারে না, তিরিশ বছর দিল্লিতে থেকেও হিন্দি বলতে পারে না। কারণ তারা পুণেতে দিল্লিতে এসেছে বড় হবার পরে। আর তারা কেউই ছাত্রজীবনে হিন্দি মারাঠী পড়ে নি। বড় বড় রাজ্যগুলোর প্রায় সকলেরই স্কুলের কারিকুলামে কিন্তু হিন্দি আছে। একজন ওড়িয়াও একজন বাঙালির থেকে ভালো হিন্দি বলে। কারণ তারা হিন্দি শেখে। তামিলরাও স্কুলে হিন্দি শেখে। আমরা বাঙালিরা ছিঁড়ি।

    পিটিকে, আমি কখন বললাম সরকারি অফিসে হিন্দি শেখাটা বাধ্যতামূলক? একবারও নয়। কেবল হিন্দি শিখতে ঐসব পরীক্ষা পাস দিতে উৎসাহী করা হয়। ইনসেন্টিভের মাধ্যমে হিন্দিকে ইনজেক্ট করানো হয় সরকারি পরিসরে। ঘাড় ধরে একেবারে নয়। অফিসে কেউ বাচ্চা ছেলে/মেয়ে নয়।
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ২২:২৭420090
  • আমি স্নাতক, মাস্টার্স, সবই বলেছি।

    সরকারি স্তরে বাংলাকে প্রোমোট করা উচিত। পরিভাষা তৈরি করা উচিত। বইপত্তর অনুবাদ শুরু করা উচিত।

    একদিনেই তো হবেনা। সময় লাগবে। তদ্দিন উচ্চশিক্ষা ইংরিজিতেই থাক না। মোটামুটি একটা কাঠামো তৈরি হলে ঐচ্ছিক করা হোক। তারপর ব্যাপার স্যাপার দেখে আবশ্যক। আবশ্যক করলে বাইরের ছেলেপুলেরা কিকরে পড়বে, জাতীয় সমস্যাও থাকবে। সেগুলো ও সমাধান করতে হবে।

    বাংলা কথা হচ্ছে লক্ষ্যটা ঐ দিকে থাক। এছাড়া আমার কিছুতেই কোনো গাঁটপনা নাই। :)
  • d | 117.195.37.75 | ১১ নভেম্বর ২০০৯ ২২:২৯420091
  • PT10.08এর দ্বিতীয় প্যারার সাথে ক। শুধু শিখতে যে চায় না তাই নয়, রীতিমত গর্ব করে বলে যে "জানিনা'। অথচ একটা জায়গায় ২-৩ বছর থাকলেই সেখানকার ভাষা মোটামুটি বুঝতে পারার কথা এবং বলতেও পারার কথা।
  • Samik | 12.191.136.3 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৩২420093
  • দময়ন্তী, পার্সন টু পার্সন ভ্যারি করে। বড় বয়েসে নতুন ভাষা শেখার ক্ষমতা কিন্তু সত্যিই সীমিত হয়ে যায়।
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৩২420092
  • তালে আমার বিশেষ আপত্তি নাই। শুধু আবশ্যিক করে দেবার ব্যপারটা ছাড়া।

    ব্যস। আপাতত এই টই থেকে রিটায়ার করছি। :-)
  • d | 117.195.37.75 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৩৪420094
  • শমীক,
    ইচ্ছা থাকলে কাজ চালানোর মত শেখাই যায়।
  • pi | 72.83.213.179 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৩৫420095
  • আজ্জোদা, এটাই তো মজা। কেন লাগে জানিনা অথচ লাগে দেখেছি বলেই ভাবি লাগে, ওটা সত্যি দরকার, অপরিহার্য। আর তাই জন্য ভাবি ইংরাজীও অপরিহার্য।
    বাংলায় কেন পড়া যাবেনা বলতে তুমি বল্লে বাংলায় পড়লে প: বঙ্গে ই চাকরি পাওয়া যাবে না, উদাহরণ দিলে এই মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ আর মলের দারোয়ানের। এবার এদের কেন ইংরাজী লাগবে সেটা জানোনা কিন্তু সেই নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই। কেন লাগবে সেই নিয়ে প্রশ্ন না তুলে প্রশ্ন করছো এদেরকে কেন এইরকম ইংরাজী বলার মত করে শিক্ষিত করে তোলা হবে না ! ইয়ে তো বহুত না ইনসাফি হ্যায় ।
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৪১420098
  • ফিরে এলাম দম/পিটিকে একটা কথা বলার জন্য। দরকার পড়লে এবং শেখার পরিবেশ/সুযোগ থাকলে স্থানীয় ভাষা না শেখার তো কোন কারণ নেই। আমার কাজের পরিবেশে সেটা নেই। অন্য কোন জীবিকা হলে হয়ত থাকত। কাজেই ইট ডিপেনস।
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ২২:৪২420099
  • ডি: আমি মোটেও উচ্চশিক্ষিত নই। কাজেই গায়ে পড়েই পোস্টটা করলাম।
  • r | 219.64.78.32 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:০৪420100
  • তামিলনাড়ুর স্কুল কারিকুলাম নিয়ে বেথে এই তথ্যটি কোথা থেকে পেল??
  • Samik | 12.191.136.3 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:২৪420101
  • আমার ইমিডিয়েট প্রতিবেশি এক তামিলিয়ান দম্পতি।
  • Sayantan | 159.53.78.142 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:২৬420102
  • ভুতোমগা য়েল্লিদিয়া নীনু? থুম্বা দিনা আয়থু নিনিগে নোড়লিল্লা, নিনজোথে মাতাড়িল্লা। কেলসা হেইগিদে? নানু ইদেল্লা ইল্লিগে বরিথাইদিনি, য়ারগে গোতথাগল্লা, সেরি না? নালে বেড়েগে ওন্দসারি অনলাইন বা।
  • Samik | 12.191.136.3 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:২৯420103
  • কণ্‌ কহিলু? মু কিচ্ছি বুঝি পারিলি নি।
  • r | 219.64.78.32 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৩০420104
  • একজনের কথা শুনে সব বিশ্বাস করতে নাই। ;-)

    জিজ্ঞাসা করেছ কোন বোর্ড? আই সি এস ই হলে ভারতের যে কোনো রাজ্যে ফার্স্ট ও সেকেন্ড ল্যাঙ্গোয়েজ হিসেবে হিন্দি ও ইংরিজি নেওয়া যায়। স্টেট বোর্ডে স্থানীয় ভাষা পড়া আবশ্যিক। তামিলনাড়ুতে তামিল ও ইংরিজি পড়ানো হয়। তামিলনাড়ুতে হিন্দি-বিরোধী আন্দোলনের পরে ত্রিভাষা ফর্মুলা তৈরি হয়, যা পরে বহু রাজ্যই মানে নি। তামিলনাড়ু স্কুল বোর্ডে মূলত: দ্বিভাষা ফর্মুলা অনুসরণ করা হয়। এই লিঙ্কটা দেখতে পার:

    http://www.tn.gov.in/schoolsyllabus/
  • Sayantan | 159.53.78.142 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৩৫420105
  • ইল্লাপ্পা। নানেগে ওড়িয়া বরল্লা।
  • Tim | 198.82.19.123 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৪২420106
  • প্রথম প্রজন্মের পড়ুয়াদের নিয়ে দমদি কি বলছিলে? আমাদের ইশকুলেও ছিলো তারা (মানে যেখানে পড়াতাম)। তুমি কি ড্রপ আউটের কথা বলছো?
    বেথের পরিভাষা সংক্রান্ত পোস্টে এক্কেবারে একমত।
  • pi | 72.83.213.179 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৫৩420107
  • শমীকের সাথে ক।

    বাংলায় পড়াশুনা করতে হলে ঐ অক্সিজেন, নাইট্রোজেন, কম্প্যুটার এইসব বাংলা হয়ে যাওয়া শব্দের ও বাংলা করতে হবে, এইসব বল্লে খিল্লি করার ভালো মেটেরিয়াল পাওয়া যায় বটে, (রিমিদির ঐ বাংলায় বাঙ্গালীদের উচ্চশিক্ষা দেওয়ার কথা বল্লে পৃথিবীর সবাইকে বাংলায় উচ্চশিক্ষা দেওয়া হোক বলার মতন :)), তবে সেটা কোন তো কাজের কথা নয়। এই আর কি।
    অন্যভাষার কোন শব্দ আসবে কোনটা না, কোনটায় বাংলা শব্দকেই সহজ করা যেতে পারে, এসব নিয়ে অনেক কাজকম্মো করা দরকার। তবে তার আগে, বাংলা ভাষায় উচ্চশিক্ষা হওয়া দরকার, সেই দরকারটুকু অন্তত মানা দরকার :)
  • tain | 130.39.149.146 | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৫৭420109
  • ''''এই প্রপার নাউনগুলোকে ইংরেজিতে রেখে বাকিটুকু বাংলায় লিখলেই কিন্তু মাতৃভাষায় উচ্চতর অঙ্কচর্চার সময়ে এইসব বাংলা পরিভাষা নিয়ে খিল্লি করার সুযোগ থাকত ন বাঙালিদের। খুব ক্ষতি কি হত এসবের বাংলা পরিভাষা না তৈরি করলে?'

    তবে হ্যাঁ, পরিভাষা তৈরী করবার দরকারটাই বা কী? বাংলা ক্রিয়াপদগুলো ইউজ করা গেলেই ভাষাটা বাংলা থাকে তো
  • Tim | 198.82.19.123 | ১২ নভেম্বর ২০০৯ ০০:০৪420110
  • একটা পোশ্নো পেলো। বাংলায় উচ্চশিক্ষা তো হয়ই এমনিতেই। মানে বিএ বিএসসি বিকম তো পড়াই যায়, কোনো কোনো বিষয়ে স্নাতকোত্তরও পড়া যায়। দমদি নিজেই তো পড়েছে বল্লো, আরো অনেকেই পড়েছে। আমি নিজের বারো ক্লাস অব্দি পুউরো বাংলায় পড়েছি। অনার্স থেকে সমস্তই আবার ইংরেজিতে। বেজায় অসুবিধে হয়েছিলো প্রথমে একথাও স্বীকার কত্তে হবে। সে যাক, তাইলে তক্কোটা কি নিয়ে হচ্ছে?
  • nitai | 152.19.195.215 | ১২ নভেম্বর ২০০৯ ০০:০৯420111
  • আর্য দা:'২। বার বার বলা হচ্ছে যার দরকার নেই সে কেন ইংরিজি পড়বে? কি করে জানা গেল কার দরকার আছে আর কার নেই। যদি ধরে নেওয়া হয় আরবিসি কলেজে কেউ পড়ছে বলেই তার জীবনে কোন একটি দোকানে খাতা লেখা ছাড়া আর কোন গতি নেই তাহলে অন্য কথা। '

    এর ঊত্তরে
    সৈকত দা:
    '....ইংরিজি উঠিয়ে দিতে সে কারণেই এখানে কেহ বলেনি। ভাষাটা জানা থাক, যার দরকার লাগবে সে আরও চর্চা করবে'
    এটার সাথে ক । এই জানা থাকা টা নিশ্চয় স্কুল লেভেল থেকে। তাহলে তর্‌র্‌ক তা কোথায়, আমার ধরনা ছিল, জনতার ইংরেজী ওপশানাল করার দাবী ! তার সাথে তো স্কুল লেভেলে ইংরেজী জানা টা ক¾ট্রাডিক্তরি।
  • kd | 59.93.195.166 | ১২ নভেম্বর ২০০৯ ০৩:৫০420112
  • এই বাংলা-ইংরেজি তক্কো গোড়া থেকে পড়লুম। অনেক প্রশ্ন জাগলো মনে। কিছু লিখি। হয়তো উত্তর পাবো।

    ১। কংখল শুনেছি হরিদ্বারের কাছে একটা জায়গা। ওখানে কি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের মতো আই-টি হাব হয়েছে? সেখানে গুরু'র কে কে আছে? তাদেরই কেন ইংরিজি জানা বেশী দরকার? তারা কী কোন স্পেশালাইজ্‌ড কাজকম্মো করে?

    ২। উচ্চশিক্ষার জন্যে বাংলা না ইংরিজি, এ প্রশ্ন কেন উঠছে? সরকার তো ক্লাস ওয়ান থেকে ইংরিজি না শিখিয়ে ক্লাস সিক্স থেকে শুরু করেছিলো। ভেবেছিলো (ধরে নিলুম ভুল করেই) ঐ পাঁচ বছর না শিখিয়েও পরে ক্যাচ-আপ করে নেবে। বাকী সব তো একই রইলো। তবে তক্কো কিসের?

    এই ফাঁকে বলেনিই যে এইরকম ভাবাটা যে সবসময় ভুল তা কি ঠিক? এখানেই কখনও পড়েছি সুইৎজারল্যন্ডে ছ-বছর বয়সের আগে লেখাপড়া শুরুই করা হয় না - এর জন্যে কি ওখানকার ছেলেপুলে বাকী দুনিয়ার থেকে পিছিয়ে পড়েছে? (এর উত্তরে যদি কেউ বলে একজন আর্কিটেক্ট ছাড়া আর কোন পৃথিবীবিখ্যাত লোকে নাম বলো, তাহ'লে আমি ফেল)।

    ৩। কখনো সখনো দেখছি ইংরিজি লেখাপড়া আর ইংরিজি বলা, এই দুটো অনেকে মিশিয়ে ফেলছে, এটা কি ঠিক? নিজের জীবনের অভিজ্ঞতায় বলতে পারি, আমেরিকায় আসার আগে দেশে বাইশ বছর বাংলা বলেই কাটিয়েছি (মিত্তির ইস্কুল, শিবপুর, মিন্ট), একবার কলেজে ক্লাস-সেমিনারে ইংরিজিতে বলতে হয়েছিলো (পুরো মুখস্থ মাল) - সেই আমি এখানে বাংলায় ভেবে মনে মনে ট্র্যানস্লেট করে, গ্রামার ইত্যাদি ঠিক রেখে, ধীরে ধীরে বলতুম - কখনও রিপিট করতে হয়নি। সেইজায়গায় আমার পাশের রুমের পুরো ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটির চোস্ত ইংরিজি এরা বুঝতে পারতোনা, দু-তিনবার excuse me র পরে আমায় ইন্টারপ্রেটরের কাজ করতে হয়েছিলো - বোঝো!

    ৪। আমার মত (কেন দেবো না, সকলেই তো দিচ্ছে) - উচ্চশিক্ষা বাংলাতেই হোক, হলে ভালোই হবে। শুধু কিওয়ার্ড-গুলো ইংরিজিই থাক। যেমন চেয়ার, টেবিল, প্যান্ট, শার্ট, ট্রাম, বাস, ট্রেন, রেল, ফোন, রেডিও এখন বাংলা ভাষা, তেমন অক্সিজেন, নাইট্রোজেন, ডেনসিটি, গ্র্যাভিটি, রিফ্লেক্‌শন, রিফ্র্যাক্‌শন বাংলা ভাষা হতে ক্ষতি কী?

    আর কিছু বলবো না। প্রমিস:)
  • Mmu | 78.236.153.102 | ১২ নভেম্বর ২০০৯ ০৪:১১420113
  • এটা মতামত নয়। বাম পন্থিদের ইতিহাস..........সেন্‌চুরি সনবাদ,11 nov 2009----(পশ্চিমবঙ্গে সন্ত্রাসের স্রস্টা মার্ক্স বাদি..............) সমিক দা, শ্যমল দা সবাই পরবেন। সবাইকে পরাবেনও। যদিও এটা আলোচনার মধ্যে নয় তোবুও সব্বাই পোরবেন। আমি আবার বেশি বুঝি না তাই এইটুকু লিখ্‌লাম সবাই পোরবেন।
  • Sibu | 71.106.234.63 | ১২ নভেম্বর ২০০৯ ০৪:৪২420114
  • এই সুতোটা মোটের ওপর বেশ ভাল টাইম পাস মেটিরিয়াল, চমৎকার স্পেকটেটর স্পোর্ট (দর্শকাম কি ভাল বাংলা হবে ;))।

    তো তাতিনকে একটা কথা বলি। বাংলা পরিভাষা এক্কেরে ইম্পর্ট্যান্ট নয়। গড়পরতা বাঙালীর পোলার কাছে অক্সিজেন আর অম্লজান একই কিসিমের জন্তু। ইংরাজের পোলাদের শুধিয়ে দেখেছি, যারা সাইন্স পড়ে নাই, তারা সায়েন্টিফিক টার্মের কি মানে প্রায়ই বোঝেনা। তাই বাংলা টার্ম না তৈরী করে বাংলায় বিজ্ঞানের বই লিখলে ক্ষতি কিছু নাই। ইংরাজী টার্মেই কাজ চলে যাবে।

    কিন্তু এই রকম সহজ সমাধান ক্রিয়াপদের বেলায় চলবে না। আর যে কেউ বাংলায় কখনো বিজ্ঞান লেখার/অনুবাদ করার চেষ্টা করেছেন, তিনিই জানেন, ক্রিয়াপদ হল বাংলা ভাষার অ্যাকিলিস হিল। প্রচুর সংস্কৃত আর ইংরাজী থেকে ধার না করলে বাংলা ভাষা চিরকাল মেছুনী আর কবিদের ভাষা হয়েই থাকবে, তাতে বিজ্ঞান লেখা হবে না। তো বিজ্ঞান লেখার জন্য একটি কৃত্রিম বাংলা ভাষা তৈরী করা গেলেও সেই ভাষায় ঐ নব্বই শতাংশের বিজ্ঞান পড়তে ইংরাজীতে বিজ্ঞান পড়ার চেয়ে সুবিধা কিছু বেশী হবে কিনা তাতে আমার অনেক সন্দেহ।

    ভাষায় বিজ্ঞান চর্চার মত দম থাকা চাই, আবার সে ভাষা ঐ নব্বই শতাংশের পক্ষে তুলনায় সহজবোধ্য হওয়া চাই। যতক্ষণ অবধি কেউ/কাহারা সেরকম একটি রোবাস্ট বঙ্গভাষা তৈরী করে না দেখাচ্ছেন, ততক্ষণ অবধি আমি উচ্চবিজ্ঞান শিক্ষা/গবেষণার মাধ্যম হিসাবে বাংলা ভাষার ভবিষ্যতে ঘোর সন্দিহান।
  • pi | 128.231.22.89 | ১২ নভেম্বর ২০০৯ ০৫:৩০420115
  • শিবুদা, কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো না, বাংলায় বিজ্ঞান লেখার ক্রিয়াপদজনিত সমস্যার ব্যাপারটা।
  • Sibu | 71.106.234.63 | ১২ নভেম্বর ২০০৯ ০৬:২৮420116
  • এই যে, উইকিপিডিয়া থেকে এইটে কদিন আগে অনুবাদ করার চেষ্টা করছিলুম। এইটে ঠিক কাটিং এজ কিছু না। বরং পপুলার সায়েন্স বললে ঠিক বলা হয়। রিসার্চ পেপার থেকে কিছু উদাহরন পরে দেব।


    While David Goldberg wrote about this method in terms of DNA[19], it is repeated here in terms of a travelling salesman. This method shortens the path by opening loops at random. After all the loops are opened, one final loop remains that defines a perimeter. While a perimeter is not always the optimal path, it is usually very close. In a special case when all towns are equidistantly placed along a circle, the perimeter is the optimal solution.
    Suppose a salesman has a deck of 60 cards, each with the location of a different town. He wants to find the optimal path by arranging the cards, calculating the length, and comparing results over and over. If the hometown is not counted, then the number of possible permutations becomes 60*59*58*...*4*3 or 4.2×1081. This is more than the estimated number of atoms in the observable universe! With this method, he likely won't find the optimal path or even get close before dying of old age.

  • Ishan | 173.26.17.106 | ১২ নভেম্বর ২০০৯ ০৭:০৭420117
  • এই টইতে কটা পোস্ট উড়ে গেছে। উদ্ধার আর করা গেলনা। দু:খিত ছাড়া আর কিছু বলার নাই। লেখকরা আরেকবার পোস্ট করতে পারলে ভালো হয়।

    কোনো অজ্ঞাত কারণে এই টইটা অদ্ভুত ব্যবহার করছে। আরেকটা নতুন টই খুলে দিচ্ছি। আলোচনাটাকে সেটাতে নিয়ে যাওয়া হোক।
  • PT | 203.110.243.21 | ১২ নভেম্বর ২০০৯ ০৭:৫৬420120
  • MmU আপনার দেওয়া সংবাদটি পড়লাম। ইতিহাস রকমারি ঢংএ লেখা যায় বোঝা গেল। সবটা সম্বন্ধে বলতে পারব না। শুধু একটা লাইন--- ১৯৭২ সালে সিধুদা ক্ষমতায় এসে সিপিএমের সাহায্যে নির্মমভাবে নকশাল অন্দোলন দমন করেন ---- পড়ে হাসতে হাসতে মজন্তালী সরকারের মত পেট ফেটে মরে যাওয়ার দশা হল। ইতিহাস নামক এই রসিকতার সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন