এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৪০২৭ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ১১ নভেম্বর ২০০৯ ০১:২৭419955
  • তাও তো চীন এখনও মার্কেটে আসেনি। তারপর আমাদের উচ্চশিক্ষা করতে হবে বিভিন্ন চৈনিক ভাষায়। অথবা চীনেদের বোঝানো যেতে পারে যে 'চীনেভাষা শিখে লাভ কি?'
  • rimi | 168.26.215.135 | ১১ নভেম্বর ২০০৯ ০১:২৭419954
  • কিন্তু সেই বাকি ৯০ শতাংশের জন্যে তো উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়ার ব্যবস্থা আছেই। সরকারী ইস্কুলগুলো তো বাংলা মাধ্যমই, তাই না?

    সেগুলো তুলে দেবার কথা কি বলা হয়েছে কোথাও?

  • rimi | 168.26.215.135 | ১১ নভেম্বর ২০০৯ ০১:২৯419956
  • ইশানের "গু" সম্পর্কিত পোস্টটা আমার মাথার উপর দিয়ে উড়ে বেরিয়ে গেল/ পরিষ্কার বাংলায় লেখা হলেও কিছুই বুঝলাম না।

    বাংলাভাষাও আজকাল বুঝি না, ইংরিজি পড়ে কি হাল আমার :-((
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৩০419958
  • আমার লেখাটা আমি আরেকবার পড়তে অনুরোধ করি। যাঁরা বিএ এমএ করে, তাদের ১০% এর কথা বলা হয়েছে। গোটা জনসংখ্যার ১০% এর কথা নয়। বাবু ও বিবিরা হরিপাল আরমবাগ চাঁপাডাঙা শ্রীরামপুর ও উত্তরপাড়া কলেজের কথা ভুলে যাবেন, সে অবশ্য অস্বাভাবিক না। তাঁরা জানেন বিএ করলেই লোকে কঞ্‌খল করে। ওটাই জীবিকা নির্বাহের একমাত্র উপায়।

    জয় বাংলা।:)
  • san | 123.201.53.4 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৩০419957
  • কোন ধরণের চাক্রিতে বাংলা টার্মিনোলজি কাজে লাগানো যায়? (বাংলায় পড়ানো ছাড়া।)

    আমি যদ্দুর জানি টার্মিনোলজি যেখানে কাজে লাগে সেখানে ইংরিজিতেই লাগে অথবা আদৌ ই লাগেনা, মানে সাবজেক্ট নলেজ ই লাগেনা। ইংরিজিতে অন্তত কিছুর লোকের কাজে লাগে পরবর্তীকালে। বাংলাতে পড়লে তো কারোই লাগবেনা।

  • san | 123.201.53.4 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৩১419959
  • হ্যাঁ , আমিও বুঝিনি। না বাংলা ভালমত বুঝি, না ইংরিজি।
  • aka | 168.26.215.13 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৩৬419960
  • ঈশান রেগে গিয়ে মাথা গরম করে ফেলছে। :))

    যে ১০ শতাংশ উচ্চশিক্ষায় যাবে তারাই তো ঐ বইগুলো পড়বে। বাকি ৯০ শতাংশকে তো পড়তেই হবে না। তাদের আর অসুবিধার প্রশ্ন আসে কোথা থেকে?

  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৪১419961
  • রেগে গেলে লোকের মাথা গরমই তো হয়। তবে কার হয়েছে বলা মুশকিল।:)

    জাজমেন্ট দেবার আগে তুমি আমার পোস্টটা প্লিজ আরেকবার পড়। আমি লিখেছিলাম " উচ্চশিক্ষা/বিএ/এমএ যারা করে তাদের মধ্যে ৯০% (আন্দাজ) কঞ্‌খল করেনা। তারা খামোখা বিদেশী টার্মিনোলজি কেন শিখবে বুঝলাম না। ... বাকি ১০% এর প্রচন্ড সুবিধে হয় এই নিশ্চয়ই নয়'।

    এটাও ব্যাখ্যা করতে হলে, মাইরি তক্কো করা এমনিই ছেড়ে দেব। বোর হয়ে। :)
  • san | 123.201.53.4 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৪৭419964
  • হ্যাঁ সেই উচ্চশিক্ষা যারা করে তাদের ১০% এর ইংরিজি টার্মিনোলজি কাজে লাগে কর্পোরেট বা অন্য কোন চাক্রি কার্তে গিয়ে। জানি। তা, বাংলা টার্মিনোলজি কতজনের লাগবে পরে? মানে কত পার্সেন্টের এবং কি চাকরিতে?

    ( পড়ানো বাদ দিলাম , ইংরিজিতে পড়ালে ওর টার্মিনোলজি লাগবে, বাংলায় পড়ালে বাংলার। কাটাকাটি।)
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৪৭419962
  • আর লোকজন হাগুমুতু জাতীয় "ব্যবহারিক বাংলা' বোঝেনা দেখে ভারি দু:খ পেলাম। "আমি ওয়ার্ল্ডের ওয়ারট প্রোক্রাস্টিনেটর' জাতীয় ডিডি কথিত শিল্পিত বাংলা বোঝে কিন্তু। তালিয়া।:)
  • aka | 168.26.215.13 | ১১ নভেম্বর ২০০৯ ০১:৪৯419965
  • হ্যাঁ কিন্তু সেই ১০% এর বাকি ৯০% কোথায় চাকরি করবে প:ব:য়ে? একটা ছোট স্যাম্পেল দিই। আমার ক্লাসের বেশিরভাগ বন্ধু যারা বিএ এমএ পার করেছে তারা আইদার দেশের বিভিন্ন জায়গায় পড়ায় অথবা দেশের বিভিন্ন জায়গায় সরকারী চাকরি করে। প:ব:য়ে ঠিক হাতে গুনে ১৫-১৭ জনের মধ্যে ৩ জন। বাকি আমি এবং আরও ৩ জন কঙ্খল করে। কঙ্খল না করলে ইংরিজি লাগবে না এটা বলা যায় না।

    মূল কথা বাংলায় কাজের বাজার অত্যন্ত সীমিত। কটা লোক চাকরি পাবে? এই একই কথা আমিও বারবার বলছি। তার কোনই সদুত্তর এখনো পাই নি। অদূর ভবিষ্যতে প:ব:য়ে চাকরির বাজার বেড়ে কি এমন হয়ে যাবে সবাইকে চাকরি দিতে পারবে কোন মাইগ্রেশন হবে না।
  • Ishan | 12.163.39.254 | ১১ নভেম্বর ২০০৯ ০২:০৮419966
  • পেত্থমে মাথা গরম হইছিল এটা স্বীকার করো। কিংবা বাংলায় শতাংএহ্র রাশিবিজ্ঞান বুঝতে অসুবিধে হয়েছিল তাও হতে পারে। :)

    দুই নং কথা হল, আজ্জোর বন্ধুরা, বলতে নেই অত্যন্ত এলিট গোছের। আমি আমার সিঙ্গুরের পাড়ার ছেলেদের কথা বলতে পারি। সবাই বিএ/বিএসসি পাশ। দুজন মেডিকাল রিপ্রেজেন্টেটিভ (বায়ো পড়া)। দুজন ক্রেডিট কার্ড বেচে। একজন উকিল। একজন ইশকুলে ফিজিক্সের মাস্টার (বাংলায় পড়ায়)। একজন ফিজিক্সে এমএসসি করে আইআইআইতে উচ্চপদে কর্মরত ( এই ছেলেটি বাঝে মাঝে বাইরে যায়)। একজন নেট দিয়ে কি একটা যেন করে (তার নাম নেটু)। একজন অ্যাকাউন্টেন্সি পড়ে বড়বাজারে কোন এক কোম্পানির হিসেব দেখে। আর আমি, যে হংসমধ্যে বকযথা (আমেরিকায় থাকে)।

    শুধু ছেলেদের কথা বললাম। পাড়ার বিএ পাশ মেয়েরা কেউই কিসু করেনা। প্রেম টেম করে বিয়ে করেছে সব্বাই। বাস্তব।

    আর পাড়ার বাইরে গোটা সিঙ্গুরে এই প্রজন্মের একজনকে মনে করতে পারছি, যে রাশিবিজ্ঞান নিয়ে পড়ে দেশের বাইরে আছে।

    এইটা আমার স্যাম্পল। এবার হিসেব করো। খালি ঐ "ভালো ইশকুল' আর "ভালো কালেজ' এর হিসেব দেখলে হবে?

  • a x | 143.111.22.23 | ১১ নভেম্বর ২০০৯ ০২:২৭419967
  • রিমি, সেই তথ্যে প্রয়োজন - স্যাম্পলিং এরর দেখানোর জন্য। যেটা ঈশান অনেকক্ষণ ধরে বলছে।
  • a x | 143.111.22.23 | ১১ নভেম্বর ২০০৯ ০২:৩২419968
  • এই মাইরি, আমার সাথেও যারা বিএসসি পড়েছিল, তাদের প্রায় সবাই প:ব: তেই। মৎসবিভাগে চাকরি, WBCSএ চাকরি, LICতে চাকরি, দুজন কলেজে পড়ায়, তারা অবশ্য এখান হয়ে ফিরে গেছে। একজন ম্যানেজমেন্ট স্কুলে পড়ায়, একজন ফার্মাসেউটিকালে, একজন বায়ো পড়ে সাংবাদিক! ইত্যাদি।
  • pi | 128.231.22.89 | ১১ নভেম্বর ২০০৯ ০২:৩৬419969
  • নানারকম ঝুট ঝামেলিতে ফেঁসে এই টইতে আর আসাই হয়নি।
    রিমিদিকে লিখছি পরে।

    কিন্তু এই চাকরি নিয়ে এখনো কথা হচ্ছে দেখে একটু অবাক লাগলো। চাকরির ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার হোক, যতসম্ভব , এ নিয়ে বোধহয় অনেক আগেই কথা বার্তা হয়ে গেছিল।:)
    মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এটা করতে কি অসুবিধা ? হিন্দি অফিসারের মত একটা পোস্ট রাখা হোক, যিনি প্রাদেশিক ভাষাকে কমন ভাষা ইংরাজীতে অনুবাদ করবেন।

    আর বাংলা ভাষায় অনার্স করলে কোন কোন চাকুরী পাওয়া যাবের থেকে বোধহয় কোন কোন চাকুরি পাওআ যাবে না বলা সহজ। ইংরাজী পড়ানো আর কংখল এর চাকুরি। :)।
    তাও দ্বিতীয়টা যাবে না বলা উচিত না, অসুবিধা হবে।
    এনিয়েও তো সেদিন কথা হল।
    যে চাইবে, তার জন্য ও অপশন পাশে থাক না।
    যে দরকার মনে করবে সে ইংরাজীতে শিখবে। উচ্চশিক্ষার জন্য, বাইরে গবেষণা করতে জেতে চাইলে, যেটুকু দরকার শিখে নেবে।
    কাটিং এজে কাজকম্মো করা লোকজন ও তাই।
    কংখল করার চাকুরী করতে ইচ্চুক হলে তার জন্য আলাদ করে কোর্স করতে পারে। কাজের জন্য তো অনেক কিছু শিখতে হয়। অনেক ক্ষেত্রেই।বিশুদ্ধ ইংরাজী ভাষা জানাটা যে চাকুরির মেলায় কাজের ই অংশবিশেষ, সেটাতে আলাদা করে প্রশিক্ষণ নিতে অসুবিধেটা কি ? চাকরির জন্য যেমন কম্পিউটার কোর্স করে, তেমনি চোস্ত ও পালিশ করা ইংরাজী শেখার জন্য কোর্স করে নেবে।

    কিন্তু সবার তো এই দরকার টা নেই। তাদের উপর খামোখা চাপানো ক্যানো ? তাদের জন্য অন্য সুযোগ থাকবে না ক্যানো ?
    আর তাছাড়া, অনেক দরকার আমাদের তৈরি করা , যাদের আদতে কোনো দরকার নেই।
    এই যেমন সব কিছুর জন্য চোস্ত ও বিশুদ্ধ ইংরাজী জানা দরকার,এটা অনেকটাই আমাদের পাতি মেন্টাল ব্লক।
    উচ্চশিক্ষার ব্যাপারে এ নিয়ে অক্ষদা, পিনাকীদা, আমি আগেও বলেছি বেশ ক'বার।।
    আরেকটা ঘটনা বলি। এই গত হপ্তার ঘটনা। না না, চৈনিক না,উড়িষ্যার কোনো মফস্বলের ছেলে। এখানকার কাজ নিয়ে সেদিন টক দিলেন। কোন ভাষায় উচ্চশিক্ষা করেছেন জানা নেই, তবে প্রায় প্রতিটা বাক্যেই ব্যাকরণগত ভুল। রীতিমতন কানে লাগে। প্রতিটা স্লাইডেই প্রায় বানান , ব্যাকরণের ভুল। ভুলভাল শব্দপ্রয়োগ। রীতিমতন চোখে লাগে। মানে আমার ইংরাজীতে উচ্চশিক্ষিত চোখে কানে লাগে আর কি । তবে বোঝা যায়।
    টকের শেষে তাবড় তাবড় সায়েন্টিস্টরা তার পিঠ চাপড়ালেন।
    আর হ্যাঁ, ছেলেটির বেশ কতক ভালো ভালো পেপার আছে। আন্তর্জাতিক জার্নালে।
    এদেশে তিন চার বছর কাটানোর পর ই যখন এই হাল, তখন এদেশে আসার সময় কি ছিল, তা সহজে অনুমেয়। তাও তখন এখানে পোস্ট ডক পেতে কোনো অসুবিধেয় পড়েননি।
    এখন পোস্ট ডক শেষে এখনো হাতে তিনটে কাজের অফার, হ্যাঁ, এই ভুলে ভরা ইংরাজী নিয়ে ই, এদেশেই।
  • pi | 128.231.22.89 | ১১ নভেম্বর ২০০৯ ০২:৫৫419970
  • এই হয়। পোস্ট করতে করতে মশা মারতে থাকলে। :(
    কোন পোস্টের উত্তরে লিখতে শুরু করেছিলাম আর উত্তর এখোন কোন পোস্টের পরে এসে পড়লো ! :(

    যাই হোক, এখন আর একটাই কথা বলে কেটে পড়বো। আজ্জোদার একটা পোস্টে দেখলাম 'অদূর ভবিষ্যতে' প: বংগে এরকম হবে কিনা জানতে চেয়েছো।
    'অদূর ভবিষ্যতে' কি হবে না হবে সে ভেবে বুঝি পলিসি বানানো হয় ?
    'অদূর ভবিষ্যতে' উচ্চশিক্ষা করে চাকরির কি পাওয়া যাবে জানতে চাইলে, 'অদূর ভবিষ্যতে' তো সব পরিকাঠামো ও তৈরি হয়ে যাবে না, উচ্চশিক্ষার সব বই পত্তর লেখা বা অনুবাদ ও হয়ে যাবে না, তাই 'অদূর ভবিষ্যতে' উচ্চশিক্ষা বাংলা ভাষায় হয়ে যাবার কথাও আসছে না। যখন সেগুলো হবে, সেগুলোর জন্য উদ্যোগ শুরু হলে, বাংলায় শিক্ষিত বা উচ্চশিক্ষিত হয়ে প:বংগে কর্মসংস্থানের সুযোগ ও আরো হবে। মানে, হওয়া উচিত। মানে, সেই ব্যাপারটাও তো ভবিষ্যত পরিকল্পনা, পরিকাঠামো তৈরি র অঙ্গ।
    এবার সুদূর ভবিষ্যতে কংখল ছাড়া আর কোনো চাকুরি থাকবে না এমনটা ভাবছোনা নিশ্চয় :)
  • rimi | 168.26.215.135 | ১১ নভেম্বর ২০০৯ ০৩:১৬419971
  • যাক, তর্ক তো অনেক হল। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর বেশিদূর যাবার ইচ্ছা নেই। মেনে নেওয়া গেল বাংলা ভাষায় উচ্চশিক্ষা বিস্তার অবশ্য প্রয়োজনীয়। এবার কাজের কথায় আসা যাক।

    এসো একটা প্রস্তাবনা লিখি, বাংলায় উচ্চশিক্ষা বিস্তারের একটা পরিকল্পনা বানাই। কিভাবে শুরু করা হবে, কি ভাবে এগোনো হবে এগুলো সব এক এক করে লিখে ফেলি। সঙ্গে টাকার হিসেবটাও করতে হবে। এরপরে এই প্রস্তাবনাটি প:বঙ্গের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ আরো যাঁরা এ ব্যপারে টাকা ঢালতে উৎসুক তাঁদের কাছে পেশ করি। এছাড়া প্রশাসনিক কাজকম্মের ব্যপারে যেসব নীতি বদলাতে হবে, সেসবেরও একটা তালিকা বানিয়ে সরকারের হাতে দিতে হবে।

    যদি প:বঙ্গ সরকার কিম্বা প:বঙ্গ বাসীদের উপরে নির্ভর করে থাকি, তাহলে মনে হয় না আগামী শতাব্দীতেও এই কাজ করা সম্ভব হবে।

    এইসব কাজে আমরা এনারাইরাই ভরসা, যাদের সময় ও টাকা আছে লগ্নি করার মতন, আবার ঝুঁকিও কম (আমাদের ছেলেমেয়েরা তো ইঞ্জিরি শিখছেই)।
  • Abhyu | 97.81.76.84 | ১১ নভেম্বর ২০০৯ ০৭:০৩419972
  • রিমির সঙ্গে খুবই একমত, আমাদের ছেলেমেয়েরা তো ইংরেজী শিখছেই। আটলান্টায় কেন, কলকাতায় থাকলেও শিখত। সুতরাং ইংরেজীর বিপক্ষে কথা বলতে আমার অসুবিধে নেই।
  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ০৮:০৬419973
  • এখানে ইংরিজি শেখার বিপক্ষে কেউ কথা বলছে বুঝি? খেয়াল করিনি তো। :)

    বরং বাংলা নিয়েই অনেক খিল্লি টিল্লি চলছে দেখছি। ওটাই এখন ফ্যাশন কিনা।
  • d | 117.195.35.87 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:১১419976
  • খুব কাছাকাছি বিষয়ে একটা ব্লগ। সেখান থেকে লিঙ্ক পেয়েই মাহবুব লীলেন দেখলাম ইউনিকোদের টইয়ে একটা প্রশ্ন রেখে গেছেন। এইগুলোকে মিলিয়ে জুলিয়ে আরেকটা টই খুলে তক্ক শুরু করা যেতে পারে।
    http://www.sachalayatan.com/sumanb/28561#comment-270715
  • Abhyu | 97.81.76.84 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:১১419975
  • না: আমি মোটেই থ্রেডটা ফলো করছি না - রিমিরটা লাস্ট পোস্ট ছিল বলে পড়লাম। তবে আমার মতে ভালো করে ইংরেজী শেখাটা দরকার। সে ভাঙা ভাঙা ইংরেজী দু-চারজন লোকে যতই দুনিয়া কাঁপানো টক দিক না কেন - ওগুলো ব্যতিক্রম, ইংরেজী ভালো না হলে ঝাড় আছে। জেনারেলি।
  • Abhyu | 97.81.76.84 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:১২419977
  • *ইংরেজীতে
  • pi | 128.231.22.200 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:১৭419978
  • রিমিদি, এইটা ভাল মনে করিয়েছ তো। বলি কি, প্রস্তাবনাটা তাহলে আর কটা দিন বাদে যাক। আমার ছেলেপিলে হোক। তারা ইংজিরি শিখে টিখে নিক ভাল করে। তাদের উচ্চশিক্ষা , চাকুরির অদূর ভবিষ্যত নিয়ে আগে একটু নিশ্চিত হয়ে নি। তারপর নাহয় আবার প: বঙ্গের ৯০% লোকের জন্য বুলি কপচাবো। এতদিন যখন যায়নি,আর কটা দিনে কি বা দেরি হবে।
    নন-এলিট জনতার জন্য শৌখীন বাহারি হিতসাধন করতে গিয়ে আরেকটু হলেই
    কিনা নিজের পায়ে কুড়ুল টুড়ুল চালিয়ে ফেলছিলাম! ভাগ্যিস বল্লে। কি বাঁচান বাঁচালে। একটা বড়সড় থ্যাঙ্কু। :)

    তবে অভ্যুস্যার তাঁর ভবিষ্যত প্রজন্মের এখন থেকেই এব্যাপারে এত নিশ্চিত কিকরে আছেন,সে ব্যাপারে যদি কিছু টিপস দিতেন, তাইলেও হত। সেই প্রেসক্রিপশন মেনে টেনে ওষুধ টষুধ কিনে রেখে আবার আমার দুখিনী বাংলা মায়ের দুর্দশা বিমোচনার্থে জন্য এই টই তে ঝাঁপায়ে পত্তুম। :)
  • Bratin | 125.18.17.16 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৪২419979
  • 'ইংরেজী vs বাংলা' র জন্যে আরেক টা টই খোল হোক আর এটাকে মুক্তি দেওয়া হোক.....
  • aka | 24.42.203.194 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৪৪419980
  • আবার এসেছি ফিরিয়া। এই যে বিরাট বড় অ্যাজাম্পশন যার লাগবে না তাদের ওপর চাপানো হচ্ছে কেন। কি করে বোঝা যাবে কার লাগবে আর কার লাগবে না?

    আর দ্বিতীয়ত, ইংরিজিতে পড়াটা (সাহিত্য নয়) বিশেষ চাপ হিসেবে ধরা হচ্ছে কেন? নাকি নৈতিক আপত্তি?

    বাকি লিখছি খেয়ে নিই একটু।
  • rimi | 24.42.203.194 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৪৬419981
  • বাংলা শেখা নিয়ে খিল্লি চলছে না, বাংলায় বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে খিল্লি চলছে। উচ্চমাধ্যমিক পর্যন্ত সব সরকারী স্কুলেই শিক্ষার মাধ্যম বাংলা। সেটাকে আরো প্রসারিত করে কলেজ, ইউনিভার্সিটি লেভেলে ছড়িয়ে দেবার পরিকল্পনা নিয়ে খিল্লি হচ্ছে।

    ইংরিজি শেখার বিপক্ষে কথা হচ্ছে না, ইংরিজিতে উচ্চশিক্ষার বিপক্ষে কথা হচ্ছে।

    পাই :-))) ছেলেপুলে হবার আগে তাহলে প:বঙ্গে ফেরত যাবার পরিকল্পনা আছে?

    দ, লিংকটার জন্যে ধন্যবাদ।
  • Arijit | 61.95.144.122 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৪৭419983
  • বাপ্‌রে - ব্রহ্মপুত্রের জল মিসিসিপি অবধি গড়িয়েছে যে;-)
  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৪৭419982
  • নৈতিক আপত্তি। ওতে করে বাংলা ভাষাটা তুলে দেওয়ার রাস্তা প্রশস্ত হবে ক্রমশ:। বিশদ ব্যাখ্যার জন্য আমার গতরাতের পোস্ট দ্রষ্টব্য।
  • Ishan | 173.26.17.106 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৫৩419984
  • বাংলায় উচ্চশিক্ষা চলবেনা।

    কেন চলবেনা?

    ধুর ও আবার হয় নাকি?

    কেন হয়না?

    যত্তোসব ফালতু কথা।

    ফালতু কেন?

    যত্তসব বাগাড়ম্বর। শুধু সময় নষ্ট।

    বাগাড়ম্বর কেন?

    ধুর ও আবার হয় নাকি?

    কেন হয়না?

    ....

    ইত্যাদি ইত্যাদি। মন্তব্য নিÖপ্রয়োজন। :)
  • Arpan | 122.252.231.12 | ১১ নভেম্বর ২০০৯ ০৯:৫৬419987
  • ঈশান আমাকে কীসব লিখবে বলে অন্যত্র চলে গেল। লেখো বাপু, তোমাকেও দুটি কথা বলার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন