এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৫৭৩২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:৩০419854
  • ক্যাম্পাসে চাগ্রি পাবার আগে। সত্যি বলছি।
  • aka | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ১২:৩১419855
  • কি মিল কি মিল। আম্মো তাই। তাই বুঝি নি। ন্যাড়াদার লিংকটা ইংরিজিতে ছেল। ;)
  • rimi | 24.42.203.194 | ০৮ নভেম্বর ২০০৯ ২৩:০১419856
  • গরীব মানুষের ইংরিজি শেখা উচিত কি না?
    কাল একখান সিনিমা দেখলাম - Before the rains। সিনিমায় কেরালার গরীব কাজের মেয়ে সাজানি (নন্দিতা দাস) দিব্বি ইংরিজিতে কথা বলছিল, আর সাহেবের সঙ্গে প্রেম করছিল। দেখে আমি মুগ্‌ধ। ভাগ্যিস ইংরিজি শিখেছিল, তাই অমন সুন্দর এক সাহেবের সঙ্গে প্রেম করতে পারল! নইলে তো কপালে জুটত কালোকোলো হোৎকা মতন কোনো আনরোমান্টিক লোক।

    দু:খের বিষয় প্রেমের যা পরিণতি হল তাতে পরিষ্কার বোঝা গেল ইংরিজি জানলে কি ভয়ানক বিপদ হতে পারে গরীব ভারতীয়দের। শেষ পর্যন্ত মরেই যেতে হল বেচারা নন্দিতাকে।

    না: ইংরিজি একেবারেই তুলে দেওয়া উচিত দেশ থেকে।
  • LiNa | 114.31.249.105 | ০৯ নভেম্বর ২০০৯ ১১:২৫419857
  • একটাকবিতাপড়লামঃ

    পারিষদপরিবৃতউপবিষ্টাদিদিমনি,
    করজোরেকহেন- ‘শুনসিদ্ধার্থ-মনি-
    তুমিমহাগুরুBossতুমিইশংকর
    তুমিইএখনআপন, বাকিসবপর।
    তুমিগুরুকরেছিলেফ্যাসিস্ট-সৃজন,
    তোমারমহিমাআরকিকরিবর্ণন?
    পেশায়তুমিযেওঝা, কভুবিষধর-
    তবদংশনে‘মাকু’যাইতযমঘর।
    কেমনেকরিতেউহাকহকৃপাকরি..”
    জিজ্ঞাসেকাতরকন্ঠেমমসুন্দরী।

    তাঁরব্যাকুলতাদেখিকহেনচূড়ামনি-
    “শুনকথামনদিয়া, শুনহেনাগিনী।
    তোমাসমাবিষধর, কেহনাহিবঙ্গে-
    সততারColdCreamমাখিরেখোঅঙ্গে।
    ঢেলোবিষমাপকরিউনিশবাবিশ;
    তাহলেই‘লালী’-রাহইবেfinish.
    গাছেতুলিমইকাড়ারhabitরাখিও
    সুব্রত-সুদীপহেরীবাকীটাশিখিও।
    সুযোগেযতপারোCommitteeগড়ো
    ছত্র-মাওবাদীরেকহহার্মাদমারো।
    স্নৃতিকমজনতার, মনেরাখেনাকিছু
    চালাওসন্ত্রাসরাজ, চাহিওনাপিছু।
    সুশীল–স্বজনযত, আছেতবসাথে-
    তাহাদেরওরাখিওদুধেআরভাতে।"
    একথাকহিয়াতিনিকরিলেনগমন-
    দিদি-রমুখেতেখেলেগুল-বাহারেঁ-চমন।

    (প্রসঙ্গপাল্টানোরজন্যেদুঃখিত, যদিওপ্রসঙ্গটাআসলেযেকী, সেটাইভুলেমেরেদিয়েছি;-))
  • LiNa | 114.31.249.105 | ০৯ নভেম্বর ২০০৯ ১২:০১419858
  • ধুত্তোর ইউনিকোডে কীসব ভুলভাল হয়ে গেল :-(
  • Arijit | 61.95.144.122 | ০৯ নভেম্বর ২০০৯ ১২:১৪419859
  • ইউনিকোডলিংকেগিয়েলিখতেহবে।অভ্রদিয়েসম্ভবত:লেখাযাবে।আমিলিখছিবঙ্গলিপিদিয়ে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ নভেম্বর ২০০৯ ১২:১৫419860
  • এটা একটা বাগ। আগে হত - এই উইকেন্ডে মামু কিছু ঘেঁটে ফেলেছে। ইউনিকোড লিংকে গিয়ে আমিই লিখেছি আগে।
  • kd | 59.93.209.161 | ০৯ নভেম্বর ২০০৯ ১৩:১৩419861
  • বা ঈশান ইংরিজি শেখার ব্যাপারে ওর বক্তব্য এইভাবে বুঝিয়ে দিচ্ছে জনতাকে।
    :)
  • kallol | 220.226.209.2 | ০৯ নভেম্বর ২০০৯ ১৪:১২419862
  • হ্যালো টেস্টিং
  • saikat | 202.54.74.119 | ০৯ নভেম্বর ২০০৯ ১৫:৩৬419864
  • আজ্জো-র 8 Nov, 05:58 AM-এর পোস্ট অনুযায়ী, "..গুরু কিনবে। আর কয়েকজন সেই কাজ করে পয়সা রোজগার করবে।" এই ব্যপারটি কি অলরেডী গুরুতে শুরু হয়ে গেছে, মানে গুরুতে কাজ করলে পয়সা জুটবে? :-) মাইরি, এ জিনিস শুরু হলে যেন চাপা না থাকে, নী:পা: এবং স:পা: সবাইকে যেন জানানো হয়। :-)

    আজ্জোর কথামতো, ইংরজী ব্যবহার হবে কাজের জায়গায় আর বাংলা হবে ঘরের ভেতরে এবং কবিতা লেখা/পড়া, সিনেমা ইত্যদিতে। (বাংলার আর একটা ব্যবহার আজ্জো বাদ দিয়েছে, সেটা লাগে ভাল গালাগালি করতে। কুন্দেরার মত অনুযায়ী প্রাণ ভরে গালাগালি একমাত্র মাতৃভাষাতেই দেয়া যায়)। কিন্তু আমার প্রশ্ন যে এই ভাবে কি একটা ভাষা টিকে থাকে, শুধু গুচ করে, কবিতা লিখে আর নাটক করে? একটা ভাষা টিকিয়ে রাখা আর তাকে সমৃদ্ধ করার কাজ কি শুধু কবি-সাহিত্যিকদের? সেটা করতে গেলে ঐ যে ব্যাপারটা অর্থাৎ বাংলাকে কাজের ভাষা করতে হবে। তার জন্য কি করণীয়? জানা নেই, একমাত্র হাতে থাকছে ঈশানের 'ভিশন'।:-) কিন্তু এই মুহুর্তে মনে হয় সেও অলীক।
  • PT | 203.110.246.230 | ০৯ নভেম্বর ২০০৯ ১৮:০১419865
  • ইংরিজি শেখার সাথে সাথে নিজের ভাষা বাঁচিয়ে রাখতে গেলে কি করা প্রয়োজন সেটা শিখতে গেলে তাকাতে হবে ইউরোপ, জাপান, চীন এবং তাইওয়ানের দিকে।
  • PT | 203.110.246.230 | ০৯ নভেম্বর ২০০৯ ১৮:৫৫419866
  • অনেকদিন পকাবুদের বিশ্রাম দেওয়া হয়েছে। দাদা-দিদিরা একটু গা তুলুন:

    মোদীর জন্য প:বাংলা থেকে দিদির দ্বিতীয় উপহার: তৃনমূলী ট্রেড ইউনিয়নের চাপে পাহারপুর কুলিং টাওয়ার্স গুজরাটে চলল। http://www.anandabazar.com/archive/1091107/7bus1.htm
  • aka | 168.26.215.13 | ০৯ নভেম্বর ২০০৯ ১৯:১৯419867
  • সৈকত,

    ১। গুরুর পাবলিকেশনের জন্য টাকা লাগছে তো। পাবলিশার টাকা নিচ্ছে, পোস্ট করার জন্য টাকা লাগছে ইত্যাদি ইত্যাদি।

    ২। আলোচনাটা উচ্চ শিক্ষা নিয়ে হচ্ছিল। এবারে এর বাইরেও হাজার হাজার কাজকম্মো আছে যেখানে কাজের ভাষা বাংলা। এর জন্য বিশেষ কোনো দাবী নেই। যেমন চলছে চলুক, ইংরিজির ওপর আরও জোর দেওয়া হোক। লার্নিং ইংলিশ কমপ্লিট ফ্লপ। এতে করে এক, ছোটবেলা থেকে ল্যাঙ্গোয়েজ শেখার অ্যাডভানটেজটা পাওয়া যাবে, আর দুই ইকুয়াল অপারচুনিটি প্রোভাইড করা যাবে। তারপর একটু বড় হয়ে কেউ কেউ ইংরিজি কাজের ভাষা হিসেবে নেবে কেউ কেউ বাংলা। লার্নিং ইংলিশের মতন 'ভীষণ' চাপিয়ে দিয়ে সবাইকেই বাংলা কাজের ভাষা হিসেবে নিতে বাধ্য না করলেই হল। এই করেই বাংলা ভাষা দিব্যি বেঁচে আছে। একটা আঞ্চলিক ভাষা যেমন ভাবে বেঁচে থাকে আর কি।
  • Ishan | 12.163.39.254 | ০৯ নভেম্বর ২০০৯ ২৩:৩৪419868
  • টইতে ইউনিকোডের সমস্যাটা সম্ভবত ঠিক হয়ে গেছে। এই পোস্টটাই ইউনিকোড থেকে করছি। ঠিকঠাক এলেই বোঝা যাবে। :)

    ভাটের টা ঠিক হতে আরও একটু সময় লাগবে। সেটা ঠিক করেই তক্কাতক্কিতে ঝাঁপিয়ে পড়ব। :)
  • Ishan | 173.26.17.106 | ১০ নভেম্বর ২০০৯ ০৮:৩২419869
  • হ্যাঁ, আজ্জোকে যা লেখার ছিলো এবার লিখি।

    প্রথমে হায়ারার্কি অফ নিডস। এই লিস্টিটা সর্বকালে সমভাবে সত্য হলে পৃথিবীতে অনেক কিছুই ঘটতনা। সোভিয়েত ব্লকের পতন হতনা। সেখানে লোকে দিব্বি খেয়ে পরে লোয়ার অর্ডার নিডস মিটিয়ে সুখে ছিল। হায়ার অর্ডার নিডস ঠিকঠাক মিটতনা (যেমন স্বাধীনতা ইত্যাদি)। তার জন্য লোকে লোয়ার অর্ডার নিডস জোটানোকেই প্রশ্নের সামনে ফেলে দিল। ইত্যাদি।

    এবং তার চেয়েও বড়ো কথা, এই লিস্টি মেনে নিলে অনেক কিছুরই জাস্ট কোনো মানে পাওয়া যাচ্ছেনা। যেমন ভারতের রাজনৈতিক স্বাধীনতা লাভের জন্য ফাইটের কোনো মানে ছিলনা। লোকে প্রথমে খিধে ঘুম মেটাতো, খেতে পরতে পেত, এগুলো সব মিটলে তারপর বন্ধুত্ব করত, তারপর তো স্বাধীনতার জন্য ফাইট।

    কিন্তু লোকে এই হায়ারার্কি মেনে চলেনি। খেতে না পেলেও লোকে একে অপরের বন্ধু হয়। এমনকি স্বাধীনতার জন্যও লড়ে। ভিখিরিকেও ছুঁড়ে পয়সা দিলে তার সেলফ রেসপেক্ট চেগে ওঠে। সে নেবনা বলে চলে যায়। হায়ারার্কি অফ নিডসের থিয়োরি সর্বক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হলে এসব হতনা।
  • Ishan | 173.26.17.106 | ১০ নভেম্বর ২০০৯ ০৮:৫১419870
  • দুই নং কথা হল, ইনসেন্টিভ। একজন ব্যক্তিমানুষ যখন নিজের ছোটো ক্ষেত্রে কোনো কাজ করবেন, অবশ্যই তাঁর পুরো রাইট আছে, যে, তার রেট অফ রিটার্ন কি তিনি মেপে দেখবেন। সবাইকে তো আর ক্ষুদিরাম হতে বলা যায়না, যতই মহান আদর্শ হোকনা কেন, লোকে খামোখা ক্ষুদিরাম হবেই বা কেন? এ নিয়ে আমার কোনো সমস্যাই নেই। একজন লোকের পুরো অধিকার আছে শিক্ষানীতিতে তাঁর নিজের কি লাভ হয়েছে/হবে, সে নিয়ে প্রশ্ন তোলার।

    কিন্তু সমস্যাটা হয় তখন, যখন একজন ব্যক্তি, ঠিক এই দৃষ্টিভঙ্গী থেকেই পলিসি নিয়ে আলোচনা করেন। পলিসি আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গীর তফাতটা এখানে গুলিয়ে যায়। উদাহরণ দিয়ে বলি। ধরেন, আমেরিকায় একজন নাগরিক সোসাল সিকিউরিটির জন্য মাসে মাসে টাকা দেন। এই ইনসেন্টিভ থেকে, যে, একটা নির্দিষ্ট বয়সের পর, সরকার তাঁকে এই টাকাটা ফেরত দেবে। মাসে মাসে, পেনশনের মতো। এবার, ব্যক্তি হিসেবে এই টাকাটা কড়ায় গন্ডায় বুঝে নেবার পুরো অধিকার তাঁর আছে। কিন্তু এই যুক্তিটাকেই যদি আপনি সামাজিক স্তরে কালেক্টিভ লজিক হিসেবে নিয়ে আসেন, তখন সেটা সমাজের দুর্বলতর শ্রেণীগুলির প্রতি বিদ্বেষের আঁতুড়ঘর হয়ে দাঁড়ায়।

    সেএত্রেও যুক্তিটা এরকম, যে, মূলত: কালোর/অনগ্রসরা কোনো পয়সা না দিয়েই সোসাল সিকিউরিটির সুবিধে গ্রহণ করে। আমি পয়সা দিচ্ছি, ট্যাক্সপেয়ারের পয়সা কড়ায় গন্ডায় বুঝে নেবার অধিকার আমার আছে। পয়সা নষ্ট করা চলবেনা। অনগ্রসরদের ফালতু সাহায্য চলবেনা।

  • Arpan | 122.252.231.12 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:০৫419871
  • সোভিয়েত ব্লকে লোকে দিব্যি খেয়ে পরে সুখে ছিল? তাহলে যে শুনি পাঁউরুটির জন্য লম্বা লাইন পড়ত? সিনেমাতে দেখাল ইস্ট জার্মানিতে সুপারমার্কেটে সব র‌্যাক খালি? সব প্রোপাগন্ডা?
  • aka | 24.42.203.194 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:২১419872
  • ছোট করে লিখে দিই (ক্লুলেসে আটকে পড়েছি)। ঈশান আমার পোস্টটি ঠিকমতন পড়ে নি। বললাম তো যে টেররিস্ট বা দেশপ্রেমী পেটে বোম বাঁধে তার ক্ষেত্রে এই হায়ারকি অফ নিড খাটে না। যার মূল বক্তব্য ছিল এই যুদ্ধকালীন পরিস্থিতি বা বিপ্লব টিপ্লব হলে এটা খাটে না। এগুলো ব্যতিক্রম যা থিওরির সত্যতাই প্রমাণ করে। বাংলা ভাষা নিয়ে কি এমন বিপ্লবের দিন আগত?

    সোশ্যাল সিকিউরিটির উদাহরণটাও জমল না। আমি টাকা দিলাম আমিও খেলাম তার সাথে আরও অনেকে খেল অনেকেই মেনে নেবে। হায়ার অর্ডার নিড :))।

    কিন্তু আমি টাকা দিলাম আমি বা আমার ছেলেপুলে কেউ ""দারোয়ানের"" (ল্যাদোষ দার লিঙ্ক) চাক্রিও পাবে না, এটা কেউ মেনে নেবে না। লোয়ার অর্ডার নিড :))। বাংলায় উচ্চশিক্ষার সাথে যা তুলনীয়। অতএব মেনে নেব না।

    আর সোশ্যাল সিকিউরিটি ঠিক সাদা কালো টালো নয়, সবাই রিস্ক হেজিং করে।
  • Ishan | 173.26.17.106 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:৩৪419873
  • অপ্পনের কথায় পরে আসছি। আগে এইটা শেষ করি। :)

    তো, যেটা বলছিলাম, সেটা হল, একজন ব্যক্তিমানুষের তাৎক্ষণিক ইনসেন্টিভের দৃষ্টিভঙ্গীতে পলিসি তৈরি হতে পারেনা। নীতিনির্ধারকের টুপিটি পরতে হলে আপনাকে ব্যক্তিমানুষের শিরস্ত্রাণটি ছেড়ে আসতে হবে।

    শিক্ষার ক্ষেত্রে যদি এই বৃহত্তর দৃষ্টিভঙ্গীটি নেন, তাহলে দেখবেন, পলিসি নির্ধারণের ক্ষেত্রে নিজের ভাষাকে বাঁচানো আপনার পলিসির একটা কর্তব্যের মধ্যে পড়ে। শুধু চাকরি জোটানোর লোয়ার অর্ডার নিড দিয়ে শিক্ষা নির্ধারিত হতে পারেনা।

    এটা যদি মেনে নিই, তাহলে পরের প্রশ্ন হল, যে উচ্চশিক্ষা ছাড়া কি কোনো ভাষাকে বাঁচানো যায়না? ভেবে দেখুন যায়না। উচ্চশিক্ষা নিজের ভাষায় না হলে কোনো টার্মিনোলজি তৈরি হবেনা। মানে টার্মিনোলজি তৈরির কাজটিকে এড়িয়ে যাওয়া হবে। ট্রানজিস্টরকে আমরা ট্রানজিস্টর বলি, কম্পিউটারকে কম্পিউটার, কিন্তু এর একটা সীমা আছে। পুরো উচ্চচিক্ষাটাই অন্য ভাষায় হলে ক্রমশ: আমরা যেকোনো টার্মিনোলজিতেই অন্য ভাষার উপরে নির্ভর করব। খুব স্বাভাবিক, শিক্ষিত লোকেদের ভাষার সঙ্গে তাল মেলাতে হবে। ক্রমশ: ত্রিভুজকে বলব ট্র্যায়াঙ্গল। ত্রিভুজের "বাহু' শুনলে হাসি পাবে। সমান না বলে বলব ইকুয়াসল টু। কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখে বিস্মিত বালক বলবে "পাহাড়টা একদম ট্র্যাঙ্গল, টু সাইডস আর ইকুয়াল'।

    শুধু অঙ্ক-বিজ্ঞান নয়, ছেলেবেলায় যারে আর্টস বলতাম, তাতে ফল ক্রমশ: আরও প্রলয়ংকর হবে। ধরেন কব্যি আলোচনা। বা সাহিত্য। ডিকনস্ট্রাকশনকে আর বিনির্মান বলবনা সে ঠিকই আছে। কিন্তু ট্রান্সেডেন্টাল বা ট্রেস, এর কোনো বাংলা হবেনা। বাংলা কবিতা বিশ্লেষণে পন্ডিতরা বলবেন "কবিতায় পোস্টমডার্ন ভাব প্রবল, কনসাসনেসের ট্রান্সেন্ডেন্টাল স্পেসে ট্রেস রেখে যায় এই কবিতাটি'। ইত্যাদি।

    এসব নতুন কিছু না। চাদ্দিকে হামেশাই দেখি। বানিয়ে কিছু বলছিনা। এর সঙ্গে যোগ হবে ল্যালা কলোনিপনা। উচ্চশিক্ষায় একচেটিয়া একটি ভাষা চালু করা মাত্র, সেই ভাষাটি "সংস্কৃত'এর মর্যাদা পায়/পাবে। সে জাতে উঠবে। বাকিটা হবে "প্রাকৃত'/চাকর-বাকরের ভাষা, সেই মাইকেল যেমন ভাবতেন আরকি।

    মনে হয় ভাষাকে এই পরিণতির দিক থেকে বাঁচানো উচিত। এর কাজের পিছনে অন্য কোনো তাৎক্ষণিক ইন্সেন্টিভ পাওয়া যাবেনা। কিন্তু এটা একটা মরাল পোজিশন, যে, বাঁচানো উচিত। এইটুকুই বক্তব্য।
  • Abhyu | 97.81.76.84 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:৪১419876
  • ঈশান বল দেখি ট্রান্সেন্ডেন্টাল নাম্বার কারে কয়? আর ট্রেস অফ AB ইকুয়ালস টু ট্রেস অফ BA কি না?
    :)
  • Ishan | 173.26.17.106 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:৪৩419877
  • অর্পণকে। এই প্রশ্নটিই আমার এই মডেলকে করার আছে। "খেয়ে-পরে বাঁচা'র নিড বলতে কি বুঝি? এই চাহিদাটি বিভিন্ন লোকের বিভিন্নরকম। সাঁওতালের কাছে সারাদিন খেটে একপেট ভাত হলেই চাহিদা মেটে। সোভিয়েত ইউনিয়নে কেউ অনাহারে মারা যেতনা, কিন্তু সুপার মার্কেটের র‌্যাক ফাঁকা থাকলেই বলি চাহিদা মেটেনি। চাহিদার কোনটা মাপকাঠি?

    আর্যকে। পরাধীন ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলনগুলি হয়েছিল, এবং তার প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে যাঁরা ছিলেন, তাঁরা কেউই পেটে বোম বেঁধেছিলেন বলে তো জানিনা। তাঁরা কি বিপ্লব করতে গিয়েছিলেন? মনে তো হয়না।
  • Ishan | 173.26.17.106 | ১০ নভেম্বর ২০০৯ ০৯:৪৬419878
  • ওহো সোসাল সিকিউরিটির উদাহরণটিও দিব্বি জমেছে। যার খুশি সে ইংরিজিতে খাক না। কিন্তু পাশাপাশি মাতৃভাষাও থাকতে হবে, এইটাই তো দাবী। ইংরিজিতে খেতে তো বারণ করিনি। :)
  • Suvajit | 220.227.6.42 | ১০ নভেম্বর ২০০৯ ১০:০৩419879
  • ম্যাস্লোর নিড হায়ারার্কি থিওরি মোটিভেশন থিওরির প্রথম দিকের গল্প। ক্রমে এই থিওরি বাতিল হয়ে গেছে, এবং ম্যাস্লোর ছাত্রদের অনেকেই অন্যান্য একে বাতিল করে থিওরি বা হাইপথেসিস প্রকাশ করেছেন, যেমন হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি।
    তবে এই লাইনে আজকাল কগনিটিভ থিওরির চল বেশী। তার মধ্যে একটা 'গোল থিওরি' যেটা বলছে যে মানুষ অনুপ্রানিত হয় একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে আর সেই লক্ষ্যে সে বিশ্বাস করলে। সেই লক্ষ্যতে পৌঁছতে পারাটাই সবচেয়ে বেশী অনুপ্রেরনার কারণ। এই থিওরি দিয়ে স্বাদীনতা সংগ্রামী বা টেররিষ্টদের মোটিভেশনের কারণ অনুভব করা যায়।
    বাকি আলোচনা চলুক। আমার দুপয়সা পরে লিখছি।
  • Suvajit | 220.227.6.42 | ১০ নভেম্বর ২০০৯ ১০:৩৬419880
  • মমতা/তৃণমূল থেকে ইংরেজি। দেখি ইংরেজি থেকে মমতায় ফেরা যায় কিনা।
    যা বুঝেছি:-
    ঈশান: পশ্চিমবঙ্গে যারা হোয়াইট কলার জব করে না, সেই বেশীরভাগ মানুষের ইংরেজি শিখে কিছু ঘোড়ার ডিম উপকার হয় না। বরং বাংলাটাই শিখুক, বাংলায় কাজকম্ম করে খাক। চেষ্টা চলুক ধীরে ধীরে সব প্রাশাসনিক কজকম্ম যাতে বাংলায় করা যায় তা দেখার।
    উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাংলা চালু হোক। সব পেপার টেপার মাস স্কেলে বাংলায় অনুবাদ হোক। খরচ কম। আয় বেশী। সেই বাংলা বইটই পড়ে, ছেলেপিলে বাংলায় গবেষণাপত্র প্রকাশ করুক। বিদেশে পাঠাতে হলে নাহয় ইংরেজি অনুবাদ করে নেওয়া যাবে। পাশাপাশি চইলে ইংরেজিও পড়তে পার। অপশনল। কিন্তু গবেষণা করতে হলে ইংরেজি জানতে হবে এটা খ্যাও।

    আজ্জো: কিন্তু স্যার ইংরেজি না জানলে, আমি আমার ছেলেপুলে, ফোর্টিন জেনেরেশন, যারা দেশে বিদেশে করেকম্মে খাচ্ছে তাদের কি হবে?

    ঈশান: দেশে হলে একটা কমন ল্যাঙ্গোয়েজ হিখতে হবে, সেটা হিন্দিও হতে পারে, অন্য কিছুও হতে পারে। ব্যাঙ্গালোর হলে কন্নর শেখো, বম্বে হলে মারাঠি। বিদেশে হলে কাজ চালাবার মতো ইংরেজিটা শিখে নিও। ঐ তো বল্লাম অপশনাল।

    আজ্জো: কিন্তু কমরেড সবাইকে বাংলা না শিখিয়ে, সবাইকে ইংরেজিটাই ভালোভাবে শেখান না কেন। মাতৃভাষা তো বাড়ীতে কথা বলতে বলতে আপনিই শিখে যাবে। সবাই ইংরেজি জানলে অন্তত কাজেকম্মে কোনো যোগাযোগ সমস্যা তৈরি হবে না।

    ঈশাণ: সে কি? একটা ভাষা চর্চার অভাবে হারিয়ে যাবে? ভিশন সেট করো কমরেড। তোমার আমার ছেলেপুলের কি হবে সেসব ক্ষুদ্র স্বার্থ। বৃহৎ স্বার্থ হোলো পলিসি। আপামর জনসাধারণ যাদি বাংলা ভাষার জন্য লড়ে, তাহলে চীনা, জাপানিদের মতো আমরাও বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন ইত্যাদি।
  • Arpan | 216.52.215.232 | ১০ নভেম্বর ২০০৯ ১০:৩৭419881
  • ঈশানকে পরে লিখছি। কিন্তু সেও তো বলেছিল আমার জন্য পরে লিখবে।
  • Arpan | 216.52.215.232 | ১০ নভেম্বর ২০০৯ ১০:৫০419882
  • ও: হো। আরেকটি কথা বলার আছে। লীনার পোস্টটি কোনভাবে উদ্ধার করা যাবে?
  • nyara | 98.210.221.19 | ১০ নভেম্বর ২০০৯ ১১:৫৪419883
  • ব্রাউজারের এনকোডিং western থেকে unicode করলে LiNa আর অরিজিতের পোস্ট পড়া যাবে। গুরুর ইউনিকোড লিংক নয় কিন্তু।
  • Arpan | 204.138.240.254 | ১০ নভেম্বর ২০০৯ ১১:৫৯419884
  • যাচ্ছে না। আইই তে। সদ্য মেশিন পাল্টেছি বলে এখনো ফাফ ইন্সটল করা হয়নি।
  • Arpan | 204.138.240.254 | ১০ নভেম্বর ২০০৯ ১২:০২419885
  • যাগ্গে। আমি অন্যভাবে পড়ে নিয়েছি। কাটিয়ে দ্যান।
  • Arijit | 61.95.144.122 | ১০ নভেম্বর ২০০৯ ১২:১৬419887
  • স্বরাষ্ট্রসচিব উবাচ:

    (১) মাওবাদীদের সঙ্গে একটা মূলধারার রাজনৈতিক দলের যোগাযোগের একাধিক প্রমাণ এসেছে পুলিশের কাছে - কালকের ২৪ ঘন্টার খবর (আজকের আজকালেও দিয়েছে দেখলাম)।

    (২) মাওবাদীদের সাথে রাজনৈতিক দলের যোগাযোগের কোনো প্রমাণ নেই - আজকের আবাপ।

    কাকে বিশ্বাস করবো এবং কেন করবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন