এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১১১৩৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ## | 212.79.203.43 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১১:৫২588073
  • টিপিক্যাল নবারুণীয় সিনড্রোম।
  • j | 230.227.106.153 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:১১588074
  • ক্ষী আচ্ছে দিন এল আজ !

    খিস্তিকল্যাণ আর ইদ্রিস আলি (নভেম্বর দাঙ্গা উসকানি খ্যাত) রাহুল গান্ধীর গা ঘেঁষটে ছবি তুলছে

  • pi | 24.139.221.129 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:১৯588075
  • কারো মাস গেলে পাঁচহাজার, কারো পাঁচ লাখ - এই অসাধারণ সিস্টেমের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে আপত্তি আছে তো।
    'এইরকম অদ্ভূত অসম আনফেয়ার সিস্টেমে "যোগ্যতা" টার্মটা খুব ঘাঁটা। একজন ইলেকট্রিক মিস্ত্রি, বাস ড্রাইভার বা ছোটো দোকানদারের থেকে চারলাইন কোড লিখতে জানা আইটিওয়ালার বেশী যোগ্যতা - এই ভাবে মাপা যায়না বোধয়। কিন্তু দ্বিতীয় ক্লাশের রোজগার প্রথম ক্লাশের বেশ কয়েকগুণ। সিনারিওটাকে বেটার ডেসক্রাইব যেতে পারে এইভাবে - কিছু লোকজন তালেগোলে উইনিং সাইডে পড়ে গেছে, বাকী বেশীরভাগ লোকজন লুজিং সাইডে।' .. এটার সাথেও পুরোপুরি ক।
  • de | 69.185.236.51 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৫১588076
  • সদার 11.30 পোস্টটা খুব ভাল্লাগলো -
  • ন্যাড়া | 172.233.205.42 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:০৪588077
  • ছেলেবেলায় আমাদের বলা হত, "ছেঁড়া কাঁথায় শুয়ে লাখটাকার স্বপ্ন দেখনা"। এখন এনারা "লাখ টাকা নিয়ে অন্যদের ছেঁড়া কাঁথার স্বপ্ন বিপ্লবের মোড়কে মুড়ে বেচ" শেখান।
  • trx | 125.112.74.130 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:২৪588079
  • বেশ কয়েক বছর আগে, "দেশ"-এ কার যেন একটা লেখায় পড়েছিলাম -

    কেমব্রিজের এক অঙ্ক প্রোফেসরের বাড়িতে প্লাম্বিং-এর কিছু খারাপ হয়েছে। তো তিনি টেলিফোন গাইড খুঁজে একজন প্লাম্বারের নম্বর বের করে ফোন করলেন। প্লাম্বার ভদ্রলোক আসতে রাজী হলেন, কিন্তু জানালেন যে - আমার চার্জ এত, এই মুহুর্ত থেকে সময় গোণা কিন্তু শুরু হল।

    তো কিছুক্ষণ পর তিনি একটি বেশ দামী গাড়িতে এলেন, কাজটাজ সেরে যখন যন্ত্রপাতি গোছাচ্ছেন, তখন অঙ্ক প্রোফেসর বল্লেন - আপনার যা রেট, তাতে তো আপনার আয় অনেক, আমি কেমব্রিজের অঙ্ক প্রোফেসর, আমিও অত পাই না।

    প্লাম্বার ভদ্রলোক বল্লেন - কোন কলেজ? কেমব্রিজ? আমি তো ওখানে ফিজিক্সের প্রোফেসর ছিলাম।

    ঃ-)
  • PT | 213.110.246.22 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:২৮588080
  • কেউ যদি উইনিং সাইডে থাকতে না চায় তাহলে সে ঠিক করতে পারে? সকলে কি সব ছেড়ে দিয়ে জঙ্গল-মহলে চলে গিয়ে সেখানে বসবাস করবে?
    (ওঃ তাহলে জঙ্গল-মহলের জমির দামটা অন্ততঃ চড়চড় করে বাড়তে পারে!!)
  • ajkal | 125.112.74.130 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১588081
  • http://www.aajkaal.net/05-12-2014/news/233744/
    বাইপাসে বস্তি তে অগ্নিকান্ড এবং সেই নিয়ে স্থানীয় বিধায়ক মন্ত্রীর বক্তব্য
    "এদিন ঝুপড়িতে আগুন লাগা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে সাধনবাবু বলেন, একদিকে শহর সুন্দর করা হচ্ছে৷‌ আর অন্যদিকে বাইপাসের ধারে ঝুপড়ি বসানো হচ্ছে৷‌ এখানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে৷‌ তার মধ্যে ঝুপড়ির পর ঝুপড়ি বসছে৷‌ সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই৷‌ পুলিসেরও কোনও নিয়ন্ত্রণ নেই৷‌ এভাবে কতদিন চলতে পারে৷‌ এর পরিণাম তো আগুনই৷‌ "
  • শ্রী সদা | 113.19.212.21 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৫588082
  • পিটিদা ভুল বুঝলেন। আমিও তো উইনিং সাইডেই থাকতে চাই। সেটা খোলাখুলি বললে বিজেপি বলে ট্যাগ হয়ে যায়, সেটাতেই আপত্তি।
  • বিদ্যুত | 47.157.194.210 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:১২588083
  • pi | 24.139.221.129 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:২৫588084
  • কাল।
  • jhiki | 149.194.228.58 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৯588085
  • তাহলে এটুকু বোঝা গেল বিজেপি খোলাখুলি কথা বলে। বাইরে জনদরদী, গরীবের প্রতি সহানুভূতিশীল সেজে অন্তরঙ্গমহলে পাঁচতারা হোটেলের খাবারের কোয়ালিটি, থ্যাঙ্কসগিভিং -এর টার্কির রেসিপি, হাই-ফাই গ্যাজেটের দাম ইত্যাদি ডিসকাস করে না। ঃ)
  • de | 69.185.236.52 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৬:৩১588086
  • তার মানে বিজেপি জনদরদী আর সহানুভুতিশীল না সেজে এসবই (পাঁচতারা ইঃ) করে? ঃ)
  • cb | 120.32.12.215 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:২৪588087
  • "বিশ্বভারতীতে যে ছাত্রছাত্রীরা উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাইতেছেন, অনুমান করা চলে, তাঁহাদের প্রত্যেকেরই জন্ম বাম জমানায়। অর্থাত্‌, ‘মেধা’ শব্দটির সহিত তাঁহাদের জন্মাবধি পরিচয় নাই। প্রথমে বামফ্রন্ট, এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস ‘মেধা’ শব্দটিকে বিলুপ্তপ্রায় করিয়া ফেলিতে সক্ষম হইয়াছে।"

    মাইরি এরা পারেও বটে

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%AD-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%A1-%E0%A6%99-%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%9C-1.92972
  • PT | 213.110.247.221 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:২৮588088
  • ওফ! বাংলা বুঝতে এত অসুবিধে এর আগে আর কখনো হয়নি!!!
    আলোচনাটা উপেন্দ্রকিশোরের গপ্পের সেই বাঘ, বামুন আর শেয়ালের, খাঁচা আর রাস্তা নিয়ে আলোচনার মত হয়ে যাচ্ছে।
  • দেব | 133.63.241.33 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৭588090
  • শ্রী সদা কে ক।
  • ### | 116.212.97.187 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৮588091
  • এখানে থামলেন কেন ?লিস্টে আরো জুড়বেন না? প্রপার্টির পর প্রপার্টি, বিদেশে সেটলমেন্ট,গাড়ির পর গাড়ি,লাখ বেলাখের লেন্স, বারোহাজারী হোটেল রুম, তিরাশি টাকার চাল, এসব এখনো এল না? সবারই বিজেপিই করা উচিত,কি বলেন।কথা অনুযায়ী সেরম কিছুই মনে হচ্ছে।
  • jhiki | 149.194.228.58 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫০588092
  • জনদরদী না সাজলে নিজে যা (সৎপথে) তাই দেখাতে তো কোন অসুবিধা হওয়ার কথা নয় ঃ)
  • jhiki | 149.194.228.58 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৩588093
  • যার যেমন রোজগার তেমন খরচ করবে, ওপরে বিলেতের যে গল্প্টা পড়লাম, সেই সময়ের বিলেতেও এমন লোক ছিল যাদের বাড়ীতে বাটলার ইঃ ছিল, এখনও আছে।
  • jhiki | 149.194.228.58 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৬588094
  • বিজেপি নিজের প্রাইমারি এজেন্ডা যেমন ৩৭০ রাখার স্বপক্ষে কথা বললে বিজেপিকেও এই ধরণের কথা শুনতে হবে ... এবং ঐপথে বিশেষ কিছু করছেনা বলে শুনতেও হয়।
  • শ্রী সদা | 113.19.212.21 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০০588095
  • রাম গোরু পলিটিক্স আর ধর্ম নিয়ে নাচানাচি বাদ দিলে একইআর্থসামাজিক স্তরের বিজেপি এবং অ-বিজেপি জনতার মধ্যে কনজুমারিজম এর দিক দিয়ে কোনো মতপার্থক্য দেখিনা তো ঃ) আমার বিজেপি অপছন্দ এবং অপছন্দের কারণগুলো ধর্ম, জাতীয়তাবাদ এবং কুসংস্কারের সঙ্গে জড়িত।
  • trx | 125.112.74.130 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০২588096
  • কূট প্রশ্ন।

    এই "জনদরদী সাজা" ইত্যাদি ব্যাপারগুলো যে বারে বারে ঘুরেফিরে আসে - সেগুলো কী qed হয়ে গেছে?
  • jhiki | 149.194.228.58 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৮:০৮588097
  • সবাইকে সবকিছু পছন্দ করতে হবে তাই বা কে বলছে? গণতান্ত্রিক দেশ।সবাই স্বাধীন।
    সেই জন্যই তো বললাম, বিজেপি খোলাখুলি বলে এই স্বীকারোক্তিটা আমার ভালো লেগেছে ঃ)
  • pcm | 212.54.102.201 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৮:১৫588098
  • ভোটের আগে নিজের আখের নিজে গোছাও মর্মে কোন প্রচার দেখেছি বলে মনে পড়ছেনাতো। বরং শহরই গ্রামে চলে যাবে গোত্রের বিজ্ঞাপণের কথাই মনে পড়ছে।
  • Ranjan Roy | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:২৭588099
  • "জনদরদী সাজা"? সাজতে হবে কেন? সবাই নিজের মত করে জনদরদী।
    সবাই নিজের স্বজন-সুজন খুঁজে বেড়ায়।
    এই যেমন বিজেপিরাজত্বে এসবিআই আদানী গ্রুপকে ৭০০০ কোটি টাকার মত লোন দিচ্ছে অস্ট্রেলিয়াতে শিল্প করতে, যদিও বেশ কিছু ব্যাংক এই লোন দিতে অস্বীকার করেছে, যদিও এই প্রজেক্টের জন্যে আদানীদের ২৫০০০ কোটির মত লোন আছে বলে শোনা যাচ্ছে!!
    এদিকে গণেশের শুঁড়ের পর এসেছে জ্যোতিষের বৈজ্ঞানিক আধার, নিউক্লিয়ার ইত্যাদি। আবার সেই গণেশের দুধ খাওয়ার গল্প ফিরে আসবে মনে হয়।
    সুব্রাহ্মনীয়ম স্বামী রোমিলা থাপার-বিপানচন্দ্রদের লেখা ইতিহাসের বই পুড়িয়ে ফেলার দাবি করছেন। ইতিহাস পুনার্লিখনের কথা শুরু হয়েছে। চলুক! চলুক!
    বিঃ দ্রঃ এর প্রতিক্রিয়ায় আমার কানে এল ( আজ আলিপুর জাজেস কোর্টের আড্ডায়) একজন বলছেন যে বাহাদুর শা জাফরের সময় থেকে ( ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে) মুসলমানরা ভারতের সার্বভৌমত্বের জন্যে লড়াই করে আসছে; হিন্দুরাও; তবে মুসলমানেরা সংখ্যায় বেশি, এসব নাকি ইতিহাসের তথ্য!!!
  • quark | 138.141.254.201 | ০৫ ডিসেম্বর ২০১৪ ২১:৫৯588101
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রথম অংশে বুক ফেয়ার, সার্কুলার, এথনিক, চাইনিজ, আফ্রিকান, ফ্রেঞ্চ, স্প্যানিশ - এত গুলো শব্দ কানে লাগল।
  • SC | 34.3.22.185 | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৬:৩১588102
  • বিজেপি তো জনদরদী, গরিবের কথায় বলে। মোদী তো তাই বলেছিলেন।
    রাম গরু তে আপত্তি, ও একটু বুদ্ধিজীবী দের গঙ্গা জল ছেটাতে বলে দেবেন, ঠিক হয়ে যাবে।

    বাঙালির আসলে খ্যামটার একটা জম্পেস ঘোমটা দরকার। মানে নিচে যতখুশি খ্যামটা নাচ, কৃষক পেটা,
    পাড়ায় পাড়ায় দাদাগিরি কর, স্কুল কলেজে নিজের লোক ঢোকা, উপরে একটা ঘ্যামা তত্ত্ব চাই।
    যাতে লোকের সামনে দাড়িতে হাত বুলিয়ে একটু চালবাজি করা যায় । 'আমরা তো আবার ওসবে বিশ্বাস
    করি না। 'মার্কস বলেছিলেন, যে এন ইউ র দাদা বলেছেন' এইসব।
    যাতে সব খ্যাম্টার পরেও মনে হয় বিপ্লব করছি। রাতে ঘুম ভালো হয়, নিজেকে হিরো মনে হয়।

    মমতাও দেখুন না এদ্দিন পাত্তা পাচ্ছিল না, যেই একটা ঘোমটা জুটল, কৃষি বিপ্লব আসছে, রিনাদী
    দাড়ি কাকু মিছিল করলেন, সুমন বিপ্লব বিপ্লব গন্ধ ওয়ালা গান গাইল, তখন বাঙালির পছন্দ হলো।
    এবারে ঘোমটা তা ঠিক হয়েছে।

    বিজেপিতে বাঙালির ওটাই আপত্তি। চিন্তা নেই। অমিত শাহ ঠিক ব্যবস্থা করে দেবেন। বাঙালি আঁতেল
    কিনতে যা পয়সা লাগে, ওটা আদানির কাছে loose change ।
    ঝপাঝপ চাল্লাইন থিওরি দরকার, মোদী হচ্ছে অমুক তমুক যুগান্তকারী, কয়েকটা দান্ত্ভাগা
    দার্শনিকের নাম দরকার, কয়েকটা নাট্যকর্মীর মিছিল, গরিবদরদী আবলতাবল, ব্যাস। হয়ে যাবে।
    ন্যাশনাল লেভেল এ already নামিয়ে ফেলেছে। হার্ভার্ডের ইকনমিস্ট সুব্বু স্বামী, বিলেতের পি এইচ ডি
    করা বাংলার ছেলে স্বপন আর চন্দন। ওরা সব কয়েকটা থিওরি চালান করবে, আর আবাপ ঠিকমত
    লাইনে খেলবে, মাল নেবে যাবে।
  • jhiki | 149.194.228.58 | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৭:২৮588103
  • বিজেপির এই আঁতেল ভাড়া কতে রাস্তায় নামানোর ব্যাপারাটা আমাকে দুঃখিত করেছে।
    আমার হাতে ক্ষমতা থাকলে আমি কলকাতাকে আঁতেলদের লীলাখেলার জন্য ছেড়ে দিয়ে পঃবঃ র মাঝামাঝি কোথাও প্রশাসনিক রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতাম ঃ(
  • jhiki | 149.194.228.58 | ০৬ ডিসেম্বর ২০১৪ ০৭:২৯588104
  • *করে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন