এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৯৯৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.3.22.185 | ০৯ ডিসেম্বর ২০১৪ ০৯:৪০588206
  • গৌতম দেব চালাক লোক, মোক্ষম জায়গায় ধরেছেন।
    এই পি টি রা এখনো বুঝে উঠতে পারেনি ব্যাপারটা, খিস্তিকল্যান নিয়ে পরে আছেন।
    কাল খোলসা করে লিখব।
  • কল্লোল | 111.59.19.56 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:১৪588207
  • ক্ষি ক্ষেলো ক্ষীই ক্ষেলো!!
    গৌতম দেব লিখছে তাও গণশক্তিতে -
    "কোথায় বুদ্ধদেব? অথচ বুদ্ধদেবের ঐকান্তিক প্রচেষ্টয় ঐ মহার্ঘ জমি ওরা পেলো। ভুলেও গেলো। কি তাড়াতাড়ি আনন্দবাজার সব ভুলে যায়!"
    ক্ষি দুষ্কু - কি তাড়াতাড়ি আনন্দবাজার সব ভুলে যায়!"
    তা, "ঐ মহার্ঘ জমি ওরা" কতোতে পেয়েছিলো?
  • sm | 53.251.88.63 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৫588208
  • মহার্ঘ্য ছাড়ুন, ঐকান্তিক শব্দটায় গুরুত্ব দিন।
  • lcm | 118.91.116.131 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৭588209
  • আসল প্রবলেম তো ছিল জমির দাম নিয়ে নয়। ঐ জমি দেওয়া হয়েছিল ওখানে প্রিন্ট মিডিয়ার সেট আপ হবে, লোকজন কাজকম্মো পাবে - এই হিসেবে। এবিপি এখানে ফ্ল্যাট বানিয়ে বেচতে চায়। তখন থেকেই গন্ডগোল শুরু।
  • sm | 53.251.88.63 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১১:০৫588210
  • তবে শিল্প শিল্প নামক কম্প জ্বর, অ বা প র অবদান। শিল্প না হলে কি হবে সেই জ্বরেই বাঙালি কাবু। শিল্প বোলে তো; শিল্প পতি রা জমি ফেলে রাখবে, বা ওই জমিতে আবাসনের ধান্দা বাজি চলবে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা ফেলে রাখবে। শোধ দেবার নাম গন্ধ করবে না। এ ব্যাপারে কোনো বিতর্ক সভার আয়োজন হবে না বা রিপোর্টিং চোখে পড়বে না।
  • PT | 213.110.247.221 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১১:৪৬588212
  • কল্যাণের গর্ধভ-নিন্দ্তি চিল্লানিতে বিজেপি লেজ গুটিয়ে পালিয়ে যাবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে কল্লোলদা এখন গণশক্তির এই লেখাটা নিয়ে দিন কয়েক কাটাবে!!
  • pcm | 212.54.102.201 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১২:৪৭588213
  • "ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা ফেলে রাখবে। শোধ দেবার নাম গন্ধ করবে না।"

    তবে কি আপনি বিপ্লবের পরামর্শ দিচ্ছেন? নাকি সরকারবাবুকেই কলকারখানা চালাবার বুদ্ধি দিচ্ছেন?
  • PT | 213.110.246.23 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১২:৫৫588214
  • sm বোধহয় জানেন না যে গুরুদাশ দাসগুপ্তর গোটা জীবনটা ঐ নিয়ে পার্লামেন্টে কেটেছে। কোন সরকারের সাহস বা ইচ্ছা হয়নি সেই শিল্পপতিদের কেশাগ্র স্পর্শ করার!!
  • pcm | 212.54.102.201 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৫588215
  • "তা, "ঐ মহার্ঘ জমি ওরা" কতোতে পেয়েছিলো? " বেনিয়মের গন্দো পাচ্ছি, তা এইতালে বুদ্ধ ভটচাযের কোমড়ে দড়ি দেওয়া গেলে কেমন হয়, অ্যাঁ?

    রোজভ্যালির তদন্তের কোনো খবর আছে?
  • SC | 34.3.22.185 | ১০ ডিসেম্বর ২০১৪ ০৯:৪০588217
  • সেকি পি টি, আপনি তো বুদ্ধপন্থী, শিল্পপতি কে হাতে পায়ে ধরে আনতে হবে, -পন্থী।
    আজ আবার গলায় গুরুদাস।
    কোনটা চান, সেটা তো স্পষ্ট করতে হবে। গুরুদাস ও হবে, বুদ্ধ ও হবে, গাছেরও খাব, তলারও কুরোবো, এই ফ্যান্টাসি তেই সমস্যা।
    শ্রী সদা যেমন স্পষ্ট, ও চায় ভালো থাকতে, শিল্প আসুক তাই চায়, আর শিল্প এলে তো শিল্পপতিদের ইচ্ছে মতই আসবে। মোদী লাইন।
    গুরুদাসও স্পষ্ট, আম্বানি যদি চুরি করে, সটান ঘাড় ধর তার, তাতে কিন্তু অনেক ক্ষতিস্বীকার করতে হবে। আম্বানি ঘরছাড়া করবে।
    তোমার রাজ্যে শিল্প করবে না।

    নিজের কোনো ক্ষতিও স্বীকার করব না, আবার গুরুদাস পন্থী হব, দুটো এক সাথে করতে গেলে কোনটাই হবে না।
    না আসবে শিল্প, না আবাপ কে আটকান যাবে।
  • pcm | 212.54.102.201 | ১০ ডিসেম্বর ২০১৪ ০৯:৫০588218
  • আমাদের কোন ইচ্ছে নেই পিটিদার ইচ্ছেতেই মনে হয় জগৎ সংসার চলছে।

    বিধানসভা আর লোকসভার ফারাকটুকু বুঝলে ভালো হত।
  • PT | 213.110.246.23 | ১০ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৬588219
  • হ্যা.... হ্যা...
  • dc | 11.39.62.63 | ১০ ডিসেম্বর ২০১৪ ১০:১২588220
  • "ওরা আমাদের জেতাতে চেয়েছিল। আমরা হেরেছি।"

    এটা তো গৌতম দেব স্ট্রেট ঢপ দিয়েছেন! মোটামুটি ২০০৯ বা লোকসভা ইলেকশনের পর থেকেই তো আবাপ আর বেশীর ভাগ মিডিয়া তীব্রভাবে তিনো আর হীরক রানীর হয়ে প্রচার চালিয়েছে! সেই পরিবর্তনের মুখ, পরিবর্তনের হোর্ডিং, সুশীল সমাজ, আমরা-ওরা, এগুলো গৌতম দেব ভুলে গেলেন নাকি? স্পষ্ট মনে আছে এসব ২০১১র আগেই তো হয়েছিল! তখন দুতিন বছর কলকাতায় গেলেই দেখতাম সুশীল সমাজ নিয়ে তোলপাড় চলছে - যদ্দুর মনে পড়ছে এই টার্মটা তো আনন্দবাজারেরই কয়েন করা, তাই না? আর সেই সুমনের ভেজা ভেজা গলায় হীরক রানীর ইন্টারভিউ! গৌতম দেব এটা পুরো ভুল বলেছে। অন্তত বছর তিনেক আবাপ হীরক রানীকে যতোটা সম্ভব তোল্লাই দিয়েছিল।
  • lcm | 118.91.116.131 | ১০ ডিসেম্বর ২০১৪ ১০:১৭588221
  • গৌতমবাবু বোধহয় ২০০৯-এর লোকসভা নির্বাচনের কথা বলছেন।
  • Arpan | 125.118.144.183 | ১০ ডিসেম্বর ২০১৪ ১০:২০588223
  • ২০০৯ সালে মোটেও আবাপ বুদ্ধবাউর পেছনে ছিল না।
  • lcm | 118.91.116.131 | ১০ ডিসেম্বর ২০১৪ ১০:২৯588224
  • তবে যে বলল। সিঙ্গুর নিয়ে আনন্দ্বাজার টাতা/বুদ্ধবাবুর সঙ্গে এক্কেবারে লেপ্‌তে ছিল।
  • dc | 11.39.62.63 | ১০ ডিসেম্বর ২০১৪ ১০:৫৮588225
  • হ্যাঁ সিঙ্গুরে টাটারা যতোদিন ছিল ততোদিন আবাপ ব্র্যান্ড বুদ্ধ প্রচার চালিয়ে গেছিল। টাটারা ২০০৮এর শেষের দিকে বেরিয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে আবাপর পরিবর্তন শুরু হয়েছিল। তার পর থেকেই বোধায় "অগ্নিকন্যা", "সততার প্রতীক", এই ব্র্যান্ড বিল্ডিংগুলো শুরু হয়েছিল। "অগ্নিকন্যা" যদ্দুর মনে পড়ে আগেও আবাপ কয়েকবার ইউজ করেছিল, কিন্তু "সততার প্রতীক" বিশেষ করে সুমনের ফেজটা থেকে শুরু হয়েছিল। তার আগে পর্য্যন্ত হীরক রানীর সাথে "সততা" কেউ অ্যাসোসিয়েট করত না। কিন্তু ওই সময় থেকে হাওয়াই চটি, আটপৌরে শাড়ী, কালীঘাটের টালির বাড়ী, এইসব ইমেজ মেকওভারগুলো সামনে চলে আসে।
  • lcm | 118.91.116.131 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:০৪588226
  • নব্বুইয়ের দশকে সাংবাদিক সুমন চ্যাটার্জি আনন্দবাজারে অগ্নিকন্যা শুরু করেন। সততার প্রতীক এবং হাওয়াই চটি শুরু হয় ২০০৭-এর পরে।
  • PM | 131.97.75.52 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:০৭588227
  • মনে করে দেখুন ২০০৭ এ নন্দী গ্রামের সময় স্টার আনন্ন্দ পুরোপুরি সিপিয়েম বিরোধী অবস্থান নিয়েছিলো। সন্ধে বেলা নিয়ম করে নন্দীগ্রামে রিভলভার হাতে দৌড়াদৌড়ি করা ছায়ামুর্ত্তি দের দেখাতো আর বলতো সিপিয়েমের হার্মাদ। অথচ ঐ সময় নন্দীগ্রামে রাস্তা কেটে মুক্তান্চল করা হয়েছিলো। সিপিয়েম সেখানে ঢোকার কোনো পথ ছিলো না। অনিন্দিতার নন্দীগ্রামের ওপোর প্রথম তথ্যচিত্র এই সময়-ই ২৪ ঘন্টায় দেখানো হয়।

    স্টার আনন্দ সাময়িক তিনো বিরোধী অবস্থান নেয় সিঙ্গুরে হাইওয়ে অবরোধের সময়। তার্পরে টাটা প্রজেক্ট থেকে সরে গেলে আবার অবস্থান বদল করে চুড়ান্ত তিনোপন্থী অবস্থান নেয়

    ঐ পুরো সময়্টা ২৪ ঘন্টা কন্সিস্ট্যান্টলি বামেদের সমর্থন করে গেছে।
  • sm | 233.223.154.163 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:২৪588228
  • ২৪ ঘন্টা , আকাশ,সবাই তিনো বিরোধী ছিল।অ ব প গোষ্ঠী ও তার টি ভি চ্যানেল আগাগোড়া তিনো তথা মমতা বিরোধী ছিল। মুখে একটাই কথা মমতার শিল্প বিরোধী আন্দোলন , আখেরে বুমেরাং হয়ে দাড়াবে।প ব শ্মশান হয়ে যাবে। কোনো শিল্পপতি ভবিষ্যতে পব তে আসবেনা ইত্যাদি প্রভৃতি।
    বুজি রা নিয়মিত মমতা বিরোধী লেখা লেখি করত । টাটা সিঙ্গুর ছাড়ার অনেক দিন পর অবধি সেটা কন্টিন্যু করা হয়েছে।
    ২০০৯ এর ইলেকশনের কয়েক মাস আগে বাম বিরোধী প্রচার চালানহয়েছে,যখন বুঝতে পারছিল শিল্প ব্যাপার টা জনগণ বেশি খাচ্ছে না।। মূলত রাজনৈতিক খুনোখুনি ও বিকল প্রশাসন কে ইস্যু করে প্রচার চালানো হয়েছিল।।
    অবিশ্যি বুজীরা তার কয়েক মাস আগে থেকে ধীরে ধীরে পালটি খেতে শুরু করেছিল।
  • sm | 233.223.154.163 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:২৪588229
  • ২৪ ঘন্টা , আকাশ,সবাই তিনো বিরোধী ছিল।অ ব প গোষ্ঠী ও তার টি ভি চ্যানেল আগাগোড়া তিনো তথা মমতা বিরোধী ছিল। মুখে একটাই কথা মমতার শিল্প বিরোধী আন্দোলন , আখেরে বুমেরাং হয়ে দাড়াবে।প ব শ্মশান হয়ে যাবে। কোনো শিল্পপতি ভবিষ্যতে পব তে আসবেনা ইত্যাদি প্রভৃতি।
    বুজি রা নিয়মিত মমতা বিরোধী লেখা লেখি করত । টাটা সিঙ্গুর ছাড়ার অনেক দিন পর অবধি সেটা কন্টিন্যু করা হয়েছে।
    ২০০৯ এর ইলেকশনের কয়েক মাস আগে বাম বিরোধী প্রচার চালানহয়েছে,যখন বুঝতে পারছিল শিল্প ব্যাপার টা জনগণ বেশি খাচ্ছে না।। মূলত রাজনৈতিক খুনোখুনি ও বিকল প্রশাসন কে ইস্যু করে প্রচার চালানো হয়েছিল।।
    অবিশ্যি বুজীরা তার কয়েক মাস আগে থেকে ধীরে ধীরে পালটি খেতে শুরু করেছিল।
  • dc | 11.39.62.63 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:২৫588230
  • lcm, PM, ঠিক। PM এর পোস্ট পড়ে হার্মাদ মনে পড়লো, ওটা ভুলে গেছিলাম। আরো কয়েকটা খুচরো কথা মনে পড়লো, যেমন বইমেলা, ব্রিগেড আর পরিবেশবিদ সুভাষ দত্ত। আর নন্দীগ্রামের বদলে নয়াচরের কথা ওঠার পরে সেখানেও কিসব পরিবেশ নিয়ে ক্যাচাল শুরু হয়েছিল। আর এদিকে গৌতম দেব বলছেন আবাপ নাকি ওদের জেতাতে চেয়েছিল!
  • কল্লোল | 111.63.84.131 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:২৮588231
  • পিটি উবাচ - "কল্যাণের গর্ধভ-নিন্দ্তি চিল্লানিতে বিজেপি লেজ গুটিয়ে পালিয়ে যাবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে কল্লোলদা এখন গণশক্তির এই লেখাটা নিয়ে দিন কয়েক কাটাবে!!"
    না না। সিপুয়েমের শিংহনাদে বিজেপি পালাবার পথই পাচ্ছে না। অমিত না রাহুল কে যেন বিমানরে ফোং করেচে - ও দাদা খিড়িকির দোরটি কুন্দিকে?"

    তবে গণশক্তি আর গৌতম দেব যদি যেচে খোরাক হতে চায় তো এ অধমের কি দোষ?
    "অথচ বুদ্ধদেবের ঐকান্তিক প্রচেষ্টয় ঐ মহার্ঘ জমি ওরা পেলো। ভুলেও গেলো। কি তাড়াতাড়ি আনন্দবাজার সব ভুলে যায়!"
    আহা!! এর কাছে কোথায় লাগে - কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে / হায় চিল................
  • dc | 11.39.62.63 | ১০ ডিসেম্বর ২০১৪ ১১:৫৮588232
  • "তবে গণশক্তি আর গৌতম দেব যদি যেচে খোরাক হতে চায় তো এ অধমের কি দোষ?"

    ১০০% একমত। এরকম যেচে খোরাক কেস খুব বেশী দেখিনি :d
  • s | 117.131.42.250 | ১০ ডিসেম্বর ২০১৪ ১২:৪৪588234
  • আমার তো মনে হয় গৌদে এ বছরের (২০১৪) লোকসভা নির্বাচনের কথা বলেছেন।
    ২০১৩ থেকেই আবাপ অ্যান্টি তিনো, লোকসভা নির্বাচনের আগে পরে যা একটা পিকে গেছিল। আর তখনো বিজেপিকে তোল্লাই দেওয়া সেরকমভাবে শুরু হয় নি।
  • PT | 213.110.247.221 | ১০ ডিসেম্বর ২০১৪ ১৩:৫৫588235
  • অনেকেই দেখছি গৌদেকে নিয়ে মুখর কিন্তু মণীশ মিত্রের ব্যাপারে কঠোর নীরবতা পালন করছে। সেই যে কিসব "ঘেউ, ঘেউ" করার কথা ছিল? কুঁই, কুঁই-ও তো শোনা যাচ্ছে না।
    এর পরেও এদেরকে তিনোপন্থী ধরে নিলে ভুল করা হবে?
  • dd | 132.171.112.222 | ১০ ডিসেম্বর ২০১৪ ১৪:১৯588236
  • বছোর খানেক আগে অনলুকার পত্রিকায় একটা নিউস আর্ট্কেলে গৌ দে কয়েছিলেন ,না ন্না, আমরা এখন আন্দোলন টান্দোলন করবো না। চুপ চাপ বসে আছি। জানে না, লোকে আমাদের উবরে এখনো রেগে আছে?'

    আমার দুর্দান্তো লেগেছিলো।

    এইবারের এই প্রবন্ধো পড়েও দারুন লাগলো। কোনো জার্গন নেই। বড়ো বড়ো বুলি নেই। থিউরী নেই। একদম সোজা সাপটা কথা। খুব অনেস্টলি বলা।

    একজন বড়ো নেতা হয়ে এরকম সত্যি কথা বলতে সৎ সাহোস লাগে। সেটি দেখি বিভিন্ন দলের নিতান্তো চুনো পুঁটিদের মধ্যেও নেই। এমন নয় যে আবাপের তিনো বিরোধিতা কারুরই নজর এড়িয়ে গেছিলো, কিন্তু সিপুএমের কাগোজেই ছাপার অক্ষরে বার করে সেটাকে স্বীকৃতি দেওয়া হোলো।

    এটা খুব ভালো হোলো। গৌ দেকে সাবাসি দেই।
  • news | 125.112.74.130 | ১০ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৫588237
  • http://www.telegraphindia.com/1141210/jsp/bengal/story_2929.jsp
    Mitra, who was with the self-funded group that was formed after Trinamul came to power, said the group was used by the chief minister to strengthen her political base. He also alleged that the group was involved in wrongful disbursement of funds and allocation of government auditoriums. A sum of Rs 50,000 was apparently given to 200 theatre groups across the city as grants and the groups were selected on a random basis. The list also includes clubs focused on chess and volleyball.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন