এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৯৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.113.120 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৪১588306
  • জমির দাম কি তবে গেম থিওরির হিসেবে ঠিক হবে? ভূমি সংষ্কারও কি সেভাবে হয়েছিল?
  • . | 59.207.228.2 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৯588307
  • sm কর ছাড় মানে লস নয়। সম্ভাব্য রাজস্ব কমে যাওয়া, সেটা গুণাগার কি করে হল? অব্শ্যই এতে বৃদ্ধি কম হল - কিন্তু চাষ থেকে এর চেয়ে কমও হতে পারত রাজস্ব, তাই এই রকম একটো তথ্য থেকে কিছুই বোঝা যায়না।
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:১০588308
  • ফুটকি,আপনার পোস্টার পর আমার দিব্য জ্ঞানলাভ হলো।
  • dd | 132.172.28.194 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২০:০৪588309
  • কিন্তু কাগ বাবু? কাগপ্রসন্নো? কাগেশ্বর আঁকিয়ে?

    উনার ক্ষী হোলো? আর তো দেখি না আর শুনি না।
  • a | 213.219.201.58 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২০:১৭588310
  • ন্যাকাচন্ডী (দিদি এস্টাইলে), চাষীর জমিতে চাষই হবে এটা সিঙ্গুর আন্দোলনের একটা বড় প্রেমিস ছিল।

    ডিডিদা, ওনাকে শেষ দেখেছিলাম নেপালের পথে, দাড়ি ফাড়ি কামিয়ে। আর্চেনাই যায়না (মানে যতক্ষণ মুখ না খুলছেন)

    গৌতম সরকারের প্রতি যেটুকু সম্মান ছিল উবে গেল শনিবারের পরে।

    সমীর পতিতুন্ড কি আবার বামফ্রন্টে ফিরছে?
  • দেব | 111.221.131.234 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২০:৪৮588312
  • করছাড় দেওয়া হয় টোপ হিসেবে যাতে লোকে বিনিয়োগ করতে আসে। করের টাকাটা দেশের অর্থনীতির একটা অতি ক্ষুদ্র ভগ্নাংশ। বিনিয়োগ এলে তাতে সেটা পুষিয়ে যায় অন্যদিক দিয়ে, বরং আরো বেশী লাভ হয়। গণশক্তির কাগজের অর্থনীতি তত্ত্ব মেনে আপনি শুধু কর ছাড়ের জন্য লোকসানটা দেখবেন, লাভটা হিসেবে আনবেন না তাহলে হবে?
  • dd | 132.172.108.93 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২০:৫১588313
  • কোন এক অলৌকিক কাগতাড়ুয়া এসে চোখের সামনে থেকে সুভাদাকে ভাগিয়ে নিয়ে গ্যালো গো।

    মুখপোড়া মিডিয়াও আর তত্ব তল্লাস করে না। হোয়াই?
  • sm | 53.251.89.74 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২২:০৫588314
  • এক লক্ষ কোটি টাকা কর ছাড় মুখের কথা!একি মার্কিন অর্থনীতি নাকি? এর উপরে আছে কয়েক লক্ষ কোটি টাকা ব্যাঙ্কের অনাদায়ী ঋণ। সৌজন্যে দেশের বৃহৎ শিল্পপতি গণ। কয়েক হাজার কোটি ধার করে বিজয় বাবু কেমন দিব্বি ঘুরে বেড়াচ্ছেন।
    এদিকে সরকারের ভাড়ে মা ভবানী। ইনকাম ট্যাক্স স্ল্যাব ২০-৩০ হাজার টাকার বেশি বাড়ে না। ক্রেডি কার্ডের সুদ মাসে ৩ শতাংশ , বছরে প্রায় ৪০ -৫০ শতাংশ। কয়েক লক্ষ টাকার লোন চাইতে গেলে ব্যান্ক প্রথমে ঠাকুরদার সম্পত্তি কত জিগায়। অথচ এগুলোতে ছাড় দিলে,সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়তো ।শিল্পে বেশি বিনিয়োগ হত।
    ১০০ দিনের কাজের টাকা কম পড়ে। কোনো সোশাল সেক্যুরিটির ব্যবস্থা নেই।
    আর সেদিন দেখলাম আদি গোদরেজ বলছেন,জমির উর্ধসীমা তুলে দেওয়া হোক। যাতে ভালো করে আবাসন প্রকল্প হয়। কি মামার বাড়ির আবদার! জীবনে তো আলমারি ছাড়া কোনো ভালো প্রডাক্ট বিক্রি করতে দেখলাম না।
    শিল্প বান্ধব হওয়া ভালো কিন্তু শিল্পপতি বান্ধব তা কি ভালো?
  • শ্রী সদা | 190.151.42.75 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২২:৪৪588315
  • তো, সরকার এইসকল দুষ্ট শিল্পপতিদের ঘাড় ধরে টাকা আদায় করেনা কেন ?
  • sm | 53.251.89.74 | ১৪ ডিসেম্বর ২০১৪ ২২:৫২588316
  • সরকার চার অক্ষরের বোকা তাই !
  • Arpan | 125.118.24.78 | ১৫ ডিসেম্বর ২০১৪ ০০:১৫588317
  • গোদরেজের বাড়িঘর বেশ ভালো। ঐ ঊর্ধ্বসীমা তুলে দিলে কলকাতাতেও বানাবে।
  • s | 117.131.42.250 | ১৫ ডিসেম্বর ২০১৪ ০১:১২588318
  • তো, সরকার এইসকল দুষ্ট শিল্পপতিদের ঘাড় ধরে টাকা আদায় করেনা কেন ?

    এইটা একটা মোক্ষম প্রশ্ন। যেহেতু কেন্দ্রের ব্যাপার তার উত্তর কং আর রামপার্টিকেই দিতে হবে।
    একটা বিরাট কারণ নির্বাচনী তহবিল। শিল্পপতিদের টাকায় নির্বাচিত সরকার শিল্পপতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না।
    সেই জন্য আমার ব্যক্তিগতভাবে এই নির্বাচন পদ্ধতিটাকেই ভুলভাল মনে হয়। এখানে প্রার্থীদের প্রতিযোগিতা ইক্যুয়াল ফুটিং-য়ে হওয়া সম্ভব নয়। টাকা এক্টা মেজর রোল প্লে করবেই।

    আরও কারণ নিশ্চয়ই আছে।
  • Ishan | 183.17.193.253 | ১৫ ডিসেম্বর ২০১৪ ০১:৩২588319
  • "এক লক্ষ কোটি টাকা কর ছাড়...এর উপরে আছে কয়েক লক্ষ কোটি টাকা ব্যাঙ্কের অনাদায়ী ঋণ।"
    তার উপর আছে কয়েক লক্ষ কোটি (আনুমানিক) কালো টাকা।
    তার উপর আছে টুজি-থ্রিজি-সাহারা-পশুখাদ্য ইত্যাদি স্ক্যাম।

    এসব কে হিসেব করে আর কে আদায় করে। কোন সিয়েজি আর কে। কোয়ান্টিটেভিভ অ্যানালিসিস করবেন কোয়ান্টিটিই হাজির নেই। এক আধটা কোর্ট অবধি পৌঁছয় কিছু খোঁচাখুঁচি হয়, গপ্পো শেষ। ছোটো স্কেলেও, মমতার ভাইয়ের রঙের দোকান আর জ্যোতি বসুর পুত্রের ব্যবসায় সরকারি মদত কি ছিল কস্মিমনকালেও জানা যাবেনা। আর নেতা-নেত্রীরা সততার প্রতীক হয়ে ঘুরে বেড়াবেন। এই তো গপ্পো।

    বাকি পরে লিখব। এখন শুধু এইটুকুই, যে, একদা এসব নিয়ে আপিসিয়াল বামরা বলতেন, সিঙ্গুর-নন্দীগ্রাম-শিল্পায়ন পালা শুরু হবার পর সেসব বন্ধ।
  • SC | 34.3.17.255 | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৬:৫০588321
  • বা! হেবি লোক তো। খুব লাকি, ২৪ ঘন্টার নিউজ চ্যানেলের যুগে এরা বাস করেনি।
    নইলে রবার্ট ভদ্র অনেক আছে।
  • dc | 131.246.27.173 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৫৩588323
  • "কৃষিজমি এখন ইট প্রসব করছে"

    যাতা! এটা যে লিখেছে সে কি লেভেলের খচরা সেটাই ভাবছি :d আচ্ছা সেই কৃষিজমি বাঁচাও কমিটি কোথায় গেল? সেটা কি এখন ইঁটভাটা বাঁচাও কমিটি হয়ে গেছে? আর দরদী কৃষক নেত্রী, যিনি কিছুতেই দো আর তিন ফসলী জমির হস্তান্তর হতে দেবেন না তিনি কি জনতার মাথায় ইঁট ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছেন? আর বাকি যেসব এনজিও ইত্যাদিরা কৃষি জমিতে কৃষি ছাড়া আর কিছুই হতে দেবেন না তারাও কি একেকজন ইটের পাঁজার ওপর চড়ে বসে আছেন?
  • PM | 131.97.75.56 | ১৬ ডিসেম্বর ২০১৪ ০৯:২০588325
  • সত্যি ভালো লাগলো কল্লোলদা। এরকম কথা বলার লোক আমাদের মধ্যে এতো কমে আসছে। ইনিও কিন্তু বুজি।
  • sm | 233.223.153.160 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১০:১৬588326
  • লেখাটা ভালো, কিন্তু বেশ আবেগ ঘন।যুক্তির বদলে আবেগের মাত্রা বেশি। যেমন ধরুন বাঙালির ঢাল রবীন্দ্রনাথ। আমার মতে, ভারতের মত একটি প্রবল প্রাদেশিকতায় আচ্ছন্ন দেশে এই ঢাল খুব দরকার। অন্তত মাথা উঁচু করে বাঁচবার জন্য।যেমন ধরুন কর্নাটক, মহারাষ্ট্র দিল্লি ইত্যাদি স্টেট এ বাঙালি লোকেদের হীনমন্যতায় ভুগবার কারণ পয়সা কম, আর তাদের ধারণা বাঙালি লোকেরা আমাদের চাকরি বাকরি খেয়ে নিল।এখানে একটা রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন অন্তত কিছুটা হলেও আত্মসন্মান বাড়ায়।নয়তো প্রতিবেশী পূর্ব ভারতের অন্য স্টেট গুলোর মত একটু নিচু মস্তকে, সবকিছু মানিয়ে নিতে হত।
    উনি সততা কে মানুষের ইনহেরিট করা গুন হিসেবে দেখাতে চেয়েছেন। ভালো কথা, ডাক্তার, শিক্ষক, মুটে মজুর এরা সততার পরা কাষঠা হবে, আর উকিল, ব্যবসাদার এদের সম্পর্কে কবি কেন নীরব সেটা বোঝা গেল না।
    মোঘল আমল থেকে বর্তমান যুগ, ভারতে দুর্নীতির ধারা অবিরল। মোঘল আমলে যা নজরানা আজকের দিনে তাই হলো ঘুষ।
    আমরা শারুখ খান কেন ৫০ কোটি টাকা একটি ফিল্মে পারিশ্রমিক নেবে, বা কেউ ১ বিলিয়ন ডলারের বাড়ি বানাবে সেই নিয়ে প্রশ্ন তুলিনা; বরঞ্চ মেগাস্টার, এন্তার্প্রেনোর ইত্যাদি গালভরা উপাধি দেই। প্রয়োজনে পদ্মশ্রী, পদ্ম ভূষণ পুরস্কার দিতেও আপত্তি তুলিনা।
    বিদেশে, একটা জিনিস প্রচলিত স্মার্ট মানি। অর্থাথ আইন বাঁচিয়ে দু পয়সা কামানো। লোকেরা আপনাকে স্মার্ট বলবে।
    প্রমোটার ১৫ লক্ষ খরচা করে ৫০ লাখে বাড়ি বেচলে ও কে,ব্যবসাদার ২০ টাকায় চাল কিনে ৫০ টাকায় চাল বিক্রি করলে ও কে,ব্যাঙ্কে হাজার কোটি ঋণ নিয়ে শোধ না দিলেও ও কে; তাহলে খেটে খাওয়া মানুষের আত্ম সন্মান টা কি খালি আত্মবিলাসিতা নয়?
  • sm | 233.223.153.160 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১০:৩০588327
  • এই দেখুন, স্পাইস জেট এসেছে ২ আজার কোটি টাকার বায়না নিয়ে। সরকার হাজার কোটি দিলে সেটাও খয়রাতি তে যাবে আবার কিছু না দিলেও বিপুল ঋণ অনাদায়ী থেকে যাবে।এরা হচ্ছে গিয়ে সরকারের সুপুত্তুর।একটু বেহিসেবি; এই যা। সাধারন মানুষ হলে দেখতেন সরকার কি রকম কড়া!
    SpiceJet told minister of state Mahesh Sharma that its immediate cash requirement was Rs 1,400 crore and the overall requirement (including long term) Rs 2,000 crore.
  • PT | 213.110.243.21 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৬588328
  • "প্রমোটার ১৫ লক্ষ খরচা করে ৫০ লাখে বাড়ি বেচলে ও কে,ব্যবসাদার ২০ টাকায় চাল কিনে ৫০ টাকায় চাল বিক্রি করলে ও কে,ব্যাঙ্কে হাজার কোটি ঋণ নিয়ে শোধ না দিলেও ও কে"

    সৌমিত্র এমন কথা বলেছেন নাকি ঐ সাক্ষাৎকারে?
  • Du | 24.99.25.41 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৬588329
  • sm কী চান? রাষ্ট্রায়ত্ব শিল্প ? সরকার শিল্প করুক, লোকে সরকারী চাকরি করুক? এইটা কি?
  • - | 109.133.152.163 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২০:২০588330
  • লক্ষ্য করে দেখেছেন, এই চুরিটুরি নিয়ে মামলা শুরু হবার পর রেপটেপ বা জঙ্গী অনুপ্রবেশ নিয়ে কোনও সমস্যাই আর নেই আবাপের বঙ্গে। হঠাৎ পুলিশ, অভিযোগ নেওয়া-না-নেওয়া ইত্যাদি সব ঠিকঠাক হয়ে গেল!
    বস্তুত, হীরক রাজা বা রাণী যাই বলুন, সেটি বুদ্ধ-মমতা না, একমাত্র আবাপই এপদের যোগ্য দাবীদার।
  • dd | 132.172.129.124 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২০:৩০588331
  • হ্যাঁ। সারা পচ্চিম বংগে একটাই কাগোজ,আবাপ।

    এ ছাড়া বাংলা,হিন্দি,উর্দু, আংরেজী কোনো কাগোজ নেই। আর কোনো টিভি চ্যানেল ও নেই। প্লাস কোনো নেশোনাল চ্যানেল/কাগোজ ও পচ্চিম বংগে ঢোকে না। এটা আবাপের দেশ।

    গতো এক/দু/তিন মাসে পচ্চিম বংগে (নট ইন কোলকাতা)কতোগুলি রেপ ঘটেছে ? কেউ এই ম্যাকেবের তথ্য রাখেন?
  • - | 109.133.152.163 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:১০588332
  • নাঃ, ক্ষেউ রাখে না। মানতে ইচ্ছে না করলেও এটাই বাস্তব, পবর লোক ঐ হাগজটিই সবচেয়ে বেশী ব্যবহার করেন
  • sm | 233.223.159.253 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:১৮588334
  • পিটি, সৌমিত্র র ইন্টারভ্যু পরে আমার মনে হলো, তিনি দুখ্হিত যে আগে শিক্ষক , ডাক্তার, মুটে মজুররা সৎ ছিল,কারন তাদের আত্মসন্মান বোধ ছিল প্রবল। আমার মনে হয়েছে আজকের সমাজে, আইন বাঁচিয়ে টু পাইস কামালেও, সমাজে সম্মানহানি হয়না, কিন্তু বেশি সুযোগ সুবিধে পাওয়া যায়। সেই জন্যই এই উদাহরণ দিলাম।
    এই আত্মসন্মান,কালক্রমে আত্মবিলাসিতা হয়ে দাড়ায়।
  • Du | 24.99.25.41 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:২৩588335
  • কেন আজও তো গোঘাটে সিপিএমের অফিসে হামলা, ক্লাবগুলিকে ঢালাও অনুদান, জাল নোটের চক্র সবই চলছে।
  • sm | 233.223.159.253 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:২৮588336
  • sm কী চান? রাষ্ট্রায়ত্ব শিল্প ? সরকার শিল্প করুক, লোকে সরকারী চাকরি করুক? এইটা কি?
    ---
    du , আমি সরকারী বা বেসরকারী দু ধরনের পুঁজিতেই শিল্প চাই।কিন্তু শিল্পের নাম গরীব মানুষের জমি কেড়ে নেওয়া,সরকারী অনুদান, ট্যাক্স ছাড়,বিপুল অনাদায়ী ঋণ এগুলো না পসন্দ।
    আপনি কি মনে করেন এগুলো ছাড়া শিল্প হওয়া সম্ভব নয়?
    উদাহরণ দিলে স্পষ্ট হবে,কোনো রকম সরকারী (ব্রিটিশ সরকার)
    অনুদান ছাড়াই, টাটা গোষ্ঠী কোরাস স্টিল ইন্দাস্ত্রী চালাচ্ছে।সেখানে রেদানদেন্ট কর্মীরা তাদের পাওনা গন্ডা, কড়ায় গন্ডায় বুঝে নিয়েছে। আপনি কি মনে করেন, আদানি রা অস্ট্রেলিয়া সরকারের কাছে ঋণ দিলে সেটা অনাদায়ী রেখে পার পাবে?
  • Du | 24.99.25.41 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:৪১588337
  • sm শুধু শিওর হলাম কী চান সেটা নিয়ে। সরকারী শিল্প বন্ধ হবার সময় সেটা নিয়ে আপত্তি ছিল নিশ্চয়?
  • SC | 78.96.24.42 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:০১588338
  • সৌমিত্র যেটা বলেননি, সেটা বলে দি। বাঙালির একটা ঢাল যদি রবীদ্রনাথ হয়, আরেকটা ঢাল হচ্ছে বামপন্থা।
    একটা ভীষণ মধ্যবিত্ত কেরানি জীবনও বেশ রংচঙে মনেহয় নিজেকে বিপ্লবী ভাবলে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন