এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৯০৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২১588406
  • "চতুষ্পদের মুখে হাসি ফোটাবে"
    কারা যেন তিনবার হাসে। একবার না শুনে, আর একবার না বুঝে আর সেশবার ...
    তো, এই চতুষ্পদেরা কোনবারের বার হাসবে, পিটিবাবু?
  • dd | 132.171.90.118 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২২588407
  • সুজাত ভদ্র ইস্তক বাকী মানব বাবুরা? উনারা বাম জোটে।

    ঘর ওয়াপস করবেন সুবোধ সরকার,অরিন্দম শীল। "(আদি) কমিনিজমের মাসী পিসীরা" বলে প্রবন্ধো ও লিখবেন।

    ও হো, বাত্যর কথা লিখতে ভুলে গেছিলাম। ঈস। উনিও তৃণমুল (শিক্ষিত) তে গিয়ে বিজেপির সাথে।

    এখন এই প্রস্তব গুচর পাতায় সম্মতি পেলেই আমরা খসড়া টসড়া লিখতে শুরু করে দিতে পারি।
  • Ishan | 183.17.193.253 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২৪588408
  • আমি সিপিয়েম ভুল করেছিলও বলিনি তো। রাজনাথের সঙ্গে দেখা করে মমতাও কিছু ভুল করেছেন বলিনি।

    কিন্তু মমতা রাজনাথের সঙ্গে দেখা করে মহাভুল করলে জ্যোতিবাবু বিজেপির হাত ধরে কেন মহাভুল করেননি, ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে, এইটাই জানতে চাওয়া। তা, পিটি এই প্রশ্নের উত্তর যে দেবেন না, জাম্প করে নামতা পড়ে ফেলবেন, সে আর আশ্চর্য কি। :-)
  • jhiki | 121.95.121.24 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২৫588409
  • ওটা বোধহয় তথাগতর জায়গায় সৌগত হবে!

    অমিতবাবুর নাম দেখলাম না।
  • jhiki | 121.95.121.24 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:২৮588410
  • তবে ডিডিদার জোড়া জিলিপি দল যে বিজেপিতে ভিড়বে সেটা আমারও মনে হচ্ছে!!
  • dd | 132.171.90.118 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:৩২588412
  • ও হ্যাঁ। অমিত বাবু তৃণ (শিক্ষিত)এর দলে। বিজেপির সাথে। খেটে খাওয়া মানুষের জন্য "সিংগুরেই টাটা কী মন্দির বনায়েগা "কমিটির চ্যারম্যান।

    কবীর সুমন "তোমার গড় আমার গড় খাগড়া কোন্নোগড়" বলে গান লিখবেন ও বাম জোটে যোগ দিবেন। "মোদীকে আটকানোর জন্য সব কত্তে পারি " বলবেন। কেউ টেরও পাবেন না।

    কিন্তু আমার সন্দেহো হচ্ছে ঝিকি ছাড়া কেউই আমাকে সিরিয়সলি নিচ্ছে না। এটা বড়ই দুঃখের কথা।
  • jhiki | 121.95.121.24 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৫588413
  • আরে আপনিও 'কিস অফ লাভ' -এর উদ্যোক্তাদের মত অধৈর্য্য হয়ে পড়ছেন যে!!
    নতুন তত্ত্ব আত্মস্থ করতে একটু সময় তো লাগবেই ;)
  • কল্লোল | 125.240.6.144 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮588414
  • সিএম। পিএমের থে ধনে পাতা চেয়ে নিন।
    ৩৪ বছরের শিক্ষা ক্ষেত্রে বামেদের অবদান নিয়ে মন্তব্যটি করেছেন বামেদের প্রিয় সৌমিত্রবাবু। পবর বামেদের নিয়ে ওনার মনে হয়েছে - "তারা অত্যন্ত যান্ত্রিক ভাবে কমিউনিস্ট হয়েছে।"
    ঐ যে খরচের কথাটা তুলে সৌমিত্রবাবুর মনে হওয়াকেই মান্যতা দিলেন। চালিয়ে যান।

    আপনিই তো অন্য একটা সুতোয় (কিস অফ লাভ) - বিনা সম্মতিতে চুমুর কথা লিখলেন না?
  • cm | 122.79.39.173 | ২২ ডিসেম্বর ২০১৪ ১১:৩৬588415
  • তা খরচের হিসাব মিলছেনা বুঝি! এদিকে ক্লাবে ক্লাবে টাকা বিতরণ প্রসঙ্গে কোনো বাইট। বাম আমলে পাট্টি অফিসের জন্য এরকম সরকারি বিলি ঠিক কোব স্কেলে হয়েছিল মনে আছে? আমার ঠিক খেয়াল পড়ছেনা।

    অন্য টইএর উত্তর হেথায় চান। বেশ তাও হবে। আবার আবার পড়ুন বুঝবেন উহা একটি কন্ডিশনাল বক্তব্য। মডেল ভায়োলেশন এক অতি গুরুত্বপূর্ণ ধারণা। পরিবর্তনের পরে সবাই তার গুরুত্ব বুঝবেন ভেবেছিলুম।

    এখানে রাস্তায় বেরোলেই মিষ্টির দোকান। সংযম রাখা দায়। আর মেজাজ ভাল মিষ্টি খেলে মেজাজ একদম আশাবরীতোড়ি
  • cm | 122.79.39.173 | ২২ ডিসেম্বর ২০১৪ ১১:৫২588416
  • একটি মেজাজ বেশি হয়েছে। এই শব্দটি আমি আসলে মর্জি অর্থে ব্যবহার করি।
  • cm | 122.79.39.173 | ২২ ডিসেম্বর ২০১৪ ১১:৫৩588417
  • আবার ভুল অনেক সময় মর্জি অর্থেও ব্যবহার করি।
  • Reshmi | 129.226.173.2 | ২২ ডিসেম্বর ২০১৪ ১১:৫৭588418
  • আচ্ছা, এই যে তামিলনাড়ুতেও এইবার ভোটে বিজেপি ঢুকে পড়ল, এও কি কারো মালপো (থুড়ি পোঙ্গাল) খাওয়ানোর ফল?
  • jhiki | 121.95.121.24 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:১৫588419
  • না, থালাইভার সাথে মোদির লুঙ্গিডান্সের ফল ঃ)
  • PT | 213.110.246.230 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৬588420
  • আজকে বামেরা প্রধানমন্ত্রীর (হ্যাঁ, প্রধানমন্ত্রী) সঙ্গে সাক্ষাৎ করছে। ক্যামেরা নিয়ে হাজির হয়ে যান আর, ছবি তুলে রাখুন। আর ভবিষ্যতে বিজেপি পব-তে ক্ষমতায় এলে ঐ ছবি দেখিয়ে ইতিহাস লিখবেন।

    "রাজনাথের সঙ্গে দেখা করে মমতাও কিছু ভুল করেছেন বলিনি।"

    তা বলবেন কি করে এখন? এতো ফান্দে পড়িয়া বগা কান্দের কেস। এরপরে বলবেন মাওদের সঙ্গে হাত মিলিয়েও মমতা কোন ভুল করেনি। তার-ও পরে বলবেন সুদীপ্ত সেনের সঙ্গে মিটিন করেও মমতা কিছু ভুল করেনি।
    আসলে কেসতো ধনেপাতা- প্রিয় নেত্রীকে যেনতেন ডিফেন্ড করতে হবে।
  • PT | 213.110.246.230 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:১০588423
  • তো?
  • kc | 198.71.224.36 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:১৮588424
  • তিণোমূলের জমাখরচ তো সারদার অ্যাকাউন্টে।
    ৪।৭ কোটির মধ্যে আবার একটা ছবিতেই এক কোটি ছিয়াশি লাখ ঃ-ড
  • accountant | 176.137.242.58 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:২০588425
  • ১৯৯০-২০১১ সময়কালে দীর্ঘ ২০+ বছর ধরে সিপিএম-এর পঞ্চায়েত প্রধান, স্কুল পরিচালন সমিতি, অটো ইউনিয়ন, ব্যবসায়ী সমিতি, বিডিও, এ জি বেঙ্গল কর্মী, কাউন্সিলর, পার্টি ক্যাডারকুল, জমির দালাল, ফড়ে - নেতারা ২৫০০০+ কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। বুদ্ধবাবু, বিমানবা, সূর্যবাবুরা নন - জাস্ট পাড়ার, গ্রামের, মফস্বলের সিপিএম ফড়ে নেতারা ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছে। একটা সাইকেল রিক্সার পারমিট পাওয়া যেত না এদের পয়সা না খাইয়ে। এখন শুরু হয়েছে তৃণমূলের পালা।
  • s | 117.131.42.250 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:২২588426
  • "রাজনাথের সঙ্গে দেখা করে মমতাও কিছু ভুল করেছেন বলিনি।"

    তা বলবেন কি করে এখন? এতো ফান্দে পড়িয়া বগা কান্দের কেস। এরপরে বলবেন মাওদের সঙ্গে হাত মিলিয়েও মমতা কোন ভুল করেনি। তার-ও পরে বলবেন সুদীপ্ত সেনের সঙ্গে মিটিন করেও মমতা কিছু ভুল করেনি।
    আসলে কেসতো ধনেপাতা- প্রিয় নেত্রীকে যেনতেন ডিফেন্ড করতে হবে।

    মমতা দেখা করলে 'বগা কান্দে' আর জোবাবু / বুবাবু / মাবাবু দেখা করলে রাজ্যের উন্নয়নের স্বার্থে/ ফেডের‌্যাল স্ট্রাকচারের স্বার্থে/ বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে। ঃ))
    আবার মাওদের সংগে সিপিয়ুমের কেশপুর গড়বেতায় দহরম মহরমের কথা মনে করিয়ে দিলে, ও নিয়ে উচ্চবাচ্য করবেন না।
    সুদীপ্ত সেনের সৃষ্টি কার আমলে হয়েছিল তা বললে কোন উত্তর নেই।

    পিটিদা আপনি মহানঃ-)
  • cm | 122.79.39.200 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:২৪588427
  • ২৫০০০ কোটির মতন পুণ্য সংখ্যায় কিরূপে উপনীত হলেন জানতে পারি কি?
  • accountant | 176.137.242.58 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩০588428
  • একটু কম হল নাকি? হতে পারে। নিন্দুকেরা বলেন ৪০০০০ কোটি।
    ১৫ বছর যাক, ২০২৬ নাগাদ তৃণমূলের হিসেব দেবো, যদি তদ্দিন টেকে। নইলে তার আগেই। তদ্দিন আপনারা কে বেশি চোর তাই নিয়ে ঝগড়া চালিয়ে যান।
  • কল্লোল | 125.242.178.132 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩২588429
  • সিএম।
    ৩৪ বছরের শিক্ষা ক্ষেত্রে বামেদের অবদান নিয়ে মন্তব্যটি করেছেন বামেদের প্রিয় সৌমিত্রবাবু। পবর বামেদের নিয়ে ওনার মনে হয়েছে - "তারা অত্যন্ত যান্ত্রিক ভাবে কমিউনিস্ট হয়েছে।"

    এর সাথে তিনোদের টাকা মারার কি সম্পোক্কো?

    আর মডেল ভায়োলেশন? আচ্ছা, সময়মতো ভায়োলেট করা যাবে।
  • PT | 213.110.246.230 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৬588430
  • অ! মমতা "রাজ্যের উন্নয়নের স্বার্থে/ ফেডের‌্যাল স্ট্রাকচারের স্বার্থে/ বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে", রাজনাথ, মাও ও সুদীপ্ত সেনের সঙ্গে মিটিন করেছিলেন?
    (তবে মমতাকে "বগা" বলিনি। কাদের বলেছি একটু ভেবে দেখবেন।)

    "আবার মাওদের সংগে সিপিয়ুমের কেশপুর গড়বেতায় দহরম মহরমের কথা মনে করিয়ে দিলে, ও নিয়ে উচ্চবাচ্য করবেন না।"
    উচ্চবাচ্য করার কিছু নেই। উটি পাতি মুর্খামির রাজনীতি-যার কোনই প্রয়োজন ছিলনা।
    কিন্তু ঘোর সিপিএমের সমর্থকেরাও কেশপুরের ঘটনার প্রেক্ষিতে "পরিবর্তন" জাতীয় ঢপের আহ্বান দেয়নি। আর কোন নেতা বা বুজি কেশপুরের ঘটনাকে বিশ্বের গণ আন্দোলনের সঙ্গে তুলনা করে তেভাগা, কাকদ্বীপ, মাতঙ্গিনী হাজরা বা স্পার্টাকুসকে টেনে নীচে নামায়নি।

    তাই বলছি কি, আমি মহান হলে আপনি ক্ষণজন্মা!!
  • হৃদয় | 233.29.204.178 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১588431
  • কী অচলা বৈজ্ঞানিক ভক্তি !

    এদিকে দেখো, টেনে নামিয়ে দিচ্ছে কাফেরগুলো । মামা, মামা, শাপ দাও ।
  • কল্লোল | 125.242.178.132 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১588432
  • পিটি উবাচ -
    উচ্চবাচ্য করার কিছু নেই। উটি পাতি মুর্খামির রাজনীতি-যার কোনই প্রয়োজন ছিলনা।
    কিন্তু ঘোর সিপিএমের সমর্থকেরাও কেশপুরের ঘটনার প্রেক্ষিতে "পরিবর্তন" জাতীয় ঢপের আহ্বান দেয়নি। "

    ঠিক বুঝলাম না। সিপিএম সমর্থকেরা কেশপুরে মাওদের সাথে হাত মিলিয়ে সিপিএমএর তৃণমূল খতম কারার কারনে "পরিবর্তনের ডাক" দেবে কেন?
  • Reshmi | 129.226.173.2 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৭:১২588434
  • ঝিকি, তাহলে দেখা যাচ্ছে একমাত্র পব তেই মালপোয়া ম্যাজিক মোদী ম্যাজিককে হারিয়ে দিয়েছে ঃ)
  • সিকি | 131.241.127.1 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৭:১৫588435
  • আমার একটা পুরনো ছড়া মনে পড়ে গেল। ছড়াটার শুরুর দুটো লাইন ছিল এই রকমঃ

    আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী,
    তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাবো মিছরি।

    :)
  • sm | 233.223.155.129 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৮:১৪588436
  • আচ্ছা এই যে ১২৬ কোটির সরকারী(থুড়ি সি পু এম পার্টির সরকারী) হিসেব দিলেন। একি খালি কৌটো ঝাঁকিয়ে তোলা হলো? কমরেড রা কি বলেন? cm তো আবার কি সব লেভি টেভির উদাহরণ দেবেন।

    আর পিটি বাবু, যদি একটু অযান্ত্রিক বামপন্থী টা কি বুঝিয়ে দেন, বড় ভালো হয়। আপুনি তো আবার সৌমিত্র বাবুর ইন্টারভ্যু টা ভালো করে পড়েছেন।
  • pi | 24.139.221.129 | ২২ ডিসেম্বর ২০১৪ ১৮:২৫588437
  • ঝালদা আর লালপুর কলেজে এবিভিপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল।
  • PT | 213.110.246.23 | ২২ ডিসেম্বর ২০১৪ ২০:৪৪588438
  • অধীর চৌধুরী থেকে তিনোরা অনেকেই সিপিএমের টাকা নিয়ে হল্লা মাচানোর চেষ্টা করেছে। বিশেষ লাভ হয়নি। তিনো-বিজেপির রাজত্বে ট্যাক্সো অফিসকে জানিয়েও কোন লাভ হবেনা।

    তার চাইতে ঝালদা আর লালপুর কলেজে এবিভিপি কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেল তাই নিয়ে সময় ব্যয় করুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন