এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৮৭০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ২৩ ডিসেম্বর ২০১৪ ১৮:৫২588473
  • কল্লোলদা
    অন্য সকলেই খানিকটা বুঝেছে মনে হল। তুমি বুঝছ না নয়, বুঝতে চাইছ না। তাই তোমাকে বলি যে আমার জানা মতে পব-তে যত রাজনৈতিক খুনোখুনি যত হয়েছে কেশপুর সেই তুলনায় উল্লেখযোগ্য তেমন কিছু নয় (= পাতি)। ওটাকে তোমার নেত্রী জোর করে চুইংগামের মত টেনে লম্বা করতে চায়-আর তোমরা তাতে মদত দিচ্ছ-আগেও আর এখনো।
    ঐজন্যে জানতে চেয়েছিলাম যে কলকাতায় পুলিশের গুলীতে নিহত ১১ (না কি ১৩?) সম্পর্কে তুমি সেই সময়ে (আর এই সময়ে) কি অবস্থান নিয়েছিলে? তাই দিয়ে কেশপুর খানিকটা মাপতে পারতাম।
  • ranjan roy | 24.99.237.37 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২১:৪৬588474
  • এস সি এবং আধুলি,
    এমনকি মোদিকে ঠিকঠাক মোকাবিলা করতে গেলেও তার স্ট্রং পয়েন্টগুলোকে চিনতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে। নইলে কোন এফেক্টিভ রণনীতি তৈরি হবে না। হবে শুধু রেটোরিক আর জনগণকে ছাগল বলে ঘরে গিয়ে পটোলের ঝোল খেয়ে শুয়ে পরা।
  • cm | 122.79.38.21 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২২:০০588475
  • মোকাবিলার জন্য কোন বিকল্প তুলে ধরা হবে? বিপ্লব!
  • ranjan roy | 24.99.237.37 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২২:৩২588476
  • অর্ধসত্য!
    সিঙ্গুরে কল্লোল নামক "চোরের মা তথা অনৃতভাষণের শিরোমণি" শুধু মমতা নয়, মাও, বিজেপি এবং মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গলা মিলাইয়া লড়াই করিয়াছে।
    বস্তুতঃ যখনই যে কেউ সিপিএমের নীতির বিরোধিতা করে, তাহারাই, ipso facto, তখনই মমতা(সারদা), মাও, বিজেপি এবং মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে গলা মেলায়। স্মরণ রহে---ইহা axiomatic এবং ইহাই বিজ্ঞান।
  • PT | 213.110.246.22 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২৩:০৬588477
  • যাই বলেন না কেন, UPA-2-র কং আমেরিকাকে খুশী করার জন্য, তিনোকে কাঁধে চড়িয়ে বামেদের সায়েস্তা করতে গিয়ে শুধু বামেদের নয়, নিজেদেরও সব্বোনাশ ডেকে এনেছে। কং-এর একের পর এক পরাজয় এক মধুর প্রতিশোধ!!
    আপাততঃ পটলের ঝোল খেয়ে তাই নিয়ে ক্ষণিক মৌতাত করি-তার পরে বিজেপির বিরুদ্ধে "এফেক্টিভ রণনীতি" তৈরি করা যাবে!!
  • sm | 53.251.88.134 | ২৩ ডিসেম্বর ২০১৪ ২৩:১৪588479
  • এফেক্টিভ রণনীতি তৈরী করতে আজ মোদীর সঙ্গে দেখা করে এলেন, বিমান , সূর্য, ইয়েচুরি মহাশয় রা!
  • cb | 120.32.12.215 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৫:০০588480
  • তো?
  • ranjan roy | 24.99.90.49 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৬:৩২588481
  • আর পুরুলিয়ায় মারোয়াড়িরা হটাৎ ২০১৪তে দল বেঁধে মারোয়াড় থেকে চলে এল নাকি? তাহলে এতদিন কয়েক দশক জুড়ে মারোয়াড়ির বিজেপিপ্রভাব ( প্রাদেশিক বা পূর্ণদেশিক) সত্ত্বেও গোটা পুরুলিয়ায় কোন কলেজে, বিধানসভায় সিপিএম র একাধিপত্য ছিল কী করে?
    আর কোলকাতায় রামরথ বেরোয় নি? প্রো হরপ্রসাদ মিত্র আশীর্বচন দেন নি? "কল্যাণ সিং কল্যাণ কর" বলে শ্লোগান উঠেছিল এই খবর ও ছবি আবাপ তে বেরোয় নি?

    "মারোয়াড় হতে দূত আসি বলে বৃথা এ সৈন্যসাজ,
    হের এ প্রভূর আদেশপত্র দুর্গেশ দুমরাজ"।
    --- "দিল বহলানে কে লিয়ে গালিব এ খেয়াল আচ্ছা হ্যায়!"

    এমনি সব সহজ সরল কারণ খুঁজে পরাজয়কে ঢাকার চেষ্টার ফলেই আজ এই অবস্থা!

    আর কংগ্রেসের পরাজয়ে মধুর প্রতিশোধ?
    আমার কাকিমার দুটো কথাঃ
    "অবোধের গোবধে আনন্দ"; " ঘুঁটে পোড়ে গোবর হাসে"।
  • কল্লোল | 111.63.203.20 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৬:৫৬588482
  • পিটি। একজন মারা গেলে বা ১১ জন মারা গেলে তফাৎ হয় না। একজনের জীবনও জীবন। তা কেড়ে নেবার অধিকার কারুর নেই।
    ফলে গুরুত্ব কোনটারই কম নয়। কোরপান শাহ একজন। তাই বলে তার মৃত্যু কি "পাতি" হয়ে গেলো?
    তোমার ধনে পাতা কম পড়লে টেক বাজার থে আনিয়ে নাও। কিন্তু কেশপুরের খুনোখুনিকে "পাতি" বলে তোমার সাথে মমতার গলা ও মানসিকতার মিল সেটা কলাপাতা দিয়েও ঢাকা যাচ্ছে না।

    ফুটকির জন্য - আহা, সত্যি কষ্ট লাগে।
  • cm | 122.79.37.42 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৬:৫৭588483
  • সবই তো বুঝলাম, তা মোকাবিলা হবে কিরূপে? ভোট দেব কোথায়, নোটায়?
  • cm | 122.79.37.42 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:০৬588484
  • কল্লোলদা খবরের কাগজে (দিল্লি টাইমস অফ ইন্ডিয়া) বেওয়ারিশ লাশের খবরে চোখ রাখুন। আপনার আমার জীবনের কোন দাম নেই। মরলে কাছের লোকেরা কাঁদবে ব্যস গপ্পো শেষ। আমরা নিজেদের দামী ভাবিনা বলেই অপরকে নানা ভাবে ব্যথা দিই। বলা ভাল এই আমি আমি নই আপনি আপনি নন।
  • SC | 34.3.17.255 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:২৫588485
  • পি টি দা, চিয়ার্স। ক্ষনিক কেন, বহুক্ষণের মৌতাত চলুক, পটলের ঝোল নিয়ে রাত গড়িয়ে ভোর হোক।
    আমার নাম করে সিঙ্গেল মল্টও কিনে নিতে পারেন, বেশ জমবে।
    শুধু দেখবেন, সেই বহুকথিত লেখাটা না আবার সত্যি হয়ে যায়!

    First they came for the Socialists, and I did not speak out
    ----
    Then they came for me—and there was no one left to speak for me.

    ২০১৬ তে কথা হবে। কেশপুরে তখন গেরুয়া বাইক, মমতা রাজ্যে দ্বিতীয় শক্তি। এই পটলের ঝোলের উল্লাস কেমন চলছে, সেদিন জিগ্গেস করব আবার। :D
  • SC | 34.3.17.255 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৩588486
  • মোদীর বিরোধিতা করত গেলে একটা পাল্টা মডেল লাগবে।
    দেখাতে হবে যে উন্নয়ন এর একটা সেক্যুলার মুখও আছে, সকলকে একসাথে নিয়ে চলা একটা সরকার মানেই
    'সিকুলার', অকর্মন্য, ঘুষখোর নয়।
    দেখাতে হবে, শুধু বললে হবে না। মোদী গুজরাট দেখিয়ে ইলেকশন লড়েছে। বাকিরা তার সমালোচনা করেছে, কিন্তু
    উল্টোদিকে কিছুই দেখাতে পারেনি। সেই রাজনীতি কে মানুষ রিজেক্ট করেছে।
    আমার মতে মোদীর বিরুদ্ধে দাঁড়াতে পারে ভারতে এখন দুজন লোক। কেজ্রিবল আর নীতিশ কুমার।
    মোদী ঝড়ের আগে আমার মনে হয়েছিল নীতিশ কুমারের নেতৃত্বে তৃতীয় ফ্রন্ট কিছু করতে পারে। নীতিশ স্বচ্ছ ভাবমূর্তির, দক্ষ প্রসাশক,
    জে পি ঘরানার সমাজতান্ত্রিক রাজনীতি করেন। কিন্তু কোথায় কি! মিডিয়া আর পি আর এ পুরো উড়ে গেলেন।
    ওনাকে সামনে রেখে কিছু প্রচেষ্টা হতে পারে, হচ্ছেও এখন।
    অরবিন্দ দিল্লি শাসন করলে তবু কিছু বলার মত মুখ থাকত, উনি তো ৪৯ বাদে রেসিগ্ন করেছেন। দিল্লির মানুষ ওনাকে সুযোগ দেয় কিনা দেখা যাক। দিলে কয়েক বছর শাসনের পরে কেজ্রিবল হয়ত উঠে আসতে পারেন। কিন্তু এরা কেউই জাতীয় দল চালান না।
    জাতীয় দলের বিরুদ্ধে লড়া এদের পক্ষে খুব চাপের। আর কেজ্রিবল জোট সরকারও চালাতে পারবেন না।
  • কল্লোল | 111.63.203.20 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৫588487
  • সিএম।
    বেওয়ারিশা লাশ দেখেছেন? আমারা প্রাতি সপ্তাহে দেখতাম, কেওড়াতলায় আড্ডা মারতাম তো। প্রতি সপ্তাহে মর্গ থেকে বেওয়ারিশ লাশ পোড়ানো হতো কাঠের শ্মশানে। একটা বিশাল চিতা বানিয়ে দেহগুলিকে প্রায় ছুঁড়ে ফেলা হতো। গাদা করে পোড়ানো হতো, তাই স্থানীয় ভাষায় তাই ঐ মৃতদের বলা হতো "গাদার মড়া"।
    আমরা চেষ্টা করেছিলাম ঐ মানুষগুলোকে যাতে বৈদ্যুতিক চুল্লীতে পোড়ানো হয়। পারিনি, কারন একটা একটা করে পোড়াতে (এক এককটি মৃত মানুষ পুড়তে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা লাগে) বহু সময় লেগে যাবে। তাতে ওআরিশ মৃতদের খুব অসুবিধা হবে। পারিনি ভাই, ঐ মৃতদের জন্য সামান্য সম্মানের সাথে পোড়ানোর ব্যবস্থা করতে।

    তাই বলছিলাম মৃত্যু তো মৃত্যুই। কারুর অধিকার নেই কাউকে মেরে ফেলার। সংখ্যা গুনে কি হবে? মঁসিয়ে ভের্দু দেখুন - জেনে যাবেন মৃতের সংখ্যা নিয়ে রাষ্ট্রের ভাবনা। আদালত-রাষ্ট্র-পুলিশ-সেনাবাহিনীর কাছে মৃত মানুষ সংখ্যা মাত্র। সংখ্যার ওঠা নামায় গুরুত্ব বাড়ে কমে। সেটা অমানুষের মত চিন্তা মানুষের নয়।

    অবশ্য আমরাও মৃতদের সম্মানের বিষয়ে খুব অদ্ভুত। কেউ মারা গেলেই তিনি কেমন "বডি" হয়ে যান। পোড়ানোর পরে আবার তাঁর পরিচয় ফিরে পান। কাকু বা মামা বা পিসি বা মাসী নয় "বডি" কখন শ্মশানে যাবে - সেটাই জিজ্ঞাসা করি। পোড়ানো হয়ে গেলে কাকু বা মামা বা পিসি বা মাসীর কাজ কবে হবে জানতে চাই। মারা যাওয়া আর পোড়ানোর মধ্যের সময়টুকু তারা পরিচয় হারিয়ে "বডি" হয়ে যান।
  • PT | 213.110.243.22 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:১৭588488
  • কল্লোলদা
    তোমার কথা আমার মুখে নাই বা বসালে। আমি কোরপান শাহর মৃত্যু নিয়ে কি ভেবেছি তা তুমি জাননা।
    কিন্তু তুমি আর তোমার বুজি বন্ধুরা ১১ জনের মৃত্যুর পরে কলকাতায় কটা মোমবাতি মিছিল বের করেছিলে?
    নাকি সেসব মৃত্যু কয়েকটা কংগ্রেস করা গায়ে গন্ধ ব্যাটাছেলের ছিল যার সঙ্গে ধর্ষণ ইত্যাদি রগরগে গপ্প জড়ানো যায়নি বলে সবাই মিলে চেপে গিয়েছিলে?
    সেই অবস্থান কি এখনকার "একজন মারা গেলে বা ১১ জন মারা গেলে তফাৎ হয় না" জাতীয় তাত্বিকতা দিয়ে ঢাকা যাবে?
    চারপাশে কি কোন আয়নাই আর অবশিষ্ট নেই?

    "First they came for the Socialists, and I did not speak out"
    ওসব নিজেকে আর অন্য কাউকে শোনান।
    বিশেষতঃ যারা সিঙ্গুরে বিপ্লব করে তিনোদের ক্ষমতায় নিয়ে গিয়েছিল। আর এখনো কেশপুরের গপ্প শোনাচ্ছে.....
  • PT | 213.110.243.22 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:২৪588490
  • "অবোধের গোবধে আনন্দ"; " ঘুঁটে পোড়ে গোবর হাসে"।
    যারা চাণক্য-মমতা-রাজনাথ-মাও এই হাত ধরাধরির মধ্যে কোন সমস্যা দেখতে পায়নি সেইসব অবোধদের জন্য অনেক কাঁচা গোবর পব-র রাস্তা-ঘাটে ছড়ানো রয়েছে। যার যার ভাগের গোবর তুলে নিয়ে তারা যেন মুখে লেপে নেয়।
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:৩০588491
  • পিটিবাবুর জন্যে বিজেপির চাকরি বাঁধা। রাজ্যে রাজ্যে ট্রেনিং কোর্স বাই পিটি - "কী করিয়া গোয়েবেলিয় কায়দায় ইতিহাস বদলাইতে হয়"।
  • SC | 34.3.17.255 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৫588492
  • হ্যান, আপনার এই মৌতাত দেখে আমি তো পুরো জেলাস। সেই আমেরিকার বন্ধু কংরেস, তাকে বাঁশ দিয়ে ক্ষমতায় এসেছে যে বন্ধু মোদী। তাকে সঙ্গে নিয়ে এবারে মমতাকে বাঁশ দিয়ে, তারপরে বামবিরোধী ভোট কেটে ২০১৬ তে সরকার গড়বে বামফ্রন্ট।
    এমনও বসন্ত দিনে কারা বাগরা দেয়! কারা? কারা?
  • pintu | 192.64.64.33 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:১২588493
  • ঘটনা হল মমতা হেবি মাখিয়েছে। আপনারা যাই বলুন এটা ঢাকার উপায় নেই।
  • s | 117.131.42.250 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৮588494
  • এই ম্যাপটা ইন্টেরেস্টিং। সাদা ঝাড়খন্ড গেরুয়া হয়ে যাচ্ছে। উপরে জম্মু কাশ্মীরেরও হবার প্রবল সম্ভাবনা। উঃপ্রঃ য়ে প্রায় দোরগড়ায়। আর পঃবঃ সম্ভাবনায়।
    এরপর মোটামুটি মুঘল সাম্রাজ্যের ম্যাপ হয়ে যাবে।
  • - | 109.133.152.163 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৯588495
  • ওমা! ব্রহ্মচর্যের সাদার পরই তো সন্ন্যাসের গেরুয়া হয়। @৯টা৩৮ AMঃ তাই এতে আর আশ্চর্য কি "সাদা ঝাড়খন্ড গেরুয়া হয়ে যাচ্ছে।" ঃ-)
  • সিকি | 131.241.127.1 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৩588496
  • মাঝখানে গার্হস্থ্য আর বাণপ্রস্থ থাকে তো।
  • lcm | 118.91.116.131 | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৬588497
  • মার্ক ফর্মাল ড্রেসে !
  • jhiki | 121.95.121.45 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১০:১৯588498
  • মার্ক ফর্মাল 'ড্রেস' পরেননি মনে হচ্ছে ঃ)

    আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস নিলে ব্রহ্মচর্যের সাদার পরে পুরোদস্তুর সন্ন্যাসীর গেরুয়া।
  • s | 117.131.42.250 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১০:২০588499
  • পিন্টুঃ ঘটনা হল মমতা হেবি মাখিয়েছে। আপনারা যাই বলুন এটা ঢাকার উপায় নেই।
    ---
    এক্শোবার। ক্ক।
    এবং এই মাখানোর ফলেই ২০১১ তে ২২৬ সীটে জিতে আসা সরকার সাড়ে তিন বছরের মধ্যেই কোনঠাসা। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবিতে সরব বিরোধীরা।
    পার্কস্ট্রীট কান্ড থেকে যে মাখানো শুরু, কামদুনি, পাড়ুই, অনুব্রত, মনিরুল, নোনাডাঙা, তাপস, শিলাদিত্য, অম্বরীশ, অরাবুল, পুলিশ অফিসারের মৃত্যু, অধ্যক্ষ পেটানো, হলদিয়া আর সঙ্গে সারদা আর বর্ধমান; মাখানো চলছেই। আজকের ইলেকট্রনিক মিডিয়ার যুগে সব মাখানো দশগুন হাইলাইট হয়ে জনতার কাছে ঊঠে আসছে। এর মধ্যে বহু মাখানো স্রেফ প্রকাশ্যে বেফাঁস কথা বলে, যা এড়াতে পারলে নেগেটিভ ভাইবটা হয়ত একটু কম হত। সামান্য কিছু পসিটিভ কাজ যা হয়েছে সেটা সামনে আসত। এখন এ সরকার ৫ বছর টিঁকবে কিনা সেটাই চিন্তা হয়ে যাচ্ছে।
    ----
    এবার একটু অন্যরকম ভাবে ভাবুন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও খোঁজ নিলে দেখবেন কিছু না কিছু কখনো না কখনো মাখিয়েছেন। জানা নেই যে সেখানকার লোকাল মিডিয়া কতটা শোরগোল তুলেছে, জনগনের কতটা রাজনৈতিক মেরুকরণ হয়েছে, কতটা নেগেটিভ পাবলিসিটি হয়েছে। ধারে ভারে তা সরকারের অস্তিত্বকেই সংকটে ফেলেছে কিনা। জানি না সেখানে অমিত শাহর মতো জেল খাটা অপরাধী এসে জোর গলায় চেঁচাতে পারে 'ভাগ মমতা ভাগ' আর জনগন হাততালি দেয়, সংবাদমাধ্যম প্রথম পাতায় প্রচার করে। মমতা মাখিয়েছে, হয়ত ২০১৬ তে সরকার পাল্টে যাবে, ম্যাক্সিমাম জেলে যাবে। কিন্তু ভবিষ্যতে বামেরাও এই ভাগ ডাক থেকে ছাড়া পাবে না। ক্লোসেটে কিন্তু সবারই এক বা একাধিক কংকাল আছে।
  • s | 117.131.42.250 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১০:৩৫588501
  • উদাহরণস্বরূপ সেই মাখানো এখনও চলছে। কিন্তু এ খবরটা ভিতরের পাতায় চলে গেছে কেননা আরও বড় মাখানো প্রথম পাতায় চলে এসেছে।
  • Du | 230.225.0.38 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১০:৪৩588502
  • কি চিন্তার বিষয়! সিপিএমের মৃত্যুঘন্টা বাজানো হল, সিপিএম পার্ক স্ট্রীটের মৃতদের মত পুড়ে যাবে, বডি চেনা যাবে না বলা হল - আরো কত কি হিসাবও রাখিনি - তারপর এখন ভাগ ডাকের ভয় পাবে?
  • SC | 34.3.17.255 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১০:৫২588503
  • মমতা মাখাবে সেটাই স্বাভাবিক। রাজনীতি তে এক একজনের একটা স্ট্রেংথ থাকে। মমতা হচ্ছে বিরোধী ভূমিকায় বেশি স্বচ্ছন্দ, অনেক
    বেশি agitation এর রাজনীতির লোক। অ্যাডমিনিস্ট্রেশন মমতার স্ট্রেংথ কোনদিনই ছিল না।
    তবে সারদাটা ঠিক নরমাল মমতা লেভেল এর ছড়ানোও নয়। ওটা একদম মমতার সরকারের গদিকেই নড়িয়ে দিয়েছে।

    সত্যি কথা বলতে কি, ২৪ ঘন্টার মিডিয়ার যুগে রাজনীতি করা বেশ শক্ত। ক্যামেরা বড় নিষ্ঠুর।
    বুদ্ধ মমতা, এরা সব ছড়াচ্ছে, কারণ এরা ২৪ ঘন্টার মিডিয়ার যুগে রাজনীতি করে। জর্জ বুশ কে নিয়ে সকলের কত খিল্লি।
    কেউ একজন লিখেছিল, মনে রাখবেন বুশ কিন্তু ইউটুব জমানার প্রথম মার্কিন রাষ্ট্রপতি। সেই স্ক্রুটিনি টায় আগে কাউকে পড়তে হয়নি।

    তবে মাখানোর থেকেও মমতার বড় ভুল মনেহয় আবাপর সাথে ঝামেলায় যাওয়া।
  • pintu | 192.64.64.33 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১১:০৪588504
  • আবাপর সাথে ঝামেলায় না গেলেই মমতা ঠিক থাকত? মানে মিডিয়া রিলেশন ঠিক থাকলে বুদ্ধও ঠিক থাকত? মানে বুজীরা সারদার টাকা না খেলেই বুদ্ধ ঠিক থাকত?

    য্যাঃ, কি যে বলেন।
  • quark | 24.139.199.12 | ২৪ ডিসেম্বর ২০১৪ ১১:১৮588505
  • মৃতদেহকে বুকের ভেতর থেকে মা/বাবা/মাসি ভাবলে চিতা জ্বালাতে আরো বেশি কষ্টই হ'ত ব'লে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন