এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 83.197.98.233 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২৩:০২588539
  • নাঃ, আবাপ-র কাছে তো কখনো ই সুস্থ সাংবাদিকতার কোন আশা নেই। তাও চোখে লাগে।
  • kc | 198.71.200.56 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২৩:১২588540
  • আবাপতো বরাবরই কেন্দ্র সরকারে যাঁরা থাকেন, তাঁদের ভজনা করে চলে। নির্লজ্জভাবেই করে। নতুন ক্ষী দেখলেন?
  • aranya | 83.197.98.233 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২৩:১৯588541
  • নতুন কিছু নয় তো। তাও খারাপ লাগে, এই আর কি
  • namta | 94.245.29.152 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৬:৪৬588542
  • @PT, একজন Bsc, Msc তে first class first, টেক্সাসে পোস্ট ডক, ইউনিভার্সিটিতে পড়ানোয় experinced candidate। একজন Msc এবং স্লেট। এরপর কিছু বলার থাকেনা।
  • sm | 233.223.155.97 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৩০588543
  • এখানে যারা লেখে তাদের মধ্যে কতজন কলেজ-ইউনিতে অধ্যাপক নিয়োগ-পদ্ধতির সঙ্গে জড়িত থাকে?
    পিটি উবাচ।
  • sm | 233.223.155.97 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৩২588545
  • আ বা প বরাবর ই কেন্দ্রে যারা সরকারে থাকে তাদের বাজনা করে;এক্সেপ্ট ব্র্যান্ড বুদ্ধ।
  • PT | 213.110.247.221 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৯:২৯588546
  • " এরপর কিছু বলার থাকেনা।"
    থাকে-অনেককিছু। এমনকি সুস্থতম বাছাই পদ্ধতিতেও এইরকম প্রার্থী বাদ যেতে পারে। অস্বাভাবিক কিছু নয়।
  • cb | 120.32.12.215 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১০:২৪588547
  • " মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, তামিলনাড়ুর সঙ্গে পাল্লা দিতে বাংলার সফল ক্রীড়াবিদদের জন্যও রাজ্য সরকারের বিরাট আর্থিক পুরস্কারের ঘোষণা। জাতীয় গেমসে সোনা জিতলে এ বার থেকে বাংলার ক্রীড়াবিদরা পাবেন পাঁচ লাখ টাকা। রূপো ও ব্রোঞ্জ জিতলে দেওয়া হবে যথাক্রমে তিন ও দু’লাখ টাকা। আগে রাজ্যের গেমস-সোনাজয়ীরা পেতেন মাত্র কুড়ি হাজার টাকা। এই আর্থিক বৈষম্যের সুযোগ কাজে লাগিয়ে অন্য রাজ্যগুলো জাতীয় গেমসে তাদের পদকের সংখ্যা বাড়াতে টাকার প্রলোভন দেখিয়ে বাংলার অ্যাথলিট নিয়ে যেত নিজেদের রাজ্যে। সেটা আটকাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। বিওএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বললেন, “বাংলার ক্রীড়াবিদরা এ বার নিশ্চয়ই নিজের রাজ্য ছেড়ে যাবেন না। পদক জিতলে আমরা অন্য রাজ্যের সমান টাকা দেব।” জাতীয় গেমস শুরু হচ্ছে ৩১ জানুয়ারি।"

    সমর্থন রইল
  • ranjan roy | 24.96.234.44 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০০:১০588548
  • পিটি,
    আপনার মুশকিলটা কোথায় জানেন? যেই দেখলেন প্রাইমা ফেসি কেসটা নেপোটিজমের দিকে, অমনি জেনারেলাইজড সারমন দিলেন।
    --"এমনকি সুস্থতম বাছাই পদ্ধতিতেও এইরকম প্রার্থী বাদ যেতে পারে। অস্বাভাবিক কিছু নয়।"
    একমত নই। প্রিন্সিপল অফ ইকুইটি এন্ড ন্যাচারাল জাস্টিস।
    যদি কোন পদ্ধতিতে একজন এরকম হাইলি কোয়ালিফায়েড (নট মিয়ার কোয়ালিফায়েড) কে ডিঙ্গিয়ে কেউ নির্বাচিত হন তাহলে সেই পাদ্ধতিকে কোনমতেই "সুস্থতম বাছাই পদ্ধতি" বলা যাবে না।
    এক, যদি আপনার জানা থাকে তো উদাহরণ দিন।
    বা, বোঝান একজন মাত্র পাশ করা প্রার্থী একজন হাইলি কোয়ালিফায়েড প্রার্থীকে ডিঙ্গিয়ে কি ভাবে সুস্থতম বাছাই পদ্ধতিতে নির্বাচিত হতে পারে?
    ২) আর ওটা তো ৩৬৫ দিনের খবর !--এ জিনিস চলে না। তাহলে তো আবাপ থেকে আপনি যেমন সুবিধেমত কোট করেন সেটাও ধরা উচিত নয়।
    প্রশ্ন হল , ৩৬৫ দিন হোক কি গণশক্তি, উল্লিখিত খবরটি আদৌ সত্যি কি না? নাহলে তথ্য দিন।
    ৩)আপনিই যদুপুর আন্দোলনে মাও ইত্যাদি বলায় আমি বলেছিলাম আপরার বক্তব্য পুলিশ কমিশনার/পার্থ/শংকু/মমতার সঙ্গে মিলে যাচ্ছে।
    তখন বলেছিলেন সত্যিটাই বিবেচ্য, মমতা কি পার্থ বলেছে সেটা ধর্তব্য নয়।
    একই মাপকাঠি ৩৬৫ দিন কথিত খবরের ব্যাপারে ব্যবহার করুন।
    ৪) আর নামতা তো টাইমস অফ ইন্ডিয়া কোট করেছেন-চন্দ্রদীপার অভিযোগ নিয়ে। এবার কি বলবেন?
  • ranjan roy | 24.96.234.44 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০০:১৩588549
  • cb,
    যদি সত্যি হয়, অর্থাৎ এই রাজ্য সরকার যদি কথা রাখে (আমার সন্দেহ আছে) তবে সত্যি সমর্থন যোগ্য।
  • pintu | 135.19.186.246 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৬:০৯588550
  • চন্দ্রদ্বীপ ঘোষ গুগল স্কলারে পেলাম না। সাইটেশন, ইমপ্যাক্ট এগুল কেউ জানেন?
  • pintu | 135.19.186.246 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৬:১১588551
  • সরি, চন্দ্রদ্বীপা হবে।
  • pintu | 135.19.186.246 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৬:৪০588552
  • উনি মনে হয় বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আছেন। পোস্ট ডক টেক্সাস স্যান আন্তোনিও, অস্টিন বা হিউস্টন না।

    ব্রাত্যর মুখ পুড়বে মনে হয়।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৮588553
  • RR
    আমি না জেনে মুখ খুলিনা। গত ৪/৫ মাসে একটি বিভাগে ২০০-র বেশী প্রার্থীর থেকে বেছে জনা বারো আর আরেকটি বিভাগে প্রায় ৬০০ থেকে জনা ছয়েক প্রার্থী বাছার সঙ্গে সরাসরি জড়িত ছিলাম।
    দারুণ ভাল বায়োডাটা থাকলেও কেন বাদ দেওয়া হয় সেটি বিলক্ষণ জানি।

    কাজেই ৩৬৫ যা লিখেছে সেটি নিতান্তই গার্বেজ। আর যারা ঐ গার্বেজের ওপরে নির্ভর করে তক্ক করে তাদেরও সতর্ক হওয়া উচিৎ। ঐরকম উদাহরণ মন্ত্রীদের সন্তান নয় এমন অনেকের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে।
  • namta | 82.52.91.30 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৯:০৭588554
  • দুর্নীতিকে প্রশ্রয় দেন জেনে খারাপ লাগল।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৯:১৪588556
  • কিছু না জেনে না বুঝে তক্ক করার কি আনন্দ!!
  • ranjan roy | 24.99.101.247 | ২৮ ডিসেম্বর ২০১৪ ০৯:৫২588557
  • পিটি,
    কোন সন্দেহ নেই আপনি অনেক জানেন বোঝেন। যেমন ন্যাকের উদাহরণটা।
    কিন্তু যখন এই পাতাতেই লিখছেন তো অন্যদেরও একটু জানান-বোঝান না!
    যেমন, কি কি সম্ভাব্য কারণে দারুন বায়োডেটা
    সত্ত্বেও ইত্যাদি---!
  • college-recruiting-dispute-acc | 176.216.157.57 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১০:০০588558
  • ১৯৯০-২০১০ এর মধ্যে পশ্চিমবঙ্গে কলেজ শিক্ষক নিয়োগ নিয়ে মোট ৬১৩ টি অভিযোগ দায়ের হয়, এর মধ্যে প্রায় ৬০০ টি ছিল যোগ্য প্রার্থীকে উপেক্ষা করে শাসকদলের সুপারিশে প্রার্থী বাছাই ও নিয়োগ সক্রান্ত।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১০:০৬588559
  • ন্যাকের ব্যাপার আমি কি বুঝেছি আর আপনি কি বোঝেননি সেটা একটু খোলসা করুন।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১০:১৯588560
  • এই নির্দেশিকাগুলো একটি আসল বিজ্ঞাপন থেকে বেছে নেওয়া। এগুলো অনুধাবন করুন আর বুঝুন যে কোন বাছাই পদ্ধতিতে সব চাইতে "ভাল" বায়োডাটার প্রার্থীই যে চাকরী পাবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

    Minimum requirement of experience may be relaxed in respect of outstanding candidates.

    Mere eligibility will not vest any right on any candidate for being called for interview. The decision of the Institute in all matters will be final.

    The Institute reserves the right to call for interview only those candidates shortlisted on the basis of their qualification, experience, research and publication records and departmental requirements, interaction in the department, etc.

    The Institute reserves the right to fill or not to fill any or all the posts advertised.

    Persons employed in Government Organizations / Quasi Government Organizations should submit their application through proper channel.
  • namta | 97.98.206.70 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১০:৩৯588561
  • চোরগুলো এই excuse দিয়েই বেরিয়ে যায়। সিপিএম নেতাদের মেয়েদের প্রথম posting কলকাতায় হয়। অন্য কেউ প্রথম posting কলকাতায় পায়? খুব ভাল হলেও chance পায় না। নেতাদের মেয়েরা পায়। সবাই outstanding, exceptional।
    PT সব জেনেও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:০৫588562
  • এটা আপনার ব্যক্তিগত মতামত।
    সারা ভারতে সকল সরকারি প্রতিষ্ঠানে এই জাতীয় নিয়ম মেনেই বাছই চলে। পব-র সরকারি কলেজ এর ব্যতিক্রম নয়।
    বদলাতে হলে সারা দেশেই নিয়ম বদলাতে হবে।
    এই নিয়মগুলো একটি কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞাপন থেকে উদ্ধৃত।
  • ranjan roy | 24.99.101.247 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১১:২৫588563
  • হায় পিটি! শেষে এই সব কমন রুলগুলো দেখিয়ে ব্রো-বিট করছেন! আমি যে কিছু স্কুলের শিক্ষকের ইন্টারভিউ কমিটিতে ছিলাম,এবং একটি প্রাইভেট কলেজে (অবশ্যই ছত্তিশগড়ে) সেখানেও ওই পাঁচটি নির্দেশিকা দেখানো হয়েছিল।
    ওয়েল!
    চন্দ্রদ্বীপা ঘোষ বনাম রোশেনারা মিশ্র।
    এদের দুজনের ক্ষেত্রেই ১, ২, ৩, ৫ নির্দেশ অবান্তর। কারণ এঁরা দুজনেই প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন। দুজনেই মিনিমাম যোগ্যতা রাখেন। কাজেই এখানে ইন্টারভিউয়ে ডাক পাওয়া না পাওয়া নিয়ে ডিঃ অবান্তর।
    এবং সরকার ওই তিনবছর ধরে খালি পোস্টটি ভরার সিদ্ধান্ত নিয়েছে বলেই ইন্টারভিউ ডেকেছে। কাজেই ৫ নম্বর এখানে অবান্তর।
    এবারে আপনার ৪ নম্বর কোট করছিঃ
    The Institute reserves the right to call for interview only those candidates shortlisted on the basis of their qualification, experience, research and publication records and departmental requirements, interaction in the department, etc.।
    এখানে চন্দ্রদ্বীপা ঘোষ বিএসসি, এমেসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট,
    রোশেনারা মেরিট হোল্ডার নন।
    চন্দ্রদ্বীপার ডক্টরেট ডিগ্রি টেক্সাসের (অব্শ্যই হার্ভার্ড/প্রিন্সটন/এম আইটি নয়)।
    রোশেনারা সদ্য পাশ করেছেন।
    চন্দ্রদ্বীপার পড়ানোর অভিজ্ঞ্তা আছে; রোশেনারার নেই।
    খ্যাল করুন, আপনার ৪ নম্বর নির্দেশিকায় qualification, experience, research and publication কে গুরুত্ব দেবার কথা বলা হয়েছে।
    রোশেনারা শেষ তিনটে প্যারামিটারে শূন্য; চন্দ্রদ্বীপা --দেখাই যাচ্ছে।
    কোয়ালিফিকেশনেও চ্ন্দ্রদ্বীপা অনেক এগিয়ে ইউনিভার্সিটি টপার!
    এবার তাহলে রোশেনারা কোন ব্যতিক্রমী গুণে নির্বাচিত হবেন?
    ১ নম্বর বলছে বটেMinimum requirement of experience may be relaxed in respect of outstanding candidates.।
    প্রশ্নঃ এখানে রোশেনারা কোন হিসেবে outstanding? একমাত্র মন্ত্রীকন্যা হওয়া ছাড়া?
    আপনাকে একটু আইন ও জুরিসপ্রুডেন্স নিয়ে বলি।
    যে অনেক এক্সিকিউটিভ বডি কেই বিভিন্ন রুলস ও অর্ডারের মাধ্যমে ডিস্ক্রিশনারি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু আইন সেই সঙ্গে একটা হুঁশিয়ারি দিয়ে রাখে যে it is expected সেই সব ক্ষমতা প্রয়োগ করা হবে with due dilligense and fairness, never in an arbitrary manner.
    ক্ষমতা আছে বলেই যা খুশি তাই করা যায় না।। করলে তা হবে arbitray and colourful exercise of power।।
    রোশেনারার ঘটনাটিকে অন্য কোন ভাবে ব্যাখ্যা করা যায় তো বলুন! শুনবো।
    কারন আপনি তো আইনের শাসন চান!
  • bujhabhambul | 127.200.157.145 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:১২588564
  • ধন্য গুগল শুধু তার মারফত দু চার লাইন জেনেই সহকারী অধ্যাপক পদপ্রার্থীদের যোগ্যতার তুলনাও করা যায়!

    নাঃ ক্ষ্যামতা আছে মানতে হবে।
  • s | 34.120.138.163 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১২:১৭588565
  • পিটিদার বহুদিনের দাবী পূরণ হতে চলেছে।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৭:৩৬588567
  • RR
    আপনি যে চন্দ্রদ্বীপার পক্ষে দাঁড়াবেন সেটা প্রত্যাশিত। আমি এ প্রসঙ্গে কিছু জানিনা তাই কিছুই বলার নেই। আমার ব্যাখ্যার-ও কিছু দেওয়ার নেই। আপনি বরং চন্দ্রদ্বীপাকে বলুন আইনের সাহায্য নিতে।
    তবে আমি নিশ্চিত যে আপনার মন-মত সাজানো তুলনাটি বাজে কাগজের ঝুড়িতে নিক্ষিপ্ত হবে।

    s
    প্রতিদিনের সংবাদটির পিছনে অযথা সময় নষ্ট করবেন না। সংবাদটি সযত্নে মণীশ গুপ্তর নাম বাদ দিয়ে খবরটি লিখেছে। যদি তেমন কিছু ঘটে তো মণীশ গুপ্তকে নিয়ে আগে টানাটানি হবে। আর সেটা যে এ আমলে রাজ্যের পুলিশ করবেনা সেটা আপনিও জানেন, আমিও জানি।
  • PT | 213.110.247.221 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৬588568
  • একটা প্রশ্নের উত্তর পাচ্ছিনা।
    ২০০৫-এর ঘটনার জন্য ২০১১-র জুলাই মাসে শিক্ষামন্ত্রী তদন্তের আশ্বাস দিয়েছিলেন। তারপরে সাড়ে-তিন বছর কেটে গিয়েছে। তদন্তে কি ত্যামন কিছু পাওয়া গেল না তাই চেপে যাওয়া হয়েছে? কেউ আলোকপাত করবেন?
  • pintu | 135.19.184.130 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:১৯588569
  • চদিঘোর পিএচডি তো কঃবিঃর। টেক্ষাস থেকে পোঃডঃ। সেটাও তেক্ষাসের সেকেন্ড রেট ইউনির। পাবলিকেশন রেকর্ড, ইমপ্যাক্ট ফ্যাক্টর খুঁজে পাচ্ছি না। বিএসসি এমেসসির টপার কিনা তার কি গুরুত্ব? এটা তো উইচ হান্টিং মনে হচ্ছে।
  • Pm | 11.39.61.59 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৯588570
  • রন্জনদা। আমি ঠিক এখমকার প্রোসেস পুরো জানি না। আমার বাবা এককালে প্রসেসের সাথে যুক্ত থ্হাকায় আর আমার বেশ কিছু বন্ধু পঃবঃ এর বাইরের উনিতে প্রফেসর বলে অগেকার প্রসেস কিছুটা জানি-
    ১। পঃবঃ এ সর্কারী কলেজে পিএসসি আর প্রাইভেট এ সিএসসির মাধ্যমে লেক্চারার ্সিলেক্ট হয়। দুরনীতির সুযোগ অনেক কম।

    ২। বিশ্ববিদ্যালয়ে প্রসেসটা অনেক্টা ব্যক্তি নির্ভর্শীল। তাই প্রশ্ন তোলার সুযোগ বেশী। এটা সারা ভারতেই সত্যি। বড় জায়্গার পিএইচডি গাইডরা নানা বিস্ববিদ্যালয়ে সিলেক্সন প্যানেলে থাকে। তারা নিজেদের ক্যন্দিডেট দের জন্য লবি করে। এটা সারা ভারতে প্রচলিত প্র্যকটিস।
    একসময় ছিলো জখন কাল্টিভেসন থেকে পিএইহডি না করলে কোলকাতা যাদবপুরে পাওয়া অসম্ভব ছিলো প্রায় রসায়নে।
    ৩। টেচনিকালি পিএইচডি লেকচারার পদের জন্য অবশ্যিক নয়। কয়েক নম্বর এক্স্ট্রা আড হয় এই মাত্র।
    ৪। বিদেশে পিএইচডি করার জন্য কোনো অতিরিক্ত ক্রেডিট নেই।এমাইটি হলেও নেই।
    ৫। রেকোমেন্ডেসন একটা বড় রোল প্লে করে আমরা না চাইলেও।
    ৬। প্রথম শ্রেনীতে প্রথম এর জন্য কোনো আলাদা ক্রেডিট পয়েন্ট নেই।
    ৭। কিছু নম্বর সাব্জেক্টিভ থ্হাকে। জেটা পুরোপুরি প্যানেল এর হাতে থাকে। এটাই অনেক ক্ষেত্রে ডিসাইডি'ম ফ্যক্টার হয়। এটাকে আপনি ইন্টার্ভিউ পার্ফর্মেন্স বলতে পারেন। নেপোটিস্ম ও বলতে পারেন আপনার অবস্থানের প্রেক্ষিতে। কোর্টে প্রমান করা দুঃসাধ্য। এটা সারা ভারতের প্রেক্ষিতে সত্যি মানে পঃবঃ নিরপেক্ষ।
  • Pm | 11.39.61.59 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৯588571
  • রন্জনদা। আমি ঠিক এখমকার প্রোসেস পুরো জানি না। আমার বাবা এককালে প্রসেসের সাথে যুক্ত থ্হাকায় আর আমার বেশ কিছু বন্ধু পঃবঃ এর বাইরের উনিতে প্রফেসর বলে অগেকার প্রসেস কিছুটা জানি-
    ১। পঃবঃ এ সর্কারী কলেজে পিএসসি আর প্রাইভেট এ সিএসসির মাধ্যমে লেক্চারার ্সিলেক্ট হয়। দুরনীতির সুযোগ অনেক কম।

    ২। বিশ্ববিদ্যালয়ে প্রসেসটা অনেক্টা ব্যক্তি নির্ভর্শীল। তাই প্রশ্ন তোলার সুযোগ বেশী। এটা সারা ভারতেই সত্যি। বড় জায়্গার পিএইচডি গাইডরা নানা বিস্ববিদ্যালয়ে সিলেক্সন প্যানেলে থাকে। তারা নিজেদের ক্যন্দিডেট দের জন্য লবি করে। এটা সারা ভারতে প্রচলিত প্র্যকটিস।
    একসময় ছিলো জখন কাল্টিভেসন থেকে পিএইহডি না করলে কোলকাতা যাদবপুরে পাওয়া অসম্ভব ছিলো প্রায় রসায়নে।
    ৩। টেচনিকালি পিএইচডি লেকচারার পদের জন্য অবশ্যিক নয়। কয়েক নম্বর এক্স্ট্রা আড হয় এই মাত্র।
    ৪। বিদেশে পিএইচডি করার জন্য কোনো অতিরিক্ত ক্রেডিট নেই।এমাইটি হলেও নেই।
    ৫। রেকোমেন্ডেসন একটা বড় রোল প্লে করে আমরা না চাইলেও।
    ৬। প্রথম শ্রেনীতে প্রথম এর জন্য কোনো আলাদা ক্রেডিট পয়েন্ট নেই।
    ৭। কিছু নম্বর সাব্জেক্টিভ থ্হাকে। জেটা পুরোপুরি প্যানেল এর হাতে থাকে। এটাই অনেক ক্ষেত্রে ডিসাইডি'ম ফ্যক্টার হয়। এটাকে আপনি ইন্টার্ভিউ পার্ফর্মেন্স বলতে পারেন। নেপোটিস্ম ও বলতে পারেন আপনার অবস্থানের প্রেক্ষিতে। কোর্টে প্রমান করা দুঃসাধ্য। এটা সারা ভারতের প্রেক্ষিতে সত্যি মানে পঃবঃ নিরপেক্ষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন