এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৮৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.22 | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫৯588506
  • এতদিন জানতাম যে বাম আমলে শুধু মিছিলে যাওয়া নিম্ন/মধ্যমেধার লোকেদের চাকরী দেওয়া হয়েছিল JU-তে। আর সুকান্ত চৌধুরী জানাচ্ছেন "এই জুলাই মাসের ‘ন্যাক’ রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের অভূতপূর্ব উচ্চ মূল্যায়ন হয়েছে ২০০৮ থেকে ২০১০-এর কাজের ভিত্তিতে"।

    তিনি আরো জানাচ্ছেন, "বাম আমলের দলতন্ত্রের কথা নতুন করে বলার দরকার নেই। কিন্তু যে কারণেই হোক, যাদবপুরে তার প্রকোপ ছিল কম। অনেক অধ্যাপক অন্যত্র অতিষ্ঠ বা উৎপীড়িত হয়ে সেখানে এসে মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে কাজ করতে পেরেছেন, চিন্তা করতে পেরেছেন। বিপরীতটাও অবশ্যই ঘটেছে, কিন্তু তুলনায় কম। নইলে ওই সময়ে যাদবপুর এত উৎকর্ষ লাভ করতে পারত না।"

    "ঐ সময়ে" মানে বাম আমলে? তোবা! তোবা!!

    dd: এটা আবাপ-র খবর নয় আবাপতে ছাপানো অন্য একজনের লেখা!!

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2-%E0%A6%95-%E0%A6%B7%E0%A6%A4-%E0%A6%9F-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%E0%A6%93-%E0%A6%AC-%E0%A6%9D-%E0%A6%AF-%E0%A6%9A-%E0%A6%9B-%E0%A6%A8-1.98647
  • dd | 132.172.47.23 | ২৫ ডিসেম্বর ২০১৪ ১৯:০১588507
  • আবাপের শ্রেণী চরিত্রো সবাই জানে। প্যাথোলজিক্যালি বাম বিরোধী।

    আর সুকান্তো চৌধুরী তো বিজেপি জয়েন কল্লেন বলে। আর "ন্যাক"টা আবার ক্ষী? নিশ্চয়ই সিয়ার কাছ থেকে টাকা খাওয়া কোনো ফ্রন্ট।

    সারা ভারোতে একটি ই বাম দুর্গো রয়েছে তা এই মা মাটী ফানুষের সরকার। সবাই মিলে সেটাকে বানচাল কত্তে চান ? কিন্তু জেনে রাখুন পা মাটী মানুষ কিন্তু জিতবেই।

    মা কাঠি মানুষ জিন্দাবাদ।
  • potke | 190.215.49.38 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২২:১৮588508
  • পিটিদা, "ন্যাক" কি জিনিষ আর কিভাবে মূল্যায়ন করে জানেন নিশ্চয়!

    ডিঃ এতে করে আমি JU সম্পর্কে কিছু বলছিনা, কম্প সায়েন্স ডিপ সম্পর্কে শ্রদ্ধাশীল।
  • কল্লোল | 125.242.190.108 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২৩:০৯588509
  • পিটি। "কিন্তু যে কারণেই হোক, যাদবপুরে তার প্রকোপ ছিল কম। অনেক অধ্যাপক অন্যত্র অতিষ্ঠ বা উৎপীড়িত হয়ে সেখানে এসে মুক্ত পরিবেশে স্বাধীন ভাবে কাজ করতে পেরেছেন, চিন্তা করতে পেরেছেন।"

    "অনেক অধ্যাপক অন্যত্র অতিষ্ঠ বা উৎপীড়িত হয়ে" নজরটানসহ। হ্যাঁ, ঐ আমলেই, (বাম আমলেই) যাদবপুর মরুদ্যান গোছের ছিলো।
    মন্তব্য করার দরকার আছে কি?
    তোবা তোবা...............
  • PT | 213.110.243.21 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২৩:২২588510
  • আমি তো পুরোটাই কোট করেছি। নতুন আর কি বললে?
    কোথাও বামেদের গাল দেওয়া নিবন্ধ বেরোলে চোখ-মুখ না ধুয়েই সক্কাল-সক্কাল লিং দিয়ে দাও। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই নিবন্ধটা নিয়ে এই ফোরামে মৌন ছিলে।
    তোবা! তোবা!!
  • PT | 213.110.243.21 | ২৫ ডিসেম্বর ২০১৪ ২৩:২৩588512
  • "পিটিদা, "ন্যাক" কি জিনিষ আর কিভাবে মূল্যায়ন করে জানেন নিশ্চয়!"
    ন্যাক একই মাপকাঠিতে সবাইকে মাপে। JU-কে বিশেষ কিছু ছাড় দেয় না।
  • SC | 34.3.17.255 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫588513


  • বীরভূমে বিজেপি নেতা! সে এই সব পোশাক পড়ে বক্তৃতা করছে!
    আবার বলছে হাত কেটে নেব!
    জ্জিও পাগলা! রাজনীতি বড় বিচিত্র।
  • সাবধানী চোর | 91.89.96.89 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০১:৫৪588514


  • সাবধানী চোর।
  • - | 109.133.152.163 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০২:২৩588515
  • এর পরও যারা এদের ডিফেন্ড করে তাদের কি বলা উচিত?
    ছিছি
  • - | 109.133.152.163 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৩588517
  • কথা হচ্ছে এনার কি ডক্টরেট ডিগ্রী আছে? (যেটা ঐ কাগজে লিখেছে)
    পিএইচডি না থাকলেও কি যে পদে আছেন সেটা থাকা খুব স্বাভাবিক? মানে, মধ্যমানের রিসার্চ পাবলিকেশন নিয়ে যে কেউই থাকতে পারে কি?
    যদি না হয়, তবে আর্টসের প্রথম-পদাধিকারী জেনেরাল সেক্রেটারীর মত ছেলেমেয়েরা একটু সায়েন্সের খোঁজ খবর রাখলেও পারে ঃ-)
  • - | 109.133.152.163 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৫588518
  • ও, বাকীদের বলতে, সেলিব্রেটির খবর মাঝে মাঝেই আবাপ ছবি সহ পেজ থ্রি-তে পাই। কষ্ট করে খুঁজতে হবে না।
  • - | 109.133.152.163 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৭588519
  • সব থেকে বড় কথা এই সব নিয়ে কলকাকলি হয় না, না? খুবই সামান্য ইস্যু কি না!
  • T | 24.139.128.15 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৫২588520
  • অ্যাসিসটেন্ট প্রফেসরের জন্য যোগ্যতামান পি এইচ ডি নয় তো। রিসার্চ পেপার মধ্যমানের কি না সে বলতে পারব না। পি এইচ ডি করছেন সে তো কাগজেই লিখেছে।
  • T | 24.139.128.15 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৫৮588521
  • রাহুলবাবু বলেছেন, "পড়াশোনা করে না, এমন কিছু বিপথগামী পড়ুয়া এ-সব করছে। কিছু শিক্ষকও যুক্ত। এমন আন্দোলন বরদাস্ত করি না"
    হে হে হে...এ লোকটা মাইরি খোরাক। পড়াশোনা করে না এদিকে প্রথম।
  • T | 24.139.128.15 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৪:০৪588523
  • কলকাকলি নিয়ে অ্যাত আক্ষেপ কেন স্যার...বিজেপি রয়েচে, দুদুবাবু আচেন, রাহুলবাবু বর্তমান্, গলা ফাটিয়ে চলছে তো সব। পোষাচ্চে না? এবিভিপি কে বলুন না কলকল নাকের জল চোখের জল মার্কা কিছু একটা নামাতে।
  • ranjan roy | 24.99.147.42 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৫:৪৬588524
  • @T,
    ১)উষসীর ক্ষেত্রে কি বলবেন?এম ফিল, পিএইচ ডি কিছুই আজ অব্দি করেন নি।
    অন্ততঃ এমফিল দরকার বলেই জানি।
    ২) রোশেনারা পাশ করা পর্য্যন্ত এই পদটি তিন বছর রিক্ত রাখা?\পি এচ ডি পরে করেছেন, অস্বীকার তো করা হয় নি। কথা হচ্ছে নজীরবিহীন ভাবে নিয়োগপদ্ধতি নিয়ে। কি ভাবে অভিজ্ঞ্তা সম্পন্ন কয়েকজন প্রফেসরকে টপকে একজন সদ্যপাশ করা নিযুক্ত হলেন? অভিজ্ঞ্তা ডিজায়ারেবল নয় বলছেন?
    ৩)\
    আর বীরভূমের অনুব্রত মন্ডল এবং দুধকুমার মন্ডল কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই মনে হচ্ছে। আসলে ক্ষমতার ভাষা একই।
  • pinaki | 90.254.154.99 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৬:১৩588525
  • রোশেনারা মিশ্র কবিদের সার্কিটে মোটামুটি পরিচিত না?
  • T | 24.139.128.15 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৭:০৯588526
  • রঞ্জনদা, আপনি কি ভাবলেন আমি নেমে পড়েছি সাপোর্ট কত্তে? :)...যাক গে।
    লিখেই তো দিয়েছি যে 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে'র জন্য পি এইচ ডি থাকা বাধ্যতামূলক নয়। পদ স্রেফ তিন বছর না তারো বেশী ফাঁকা ছিল সেটা আপনি জানছেন কি করে? যে কাগজ থেকে এই কাট পেস্ট টি করা হয়েছে সেটা খবর ৩৬৫ দিন। কোন জীবগুলোর কাগজ জানেন নিশ্চয়ই। অভিজ্ঞতা সম্পন্ন কাউকে টপকেছেন কি না সেটা আপনি কি নিজস্ব সূত্র মারফত জানেন নাকি এই কাটিং মারফত। এক্ষেত্রে ঐ 'অভিজ্ঞতা সম্পন্ন প্রোফেসরকে টপকে ঢুকল!!!' বলে বিরাট হাঁ ব্যাপারটা খাটছে কি?, আপনি কি শিওর যে 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' পদের জন্য যাঁরা আবেদন করেছিলেন তারা 'প্রফেসর' :))। দেখুন, আমাদের সময়ে যাদবপুর ইলেকট্রিকালে রিক্রুটমেন্ট হয়েছিল সুউউদীর্ঘ ছ বছর বাদে। একটি মাস্টার্স ছেলেকে নেওয়া হয়। এইবার কি বলবেন যাতে ছেলেটি বিই ও মাস্টার্স কত্তে পারে তার জন্য ছ বছর ধরে ইউনিভার্সিটি ওয়েট কচ্চিল! :) এই সুউউউদীর্ঘ তিনবছর বাদের ব্যাপারটা সেজন্য গুরুত্ব দিতে রাজী নই। এখন বলবেন মন্ত্রীর মেয়ে, কিছু তো ডালমে কালা হ্যায়। সে বলুন গে।

    উষসী এবং আরেকজন সম্পর্কে কিছুই জানি না। কী বলবো।

    সব ক্ষেত্রে যে ফেয়ার সিলেকশন হয়না বা হয় নি, সে সবাই জানে।
  • namta | 60.76.159.218 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৭:২৮588527
  • http://timesofindia.indiatimes.com/home/education/news/Bratya-orders-probe-into-bias-in-appointment/articleshow/9058770.cms

    বাসী news, প্রোব শুরু হয়েছিল। লেফট-রাইট understanding হয়ে গেছে প্রোব বন্ধ।

    Chandradeepa had completed her BSc from Presidency College, ranking first class first with 69.3%, went on to get another first class first in MSc with 70.2%. She qualified both the ICSR and NET exams for a PhD from Jadavpur University and did her post doctorate from the University of Texas Health Sciences. Chandradeepa alleged that Roshnara got the lectureship in Physiology for her political connections while academically, she had merely qualified the SLET.
  • - | 109.133.152.163 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৭:৩১588528
  • ওহ, টি, সাপোট করছেন না। রঞ্জনবাবুর মতো, আমিও বুইতে পারি নাই ঃ-)
    ঠিকই, সবাই জানে, ফেয়ার সিলেকশন হয় নি। সব দলই এমন করে। যে যেমন ক্ষমতা পায়, তেমন করে। তবু আমাদের একটা দলের পক্ষে বলা আর অন্যগুলোর বিরুদ্ধে গলা ফাটানো চলতেই থাকে। এই এক আশ্চর্য্য!
  • কল্লোল | 125.242.182.65 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৭:৪৮588529
  • পিটি। সবসময় সব লেখা চোখে পড়ে না।
    আমি প্রতিদিন ভোর ৪.৪৫এ উঠে পড়ি। ৫টার মধ্যে চোখমুখ ধোওয়া হয়ে যায়।

    যাই হোক। তবে তুমি মেনেই নিলে যে বাম আমলে অধ্যাপকরা যাদবপুর ছাড়া "অন্যত্র অতিষ্ঠ বা উৎপীড়িত" হতেন, যেমন আজও হয়ে চলেছেন। বিজেপি এলে সে আমলেও হতেই থাকবেন। দুধবাবু-রাহুলবাবু সে পথেই হাঁটছেন।
  • SC | 34.3.17.255 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৮:০৬588530
  • কিন্তু এটা ফ্যাক্ট, যে সিপিএম এইসব ছোটখাট তে সীমাবদ্ধ রেখেছিল নিজেদের।
    একটা organized ব্যাপার ছিল। যে এম এল এ লেভেল অবধি পয়সা খেত পার্টিতে, উপরের লোকেরা কিন্তু ক্লিন। তাদের দুর্নীতি অনেকটাই এই স্বজন্পষণ, সুবিধা নেওয়া, যেমন উপরে লেখা আছে। কিন্তু এসব অনেক অনেক ছোট লেভেলে। এবং সিপিএম এগুলো কন্ট্রোলে রেখেছিল।
    লক্ষণ টাইপের চোর নেতাদের ব্যবহার করেছে, কিন্তু জেলাস্তরের উপরে উঠতে দেয়নি, মুখোশগুলো পরিষ্কার রেখেছিল।

    তিনুরা যেগুলো করেছে, এগুলো তো একদম দিনের বেলায় ডাকাতি। মন্ত্রিসভার দুই তিন নম্বর একটা কোটি কোটি টাকার আর্থিক ঘোটালাতে নিজেরা টাকা খাচ্ছেন, একদম সামনে থেকে জড়িত। প্রথমত তিনু পার্টিতে কোনো organized ব্যাপার বলে কিছু নেই। তারপরে ২০০৯ তে যখন বোঝা গেল ক্ষমতায় আসবে, অনেক সুবিধাবাদী কোত্থেকে যেন জুটে গেল। 'এই তো লুটে খাওয়ার সুযোগ'। আগে তো এদের মুখই দেখা যায় নি, বা অন্য শিবিরে দেখা গিয়েছে। প্রাক্তন নকশাল 'পুনে বোস' কে? কোনকালে দেখিনি। মনীষ মিত্র থেকে রজত পুলিশ, যতরকমের সুবিধাভোগী আমলা কোত্থেকে চলে এলো, অমিত মিত্র, সে মাল উড়ে এলো দিল্লি থেকে।
    সবচেয়ে বড় কথা মুকুল রায়। হঠাথ দেখলাম দ্বিতীয় ব্যক্তি হয়ে গেল। মুকুল রায় তো আমার মনে হয় বেসিকাল্লি একটা fixer , অনেকটা অমর সিং এর মত। এর একমাত্র কাজ হচ্ছে ডিল ফিক্স করা। কোনো রাজনৈতিক পরিচয়ই নেই। সুবিধা বুঝে লুটতে এসেছেন। আর সবার নাটের গুরু হচ্ছে কে ডি সিং, সুদীপ্তর ও বাপ।
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৮:২৬588531
  • এখানে যারা লেখে তাদের মধ্যে কতজন কলেজ-ইউনিতে অধ্যাপক নিয়োগ-পদ্ধতির সঙ্গে জড়িত থাকে?
    এই কাগজটাই অশোক মিত্রকে বরাহনন্দন সম্বোধন, কবীর সুমনের পুরস্কার প্রাপ্তিতে অশ্রাব্য গালাগাল আর পাচু রায়ের সেই অশালীন লেখা চাপিয়েছিল না?
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩588532
  • namata
    চন্দ্রদীপার অভিযোগ ঠিক কিনা জানি না।
    সব নিয়ম মেনে নিয়োগ হলেও সব সময়েই বেশী কোয়ালিফিকেশন থাকলেই যে সেই প্রার্থীকে নেওয়া হবে এমন কোন কারণ নেই।
    এইরকম "অভিযোগ" নিয়ে অনেক e.mail প্রায়ই পাওয়া যায়। এই ঘটনা ভারতের বিখ্যাততম সরকারি প্রতিষ্ঠানেও ঘটে।
  • potke | 190.215.21.37 | ২৬ ডিসেম্বর ২০১৪ ০৯:২২588534
  • পিটিদা, প্যান্ডোরার বাক্স খুলছেন ঃ)
    অবশ্য ন্যাক নিয়ে যা বল্লেন তার্পর আপ্নার সাথে তর্কে যাবনা।
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ১০:০৬588535
  • ঠিক কি বলতে চান খোলসা করুন।
  • aranya | 83.197.98.233 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২২:২৯588537
  • আবাপ বড়ই নির্লজ্জ ভাবে বিজেপি ভজনা করে চলেছে
  • PT | 213.110.247.221 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২২:৪৬588538
  • অপ্রত্যাশিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন