এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৯১১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.25 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৯:১৭588373
  • বালখিল্য অতিবিপ্লবীরা এই ঘটনার সময়্কালে বিজেপি সম্পর্কে কি অবস্থান নিয়েছিল তা জানতে ইচ্ছে করে। তখনই বোধহয় তোগাড়িয়া-ভাগবতের কথা ভাবা উচিৎ ছিল।

    "WE ARE WITH YOU": BJP president Rajnath Singh extends support to Trinamool Congress leader Mamata Banerjee in her campaign against the acquisition of farm land in Singur by the West Bengal Government for a Tata car project, in Kolkata on Monday.
    http://www.thehindu.com/todays-paper/buddhadeb-rules-out-stopping-work-on-tata-motors-project/article3029568.ece
  • shanti | 101.109.247.173 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৯:২৮588374
  • বালখিল্য অতিবিপ্লবী
  • PT | 213.110.246.25 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৮588375
  • জানতাম, জানতাম----
    অপরিপক্ক রাজনীতির বোধ কাকে বলে এই ছবিটার বার বার প্রদর্শন সেটাই প্রমাণ করে। তাহলে এবারে পব-তে ৩৪ বছরে বিজেপির ভোটের শতাংশ আর ৩৪ মাসে বিজেপির ভোটের শতাংশ তুলনা করা হোক!! তাহলে পরিপক্কতা কারে কয় বোঝা যাবে।
    (যদিও এ নিয়ে অনেক লেবু চটকানো ইতিমধ্যেই হয়েছে।)

    আরও একটা কথা। হিন্দু কাগজের ছবিতে যে তিনটি প্রধান মুখ মমতাকে ঘিরে আছে সেই, মদন, মুকুল আর রাজনাথ-তিনজনেই পব-র পক্ষে লজ্জা আর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বালখিল্য অতিবিপ্লবীরা তখন বাম সরকারকে উৎখাত করাকে পাখির চোখ করায় এই মুখগুলো দেখতে পায়নি!!
  • s | 117.131.42.250 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৯:৪৯588376
  • শুধু ওটা কেন? অনেক ছবি আছে।






    আরও আছে।

    'অবাম ভোটারদের' মত কথা বললে এমন তো হবেই। ঃ-)
  • PT | 213.110.246.25 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৯:৫০588377
  • তাহলে এবারে পব-তে ৩৪ বছরে বিজেপির ভোটের শতাংশ আর ৩৪ মাসে বিজেপির ভোটের শতাংশ তুলনা করা হোক!!
  • cm | 122.79.37.2 | ২১ ডিসেম্বর ২০১৪ ১০:৪৬588379
  • আনন্দবাজার এও স্পষ্ট করেই লিখেছে এই বিজেপি বিরোধের প্রধান কারণ সারদা। সাম্প্রতিক অতীতে বিজেপির একাধিকবারের জোটসঙ্গীর এই হঠাৎ বিজেপি বিরোধের অন্য কোন ব্যাখ্যা নেই। তবে এই বিরোধে কেউ উদ্বাহু হলে বার্তাটি পরিষ্কার।

    আর বিজেপির মিছিল প্রসঙ্গে কোলকাতার উপকণ্ঠে লক্ষ্যণীয় অবাঙালি বসতির কথা মাথায় রাখলেই আর অবাক লাগেনা।
  • cm | 122.79.37.2 | ২১ ডিসেম্বর ২০১৪ ১০:৪৬588380
  • আনন্দবাজার এও স্পষ্ট করেই লিখেছে এই বিজেপি বিরোধের প্রধান কারণ সারদা। সাম্প্রতিক অতীতে বিজেপির একাধিকবারের জোটসঙ্গীর এই হঠাৎ বিজেপি বিরোধের অন্য কোন ব্যাখ্যা নেই। তবে এই বিরোধে কেউ উদ্বাহু হলে বার্তাটি পরিষ্কার।

    আর বিজেপির মিছিল প্রসঙ্গে কোলকাতার উপকণ্ঠে লক্ষ্যণীয় অবাঙালি বসতির কথা মাথায় রাখলেই আর অবাক লাগেনা।
  • sm | 233.223.159.86 | ২১ ডিসেম্বর ২০১৪ ১২:০০588381
  • আনন্দবাজার লিখে দিয়েছে; সুতরাং cm ,আর কোনো কিছুই মাথায় ঢোকাতে রাজি নন।
    কিন্তু গনশক্তিনামক একটি কাগজ থাকতে আনন্দবাজার কে শিরোধার্য্য করা কেনে?
    আর ইস্যু গুলো তে বাম প্রতিরোধ তো একচেটিয়া ছিল এতদিন; আজ এত নিস্প্রভ কেন?
  • sm | 233.223.159.86 | ২১ ডিসেম্বর ২০১৪ ১২:০৭588382
  • এখন দেখি গুরুতে বামেরা অ ব পর লিংক দেয় আর অবামেরা গণশক্তির। পরিবর্তন কি জ্বালারে ভাই!
  • SC | 34.3.17.255 | ২১ ডিসেম্বর ২০১৪ ১২:৪৭588383
  • আপনার কথামত গণশক্তি তে গেলাম। পরে দেখি কি লিখেছে। ক্লিক করলে ঠিকমত নিউজ গুলো খুলছে না।
    বামারা একটু খবর দেবেন দপ্তরে?

    এইটে পেলাম।
    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=220&h=918&year=2014&month=12&date=21&page=1&dpn=370313
  • SC | 34.3.17.255 | ২১ ডিসেম্বর ২০১৪ ১৩:০১588385
  • উফ! ভাগ্যিস উপরে sm গণশক্তির নাম নিলেন। ছত্রে ছত্রে অসা এক একটি খোরাক। গৌ দেব যে এরকম প্রবন্ধ লেখেন, কে জানত।
    উরিস্সালা! কমিউনিস্টরা পৃথিবী প্রায় অধিকার করে নিল। ধনতন্ত্রের হেবি বিপদ দেখছি। আচ্ছা, চীন নিয়ে পার্টির লাইন এটাই কিনা, পি টি
    একটু কন্ফির্ম করবেন? তার পরে পরের প্রশ্ন করব। :)
    গৌ দেব যখন এত অথরিটি নিয়ে লিখেছেন, এটাই পার্টি লাইন মনে হচ্ছে। ঘোড়াতেও মনে হয় হাসা ছেড়ে দিয়েছে এগুলো দেখে।

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=665&h=2217&year=2014&month=11&date=7&page=31&dpn=366845
  • PT | 213.110.243.22 | ২১ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৭588386
  • সেলিম্বাবু "পিটি র থিওরি" চালালে এবার তো পিটিকে ডেকে নিয়ে গিয়ে পলিটব্যুরোর সদস্যপদ দিয়ে দেবে!!
  • ম্যাক্সিমিন | 127.194.252.12 | ২১ ডিসেম্বর ২০১৪ ২১:২১588387
  • অনির্বাণ চট্টোপাধ্যায় ও শিলাদিত্য সেনের নেওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার পড়লাম। অনির্বানের একটা পর্যবেক্ষণ ছিল

    'যারা নিজেদের কমিউনিস্ট পার্টি বলে, তারা চৌত্রিশ বছর রাজ্য শাসন করল, অথচ সব মানুষের অক্ষরপরিচয় হল না, এমনটাও তো বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোথাও কখনও দেখা যায়নি!'

    এর উত্তরে সৌমিত্র বিশেষ কিছু বলতে পারেন নি। বলেছেন 'আমার মনে হয় এর কারণ, তারা অত্যন্ত যান্ত্রিক ভাবে কমিউনিস্ট হয়েছে।'

    উত্তরটা আপনারা দিন দয়া করে।
  • কল্লোল | 111.63.91.90 | ২১ ডিসেম্বর ২০১৪ ২১:৫৭588388
  • এই যে! তুমিও য্যামোন। কার কাছে উত্তর চাও? সুবিধামতোন এখানে কেউ কেউ বলে থাকেন - আমাকে সিপিএম ভাবলে ভুল করবেন। ব্যাস খেল খতম, পয়সা হজম।
  • cm | 122.79.37.204 | ২১ ডিসেম্বর ২০১৪ ২২:০০588390
  • শিক্ষাদানের খরচ কেমন?
  • ranjan roy | 24.97.201.184 | ২১ ডিসেম্বর ২০১৪ ২২:৫৩588391
  • ১)
    কমরেড বসু ও বাজপেয়ীজির ছবিটা থেকে কিছুই প্রমাণ হয় না। তখন কংগ্রেসের নিও লিবারেলিজম ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যগুলোকে এক করে ফেডারেল কালচার আনার স্বার্থে এই হাত ধরা দরকার ছিল। মমতা তো এন ডি এ'র মন্ত্রী হয়ে গিয়েছিলেন, তবে? আর তখনো বাবরি মসজিদ ভাঙে নি মনে হয়!

    ২) কমরেড বুদ্ধ আড়বাণীর সঙ্গে? যে লোকটা বাবরি মসজিদ ভাঙায় মেন অ্যাকিউজড্‌? না, না। এ'রকম কোন খবর তখন শুনিনি।
    এগুলো বালখিল্যদের চালিয়াতি! কিছু ফোটোশপের কারসাজি! অথবা দিদির আঁকা। আদৌ বিশ্বাসযোগ্য নয়।
  • PM | 53.251.89.204 | ২১ ডিসেম্বর ২০১৪ ২৩:০৬588392
  • রন্জনদা, বুদ্ধ একধিকবার আদবানীর সাথে দেখা করেছিলো। আদবানী তখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। মনে একজন মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করেছিলো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কদিন আগে মোদির সাথে দেখা করেছিলেন ভারতের প্রধান মন্ত্রী হিসেবে। কদিন বাদে এটা নিয়েও কেউ ছবি আপলোড করবে সিপিয়েম মোদি কে সমর্থন করেছিলো বলে ঃ)
  • ranjan roy | 24.97.201.184 | ২১ ডিসেম্বর ২০১৪ ২৩:১৬588393
  • পিএম,
    এক্দম খাপে খাপ পঞ্চার বাপ! ঠিক বলেছেন। এসব হল শাসক হওয়ার বাধ্যবাধকতা।
    এই সব অতিবিপ্লবীদের সেই যোগ্যতাই নেই, মানে শাসক হওয়ার। তাই এইসব ফালতু কপচানি। সুযোগ পেলে ওরাও তাই করত।
  • cm | 122.79.38.30 | ২১ ডিসেম্বর ২০১৪ ২৩:৩০588394
  • "সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছেন তাদের বিচার এবং শাস্তির প্রয়োজন আছে"-সুগত বসু, সারদা প্রসঙ্গে।
  • PM | 53.251.89.204 | ২১ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৪588395
  • কদিন বাদে শুনবো " সূর্য্য পুর্ব দিকে ওঠার প্রয়োজন আছে"---অমুক তৃনমুল সংসদ। ঃ)

    আসলে গত ৩৪ মাসে স্বতঃসিদ্ধ গুলোর ওপোর-ও ভরসা চলে যাচ্ছে যেনো, তাই আলাদা করে কনফার্ম করার দরকার হচ্ছে।
  • Ishan | 183.17.193.253 | ২২ ডিসেম্বর ২০১৪ ০১:৫৩588396
  • ওই জন্যই বলি ইতিহাস পড়ুন।

    জ্যোতিবাবু আর বাজপেয়ি অপিশিয়াল কাজে মিটিন করেননি। ১৯৮৯ নির্বাচনের আগে কৌশলগত সমঝোতার অংশ হিসেবে জনসভা করেছিলেন। ফলও হাতে হাতে। বিজেপির লোলসভা আসন ২ থেকে বেড়ে ৮৮ হয়েছিল। কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছিল।

    আর পিটি যে ছবি দিয়েছেন, তার পরেও একটি লোকসভা ও একটি নির্বাচন হয়। লোকসভা নির্বাচনে বিজেপি হারে, কংগ্রেস জেতে। আর বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতে আর সিপিয়েম প্রধান বিরোধী দল হয়।

    অবশ্য এসব পিটিকে বলে লাভ নেই। এর আগেও একদফা এসব হয়েছে। আবার ছমাস পরে একই কথা বলবেন।
  • SC | 34.3.17.255 | ২২ ডিসেম্বর ২০১৪ ০২:১৩588397
  • ইমার্জেন্সি র পরে মোরারজি দেসাই এর সরকার কেও সিপিএম সমর্থন জানিয়েছিল। সেই সরকারে কারা ছিল? জনসংঘ।
    এর পরেই আবার ধানাই পানাই করতে আসবেন না যে 'বাইরে থেকে সমর্থন'। ওটা চিরকালই পিঠ বাঁচাবার উপায় হিসাবে
    ব্যবহার হয়েছে।
    আমি যদি প্রশ্ন করি, তখন ইন্দিরা ভাগাতে এত ব্যস্ত ছিলেন, যে বাজপেয়ী আদবানি এদের চিনতে পারেননি।
  • কল্লোল | 111.63.214.4 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৭:৩৯588398
  • ম্যামি লিখেছিলো - "'যারা নিজেদের কমিউনিস্ট পার্টি বলে, তারা চৌত্রিশ বছর রাজ্য শাসন করল, অথচ সব মানুষের অক্ষরপরিচয় হল না, এমনটাও তো বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোথাও কখনও দেখা যায়নি!'
    এর উত্তরে সৌমিত্র বিশেষ কিছু বলতে পারেন নি। বলেছেন 'আমার মনে হয় এর কারণ, তারা অত্যন্ত যান্ত্রিক ভাবে কমিউনিস্ট হয়েছে।'
    উত্তরটা আপনারা দিন দয়া করে।"
    উত্তরে সিএমের একটা নিষ্পাপ পোস্ট দেখলাম - "শিক্ষাদানের খরচ কেমন?"

    শিক্ষাদানের গ্রামপ্রতি খরচ বোধহয় অনুজ পান্ডের বাড়ি বা অনেক লোকাল কমিটির আপিস বাড়ির চাইতে কম।
  • cm | 122.79.38.171 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৮:২৫588399
  • পান্ডেজি জোনাল কমিটির সেক্রেটারি ছিলেন। গ্রামের সংখ্যা আর জোনাল কমিটির সংখ্যার তুলনা কিরূপ?

    কল্লোলদার দ্বিতীয় বক্তব্যের জবাবে কিছু বলতে পারছিনে কারণ "অনেক" মানে জানিনা। এক,দুই, অনেক সেই রকম অনেক?
  • s | 117.131.42.250 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৬588401
  • অদাগুর এবারের নেভাটা কৌতুহলজনক।
    http://www.aajkaal.net/21-12-2014/news/234904/

    "বাম নেতারা ভাবলেন, তৃণমূল সরকার প্রতিশ্রুতিমতো সবাইকে খুশি করতে পারবে না৷‌ বছর দুয়েকের মধ্যে ইস্যু আসবেই৷‌ ক্ষমতাসীন দলে দলাদলি থাকবে৷‌ লুটেপুটে খাওয়ার লোকেদের দেখে মানুষ প্রথমে হতাশ পরে ক্ষুব্ধ হবেন৷‌ বেনোজলের প্রস্হানে সংগঠন যথাযথ দিশা পাবে, আকারে দুর্বল, প্রকারে সবল৷‌

    এবং, বামফ্রন্টবিরোধী জোটও থাকবে না৷‌ প্রথমে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙল৷‌ মমতা জোটসঙ্গীদের দুর্বল করার অভিযান বন্ধ করেননি৷‌ শুধু কংগ্রেস নয়, মমতা অনেক বড় বামফ্রন্টবিরোধী জোট করেছিলেন৷‌ এস ইউ সি বেশিদিন তৃণমূলসঙ্গ উপভোগ করবে না, জানাই ছিল৷‌ তথাকথিত মাওবাদীরা কড়া শাসক মমতাকে দেখে স্তম্ভিত হলেন৷‌ বুঝলেন, রাজনীতির খেলায় হেরে গেছেন৷‌ মমতাঘনিষ্ঠ অনেক বিশিষ্ট ব্যক্তিও সরে গেছেন৷‌ কেউ সরলেন প্রতিষ্ঠানবিরোধী থাকার ভাবনায়৷‌ কেউ সরলেন উপেক্ষা পেয়ে৷‌

    বামফ্রন্ট নেতারা ভেবেছেন, এমনই ঘটতে থাকবে এবং নতুন সরকারের বিকল্প হিসেবে সেই বাম সরকারকেই চাইবে জনগণ৷‌ যদি দুটো প্রধান শক্তি থাকে, এক শক্তির পতনে অন্য শক্তিটিই ফাঁক ভরাট করে৷‌ কংগ্রেস কিছু আসন পায় ও পাবে, কিন্তু বিকল্প হিসেবে থাকতে পারছে না৷‌ সুতরাং, তৃণমূলের জনপ্রিয়তা ক্ষয়ে বামফ্রন্টেরই সুবিধে৷‌ পাঁচটা বছর তো কম সময় নয়৷‌ সংগঠন গুছিয়ে, ২০১৬ সালে মাঠে নামলেই হবে৷‌

    ভাবনায় বড় ভুল ছিল না৷‌ কিন্তু সব ভাবনাই পরিস্হিতিনির্ভর৷‌ পরিস্হিতিটা, ছবিটা পাল্টে গেল ২০১৪ লোকসভা নির্বাচনে৷‌ দার্জিলিং না হয় গুরুংয়ের উপহার, আসানসোলেও জিতল বি জে পি৷‌ ৬ থেকে এক লাফে ১৭ শতাংশ ভোটে পৌঁছে গেল নরেন্দ্র মোদির দল৷‌ দেশ জুড়ে মোদি-হাওয়া, রাজ্যে অপ্রত্যাশিত ভোট বৃদ্ধি, বি জে পি হইহই করে নেমে পড়ল এই বার্তা নিয়ে, যে, শোনো শোনো, আমরাই বিকল্প৷‌ বসিরহাট দক্ষিণে শমীক ভট্টাচার্যর জয় আরও উৎসাহ জোগাল৷‌ স্বয়ং অমিত শাহ পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখাতে শুরু করলেন৷‌ জানেন, ২০১৬ সালে সরকার দখল সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় প্রধান দল হওয়ার সম্ভাবনা জাগিয়ে রাখলেন৷‌ বিভিন্ন ইস্যুতে দেখা গেল, ঝাঁপিয়ে পড়ছে বি জে পি, বামপম্হীরা যেন দ্বিধায়৷‌"

    ------- মানে প্রথম দুবছর পাঁচিলের ওপর বসে বাদামভাজা খেয়ে, আর পরের তিন বছর হল্কা গা ঘামিয়ে আবার ক্ষমতায় ফেরার প্লান ছিল বামেদের। কিন্তু বাদ সেধেছে বিজেপি। এবার হয়েছে শাঁখের করাত। অত্যাধিক তিনোমূল বিরোধীতা করলে বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আবার তুমুল বিজেপি বিরোধীতা করলে ভোট কাটাকাটিতে তিনোমূলের সুবিধা হয়ে যাচ্ছে। তাই বিরোধীতার লেভেল দুদিকেই সমান রাখতে হচ্ছে। এতে আবার বিরোধীতার আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ঃ-)
  • PT | 213.110.243.21 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:১৩588402
  • এবারে কখন শুনতে হবে যে জরুরী অবস্থার বিরুদ্ধে মোরারজী ইত্যাদিদের সমর্থন করে সিপিএম ভুল করেছিল!! অতিবামেরা এত বাক্যবাগীশ হওয়ার পরেও কেন যে এদেশে হালে পানি পায় না আর লোকের মাথায় বন্দুক ঠেকিয়ে সমর্থন আদায় করতে হয় তা বোঝা যাচ্ছে।

    "আর পিটি যে ছবি দিয়েছেন, তার পরেও একটি লোকসভা ও একটি নির্বাচন হয়। "
    আর কত ধনেপাতা কিনবেন? মালপোর রস এখনো শুকোয়নি। NDA-তে মন্ত্রীত্বের ঘি এখনো গড়াচ্ছে। মোদীও এসে পব-র মানুষকে দুহাতে দুটো লাডুডুর প্রস্তাব দিয়েছিলেন। কোন কারণে সেটি ভন্ডুল হয়ে যায়।

    "১৯৮৯ নির্বাচনের আগে কৌশলগত সমঝোতার অংশ হিসেবে জনসভা করেছিলেন। ফলও হাতে হাতে। বিজেপির লোলসভা আসন ২ থেকে বেড়ে ৮৮ হয়েছিল।"

    ১৯৮৯-এর আগে আরো একটি ঘটনা ঘটে। যারা আদ্দেক ইতিহাসের চর্চা করে তাদের মনে করিয়ে দিইঃ In 1986, the Parliament of India passed an act titled The Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986 that nullified the Supreme Court's judgment in the Shah Bano judgment.

    কাজেই শুধু দুচারটে ছবি দেখিয়ে "২ থেকে ৮৮" হওয়াকে সিপিএমের অবদান বলে চালানোর চেষ্টা সমস্ত চতুষ্পদের মুখে হাসি ফোটাবে। কতটা রাজনৈতিক বোধ্হীনতা বা সিপিএম বিদ্বেষ থাকলে কেউ এই স্তরে নেমে এসে অর্ধঐতিহাসিক হওয়ার প্রচেষ্টা চালিয়েই যেতে থাকে?
  • SC | 34.3.17.255 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬588403
  • এই রে! আমি একবারও বলিনি কিন্তু ভুল করেছিল, ঠিক করেছিল এইসব। আমি শুধু একটা প্রশ্ন রেখেছি। আপনি সেই প্রশ্নের জবাবটা কিন্তু সযত্নে এড়িয়ে গেলেন। :)
  • dd | 132.171.90.118 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:১৭588404
  • ওঃ হো। এতো ক্যাচাল কিসের। ন্যান, সব ঠিক করে দিচ্ছি।

    ২০১৬ তো?বেশ, লিখে নিন।

    কংরেস,সিপুএম,ঝড়তি প্ড়তি বাকী বাম দল, কিছু ছ্যাৎপ্যাৎ নকু, রেজাক মোল্লা ও সিদিকুল্লার মতন প্রগতিশীল সাম্প্রদায়িক দল মিলে একটা সাম্প্র্রদায়িকতা বিরোধী মহা জোট করুন।

    ইতিমধ্যে তিনোমুল তিন ভাগ হয়ে গেছে। মুল তিনোমুল মোটামুটি সবাই জেলে গেছেন। তৃণমুল(তাজা) তাতে শুভেন্দু অধিকারী,আরাবুল এঁয়ারা বাম জোটে। এনাদের প্রতীক কল্কে ও কলমী শাক।

    তৃনোমুল(শিক্ষিত) তে তথাগত, সুগত বসু, মার্জিতেরা - এঁরা বিজিপির জোট সংগী (প্রতীক জোড়া জিলিপি ও হিঞ্চে শাক)।

    সুদীপ্ত সেন,আবাপ,সিয়া এঁয়ারা মোদীর দলেই যদি ওয়ালমাট আসে। নইলে সটান বাম দলে,মাইন্ড ইট।
  • SC | 34.3.17.255 | ২২ ডিসেম্বর ২০১৪ ০৯:১৮588405
  • আর ও হ্যান, বিপ্লব ব্যাপারটা ভালো বুঝিনে। উপরে চীন নিয়ে গৌতম দেবের একটা লেখা দিয়েছি। একটু পড়ে কন্ফির্ম করে দেবেন তো, পার্টি স্ট্যান্ড/আপনার স্ট্যান্ড ঐরকমই কিনা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন