এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৯৯৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 11.39.60.39 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:২৪588339
  • SC, একদম ঠিক ঃ-)
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৩০588340
  • সৌমিত্র তো বাঙালীর "যান্ত্রিক" বামপন্থার তীব্র নিন্দা করেছেন দেখলাম। যা বলেননি সেরকম কথা তাঁর মুখে নিজের ইচ্ছামত বসানোর কি দরকার?
  • sm | 233.223.154.251 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৪৭588341
  • ও, যান্ত্রিক বামপন্থা টি ঠিক কি? দামী পোশাক,দামী সিগারেট, স্কচ, অভিজাত ক্লাব মেম্বারশিপ,কোটি টাকা কমানো; এগুলো অন্তর্ভুক্ত নয়?
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৪588342
  • আরেকবার সৌমিত্রর সাক্ষাৎকার পড়ুন। এবার মন দিয়ে পড়বেন। তাহলে তাঁর বক্তব্যটা বুঝতে পারবেন।
    (তাঁর বক্তব্য মেনে নেওয়া কথা বলছি না।)
  • sm | 233.223.154.251 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৮588343
  • এক ই রেকো আপনাকে করলাম। সবাই কে অমনোযোগী ছাত্র ভাবছেন কেন? সাদা কথা, সোজা সাপ্টা ভালো করে বুঝিয়ে লিখুন। আমি আমার বক্তব্য অলরেডি লিখে দিয়েছি।
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৯:০২588345
  • সৌমিত্রর বক্তব্যের ভাব-সম্প্রসারণ করার দায় আমার নেই। কিন্তু তাঁর বক্তব্য যদি বুঝতে না পারেন তাহলে এর চাইতে "সোজা সাপ্টা ভালো করে বুঝিয়ে" বলা/লেখার খুব কঠিন।

    আপনি নিজের ইচ্ছেমত কথা সৌমিত্রর মুখে বসানোর চেষ্টা করে যাচ্ছেন-আমি শুধু সেটাতে আপত্তি জানিয়েছি।
  • s | 117.131.42.250 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬588346
  • আমি এযাবৎ যা বুঝলাম, সিবিআই তিনোমূলের মাথাদের টার্গেট করেছে। মদনকে ধরেছে, এর্পর মুকুল এবং ক্রমে মমতা। মমতাকে অ্যারেস্ট করতে হলে প্রসিডিওর আছে, সুতরাং অ্যারেস্ট না করলেও জিজ্ঞাসাবাদের জন্য বারে বারে ডেকে পাঠাবে। আর এসব আগামী মে তে পুরসভা নির্বাচনের আগেই করে ফেলবে। তাতে এক তো সরাসরি মমতার গুডউইল/ জনপ্রিয়তা অনেকটা মেরে দেওয়া যাবে, সুতরাং ভোটে লাভ। দ্বিতীয়তঃ মমতার উপর প্রবল চাপ বাড়বে পদত্যাগ করার। তখন মমতা পদত্যাগ করে বিধানসভা ভেঙে দিতে পারে, নয়ত অন্য কাউকে (সুব্রত মুখার্জ্জীর নাম ফেসবুকে বার বার উঠে আসছে) মুখ্যমন্ত্রী করতে পারে। মোট কথা মমতাকে আউট করতে পারলে তিনোমূল ৮০% আউট হয়ে যাবে। ২০১৬ নির্বাচনে বিজেপি মোটামুটি ফাঁকা মাঠে খেলতে পারবে। এর মধ্যে নিরপেক্ষতা দেখাতে দু একজন বাম নেতাও গ্রেফতার হতে পারে। এরপর কেস চ্লবে বছরের পর বছর, যেমন চলে। মাঝখান থেকে বিজেপির কাজ হয়ে যাবে।
    এখন তিনো নেতাদের গ্রেফতার করলে কি রিঅ্যাকশন হয় তার বিটা টেস্ট হল মদন মিত্রের গ্রেফতারে। এদিকে আবাপের সৌজন্যে (এবং অবশ্যই দিদির ফেমাস কোটের কারণে) মোটামুটি কারা কারা লাইনে আছে সেটা জনগনকে খাওয়ানো হয়ে গেছে। তাই মোটামুটি ঝামেলা হলেও সেটা হ্যান্ডেল করে নেওয়া যাবে। মমতাকে সরাসরি গ্রেফতার করলে আবার পাব্লিক সেন্টু ঘুরে যেতে পারে বলে হয়ত গ্রেফতার করবে না, ন্যাজে খেলাবে।
    এখন এই বাজারে বামেরা কি ফায়দা করতে পারে সেটা দেখার। ভালোরকম ফায়দা করতে পারলে তাও বাংলার বুকে কিছুটা ক্ষমতা বাঙালীদের হাতে থাকবে। নয়ত অচিরেই বাংলা উত্তর ভারতীয় রাজনীতির আঁতুরঘরে পরিণত হবে।
    অপেরেশন তিনোমূলের পর অপারেশন সিপিয়েম করতে আমিত শাহের বিশেষ সময় লাগবে না।
  • pcm | 116.208.51.221 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৭588347
  • খালি আবাপকে দুষে কি হবে, রাজনীতিবোদ্ধার ভেকধরে বিজেপির প্রচার কিছু কম দেখছিনা। আগডুম বাগডুম বকে একবার বোকা বানানো যায় বারবার না।
  • sm | 233.223.154.251 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৯588348
  • পিটি, যদি দয়া করে দেখিয়ে দেন কোন কথাটি, নিজের ইচ্ছেমত কথা সৌমিত্রর মুখে বসিয়েছি ; তাহলে ভালো হয়।তারপরে না হয় ভাব সম্প্রসারণ নিয়ে পরা যাবে।
  • cm | 116.208.51.221 | ১৭ ডিসেম্বর ২০১৪ ০৯:৪১588349
  • ওটা pcm নয় cm হবে।
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:০৫588350
  • আগে দুবার উল্লেখ করেছি। পিছনের পোস্টিং পড়ুন।
  • sm | 233.223.154.251 | ১৭ ডিসেম্বর ২০১৪ ১০:৪৮588351
  • আপনি বলুন না কোন কথা টি সৌমিত্রের মুখে বানিয়ে লিখেছি। এত কুন্ঠার কি আছে? আমি তো এমনকিছু লিখেছি বলে মনে পড়ছে না।সোজা সুজি দেখিয়ে দিন না। দেখাতে অপারগ হলে, সেটিও উল্লেখ করুন।

    প্রমোটার ১৫ লক্ষ খরচা করে ৫০ লাখে বাড়ি বেচলে ও কে,ব্যবসাদার ২০ টাকায় চাল কিনে ৫০ টাকায় চাল বিক্রি করলে ও কে,ব্যাঙ্কে হাজার কোটি ঋণ নিয়ে শোধ না দিলেও ও কে
    যদি উপরের লাইন টি কে উল্লেখ করেন, তাহলে, সেটিও সৌমিত্র বলেছেন বলে তো উল্লেখ করি নি।আমার ব্যক্তিগত ইনফারেন্স।
  • দেব | 133.63.241.33 | ১৭ ডিসেম্বর ২০১৪ ১১:২৪588352
  • এসকে ক। বিজেপি এলে বাংলা কতকগুলো স্টুজের হাতে চলে যাবে।
  • কল্লোল | 125.242.158.86 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:৫১588354
  • দেব উবাচ - "বিজেপি এলে বাংলা কতকগুলো স্টুজের হাতে চলে যাবে।" একমত। কিন্তু এখন বা তারও আগে কি বাংলা দ্যাবতাদের হাতে আছে/ছিলো?
    আমাদের দুর্ভাগ্য পবতে শেষ ২০ বছর ধরে কোন মোটামুটি ঠিকঠাক বিকল্পও নেই। ফলে বিজেপি রাজও দেখতে হবে হয়তো।
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:১৫588357
  • 'বিগত আড়াই বছরে গ্রাম-শহরের প্রায় ২৪০০ ক্লাবকে অন্তত ৬৪ কোটি টাকা ‘অনুদান’ দিয়েছে রাজ্য সরকার। এ বার পুরভোটের আগে ফের কপাল খুলছে কলকাতার অন্তত হাজার ক্লাবের। সরকারি কোষাগার থেকে তাদের দু’লক্ষ টাকা করে দেওয়া হবে।
    অর্থাৎ, প্রায় ২০ কোটি টাকা খরচের পরিকল্পনা।'

    - ওঃফ :-(
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:২৫588358
  • পরিবর্তন হয়ে ভালই হয়েছে, নইলে জানাই যেতনা সরকারে থাকলে কি কি করা যায়।
  • jhiki | 121.95.121.24 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৭:২৩588361
  • পিটিদা---আ--আ--আ
  • PT | 213.110.246.23 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৩588362
  • আ--আ--আসছি--ই--ই--ই--

    "তৃণমূলের নেতৃত্বেই নন্দীগ্রাম প্রশাসনের হাতের বাইরে চলে যায়। রাস্তা কেটে, মেয়েদের সামনে দাঁড় করিয়ে পুলিশকে আটকানো হয়।"

    হরি হে মাধব/ চান করব না গা ধোব?
  • jhiki | 121.95.121.24 | ১৯ ডিসেম্বর ২০১৪ ০৯:০৬588363
  • কিচ্ছু না, সামনের সারিতে বসে যাত্রা দেখুন :D
  • news | 125.112.74.130 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১১:১৬588364
  • http://www.telegraphindia.com/1141219/jsp/frontpage/story_4235.jsp
    অসমের কং সরকারের মন্ত্রী রাকিবুল হুসেন অসম বিধানসভায় এই তথ্য দিয়েছেন অসম পুলিশের দ্বারা গ্রেপ্তার হওয়া ১১ জনের সম্পর্কে -
    Speaking during zero hour on behalf of chief minister Tarun Gogoi, who holds the home portfolio, Hussain said, "Among those arrested in the case, five persons, including Sahanur Alom and his wife Sujina Begum, studied at Shimulia madarsa in Burdwan and Mukimnagar mada-rsa in Murshidabad in Bengal where they were also trained in the use of arms and bomb-making." The remaining six arrested accused were supporters and linkmen of Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB), he added.
  • দেব | 133.63.241.33 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৩:২৬588365
  • @কল্লোল

    সেটাই ভয়। বিজেপির রাজত্ব এলে সেই ৪০এর দশক ফিরে আসবে হয়তো আবার।
  • sm | 233.223.155.185 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:১০588366
  • ৪০ এর দশক টা কি রে ভাই? সে টা তো ব্রিটিশ আমল! কল্লোলের কোনো অভিজ্ঞতা আছে বলে তো মনে হয় না।
  • দেব | 133.63.241.33 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:২১588368
  • কল্লোলবাবুর বা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলছি না।
  • de | 24.139.119.171 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:২৫588369
  • ৪০ এর দশকের আবার কি অভিজ্ঞতা? দেশভাগের দাঙ্গা?
  • দেব | 133.63.241.33 | ১৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১588370
  • হ্যাঁ দাঙ্গার কথাই বলছি।
  • s | 117.131.42.250 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৮:১১588371
  • যাক আবাপও এটা স্বীকার করছে বিজেপি বিরোধীতায় সর্বভারতীয় স্তরে তিনোমূলই এগিয়ে। নেভার আগে অন্তত প্রদীপ দপদপ করে জ্বলুক।
    http://www.anandabazar.com/state/%E0%A6%B8-%E0%A6%B0%E0%A6%A6-%E0%A7%9F-%E0%A6%AB-%E0%A6%B8-%E0%A6%AC-%E0%A6%A7-%E0%A6%B8-%E0%A6%B8-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%9C-%E0%A6%9F%E0%A6%B2-1.98278

    আজ বণিকসভা ফিকি-র মঞ্চে দাঁড়িয়ে সংস্কার প্রশ্নে তৃণমূলকে নিশানা করে তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিমায় বিদেশি লগ্নি, কয়লা খনি বণ্টন থেকে পণ্য পরিষেবা কর প্রতিটি আর্থিক সংস্কারে বাধা দেওয়ার জন্য গোটা দেশের শিল্পপতিদের সামনে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জেটলি অবশ্য সরাসরি তৃণমূলের নাম নেননি। সংস্কারের একাধিক বিলে বিরোধীদের বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই রাজনৈতিক বাধার কারণ হল ন্যক্কারজনক চিট ফান্ড কেলেঙ্কারিতে একটি রাজনৈতিক দলের কয়েক জন নেতা জড়িয়ে পড়েছেন। সেখান থেকে নজর ঘোরাতেই তারা এ সব করছে।”
    কেন এতটা আক্রমণাত্মক হলেন জেটলি? বস্তুত চলতি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের বিল আটকে গিয়েছে বিরোধীদের বাধায়। এমনিতে সংস্কার প্রশ্নে কংগ্রেসকে পাশে পাওয়ার আশা থাকলেও তৃণমূলের কৌশলে বিরোধীরা একজোট হওয়ায় সমস্যায় পড়ছে সরকার। এই পরিস্থিতিতে আক্রমণকেই পাল্টা হাতিয়ার করেছে বিজেপি। একই সঙ্গে সংস্কারের গতি যাতে রুদ্ধ না হয়, সে জন্য অন্য পথও নেওয়ার কথা ভাবছে তারা। বিজেপি সূত্রের খবর, বিমা ক্ষেত্রে ৪৯ শতাংশ বিদেশি লগ্নি এবং কয়লাখনি বণ্টন নিয়ে জট কাটাতে প্রয়োজনে অর্ডিন্যান্স জারির কথা ভাবছে সরকার।
    শনিবার সকাল দশটায় ফিকি-র মঞ্চে দাঁড়িয়ে জেটলি যখন তৃণমূলকে নিশানা করছেন, তখনও দিল্লি ছাড়েননি মমতা। তিনি তখন সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনের লনে বসেছিলেন। কলকাতার বিমান ধরতে বেরোবেন বলে স্নান করে তৈরি। খবর আসে, জেটলি তৃণমূলকে আক্রমণ করেছেন। মমতা জানতে চান, কী বলেছেন জেটলি? পুরোটা শুনে দৃশ্যতই ক্ষিপ্ত মমতা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে কথা বলেন। রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনকে নির্দেশ দেন, এখনই পাল্টা আক্রমণে যেতে হবে। কী বলতে হবে, তা-ও বলে দেন তিনি।
    দুপুরেই কলকাতা ফেরার কথা ছিল ডেরেকের। কিন্তু দলনেত্রীর নির্দেশে ফেরা পিছিয়ে দিয়ে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। জেটলিকে পাল্টা নিশানা করে ডেরেক বলেন, “একটাও বিল পাশ করাতে না পেরে অর্থমন্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। একা তৃণমূল নয়, আটটি বিরোধী দল একজোট হয়ে বিমা-কয়লা বিলের বিরোধিতা করছে। শুধু তৃণমূলকে ভিলেন বানানো হচ্ছে!” সারদা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের এই বিরোধিতার সম্পর্ক উড়িয়ে জেটলিকে ডেরেকের পাল্টা হুমকি, “কাদা ছুঁড়লে আমরাও কাদা ছুঁড়ব। কেলেঙ্কারির কথা বললে আমরাও ভারতীয় ক্রিকেট বোর্ডের (জেটলি যে বোর্ডের উপ-সভাপতি ছিলেন) কেলেঙ্কারি টেনে বের করব। আমরা জানি কে পিছন থেকে ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করেন।”
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন