এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান! (২)

    সে
    অন্যান্য | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ | ১০৭৯৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 229.91.136.43 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৭:০৪588606
  • ওদিকে অমিত শাহও তো ছাড়া পেয়ে গেল। আমার মনে হয় কল্লোলবাবু ঠিকই বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক সময়েই বোঝাপড়া হয়ে যায়।
  • PT | 213.110.246.23 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৯:০১588607
  • এট্টু ঝেড়ে কাশুন মহায়েরা!
    আপনেরা কি বলতে চাইছেন যে অলিমুদ্দিন নবান্নে গিয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বসে ২১ শে জুলাই নিয়ে এমনতর সিদ্ধান্তে এসেছে।
    কন্স্পিরেসি থিয়োরি নিয়ে এতটা বাড়াবাড়ি করা কি উচিৎ হবে?
  • dc | 229.91.136.43 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৯:৩৯588608
  • হুঁ কনস্পিরেসি থিওরির মতোই শোনাচ্ছে বটে ঃ-) তবে নানান দলের মধ্যে ব্রড আন্ডারস্ট্যান্ডিং বোধায় থাকে। মানে থাকা অসম্ভব না। এই কেসে হয়েছে কিন বলতে পারবনা।
  • .PM | 11.39.63.234 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২১:৫৩588609
  • কল্লোলদার যুক্তি বিন্যাস শুভাদার ফুল ফর্মের খুব কাছাকাছিঃ)। সিপিয়েমের প্যন্ট খোলাটা কল্লোলদা ফুল টাইম জব হিসেবে নিতে পারেন ঃ)। হবি আর প্রফেসন এক হলে সাফল্য অনেল বেশী হয়।
  • PT | 213.110.246.23 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২২:৪৬588610
  • ২১ জুলাইয়ের মৃত্যু নিয়ে বঙ্গীয় বুজীরা, বিশেষতঃ অতিবাম বুজীরা, সেইসময়ে কি বলেছিলেন কেউ একটু আলোকপাত করতে পারেন? এই ঘটনা নিয়ে কেউ ডকু বানায়নি?
    আমি সেকালে বঙ্গে ছিলাম না।
  • কল্লোল | 125.185.146.95 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:১১588612
  • পিটি। দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
    "দিনের শেষে সকলেই শুভাপ্রসন্ন" - না। দিনের শেষে সকল রাজনৈতিক দলই শুভাপ্রসন্ন - এটা পড়তে হবে।
    উচিতার্থে কতকিছুই হওয়া উচিত। সে তো সিপুয়েমের উচিত জনগণতান্ত্রিক বিপ্লব করা। নকশালদের বা আজকের মাওবাদীদের উচিত নয়াগণতান্ত্রিক ও কৃষি বিপ্লবের সাথে সাংষ্কৃতিক বিপ্লব করা। কং ও তৃণমূলের উচিত গান্ধীগিরি করা। বিজেপির উচিত ফলের আশা না করে কম্মো করা। সে আর কেই বা করছে। তাই "কন্স্পিরেসি থিয়োরি নিয়ে এতটা বাড়াবাড়ি করা কি উচিৎ হবে?" সেটাও কে জানে???
    কিন্তু তুমিই বলো - ২১শে জুলাইয়ের কোন পুলিশী নথি পাওয়া যাচ্ছে না। কেন? হয় বুদ্ধ বা জ্যোতি সরিয়েছে নয় মমতা। এপিডিআর তো সরাতে পারবে না!!!! জ্যোতিবাবু জানতেন না। মনীশ গুপ্ত জানতো না। বুদ্ধ বিমান কেউ জানে না। তুষার তালুকদার জানে না। কারা গুলি চালালো কেউ জানে না। অথচ গুলি চলেছিলো। ১২ বা ১৩ জন মারা গেছিলো। কেউ অস্বীকার করছে না। ঐ সুশান্ত একজন তৃণমূলী। তবু তবু তবু সে ইতিহাসের উপর ছেড়ে দিলো সবকিছু - ঐতিহাসিক!!! ভুল!!! কেউ একজন বলেছিলেন।
    গুজরাটর মুসলমান গণহত্যা হয়েছে, এটা কেউ অস্বীকার করছে না। তো, একটা রাজ্যে এতো বড়ো ঘটনা তিনদিন ধরে ঘটে গেলো, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্চু জানে না!!! গটাঅপ নেই?????
    মনীশ তো বলেইছে ওকে বাধ্য করা হয়েছিলো বাম আমলে ওসব বলতে। কে ? কে বা কারা বাধ্য করেছিলো??? কবি চুপ। কেন!!!!
    এরপরেও "বোঝাপড়া" নেই!!!!!!
    নন্দীগ্রাম - কে দায়ী গুলি চালানোতে???? কেউ না। কেউ কিচ্চু জানে না!!!! কেন????
    পিএম, পিটি বলো বলো......... আমি তো গান গেয়ে রোজগার করতে পারতাম - কিন্তু আমি বিশ্বাস করি হৃদয়বৃত্তি আর বৃত্তি এক নয়। তাই করিনি।
    শুনো -
  • PT | 213.110.246.23 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:৩১588613
  • তুমি যা গাইলে সেটাই বার বার জানতে চাইছি।
    কোন বুজি, বিশেষতঃ যারা নন্দীগ্রামের মৃতদের জন্য কেঁদে নদী বানিয়ে ফেলেছে, তাদের কেউ ঐ নিহত ১২ জনের জন্য "কি করতে পারি আপনার জন্য" বলেছিল কি?
    অথবা এমন কি হতে পারে যে বুজিরা তাদের ঘরের কাছে এই সব অস্থিরতা চায়নি তাই ঐ সব মৃতদেহ ১৪-র থেকে ২ কম হওয়ায়, গণহত্যার ছাপ্পা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি?
    নাকি ঐ ১২-টা বেটাছেলে, গায়ে ঘামের গন্ধ, কোন ধর্ষণের গপ্প না থাকায়, তদুপরি কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য সেই সময়ে তাদের জন্য গানের কথা বা সুর কিছুই খুঁজে পাওয়ার প্রয়োজন মনে হয়নি?
  • PM | 11.39.63.234 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৬588614
  • আচ্ছা, আমাদের কচি নেতার কি খবর? আনেকদিন গান বা বিপ্লবী বানী নেই?
  • ranjan roy | 24.96.86.188 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৭588615
  • পিএম,
    আপনার বক্তব্যের সাথে অনেকখানি একমত।

    পিটি,
    আপনার মতের বিরোধী কিন্তু বাজে কাগজের ঝুড়িতে যাবে না এমন কোন মত হতে পারে কি?
  • ranjan roy | 24.96.86.188 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:৫১588616
  • পিটি,
    আর চন্দ্রদ্বীপা ঘোষকে আমি কি পরামর্শ দেব বা উনি আদৌ গুরুতে আমার বা আর কারো পরামর্শ চেয়েছেন কি না সেটা আপনি কি করে জানলেন?
    এখানে আমরা সবাই আড্ডা দিতে আসি, এবং সেই সুবাদে বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করে থাকি। সেটুকুর মধ্যে সীমিত থাকাই যথেষ্ট নয় কি?
  • ranjan roy | 24.96.86.188 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২৩:৫৯588617
  • বিচারপতি সুশান্ত কমিশনের ধরি- মাছ -না ছুঁই- পানি গোছের রিপোর্টের একটি লাইন চোখে পড়ল-- যদি রাইটার্সের সিকিউরিটি বিপন্ন ছিল তবে রাইটার্সের সবচেয়ে কাছের লালবাজারের জমায়েতে গুলি না চালিয়ে দুরের ডোরিনা ক্রসিং মেয়ো রোডে গুলি চলল কেন?
    আমি সেইসব দিনে বঙ্গের বাইরে, কাজেই কিছু জানি না। কেউ যদি--?
  • কল্লোল | 125.185.146.95 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:২৭588618
  • পিটি।
    সব ঘটনার জন্য আলাদা করে গান বানাতে হয় না।

    তোমরা যারা ভাবো এলে ক্ষমতায় / মানুষের ভালো করা কে আর আটকায় / নেই, তাদের দলে আমি নেই
    #
    ক্ষমতার আছে কিছু নিজস্ব ক্ষমতা / ক্ষমতায় যেতে গেলে মানতেই হবে তা / তোমার নিয়মে চলে না / ক্ষমতা তোমার নিয়মে চলে না
    #
    বাচ্চারা ভেঙ্গে ফেলো বড়দের ক্ষমতা / ছাত্ররা প্রতিষ্ঠানের / জ্ঞানীজন ভেঙ্গে ফেলো জ্ঞানের ক্ষমতা / কর্মীরা নেতৃত্বের
    #
    ছোট বড়ো মাঝারী বা যেকোন ক্ষমতা / ভেঙ্গে ফেলো / ভেঙ্গে ফেলো সব সব ক্ষমতা / সদর দপ্তরে কামান দাগো / হো
    *********************************************

    দুপায়ে ভর করে ওরা দাঁড়ায়
    ওরা চলে যখন মাথা করে উঁচু
    ওরা দুঃখ পেলে চোখেতে জল আসে
    ওরা অনন্দেতে হাসে হা হা করে
    ওরা ক্ষিদে পেলে রান্না করে খায়
    কাজের বেলায় দুহাতে কাজ করে
    যদি প্রশ্ন করি চিনতে পারো নাকি
    তুমি বলবে এতো সবার জানা কথা
    #
    যদিও ওরা দুপায়ে ভর দেয়
    যদিও চলে মাথা করে উঁচু
    যদিও দুঃখ পেলে কাঁদে
    যদিও ওরা আনন্দেতেই হাসে
    যদিও ওরা রান্না করে খায়
    কাজের বেলায় দুহাতে কাজ করে
    দুহাত দিয়ে ফুলের মতো শিশু
    আগুন জ্বেলে তাতেই ছুঁড়ে মারে
    দুহাত দিয়ে ফুলের মতো শিশু
    কপালে টিপ এফোঁড় ওফোঁড় গুলি
    যদি প্রশ্ন করি চিনতে পারো নাকি
    তুমি বলবে কি তা জানি আমি জানি
    #
    মানুষ যদি মানুষ এদের বলো
    কেন জানোয়ারের নাম তুলে দাও গালি
    মানুষ কেন মানুষ এদের বলে
    সেটাই আমার অনন্ত জিজ্ঞাসা

    বারবার গেয়েছি এই গানগুলো সেই ১৯৮৬ সাল আরওয়াল থেকে ১৯৯৩ ধর্মতলায় গুলি থ্কে ২০০৫ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ আবারও যাদবপুরের জন্যে।

    আবারও তোমাদের বলছি, তোমাকে পিএমকে -
    ২১শে জুলাইয়ের গুলি চালানোর কোন পুলিশী নথি পাওয়া যাচ্ছে না। কেন? হয় বুদ্ধ বা জ্যোতি সরিয়েছে নয় মমতা। এপিডিআর তো সরাতে পারবে না!!!! জ্যোতিবাবু জানতেন না। মনীশ গুপ্ত জানতো না। বুদ্ধ বিমান কেউ জানে না। তুষার তালুকদার জানে না। কারা গুলি চালালো কেউ জানে না। অথচ গুলি চলেছিলো। ১২ বা ১৩ জন মারা গেছিলো। কেউ অস্বীকার করছে না। ঐ সুশান্ত একজন তৃণমূলী। তবু তবু তবু সে ইতিহাসের উপর ছেড়ে দিলো সবকিছু - ঐতিহাসিক!!! ভুল!!! কেউ একজন বলেছিলেন।
    গুজরাটর মুসলমান গণহত্যা হয়েছে, এটা কেউ অস্বীকার করছে না। তো, একটা রাজ্যে এতো বড়ো ঘটনা তিনদিন ধরে ঘটে গেলো, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্চু জানে না!!! গটাঅপ নেই?????
    মনীশ তো বলেইছে ওকে বাধ্য করা হয়েছিলো বাম আমলে ওসব বলতে। কে ? কে বা কারা বাধ্য করেছিলো??? কবি চুপ। কেন!!!!
    এরপরেও "বোঝাপড়া" নেই!!!!!!
    নন্দীগ্রাম - কে দায়ী গুলি চালানোতে???? কেউ না। কেউ কিচ্চু জানে না!!!! কেন????
    বলো তোমরা কেন? কেন? কেন?
  • adhuli | 131.223.94.54 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৪:২৬588619
  • মনিষ গুপ্ত-কে তখন না হয় বাধ্য করা হয়েছিল চুপ থাকতে, এখন তো তার সেই বাধ্য-বোধকতা নেই-? নাকি কেচো খুড়লে আরো সাপ বেরোবে, তাতে তার পূজনীয় দিদি-ও ফেঁসে যেতে পারেন, সেই ভয়-এ তিনি নির্বিকল্প সমাধি তে চলে গেলেন-?
  • কল্লোল | 125.242.128.183 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৭:১৫588620
  • সেই তো! ফেঁসে অনেকেই যেতে পারে। মনীষের পূজণীয় দিদি, ওনার পূজনীয় প্রাক্তন বসু স্যার, ওনার আদরের আইপিএস সংকৃত্যায়ান বন্ধু, এমন কতজনই ফেঁসে যাবার লিস্টিতে আছে।
    ১২ না ১৩ জন মারা গেলো, পুলিশ কমিশনার কিচ্চু জানেন না, স্বরাষ্ট্রসচিব কিচ্চু জানেন না, কোন নথি নেই!! রাজ্যটা কি হাওয়ায় চলতো?
    ছোটবেলায় পড়তাম - মিলেমিশে করি কাজ - হারি জিতি নাই লাজ।
  • pi | 233.176.26.140 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৩588621
  • আজ শুনলাম মমতা বলেছেন, রাজনীতিতে শিষ্টাচার বলে একটা ব্যাপার আছে, সেই জন্য নাকি উনি ক্ষমতায় আসার পরে কোন সিপিএম নেতাকে জেলে পাঠাননি। এদিকে বিজেপি সেই শিষ্টাচার মানছে না ইঃ ইঃ।
  • pi | 233.176.26.140 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৫588623
  • তবে জমি অধিগ্রহণের অর্ডিন্যান্স নিয়ে নাকি শেষ অব্দি দেখে নেবে বলেছে।
  • pi | 233.176.26.140 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৮:৩৫588624
  • তবে জমি অধিগ্রহণের অর্ডিন্যান্স নিয়ে নাকি শেষ অব্দি দেখে নেবে বলেছে।
  • PT | 213.110.247.221 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৯:০১588625
  • বোঝা গেল যে যে সেই সময়ে ১২ জনকে নিয়ে বিদ্বজনেরা মাথা ঘামায়নি। পরে খ্যাল পড়ে যে ওটা নিয়ে সিপিএমের ঠ্যাং ধরে টানাটানি করা যায়...তাই হঠাৎ করে কাঁদতে বসা।
  • PT | 213.110.247.221 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৯:১৩588626
  • "নন্দীগ্রাম - কে দায়ী গুলি চালানোতে???? কেউ না। কেউ কিচ্চু জানে না!!!! কেন????"
    নন্দীগ্রামের পুলিশের গুলী চালানো well documented। কার নির্দেশে গুলী চালানো হয় সেটা সিবিআই-এর প্রাথমিক চার্জশীটে নথিভুক্ত আছে। ওখানে তদন্ত হলে মাও-তিনো মাখামাখি প্রকাশ্যে চলে আসবে আর বুজীদের ঢাক পেটানো বেশীর ভাগ "তথ্য"-ই মিথ্যে বলে প্রমাণিত হবে। সেই ভয়ে তদন্ত করতে দেওয়া হয়নি।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৬588627
  • সিঙ্গুরে চাষীদের মাথায় কাঁঠাল ভেঙ্গে যারা নিজেদের আখের গুছিয়ে নিল তাদের নাম কোন তদন্ত কমিশনে জানা যাবে? মেধা পাটকার, অনুরাধা তলোয়ার, রাজনাথ সিং, হীরকরানী, "বেলুড় শ্রমজীবি সমিতি", আরো কতগুলো উদ্ভট এনটিটি সিঙ্গুরে বসে বসে খিচুড়ি রাঁধলো, সেই নিয়ে কোন কমিশন কি কোনদিন তদন্ত করবে?
  • কল্লোল | 111.63.203.188 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১০:১৩588628
  • মাও-তিনো, মাও-মাকু এসব অনেক মাখামাখির ইতিহাস তো আছেই। নন্দীগ্রাম, কেশপুর, ছোট আঙ্গারিয়া.................
    কিন্তু ২১ জুলাইয়ের সব নথি হাওয়া হয়ে গেলো। পুলিশের গুলিতে ১২ না ১৩ জন মারাও গেলো। কেউ কিচ্চু জানে না। তখনকার সরকার জানে না, পুলিশ-প্রশাসন জানে না। এ তো বড় রঙ্গ যাদু!!
    এয়ারেই কয় বোঝাপড়া/শিষ্টাচার!!!
    সাব্বাশ।
  • PT | 213.110.247.221 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:০৭588629
  • কিন্তু নন্দীগ্রামের কোন ডকু হাওয়া হয়নি। আর সেইজন্যেই কোন তদন্ত হতে দেওয়া হচ্ছে না। তা নিয়ে অবিশ্যি কোন বুজির কোন হেলদোল নেই।
    শুধু মাত্র যে সব ক্ষেত্রে ডকু পাওয়া যাবেনা নিশ্চিতভাবে তাই নিয়ে তদন্ত করাতেই বুজিদের উৎসাহ বেশী। ঐজন্যেই মরিচঝাঁপি নিয়ে মাঝে মাঝেই কান্নার সাগর বয়ে যায়।
  • - | 109.133.152.163 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:১৬588630
  • ১৯৯৩-এর রিপোট এখন এলো। ২০ বছর ৬ মাস পর। পিটি, হিসেব করে বলেন দেহি, মার্চ ২০০৭-এর সঙ্গে ২০ বছর ৬ মাস যোগ করলে কত হয়? ঃ-)
  • adhuli | 131.223.94.54 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:১৭588631
  • তবে এই জমি বিল দেখে হিরক-রানী একেবারে নেচে উঠেছেন। আবার রাস্তা-তে নামার এতবড় সুযোগ-!!! তবে ২০০৮ থেকে ২০১৪ অনেক জল গড়িয়ে গেছে।এবার সামনে আর বুদ্ধ-বিমান নয়, একেবারে মোদী-অমিত-শাহ। সুতরাং নিজের ওজন না বুঝে চোখ রাঙানো এবার ব্যথা আছে। সেটা জানেন বলেই, সুব্রত, সুগত, শুভেন্দু সবাই জল মাপতে লেগেছে। দেখতে থাকুন,আসল মজা ২০১৫-এ দেখতে পাবেন, দিদির সাজানো বাগান শুকিয়ে যেতে আর বেশি দেরী নেই।
  • PT | 213.110.247.221 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:২৪588632
  • এবারে কিসকের সাত্তো রোক্কার জন্ন বুজিরা রাস্তায় লাচতে নামবে না?
  • SC | 34.3.17.255 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:৩১588634
  • আচ্ছা পি টি দা, এই যে এর মন কাঁদেনি, তার মন কাঁদেনি, এসব নিয়ে ইয়ে করছেন, আপনার মন কেঁদেছিল তো?
    ২১শে জুলাই যারা পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন, কিম্বা ১৪ই মার্চ, এরা সকলেই কি শুধুমাত্র আপনার কাছে নিজের দল সিপিএম কে রক্ষা করার কুযুক্তি সাজানোর হাতিয়ার?
  • adhuli | 131.223.94.54 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১১:৩৬588635
  • এই সো-কলড বুজি-রাও এখন জল মাপছে। এদের কিনে ফেলা তো বাজার-এ সবজি কেনার থেকেও সহজ। মমতা-র একটা বড় অবদান যে এই সব বুজি-দের স্বরূপ সবার সামনে নাঙ্গা করে দিয়েছে, এরা বেশির ভাগ-ই একেবারে রাস্তার কুকুর। ভুল বললাম যদিও, কুকুর অনেক বেশি সৎ আর প্রভু-ভক্ত হয়।
  • shakher korat | 125.112.74.130 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:০৯588636
  • "জমি বিল দেখে হিরক-রানী একেবারে নেচে উঠেছেন। আবার রাস্তা-তে নামার এতবড় সুযোগ-!" নেচে কোনো লাভ নেই কারণ অরুন জেটলি বলেই দিয়েছে রাজ্য গুলোর অধিকার ইমপ্লেমেন্ট করবে কিনা তার । সুতরাং যে মুখ্যমন্ত্রী করবে তার রাজ্যে বেশি শিল্প আসবে । রাজ্যের কোর্টে বল - তোমার রাজ্যে কি করবে তার সিদ্ধান্ত , দায়িত্ব ও তোমার আর দায়ভার ও তোমার । তোমার ছাগল তুমি ল্যাজে কাট বা মাথায় তাতে কার কি । এরপর রাজ্যের জনতা তোমায় চেপে ধরলে তুমি জবাব দেবে ।
  • ranjan roy | 24.99.176.171 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১২:৪০588637
  • সিপিএম কিন্তু অত্যন্ত কনসিস্টেন্ট।
    ইলেক্শন ম্যানিফেস্টোতে বলেছিল--জোর করে কোন অনিচ্ছুক চাষীর জমিন নেওয়া চলবে না। এখনো সেই স্ট্যান্ডে আছে। তাই মমতার সঙ্গে গলা মিলিয়ে জমি অর্ডিন্যান্সের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে।
    এবারে অমিত-নরেন সরকারী বাম, নকল বাম, অতি বাম, বেস্রকারী বাম,নিও-কম্যুনিস্ট সবাইকে মিলিয়ে দিয়েছেন।

    জ্জিও কাকা!!
  • sm | 233.223.158.75 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:০১588638
  • পিটি, উবাচ।"সিপিএমে এখনো মনে করে যে সিঙ্গুরে তারা ঠিক কাজই করতে গিয়েছিল"।
    তাইলে রঞ্জনবাবু কিসব উল্টা পাল্টা লিখত্যাছেন ?
    পিটি উবাচ।"এবারে কিসকের সাত্তো রোক্কার জন্ন বুজিরা রাস্তায় লাচতে নামবে না?"
    কিন্তু প্রশ্ন,কোথায় গেল কৃষক আন্দোলনের পুরোধা দের গগন বিদারী হুন্কার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন